বিপরীতার্থক শব্দ

251. 'আরোহণ' -এর বিপরীত শব্দ কোনটি?

  • ক. অবরোহণ
  • খ. সংশ্লেষণ
  • গ. বহির্গমন
  • ঘ. বিসর্জন

উত্তরঃ অবরোহণ

বিস্তারিত

252. ‘ধৃষ্ট’ এর বিপরীত শব্দ কোনটি?

  • ক. মুক্ত
  • খ. নিরীহ
  • গ. দুষ্ট
  • ঘ. বিনয়ী

উত্তরঃ বিনয়ী

বিস্তারিত

253. ছায়া শব্দের বিপরীত শব্দ কোনটি?

  • ক. রোদ্র
  • খ. শীতল
  • গ. কায়া
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ রোদ্র

বিস্তারিত

254. 'উদ্ধত'এর বিপরীত শব্দ কী?

  • ক. অবনত
  • খ. বিনীত
  • গ. আনত
  • ঘ. নত

উত্তরঃ বিনীত

বিস্তারিত

255. দারিদ্র্যের বিপরীত শব্দ কী?

  • ক. ধনী
  • খ. নিঃস্ব
  • গ. বিত্তশালী
  • ঘ. কোনটিই না

উত্তরঃ বিত্তশালী

বিস্তারিত

256. ‘নন্দিত’ শব্দটি বিপরীতার্থক শব্দ কি?

  • ক. বিষণ্ন
  • খ. বিষাদ
  • গ. প্রচ্ছন্ন
  • ঘ. এর কোনটিই নয়

উত্তরঃ এর কোনটিই নয়

বিস্তারিত

257. ‘অন্তরঙ্গ’-এর বিপরীত শব্দ কী?

  • ক. শত্রূতা
  • খ. সম্পর্কহীন
  • গ. বহিরাঙ্গ
  • ঘ. বৈরীভাব

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

258. ‘গৃহী’ শব্দের বিপরীতার্থক শব্দ-

  • ক. সংসারী
  • খ. সঞ্চায়ী
  • গ. সংস্থিতি
  • ঘ. সন্ন্যাসী

উত্তরঃ সন্ন্যাসী

বিস্তারিত

259. ‘অনাবিল’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?

  • ক. নাবিল
  • খ. আবিল
  • গ. সালসবিল
  • ঘ. আনবিল

উত্তরঃ আবিল

বিস্তারিত

260. ‘আবাহন’ শব্দের বিপরীত কোনটি?

  • ক. আবাহন
  • খ. মিলন
  • গ. বিসর্জন
  • ঘ. স্নান

উত্তরঃ বিসর্জন

বিস্তারিত

261. 'আকুঞ্চন' শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি?

  • ক. কুঞ্চন
  • খ. প্রসারণ
  • গ. বিকুঞ্চন
  • ঘ. প্রসার

উত্তরঃ প্রসারণ

বিস্তারিত

262. ‘খিড়কি' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

  • ক. সরুপথ
  • খ. চিলেকোঠা
  • গ. গুপ্তপথ
  • ঘ. সিংহদার

উত্তরঃ সিংহদার

বিস্তারিত

263. ‘উৎকর্ষ’ শব্দের বিপরীত শব্দ কোনটি ?

  • ক. উৎকৃষ্ট
  • খ. অপকৃষ্ট
  • গ. নিকৃষ্ট
  • ঘ. অপকর্ষ

উত্তরঃ অপকর্ষ

বিস্তারিত

264. ইতর- এর বিপরীত শব্দ কোনটি ?

  • ক. অভদ্র
  • খ. মিথ্যা
  • গ. উত্তম
  • ঘ. ভদ্র

উত্তরঃ ভদ্র

বিস্তারিত

265. অর্বাচিন শব্দের বিপরীত শব্দ কোনটি ?

  • ক. প্রাচীন
  • খ. নবীন
  • গ. নির্বাচিত
  • ঘ. অনির্বাচিত

উত্তরঃ প্রাচীন

বিস্তারিত

266. ‘বিধি’ শব্দের বিপরীত শব্দ কোনটি ?

  • ক. বিরোধ
  • খ. অবিধি
  • গ. নিষেধ
  • ঘ. নিষিদ্ধ

উত্তরঃ নিষেধ

বিস্তারিত

267. ‘অনুলোপ’ এর বিপরীত শব্দ?

  • ক. অভিলোপ
  • খ. সুলোপ
  • গ. প্রতিলোপ
  • ঘ. বিলোপ

উত্তরঃ প্রতিলোপ

বিস্তারিত

268. 'জনবিরল' শব্দের বিপরীত শব্দ হলো-

  • ক. জনাকীর্ণ
  • খ. জনহীন
  • গ. নির্জন
  • ঘ. জনশূন্য

উত্তরঃ জনাকীর্ণ

বিস্তারিত

269. 'সন্ধি' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

  • ক. বিয়োগ
  • খ. বিগ্ৰহ
  • গ. নিগ্রহ
  • ঘ. বর্জন

উত্তরঃ বিগ্ৰহ

বিস্তারিত

270. সঠিক শব্দের বিপরীত শব্দ কোনটি?

  • ক. সরল
  • খ. বেঠিক
  • গ. সহজ
  • ঘ. সত্য

উত্তরঃ বেঠিক

বিস্তারিত

271. প্রাচী-শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

  • ক. প্রচীতী
  • খ. প্রতীচী
  • গ. প্রতিচী
  • ঘ. প্রীতিচী

উত্তরঃ প্রতীচী

বিস্তারিত

272. ’বিরত’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

  • ক. অবিরত
  • খ. সরত
  • গ. নিবৃত
  • ঘ. নিরত

উত্তরঃ নিরত

বিস্তারিত

273. ’গৃহী’ শব্দের বিপরীতার্থক শব্দ কি?

  • ক. সঞ্চয়
  • খ. সন্ন্যাসী
  • গ. সংসারী
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ সন্ন্যাসী

বিস্তারিত

274. 'অনুগ্রহ'এর বিপরীতার্থক শব্দ -----

  • ক. নিগ্রহ
  • খ. দয়া
  • গ. বাহির
  • ঘ. স্বাধীন

উত্তরঃ নিগ্রহ

বিস্তারিত

275. 'অর্বাচীন'এর বিপরীতার্থক শব্দ -----

  • ক. তরুণ
  • খ. অচেনা
  • গ. নবীন
  • ঘ. প্রাচীন

উত্তরঃ প্রাচীন

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects