দ্বিরুক্ত শব্দ
কৃষক হলেও তার আছে (রাশি রাশি) ধন - বাক্যে 'রাশি রাশি' কি অর্থে ব্যবহৃত হয়েছে ?
- ক. সামান্য
- খ. গভীরতা
- গ. আধিক্য
- ঘ. তীব্রতা
উত্তরঃ আধিক্য
নিচের কোন বাক্যেটির দ্বিরুক্ত শব্দ পারস্পরিকতা অর্থ বোঝাচ্ছে ?
- ক. তোমার নাই নাই ভাব আর গেল না
- খ. ঝাঁকে ঝাঁকে পাখি আকাশে উড়ছে
- গ. ভালয় বালয় বিয়েটা হয়ে গেল
- ঘ. দূরে দূরে এক ঝাঁক বক দেখা যাচ্ছে
উত্তরঃ ঝাঁকে ঝাঁকে পাখি আকাশে উড়ছে
নিচের কোনটি একই বিভক্তি প্রয়োগ দ্বিরুক্তি ?
- ক. ঘরে ঘরে
- খ. ঝির ঝির
- গ. বড় বড়
- ঘ. ছোট ছোট
উত্তরঃ ঘরে ঘরে
ছি! ছি! তুমি এ খারাপ কাজটি করতে পারলে ? এই বাক্যে ছি! ছি!' কি অর্থে প্রকাশ করছে ?
- ক. অনুভূতি
- খ. ভাবের গভীরতা
- গ. তীব্রতা
- ঘ. পৌনঃপুনিকতা
উত্তরঃ ভাবের গভীরতা
নিচের কোনটিতে শব্দের দ্বিরুক্তি হয়েছে ?
- ক. চল চল
- খ. খল খল
- গ. ফোঁটা -ফোঁটা
- ঘ. হেসে হেসে
উত্তরঃ ফোঁটা -ফোঁটা
দ্বিরুক্ত শব্দের অন্য নাম কি ?
- ক. যুক্ত শব্দ
- খ. শব্দ দ্বৈত
- গ. বিভক্তিযুক্ত শব্দ
- ঘ. সমাস
উত্তরঃ শব্দ দ্বৈত
- ক. দুটি শব্দের পাশাপাশি ব্যবহার
- খ. একই শব্দ দুবার ব্যবহার করে নতুন অর্থ প্রদান
- গ. দুটি শব্দ সহযোগে অর্থ দুর্বোধ্য করা
- ঘ. দুটি শব্দের প্রারম্ভিক ব্যবহার
উত্তরঃ দুটি শব্দ সহযোগে অর্থ দুর্বোধ্য করা
সে (হাড়ে হাড়ে) বদমায়েশ - এখানে হাড়ে হাড়ে দ্বিরুক্তিটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
- ক. তীব্রতা
- খ. আধিক্য
- গ. প্রগাঢ়তা
- ঘ. সামান্য
উত্তরঃ আধিক্য
ছেলেটি মা মা বলে কাঁদছে। এখানে মা মা দ্বিরুক্তিটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
- ক. তীব্রতা
- খ. গভীরতা
- গ. আধিক্য
- ঘ. আগ্রহ
উত্তরঃ আগ্রহ
বাংলা ভাষায় নিচের কোন শব্দের দ্বিরুক্তি হয় ?
- ক. যে কোনো শব্দের
- খ. বহুবচন শব্দের
- গ. একবচন শব্দের
- ঘ. সমষ্টিবাচক শব্দের
উত্তরঃ যে কোনো শব্দের
যে সকল শব্দ শব্দের আপন আকৃতিতেই দ্বিরুক্ত হয় তাকে কোন প্রকার দ্বিরুক্তি বলে ?
- ক. পদাত্নক দ্বিরুক্তি
- খ. ধ্বন্যাত্নক দ্বিরুক্তি
- গ. শব্দাত্নক দ্বিরুক্তি
- ঘ. ক্রিয়াত্নক দ্বিরুক্তি
উত্তরঃ শব্দাত্নক দ্বিরুক্তি
নিচের কোনটি ভিন্নার্থক শব্দযোগে কোনটি ?
- ক. তালা চাবি
- খ. শীত শীত
- গ. হেসে হেসে
- ঘ. মারা মারি
উত্তরঃ তালা চাবি
বিশেষণ পদ যোগে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি ?
- ক. জ্বর জ্বর লাগছে
- খ. চোরে চোরে ঝগড়া
- গ. লাল লাল গোলাপ
- ঘ. কাকে কাকে ডাকব
উত্তরঃ লাল লাল গোলাপ
নিচের কোনটি অনুকার অব্যয়ের দ্বিরুক্তির উদাহরণ ?
- ক. গরম গরম
- খ. মিটির মিটির
- গ. চোর চোর
- ঘ. ঢং ঢং
উত্তরঃ ঢং ঢং
বিভক্তিযুক্ত পদের দুবার ব্যবহারকে কি বলা হয় ?
- ক. ধনাত্নক দ্বিরুক্তি
- খ. পদাত্নক দ্বিরুক্তি
- গ. ঋণাত্নক দ্বিরুক্তি
- ঘ. বিশেষণের দ্বিরুক্তি
উত্তরঃ পদাত্নক দ্বিরুক্তি
নিচের কোন বাক্যের দ্বিরুক্তি পৌনঃপুনিকতা বোঝাচ্ছে ?
- ক. ভয়ে গা ছম ছম করছে
- খ. আমি জ্বর জ্বর বোধ করছি
- গ. ধীরে ধীরে যায়
- ঘ. ডেকে ডেকে হয়রান হয়েছে
উত্তরঃ ডেকে ডেকে হয়রান হয়েছে
ধ্বনির ব্যঞ্জনা বোঝাতে দ্বিরুক্তির উদাহরণ কোনটি ?
- ক. বৃষ্টি পড়ে টাপুর টুপুর
- খ. ও দাদা দাদা বলে কাঁদছে
- গ. বাতি জ্বলে মিটির মিটির
- ঘ. ভয়ে গা ছম ছম করছে
উত্তরঃ বৃষ্টি পড়ে টাপুর টুপুর
নিচের কোন বাক্যে বিশেষ্য পদের দ্বিরুক্ত হয়েছে ?
- ক. সে হেসে হেসে কথা বলে
- খ. তাকে চোর চোর মনে হয় ?
- গ. কাকে কাকে তুমি সন্দেহ কর
- ঘ. ঝিরঝির বাতাসে
উত্তরঃ তাকে চোর চোর মনে হয় ?
নিচের কোন বাক্যে অব্যয়ের দ্বিরুক্ত হয়েছে ?
- ক. ছি ছি তুমি কি করেছ ?
- খ. গরম গরম জিলাপী
- গ. ধীরে ধীরে যায়
- ঘ. উড়ু উড়ু ভাব
উত্তরঃ ছি ছি তুমি কি করেছ ?
(রাশি রাশি) ধন। বাক্যে ব্যবহৃত দ্বিরুক্তিটি কি অর্থে ব্যবহৃত হয়েছে ?
- ক. সামান্য অর্থে
- খ. আধিক্য অর্থে
- গ. তীব্রতা অর্থে
- ঘ. অনুরূপ অর্থে
উত্তরঃ আধিক্য অর্থে
ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কিভাবে ? এ বাক্যে (ঘুমিয়ে ঘুমিয়ে) কোন প্রকার মাপের শব্দের দ্বিরুক্ত ?
- ক. সর্বনাম
- খ. বিশেষণ
- গ. অব্যয়
- ঘ. ক্রিয়াবাচক
উত্তরঃ ক্রিয়াবাচক
তুমি 'রোজ রোজ' এখানে আস কেন ? বাক্যে রোজ রোজ কোন ধরণের দ্বিরুক্ত ?
- ক. অনুকার দ্বিরুক্ত
- খ. শব্দের দ্বিরুক্ত
- গ. পদের দ্বিরুক্ত
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ শব্দের দ্বিরুক্ত
'চিকচিক' করে বালি কোথা নাহি কাদা - বাক্যের ধ্বন্যাত্নক দ্বিরুক্তিটি কোন পদ নির্দেশক করছে ?
- ক. বিশেষ্য
- খ. বিশেষণ
- গ. ক্রিয়া
- ঘ. ক্রিয়া - বিশেষণ
উত্তরঃ ক্রিয়া - বিশেষণ
লোকটা হাড়ে হাড়ে শয়তান -বাক্যের দ্বিরুক্তি কোন অর্থ প্রকাশক ?
- ক. সতর্কতা
- খ. আধিক্য
- গ. বিস্তার
- ঘ. সংকীর্ণতা
উত্তরঃ আধিক্য
ছেলেটিকে চোখে চোখে রাখ - বাক্যের দ্বিরুক্তি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
- ক. ভাবের প্রগাঢ়তা
- খ. কালের বিস্তার
- গ. সতর্কতা
- ঘ. আধিক্য
উত্তরঃ সতর্কতা
ভয়ে গা ছম ছম করছে এ বাক্যের - দ্বিরুক্তি শব্দ কি বুঝাচ্ছে ?
- ক. ভাবের গম্ভীরতা
- খ. বিশেষণ বাচকতা
- গ. অনুভূতি বা ভাব
- ঘ. পৌনঃপুনিকতা
উত্তরঃ অনুভূতি বা ভাব
পদের দ্বিরুক্তিতে বিশেষণের ব্যবহার কোনটি ?
- ক. ফাকে ফাকে
- খ. হেসে হেসে
- গ. আসি আসি
- ঘ. ভালয় ভালয়
উত্তরঃ ভালয় ভালয়
ক্রিয়া বিশেষণ বুঝাতে দ্বিরুক্ত শব্দের ব্যবহার কোনটি ?
- ক. দেখতে দেখতে বৃষ্টি এল
- খ. ধীরে ধীরে যাও
- গ. কালো কালো মেঘ জমেছে
- ঘ. বেশ কবি কবি ভাব
উত্তরঃ ধীরে ধীরে যাও
টা টা কিসের অনুভুতিজাত ধ্বনি ?
- ক. বৃষ্টির তীব্রতা
- খ. ভূমিকম্পের তীব্রতা
- গ. রোদের তীব্রতা
- ঘ. বাতাসের তীব্রতা
উত্তরঃ রোদের তীব্রতা
- ক. শব্দ দ্বিরুক্তি
- খ. পদ দ্বিরুক্তি
- গ. ধ্বন্যাত্নক দ্বিরুক্তি
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ শব্দ দ্বিরুক্তি
- ক. পদাত্নক দ্বিরুক্তি
- খ. ধ্বন্যাত্নক দ্বিরুক্তি
- গ. মানুষের হাসার ধ্বনি
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ ধ্বন্যাত্নক দ্বিরুক্তি
একই শব্দের ঈষৎ পরিবর্তন করে দ্বিরুক্ত শব্দ গঠনের রীতিকে কি বলে ?
- ক. পদাত্নক দ্বিরুক্তি
- খ. যুগ্ম দ্বিরুক্তি
- গ. শব্দের দ্বিরুক্তি
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ যুগ্ম দ্বিরুক্তি
দ্বিরুক্ত শব্দ জোড়ার দ্বিতীয় শব্দটির কিরূপ পরিবর্তন হয় ?
- ক. সম্পূর্ণ
- খ. অর্ধেক
- গ. আংশিক
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ আংশিক
বিভক্তিযুক্ত শব্দ দুবার উক্ত হলে তাকে কি বলা হয় ?
- ক. শব্দ দ্বিরুক্তি
- খ. অনুকার দ্বিরুক্তি
- গ. পদের দ্বিরুক্তি
- ঘ. ধ্বন্যাত্নক দ্বিরুক্তি
উত্তরঃ পদের দ্বিরুক্তি
বিভক্তিহীন শব্দ দুবার উক্ত হলে তাকে কী বলা হয় ?
- ক. পদের দ্বিরুক্তি
- খ. শব্দের দ্বিরুক্তি
- গ. অনুকার দ্বিরুক্তি
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ শব্দের দ্বিরুক্তি
তীব্রতা বুঝাতে কোন বাক্যটিতে দ্বিরুক্ত শব্দের প্রয়োগ হয়েছে ?
- ক. এদিকে রোগী তো যায় যায় অবস্থা
- খ. বার বার কামান গর্জে উঠল
- গ. আমি জ্বর জ্বর বোধ করছি
- ঘ. সে গরম গরম জিলাপী খাচ্ছে
উত্তরঃ সে গরম গরম জিলাপী খাচ্ছে
'ছেলেটি দাদা দাদা বলে অস্থির হয়ে গেল। ' 'দাদা দাদা' কি অর্থ প্রকাশ করেছে ?
- ক. আধিক্য
- খ. ধারাবাহিকতা
- গ. উপহাস
- ঘ. পুনরাবৃত্তি
উত্তরঃ পুনরাবৃত্তি
'কবি কবি ভাব কিন্তু ছন্দের অভাব, - কবি কবি কি অর্থে ব্যবহৃত হয়েছে ?
- ক. ভাল অর্থে
- খ. পুনরাবৃত্তি অর্থে
- গ. পৌনঃপুনিকতা অর্থে
- ঘ. উপহাস অর্থে
উত্তরঃ উপহাস অর্থে
ডালভাত কোন অর্থের শব্দযোগে দ্বিরুক্তি হয়েছে ?
- ক. সমার্থক
- খ. মিলনার্থক
- গ. বিপরীতার্থক
- ঘ. ভিন্নার্থক
উত্তরঃ ভিন্নার্থক
সমার্থক শব্দযোগে দ্বিরুক্তি হয়েছে কোনটিতে ?
- ক. ভাল - মন্দ
- খ. তোড় - জোড়
- গ. ধন - দৌলত
- ঘ. আমীর - ফকির
উত্তরঃ ধন - দৌলত
জ্বর এর সাথে কোন শব্দের দ্বিরুক্তিতে সামান্য অর্থ প্রকাশ পায় ?
- ক. জারি
- খ. বিকার
- গ. জ্বর
- ঘ. ব্যাধি
উত্তরঃ জ্বর
রাশি শব্দের দ্বিরুক্তিতে কোন অর্থে প্রকাশ পায় ?
- ক. সামান্য
- খ. আধিক্য
- গ. শূন্য
- ঘ. আতিশষ্য
উত্তরঃ আধিক্য
দ্বিরুক্ত কথাটির আভিধানিক অর্থ কি ?
- ক. একবার উক্ত হয়েছে এরূপ শব্দ বা পদ
- খ. দুবার উক্ত হয়েছে এরূপ শব্দ বা পদ
- গ. তিনবার উক্ত হয়েছে এরূপ শব্দ বা পদ
- ঘ. চারবার উক্ত হয়েছে এরূপ শব্দ বা পদ
উত্তরঃ দুবার উক্ত হয়েছে এরূপ শব্দ বা পদ
দ্বিরুক্ত শব্দকে কয় ভাগে ভাগ করা যায় ?
- ক. দুই ভাগে
- খ. তিন ভাগে
- গ. চার ভাগে
- ঘ. পাঁচ ভাগে
উত্তরঃ তিন ভাগে
এক শব্দ দুবার ব্যবহৃত হয়ে অর্থের সম্প্রসারণ ও বিশেষ গুরুত্ব প্রকাশ করলে তাকে কি বলে ?
- ক. শব্দ
- খ. পদ
- গ. দ্বিরুক্ত শব্দ
- ঘ. বাক্য
উত্তরঃ দ্বিরুক্ত শব্দ
সমার্থক বা একার্থক সহচর শব্দযোগে কোন দ্বিরুক্ত শব্দ গঠিত হয়েছে?
- ক. চাল-চলন
- খ. তালা-চাবি
- গ. ভাত-টাত
- ঘ. জারি-জুরি
উত্তরঃ চাল-চলন
‘লোকটি হাড়ে হাড়ে বদমায়েশ।’ এখানে ‘হাড়ে হাড়ে’ দ্বিরুক্ত শব্দটি কি অর্থ প্রকাশ করছে?
- ক. আধিক্য
- খ. ভাবে রপ্রগাঢ়তা
- গ. কালের বিস্তার
- ঘ. সতর্কতা
উত্তরঃ আধিক্য
‘শিশুটি মা মা বলে কাঁদছে।’ -এখানে ‘মা মা’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
- ক. স্বল্পকাল স্থায়ী
- খ. আগ্রহ
- গ. আধিক্য
- ঘ. তীব্রতা
উত্তরঃ আগ্রহ
- ক. তিন রকমের
- খ. দু’রকমের
- গ. চার রকমের
- ঘ. পাঁচ রকমের
উত্তরঃ তিন রকমের
নিচের কোন দ্বিরুক্ত শব্দে একই শব্দের অবিকৃত প্রয়োগ পরিলক্ষিত হয়?
- ক. টপাটপ
- খ. টাপুর টুপুর
- গ. পটপট
- ঘ. বকবকানি
উত্তরঃ পটপট
‘ছেলেটির যায় যায় অবস্থা’- ‘যায় যায়’ এখানে কোন্ অর্থে ব্যবহৃত হয়েছে?
- ক. তাড়াতাড়ি
- খ. ব্যস্ততা
- গ. মৃতপ্রায় অবস্থা
- ঘ. কোনটিই না
উত্তরঃ মৃতপ্রায় অবস্থা
কোন শব্দে যুগ্মরীতিতে গঠিত দ্বিরুক্ত পদের ব্যবহার হয়েছে?
- ক. চোখে-চোখে
- খ. আকাশে-বাতাসে
- গ. থেকে-থেকে
- ঘ. হাড়ে-হাড়ে
উত্তরঃ আকাশে-বাতাসে
বাংলা ভাষার কোন শব্দের দ্বিরুক্তি হতে পারে?
- ক. বহুবচন শব্দের
- খ. একবচন শব্দের
- গ. যে কোন শব্দের
- ঘ. লিঙ্গবাচক শব্দের
উত্তরঃ যে কোন শব্দের
- ক. ধ্বন্যাত্মক শব্দ
- খ. মিশ্রশব্দ
- গ. জটিল শব্দ
- ঘ. যুগ্মশব্দ
উত্তরঃ ধ্বন্যাত্মক শব্দ
‘সারা বাড়িটা খাঁ খাঁ করছে- এখানে ‘খাঁ খাঁ হল-
- ক. ধ্বন্যাত্মক শব্দ
- খ. মিশ্র শব্দ
- গ. দ্বিরুক্ত শব্দ
- ঘ. শব্দদৈত
উত্তরঃ দ্বিরুক্ত শব্দ
‘হাতে হাতে ফল পাওয়া’ বাক্যাংশে ‘হাতে হাতে’ হল-
- ক. দ্বিরুক্ত শব্দদ্বৈত
- খ. শব্দদ্বৈত
- গ. অনুকার শব্দদ্বৈত
- ঘ. ধ্বন্যাত্বক শব্দদ্বৈত
উত্তরঃ দ্বিরুক্ত শব্দদ্বৈত
নিচের কোনটি যুগ্ম দ্বিরুক্তি শব্দের উদাহরণ?
- ক. মিটমিট
- খ. ঘরে ঘরে
- গ. হাতাহাতি
- ঘ. সরাসরি
উত্তরঃ হাতাহাতি
নিচের কোনটি অব্যয়ের দ্বিরুক্তি?
- ক. নরম নরম হাত
- খ. বৃষ্টি পড়ে টাপুর টুপুর
- গ. দেখতে দেখতে আকাশ কালো হয়ে এল
- ঘ. তার সঙ্গী সাথী কেউ নেই
উত্তরঃ বৃষ্টি পড়ে টাপুর টুপুর
ছেলেটিকে চোখে চোখে রেখো। এই পদাত্মক বাক্য দ্বিরুক্তি ‘চোখে চোখে’ কি অর্থ প্রকাশ করছে?
- ক. ভাবের প্রগাঢ়তা
- খ. আধিক্য
- গ. সামান্যতা
- ঘ. সতর্কতা
উত্তরঃ সতর্কতা
তার আছে রাশি রাশি ধন। -এখানে ‘রাশি রাশি’ কি অর্থে ব্যবহৃত হয়েছে?
- ক. সামান্য
- খ. আধিক্য
- গ. পরিমাণমত
- ঘ. প্রয়োজনের কম
উত্তরঃ আধিক্য
‘মেয়েটার যেন কালো-কালো চেহারা।’ এখানে ‘কালো-কালো’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে।
- ক. সামান্যতা
- খ. আধিক্য
- গ. তীব্র
- ঘ. ধ্বনির ব্যঞ্জনা
উত্তরঃ সামান্যতা
‘ভয়ে তার গা ছম ছম করছে।’ এখানে ‘ছম ছম’ এখানে ‘ছম ছম’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
- ক. ভাবের গভীরতা
- খ. অনুভূতি
- গ. তীব্রতা
- ঘ. সল্পকাল স্থায়ী
উত্তরঃ ভাবের গভীরতা
অনুকার অব্যয়যোগে গঠিত দ্বিরুক্তি কোনটি?
- ক. ধামা-ধামা ধান আছে
- খ. আমি জ্বর-জ্বর বোধ করছি
- গ. ঢং ঢং করে ঘণ্টা বেজে ওঠলো
- ঘ. এত তোড়-জোড় করে কাজ করাটা ঠিক হবে না
উত্তরঃ ঢং ঢং করে ঘণ্টা বেজে ওঠলো
- ক. সামান্য অর্থে
- খ. গভীরতা অর্থে
- গ. অনুকার অব্যয় অর্থে
- ঘ. পদভিত্তিক অর্থে
উত্তরঃ সামান্য অর্থে
নিচের কোন বাক্যটির দ্বিরুক্ত শব্দ পারস্পরিকতা অর্থ বুঝাচ্ছে?
- ক. ঝাঁকে-ঝাঁকে পাখি উড়ে গেল
- খ. ভালয়-ভালয় বিয়েটা হয়ে গেলে বাঁচি
- গ. তোমার খাই-খাই ভাব আর গের না
- ঘ. দূরে-দূরে এক ঝাঁক বক খাবার খাচ্ছে
উত্তরঃ ঝাঁকে-ঝাঁকে পাখি উড়ে গেল
নিচের কোন শব্দগুচ্ছ বিশেষ্য দ্বিরুক্তির উদাহরণ?
- ক. বাড়ি-বাড়ি, গাড়ি-বাড়ি, বস্তা-বস্তা
- খ. ঘন-ঘন, বড়-বড়, গরম-গরম
- গ. যে-যে, সে-সে, কেহ-কেহ, যাহা-তাহা
- ঘ. দেখতে-দেখতে, যায়-যায়, হায়-হায়
উত্তরঃ বাড়ি-বাড়ি, গাড়ি-বাড়ি, বস্তা-বস্তা
নিচের কোন শব্দগুলো ধ্বন্যাত্মক দ্বিরুক্তির উদাহরণ?
- ক. বিন্দু-বিন্দু, ফোঁটা-ফোঁটা, বছর-বছর
- খ. ঠং-ঠং, ঝন্-ঝন্, ছল্-ছল্, কল-কল
- গ. ভাত-টাত, রস-কষ, হিজি-বিজি, লেন-দেন
- ঘ. কাঁচু-মাচু, আই-টাই, নট-খট, উস্-খুস্
উত্তরঃ ঠং-ঠং, ঝন্-ঝন্, ছল্-ছল্, কল-কল
‘ঝির ঝির’ করে বাতাস বইছে? এখানে ‘ঝির ঝির’ কি অর্থে ব্যবহৃত হয়েছে?
- ক. বিশেষণ অর্থে
- খ. ধ্বনির ব্যঞ্জনা অর্থে
- গ. ভাবের গভীরতা অর্থে
- ঘ. আগ্রহ অর্থে
উত্তরঃ ধ্বনির ব্যঞ্জনা অর্থে
‘কুহু কুহু’ কোন দ্বিরুক্তির উদাহরণ?
- ক. শব্দাত্মক দ্বিরুক্তির উদাহরণ?
- খ. পদাত্মক দ্বিরুক্তি
- গ. ধ্বন্যাত্মক দ্বিরুক্তি
- ঘ. অব্যয়ের দ্বিরুক্তি
উত্তরঃ ধ্বন্যাত্মক দ্বিরুক্তি
বিশেষণ বোঝাতে কোন বাক্যে দ্বিরুক্ত শব্দের প্রয়োগ হয়েছে?
- ক. ‘ঝির ঝির’ করে বাতাস বইছে
- খ. পিলসুজে বাতি জ্বলে ‘মিটির মিটির’
- গ. 'ফোঁড়াটা ‘টন টন’ করছে
- ঘ. ‘ছি ছি’ তুমি কি করেছ
উত্তরঃ পিলসুজে বাতি জ্বলে ‘মিটির মিটির’
বহুবচন বা আধ্যিক বোঝাতে কোন বাক্যে দ্বিরুক্ত শব্দের প্রয়োগ হয়েছে?
- ক. ‘এদিকে রোগীর তো জান যায় যায় অবস্থা'
- খ. ‘সে সে লোক গেল কোথায়’
- গ. ‘দেখে দেখে যেও’
- ঘ. ‘ডেকে ডেকে হয়রান হলাম’
উত্তরঃ ‘সে সে লোক গেল কোথায়’
‘থেকে থেকে শিশুটি কাঁদছে।’ এখানে ‘থেকে থেকে’ কো্ন অর্থ প্রকাশ করেছে?
- ক. কালের বিস্তার
- খ. ভাবের প্রগাঢ়তা
- গ. শালীনতা
- ঘ. সাধারণ বর্ণনা
উত্তরঃ কালের বিস্তার
দ্বিতীয় পদের আংশিক ধ্বনিগত পরিবতৃণ গটে দ্বিরুক্তি শব্দ হয়েছে কোনটি?
- ক. ধনী গরীবের ব্যবধান চিরদিনই থাকবে
- খ. আমার সন্তান যেন থাকে দুধে ভাতে
- গ. মনে মনে আমিও এ কথাই ভেবেছি
- ঘ. চোরে চোরে মাসতুতো ভাই
উত্তরঃ আমার সন্তান যেন থাকে দুধে ভাতে
সমার্থক শব্দযোগে দ্বিরুক্তি কোনটি?
- ক. ধনী-গরিব
- খ. টাকা-পয়সা
- গ. লেন-দেন
- ঘ. দেনা-পাওনা
উত্তরঃ টাকা-পয়সা
‘ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কিভাবে’? এখানে ‘ঘুমিয়ে ঘুমিয়ে’ কি অর্থে ব্যবহৃত হয়েছে?
- ক. ক্রিয়া-বিশেষণ
- খ. সামান্য
- গ. আধিক্য
- ঘ. তীব্রতা
উত্তরঃ ক্রিয়া-বিশেষণ
একই শব্দ অবিকৃত রেখে দ্বিরুক্তি হয়েছে কোনটিতে?
- ক. ভাল-ভাল ফল
- খ. ফিট-ফাট বাবু
- গ. বলা-কওয়া নেই
- ঘ. খোঁজ-খবর নেই
উত্তরঃ ভাল-ভাল ফল
‘ছি!ছি! তুমি এত খারাপ?’ এখানে “ছি! ছি!” কি অর্থ প্রকাশ করেছে?
- ক. পৌনঃপুনিকতা
- খ. ভাবের গভীরতা
- গ. অনুভূতি ভাব
- ঘ. তীব্রতা
উত্তরঃ ভাবের গভীরতা
‘চিকমিক করে বালি কোথা নাই কাদা’। দ্বিরুক্ত শব্দটি কোন্ পদরূপে ব্যবহৃত হয়েছে?
- ক. ক্রিয়াবিশেষণ
- খ. বিশেষ্য
- গ. ক্রিয়া
- ঘ. বিশেষণ
উত্তরঃ ক্রিয়াবিশেষণ
‘কাটিতে কাটিতে ধান এল বরষা’-এই বাক্যে ‘কাটিতে কাটিতে’ দ্বিরুক্তি কি অর্থ প্রকাশক?
- ক. ব্যঙ্গ
- খ. পৌনঃপুনিকতা
- গ. ধারাবাহিকতা
- ঘ. প্রাচুর্য
উত্তরঃ পৌনঃপুনিকতা
যুগ্মরীতিতে কিভাবে দ্বিরুক্তি শব্দ গঠন করা যায়?
- ক. একই পদের অবিকৃত অবস্থায় দুবার ব্যবহার করে
- খ. একই শব্দের ঈষৎ পরিবর্তন করে দুবার ব্যবহার করে
- গ. বিশিষ্টার্থক বাগদারার সাহায্যে
- ঘ. কোনটি না
উত্তরঃ একই শব্দের ঈষৎ পরিবর্তন করে দুবার ব্যবহার করে
কোনটিতে শব্দের দ্বিরুক্তি ঘটেছে?
- ক. ফোঁটা-ফোঁটা পানি
- খ. মনে মনে ভাবছি
- গ. হেসে-হেসে এল
- ঘ. হেসে-হেসে বলল
উত্তরঃ ফোঁটা-ফোঁটা পানি
শব্দের আদি স্বরের পরিবর্তন করে যুগ্মরীতিতে দ্বিরুক্ত শব্দ কোনটি?
- ক. চুপচাপ
- খ. মারামারি
- গ. ছটফট
- ঘ. সরাসরি
উত্তরঃ চুপচাপ
- ক. দুটি শব্দের প্রারম্ভিকতার বাব
- খ. দুটি শব্দের পাশাপাশি ব্যবহার
- গ. একই শব্দদুবার ব্যবহার করে নতুন অর্থ প্রদান করা
- ঘ. দুটি শব্দ সহযোগে অর্থ দুর্বোধ্য করা
উত্তরঃ দুটি শব্দ সহযোগে অর্থ দুর্বোধ্য করা
‘রিরি করা’ দ্বারা কি প্রকাশ পায়?
- ক. তীব্র ক্রোধ
- খ. তীব্র ব্যাথা
- গ. কড়া কথা
- ঘ. কড়া মেজাজ
উত্তরঃ তীব্র ক্রোধ
সমার্থক যুগ্ম শব্দটি চিহ্নিত করুন।
- ক. হাসি-খুশি
- খ. আকাশ-পাতাল
- গ. কালি-কলম
- ঘ. দিন-দিন
উত্তরঃ হাসি-খুশি
বিশেষণ পদযোগে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি?
- ক. লাল লাল ফুল
- খ. জ্বর জ্বর লাগছে
- গ. গ্রামে গ্রামে যাব
- ঘ. ভাইয়ে ভাইয়ে যুদ্ধ
উত্তরঃ লাল লাল ফুল
‘ডেকে ডেকে হয়রান হয়েছি’--- এখানে ‘ডেকে ‘ডেকে’ দ্বিরুক্তিটি কোন অর্থে?
- ক. স্বল্পকাল স্থায়ী
- খ. দীর্ঘকাল স্থায়ী
- গ. অস্থিরতা
- ঘ. পৌনঃপুনিকতা
উত্তরঃ পৌনঃপুনিকতা