পদ প্রকরণ

'স্বাতন্ত্র্য' বিশেষ্য পদের বিশেষণ রূপ--

  • ক. স্বতন্ত্রতা
  • খ. স্বাতন্ত্র্যতা
  • গ. স্বতন্ত্র
  • ঘ. স্বতন্ত্রী

উত্তরঃ স্বতন্ত্র

বিস্তারিত

নিচের কোন বিশেষ্য-বিশেষণ জোড় শুদ্ধ?

  • ক. তক্ষণ-তাৎক্ষণিক
  • খ. ডাকাত-ডাকাতি
  • গ. খেলাপ-খেলাপি
  • ঘ. তাঁত-তেঁতোঁ

উত্তরঃ তাঁত-তেঁতোঁ

বিস্তারিত

'নিশীত রাতে বাজছে বাঁশি' বাক্যে 'নিশীত' শব্দটি কোন পদ--

  • ক. বিশেষ্য
  • খ. বিশেষণ
  • গ. সর্বনাম
  • ঘ. অব্যয়

উত্তরঃ বিশেষণ

বিস্তারিত

নিচের কোন পদে বিভক্তি যুক্ত হয় না?

  • ক. বিশেষ্য পদে
  • খ. বিশেষণ পদে
  • গ. সর্বনাম পদে
  • ঘ. অব্যয় পদে

উত্তরঃ অব্যয় পদে

বিস্তারিত

ওহে মাঝি আমাকে পার কর। বাক্যে 'মাঝি' কোন ধরনের পদ?

  • ক. সম্বন্ধ পদ
  • খ. সম্বোধন পদ
  • গ. বিশেষণ পদ
  • ঘ. ক্রিয়া-বিশেষণ পদ

উত্তরঃ সম্বোধন পদ

বিস্তারিত

নিচের কোন পদটিকে সংস্কৃত ব্যাকরণের ণিজন্ত ক্রিয়া বলে?

  • ক. যৌগিক ক্রিয়া
  • খ. দ্বিকর্মক ক্রিয়া
  • গ. মিশ্র ক্রিয়া
  • ঘ. প্রযোজক ক্রিয়া

উত্তরঃ প্রযোজক ক্রিয়া

বিস্তারিত

সর্বনামের পুরুষ কত প্রকার?

  • ক. ৪ প্রকার
  • খ. ৩ প্রকার
  • গ. ৫ প্রকার
  • ঘ. ২ প্রকার

উত্তরঃ ৩ প্রকার

বিস্তারিত

'নদী' নিচের কোন প্রকার বিশেষ্যের উদাহরণ?

  • ক. সমষ্টিবাচক বিশেষ্য
  • খ. জাতিবাচক বিশেষ্য
  • গ. ভাববাচক বিশেষ্য
  • ঘ. গুণবাচক বিশেষ্য

উত্তরঃ জাতিবাচক বিশেষ্য

বিস্তারিত

যত্ন করলে রত্ন মেলে- এখানে করলে কোন ধরনের ক্রিয়া?

  • ক. অনুক্ত
  • খ. সকর্মক
  • গ. অকর্মক
  • ঘ. দ্বিকর্মক

উত্তরঃ দ্বিকর্মক

বিস্তারিত

খোকাকে তুমি কাঁদিও না-- এ বাক্যটিতে কোন ক্রিয়া ব্যবহৃত হয়েছে?

  • ক. প্রযোজ্য
  • খ. প্রযোজক
  • গ. ক্রিয়া বিশেষণ
  • ঘ. ক্রিয়াবাচক বিশেষণ

উত্তরঃ প্রযোজক

বিস্তারিত

'পূণ্যে মতি হোক' বাক্যে 'পূণ্য' কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে?

  • ক. বিশেষ্য রূপে
  • খ. বিশেষণ রূপে
  • গ. সর্বনাম রূপে
  • ঘ. বিশেষ্যের বিশেষণ রূপে

উত্তরঃ বিশেষ্য রূপে

বিস্তারিত

পদ প্রধানত দুই প্রকার। যথা--

  • ক. বিশেষ্য ও বিশেষণ
  • খ. সর্বনাম ও অব্যয়
  • গ. নাম ও ক্রিয়া
  • ঘ. অব্যয় ও ধ্বন্যাত্নক

উত্তরঃ নাম ও ক্রিয়া

বিস্তারিত

যে বিশেষ্য পদ দ্বারা কোন বস্তুর দোষ বা গুণের নাম বুঝায় তাকে কি বিশেষ্য বলে?

  • ক. ভাববাচক বিশেষ্য
  • খ. জাতিবাচক বিশেষ্য
  • গ. বস্তুবাচক বিশেষ্য
  • ঘ. গুণবাচক বিশেষ্য

উত্তরঃ গুণবাচক বিশেষ্য

বিস্তারিত

যে পদে বেশ সংখ্যক ব্যাক্তি বা প্রাণীর সমষ্টি বুঝায় তাকে কোন ধরনের বিশেষ্য বলে?

  • ক. গুণবাচক বিশেষ্য
  • খ. জাতিবাচক বিশেষ্য
  • গ. সমষ্টিবাচক বিশেষ্য
  • ঘ. বস্তুবাচক বিশেষ্য

উত্তরঃ সমষ্টিবাচক বিশেষ্য

বিস্তারিত

যে পদ দ্বারা কোন এক জাতীয় প্রাণী বা পদার্থের সাধারণ নাম বুঝায়- তাকে বলে--

  • ক. সমষ্টিবাচক বিশেষ্য
  • খ. জাতিবাচক বিশেষ্য
  • গ. ভাববাচক বিশেষ্য
  • ঘ. গুণবাচক বিশেষ্য

উত্তরঃ জাতিবাচক বিশেষ্য

বিস্তারিত

যে বিশেষ্য পদে কোন ক্রিয়ার ভাব বা কাজের ভাব প্রকাশিত হয়, তাকে কি বলে?

  • ক. ভাববাচক বিশেষ্য
  • খ. সংজ্ঞাবাচক বিশেষ্য
  • গ. বস্তুবাচক বিশেষ্য
  • ঘ. নামবাচক বিশেষ্য

উত্তরঃ ভাববাচক বিশেষ্য

বিস্তারিত

সর্বজন- এর বিশেষণ কি?

  • ক. বিশ্বজন
  • খ. সর্বজনীন
  • গ. বিশ্বজনীন
  • ঘ. ঐশ্বরিক

উত্তরঃ সর্বজনীন

বিস্তারিত

সমধাতুজ কর্মপদ অকর্মক ক্রিয়া কে কোন ক্রিয়ায় রূপান্তরিত করে?

  • ক. দ্বিকর্মক ক্রিয়া
  • খ. সমাপিকা ক্রিয়া
  • গ. সকর্মক ক্রিয়া
  • ঘ. অসমাপিকা ক্রিয়া

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

কোনটি বিশেষণের অতিশায়ন?

  • ক. চন্দ্র পৃথিবী অপেক্ষা ক্ষুদ্রতর
  • খ. যমুনা বাংলাদেশের দীর্ঘ নদী
  • গ. অনাগত দিনগুলো কি হবে কে জানে
  • ঘ. মেঠো পথ চলে গিয়েছে বহুদূর

উত্তরঃ চন্দ্র পৃথিবী অপেক্ষা ক্ষুদ্রতর

বিস্তারিত

পদ প্রকরণ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

  • ক. ধ্বনিতত্ত্ব
  • খ. রূপতত্ত্ব
  • গ. বাক্যতত্ত্ব
  • ঘ. অর্থতত্ত্ব

উত্তরঃ রূপতত্ত্ব

বিস্তারিত

কোন পদে বিভক্তি যুক্ত হয় না?

  • ক. অব্যয়
  • খ. বিশেষণ
  • গ. সর্বনাম
  • ঘ. ক্রিয়া

উত্তরঃ অব্যয়

বিস্তারিত

মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন- এখানে কিংবা অব্যয়টি কোন অব্যয়?

  • ক. অনুকার অব্যয়
  • খ. বিয়োজক অব্যয়
  • গ. সমুচ্চয়ী অব্যয়
  • ঘ. সংযোজক অব্যয়

উত্তরঃ বিয়োজক অব্যয়

বিস্তারিত

গমন, দর্শন, ভোজন, শয়ন, দেখা, শোনা- কোন পদের উদাহরণ?

  • ক. সংজ্ঞাবাচক বিশেষ্য
  • খ. ভাববাচক বিশেষ্য
  • গ. বস্তুবাচক বিশেষ্য
  • ঘ. নামবাচক বিশেষ্য

উত্তরঃ ভাববাচক বিশেষ্য

বিস্তারিত

পদ মোট কত প্রকার?

  • ক. ৬ প্রকার
  • খ. ৫ প্রকার
  • গ. ৪ প্রকার
  • ঘ. ৩ প্রকার

উত্তরঃ ৫ প্রকার

বিস্তারিত

ক্রিয়াপদ--

  • ক. সব সময় বাক্যে থাকবে
  • খ. কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে
  • গ. শুধু অতীত কাল বুঝাতে বাক্যে ব্যবহৃত হয়
  • ঘ. আসলে বিশেষণ থেকে অভিন্ন

উত্তরঃ কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে

বিস্তারিত

বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এল বান-- এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ?

  • ক. অবস্থাবাচক শব্দ
  • খ. বাক্যালংকার
  • গ. ধ্বন্যাত্নক শব্দ
  • ঘ. দ্বিরুক্ত শব্দ

উত্তরঃ দ্বিরুক্ত শব্দ

বিস্তারিত

মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ-- বাক্যে মরি মরি কোন শ্রেণীর অব্যয়?

  • ক. সমন্বয়ী
  • খ. অনন্বয়ী
  • গ. পদান্বয়ী
  • ঘ. অনুকার

উত্তরঃ অনন্বয়ী

বিস্তারিত

বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে--

  • ক. কারক
  • খ. শব্দ
  • গ. পদ
  • ঘ. ক্রিয়াপদ

উত্তরঃ পদ

বিস্তারিত

ক্রিয়া পদের মূল অংশকে কি বলে?

  • ক. পদ
  • খ. ধ্বনি
  • গ. ধাতু
  • ঘ. ক্রিয়াপদ

উত্তরঃ ধাতু

বিস্তারিত

কিসের ভেদে ক্রিয়ার রূপের কোন পার্থক্য হয় না?

  • ক. বচনভেদে
  • খ. প্রয়োগভেদে
  • গ. অর্থভেদে
  • ঘ. বর্ণনাভেদে

উত্তরঃ বর্ণনাভেদে

বিস্তারিত

'শ্যামল' শব্দের বিশেষ্য কোনটি?

  • ক. শ্যামলী
  • খ. শ্যাম
  • গ. শ্যামলিকা
  • ঘ. শ্যামলিমা

উত্তরঃ শ্যামলী

বিস্তারিত

কোন বাক্যে বিশেষণের বিশেষণ রয়েছে?

  • ক. সে গুনবান
  • খ. মেটে কলসী
  • গ. ঘোড়া খুব দ্রুত চলে
  • ঘ. যায় যায় দিন

উত্তরঃ ঘোড়া খুব দ্রুত চলে

বিস্তারিত

'তিনটি বছর' এখানে 'তিনটি' কোন পদ?

  • ক. বিশেষ্য
  • খ. বিশেষণ
  • গ. অব্যয়
  • ঘ. ক্রিয়া

উত্তরঃ বিশেষণ

বিস্তারিত

করেছে, করেছো, করেছেন- একই শব্দের এ তিনটি রূপ কি কারণে ব্যবহৃত হয়?

  • ক. লিঙ্গভেদে
  • খ. মর্যাদাভেদে
  • গ. কারক বিভক্তি
  • ঘ. সমাস

উত্তরঃ মর্যাদাভেদে

বিস্তারিত

ন্যায় শব্দের বিশেষণ--

  • ক. ন্যায়িক
  • খ. নীতিবান
  • গ. ন্যায্য
  • ঘ. ন্যায়সঙ্গত

উত্তরঃ ন্যায্য

বিস্তারিত

অসমাপিকা ক্রিয়া অর্থ প্রকাশের জন্য কোন ক্রিয়ার ওপর নির্ভশীল ?

  • ক. মৌলিক ক্রিয়া
  • খ. যৌগিক ক্রিয়া
  • গ. সমাপিকা ক্রিয়া
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ সমাপিকা ক্রিয়া

বিস্তারিত

'আর' কোন ধরণের অব্যয়ের উদাহরণ ?

  • ক. অনুকার অব্যয়
  • খ. বিদেশী অব্যয়
  • গ. সমুচ্চায়ী অব্যয়
  • ঘ. খাঁটি বাংলা অব্যয়

উত্তরঃ খাঁটি বাংলা অব্যয়

বিস্তারিত

'সে ধনী কিন্তু সৎ নয়' - এই বাক্যে কিন্তু অব্যয়টি কোন ধরণের অব্যয় ?

  • ক. অনন্বয়ী অব্যয়
  • খ. সংকোচক অব্যয়
  • গ. বিয়োজক অব্যয়
  • ঘ. সমুচ্চয়ী অব্যয়

উত্তরঃ সংকোচক অব্যয়

বিস্তারিত

স্বয়ং, নিজ, খোদ -প্রভৃতি কোন শ্রেনীর সর্বনাম ?

  • ক. আত্নবাচক
  • খ. সামীপ্যবাচক
  • গ. পুরুষবাচক
  • ঘ. ব্যক্তিবাচক

উত্তরঃ আত্নবাচক

বিস্তারিত

নিচের কোনটিকে গৌণ কর্ম বলে ?

  • ক. প্রযোজ্য কর্মকে
  • খ. সমধাতুজ কর্মকে
  • গ. ব্যক্তিবাচক কর্মকে
  • ঘ. বস্তুবাচক কর্মকে

উত্তরঃ ব্যক্তিবাচক কর্মকে

বিস্তারিত

অবশ্যই আমরা সেখানে যাব' - বাক্যে 'অবশ্যই' পদটি কোন শ্রেণীর পদ ?

  • ক. ক্রিয়া বিশেষণ
  • খ. ভাব বিশেষণ
  • গ. অব্যয় বিশেষণ
  • ঘ. বাক্য বিশেষণ

উত্তরঃ বাক্য বিশেষণ

বিস্তারিত

'দরিদ্র' এর বিশেষ্য পদ কোনটি ?

  • ক. অভাবগ্রস্থ
  • খ. দারিদ্রতা
  • গ. দারিদ্র
  • ঘ. দীনতা

উত্তরঃ দারিদ্র

বিস্তারিত

বইটি ছোটদের কাছে দুর্বোধ্য - এখানে 'পদটি কম ধরণের

  • ক. সর্বনামের বিশেষণ
  • খ. বিধেয় বিশেষণ
  • গ. অব্যয়ের বিশেষণ
  • ঘ. বিশেষ্যের বিশেষণ

উত্তরঃ বিধেয় বিশেষণ

বিস্তারিত

সমধাতুজ কর্মপদ অকর্মক ক্রিয়াকে কোন ক্রিয়ায় রূপান্তরিত করে ?

  • ক. দ্বিকর্মক ক্রিয়া
  • খ. সমাপিকা ক্রিয়া
  • গ. সকর্মক ক্রিয়া
  • ঘ. অসমাপিকা ক্রিয়া

উত্তরঃ সকর্মক ক্রিয়া

বিস্তারিত

নিচের কোন ক্রিয়া ধাতুর সাথে বর্তমান অতীত বা ভবিষ্যৎকালের বিভক্তি যুক্ত হয়ে গঠিত হয় ?

  • ক. সমাপিকা ক্রিয়া
  • খ. অসমাপিকা ক্রিয়া
  • গ. মিশ্রে ক্রিয়া
  • ঘ. যৌগিক ক্রিয়া

উত্তরঃ সমাপিকা ক্রিয়া

বিস্তারিত

গৌণ কর্ম সাধারণত মুখ্য কর্মের কোথায় বসে ?

  • ক. পরে
  • খ. পূর্বে
  • গ. মাঝে
  • ঘ. যে কোন স্থানে

উত্তরঃ পূর্বে

বিস্তারিত

'তুমি কেমন আছ ?' এ বাক্যে 'কেমন' কি জাতীয় অব্যয় ?

  • ক. ভাব প্রকাশক
  • খ. প্রশ্নবোধক
  • গ. অনুকার
  • ঘ. খাঁটি বাংলা অব্যয়

উত্তরঃ প্রশ্নবোধক

বিস্তারিত

'বহুত', 'খুব' প্রভৃতি কোন শ্রেণীর অব্যয় ?

  • ক. তৎসম অব্যয়
  • খ. তদ্ভব অব্যয়
  • গ. সংস্কৃত অব্যয়
  • ঘ. বিদেশী অব্যয়

উত্তরঃ বিদেশী অব্যয়

বিস্তারিত

'সমুচ্চয়' অব্যয়ের অপর নাম কি ?

  • ক. অনন্বয়ী অব্যয়
  • খ. সম্বন্ধবাচক অব্যয়
  • গ. অনুকার অব্যয়
  • ঘ. অনুসর্গ অব্যয়

উত্তরঃ সম্বন্ধবাচক অব্যয়

বিস্তারিত

নিচের কোনটি বর্তমান অনুজ্ঞার উদাহরণ ?

  • ক. আজ একবার এস
  • খ. চেষ্টা কর, সবই বুঝতে পারবে
  • গ. কাজটি করে ফেল
  • ঘ. রোগ হলে ওষুধ খাবে

উত্তরঃ কাজটি করে ফেল

বিস্তারিত

'যারা দেশের জন্য জীবন দিতে প্রস্তুত তারাই তো সত্যিকারের পুরুষ।' - বাক্যে 'তারাই' কোন পদ ?

  • ক. অব্যয় পদ
  • খ. বিশেষণ পদ
  • গ. বিশেষ্য পদ
  • ঘ. সর্বনাম পদ

উত্তরঃ সর্বনাম পদ

বিস্তারিত

কোন পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষিত করে ?

  • ক. ভাব বিশেষণ
  • খ. উপসর্গযুক্ত বিশেষণ
  • গ. সমাসসিদ্ধ বিশেষণ
  • ঘ. নাম বিশেষণ

উত্তরঃ ভাব বিশেষণ

বিস্তারিত

'এটি একটি বিরাট সত্য' - বাক্যে 'সত্য' কোন পদরূপে ব্যবহৃত হয়েছে ?

  • ক. সর্বনাম রূপে
  • খ. বিশেষ্য রূপে
  • গ. বিশেষণ রূপে
  • ঘ. অব্যয় রূপে

উত্তরঃ বিশেষ্য রূপে

বিস্তারিত

'আমরা বই পড়ি' এখানে 'পড়ি' ক্রিয়া কোন ভাবের উদাহরণ ?

  • ক. সাপেক্ষ ভাব
  • খ. উপদেশাত্নক ভাব
  • গ. প্রশ্নজিজ্ঞাসা ভাব
  • ঘ. সাধারণ নির্দেশক ভাব

উত্তরঃ সাধারণ নির্দেশক ভাব

বিস্তারিত

ব্যক্তিবাচক কর্মপদটিকে কোন কর্ম বলে ?

  • ক. মুখ্য কর্ম
  • খ. গৌণ কর্ম
  • গ. সমধাতুজ কর্ম
  • ঘ. ধাত্বর্থক কর্ম

উত্তরঃ গৌণ কর্ম

বিস্তারিত

'যত্ন করলে রত্ন মিলে' এখানে 'করলে' কোন ক্রিয়ার উদাহরণ ?

  • ক. অনুক্ত
  • খ. দ্বিকর্মক
  • গ. সমাপিকা
  • ঘ. অসমাপিকা

উত্তরঃ দ্বিকর্মক

বিস্তারিত

কোন বাক্যে নিত্য সম্বন্ধীয় অব্যয়ের উদাহরণ আছে ?

  • ক. হ্যাঁ আমি যাব
  • খ. আবার যেতে হবে
  • গ. যথা ধর্ম তথা জয়
  • ঘ. অতি ভক্তি চোরের লক্ষণ

উত্তরঃ যথা ধর্ম তথা জয়

বিস্তারিত

ভাষায় সর্বনামের ব্যবহারের উদ্দেশ্য কি ?

  • ক. বিশেষণের পরিবর্তে ব্যবহার করা
  • খ. বিশেষ্যের পুনরাবৃত্তি দূর করা
  • গ. বিশেষ্যের অভাব দূর করা
  • ঘ. ভাষায় শব্দ সম্পদ বৃদ্ধি করা

উত্তরঃ বিশেষ্যের পুনরাবৃত্তি দূর করা

বিস্তারিত

আমি, আমরা, সে, তারা - এগুলো কোন সর্বনাম পদ ?

  • ক. ব্যতিহারিক সর্বনাম
  • খ. ব্যক্তিবাচক সর্বনাম
  • গ. সাকুল্যবাচক সর্বনাম
  • ঘ. আত্নবাচক সর্বনাম

উত্তরঃ আত্নবাচক সর্বনাম

বিস্তারিত

এ, এই, এরা, ইহারা - এ গুলো কোন সর্বনাম পদের উদাহরণ ?

  • ক. পুরুষবাচক সর্বনাম
  • খ. আত্নবাচক সর্বনাম
  • গ. অন্যাদিবাচক সর্বনাম
  • ঘ. সামীপ্যবাচক সর্বনাম

উত্তরঃ পুরুষবাচক সর্বনাম

বিস্তারিত

কোনটি সমাসবদ্ধ বিশেষণ ?

  • ক. বেকার যুবক
  • খ. উজ্জ্বল প্রদীপ
  • গ. ঝকঝকে পাত্র
  • ঘ. দুর্ভাগ্যজনক সিদ্ধান্ত

উত্তরঃ বেকার যুবক

বিস্তারিত

কোনটি বিশেষণের অতিশায়ন ?

  • ক. চন্দ্র পৃথিবী অপেক্ষা ক্ষুদ্রতর
  • খ. যমুনা বাংলাদেশের দীর্ঘ নদী
  • গ. অনাগত দিনগুলি কি হবে কে জানে
  • ঘ. মেঠো পথ চলে গিয়াছ বহুদূর

উত্তরঃ চন্দ্র পৃথিবী অপেক্ষা ক্ষুদ্রতর

বিস্তারিত

দুটি বস্তুর মধ্যে অতিশায়নের জোর দিতে হলে মূল বিশেষণের আগে কোন বিশেষণীয় বিশেষণ যোগ করতে হয় ?

  • ক. হইতে, থেকে
  • খ. সরল, দুর্বল
  • গ. অনেক, অধিক
  • ঘ. অন্যতম, দীর্ঘতম

উত্তরঃ অনেক, অধিক

বিস্তারিত

নবম শ্রেণী, প্রথমা কন্যা - এখানে 'নবম' ও 'প্রথমা' কোন জাতীয় বিশেষণ ?

  • ক. ক্রমবাচক
  • খ. সমষ্টিবাচক
  • গ. পরিমাণবাচক
  • ঘ. সংখ্যাবাচক

উত্তরঃ ক্রমবাচক

বিস্তারিত

ভৌগোলিক স্থানের নাম কোন বিশেষ্যের অন্তর্গত ?

  • ক. সংজ্ঞাবাচক
  • খ. জাতিবাচক
  • গ. বস্তুবাচক
  • ঘ. সমষ্টিবাচক

উত্তরঃ সংজ্ঞাবাচক

বিস্তারিত

শব্দ এবং অনুকার অব্যয়ের উত্তরে কোন প্রত্যয় যোগ করে নাম ধাতু গঠিত হয় ?

  • ক. অ প্রত্যয়
  • খ. ঈ প্রত্যয়
  • গ. আ প্রত্যয়
  • ঘ. ই প্রত্যয়

উত্তরঃ আ প্রত্যয়

বিস্তারিত

অর্থবিহীন যেসব অব্যয় কোনো শব্দ বা ধাতুর পূর্বে বসে অর্থের পরিবর্তন সাধন করে, তাদেরকে কোন অব্যয় বলে ?

  • ক. উপসর্গ অব্যয়
  • খ. নিত্য সম্বন্ধীয় অব্যয়
  • গ. বাক্যালঙ্কার অব্যয়
  • ঘ. অনুসর্গ অব্যয়

উত্তরঃ উপসর্গ অব্যয়

বিস্তারিত

উপর, পাশে, নিচে প্রভৃতি পদান্বয়ী অব্যয়গুলো বাক্যে কি অর্থে ব্যবহৃত হয় ?

  • ক. করণ অর্থে
  • খ. অধিকরণ অর্থে
  • গ. অপাদান অর্থে
  • ঘ. নিমিত্ত অর্থে

উত্তরঃ নিমিত্ত অর্থে

বিস্তারিত

বিশেষণের অতিশায়নের ক্ষেত্রদ্বয়ের মধ্যে তারতম্য বোঝাতে প্রথম বিশেষ্যটি সাধারণত কোন বিভক্তিযুক্ত হয় ?

  • ক. পঞ্চমী বিভক্তি
  • খ. ষষ্ঠী বিভক্তি
  • গ. তৃতীয়া বিভক্তি
  • ঘ. সপ্তমী বিভক্তি

উত্তরঃ ষষ্ঠী বিভক্তি

বিস্তারিত

তর ও তম প্রত্যয় দুটি নিচের কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় ?

  • ক. তৎসম বিশেষণ
  • খ. বিশেষণের অতিশায়ন
  • গ. ক্রিয়াবাচক বিশেষণ
  • ঘ. ভাব বিশেষণ

উত্তরঃ বিশেষণের অতিশায়ন

বিস্তারিত

নিচের কোনটি একপদী বিশেষণের উদাহরণ ?

  • ক. সুখী পরিবার
  • খ. বাপে তাড়ানো ছেলে
  • গ. নাম না জানা পাখি
  • ঘ. ঘুম পাড়ানি গান

উত্তরঃ সুখী পরিবার

বিস্তারিত

বিশেষণ কোনো বিশেষ্যের সীমাকে -

  • ক. সম্প্রসারিত করে
  • খ. সৌন্দর্যমণ্ডিত করে
  • গ. সংকুচিত করে
  • ঘ. জটিল করে

উত্তরঃ সংকুচিত করে

বিস্তারিত

নিচের কোনটি সংজ্ঞাবাচক বিশেষ্যের উদাহরণ ?

  • ক. লোহা, কাঠ, তুলা
  • খ. করিম, খুলনা, পদ্মা
  • গ. মায়া, সততা, যৌবন
  • ঘ. শয়ন, দর্শন, শ্রবণ

উত্তরঃ করিম, খুলনা, পদ্মা

বিস্তারিত

নিচের কোন পদে বিভক্তি যুক্ত হয় না ?

  • ক. বিশেষ্য পদে
  • খ. বিশেষণ পদে
  • গ. সর্বনাম পদে
  • ঘ. অব্যয় পদে

উত্তরঃ অব্যয় পদে

বিস্তারিত

ওহে মাঝি আমাকে পার কর। বাক্যে 'মাঝি' কোন ধরনের পদ ?

  • ক. সম্বন্ধ পদ
  • খ. সম্বোধন পদ
  • গ. বিশেষণ পদ
  • ঘ. ক্রিয়া - বিশেষণ পদ

উত্তরঃ সম্বোধন পদ

বিস্তারিত

'না' শব্দটি বাক্যের কোথায় বসে ?

  • ক. সমাপিকা ক্রিয়ার পরে
  • খ. বিশেষণের পরে
  • গ. অসমাপিকা ক্রিয়ার পরে
  • ঘ. সমাপিকা ক্রিয়ার পূর্বে

উত্তরঃ সমাপিকা ক্রিয়ার পরে

বিস্তারিত

বহুপদময় বিশেষণ সর্বদাই বাক্যের কোথায় বসে ?

  • ক. বিশেষ্যের পরে
  • খ. বিশেষণের পরে
  • গ. বিশেষণের পূর্বে
  • ঘ. বিশেষ্যের পূর্বে

উত্তরঃ বিশেষ্যের পূর্বে

বিস্তারিত

বিধেয় বিশেষণ সবসময় কোথায় বসে ?

  • ক. বিশেষণের পরে
  • খ. বাক্যের মাঝখানে
  • গ. বিশেষ্যের পরে
  • ঘ. বিশেষ্যের পূর্বে

উত্তরঃ বিশেষ্যের পরে

বিস্তারিত

কারক বিভক্তিযুক্ত পদ সাধারণত বাক্যের কোথায় বসে ?

  • ক. বিশেষণের পূর্বে
  • খ. বিশেষণের পরে
  • গ. বাক্যের শেষে
  • ঘ. বাক্যের প্রথমে

উত্তরঃ বিশেষণের পূর্বে

বিস্তারিত

ব্যতিক্রম ছাড়া সাধারণত সম্বন্ধ পদ বাক্যের কোথায় বসে ?

  • ক. বিশেষ্যের পরে
  • খ. বিশেষ্যের পূর্বে
  • গ. বিশেষণ পরে
  • ঘ. বিশেষণ পূর্বে

উত্তরঃ বিশেষ্যের পূর্বে

বিস্তারিত

'আমার বাড়ি যাব' বাক্যটি ক্রিয়ার কোন ধরনের ভাব প্রকাশ করেছে ?

  • ক. সাপেক্ষ ভাব
  • খ. নির্দেশক ভাব
  • গ. অনুজ্ঞা ভাব
  • ঘ. আকাঙ্ক্ষা ভাব

উত্তরঃ নির্দেশক ভাব

বিস্তারিত

ক্রিয়ার ভাব বা ধরন কত প্রকার ?

  • ক. ৬ প্রকার
  • খ. ২ প্রকার
  • গ. ৪ প্রকার
  • ঘ. ৫ প্রকার

উত্তরঃ ৪ প্রকার

বিস্তারিত

নিচের কোনটি মিশ্র ক্রিয়ার উদাহরণ ?

  • ক. (ঠক্ ঠক্) করে শব্দ কর না
  • খ. এখন আসতে পার
  • গ. আমার কথাটা শুনে রাখ
  • ঘ. সাইরেন বেজে উঠল

উত্তরঃ (ঠক্ ঠক্) করে শব্দ কর না

বিস্তারিত

নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ ?

  • ক. এখন যেতে পার
  • খ. আমরা তাজমহল দর্শন করলাম
  • গ. তুমি গোল্লায় যাও
  • ঘ. শন শন করে বাতাস বইছে

উত্তরঃ এখন যেতে পার

বিস্তারিত

মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন - এ বাক্যে কোনটি প্রযোজক কর্তা ?

  • ক. মা
  • খ. শিশুকে
  • গ. চাঁদ
  • ঘ. দেখাচ্ছেন

উত্তরঃ মা

বিস্তারিত

নিচের কোন পদটিকে সংস্কৃত ব্যাকরণ নিজন্ত ক্রিয়া বলা হয় ?

  • ক. যৌগিক ক্রিয়া
  • খ. দ্বিকর্মক ক্রিয়া
  • গ. মিশ্র ক্রিয়া
  • ঘ. প্রযোজক ক্রিয়া

উত্তরঃ প্রযোজক ক্রিয়া

বিস্তারিত

নিচের কোনটি সকর্মক ক্রিয়া পদের উদাহরণ ?

  • ক. সে চোখে দেখেনা না
  • খ. আমি রাতে খাব না
  • গ. সে চোখে সর্ষে ফুল দেখল
  • ঘ. তুলি কানে শোনাে না

উত্তরঃ সে চোখে সর্ষে ফুল দেখল

বিস্তারিত

যে পদের দ্বারা কোনো কার্য সম্পাদন করা বুঝায় তাঁকে কোন পদ বলে ?

  • ক. সর্বনাম পদ
  • খ. ক্রিয়া পদ
  • গ. অব্যয় পদ
  • ঘ. বিশেষণ পদ

উত্তরঃ ক্রিয়া পদ

বিস্তারিত

'অন্তত আমার যাওয়া উচিত' বাক্যটি কোন ধরনের অব্যয়ের উদাহরণ ?

  • ক. অব্যয় বিশেষণ
  • খ. 'ত' প্রত্যয়ান্ত অব্যয়
  • গ. নিত্য সম্বন্ধীয় অব্যয়
  • ঘ. অনুসর্গ অব্যয়

উত্তরঃ 'ত' প্রত্যয়ান্ত অব্যয়

বিস্তারিত

নিচের কোন বাক্যটি নিত্য সম্বন্ধীয় অব্যয়ের উধহরণ ?

  • ক. অতি ভক্তি চোরের লক্ষণ
  • খ. অন্যত্র চলে যাও
  • গ. দুর্ভাগ্যবশত পরীক্ষায় পাস করেছি
  • ঘ. যত গর্জে তত বর্ষে না

উত্তরঃ যত গর্জে তত বর্ষে না

বিস্তারিত

নিচের কোনটি সমুচ্চায়ী অব্যয়ের উদাহরণ ?

  • ক. বাতাসের শনশন গতি
  • খ. তুমি যা জান তা ঠিকই বটে
  • গ. উচ্চপদ ও সামাজিক মর্যাদা কে না চায়
  • ঘ. তাকে দিয়ে এ কাজ করি ও না

উত্তরঃ তুমি যা জান তা ঠিকই বটে

বিস্তারিত

ছি, ছি, তুমি এত খারাপ। এ বাক্যে 'ছি ছি' কোন ধরনের অব্যয় ?

  • ক. অনন্বয়ী অব্যয়
  • খ. সমুচ্চয়ী অব্যয়
  • গ. অনুসর্গ অব্যয়
  • ঘ. অনুকার অব্যয়

উত্তরঃ অনন্বয়ী অব্যয়

বিস্তারিত

হঠাৎ শুস্ক পাতার মর মর শব্দে আমি ভয় পেয়ে গেলাম। এখানে মরমর কোন ধরনের অব্যয় ?

  • ক. অনুসর্গ
  • খ. অনুকার
  • গ. সমুচ্চায়ী
  • ঘ. অনন্বয়ী

উত্তরঃ অনুকার

বিস্তারিত

অনুসর্গ অব্যয়ের অন্য নাম কি ?

  • ক. পদাশ্রয়ী অব্যয়
  • খ. উপসর্গ অব্যয়
  • গ. পদান্বয়ী অব্যয়
  • ঘ. বিভক্তিযুক্ত অব্যয়

উত্তরঃ পদান্বয়ী অব্যয়

বিস্তারিত

তোমাকে দিয়ে এ কাজ হবে না বাক্যে 'দিয়ে' কোন প্রকার অব্যয় ?

  • ক. অনুকার অব্যয়
  • খ. সমুচ্চয়ী অব্যয়
  • গ. অনন্বয়ী অব্যয়
  • ঘ. অনুসর্গ অব্যয়

উত্তরঃ অনুসর্গ অব্যয়

বিস্তারিত

স্রোতের কলকল ধ্বনি সত্যিই মনোমুগ্ধকর। এ বাক্যে 'কলকল' কোন ধরণের অব্যয় ?

  • ক. সমুচ্চয়ী অব্যয়
  • খ. অনুকার অব্যয়
  • গ. অনন্বয়ী অব্যয়
  • ঘ. অনুসর্গ অব্যয়

উত্তরঃ অনুকার অব্যয়

বিস্তারিত

মরি! মরি! কি সুন্দর বাংলার রূপ। এ বাক্যে 'মরি মরি' কোন প্রকার অব্যয় ?

  • ক. অনুকার অব্যয়
  • খ. অনুসর্গ অব্যয়
  • গ. অনন্বয়ী অব্যয়
  • ঘ. সমুচ্চয়ী অব্যয়

উত্তরঃ অনন্বয়ী অব্যয়

বিস্তারিত

সে শুধু মেধাবীই নয়, পরন্তু জ্ঞানীও বটে , পরন্তু জ্ঞানীও বটে । এখানে 'পরন্তু' কোন ধরনের অব্যয় ?

  • ক. বিয়োজক অব্যয়
  • খ. সংযোজক অব্যয়
  • গ. সংকোচক অব্যয়
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ সংকোচক অব্যয়

বিস্তারিত

হাসেম কিংবা কিংবা কাসেম এর জন্য দায়ী। এ বাক্যে কিংবা কোন ধারনের অব্যয় ?

  • ক. সংযোজক অব্যয়
  • খ. বিয়োজক অব্যয়
  • গ. সংকোচক অব্যয়
  • ঘ. সম্বোধন অব্যয়

উত্তরঃ বিয়োজক অব্যয়

বিস্তারিত

নিচের কোনগুলো বিদেশী অব্যয়ের উদাহরণ ?

  • ক. আলবত, মারহাবা
  • খ. সদা, সহসা
  • গ. দৈবাৎ, আবার
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ আলবত, মারহাবা

বিস্তারিত

নিচের কোনগুলো খাঁটি বাংলা অব্যয় শব্দের উদাহরণ ?

  • ক. সহসা, হঠাৎ, অর্থাৎ
  • খ. আর, ও , হাঁ
  • গ. আলবত, বহুত, খুব
  • ঘ. বরং, আপাতত, বস্তুত

উত্তরঃ আর, ও , হাঁ

বিস্তারিত

পূনশ্চ, যদি, যথা প্রভৃতি কোন প্রকার অব্যয় শব্দের উদাহরণ ?

  • ক. তৎসম অব্যয় শব্দ
  • খ. বিদেশী অব্যয় শব্দ
  • গ. খাঁটি বাংলা অব্যয় শব্দ
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ তৎসম অব্যয় শব্দ

বিস্তারিত

নিচের কোনটির কোনো পুরুষের নেই ?

  • ক. বিশেষ্য
  • খ. সর্বনাম
  • গ. ক্রিয়ার
  • ঘ. অব্যয়

উত্তরঃ অব্যয়

বিস্তারিত

নিচের কোনগুলো নাম পুরুষের উদাহরণ ?

  • ক. আমি, আমরা, আমাকে
  • খ. তারা, তাহারা, তাহাদের
  • গ. আপনি, আপনার, আপনারা
  • ঘ. আমি, আমাদের

উত্তরঃ তারা, তাহারা, তাহাদের

বিস্তারিত

নিচের কোনগুলো মধ্যম পুরুষের উদাহরণ ?

  • ক. তুমি, তোমার, তোমাকে
  • খ. আমি, আমরা, আমাকে
  • গ. সে, তারা, তাহাকে
  • ঘ. তিনি, তাঁকে, তাঁরা

উত্তরঃ আমি, আমরা, আমাকে

বিস্তারিত

সর্বনামের পুরুষ কত প্রকার ?

  • ক. ৪ প্রকার
  • খ. ৩ প্রকার
  • গ. ৫ প্রকার
  • ঘ. ২ প্রকার

উত্তরঃ ৩ প্রকার

বিস্তারিত

নিচের কোনগুলো ব্যতিহারিক সর্বনামের উদাহরণ ?

  • ক. আপনা, আপনি
  • খ. যিনি, যারা
  • গ. সকল, সমুদয়
  • ঘ. এরা, ইহারা

উত্তরঃ আপনা, আপনি

বিস্তারিত

নিচের কোনগুলো সামীপ্যবাচক সর্বনামের উদাহরণ ?

  • ক. স্বয়ং, নিজ, খোদ
  • খ. কেহ, কেঊ, কিছু
  • গ. অন্য, অপর, পর
  • ঘ. স, এই, এরা

উত্তরঃ স, এই, এরা

বিস্তারিত

বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে কি বলা হয় ?

  • ক. অব্যয় পদ
  • খ. বিশেষণ পদ
  • গ. সর্বনাম পদ
  • ঘ. ক্রিয়া পদ

উত্তরঃ সর্বনাম পদ

বিস্তারিত

সামান্য একটু দই দাও। বাক্যে সামান্য কোন ধরনের বিশেষণ ?

  • ক. অব্যয়ের বিশেষণ
  • খ. বিশেষণের বিশেষণ
  • গ. বাক্যের বিশেষণ
  • ঘ. ক্রিয়া বিশেষণ

উত্তরঃ বিশেষণের বিশেষণ

বিস্তারিত

ধিক্ তারে শতাধিক নির্লজ্জ যে জন। বাক্যে ধিক্ ও শতাধিক্ কোন প্রকার বিশেষণ ?

  • ক. বাক্যের বিশেষণ
  • খ. ক্রিয়া বিশেষণ
  • গ. অব্যয়ের বিশেষণ
  • ঘ. বিশেষণের বিশেষণ

উত্তরঃ অব্যয়ের বিশেষণ

বিস্তারিত

নিচের কোনটি রূপবাচক বিশেষণের উদাহরণ ?

  • ক. চৌকস খেলোয়াড়
  • খ. হাজার লোক
  • গ. তাজা মাছ
  • ঘ. নীল আকাশ

উত্তরঃ নীল আকাশ

বিস্তারিত

বিশেষণ প্রধানত কয় ভাগে বিভক্ত ?

  • ক. ৪ ভাগে
  • খ. ২ ভাগে
  • গ. ৩ ভাগে
  • ঘ. ৫ ভাগে

উত্তরঃ ২ ভাগে

বিস্তারিত

নিচের কোনটি ক্রিয়া বিশেষণের উদাহরণ ?

  • ক. আস্তে যাও
  • খ. ঝুলন্ত সেতু
  • গ. দয়াময় তুমি
  • ঘ. নীল আকাশ

উত্তরঃ আস্তে যাও

বিস্তারিত

সে চলন্ত গাড়িতে ঝুকি নিয়ে উঠল - এখানে 'চলন্ত' কোন ধরনর বিশেষণ ?

  • ক. ক্রিয়ার বিশেষণ
  • খ. বিশেষ্যের বিশেষণ
  • গ. সর্বনামের বিশেষণ
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ বিশেষ্যের বিশেষণ

বিস্তারিত

'নদী' নিচের কোন প্রকার বিশেষ্যের উদাহরণ ?

  • ক. সমষ্টিবাচক বিশেষ্য
  • খ. ভাববাচক বিশেষ্য
  • গ. জাতিবাচক বিশেষ্য
  • ঘ. গুনবাচক বিশেষ্য

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

নিচের কোনটি সমষ্টিবাচক বিশেষ্যের উদাহরণ ?

  • ক. সমিতি
  • খ. মানুষ
  • গ. পর্বত
  • ঘ. গরু

উত্তরঃ সমিতি

বিস্তারিত

ভোজন, শয়ন, দেখা, শোনা প্রভৃতি কোন প্রকার বিশেষ্যের উদাহরণ ?

  • ক. গুণবাচক বিশেষ্য
  • খ. ভাববাচক বিশেষ্য
  • গ. জাতিবাচক বিশেষ্য
  • ঘ. সমষ্টিবাচক বিশেষ্য

উত্তরঃ ভাববাচক বিশেষ্য

বিস্তারিত

পদ প্রকরণ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ?

  • ক. ধ্বনিতত্ত্বে
  • খ. রূপতত্ত্বে
  • গ. বাক্যতত্ত্বে
  • ঘ. অর্থতত্ত্বে

উত্তরঃ রূপতত্ত্বে

বিস্তারিত

যে বিশেষণ পদ কোনো বিশেষ্য ও সর্বনাম পদকে বিশেষিত করে তাকে কি বলে ?

  • ক. সর্বনামের বিশেষণ
  • খ. নাম বিশেষণ
  • গ. ভাববিশেষণ
  • ঘ. ক্রিয়ার বিশেষণ

উত্তরঃ নাম বিশেষণ

বিস্তারিত

যে পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্যপদকে বিশেষিত করে তাকে কি বলে ?

  • ক. বিশেষ্যের বিশেষণ
  • খ. বিশেষণের বিশেষণ
  • গ. বাক্যের বিশেষণ
  • ঘ. ভাব বিশেষণ

উত্তরঃ ভাব বিশেষণ

বিস্তারিত

বেলে মাটি, মেটে কলসী, পাথুরে মুর্তি - কোন বিশেষণের উদাহরণ ?

  • ক. রূপবাচক
  • খ. অবস্থাবাচক
  • গ. উপাদানবাচক
  • ঘ. পরিমাণবাচক

উত্তরঃ উপাদানবাচক

বিস্তারিত

দশম শ্রেণী, সত্তর পৃষ্ঠা, প্রথমা কন্যা - কোন বিশেষণের উদাহরণ ?

  • ক. ক্রমবাচক নাম বিশেষণ
  • খ. বিশেষ্যের বিশেষণ
  • গ. অব্যয়ের বিশেষণ
  • ঘ. ক্রিয়াজাত বিশেষণ

উত্তরঃ ক্রমবাচক নাম বিশেষণ

বিস্তারিত

করুণাময় তুমি - কিসের উদাহরণ ?

  • ক. বিশেষ্যের বিশেষণ
  • খ. সর্বনামের বিশেষণ
  • গ. ক্রিয়াজাত বিশেষণ
  • ঘ. ক্রিয়ার বিশেষণ

উত্তরঃ সর্বনামের বিশেষণ

বিস্তারিত

চলন্ত গাড়ি - কিসের উদাহরণ ?

  • ক. বিশেষ্যের বিশেষণ
  • খ. সর্বনামের বিশেষণ
  • গ. নাম বিশেষণ
  • ঘ. অব্যয়ের বিশেষণ

উত্তরঃ বিশেষ্যের বিশেষণ

বিস্তারিত

নিচের কোনটি খাঁটি বাংলা শব্দের অতিশায়ন ?

  • ক. সামান্য একটু দুধ দাও
  • খ. বাঘের চেয়ে সিংহ বলবান
  • গ. ধীরে ধীরে কাজ কর
  • ঘ. শনশনে হাওয়া

উত্তরঃ বাঘের চেয়ে সিংহ বলবান

বিস্তারিত

এ এক বিরাট সত্য - সত্য কোন পদ ?

  • ক. বিশেষণ
  • খ. সর্বনাম
  • গ. বিশেষ্য
  • ঘ. অব্যয়

উত্তরঃ বিশেষ্য

বিস্তারিত

আপন ভালো সবাই চায় -এই বাক্যে ভালো কোন পদ ?

  • ক. বিশেষ্য
  • খ. বিশেষণ
  • গ. ক্রিয়া
  • ঘ. অব্যয়

উত্তরঃ বিশেষ্য

বিস্তারিত

ধিক তারে, শত ধিক নিলজ্জ যে জন - কোন বিশেষণের উদাহরণ ?

  • ক. অব্যয়ের বিশেষণ
  • খ. বাক্যের বিশেষণ
  • গ. ভাববিশেষণ
  • ঘ. ক্রিয়া বিশেষণ

উত্তরঃ অব্যয়ের বিশেষণ

বিস্তারিত

সর্বনাম পদ কত প্রকার ?

  • ক. ৫
  • খ. ৬
  • গ. ৭
  • ঘ. ১০

উত্তরঃ ১০

বিস্তারিত

বিশেষ্যের প্রতিনিধি স্থানীয় শব্দকে কি বলে ?

  • ক. অব্যয়
  • খ. সর্বনাম
  • গ. ক্রিয়া
  • ঘ. বিশেষণ

উত্তরঃ সর্বনাম

বিস্তারিত

কোনটি অনুকার অব্যয় ?

  • ক. কল কল
  • খ. ছি ছি
  • গ. যত যত
  • ঘ. মরি মরি

উত্তরঃ কল কল

বিস্তারিত

নিচের কোনগুলো বিদেশী অব্যয় শব্দ ?

  • ক. সুতরাং, পুনশ্চ
  • খ. অর্থাৎ, দৈবাৎ
  • গ. আলবত, শাবাশ
  • ঘ. হাঁ, না

উত্তরঃ আলবত, শাবাশ

বিস্তারিত

অনুসর্গ অব্যয় অপর নাম কি ?

  • ক. অনন্বয়ী
  • খ. বিয়োজক
  • গ. পদান্বয়ী
  • ঘ. অনুকার

উত্তরঃ পদান্বয়ী

বিস্তারিত

কোন পদে বিভক্তি যুক্ত হয় না ?

  • ক. অব্যয়
  • খ. বিশেষণ
  • গ. সর্বনাম
  • ঘ. ক্রিয়া

উত্তরঃ অব্যয়

বিস্তারিত

লোকটা কানে শুনে না - বাক্যটিতে ক্রিয়াপদের বৈশিষ্ট্য কি ?

  • ক. প্রযোজক ক্রিয়ার ব্যবহার
  • খ. সমধাতুক কর্মের ব্যবহার
  • গ. সকর্মক কর্মের ব্যবহার
  • ঘ. সকর্মক ক্রিয়া অকর্মক ব্যবহার

উত্তরঃ সকর্মক ক্রিয়া অকর্মক ব্যবহার

বিস্তারিত

এখন যেতে পার - এখানে যৌগিক ক্রিয়া কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?

  • ক. তাগিদ দেয়া অর্থে
  • খ. অভ্যস্ততা অর্থে
  • গ. অনুমোদন অর্থে
  • ঘ. নিষেধ অর্থে

উত্তরঃ অনুমোদন অর্থে

বিস্তারিত

যত্ন করলে রত্ন মেলে - এখানে করলে কোন ধরনের ক্রিয়া ?

  • ক. অনুক্ত
  • খ. সকর্মক
  • গ. অকর্মক
  • ঘ. দ্বিকর্মক

উত্তরঃ দ্বিকর্মক

বিস্তারিত

খোকাকে তুমি কাঁদিও না - এ বাক্যটিতে কোন ক্রিয়া ব্যবহৃত হয়েছে ?

  • ক. প্রযোজ্য
  • খ. প্রযোজক
  • গ. ক্রিয়া বিশেষণ
  • ঘ. ক্রিয়াবাচক বিশেষণ

উত্তরঃ প্রযোজক

বিস্তারিত

বাঁশি বাজে ঐ মধুর লগনে - এটি কোন বাচ্যের উদাহরণ ?

  • ক. কর্মকর্তৃবাচ্য
  • খ. কর্তৃবাচ্য
  • গ. কর্মবাচ্য
  • ঘ. ভাববাচ্য

উত্তরঃ কর্মকর্তৃবাচ্য

বিস্তারিত

মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন - এখানে কিংবা অব্যয়টি কোন অব্যয় ?

  • ক. অনুকার অব্যয়
  • খ. বিয়োজক অব্যয়
  • গ. সমুচ্চায়ী অব্যয়
  • ঘ. সংযোজক অব্যয়

উত্তরঃ বিয়োজক অব্যয়

বিস্তারিত

ক্রিয়াপদকে কিবা, কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাকে কি বলে ?

  • ক. কর্ম পদ
  • খ. অব্যয় পদ
  • গ. সর্বনাম
  • ঘ. ক্রিয়া বিশেষণ

উত্তরঃ কর্ম পদ

বিস্তারিত

হে দারিদ্র্য তুমি মোরে করেছে মহান - এখানে হে অব্যয়টি কোন ধরনের ?

  • ক. অনুকার
  • খ. সম্বোধনবাচক
  • গ. সমুচ্চায়ী
  • ঘ. বাক্যালংকার

উত্তরঃ সম্বোধনবাচক

বিস্তারিত

কোনগুলো ধ্বন্যাত্নক অব্যয়ের উদাহরণ ?

  • ক. ছি ছি
  • খ. মরি মরি
  • গ. মর মর
  • ঘ. হ্যা হ্যা

উত্তরঃ মর মর

বিস্তারিত

মরি! মরি! কি সুন্দুর প্রভাতের রূপ - এখানে অনন্বয়ী অব্যয়ের কি প্রকাশ পেয়েছে ?

  • ক. যন্ত্রণা
  • খ. বিরক্তি
  • গ. সম্মতি
  • ঘ. উচ্ছ্বাস

উত্তরঃ উচ্ছ্বাস

বিস্তারিত

ও, আর, আবার -এগুলো কোন অব্যয় ?

  • ক. সমুচ্চয়ী
  • খ. অনুকার
  • গ. খাঁটি বাংলা
  • ঘ. অনন্বয়ী

উত্তরঃ খাঁটি বাংলা

বিস্তারিত

অপরিবর্তনীয় পদ কোনটি ?

  • ক. অব্যয়
  • খ. ক্রিয়া
  • গ. সর্বনাম
  • ঘ. বিশেষ্য

উত্তরঃ অব্যয়

বিস্তারিত

নির্দেশক সর্বনাম টি , টা যুক্ত হলে টা কি হয়

  • ক. উৎকৃষ্ট
  • খ. নিকৃষ্ট
  • গ. নির্দিষ্টতা
  • ঘ. অনির্দিষ্টতা

উত্তরঃ নির্দিষ্টতা

বিস্তারিত

নিশীথ রাতে বাজছে বাঁশি - এ বাক্যের নিশীত কোন পদ ?

  • ক. বিশেষ্য
  • খ. বিশেষণ
  • গ. সর্বনাম
  • ঘ. অব্যয়

উত্তরঃ বিশেষণ

বিস্তারিত

বাংলা ভাষায় একটি বিশেষ্য ও বিশেষণ রূপে ব্যবহৃত হতে পারে । উদাহরণ কোনটি ?

  • ক. বাহুবলই শ্রেষ্ঠ বটে
  • খ. ভূয়সী প্রশংসা করলেন
  • গ. আপন ভালো সবাই চায়
  • ঘ. সে ভাল ছেলে

উত্তরঃ আপন ভালো সবাই চায়

বিস্তারিত

নদী কোন বিশেষ্যের উদাহরণ ?

  • ক. সংজ্ঞাবাচক
  • খ. জাতিবাচক
  • গ. সমষ্টিবাচক
  • ঘ. গুণবাচক

উত্তরঃ জাতিবাচক

বিস্তারিত

কোনগুলো গুণবাচক বিশেষ্য ?

  • ক. সমিতি, মাহফিল
  • খ. মধুরতা, বীরত্ব
  • গ. চাউল, লবণ
  • ঘ. দর্শন, ভোজন

উত্তরঃ মধুরতা, বীরত্ব

বিস্তারিত

'পুণ্যে মতি হোক' বাক্যে 'পুণ্যে' কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে ?

  • ক. বিশেষ্য রূপে
  • খ. বিশেষণ রূপে
  • গ. সর্বনাম রূপে
  • ঘ. বিশেষ্যের বিশেষণ রূপে

উত্তরঃ বিশেষ্য রূপে

বিস্তারিত

চাউল, চিনি, কাঠ এগুলো কি জাতীয় বিশেষ্য ?

  • ক. ব্যক্তিবাচক
  • খ. জাতিবাচক
  • গ. বস্তুবাচক
  • ঘ. দ্রব্যবাচক

উত্তরঃ বস্তুবাচক

বিস্তারিত

পদ প্রধানত দুই প্রকার । যথা -

  • ক. বিশেষ্য ও বিশেষণ
  • খ. সর্বনাম ও অব্যয়
  • গ. নাম ও ক্রিয়া
  • ঘ. অব্যয় ও ধ্বন্যাত্নক

উত্তরঃ নাম ও ক্রিয়া

বিস্তারিত

যে বিশেষ্য পদ দ্বারা কোনো বস্তুর দোষ বা গুণের নাম বুঝায়, তা কি বিশেষ্য ?

  • ক. গুণবাচক বিশেষ্য
  • খ. ভাববাচক বিশেষ্য
  • গ. জাতিবাচক বিশেষ্য
  • ঘ. বস্তুবাচক বিশেষ্য

উত্তরঃ গুণবাচক বিশেষ্য

বিস্তারিত

যে পদে বেশ সংখ্যক ব্যক্তি বা প্রাণীর সমষ্টি বুঝায় তাকে কোন ধরনের বিশেষ্য বলে ?

  • ক. ভাববাচক বিশেষ্য
  • খ. জাতিবাচক বিশেষ্য
  • গ. সমষ্টিবাচক বিশেষ্য
  • ঘ. বস্তুবাচক বিশেষ্য

উত্তরঃ সমষ্টিবাচক বিশেষ্য

বিস্তারিত

যে পদ দ্বারা কোনো এক জাতীয় প্রাণী বা পদার্থের সাধারণ নাম বুঝায়, তাকে বলে -

  • ক. সমষ্টিবাচক বিশেষ্য
  • খ. জাতিবাচক বিশেষ্য
  • গ. ভাববাচক বিশেষ্য
  • ঘ. গুণবাচক বিশেষ্য

উত্তরঃ জাতিবাচক বিশেষ্য

বিস্তারিত

যে পদ দ্বারা কোনো ব্যক্তি, ভৌগোলিক স্থান বা সংজ্ঞা এবং গ্রন্থ বিশেষের নাম বিশেষিত হয়, তাকে বলা হয় -

  • ক. বস্তুবাচক বিশেষ্য
  • খ. জাতিবাচক বিশেষ্য
  • গ. সংজ্ঞাবাচক বিশেষ্য
  • ঘ. গুণবাচক বিশেষ্য

উত্তরঃ জাতিবাচক বিশেষ্য

বিস্তারিত

গীতাঞ্জলি, অগ্নিবীণা কোন বিশেষ্য ?

  • ক. সমষ্টিবাচক
  • খ. সংজ্ঞাবাচক
  • গ. ভাববাচক
  • ঘ. গুণবাচক

উত্তরঃ সংজ্ঞাবাচক

বিস্তারিত

গমন, দর্শন, ভোজন, শয়ন, দেখা, শোনা - কোন পদের উদাহরণ ?

  • ক. সংজ্ঞাবাচক বিশেষ্য
  • খ. ভাববাচক বিশেষ্য
  • গ. বস্তুবাচক বিশেষ্য
  • ঘ. নামবাচক বিশেষ্য

উত্তরঃ ভাববাচক বিশেষ্য

বিস্তারিত

বিশেষ্য পদ কয় প্রকার ?

  • ক. চার প্রকার
  • খ. ছয় প্রকার
  • গ. তিন প্রকার
  • ঘ. আট প্রকার

উত্তরঃ ছয় প্রকার

বিস্তারিত

যে বিশেষ্য পদে কোনো ক্রিয়ার ভাব বা কাজের ভাব প্রকাশিত হয়, তাকে কি বলে ?

  • ক. ভাববাচক বিশেষ্য
  • খ. সংজ্ঞাবাচক বিশেষ্য
  • গ. বস্তুবাচক বিশেষ্য
  • ঘ. নামবাচক বিশেষ্য

উত্তরঃ ভাববাচক বিশেষ্য

বিস্তারিত

যদি শব্দ + বিভক্তি = পদ হয়, তাহলে পদ - শব্দ = কি হবে ?

  • ক. শব্দ
  • খ. বিভক্তি
  • গ. ধ্বনি
  • ঘ. অক্ষর

উত্তরঃ বিভক্তি

বিস্তারিত

বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে কি বলে ?

  • ক. পদ
  • খ. শব্দ
  • গ. বিভক্তি
  • ঘ. কারক

উত্তরঃ পদ

বিস্তারিত

পদ মোট কত প্রকার ?

  • ক. ৬ প্রকার
  • খ. ৫ প্রকার
  • গ. ৪ প্রকার
  • ঘ. ৩ প্রকার

উত্তরঃ ৫ প্রকার

বিস্তারিত

যে পদে বাক্যের ক্রিয়া পদটির গুণ, প্রকৃতি, তীব্রতা প্রকৃতগত অবস্থা বুঝায়, তাকে বলা হয় -

  • ক. ক্রিয়াবাচক বিশেষ্য
  • খ. ক্রিয়া বিশেষণ
  • গ. ক্রিয়া বিশেষ্যজাত বিশেষণ
  • ঘ. ক্রিয়া বিভক্তি

উত্তরঃ ক্রিয়া বিশেষণ

বিস্তারিত

ক্রিয়াপদ -

  • ক. সব সময় বাক্যে থাকবে
  • খ. কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে
  • গ. শুধু অতীত কাল বুঝাতে বাক্যে ব্যবহৃত হয়
  • ঘ. আসলে বিশেষণ থেকে অভিন্ন

উত্তরঃ কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে

বিস্তারিত

বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এল -এখানে টাপুর টুপুর, কোন ধরনের শব্দ ?

  • ক. অবস্থাবাচক শব্দ
  • খ. বাক্যালংকার
  • গ. ধ্বন্যাত্নক শব্দ
  • ঘ. দ্বিরুক্ত শব্দ

উত্তরঃ দ্বিরুক্ত শব্দ

বিস্তারিত

পদ বলতে কি বুঝায় ?

  • ক. কবিতার চরণ
  • খ. যে কোনো শব্দ
  • গ. প্রত্যয়ন্ত শব্দ বা ধাতু
  • ঘ. বিভক্তিযুক্ত শব্দ ও ধাতু

উত্তরঃ বিভক্তিযুক্ত শব্দ ও ধাতু

বিস্তারিত

মরি! মরি! কি সুন্দুর প্রভাতের রূপ - বাক্যে মরি মরি কোন শ্রেণীর অব্যয় ?

  • ক. সমন্বয়ী
  • খ. অনন্বয়ী
  • গ. পদান্বয়ী
  • ঘ. অনুকার

উত্তরঃ অনন্বয়ী

বিস্তারিত

কোন শব্দটিতে সমধাতুজ কর্ম আছে ?

  • ক. সে বই পড়ছে
  • খ. সে গভীর চিন্তায় মগ্ন
  • গ. সে ঘুমিয়ে আছে
  • ঘ. সে যে চাল চেলেছে তাতে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছুই বলা যায় না

উত্তরঃ সে যে চাল চেলেছে তাতে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছুই বলা যায় না

বিস্তারিত

ইচ্ছা বিশেষ্যের বিশেষণটি নির্দেশ করুন।

  • ক. ইচ্ছাময়
  • খ. ঐচ্ছিক
  • গ. ইচ্ছুক
  • ঘ. অনিচ্ছা

উত্তরঃ ঐচ্ছিক

বিস্তারিত

জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত -

  • ক. সমাজ
  • খ. পানি
  • গ. মিছিল
  • ঘ. নদী

উত্তরঃ নদী

বিস্তারিত

কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে ?

  • ক. ওরা কি করে
  • খ. আপনি আসবেন
  • গ. আমরা যাচ্ছি
  • ঘ. তোরা যাসনে

উত্তরঃ ওরা কি করে

বিস্তারিত

কোন বাক্যে সমুচ্চায়ী অব্যয় ব্যবহৃত হয়েছে ?

  • ক. ধন অপেক্ষা মান বড়
  • খ. তোমাকে দিয়ে কিছু হবে না
  • গ. ঢং ঢং ঘন্টা বাজে
  • ঘ. লেখাপড়া কর, নতুবা ফেল করবে

উত্তরঃ লেখাপড়া কর, নতুবা ফেল করবে

বিস্তারিত

'অঙ্ক' কোন ধাতুর উদাহরণ?

  • ক. মৌলিক ধাতু
  • খ. সংস্কৃত ধাতু
  • গ. যৌগিক ধাতু
  • ঘ. বিদেশী

উত্তরঃ সংস্কৃত ধাতু

বিস্তারিত

'নাচা' কোন ধরনের ধাতু?

  • ক. সংস্কৃত মূল
  • খ. বিদেশী
  • গ. সমাস সাধিত
  • ঘ. খাঁটি বাংলা

উত্তরঃ খাঁটি বাংলা

বিস্তারিত

গঠনের দিক থেকে ন্যূনতম একক কোন ধাতু?

  • ক. বিদেশী ধাতু
  • খ. মৌলিক ধাতু
  • গ. সংস্কৃত ধাতু
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ মৌলিক ধাতু

বিস্তারিত

'টান' কোন ধাতুর উদাহরণ?

  • ক. বিদেশী
  • খ. গম্
  • গ. কর্
  • ঘ. দেখ্

উত্তরঃ বিদেশী

বিস্তারিত

সংযোগমূলক ধাতুজাত ক্রিয়া কি হতে পারে?

  • ক. সকর্মক
  • খ. অকর্মক
  • গ. সমাপিকা
  • ঘ. ক ও খ

উত্তরঃ ক ও খ

বিস্তারিত

মৌলিক ধাতুর পরে প্রেরণার্থে 'আ' প্রত্যয় যোগে কোন ধাতু গঠিত হয়?

  • ক. প্রজজক/নিজন্ত ধাতু
  • খ. নাম ধাতু
  • গ. সাধিত ধাতু
  • ঘ. মৌলিক ধাতু

উত্তরঃ প্রজজক/নিজন্ত ধাতু

বিস্তারিত

যা কিছু হারায় গিন্নী বলেন, কেষ্টা বেটাই চোর এখানে 'হারায়' কোন ধাতুর উদাহরণ?

  • ক. কর্মবাচ্যের প্রযোজক ধাতু
  • খ. সাধিত ধাতু
  • গ. মৌলিক ধাতু
  • ঘ. যৌগিক ধাতু

উত্তরঃ কর্মবাচ্যের প্রযোজক ধাতু

বিস্তারিত

বিশেষ্য, বিশেষণ এবং অনুকার অব্যয়ের পরে 'আ' প্রত্যয় যোগে যে নতুন ধাতু গঠিত হয়, তা কোন ধাতু ?

  • ক. সাধিত ধাতু
  • খ. নাম ধাতু
  • গ. প্রযোজক ধাতু
  • ঘ. সিদ্ধ ধাতু

উত্তরঃ নাম ধাতু

বিস্তারিত

মৌলিক ধাতু বা অন্য কোনো নাম শব্দের সঙ্গে 'আ' প্রত্যয় যোগে যে ধাতু গঠিত হয়, তাকে কি বলে?

  • ক. প্রযোজক ধাতু
  • খ. নাম ধাতু
  • গ. সাধিত ধাতু
  • ঘ. সিদ্ধি ধাতু

উত্তরঃ সাধিত ধাতু

বিস্তারিত

নিচের কোনটি অজ্ঞাতমূল ধাতু?

  • ক. হের
  • খ. হাস
  • গ. খা
  • ঘ. ঘষ

উত্তরঃ হের

বিস্তারিত

ত -প্রত্যয়যোগে কোন ধাতু গঠিত হয়?

  • ক. সংযোগমূলক ধাতু
  • খ. বিদেশী ধাতু
  • গ. তৎসম ধাতু
  • ঘ. সাধিত ধাতু

উত্তরঃ সাধিত ধাতু

বিস্তারিত

মৌলিক ধাতুকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?

  • ক. ৩ ভাগে
  • খ. ৪ ভাগে
  • গ. ৫ ভাগে
  • ঘ. ৬ ভাগে

উত্তরঃ ৩ ভাগে

বিস্তারিত

ধাতু কাকে বলে?

  • ক. পদের মূলকে
  • খ. ভাষার মূলকে
  • গ. ক্রিয়ার মূলকে
  • ঘ. শব্দের মূলকে

উত্তরঃ ক্রিয়ার মূলকে

বিস্তারিত

মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন। এখানে শিশুকে-

  • ক. প্রযোজক কর্তা
  • খ. মুখ্য কর্ম
  • গ. প্রযোজক ক্রিয়া
  • ঘ. প্রযোজ্য কর্তা

উত্তরঃ প্রযোজ্য কর্তা

বিস্তারিত

'হাসান বই পড়ছে'- কোন বর্তমান কালের উদাহরণ?

  • ক. সাধারণ
  • খ. ঘটমান
  • গ. নিত্যবৃত্ত
  • ঘ. পুরাঘটিত

উত্তরঃ ঘটমান

বিস্তারিত

"তুমি না সেদিন বাড়ি গিয়েছিলে"? এখানে 'না' কোন অর্থে ব্যবহৃত?

  • ক. সন্দেহ
  • খ. বিস্ময়
  • গ. অনুমান
  • ঘ. নিশ্চয়তা

উত্তরঃ নিশ্চয়তা

বিস্তারিত

"যত গর্জে তত বর্ষে না ।" বাক্যটিতে যত-তত অব্যয়ের ব্যবহার কোন অর্থে?

  • ক. পরিণাম
  • খ. তুলনা
  • গ. বৈপরীত্য
  • ঘ. কোনটিই না

উত্তরঃ বৈপরীত্য

বিস্তারিত

ব্যতিহারিক সর্বনাম কোনটি?

  • ক. ইহারা
  • খ. যিনি
  • গ. নিজে নিজে
  • ঘ. কেহ

উত্তরঃ নিজে নিজে

বিস্তারিত

গুরু শব্দটি বিশেষণরূপ নিম্নের কোনটি?

  • ক. গুর্বী
  • খ. গরিষ্ঠ
  • গ. লঘিষ্ঠ
  • ঘ. কোনটিই না

উত্তরঃ গরিষ্ঠ

বিস্তারিত

নিচের কোনটি সর্বনাম--

  • ক. করিম
  • খ. কী
  • গ. বালক
  • ঘ. কোনটিই না

উত্তরঃ কী

বিস্তারিত

‘মন্দকে মন্দ বলতেই হবে।’-এ বাক্যের দুই ‘মন্দ’ নিম্নের কোনটি?

  • ক. বিশেষ্য
  • খ. বিশেষণ
  • গ. প্রথমটি বিশেষ্য দ্বিতীয়টি বিশেষণ
  • ঘ. কোনটিই না

উত্তরঃ প্রথমটি বিশেষ্য দ্বিতীয়টি বিশেষণ

বিস্তারিত

ভূগোল শব্দটির বিশেষন পদ কোনটি?

  • ক. ভূগোলক
  • খ. ভৌগোলিক
  • গ. ভৌগলিক
  • ঘ. ভূগোলিক

উত্তরঃ ভৌগোলিক

বিস্তারিত

‘মোগো’ আঞ্চলিক রূপের শিষ্ট গদ্যরূপ-

  • ক. আমাদিগের
  • খ. মোদের
  • গ. আমরা
  • ঘ. আমাদের

উত্তরঃ মোদের

বিস্তারিত

কোনটি বাক্যের বাহন?

  • ক. শব্দ
  • খ. পদ
  • গ. আশ্রিত খন্ডবাক্য
  • ঘ. ধ্বনি

উত্তরঃ পদ

বিস্তারিত

পদ মোট কয় প্রকার-

  • ক. ৩ প্রকার
  • খ. ৪ প্রকার
  • গ. ৫ প্রকার
  • ঘ. ৬ প্রকার

উত্তরঃ ৫ প্রকার

বিস্তারিত

কোন শব্দটি বিশেষণ?

  • ক. বস্তু
  • খ. বাস্তব
  • গ. বিধি
  • ঘ. বিষাদ

উত্তরঃ বাস্তব

বিস্তারিত

‘অবশ্যই আমরা যাব’-এ বাক্যে ‘অবশ্যই’ পদটি কোন শ্রেণীর পদ?

  • ক. ভাব বিশেষণ
  • খ. ক্রিয়া বিশেষণ
  • গ. বাক্য বিশেষণ
  • ঘ. অব্যয় বিশেষণ

উত্তরঃ বাক্য বিশেষণ

বিস্তারিত

‘ঘর’ শব্দের বিশেষণ হল-

  • ক. ঘরনি
  • খ. ঘরামি
  • গ. ঘরোয়া
  • ঘ. কোনটাই না

উত্তরঃ ঘরোয়া

বিস্তারিত

কোনটি গুণবাচক বিশেষ্য?

  • ক. রোগা ছেলে
  • খ. নিপুণ কারিগর
  • গ. ধনী লোক
  • ঘ. প্রথমা কন্যা

উত্তরঃ নিপুণ কারিগর

বিস্তারিত

‘বই’ শব্দটি কোন জাতীয় বিশেষ্য?

  • ক. জাতিবাচক
  • খ. সংজ্ঞাবাচক
  • গ. সমষ্টিবাচক
  • ঘ. দ্রব্যবাচক

উত্তরঃ জাতিবাচক

বিস্তারিত

যে পদ সর্বনাম ও বিশেষ্য পদকে বিশেষায়িত করে তাকে কী বলে?

  • ক. বিশেষণ
  • খ. বিশেষণের পদ
  • গ. নাম বিশেষণ
  • ঘ. ভাব বিশেষণ

উত্তরঃ নাম বিশেষণ

বিস্তারিত

মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন-এখানে কোন ধরনের ক্রিয়াপদ ব্যবহৃত হয়েছে?

  • ক. অকর্মক
  • খ. যৌগিক
  • গ. প্রযোজক
  • ঘ. সকর্মক

উত্তরঃ প্রযোজক

বিস্তারিত

‘অতিভক্তি চোরের লক্ষণ’ বাক্যটির অতি পদটি-

  • ক. নাম বিশেষণ
  • খ. ভাব বিশেষণ
  • গ. ক্রিয়া বিশেষণ
  • ঘ. বিশেষ্যের বিশেষণ

উত্তরঃ বিশেষ্যের বিশেষণ

বিস্তারিত

গৌণ কর্ম কাকে বলে?

  • ক. ব্যক্তিবাচক কর্মকে
  • খ. সমধাতুজ কর্মকে
  • গ. প্রযোজ্য কর্তাকে
  • ঘ. বস্তুবাচক কর্মকে

উত্তরঃ ব্যক্তিবাচক কর্মকে

বিস্তারিত

গ্রন্থ, ধর্মগ্রন্থ, সংবাদপত্র, সাময়িক পত্রিকা ইত্যাদির নাম কোন বিশেষ্যের অন্তর্গত?

  • ক. জাতিবাচক
  • খ. সংজ্ঞাবাচক
  • গ. সমষ্টিবাচক
  • ঘ. বস্তুবাচক

উত্তরঃ সংজ্ঞাবাচক

বিস্তারিত

‘ভাল করে পড়লে সফল হবে’ -এখানে ক্রিয়ার কোন ভাব প্রকাশ পেয়েছে?

  • ক. নির্দেশক
  • খ. সাপেক্ষ
  • গ. অনুজ্ঞা
  • ঘ. আকাক্সক্ষা

উত্তরঃ অনুজ্ঞা

বিস্তারিত

‘মুখ’-এর বিশেষণ পদ কোনটি?

  • ক. মুখরতা
  • খ. মুখমন্ডল
  • গ. মুখিতা
  • ঘ. মৌখিক

উত্তরঃ মৌখিক

বিস্তারিত

‘তার কথায় কেউ কেউ দুঃখ পেয়েছে -এ বাক্যে ‘কেউ কেউ’ হ’ল-

  • ক. নির্দেশক সর্বনাম
  • খ. সংগতিবাচক সর্বনাম
  • গ. প্রশ্নসূচক সর্বনাম
  • ঘ. অনিশ্চয়সূচক সর্বনাম

উত্তরঃ অনিশ্চয়সূচক সর্বনাম

বিস্তারিত

কোনটি ক্রিয়া-বিশেষণের বিশেষণ?

  • ক. অতি শীঘ্র বাড়ি যাও
  • খ. সে খুব পরশ্রমী বালক
  • গ. খুব সুন্দর হাতের লেখা
  • ঘ. সত্যই আমি তোমাকে সাহায্য করব

উত্তরঃ অতি শীঘ্র বাড়ি যাও

বিস্তারিত

‘দিন’-এর বিশেষণ পদ কোনটি?

  • ক. দিনমণি
  • খ. দৈনিক
  • গ. দেনা
  • ঘ. দিনু

উত্তরঃ দৈনিক

বিস্তারিত

‘হে দারিদ্র্য তুমি মোরে করেছ মহান’-এখানকার অব্যয়টি কোন ধরনের?

  • ক. অনুকার
  • খ. সম্বোধনবাচক
  • গ. বাক্যালংকার
  • ঘ. সমুচ্চয়ী

উত্তরঃ সম্বোধনবাচক

বিস্তারিত

গৌণকর্ম সাধারণত মুখ্যকর্মের-ব্যবহৃত হয়।

  • ক. পূর্বে
  • খ. পরে
  • গ. মাঝখানে
  • ঘ. সবগুলো

উত্তরঃ পূর্বে

বিস্তারিত

‘কুহুকুহু, ঝমঝম’-এসব কোন শ্রেণীর অব্যয়?

  • ক. অনুকার অব্যয়
  • খ. অনুসর্গ অব্যয়
  • গ. সমুচ্চয়ী অব্যয়
  • ঘ. অনন্বয়ী অব্যয়

উত্তরঃ অনুকার অব্যয়

বিস্তারিত

‘মিতা সুপ্রিয়াকে কোলে নিল’-এখানে সুপ্রিয়া কোন ধরনের কর্মপদ?

  • ক. মুখ্য কর্ম
  • খ. প্রধান কর্ম
  • গ. গৌণ কর্ম
  • ঘ. সমধাতুজ কর্ম

উত্তরঃ গৌণ কর্ম

বিস্তারিত

কোন দুটি বিদেশী অব্যয়?

  • ক. আলবৎ, মারহাবা
  • খ. বরং, নচেৎ
  • গ. আবার, আর
  • ঘ. কিন্তু, বটে

উত্তরঃ আলবৎ, মারহাবা

বিস্তারিত

‘সর্বজন’ -এর বিশেষণ কি?

  • ক. বিশজন
  • খ. সর্বজনীন
  • গ. বিশ্বজনীন
  • ঘ. ঐশ্বরিক

উত্তরঃ সর্বজনীন

বিস্তারিত

‘মন’-এর বিশেষণ পদ কোনটি?

  • ক. মানসিক
  • খ. মানুষিক
  • গ. মনন
  • ঘ. মানস

উত্তরঃ মানসিক

বিস্তারিত

‘দরিদ্র’-এর বিশেষ্য পদ কোনটি?

  • ক. দারিদ্র্য
  • খ. দারিদ্রতা
  • গ. দৈন্য
  • ঘ. দীনতা

উত্তরঃ দারিদ্র্য

বিস্তারিত

‘তাজমহল’ শব্দটি কোন জাতীয় বিশেষ্য?

  • ক. জাতিবাচক
  • খ. সংজ্ঞাবাচক
  • গ. নামবাচক
  • ঘ. আত্মবাচক

উত্তরঃ নামবাচক

বিস্তারিত

‘নিশীথ রাতে বাজে বাঁশি’ -বাক্যে ‘নিশীথ’ কোন পদ?

  • ক. বিশেষণের বিশেষণ
  • খ. বিশেষ্যের বিশেষণ
  • গ. বিশেষ্য
  • ঘ. বিশেষণ

উত্তরঃ বিশেষ্যের বিশেষণ

বিস্তারিত

শয়ন (শোয়ার কাজ), গমন (যাওয়ার কাজ) কি বাচক বিশেষ্য?

  • ক. গুণবাচক
  • খ. ভাববাচক
  • গ. গতিবাচক
  • ঘ. সাধারণ

উত্তরঃ ভাববাচক

বিস্তারিত

মাইকেল, ঢাকা, গীতাঞ্জলি- কোন জাতীয় বিশেষ্য?

  • ক. ভাববাচক
  • খ. গুণবাচক
  • গ. সংজ্ঞাবাচক
  • ঘ. বস্তুবাচক

উত্তরঃ সংজ্ঞাবাচক

বিস্তারিত

‘ভোরে সূর্য উদয় হয়’ -উদাহরণটি কোন বর্তমান কালের?

  • ক. সাধারণ
  • খ. ঘটমান
  • গ. নিত্যবৃত্ত
  • ঘ. পুরাঘটিত

উত্তরঃ নিত্যবৃত্ত

বিস্তারিত

কর্ম ও ক্রিয়া একই ধাতু হতে উৎপন্ন হলে তাকে কি বলে?

  • ক. মুখ্য কর্ম
  • খ. সমধাতুজ কর্ম
  • গ. ণিজন্ত কর্ম
  • ঘ. গৌণ কর্ম

উত্তরঃ সমধাতুজ কর্ম

বিস্তারিত

‘সুন্দর পুষ্প, সুনীল আকাশ’- ‘সুন্দর ও সুনীল’ কোন শ্রেণীর বিশেষণ?

  • ক. ক্রিয়া বিশেষণ
  • খ. বিশেষ্যের বিশেষণ
  • গ. নাম বিশেষণ
  • ঘ. বিশেষণের বিশেষণ

উত্তরঃ বিশেষ্যের বিশেষণ

বিস্তারিত

‘ছেলেটি গোল্লায় গেছে’-এই বাক্যে ক্রিয়াপদটি কোন অব্যয়?

  • ক. যৌগিক ক্রিয়া
  • খ. প্রযোজক ক্রিয়া
  • গ. দ্বিকর্মক ক্রিয়া
  • ঘ. মিশ্র ক্রিয়া

উত্তরঃ মিশ্র ক্রিয়া

বিস্তারিত

এ কবিতাটি দুর্বোধ্য-এখানে দুর্বোধ্য পদটি কোন ধরণের বিশেষণ?

  • ক. সর্বনামের বিশেষণ
  • খ. বিধেয় বিশেষণ
  • গ. অব্যয়ের বিশেষণ
  • ঘ. কোনটিই না

উত্তরঃ বিধেয় বিশেষণ

বিস্তারিত

বাক্যের অপরিহার্য পদ কোনটি?

  • ক. নামপদ
  • খ. ক্রিয়াপদ
  • গ. কর্মপদ
  • ঘ. কর্তৃপদ

উত্তরঃ ক্রিয়াপদ

বিস্তারিত

সর্বনামের বিশিষ্ট প্রয়োগে দীন, অধম, বান্দা শব্দগুলো কি প্রকাশে ব্যবহৃত হয়?

  • ক. কবিতা প্রকাশে
  • খ. বিনয় প্রকাশে
  • গ. ভাবভঙ্গি প্রকাশে
  • ঘ. অভিনন্দন প্রকাশে

উত্তরঃ বিনয় প্রকাশে

বিস্তারিত

‘কড়কড়’ কোন অব্যয়?

  • ক. সম্মুচ্চয়ী
  • খ. অনব্য়ী
  • গ. অনুসর্গ
  • ঘ. অনুকার

উত্তরঃ অনুকার

বিস্তারিত

অসমাপিকা ক্রিয়ার ব্যবহারে ‘তিনি গেলে কাজ হবে’ -কি বোঝাতে ব্যবহৃত হয়েছে?

  • ক. কার্যপরম্পরা
  • খ. সাপেক্ষতা
  • গ. বিসম্য়জ্ঞাপন
  • ঘ. সম্ভাবনার বিকল্প

উত্তরঃ সাপেক্ষতা

বিস্তারিত

বিশেষণের অতিশায়ণের উদাহরণ কোনটি?

  • ক. ধীরে ধীরে বাতাস বহে
  • খ. রকেট অতি দ্রুত চলে
  • গ. মেঘনা বাংলাদেশের বৃহত্তম নদী
  • ঘ. নীল আকাশে নক্ষত্রমণ্ডলী মিট্মিট্ করে

উত্তরঃ মেঘনা বাংলাদেশের বৃহত্তম নদী

বিস্তারিত

‘ছেলেটি যেন রাজপুত্তুর’-এই বাক্যে ‘যেন’ পদের ব্যবহার কি অর্থে?

  • ক. বিস্ময়াবোধক
  • খ. তুলনামূলক
  • গ. অনুমানসূচক
  • ঘ. সম্ভাবনাজ্ঞাপক

উত্তরঃ তুলনামূলক

বিস্তারিত

‘সে নাকি আসবে না’-এ বাক্যে ‘না’ অব্যয় কি অর্থে ব্যবহৃত হযেছে?

  • ক. প্রশ্ন
  • খ. বিস্ময়
  • গ. সংশয়
  • ঘ. অনুমান

উত্তরঃ সংশয়

বিস্তারিত

কোনটি ভাববাচক বিশেষ্যপদের উদাহরণ নয়?

  • ক. দর্পণ
  • খ. শয়ন
  • গ. দর্শন
  • ঘ. কর্তন

উত্তরঃ দর্পণ

বিস্তারিত

কোন অব্যয় শব্দ নিরর্থকভাবে ব্যবহৃত হয়ে বাক্যের শোভা বর্ধন করে?

  • ক. তৎসম অব্যয়
  • খ. অনুসর্গ অব্যয়
  • গ. বাক্যালংকার অব্যয়
  • ঘ. সমুচ্চয়ী অব্যয়

উত্তরঃ বাক্যালংকার অব্যয়

বিস্তারিত

কোন বাক্যে অপ্রত্যক্ষ কর্ম ব্যবহৃত হয়েছে?

  • ক. ভদ্রলোক পড়ছেন
  • খ. ভদ্রলোক বই পড়ছেন
  • গ. ভদ্রলোক টেবিলে বই পড়ছেন
  • ঘ. ভদ্রলোক লাল বই পড়ছেন

উত্তরঃ ভদ্রলোক পড়ছেন

বিস্তারিত

এ এক অমোঘ সত্য। -এখানে ‘সত্য’ কোন পদ?

  • ক. বিশেষ্য
  • খ. বিশেষণ
  • গ. সর্বনাম
  • ঘ. অব্যয়

উত্তরঃ বিশেষণ

বিস্তারিত

“আহা, তার মা মারা গেছে।” -‘আহা’ কি ধরনের অব্যয়?

  • ক. ধ্বন্যাত্মক অব্যয়
  • খ. পদান্বয়ী অব্যয়
  • গ. অন্বয়ী অব্যয়
  • ঘ. সমুচ্চয়ী অব্যয়

উত্তরঃ অন্বয়ী অব্যয়

বিস্তারিত

‘সামুদ্রিক’ শব্দটি-

  • ক. বিশেষ্য
  • খ. বিশেষণ
  • গ. নামধাতু
  • ঘ. অব্যয়

উত্তরঃ বিশেষণ

বিস্তারিত

কোনটি অসমাপিকা ক্রিয়া প্রকাশের বিভক্তি?

  • ক. ইয়া > এ
  • খ. ইলে > লে
  • গ. ইতে > তে
  • ঘ. ইনে > নে

উত্তরঃ ইলে > লে

বিস্তারিত

বিশেষ্য ও বিশেষণের সাথে ধাতু যুক্ত হয়ে যে ক্রিয়াপদ হয় তাকে বলে-

  • ক. যৌগিক ক্রিয়া
  • খ. মিশ্র ক্রিয়া
  • গ. প্রযোজক ক্রিয়া
  • ঘ. নাম ধাতুর ক্রিয়া

উত্তরঃ মিশ্র ক্রিয়া

বিস্তারিত

যে পদ ক্রিয়া সংগঠনের ভাব, কাল বা রূপ নির্দেশ করে, তাকে কি বলে?

  • ক. অব্যয়ের বিশেষণ
  • খ. বাক্যের বিশেষণ
  • গ. বিশেষণীয় বিশেষণ
  • ঘ. ক্রিয়া বিশেষণ

উত্তরঃ ক্রিয়া বিশেষণ

বিস্তারিত

সমধাতুজ কর্মপদ অকর্মক ক্রিয়াকে কো্ন ক্রিয়ায় রূপান্তরিত করে?

  • ক. সমাপিকা ক্রিয়ায়
  • খ. দ্বিকর্মক ক্রিয়ায়
  • গ. সকর্মক ক্রিয়ায়
  • ঘ. অসমাপিকা ক্রিয়ায়

উত্তরঃ সকর্মক ক্রিয়ায়

বিস্তারিত

কোনটি ক্রিয়া বিশেষণের বিশেষণ?

  • ক. আস্তে লেখ
  • খ. সে খুব রূপবতী
  • গ. সদর রাস্তা
  • ঘ. দ্রুত হেঁটে যাও

উত্তরঃ দ্রুত হেঁটে যাও

বিস্তারিত

কোন ধাতুর সঙ্গে পুরুষ ও কালসূচক ক্রিয়া বিভক্তি যোগে সেই ক্রিয়াপদ গঠিত হয়?

  • ক. দ্বিকর্মক ক্রিয়া
  • খ. অকর্মক ক্রিয়া
  • গ. নাম ধাতুর ক্রিয়া
  • ঘ. যৌগিক ক্রিয়া

উত্তরঃ নাম ধাতুর ক্রিয়া

বিস্তারিত

কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম রয়েছে?

  • ক. আমি ঘুম থেকে জেগেছি
  • খ. আমি বেশ এক ঘুম ঘুমিয়েছি
  • গ. আমি বেশ ঘুম দিয়েছি
  • ঘ. তোমার ভাল ঘুম হয়েছিল তো?

উত্তরঃ আমি বেশ এক ঘুম ঘুমিয়েছি

বিস্তারিত

কিসের ভেদে ক্রিয়ার রূপের কোন পার্থক্য হয় না?

  • ক. বচনভেদে
  • খ. বর্ণনাভেদে
  • গ. অর্থভেদে
  • ঘ. প্রয়োগভেদে

উত্তরঃ বচনভেদে

বিস্তারিত

বাংলা ভাষায় একই পদ বিশেষ্য ও বিশেষণরূপে ব্যবহৃত হতে পারে তার উদাহরণ কোনটি?

  • ক. ভূয়সী প্রশংসা
  • খ. বাহুবলই শ্রেষ্ঠ বটে
  • গ. আপন ভালো সবাই চায়
  • ঘ. মেঘনা বাংলাদেশের দীঘতম নদী

উত্তরঃ আপন ভালো সবাই চায়

বিস্তারিত

কোন ক্রিয়া ধাতুর সাথে বর্তমান, অতীত বা ভবিষ্যৎকালের বিভক্তি যুক্ত হয়ে গটিত হয়?

  • ক. মিশ্র ক্রিয়া
  • খ. যৌগিক ক্রিয়া
  • গ. সমাপিকা ক্রিয়া
  • ঘ. অসমাপিকা ক্রিয়া

উত্তরঃ সমাপিকা ক্রিয়া

বিস্তারিত

ক্রিয়ার বিষয়কে কি বলে?

  • ক. কর্ম
  • খ. পদ
  • গ. সমাস
  • ঘ. করণ

উত্তরঃ কর্ম

বিস্তারিত

কোন বাক্যে ‘ভালো’ বিশেষণরূপে ব্যবহৃত হয়েছে?

  • ক. ভালোকে ভালো বলবো না তো কি?
  • খ. আপন ভালো সাবই চায়
  • গ. এখনে কি ভালোটা তুমি দেখলে?
  • ঘ. ভলোকে সবাই পছন্দ করে

উত্তরঃ আপন ভালো সাবই চায়

বিস্তারিত

‘যত্ন করলে রত্ন মিলে’- এ বাক্যে ‘করলে’ কোন ক্রিয়ার উদাহরণ?

  • ক. অনুক্ত
  • খ. দ্বিকর্মক
  • গ. সমাপিকা
  • ঘ. অসমাপিকা

উত্তরঃ অসমাপিকা

বিস্তারিত

‘মেঘলা’ কোন ধরনের শব্দ?

  • ক. ক্রিয়া বিশেষণ
  • খ. বিশেষ্য
  • গ. বিশেষণ
  • ঘ. বিশষ্যের বিশেষণ

উত্তরঃ বিশষ্যের বিশেষণ

বিস্তারিত

‘সকল, সমুদয়, তাবৎ’ -কোন শ্রেণীর সর্বনাম?

  • ক. সাকুল্যবাচক
  • খ. দূরত্ববাচক
  • গ. সামীপ্যবাচক
  • ঘ. আত্মবাচক

উত্তরঃ সাকুল্যবাচক

বিস্তারিত

কোন ক্রিয়ার বাচ্য পরিবর্তন হয় না?

  • ক. সকর্মক ক্রিয়ার
  • খ. সমাপিকা ক্রিয়ার
  • গ. অকর্মক ক্রিয়ার
  • ঘ. সমধাতুজ কর্মের

উত্তরঃ অকর্মক ক্রিয়ার

বিস্তারিত

ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যোগ করে কি পদ গঠিত হয়?

  • ক. অব্যয় পদ
  • খ. ক্রিয়াপদ
  • গ. সর্বনাম পদ
  • ঘ. বিশেষ্য পদ

উত্তরঃ ক্রিয়াপদ

বিস্তারিত

দ্বিকর্মক ক্রিয়া কাকে বলে?

  • ক. যে ক্রিয়ার কর্ম নেই
  • খ. যে ক্রিয়ার দুটি কর্ম থাকে
  • গ. যে ক্রিয়া বিশেষ্যরূপে ব্যবহৃত
  • ঘ. উপরের সবকটি

উত্তরঃ যে ক্রিয়ার দুটি কর্ম থাকে

বিস্তারিত

‘পুষ্প রুমাকে আদর করে’-‘আদর করে’ কোন ধরনের ক্রিয়াপদ?

  • ক. সকর্মক
  • খ. যৌগিক
  • গ. প্রযোজক
  • ঘ. অকর্মক

উত্তরঃ যৌগিক

বিস্তারিত

‘হাসি হাসি মুখ’-এখানে কোন ধরনের বিশেষণ হয়েছে?

  • ক. ক্রিয়াজাত
  • খ. অব্যয়জাত
  • গ. সমাসসিদ্ধ
  • ঘ. বীপ্সামূলক

উত্তরঃ বীপ্সামূলক

বিস্তারিত

কোনটি বস্তুবাচক বিশেষ্য?

  • ক. সৌরভ
  • খ. গৌরব
  • গ. বাতাস
  • ঘ. কলম

উত্তরঃ কলম

বিস্তারিত

ভৌগোলিক স্থানের নাম কোন বিশেষ্যের অন্তর্গত?

  • ক. নামবাচক
  • খ. জাতিবাচক
  • গ. ভাববাচক
  • ঘ. সংখ্যাবাচক

উত্তরঃ নামবাচক

বিস্তারিত

কোনটি ভাববাচক বিশেষ্য?

  • ক. বিশ্বনবী
  • খ. ভোজন
  • গ. সৌন্দর্য
  • ঘ. জনতা

উত্তরঃ ভোজন

বিস্তারিত

কোনটি ঘটনামন অতীত-এর উদাহরণ?

  • ক. আমরা তখনই বই পড়ছিলাম
  • খ. কাজটা কি তুমিই করেছিলে?
  • গ. ‘এক্ষণে জানিলাম কুসুমে কীট আছে?
  • ঘ. আমি রোজ সকালে নদীর তীরে ভ্রমণ করতাম

উত্তরঃ ‘এক্ষণে জানিলাম কুসুমে কীট আছে?

বিস্তারিত

জাতিবাচক বিশেষ্য কোনটি?

  • ক. মানুষ
  • খ. সাধু
  • গ. কলম
  • ঘ. রাম

উত্তরঃ মানুষ

বিস্তারিত

‘যদি, তথা’-প্রভৃতি কোন শ্রেণীর অব্যয়?

  • ক. খাঁটি বাংলা অব্যয়
  • খ. তৎসম অব্যয়
  • গ. বিদেশী অব্যয়
  • ঘ. সংস্কৃত অব্যয়

উত্তরঃ তৎসম অব্যয়

বিস্তারিত

কোন, কেউ, কিছু-এগুলো কোন ধরনের সর্বনাম?

  • ক. সাকুল্যবাচক
  • খ. প্রশ্নবাচক
  • গ. অনির্দিষ্টতাজ্ঞাপক
  • ঘ. আত্মবাচক

উত্তরঃ অনির্দিষ্টতাজ্ঞাপক

বিস্তারিত

‘ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে।’ -এ বাক্যটিকে ‘ওগো’ শব্দটি কোন জাতীয় অব্যয়?

  • ক. সম্বোধনসূচক অব্যয়
  • খ. প্রশ্নবোধক অব্যয়
  • গ. উপসর্গ অব্যয়
  • ঘ. অনুকার অব্যয়

উত্তরঃ সম্বোধনসূচক অব্যয়

বিস্তারিত

কোন বাক্যে সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে?

  • ক. আমি ভাত খাচ্ছি
  • খ. আমি ভাত খেয়ে স্কুলে যাব
  • গ. আমি দুপুরে ভাত খাই
  • ঘ. তাড়াতাড়ি ভাত খেয়ে ওঠ

উত্তরঃ আমি দুপুরে ভাত খাই

বিস্তারিত

‘সমুচ্চয়ী’ অব্যয়ের অপর নাম কি?

  • ক. সম্বন্ধবাচক অব্যয়
  • খ. অনন্বয়ী অব্যয়
  • গ. অনুসর্গ অব্যয়
  • ঘ. অনুকার অব্যয়

উত্তরঃ সম্বন্ধবাচক অব্যয়

বিস্তারিত

কোন বাক্যে ‘আর’ অব্যয় পদটি পুনরাবৃত্তি অর্থে ব্যবহৃত হয়েছে?

  • ক. আর কত দিন দেখবে
  • খ. সে আর এলো না
  • গ. ওদিকে আর যাব না
  • ঘ. বলো, আর কি কথা আছে

উত্তরঃ ওদিকে আর যাব না

বিস্তারিত

‘ঘেউ ঘেউ’ -কোন অব্যয়?

  • ক. অনুকার অব্যয়
  • খ. বিদেশী অব্যয়
  • গ. খাঁটি বাংলা অব্যয়
  • ঘ. তৎসম অব্যয়

উত্তরঃ অনুকার অব্যয়

বিস্তারিত

‘আমরা লালবাগ কেল্লা দর্শন করলাম’-এ বাক্যের ক্রিয়াপদ কোন্ ধরনের?

  • ক. ণিজন্ত ক্রিয়া
  • খ. মিশ্র ক্রিয়া
  • গ. যৌগিক ক্রিয়া
  • ঘ. সকর্মক ক্রিয়া

উত্তরঃ মিশ্র ক্রিয়া

বিস্তারিত

“রানী একটি বই পড়ে”। -এখানে ‘পড়ে’ কোন ক্রিয়া?

  • ক. সকর্মক ক্রিয়া
  • খ. অকর্মক ক্রিয়া
  • গ. সমধাতুজ কর্ম
  • ঘ. দ্বিকর্মক ক্রিয়া

উত্তরঃ সকর্মক ক্রিয়া

বিস্তারিত

কোন বাক্যে ‘শেষ’ ক্রিয়ারূপে ব্যবহৃত হয়েছে?

  • ক. আমার সুখের শেষ নেই
  • খ. আমি আপনার শেষ কথা শুনতে চাই
  • গ. কাজটি শীঘ্র শেষ কর
  • ঘ. সব ভাল যার শেষ ভাল

উত্তরঃ কাজটি শীঘ্র শেষ কর

বিস্তারিত

‘লোকটা চোখে দেখে না’ -এ বাক্যটির ক্রিয়াপদের বৈশিষ্ট্য কি?

  • ক. সকর্মক ক্রিয়ার অকর্মক রূপে ব্যবহার
  • খ. সকর্মক ক্রিয়ার ব্যবহার
  • গ. প্রযোজকক্রিয়ার ব্যবহার
  • ঘ. নামধাতুর ব্যবহার

উত্তরঃ সকর্মক ক্রিয়ার অকর্মক রূপে ব্যবহার

বিস্তারিত

‘চারটা বাজলে স্কুল ছুটি হবে’ বাক্যে ‘বাজলে’ ক্রিয়া কি অর্থ প্রকাশ করছে?

  • ক. কারণ
  • খ. ইচ্ছা
  • গ. আবশ্যকতা
  • ঘ. সম্ভাব্যতা

উত্তরঃ সম্ভাব্যতা

বিস্তারিত

কোনটি বর্তমান অনুজ্ঞার উদাহরণ?

  • ক. রোগ হলে ওষুধ খাবে
  • খ. চেষ্টা কর, সবই বুঝতে পারবে
  • গ. কাজটি করে ফেল
  • ঘ. কাজল একবার এস

উত্তরঃ কাজটি করে ফেল

বিস্তারিত

একটি সমাপিকা ক্রিয়া ও একটি অসমাপিকা ক্রিয়া একসাথে একটি ক্রিয়াপদের ন্যায় ভাব প্রকাশ করলে তবে তাকে বলে-

  • ক. মিশ্র ক্রিয়া
  • খ. প্রযোজক ক্রিয়া
  • গ. যৌগিক ক্রিয়া
  • ঘ. অকর্মক ক্রিয়া

উত্তরঃ যৌগিক ক্রিয়া

বিস্তারিত

সমধাতুজ কর্মের প্রতিশব্দ কি?

  • ক. গৌণ কর্ম
  • খ. মুখ্য কর্ম
  • গ. মিশ্র কর্ম
  • ঘ. ধাতুর্থক কর্ম

উত্তরঃ ধাতুর্থক কর্ম

বিস্তারিত

কোনটি সমাপিকা ক্রিয়া?

  • ক. তপু বাড়ি গেলে
  • খ. বাবাকে দেখলে
  • গ. তাকে বলবে
  • ঘ. তুমি আসলে

উত্তরঃ তাকে বলবে

বিস্তারিত

কোনটি বিভক্তিযুক্ত ক্রিয়ার দ্বিত্ব প্রয়োগের উদাহরণ?

  • ক. বৃষ্টিতে ভিজলে সর্দি হবে
  • খ. পটপট করে পটকা ফুটল
  • গ. লোকটাকে দৌড়াতে দেখলাম
  • ঘ. কাটিতে কাটিতে ধান এল বরষা

উত্তরঃ কাটিতে কাটিতে ধান এল বরষা

বিস্তারিত

কোন দুটি অনুসর্গ অব্যয়?

  • ক. ছি! ছি! ওগো
  • খ. না, উঃ
  • গ. অবশ্য, নিশ্চয়ই
  • ঘ. দ্বারা, দিয়া

উত্তরঃ দ্বারা, দিয়া

বিস্তারিত

সমুচ্চয়ী অব্যয় কয় প্রকার?

  • ক. পাঁচ প্রকার
  • খ. চার প্রকার
  • গ. তিন প্রকার
  • ঘ. ছয় প্রকার

উত্তরঃ তিন প্রকার

বিস্তারিত

কোনটি বিদেশী অব্যয় শব্দ?

  • ক. খুব
  • খ. আবার
  • গ. হঠাৎ
  • ঘ. এবং

উত্তরঃ খুব

বিস্তারিত

“যারা দেশের ডাকে সাড়া দিতে পারে তারাই তো সত্যিকারের পুরুষ।”-এখানে ‘তারাই’ কোন পদ?

  • ক. বিশেষ্য পদ
  • খ. বিশেষণ পদ
  • গ. সর্বনাম পদ
  • ঘ. অব্যয় পদ

উত্তরঃ সর্বনাম পদ

বিস্তারিত

কোনটি বস্তুবাচক বিশেষ্য পদের উদাহরণ নয়?

  • ক. মাটি
  • খ. স্বর্ণ
  • গ. অগ্নিবীণা
  • ঘ. চাউল

উত্তরঃ অগ্নিবীণা

বিস্তারিত

অপরিবর্তনীয় শব্দকে কোন পদ বলে?

  • ক. অব্যয় পদ
  • খ. ক্রিয়া পদ
  • গ. সর্বনাম পদ
  • ঘ. বিশেষ্য পদ

উত্তরঃ অব্যয় পদ

বিস্তারিত

গুরু, গুরুতর ও গুরুতম- এগুলো কোন শব্দের অতিশায়ন?

  • ক. তদ্ভব শব্দের
  • খ. তৎসম শব্দের
  • গ. বিদেশী শব্দের
  • ঘ. খাঁটি বাংলা শব্দের

উত্তরঃ তৎসম শব্দের

বিস্তারিত

কোনগুলো খাঁটি বাংলা শব্দের অতিশায়ন?

  • ক. ধীরে, হতে
  • খ. হইতে, হতে
  • গ. কিন্তু, এবং
  • ঘ. নরম, গরম

উত্তরঃ হইতে, হতে

বিস্তারিত

কোন বাক্যটিতে অনুজ্ঞা আছে?

  • ক. আবার তোরা মানুষ হও
  • খ. মানুষ মরণশীল
  • গ. সে বই পড়ে
  • ঘ. ঢাকা বড় শহর

উত্তরঃ আবার তোরা মানুষ হও

বিস্তারিত

‘কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল’ -‘চাইতে’ ক্রিয়াটির ব্যবহার কোন ধরনের?

  • ক. অনন্বয়ী অব্যয়
  • খ. অনুসর্গ তৈরি
  • গ. ক্রিয়াবাচক বিশেষণ গঠন
  • ঘ. বিশেষণ বাচকতা

উত্তরঃ বিশেষণ বাচকতা

বিস্তারিত

‘চৌচালা ঘর’ -এখানে কোন ধরনের বিশেষণ হয়েছে?

  • ক. ক্রিয়াজাত
  • খ. অব্যয়জাত
  • গ. সমাসসিদ্ধ
  • ঘ. সর্বনামজাত

উত্তরঃ সমাসসিদ্ধ

বিস্তারিত

নিম্নের কোনটি বিশেষ্য?

  • ক. মধুর
  • খ. স্নেহ
  • গ. সুতি
  • ঘ. কোনটিই না

উত্তরঃ মধুর

বিস্তারিত

‘সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে।’ এই বাক্য ‘সুন্দর’ শব্দটি কোন পদ?

  • ক. বিশেষ্য
  • খ. বিশেষণ
  • গ. সর্বনাম
  • ঘ. বিশেষণের বিশেষণ

উত্তরঃ বিশেষ্য

বিস্তারিত

কোন বাক্যে যৌগিক ক্রিয়ার উদাহরণ নেই?

  • ক. এখন যেতে পার
  • খ. শিক্ষায় মন সংস্কারমুক্ত হয়ে থাকে
  • গ. মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন
  • ঘ. এ চক্র ছিন্ন তো করতেই হবে

উত্তরঃ মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন

বিস্তারিত

কোন বাক্যে সমধাতুজ কর্ম আছে?

  • ক. সে পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হয়েছে
  • খ. সে চট্টগ্রাম গিয়েছে
  • গ. সে বিজ্ঞানের একটি সমস্যা নিয়ে ভাবছে
  • ঘ. সে খুব আরামের ঘুম ঘুমিয়েছে

উত্তরঃ সে খুব আরামের ঘুম ঘুমিয়েছে

বিস্তারিত

কোন বাক্যটিতে সমাতুজ কর্ম আছে?

  • ক. সেই বই পড়ছে
  • খ. সে গভীর চিন্তাশয মগ্ন
  • গ. সে ঘুমিয়ে আছে
  • ঘ. সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়ন্ত্রকারী ছাড়া আর কিছু বলা যায় না

উত্তরঃ সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়ন্ত্রকারী ছাড়া আর কিছু বলা যায় না

বিস্তারিত

যে ধাতু বিশ্লেষণষ করা যায় না, তাকে বলা হয়-

  • ক. সাধিত ধাতু
  • খ. মৌলিক ধাতু
  • গ. যৌগিক ধাতু
  • ঘ. সংযোগমূলক ধাতু

উত্তরঃ মৌলিক ধাতু

বিস্তারিত

কোনটি বাংলা ধাতু?

  • ক. কাট্
  • খ. কৃ
  • গ. মাগ্
  • ঘ. গম্

উত্তরঃ কাট্

বিস্তারিত

ধাতু কয় প্রকার?

  • ক. এক
  • খ. দুই
  • গ. তিন
  • ঘ. চার

উত্তরঃ তিন

বিস্তারিত

উৎপত্তির দিক থেকে ক্রিয়াপদ কোন দুভাগে বিভক্ত?

  • ক. অকর্মক ও সকর্মক
  • খ. প্রত্যয়হীন ও প্রত্যয়ান্ত
  • গ. ধাতু ও তদ্ধিত
  • ঘ. মৌলিক ও কৃদন্ত

উত্তরঃ মৌলিক ও কৃদন্ত

বিস্তারিত

কোন বাক্যে অসমাপিকা ক্রিয়ার ব্যবহার নেই?

  • ক. তাকে বলতে দাও
  • খ. তুমি বল, আমি শুনি
  • গ. আমরা বাঁবতে চাই
  • ঘ. সে দেখতে লাগলো

উত্তরঃ তুমি বল, আমি শুনি

বিস্তারিত

কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে?

  • ক. আমি ভাত খাচ্ছি
  • খ. আমি ভাত খেয়ে স্কুলে যাব
  • গ. আমি দুপুরে ভাত খাই
  • ঘ. তাড়াতাড়ি ভাত খেয়ে উঠ

উত্তরঃ আমি ভাত খেয়ে স্কুলে যাব

বিস্তারিত

অসমাপিকা ক্রিয়া দ্বারা গঠিত বাক্যে কয় প্রকার কর্তা দেখা যায়?

  • ক. এক প্রকার
  • খ. দু’প্রকার
  • গ. তিন প্রকার
  • ঘ. চার প্রকার

উত্তরঃ এক প্রকার

বিস্তারিত

কোন বাক্যে যে ক্রিয়াপদ অসমাপ্ত থাকে, তাকে কি দরনের ক্রিয়াপদ বলে

  • ক. সমাপিকা ক্রিয়া
  • খ. অর্ধ-সমাপিকা ক্রিয়া
  • গ. অসমাপিকা ক্রিয়া
  • ঘ. অর্ধ-অসমাপিকা ক্রিয়া

উত্তরঃ অসমাপিকা ক্রিয়া

বিস্তারিত

‘বাবা বাড়ি নেই।’ এ বাক্যে ‘নেই’ কোন পদ?

  • ক. বিশেষ্য
  • খ. বিশেষণ
  • গ. সর্বনাম
  • ঘ. ক্রিয়া

উত্তরঃ ক্রিয়া

বিস্তারিত

ক্রিয়াপদ-

  • ক. সবসময়ে বাক্যে থাকবে
  • খ. কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে
  • গ. আসলে বিশেষণ থেকে অভিন্ন
  • ঘ. শুধু অতীতকাল বোঝাতে বাক্যে ব্যবহৃত হয়

উত্তরঃ কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে

বিস্তারিত

‘তুই কি কাজ করবি, না মার খাবি?- এই বাক্যের ‘কি’ অব্যয়ের ব্যবহার হয়েছে-

  • ক. প্রশ্ন জিজ্ঞাসা
  • খ. শাসন করায়
  • গ. বিরক্তি প্রকাশে
  • ঘ. ক্রোধ প্রকাশে

উত্তরঃ ক্রোধ প্রকাশে

বিস্তারিত

‘তুমি কি আমায় চেন’? বাক্যটিতে ‘কি’-এর ব্যাকরণগত পরিচয়-

  • ক. প্রশ্নবোধক শব্দ
  • খ. বিশেষণ
  • গ. অব্যয়
  • ঘ. কারক নির্দেশক

উত্তরঃ অব্যয়

বিস্তারিত

তুমি না বলেছিলে আগামীকাল আসবে?- এখানে ‘না’-এর ব্যবহারকি অর্থে?

  • ক. না-বাচক
  • খ. হ্যাঁ-বাচক
  • গ. প্রশ্নবোধক
  • ঘ. বিস্ময়সূচক

উত্তরঃ হ্যাঁ-বাচক

বিস্তারিত

না কোন্ জাতীয় শব্দ?

  • ক. অব্যয়
  • খ. সর্বনাম
  • গ. ক্রিয়া
  • ঘ. মহাকাব্য

উত্তরঃ অব্যয়

বিস্তারিত

শারীরিক অস্বস্তির ভাবজ্ঞাপক দ্বিরুক্ত শব্দ-

  • ক. দরদর
  • খ. করকর
  • গ. কুটকুট
  • ঘ. খুটখুট

উত্তরঃ কুটকুট

বিস্তারিত

বৃষ্টি পড়ে টাপুর টুপুর।- এখানে ‘টাপুর টুপুর’ কোন পদের দ্বিরুক্তি?

  • ক. বিশেষ্য
  • খ. বিশেষণ
  • গ. ক্রিয়া
  • ঘ. অব্যয়

উত্তরঃ অব্যয়

বিস্তারিত

‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান’- এখানে ‘টাপুর টুপুর’ কোন ধরনের শব্দ?

  • ক. অবস্থাবাচক শব্দ
  • খ. বাক্যালঙ্কার শব্দ
  • গ. ধ্বনাত্মক শব্দ
  • ঘ. দ্বিরুক্ত শব্দ

উত্তরঃ ধ্বনাত্মক শব্দ

বিস্তারিত

কোন বাক্যে ধ্বনাত্মক শব্দ আছে?

  • ক. চিলটি সাঁ সাঁ করে উড়িয়া গেল
  • খ. লোকটি তীরবেগে চলিয়া গেল
  • গ. অকাশে তো আমি রখি নাই উড়িবার ইতিহাস
  • ঘ. সে প্রায় চিৎকার করে কথা বলল

উত্তরঃ চিলটি সাঁ সাঁ করে উড়িয়া গেল

বিস্তারিত

‘মরি মরি, কি সন্দুর প্রভাতে রূপ’- এখানে অনম্বয়ী অব্যয়ে কি প্রকাশ পেয়েছে?

  • ক. যন্ত্রণা
  • খ. বিরক্তি
  • গ. সম্মতি
  • ঘ. উচ্ছ্বাস

উত্তরঃ উচ্ছ্বাস

বিস্তারিত

‘মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ’ বাক্যে ‘মরিমরি’ কোন শ্রেণীর অব্যয়?

  • ক. সমন্বয়ী
  • খ. অনন্বয়ী
  • গ. পদান্বয়ী
  • ঘ. অনুকার

উত্তরঃ অনন্বয়ী

বিস্তারিত

‘লোকটি দরিদ্র কিন্তু সৎ’ এই বাক্যে ‘কিন্তু’ হলো-

  • ক. বিযোজক অব্যায়
  • খ. সংযোজক অব্যয়
  • গ. সংকোচক অব্যয়
  • ঘ. বিস্ময়াদিসূচক অব্যয়

উত্তরঃ সংকোচক অব্যয়

বিস্তারিত

‘মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।’ এখানে ‘কিংবা’ অব্যয়টি কোন অব্যয়?

  • ক. অনুকার অব্যয়
  • খ. বিয়োজক অব্যয়
  • গ. সমুচ্চয়ী অব্যয়
  • ঘ. সংযোজন অব্যয়

উত্তরঃ বিয়োজক অব্যয়

বিস্তারিত

কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে?

  • ক. ধন অপেক্ষা মান বড়
  • খ. তোমাকে দিয়ে কিছু হবে না
  • গ. ঢং ঢং ঘন্টা বাজে
  • ঘ. লেখা পড়া কর, নতুবা ফেল করবে

উত্তরঃ লেখা পড়া কর, নতুবা ফেল করবে

বিস্তারিত

‘তুমি এতক্ষণ কী করেছ?’- এই বাক্যে ‘কী’ কোন পদ?

  • ক. বিশেষণ
  • খ. অব্যয়
  • গ. সর্বনাম
  • ঘ. ক্রিয়া

উত্তরঃ সর্বনাম

বিস্তারিত

‘এ মাটি সোনার বাড়া’- এ উদ্ধৃতিতে ‘সোনা’ কোন অর্থে ব্যবহার করা হয়েছে?

  • ক. বিশেষণের অতিশায়ন
  • খ. রূপবাচক বিশেষ
  • গ. উপাদান বাক বিশেষ
  • ঘ. বিধেয বিশেষণ

উত্তরঃ বিশেষণের অতিশায়ন

বিস্তারিত

কোনটি বিশেষণের বিশেষণ?

  • ক. এই আমি আরনই একা
  • খ. বাতাস ধরে বইছে
  • গ. অতিশয় মন্দ কথা
  • ঘ. মেঘনা বড় নদী

উত্তরঃ অতিশয় মন্দ কথা

বিস্তারিত

ক্রিয়া বিশেষণের উদাহরণ আছে কোন বাক্যে?

  • ক. বসন্তের আরামদায়ক বায়ু প্রবাহে সকলেই পুলকিত
  • খ. সে খুব তাড়াতাড়ি হাটিল
  • গ. সমুদ্র সৈকতে জলপ্রবাহের প্রবল গর্জন শোনা গেল
  • ঘ. সেদিন অত্রন্ত চমৎকার কথা শুনিলাম

উত্তরঃ সে খুব তাড়াতাড়ি হাটিল

বিস্তারিত

যে পদে বাক্যের ক্রিয়াপদটির গুণ, প্রকৃতি তীব্রতা ইত্যাদি প্রকৃতিগত অবস্থা বোঝায়,

  • ক. ক্রিয়াবচক বিশেষ্য
  • খ. ক্রিয়াবিশেষণ
  • গ. ক্রিয়াবিশেষ্যজাত
  • ঘ. ক্রিয়াবিভক্তি

উত্তরঃ ক্রিয়াবিশেষণ

বিস্তারিত

যে পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষিত করে তাকে বলে-

  • ক. নাম বিশেষণ
  • খ. ভাব বিশেষণ
  • গ. ক্রিয়া বিশেষণ
  • ঘ. বিশেষণের বিশেষণ

উত্তরঃ ভাব বিশেষণ

বিস্তারিত

ধাতুর শেষে অন্ত প্রত্যয় যোগ করলে কোন পদ গঠিত হয়?

  • ক. বিশেষ্য
  • খ. অব্যয়
  • গ. বিশেষণ
  • ঘ. ক্রিয়া

উত্তরঃ বিশেষণ

বিস্তারিত

‘সন্ধ্যা’ শব্দের বিশেষণটি নির্দেশ করুন-

  • ক. সাঁঝ
  • খ. সন্ধ্যা
  • গ. সন্দা
  • ঘ. সান্ধ্য

উত্তরঃ সান্ধ্য

বিস্তারিত

‘ইচ্ছা’ বিশেষ্যর বিশেষণটি নির্দেশ করুন-

  • ক. ইচ্ছাময়
  • খ. ঐচ্ছিক
  • গ. ইচ্ছুক
  • ঘ. অনিচ্ছা

উত্তরঃ ঐচ্ছিক

বিস্তারিত

‘দহন’ শব্দের বিশেষণ কোনটি?

  • ক. দাহ্য
  • খ. দগ্ধ
  • গ. দহনকারী
  • ঘ. দহনীয়

উত্তরঃ দহনীয়

বিস্তারিত

কোনটি বিশেষণবাচক শব্দ-

  • ক. জীবন
  • খ. জীবনী
  • গ. জীবিকা
  • ঘ. জীবাণু

উত্তরঃ জীবনী

বিস্তারিত

‘তিনটি বছর’- এখানে ‘তিনটি’ কোন পদ?

  • ক. বিশেষণ
  • খ. বিশেষ্য
  • গ. অব্যয়
  • ঘ. ক্রিয়া

উত্তরঃ বিশেষণ

বিস্তারিত

নিচের কোন বাক্যে ‘ভালো’ বিশেষ্য হিসেবে ব্যবহৃত হয়েছে?

  • ক. অয়ন ভালো দৌঁড়াতে পারে
  • খ. ভালো লোক সবার প্রিয়
  • গ. ভালো মানুষ কমই দেখা যায়
  • ঘ. নিজের ভালো কে চায়?

উত্তরঃ নিজের ভালো কে চায়?

বিস্তারিত

‘সুন্দর মানুষকে নিজের দিকে টানে।’ এই বাক্যের ‘সুন্দর’ শব্দটি কোন পদ?

  • ক. বিশেষণ
  • খ. সর্বনাম
  • গ. অব্যয়
  • ঘ. বিশেষ্য

উত্তরঃ বিশেষ্য

বিস্তারিত

সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে? এইবাক্য সুন্দর শব্দটি কোন পদ?

  • ক. বিশেষ্য
  • খ. বিশেষণ
  • গ. সর্বনাম
  • ঘ. বিশেষণের বিশেষণ

উত্তরঃ বিশেষ্য

বিস্তারিত

‘কাবুলী-এর বিশেষ্য পদ কি

  • ক. কাবলীওয়ালা
  • খ. কাবলু
  • গ. কাবলী
  • ঘ. কাবুল

উত্তরঃ কাবলীওয়ালা

বিস্তারিত

‘প্রচুর’ এর বিশেষ্য রূপ

  • ক. প্রাচুর্য
  • খ. প্রাচুর্য্য
  • গ. প্রাচুর্যতা
  • ঘ. প্রাচুর্য্যতা

উত্তরঃ প্রাচুর্য

বিস্তারিত

‘চালাক’- এর বিশেষ্য পদ কি?

  • ক. চাতুর্য
  • খ. চালাকী
  • গ. চতুরতা
  • ঘ. চাতুরী

উত্তরঃ চালাকী

বিস্তারিত

‘লাজ’ কোন ধরনের শব্দ?

  • ক. বিশেষ্য
  • খ. বিশেষণ
  • গ. ক্রিয়া-বিশেষণ
  • ঘ. বিশেষ্যের বিশেষণ

উত্তরঃ বিশেষ্য

বিস্তারিত

নিচের কোন শব্দটি বিশেষ্য?

  • ক. আধুনিক
  • খ. অরণ্য
  • গ. অধুনা
  • ঘ. বিশ্বস্ত

উত্তরঃ অরণ্য

বিস্তারিত

‘উৎকর্ষ’ হচ্ছে-

  • ক. বিশেষণ
  • খ. বিশেষণের বিশেষণ
  • গ. বিশেষ্যের বিশেষণ
  • ঘ. বিশেষ্য

উত্তরঃ বিশেষ্য

বিস্তারিত

কোনগুলো বিশেষ্য পদের উদাহরণ?

  • ক. সবুজ মাঠ, কালো মেঘ
  • খ. টসটসে ফল, তকতকে মেঝে
  • গ. আমরা, তোমরা
  • ঘ. আরব সাগর, বিশ্বনবী

উত্তরঃ আরব সাগর, বিশ্বনবী

বিস্তারিত

কোনটি গুণবাচক বিশেষ্য

  • ক. কিশোর
  • খ. তারুণ্য
  • গ. রোগা
  • ঘ. পাথুরে

উত্তরঃ তারুণ্য

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects