পদ প্রকরণ

201. যে পদে বেশ সংখ্যক ব্যক্তি বা প্রাণীর সমষ্টি বুঝায় তাকে কোন ধরনের বিশেষ্য বলে ?

  • ক. ভাববাচক বিশেষ্য
  • খ. জাতিবাচক বিশেষ্য
  • গ. সমষ্টিবাচক বিশেষ্য
  • ঘ. বস্তুবাচক বিশেষ্য

উত্তরঃ সমষ্টিবাচক বিশেষ্য

বিস্তারিত

202. যে বিশেষ্য পদ দ্বারা কোনো বস্তুর দোষ বা গুণের নাম বুঝায়, তা কি বিশেষ্য ?

  • ক. গুণবাচক বিশেষ্য
  • খ. ভাববাচক বিশেষ্য
  • গ. জাতিবাচক বিশেষ্য
  • ঘ. বস্তুবাচক বিশেষ্য

উত্তরঃ গুণবাচক বিশেষ্য

বিস্তারিত

203. পদ প্রধানত দুই প্রকার । যথা -

  • ক. বিশেষ্য ও বিশেষণ
  • খ. সর্বনাম ও অব্যয়
  • গ. নাম ও ক্রিয়া
  • ঘ. অব্যয় ও ধ্বন্যাত্নক

উত্তরঃ নাম ও ক্রিয়া

বিস্তারিত

204. চাউল, চিনি, কাঠ এগুলো কি জাতীয় বিশেষ্য ?

  • ক. ব্যক্তিবাচক
  • খ. জাতিবাচক
  • গ. বস্তুবাচক
  • ঘ. দ্রব্যবাচক

উত্তরঃ বস্তুবাচক

বিস্তারিত

205. 'পুণ্যে মতি হোক' বাক্যে 'পুণ্যে' কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে ?

  • ক. বিশেষ্য রূপে
  • খ. বিশেষণ রূপে
  • গ. সর্বনাম রূপে
  • ঘ. বিশেষ্যের বিশেষণ রূপে

উত্তরঃ বিশেষ্য রূপে

বিস্তারিত

206. কোনগুলো গুণবাচক বিশেষ্য ?

  • ক. সমিতি, মাহফিল
  • খ. মধুরতা, বীরত্ব
  • গ. চাউল, লবণ
  • ঘ. দর্শন, ভোজন

উত্তরঃ মধুরতা, বীরত্ব

বিস্তারিত

207. নদী কোন বিশেষ্যের উদাহরণ ?

  • ক. সংজ্ঞাবাচক
  • খ. জাতিবাচক
  • গ. সমষ্টিবাচক
  • ঘ. গুণবাচক

উত্তরঃ জাতিবাচক

বিস্তারিত

208. বাংলা ভাষায় একটি বিশেষ্য ও বিশেষণ রূপে ব্যবহৃত হতে পারে । উদাহরণ কোনটি ?

  • ক. বাহুবলই শ্রেষ্ঠ বটে
  • খ. ভূয়সী প্রশংসা করলেন
  • গ. আপন ভালো সবাই চায়
  • ঘ. সে ভাল ছেলে

উত্তরঃ আপন ভালো সবাই চায়

বিস্তারিত

209. নিশীথ রাতে বাজছে বাঁশি - এ বাক্যের নিশীত কোন পদ ?

  • ক. বিশেষ্য
  • খ. বিশেষণ
  • গ. সর্বনাম
  • ঘ. অব্যয়

উত্তরঃ বিশেষণ

বিস্তারিত

210. নির্দেশক সর্বনাম টি , টা যুক্ত হলে টা কি হয়

  • ক. উৎকৃষ্ট
  • খ. নিকৃষ্ট
  • গ. নির্দিষ্টতা
  • ঘ. অনির্দিষ্টতা

উত্তরঃ নির্দিষ্টতা

বিস্তারিত

211. অপরিবর্তনীয় পদ কোনটি ?

  • ক. অব্যয়
  • খ. ক্রিয়া
  • গ. সর্বনাম
  • ঘ. বিশেষ্য

উত্তরঃ অব্যয়

বিস্তারিত

212. ও, আর, আবার -এগুলো কোন অব্যয় ?

  • ক. সমুচ্চয়ী
  • খ. অনুকার
  • গ. খাঁটি বাংলা
  • ঘ. অনন্বয়ী

উত্তরঃ খাঁটি বাংলা

বিস্তারিত

213. মরি! মরি! কি সুন্দুর প্রভাতের রূপ - এখানে অনন্বয়ী অব্যয়ের কি প্রকাশ পেয়েছে ?

  • ক. যন্ত্রণা
  • খ. বিরক্তি
  • গ. সম্মতি
  • ঘ. উচ্ছ্বাস

উত্তরঃ উচ্ছ্বাস

বিস্তারিত

214. কোনগুলো ধ্বন্যাত্নক অব্যয়ের উদাহরণ ?

  • ক. ছি ছি
  • খ. মরি মরি
  • গ. মর মর
  • ঘ. হ্যা হ্যা

উত্তরঃ মর মর

বিস্তারিত

215. হে দারিদ্র্য তুমি মোরে করেছে মহান - এখানে হে অব্যয়টি কোন ধরনের ?

  • ক. অনুকার
  • খ. সম্বোধনবাচক
  • গ. সমুচ্চায়ী
  • ঘ. বাক্যালংকার

উত্তরঃ সম্বোধনবাচক

বিস্তারিত

216. ক্রিয়াপদকে কিবা, কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাকে কি বলে ?

  • ক. কর্ম পদ
  • খ. অব্যয় পদ
  • গ. সর্বনাম
  • ঘ. ক্রিয়া বিশেষণ

উত্তরঃ কর্ম পদ

বিস্তারিত

217. মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন - এখানে কিংবা অব্যয়টি কোন অব্যয় ?

  • ক. অনুকার অব্যয়
  • খ. বিয়োজক অব্যয়
  • গ. সমুচ্চায়ী অব্যয়
  • ঘ. সংযোজক অব্যয়

উত্তরঃ বিয়োজক অব্যয়

বিস্তারিত

219. বাঁশি বাজে ঐ মধুর লগনে - এটি কোন বাচ্যের উদাহরণ ?

  • ক. কর্মকর্তৃবাচ্য
  • খ. কর্তৃবাচ্য
  • গ. কর্মবাচ্য
  • ঘ. ভাববাচ্য

উত্তরঃ কর্মকর্তৃবাচ্য

বিস্তারিত

220. খোকাকে তুমি কাঁদিও না - এ বাক্যটিতে কোন ক্রিয়া ব্যবহৃত হয়েছে ?

  • ক. প্রযোজ্য
  • খ. প্রযোজক
  • গ. ক্রিয়া বিশেষণ
  • ঘ. ক্রিয়াবাচক বিশেষণ

উত্তরঃ প্রযোজক

বিস্তারিত

221. যত্ন করলে রত্ন মেলে - এখানে করলে কোন ধরনের ক্রিয়া ?

  • ক. অনুক্ত
  • খ. সকর্মক
  • গ. অকর্মক
  • ঘ. দ্বিকর্মক

উত্তরঃ দ্বিকর্মক

বিস্তারিত

222. এখন যেতে পার - এখানে যৌগিক ক্রিয়া কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?

  • ক. তাগিদ দেয়া অর্থে
  • খ. অভ্যস্ততা অর্থে
  • গ. অনুমোদন অর্থে
  • ঘ. নিষেধ অর্থে

উত্তরঃ অনুমোদন অর্থে

বিস্তারিত

223. লোকটা কানে শুনে না - বাক্যটিতে ক্রিয়াপদের বৈশিষ্ট্য কি ?

  • ক. প্রযোজক ক্রিয়ার ব্যবহার
  • খ. সমধাতুক কর্মের ব্যবহার
  • গ. সকর্মক কর্মের ব্যবহার
  • ঘ. সকর্মক ক্রিয়া অকর্মক ব্যবহার

উত্তরঃ সকর্মক ক্রিয়া অকর্মক ব্যবহার

বিস্তারিত

224. কোন পদে বিভক্তি যুক্ত হয় না ?

  • ক. অব্যয়
  • খ. বিশেষণ
  • গ. সর্বনাম
  • ঘ. ক্রিয়া

উত্তরঃ অব্যয়

বিস্তারিত

225. অব্যয় পদ প্রধানত কয় প্রকার ?

  • ক. ৩
  • খ. ৪
  • গ. ৫
  • ঘ. ৬

উত্তরঃ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects