বাক্য সংক্ষেপণ
'যা সাধারণের মধ্যে দেখা যায় না'- এর এককথায় প্রকাশ কোনটি?
- ক. অন্যন্য সাধারণ
- খ. সাধারণ
- গ. অসাধারণ
- ঘ. অনন্য রকম
উত্তরঃ অসাধারণ
'শত্রুকে পীড়া দেয় যে' এর সঠিক বাক্য সংকোচন হলো--
- ক. জিঘাংসা
- খ. অরিন্দ্র
- গ. শত্রুহ্ণ
- ঘ. শত্রুঘ্ন
উত্তরঃ অরিন্দ্র
এক কথায় প্রকাশ করুনঃ 'যার স্ত্রী মারা গিয়াছে'
- ক. বিপদাত্মক
- খ. সপত্নীক
- গ. বিপত্নীক
- ঘ. বিধবা
উত্তরঃ বিপত্নীক
- ক. সবজান্তা
- খ. বহুদর্শী
- গ. সর্বজ্ঞ
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ বহুদর্শী
'শত্রুকে দমন করে যে' এককথায় প্রকাশ কী হবে?
- ক. কৃতঘ্ন
- খ. শত্রুহন্তা
- গ. অরিন্দম
- ঘ. শত্রুঘ্ন
উত্তরঃ অরিন্দম
'শোনা যায় এমন'- এক কথাহ প্রকাশ করুন--
- ক. শ্রুতিধর
- খ. শ্রুতিযোগ্য
- গ. শ্রুতিমধুর
- ঘ. শ্রুতিগ্রাহ্য
উত্তরঃ শ্রুতিগ্রাহ্য
'যাহা কষ্টে অর্জন করা যায়' তাকে এক কথায় বলে--
- ক. পরিশ্রমলদ্ধ
- খ. কষ্টার্জিত
- গ. অদম্য
- ঘ. দুর্জয়
উত্তরঃ কষ্টার্জিত
- ক. অনন্য সাধারণ
- খ. অন্য সাধারণ
- গ. আলোকসামান্য
- ঘ. অলোকসামান্য
উত্তরঃ অলোকসামান্য
ইতিহাস জানেন যিনি- এর সংক্ষেপণ কি?
- ক. ইতিহাসবেত্তা
- খ. ঐতিহাসিক
- গ. ইতিহাসখ্যাত
- ঘ. ইতিহাসমনা
উত্তরঃ ইতিহাসবেত্তা
- ক. অনতিক্রম
- খ. শক্তিসাধ্য
- গ. শক্তিক্রমন্য
- ঘ. যথাশক্তি
উত্তরঃ যথাশক্তি
যিনি বিদ্যা লাভ করিয়াছেন- এর সংক্ষিপ্ত রূপ কি?
- ক. বিদ্বান
- খ. বিদ্যাপতি
- গ. লদ্ধজ্ঞান
- ঘ. কৃতবিদ্য
উত্তরঃ কৃতবিদ্য
- ক. কষ্টাচার্য
- খ. দূলঘ্ন
- গ. অনুচ্চার্য
- ঘ. অপঠিত
উত্তরঃ অনুচ্চার্য
- ক. প্রতিচিকীর্ষু
- খ. প্রতিচিকীর্ষা
- গ. অপচিকীর্ষা
- ঘ. প্রতিহিংসা
উত্তরঃ প্রতিচিকীর্ষা
এ পর্যন্ত যাহার শত্রু জন্মে নাই--
- ক. অজাতোশত্রু
- খ. অজাতশ্মত্রু
- গ. অজাতশত্রু
- ঘ. অলোকসামান্য
উত্তরঃ অজাতশত্রু
আপনাকে কৃতার্থ মনে করেন যিনি--
- ক. কৃতার্থন্মন্য
- খ. কৃতঘ্ন
- গ. কৃতার্থ
- ঘ. কৃতঘ্নতা
উত্তরঃ কৃতার্থন্মন্য
'অব্যক্ত মধুর ধ্বনি' -এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ--
- ক. অরিন্দম
- খ. শিঞ্চন
- গ. কলতান
- ঘ. রিদম
উত্তরঃ কলতান
- ক. অনুসন্ধিৎসু
- খ. অনুচিকির্ষা
- গ. অনুসন্ধিৎসা
- ঘ. জিঘীষা
উত্তরঃ অনুসন্ধিৎসা
'অকালে যে বোধন' -এর সঠিক বাক্য সংকোচন কোনটি?
- ক. অকালোধন
- খ. অকাল পক্ব
- গ. অকাল বোধন
- ঘ. অকাল রোধন
উত্তরঃ অকাল বোধন
বাক্য সংকোচন ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়?
- ক. ধ্বনিতত্ত্বে
- খ. রূপতত্ত্বে
- গ. বাক্যতত্ত্বে
- ঘ. অর্থতত্ত্বে
উত্তরঃ বাক্যতত্ত্বে
‘ফিটফাট গোছের তরুণ যুবক’-এ বাক্যটির বাক্য সংকোচন কি?
- ক. স্মার্ট
- খ. ফটিকচাঁদ
- গ. বালসুলভ
- ঘ. ধন্যম্মন্য
উত্তরঃ ফটিকচাঁদ
“যা পূর্বে শ্রুত (শোনা) হয়নি।”- এর এক শব্দ কোনটি?
- ক. অশ্রুতপূর্ব
- খ. শ্রুতপূর্ব
- গ. অভূতপূর্র্ব
- ঘ. ভূতপূর্ব
উত্তরঃ অশ্রুতপূর্ব
“যে পুরুষ দ্বিতীয় বিবাহ করেছে”-তাকে এক শব্দে কি বলে?
- ক. দ্বিজ
- খ. দ্বিবর
- গ. দ্বোবর
- ঘ. দোজবর
উত্তরঃ দোজবর
“সকলের দ্বারা অনুষ্ঠিত।”-এক কথায় কোনটি?
- ক. সর্বজনীন
- খ. সার্বজনীন
- গ. সর্বহিত
- ঘ. সর্বমহিতম
উত্তরঃ সর্বজনীন
“যে বাস্তু থেকে উৎখাত হয়েছে”-এর এক কথায় প্রকাশ কোনটি?
- ক. উদ্বাস্তু
- খ. সর্বহারা
- গ. বাস্তুহারা
- ঘ. বস্তুহারা
উত্তরঃ উদ্বাস্তু
যার পরলোকে বিশ্বাস আছে- তাকে সংক্ষেপে কি বলে?
- ক. আস্তিক
- খ. নাস্তিক
- গ. বস্তিক
- ঘ. অস্তিকা
উত্তরঃ আস্তিক
যিনি শোনামাত্র স্মরণ করতে পারেন।-তাকো এক কথায় কি বলে?
- ক. জাতিস্মর
- খ. স্মার্ত
- গ. শ্রুতিধর
- ঘ. স্মরণ
উত্তরঃ শ্রুতিধর
“যে জীবিত থেকেও মৃত”-বাক্য সংকোচন কোনটি?
- ক. জীবমৃত
- খ. জীবন্মৃত
- গ. জীবনন্যাস
- ঘ. জীবন মুক্ত
উত্তরঃ জীবন্মৃত
- ক. পণ্ডিতষ্মন্য
- খ. পণ্ডিতন্মন্য
- গ. কর্মঠ
- ঘ. কর্মকুশল
উত্তরঃ পণ্ডিতন্মন্য
- ক. ইতিহাস লেখক
- খ. ঐতিহাসিক
- গ. ইতিহাসবেত্তা
- ঘ. ঐতিহাসিকতা
উত্তরঃ ঐতিহাসিক
‘সতীর্থ’ এর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
- ক. একই উদরে জন্ম
- খ. একই গুরুর শিষ্য
- গ. একই পরিবারের সদস্য
- ঘ. একই শহরের অধিবাসী
উত্তরঃ একই গুরুর শিষ্য
অক্ষির সম্মুখে বর্তমান-এর সংক্ষেপণ হল-
- ক. সম্মুখে
- খ. প্রত্যক্ষ
- গ. পরোক্ষ
- ঘ. চাক্ষুষ
উত্তরঃ প্রত্যক্ষ
‘বংশ পরিচয় বা স্বভাব চরিত জানা নাই’-
- ক. অজ্ঞাতকুলশীল
- খ. অজ্ঞাতনামা
- গ. আগন্তুক
- ঘ. অতিথি
উত্তরঃ অজ্ঞাতকুলশীল
- ক. বর্ণহীন
- খ. বিবর্ণ
- গ. বর্ণচোরা
- ঘ. অপ্রকৃতবর্ণা
উত্তরঃ বর্ণচোরা
যে ব্যক্তি একঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায়-
- ক. মধুকরী
- খ. অর্বাচীন
- গ. অবিমৃষ্যকারী
- ঘ. মাধুকর
উত্তরঃ মাধুকর
যে ব্যক্তি পূর্বজন্মের কথা স্মরণ করতে পারে-
- ক. লব্দপ্রতিষ্ঠ
- খ. জাতিস্মর
- গ. ভজঙ্গম
- ঘ. প্রত্যুৎপন্নমতি
উত্তরঃ জাতিস্মর
যে নারী পূর্বে অপরের ‘বাগদত্তা’ ছিল-
- ক. অন্যপূর্বা
- খ. প্রোষিতভর্তৃকা
- গ. অভিসারিণী
- ঘ. মনসিজ
উত্তরঃ অন্যপূর্বা
যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ-এর বাক্য সংকোচন কোনটি?
- ক. শ্বাপদসঙ্কুল
- খ. জান্তব
- গ. জন্তুসর্বস্ব
- ঘ. হিংসজন্তু
উত্তরঃ শ্বাপদসঙ্কুল
ইন্দ্রিয়কে জয় করিয়াছে যে-এর সংক্ষেপণ কি হবে?
- ক. জিতেন্দ্রিয়
- খ. ইন্দ্রজিৎ
- গ. ইন্দ্রিয় রাজ
- ঘ. নাস্তিক
উত্তরঃ জিতেন্দ্রিয়
- ক. যে উপকারীর অপকার করে
- খ. যে উপকারীর উপকার করে না
- গ. যে উপকারীর উপকার স্বীকার করে না
- ঘ. যে উপকারীর অপকার করে না
উত্তরঃ যে উপকারীর অপকার করে
অকালে যাকে জাগরণ করা হয় তাকে এক কথায় কি বলে?
- ক. সব্যসাচী
- খ. প্রত্যুদগমণ
- গ. অকালবোধন
- ঘ. অবিমৃষ্যকারী
উত্তরঃ অকালবোধন
- ক. গোধূলি
- খ. সুবহে সাদেক
- গ. সন্ধ্যাকাল
- ঘ. ক ও খ উভয়ই
উত্তরঃ গোধূলি
“অনুকরণ করার ইচ্ছা”- এক কথায় একে কি বলা হয়?
- ক. অনুচিকীর্ষা
- খ. অনুসন্ধিৎসা
- গ. অনুগামী
- ঘ. অনুসরণ
উত্তরঃ অনুচিকীর্ষা
‘জানবার ইচ্ছা’-এ বাক্যটির বাক্য সংকোচনা কি?
- ক. জিগীষা
- খ. জিজ্ঞাসা
- গ. জিঘাংসা
- ঘ. জুগুপ্সা
উত্তরঃ জিজ্ঞাসা
“নিজের দ্বারা অর্জিত” এ কথায় কি হবে?
- ক. স্বকীয়
- খ. স্বর্জিত
- গ. স্বোপার্জিত
- ঘ. আত্মোর্জিত
উত্তরঃ স্বোপার্জিত
- ক. নিন্দনীয়
- খ. প্রশংসনীয়
- গ. প্রশংসাযোগ্য
- ঘ. অনিন্দ্য
উত্তরঃ অনিন্দ্য
কর্মসম্পাদনে পরিশ্রমী। বাক্যের সংক্ষিপ্ত রূপ-
- ক. কর্মী
- খ. কর্মনিষ্ঠ
- গ. কর্মোদ্যমী
- ঘ. কর্মঠ
উত্তরঃ কর্মঠ
‘যা ভবিষ্যতে ঘটবে’ অভিব্যক্তিটি এক কথায়-
- ক. ভবিষ্য
- খ. ভবিষ্যৎ
- গ. ভবিতব্য
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ ভবিতব্য
সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা -এক কথায় প্রকাশ :
- ক. স্বাগতম
- খ. অভিনন্দন
- গ. প্রত্যুদগমন
- ঘ. শুভেচ্ছা
উত্তরঃ প্রত্যুদগমন
উপকারীর উপকার স্বীকার করে যে তাকে এক কথায় কি বলে?
- ক. অকৃতজ্ঞ
- খ. কৃতজ্ঞ
- গ. কৃতঘ্ন
- ঘ. উপরের কোনটিই নয়
উত্তরঃ কৃতজ্ঞ
যে পুরুষের এ যাবৎ দাড়ি গোঁফ গজায়নি তাকে কি বলে?
- ক. অজাতশত্রু
- খ. অজাতমিত্র
- গ. অজাতশ্মশ্রু
- ঘ. বর্ণচোরা
উত্তরঃ অজাতশ্মশ্রু
‘যাহারা এক মাতার গর্ভে জন্মিয়াছে’ কথাটি সংকোচন করা হলে কি হবে?
- ক. ভাইবোন
- খ. আপনভাই
- গ. মাতৃসন্তান
- ঘ. সহোদর
উত্তরঃ সহোদর
‘হিমালয় হতে সমুদ্র পর্যন্ত’ -এর বাক্য সংকোচন হবে-
- ক. আসমুদ্রহিমালয়
- খ. আসমুদ্রহিমাচল
- গ. হিমসমুদ্র
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ আসমুদ্রহিমাচল
‘যা আঘাত পায়নি’ -বাক্যের এক শব্দে প্রকাশ রূপ কি?
- ক. অনাঘাত
- খ. অনঘাত
- গ. অনাহত
- ঘ. অনিরুদ্ধ
উত্তরঃ অনাহত
‘যে ব্যয় করতে কুণ্ঠাবোধ করে’- এক কথায় প্রকাশ করলে হবে-
- ক. কৃপণ
- খ. মিতব্যয়ী
- গ. ব্যয়কুণ্ঠ
- ঘ. হিসেবী
উত্তরঃ কৃপণ
‘যে অনবরত কাঁদছে’ সংকোচিত রূপ হল-
- ক. বাষ্পায়মান
- খ. রোরুদ্যমান
- গ. স্যাসয়মান
- ঘ. দূমায়মান
উত্তরঃ রোরুদ্যমান
- ক. অনিবার্য
- খ. দুর্নিবার
- গ. অনির্বান
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ দুর্নিবার
‘যে সকল অত্যাচারই সয়ে যায়’- এক কথায় কী হবে?
- ক. সর্বংসহা
- খ. সর্বসহ্যকারী
- গ. সহ্যকারী
- ঘ. অত্যাচারী
উত্তরঃ সর্বংসহা
- ক. অসম্পূর্ণ বাক্য
- খ. একটি মাত্র শব্দে ভাবকে প্রকাশ করা
- গ. ক্ষুদ্রতম বাক্য
- ঘ. ইঙ্গিতময় শব্দ ব্যবহার করে বাক্য তৈরি
উত্তরঃ একটি মাত্র শব্দে ভাবকে প্রকাশ করা
আপনাকে পন্ডিত মনে করে যে-- এক কথায় হবে
- ক. অতিপন্ডিত
- খ. মহাপন্ডিত
- গ. পন্ডিত নেতা
- ঘ. পন্ডিতস্মন্য
উত্তরঃ পন্ডিতস্মন্য
- ক. ইতিহাস বেত্তা
- খ. ঐতিহাসিক
- গ. ইতিহাস বিদ
- ঘ. কোনটিই না
উত্তরঃ ইতিহাস বেত্তা
এক বিষয়ে যার চিত্ত নিবিষ্ট-- এক কথায়
- ক. একাগ্রচিত্ত
- খ. একমনা
- গ. অন্যমনা
- ঘ. মনোযোগী
উত্তরঃ একাগ্রচিত্ত
- ক. দীপ্তিমান
- খ. আলোকিত
- গ. দেদীপ্যমান
- ঘ. উজ্জ্বল
উত্তরঃ দেদীপ্যমান
- ক. অশ্রুতপূর্ব
- খ. শ্রুতিধর
- গ. শ্রোতৃগণ
- ঘ. শ্রুতিময়
উত্তরঃ অশ্রুতপূর্ব
সঠিক বাক্য সংকোচন 'বাচাল' এর পুরো বাক্য কোনটি?
- ক. যেখানে বেশি বলা হয়েছে
- খ. যে বেশি কথা বলে
- গ. বেশি গল্প বলে
- ঘ. যেখানে বেশি লোক আছেন
উত্তরঃ যে বেশি কথা বলে
‘আয়নায় প্রতিফলিত রূপ’ এক কথায় হবে-
- ক. দৃশ্যমান
- খ. প্রতিবিম্ব
- গ. প্রতিসৃয়মান
- ঘ. অলীক
উত্তরঃ প্রতিবিম্ব
সুযোগ-সুবিধা প্রার্থনা করে কর্তৃপক্ষের নিকট লিখিত পত্রের নাম-
- ক. চুক্তিপত্র
- খ. মানপত্র
- গ. ব্যক্তিগত পত্র
- ঘ. আবেদনপত্র
উত্তরঃ আবেদনপত্র
- ক. যিনি পত্র লেখেন
- খ. যার উদ্দেশ্যে পত্রটি রচিত
- গ. পত্রের মঙ্গলাচরণ
- ঘ. বক্তব্য বিষয়
উত্তরঃ যার উদ্দেশ্যে পত্রটি রচিত
- ক. বলি
- খ. খুন
- গ. মৃত
- ঘ. আল্লাহ প্রদত্ত দ্বীন তথা ইসলাম কায়েম এবং রক্ষার জন্য যিদি যুদ্ধে নিহত হন
উত্তরঃ আল্লাহ প্রদত্ত দ্বীন তথা ইসলাম কায়েম এবং রক্ষার জন্য যিদি যুদ্ধে নিহত হন
মৃতের মত অবস্থা যার তাকে এক কথায় কি বল হয়?
- ক. মুমুর্ষূ
- খ. মুমূর্ষু
- গ. মুমুর্ষু
- ঘ. মূমুর্ষূ
উত্তরঃ মুমূর্ষু
- ক. অবিমৃষ্যকারী
- খ. অবিতর্ক
- গ. অবিমিশ্রকারী
- ঘ. অবিসংবাদী
উত্তরঃ অবিসংবাদী
‘একই সময়ে বর্তমান’ এর বাক্যের এক কথায় প্রকাশ হল-
- ক. সমসাময়িক
- খ. যুগপৎ
- গ. সতীর্থ
- ঘ. যুগল
উত্তরঃ সমসাময়িক
- ক. বুদ্ধিমান
- খ. বুদ্ধিমতী
- গ. বিচক্ষণ
- ঘ. প্রত্যুৎপন্নমতি
উত্তরঃ প্রত্যুৎপন্নমতি
যে ব্যক্তি কেবল নিজের বিষয়েই চিন্তা করে তাকে বলা হয়-
- ক. আত্মভোলা
- খ. আত্মকেন্দ্রিক
- গ. আস্তিক
- ঘ. আত্মসর্বস্ব
উত্তরঃ আত্মকেন্দ্রিক
‘স্থায়ী ঠিকানা নেই যার’ এক কথায় প্রকাশ কোনটি শুদ্ধ?
- ক. বস্তিবাসী
- খ. টোকাই
- গ. ঠিকানাবিহীন
- ঘ. উদ্বাস্তু
উত্তরঃ উদ্বাস্তু
- ক. প্রচণ্ড যুদ্ধ
- খ. গতিশীল
- গ. নিবিড় বন
- ঘ. সম্মিলন
উত্তরঃ গতিশীল
অগ্র পশ্চাৎ বিবেচনা করে কাজ করে না যে-
- ক. অদ্যন্ত
- খ. মুর্খ্য
- গ. অনভিজ্ঞ
- ঘ. অবিমৃষ্যকারী
উত্তরঃ অবিমৃষ্যকারী
‘যে ভবিষ্যত না ভেবেই কাজ করে’- একে এক পদে পরিণত করলে কোনটি হবে?
- ক. অপরিণামদর্শী
- খ. অবিবেচক
- গ. অবিমৃষ্যকারী
- ঘ. অকালজ্ঞানী
উত্তরঃ অবিমৃষ্যকারী
‘যিনি ভালো ব্যাকরণ জানেন’- এক কথায় কি হয়?
- ক. ব্যাকরণ বিশেষজ্ঞ
- খ. ব্যাকরণবিদ
- গ. বৈয়াকরণ
- ঘ. বৈয়াকরণিক
উত্তরঃ বৈয়াকরণ
যে নারীর সন্তান বাঁচে না, এক কথায় কি বলে?
- ক. মৃতমা
- খ. মৃত জননী
- গ. মৃতবৎসা
- ঘ. কাক বন্ধ্যা
উত্তরঃ মৃতবৎসা
সূর্যও যে নারীর মুখ দেখতে পারে না, তাকে এক কথায় কি বলে?
- ক. অদৃষ্টসূর্য
- খ. অসূর্যস্পশ্যা
- গ. অসূর্যদ্রষ্টা
- ঘ. অসূর্যপ্রেক্ষা
উত্তরঃ অসূর্যস্পশ্যা
যে স্ত্রীলোক প্রিয় কথা বলে, তাকে বলা হয় / প্রিয় কথা বলে যে নারী-
- ক. প্রিয়ংবদা
- খ. অবীরা
- গ. মাধুকর
- ঘ. কেকা
উত্তরঃ প্রিয়ংবদা
যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না, তাকে এক কথায় কি বলে?
- ক. পরগাছা
- খ. আগাছা
- গ. বর্ণচোরা
- ঘ. বনস্পতি
উত্তরঃ বনস্পতি
‘যা কষ্টে জয় করা যায়’ বাক্যেটি এক কথায় কি হবে?
- ক. দুর্জয়
- খ. অদম্য
- গ. কষ্টার্জিত
- ঘ. পরিশ্রমলব্ধ
উত্তরঃ দুর্জয়
‘যা সহজে অতিক্রম করা যায় না’- এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি?
- ক. অনতিক্রম্য
- খ. অলঙ্ঘ্য
- গ. দুরতিক্রম্য
- ঘ. দুর্গম
উত্তরঃ দুরতিক্রম্য
-
MD.SABBIR HOSAIN - 1 year ago
love you