বচন
মেয়েটির মাথায় এক গাছি চুল নেই - এখানে 'গাছি' কি অর্থে প্রকাশ করছে ?
- ক. পরিমান
- খ. সংখ্যা
- গ. সরু
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ সংখ্যা
রা, এরা প্রভৃতি বহুবচন নির্দেশক কোন কারকে যুক্ত হয় ?
- ক. সম্প্রদান কারকে
- খ. কর্মকারকে
- গ. কর্তৃকারকে
- ঘ. অধিকরণ কারকে
উত্তরঃ অধিকরণ কারকে
নিচের কোনটি প্রাণী এবং অপ্রাণিবাচক উভয় শব্দেই ব্যবহৃত হয় ?
- ক. গুলি
- খ. নিচয়
- গ. মাল
- ঘ. রাজি
উত্তরঃ নিচয়
নিচের কোনটি পদের দ্বিরুক্তির সাহায্য বহুবচন হয়েছে ?
- ক. পাখিসব
- খ. ফলে ফলে
- গ. শত্রুদল
- ঘ. বন্ধুসব
উত্তরঃ ফলে ফলে
'গুলি' শুধুমাত্র কোথায় ব্যবহৃত হয় ?
- ক. সাধু রীতিতে
- খ. চলিত রীতিতে
- গ. কথ্য রীতিতে
- ঘ. লেখ্য রীতিতে
উত্তরঃ সাধু রীতিতে
বহুবচন বোঝাতে যে সমষ্টিবোধক শব্দ ব্যবহার করা হয় তার অধিকাংশই কোন ভাষা থেকে এসেছে ?
- ক. আরবি ভাষা
- খ. তৎসম বা সংস্কৃত ভাষা
- গ. ফারসি ভাষা
- ঘ. হিন্দি ভাষা
উত্তরঃ তৎসম বা সংস্কৃত ভাষা
নিচের কোনটি একত্ববোধক বহুবচনের উদাহরণ ?
- ক. আপনারা মনীষী লোক
- খ. অনেক লোক উপস্থিত হয়েছে
- গ. তিনি অঢ়েল টাকার মালিক
- ঘ. ছেলেরা বল খেলছে
উত্তরঃ আপনারা মনীষী লোক
- ক. রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে
- খ. কাকেরা এক বিরাট সভা করল
- গ. শিক্ষকেরা জ্ঞান দান করেন
- ঘ. সকলে সব জানে না
উত্তরঃ সকলে সব জানে না
পদের পূর্বে 'এক' 'গোটা' ইত্যাদি বসে কোন অর্থ প্রকাশ করে ?
- ক. নির্দিষ্টতা
- খ. অনির্দিষ্টতা
- গ. সংকীর্ণতা
- ঘ. সীমাবদ্ধতা
উত্তরঃ অনির্দিষ্টতা
কোন বাক্যটি দ্বারা একবচন ও বহুবচন দু-ই বোঝায় ?
- ক. বাজারে লোক জমেছে
- খ. এটাই করিমদের বাড়ি
- গ. সিংহ বনে থাকে
- ঘ. বাগানে ফুল ফুটেছে
উত্তরঃ সিংহ বনে থাকে
'কাঁড়ি কাঁড়ি টাকা' -বাক্যে কি অর্থে দ্বিরুক্তি হয়েছে ?
- ক. একবচন
- খ. বহুবচন
- গ. শূন্য
- ঘ. অবস্থা
উত্তরঃ বহুবচন
একবচন বিশেষ্যের আগে কোন শব্দটি ব্যবহার করে বহুবচন করা হয় ?
- ক. সমূহ
- খ. পুঞ্জ
- গ. অনেক
- ঘ. পাল
উত্তরঃ অনেক
কোনটি প্রাণিবাচক ও অপ্রাণিবাচক উভয় শব্দের বহুবচনে ব্যবহৃত হয় ?
- ক. সকল
- খ. বৃন্দ
- গ. রাজি
- ঘ. পাল
উত্তরঃ সকল
বচক নির্দেশক বর্ণ বা শব্দ শব্দের কোথায় বসে ?
- ক. শব্দের শুরুতে
- খ. শব্দের শেষে
- গ. শব্দের মাঝে
- ঘ. শব্দের পূর্বে
উত্তরঃ শব্দের শেষে
- ক. একই সঙ্গে দুবার বহুবচন হয়
- খ. একই সঙ্গে দুবার বহুবচনবাচক প্রত্যয় বা শব্দ ব্যবহৃত হয় না
- গ. একই সঙ্গে দুবার বহুবচনবাচক শব্দ ব্যবহৃত হয় না
- ঘ. একই সঙ্গে তিনবার বহুবচনবাচক প্রত্যয় ব্যবহৃত হয়
উত্তরঃ একই সঙ্গে দুবার বহুবচনবাচক প্রত্যয় বা শব্দ ব্যবহৃত হয় না
সমষ্টি বা বহুবচন প্রকাশে সহায়ক বিভক্তি বা শব্দগুলো বেশীর ভাগ কোন ভাষা থেকে আগত ?
- ক. হিন্দি
- খ. আর্য
- গ. সংস্কৃত
- ঘ. বাংলা
উত্তরঃ সংস্কৃত
যে শব্দের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু এবং প্রাণীর সংখ্যার ধারণা বুঝায়, তাকে কি বলে ?
- ক. পুরুষ
- খ. বচন
- গ. কারক
- ঘ. পদ
উত্তরঃ বচন
- ক. পুলিশ (চোর) ধরেছে
- খ. (মানুষ) মরণশীল
- গ. ডাক্তার ডাক
- ঘ. পাখি উড়েছে
উত্তরঃ (মানুষ) মরণশীল
বহুবচনবোধক প্রত্যয় ও সমষ্টিবোধক শব্দের অধিকাংশই কোন শব্দের অন্তর্গত ?
- ক. তৎসম বা সংস্কৃত
- খ. তদ্ভব
- গ. অর্ধতৎসম
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ তৎসম বা সংস্কৃত
নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত বহুবচন ?
- ক. মেয়েরা কানাকানি করছে
- খ. এটাই করিমদের বাড়ি
- গ. রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না
- ঘ. ওপরের সবগুলো
উত্তরঃ ওপরের সবগুলো
কোন কোন শব্দের দ্বিত্ব প্রয়োগে বহুবচন সাধিত হয় ?
- ক. বিশেষ্য ও সর্বনাম পদের
- খ. বিশেষ্য ও বিশেষণ পদের
- গ. অব্যয় ও ক্রিয়া পদের
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ বিশেষ্য ও বিশেষণ পদের
কেবল জন্তুর বহুবচনে কি ব্যবহৃত হয় ?
- ক. ষুথ, কুল
- খ. পাল, যুথ
- গ. সকল ও সমূহ
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ পাল, যুথ
অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত হয় -
- ক. কুল, সকল, সব, সমূহ
- খ. আবলী, গুচ্ছ, দাম, নিকর
- গ. পুঞ্জ, মনো, বাজি, রাশি
- ঘ. গণ, বৃন্দ,মন্ডলী
উত্তরঃ কুল, সকল, সব, সমূহ
প্রাণিবাচক ও অপ্রাণিবাচক উভয় শব্দে কি ব্যবহৃত হয় ?
- ক. গণ, বৃন্দ, মন্ডলী, বর্গ
- খ. নিচয়, রাশি, বৃন্দ, কুল
- গ. কুল, সকল, সব, সমূহ
- ঘ. সব, বর্গ, বৃন্দ, মন্ডলী
উত্তরঃ কুল, সকল, সব, সমূহ
কেবল উন্নত প্রাণিবাচক শব্দের বহুবচনে কি ব্যবহৃত হয় ?
- ক. গণ, বৃন্দ, রা, গুলো
- খ. নিচয়, বৃন্দ, রাশি, গণ
- গ. দাম, কুল, নিচয়
- ঘ. গণ, বৃন্দ,মন্ডলী, বর্গ
উত্তরঃ গণ, বৃন্দ,মন্ডলী, বর্গ
ইতর প্রাণী ও অপ্রাণিবাচক শব্দের বহুবচনে কি ব্যবহৃত হয় ?
- ক. এরা, রে, রা
- খ. গুলা, গুলো, রা
- গ. গুলা, গুলি, গুলো
- ঘ. সবগুলোই
উত্তরঃ গুলা, গুলি, গুলো
- ক. বুজর্গান
- খ. কুসুমদাম
- গ. অনেক ছাত্র
- ঘ. অনেক ছাত্র
উত্তরঃ বুজর্গান
বিদেশী শব্দের বহুবচনের উদাহরণ কোনটি ?
- ক. কমল -নিকর
- খ. গুচ্ছ -গ্রাম
- গ. কাগজ -কাগজজাত
- ঘ. টাকা -পয়সা
উত্তরঃ কাগজ -কাগজজাত
বিশেষ নিয়মে সাধিত বহুবচনের উদাহরণ কোনটি ?
- ক. লাল লাল ফুল
- খ. বড় বড় মাঠ
- গ. মেয়েরা কানাকানি করছে
- ঘ. হাঁড়ি হাঁড়ি সন্দেশ
উত্তরঃ মেয়েরা কানাকানি করছে
মালা প্রত্যয়টির প্রয়োগ কোন শব্দটিতে সঠিক হবে ?
- ক. তরঙ্গ
- খ. বিদ্যালয়
- গ. ছাত্রী
- ঘ. ছাত্র
উত্তরঃ তরঙ্গ
- ক. সাহেবান
- খ. সাহেবকুল
- গ. সাহেবমণ্ডলী
- ঘ. সাহেবসমূহ
উত্তরঃ সাহেবান
কোন বহুবচনবাচক প্রত্যয়টি কেবল উন্নত প্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয় ?
- ক. কুল
- খ. দাম
- গ. গুচ্ছ
- ঘ. বৃন্দ
উত্তরঃ বৃন্দ
ডালে ডালে কুসুমভার - এখানে 'ভার' কোন অর্থ প্রকাশ করেছে ?
- ক. গুরুত্ব
- খ. বিষাদ
- গ. সমূহ
- ঘ. বোঝা
উত্তরঃ সমূহ
কোনটিতে একবচনের ব্যবহার অশুদ্ধ ?
- ক. ছাত্রপুঞ্জ
- খ. তারকারাজি
- গ. তরঙ্গমালা
- ঘ. শব্দাবলী
উত্তরঃ ছাত্রপুঞ্জ
যে শব্দ দ্বারা কোনো প্রাণী, বস্তু বা ব্যক্তির একের অধিক সংখ্যার ধারণা হয়, তাকে কি বলে ?
- ক. সংখ্যা
- খ. বচন
- গ. একবচন
- ঘ. বহুবচন
উত্তরঃ বহুবচন
ইতর প্রাণী ও অপ্রাণিবাচক শব্দের শেষে কোন বহুবচনবোধক শব্দ যোগ হয় ?
- ক. রা, এরা
- খ. গুলা, গুলো
- গ. গণ, বৃন্দ
- ঘ. বৃন্দ, বর্গ
উত্তরঃ গুলা, গুলো
কুল, নিচয়, নিকর, সব, সমুহ কোন বহুবচনবোধক শব্দে যুক্ত হয় ?
- ক. প্রাণিবাচক শব্দে
- খ. অপ্রাণিবাচক শব্দে
- গ. উন্নত প্রাণিবাচক শব্দে
- ঘ. প্রাণী ও প্রাণিবাচক শব্দে
উত্তরঃ প্রাণী ও প্রাণিবাচক শব্দে
- ক. বিশেষ্য ও সর্বনাম
- খ. বিশেষ্য ও বিশেষণ
- গ. সর্বনাম ও অব্যয়
- ঘ. ক্রিয়া ও অব্যয়
উত্তরঃ বিশেষ্য ও সর্বনাম
বচন ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ?
- ক. ধ্বনিতত্ত্বে
- খ. রূপতত্ত্বে
- গ. বাক্যতত্ত্বে
- ঘ. অর্থতত্ত্বে
উত্তরঃ রূপতত্ত্বে
সংস্কৃত ব্যাকরণে বচন কয় প্রকার ?
- ক. দুই প্রকার
- খ. তিন প্রকার
- গ. চার প্রকার
- ঘ. পাঁচ প্রকার
উত্তরঃ তিন প্রকার
‘রাজাদের বাড়ি।’ -এখানে কোন নিয়মে বহুবচন হয়েছে?
- ক. একবচনের নিয়মে
- খ. বহুবচনের নিয়মে
- গ. প্রচলিত নিয়মে
- ঘ. বিশেষ নিয়মে
উত্তরঃ বিশেষ নিয়মে
- ক. বন্ধুরা
- খ. বন্ধুগণ
- গ. বন্ধুবর্গ
- ঘ. উপরের সবগুলো
উত্তরঃ উপরের সবগুলো
পদের দ্বিরুক্তির সাহায্যে বহুবচন হয়েছে কোনটিতে?
- ক. বন্ধুসব
- খ. ফুলে ফুলে
- গ. শত্রুদল
- ঘ. পাখি সব
উত্তরঃ ফুলে ফুলে
‘সিংহ বনে থাকে’। এখানে ‘সিংহ’ কোন বচনে ব্যবহৃত?
- ক. বহুবচনে
- খ. একবচনে
- গ. দ্বিবচনে
- ঘ. ত্রিবচনে
উত্তরঃ বহুবচনে
“ছেলেটা কোথায়”-টা যুক্ত শব্দ কি অর্থ প্রকাশক?
- ক. নিরর্থক ভাব
- খ. অনির্দিষ্টতা
- গ. নির্দিষ্টতা
- ঘ. বিশেষ অর্থে নির্দিষ্টতা
উত্তরঃ নির্দিষ্টতা
‘লাল লাল ফুল।’ -এখানে কোন কোন পদযোগে বহুবচন হয়েছে?
- ক. বিশেষণ ও বিশেষণ
- খ. বিশেষ্য ও বিশেষ্য
- গ. ক্রিয়া ও বিশেষ্য
- ঘ. অব্যয় ও ক্রিয়া
উত্তরঃ বিশেষণ ও বিশেষণ
- ক. প্রাতিপদিক শব্দ
- খ. পারিভাষিক শব্দ
- গ. অব্যয়সূচক শব্দ
- ঘ. কারসূচক শব্দ
উত্তরঃ পারিভাষিক শব্দ
‘গুলা, গুলো’ কোন শব্দের সাথেব্যবহৃত হয়ে বহুবচন অর্থ করে?
- ক. উন্নত প্রাণিবাচক শব্দের
- খ. অপ্রাণিবাচক শব্দের
- গ. ভাববাচক শব্দের
- ঘ. বস্তুবাচক শব্দের
উত্তরঃ অপ্রাণিবাচক শব্দের
কোথায় বিশেষ অর্থে নির্দিষ্টার্থে ‘খানি’ ব্যবহৃত হয়?
- ক. গদ্য রচনায়
- খ. কবিতায়
- গ. ছন্দবদ্ধ পদে
- ঘ. সমাসবদ্ধ পদে
উত্তরঃ কবিতায়
‘পর্বত’ শব্দটির সঠিক বহুবচন হল-
- ক. পর্বতগুচ্ছ
- খ. পর্বতমালা
- গ. পর্বতপুঞ্জ
- ঘ. পার্বত্য
উত্তরঃ পর্বতমালা
- ক. বিশেষ্য ও সর্বনাম
- খ. বিশেষ্য ও বিশেষণ
- গ. সর্বনাম ও অব্যয়
- ঘ. ক্রিয়া ও অব্যয়
উত্তরঃ বিশেষ্য ও সর্বনাম
- ক. কর্মকারকে
- খ. কর্তৃকারকে
- গ. সম্প্রদান কারকে
- ঘ. অপাদান কারকে
উত্তরঃ কর্তৃকারকে
‘ঢের খরচ’ -এখানে ‘ঢের’ কোন বচনে ব্যবহৃত হয়েছে?
- ক. একবচনে
- খ. বহুবচনে
- গ. উভয় বচনে
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ বহুবচনে
নিচের কোনটিতে বহুবচন শব্দের সঠিক প্রয়োগ হয়েছে?
- ক. জনগণ
- খ. ফুলনিকর
- গ. ছেলেনিচয়
- ঘ. গুরুরাজি
উত্তরঃ জনগণ
কোন কিছুর পর্যায় বা ক্রম বুঝালে তাকে কি বলে?
- ক. কারক
- খ. বাচ্য
- গ. বচন
- ঘ. পূরণবাচক শব্দ
উত্তরঃ পূরণবাচক শব্দ
- ক. কোন কিছুর অস্তিত্ব
- খ. কোন কিছুর সংখ্যা
- গ. কোন কিছুর ভাব
- ঘ. কোন কিছুর পরপূর্ণতা
উত্তরঃ কোন কিছুর সংখ্যা
‘শ্রেণী’ব্যবহার করলে কোন শব্দটি সঠিক বলে মনে হবে?
- ক. রাজশ্রেণী
- খ. তরুশ্রেণী
- গ. দিনশ্রেণী
- ঘ. কোনটি না
উত্তরঃ তরুশ্রেণী
যা দ্বারা ব্যক্তি, বস্তু ইত্যাদির সংখ্যা নির্দেশ করা হয় তাকে কি বলে?
- ক. কারক
- খ. সমাস
- গ. বচন
- ঘ. প্রত্যয়
উত্তরঃ বচন
রাজি, দাম, মালা, রাশি, গুচ্ছ ইত্যাদি ব্যবহৃত হয়-
- ক. উন্নত পাণিবাচক শব্দে
- খ. প্রাণী ও অপ্রাণিবাচক শব্দে
- গ. অপ্রাণিবাচক শব্দে
- ঘ. ইতর প্রাণিবাচক শব্দে
উত্তরঃ অপ্রাণিবাচক শব্দে
- ক. বনে বাঘ থাকে
- খ. শিক্ষক ছাত্র পড়াচ্ছেন
- গ. লোকে বলে
- ঘ. মানুষ মরণশীল
উত্তরঃ শিক্ষক ছাত্র পড়াচ্ছেন
‘একখানা বই কিনে দিও’। এখানে ‘খানা’ কি অথে ব্যবহৃত হযেছে?
- ক. অনির্দিষ্টতা অর্থে
- খ. নির্দিষ্টতা অর্থে
- গ. নিরর্থকভাবে
- ঘ. সার্থক অর্থে
উত্তরঃ অনির্দিষ্টতা অর্থে
‘নির্দেশক সর্বনাম’-এর সাথে টা, টি যুক্ত হলে তা কি হয়?
- ক. উৎকৃষ্ট
- খ. সুনির্দিষ্ট
- গ. নিকৃষ্ট
- ঘ. অস্পষ্ট
উত্তরঃ সুনির্দিষ্ট
‘সব মানুষেরাই মরণশীল’-এখানে কিভাবে বহুবচন হয়েছে?
- ক. ভুল প্রয়োগে
- খ. একবচনে
- গ. বহুবচনের নিয়মে
- ঘ. কোনটাই নয়
উত্তরঃ ভুল প্রয়োগে
“ডালে ডালে কুসুম ভার”- এখানে ‘ভার’ কোন অর্থ প্রকাশ করছে?
- ক. সমূহ
- খ. বোঝা
- গ. গুরুত্ব
- ঘ. বিষাদ
উত্তরঃ সমূহ