বচন

26. ‘পর্বত’ শব্দটির সঠিক বহুবচন হল-

  • ক. পর্বতগুচ্ছ
  • খ. পর্বতমালা
  • গ. পর্বতপুঞ্জ
  • ঘ. পার্বত্য

উত্তরঃ পর্বতমালা

বিস্তারিত

27. কোথায় বিশেষ অর্থে নির্দিষ্টার্থে ‘খানি’ ব্যবহৃত হয়?

  • ক. গদ্য রচনায়
  • খ. কবিতায়
  • গ. ছন্দবদ্ধ পদে
  • ঘ. সমাসবদ্ধ পদে

উত্তরঃ কবিতায়

বিস্তারিত

28. ‘গুলা, গুলো’ কোন শব্দের সাথেব্যবহৃত হয়ে বহুবচন অর্থ করে?

  • ক. উন্নত প্রাণিবাচক শব্দের
  • খ. অপ্রাণিবাচক শব্দের
  • গ. ভাববাচক শব্দের
  • ঘ. বস্তুবাচক শব্দের

উত্তরঃ অপ্রাণিবাচক শব্দের

বিস্তারিত

29. ‘বচন’ ব্যাকরণের কিরূপ শব্দ?

  • ক. প্রাতিপদিক শব্দ
  • খ. পারিভাষিক শব্দ
  • গ. অব্যয়সূচক শব্দ
  • ঘ. কারসূচক শব্দ

উত্তরঃ পারিভাষিক শব্দ

বিস্তারিত

30. একগাছি চুল-‘গাছি’ কি অর্থ প্রকাশক?

  • ক. সরু
  • খ. সংখ্যা
  • গ. পরিমাণ
  • ঘ. কোনটাই নয়

উত্তরঃ সংখ্যা

বিস্তারিত

31. ‘লাল লাল ফুল।’ -এখানে কোন কোন পদযোগে বহুবচন হয়েছে?

  • ক. বিশেষণ ও বিশেষণ
  • খ. বিশেষ্য ও বিশেষ্য
  • গ. ক্রিয়া ও বিশেষ্য
  • ঘ. অব্যয় ও ক্রিয়া

উত্তরঃ বিশেষণ ও বিশেষণ

বিস্তারিত

32. “ছেলেটা কোথায়”-টা যুক্ত শব্দ কি অর্থ প্রকাশক?

  • ক. নিরর্থক ভাব
  • খ. অনির্দিষ্টতা
  • গ. নির্দিষ্টতা
  • ঘ. বিশেষ অর্থে নির্দিষ্টতা

উত্তরঃ নির্দিষ্টতা

বিস্তারিত

33. ‘সিংহ বনে থাকে’। এখানে ‘সিংহ’ কোন বচনে ব্যবহৃত?

  • ক. বহুবচনে
  • খ. একবচনে
  • গ. দ্বিবচনে
  • ঘ. ত্রিবচনে

উত্তরঃ বহুবচনে

বিস্তারিত

34. পদের দ্বিরুক্তির সাহায্যে বহুবচন হয়েছে কোনটিতে?

  • ক. বন্ধুসব
  • খ. ফুলে ফুলে
  • গ. শত্রুদল
  • ঘ. পাখি সব

উত্তরঃ ফুলে ফুলে

বিস্তারিত

36. ‘বন্ধু’ শব্দের বহুবচন কোনটি?

  • ক. বন্ধুরা
  • খ. বন্ধুগণ
  • গ. বন্ধুবর্গ
  • ঘ. উপরের সবগুলো

উত্তরঃ উপরের সবগুলো

বিস্তারিত

37. ‘রাজাদের বাড়ি।’ -এখানে কোন নিয়মে বহুবচন হয়েছে?

  • ক. একবচনের নিয়মে
  • খ. বহুবচনের নিয়মে
  • গ. প্রচলিত নিয়মে
  • ঘ. বিশেষ নিয়মে

উত্তরঃ বিশেষ নিয়মে

বিস্তারিত

38. বহুবচন প্রকাশের জন্য কোনটি ব্যবহৃত হয়?

  • ক. রা
  • খ. টা
  • গ. টি
  • ঘ. খানি

উত্তরঃ রা

বিস্তারিত

39. 'বচন' কোন জাতীয় শব্দ?

  • ক. তৎসম
  • খ. অর্ধ-তৎসম
  • গ. পারিভাষিক
  • ঘ. খাঁটি বাংলা

উত্তরঃ পারিভাষিক

বিস্তারিত

40. বচন কয় প্রকার ?

  • ক. দু'প্রকার
  • খ. তিন প্রকার
  • গ. চার প্রকার
  • ঘ. পাঁচ প্রকার

উত্তরঃ দু'প্রকার

বিস্তারিত

41. সংস্কৃত ব্যাকরণে বচন কয় প্রকার ?

  • ক. দুই প্রকার
  • খ. তিন প্রকার
  • গ. চার প্রকার
  • ঘ. পাঁচ প্রকার

উত্তরঃ তিন প্রকার

বিস্তারিত

42. বাংলা ব্যাকরণে কোন বচন নেই ?

  • ক. একবচন
  • খ. দ্বিবচন
  • গ. বহুবচন
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ দ্বিবচন

বিস্তারিত

43. কোন বচনটি সংস্কৃত

  • ক. একবচন
  • খ. বহুবচ্চন
  • গ. দ্বিবচন
  • ঘ. কোনটি নয়

উত্তরঃ দ্বিবচন

বিস্তারিত

44. বচন ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ?

  • ক. ধ্বনিতত্ত্বে
  • খ. রূপতত্ত্বে
  • গ. বাক্যতত্ত্বে
  • ঘ. অর্থতত্ত্বে

উত্তরঃ রূপতত্ত্বে

বিস্তারিত

45. কোনটি একবচন বুঝাচ্ছে ?

  • ক. লাঠিগুলো
  • খ. লাঠিমারা
  • গ. লাঠিগাছ
  • ঘ. লাঠিগুচ্ছ

উত্তরঃ লাঠিগাছ

বিস্তারিত

46. কোন দুটি পদের বচনভেদে হয় ?

  • ক. বিশেষ্য ও সর্বনাম
  • খ. বিশেষ্য ও বিশেষণ
  • গ. সর্বনাম ও অব্যয়
  • ঘ. ক্রিয়া ও অব্যয়

উত্তরঃ বিশেষ্য ও সর্বনাম

বিস্তারিত

47. কুল, নিচয়, নিকর, সব, সমুহ কোন বহুবচনবোধক শব্দে যুক্ত হয় ?

  • ক. প্রাণিবাচক শব্দে
  • খ. অপ্রাণিবাচক শব্দে
  • গ. উন্নত প্রাণিবাচক শব্দে
  • ঘ. প্রাণী ও প্রাণিবাচক শব্দে

উত্তরঃ প্রাণী ও প্রাণিবাচক শব্দে

বিস্তারিত

48. ইতর প্রাণী ও অপ্রাণিবাচক শব্দের শেষে কোন বহুবচনবোধক শব্দ যোগ হয় ?

  • ক. রা, এরা
  • খ. গুলা, গুলো
  • গ. গণ, বৃন্দ
  • ঘ. বৃন্দ, বর্গ

উত্তরঃ গুলা, গুলো

বিস্তারিত

50. কোনটিতে একবচনের ব্যবহার অশুদ্ধ ?

  • ক. ছাত্রপুঞ্জ
  • খ. তারকারাজি
  • গ. তরঙ্গমালা
  • ঘ. শব্দাবলী

উত্তরঃ ছাত্রপুঞ্জ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects