বাক্য সংক্ষেপণ

যে উপকারীর উপকার করে, তাকে এক কথায় বলে--

  • ক. কৃতজ্ঞ
  • খ. অকৃতজ্ঞ
  • গ. কৃতঘ্ন
  • ঘ. কোনটি নয়

উত্তরঃ কোনটি নয়

বিস্তারিত

বাক্য সংকোচন করুন- 'চক্ষু দ্বারা গৃহীত'

  • ক. সম্মুখে
  • খ. চর্ব্য
  • গ. চাক্ষুষ
  • ঘ. প্রত্যক্ষ

উত্তরঃ চাক্ষুষ

বিস্তারিত

'যা সাধারণের মধ্যে দেখা যায় না'- এর এককথায় প্রকাশ কোনটি?

  • ক. অন্যন্য সাধারণ
  • খ. সাধারণ
  • গ. অসাধারণ
  • ঘ. অনন্য রকম

উত্তরঃ অসাধারণ

বিস্তারিত

'শত্রুকে পীড়া দেয় যে' এর সঠিক বাক্য সংকোচন হলো--

  • ক. জিঘাংসা
  • খ. অরিন্দ্র
  • গ. শত্রুহ্ণ
  • ঘ. শত্রুঘ্ন

উত্তরঃ অরিন্দ্র

বিস্তারিত

এক কথায় প্রকাশ করুনঃ 'যার স্ত্রী মারা গিয়াছে'

  • ক. বিপদাত্মক
  • খ. সপত্নীক
  • গ. বিপত্নীক
  • ঘ. বিধবা

উত্তরঃ বিপত্নীক

বিস্তারিত

'যে বহু বিষয়ে জানে' এক কথায়--

  • ক. সবজান্তা
  • খ. বহুদর্শী
  • গ. সর্বজ্ঞ
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ বহুদর্শী

বিস্তারিত

'যে রোগ নির্ণয়ে হাতড়ে মরে' এক কথায় কী হবে?

  • ক. ওষধি
  • খ. হাতুড়ে
  • গ. অরিন্দম
  • ঘ. অনভিজ্ঞ

উত্তরঃ হাতুড়ে

বিস্তারিত

'বিশ্বজনের হিতকর'- এক কথায় কী হবে?

  • ক. হিতৈষী
  • খ. সার্বজনীন
  • গ. সর্বজনীন
  • ঘ. বিশ্বজনীন

উত্তরঃ বিশ্বজনীন

বিস্তারিত

'আবক্ষ জলে নেমে স্নান।' এক কথায় কী হবে?

  • ক. পদধৌত
  • খ. অবগাহন
  • গ. প্রক্ষালন
  • ঘ. স্নান

উত্তরঃ অবগাহন

বিস্তারিত

'যিনি অধিক কথা বলেন না।' এক কথায় কী হবে?

  • ক. সন্ন্যাসী
  • খ. অল্পভাষী
  • গ. মিতভাষী
  • ঘ. সংযত

উত্তরঃ মিতভাষী

বিস্তারিত

'যার আকার কুৎসিত' এককথায় প্রকাশ করুন।

  • ক. কদাকার
  • খ. কদর্য
  • গ. বিশ্রী
  • ঘ. কুশ্রী

উত্তরঃ কদাকার

বিস্তারিত

'শত্রুকে দমন করে যে' এককথায় প্রকাশ কী হবে?

  • ক. কৃতঘ্ন
  • খ. শত্রুহন্তা
  • গ. অরিন্দম
  • ঘ. শত্রুঘ্ন

উত্তরঃ অরিন্দম

বিস্তারিত

'শোনা যায় এমন'- এক কথাহ প্রকাশ করুন--

  • ক. শ্রুতিধর
  • খ. শ্রুতিযোগ্য
  • গ. শ্রুতিমধুর
  • ঘ. শ্রুতিগ্রাহ্য

উত্তরঃ শ্রুতিগ্রাহ্য

বিস্তারিত

'ঋষির ন্যায়'- এক শব্দে প্রকাশ--

  • ক. ঋষিজ
  • খ. ঋষি
  • গ. ঋষিতুল্য
  • ঘ. ঋত্বিক

উত্তরঃ ঋষিতুল্য

বিস্তারিত

যা কোথাও উঁচু কোথাও নিচু--

  • ক. মেদুর
  • খ. প্রত্যুদ্গমন
  • গ. বর্ধিষ্ণু
  • ঘ. বন্ধুর

উত্তরঃ বন্ধুর

বিস্তারিত

'যাহা কষ্টে অর্জন করা যায়' তাকে এক কথায় বলে--

  • ক. পরিশ্রমলদ্ধ
  • খ. কষ্টার্জিত
  • গ. অদম্য
  • ঘ. দুর্জয়

উত্তরঃ কষ্টার্জিত

বিস্তারিত

যে নারীর স্বামী ও পুত্র নেই--

  • ক. কুমারী
  • খ. অনূঢ়া
  • গ. আবীরা
  • ঘ. বিধবা

উত্তরঃ আবীরা

বিস্তারিত

উপকারীর উপকার স্বীকার করে না যে--

  • ক. কৃতজ্ঞ
  • খ. অকৃতজ্ঞ
  • গ. কৃতঘ্ন
  • ঘ. অকৃতঘ্ন

উত্তরঃ অকৃতজ্ঞ

বিস্তারিত

অগ্রে জন্মগ্রহণ করেছে যে--

  • ক. অনুজ
  • খ. বয়োজ্যেষ্ঠ
  • গ. অগ্রজ
  • ঘ. অগ্রগামী

উত্তরঃ অগ্রজ

বিস্তারিত

মুক্তি পেতে ইচ্ছুক--

  • ক. মুমূক্ষু
  • খ. মূমূক্ষু
  • গ. মুমূক্ষূ
  • ঘ. মুমুক্ষু

উত্তরঃ মুমুক্ষু

বিস্তারিত

হাতির ডাক--

  • ক. কেকা
  • খ. নাদ
  • গ. গর্জন
  • ঘ. বৃংহতি

উত্তরঃ বৃংহতি

বিস্তারিত

যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী থাকে না--

  • ক. উরগ
  • খ. অনুচ্চার্য
  • গ. ক্ষণপ্রভা
  • ঘ. অনুসূয়া

উত্তরঃ ক্ষণপ্রভা

বিস্তারিত

যা জলে ও স্থলে চরে--

  • ক. স্থলচর
  • খ. জলচর
  • গ. খেচর
  • ঘ. উভচর

উত্তরঃ উভচর

বিস্তারিত

যে মেয়ের এখনও বিয়ে হয়নি---

  • ক. বিধবা
  • খ. সধবা
  • গ. অনূঢ়া
  • ঘ. কাকবন্ধা

উত্তরঃ অনূঢ়া

বিস্তারিত

যা বার বার দুলছে--

  • ক. দোদুল্যমান
  • খ. দেদীপ্যমান
  • গ. রোরুদ্যমান
  • ঘ. উদীয়মান

উত্তরঃ দোদুল্যমান

বিস্তারিত

যে গাছ হতে ঔষধ তৈরি করা হয়?

  • ক. ওষধি
  • খ. ঔষধি
  • গ. ঔষুধী
  • ঘ. ওষধী

উত্তরঃ ঔষধি

বিস্তারিত

ইহলোকে যা সামান্য নয়--

  • ক. অনন্য সাধারণ
  • খ. অন্য সাধারণ
  • গ. আলোকসামান্য
  • ঘ. অলোকসামান্য

উত্তরঃ অলোকসামান্য

বিস্তারিত

যা অধ্যয়ন করা হবে---

  • ক. পাঠ্য
  • খ. অধ্যয়ন
  • গ. পঠিত
  • ঘ. পঠিতব্য

উত্তরঃ পঠিতব্য

বিস্তারিত

ইতিহাস জানেন যিনি- এর সংক্ষেপণ কি?

  • ক. ইতিহাসবেত্তা
  • খ. ঐতিহাসিক
  • গ. ইতিহাসখ্যাত
  • ঘ. ইতিহাসমনা

উত্তরঃ ইতিহাসবেত্তা

বিস্তারিত

যা ভাষায় প্রকাশ করা যায় না---

  • ক. অনুক্ত
  • খ. ভাষাহীন
  • গ. অব্যক্ত
  • ঘ. অপ্রকাশ্য

উত্তরঃ অব্যক্ত

বিস্তারিত

সয়ং যে হইয়াছে--

  • ক. স্বীয়
  • খ. স্বয়ম্ভূ
  • গ. স্বয়ংভূ
  • ঘ. স্বীয়োত্ব

উত্তরঃ স্বয়ম্ভূ

বিস্তারিত

শক্তিকে অতিক্রম না করিয়া---

  • ক. অনতিক্রম
  • খ. শক্তিসাধ্য
  • গ. শক্তিক্রমন্য
  • ঘ. যথাশক্তি

উত্তরঃ যথাশক্তি

বিস্তারিত

যে স্ত্রীর বশীভূত- এর বাক্য সংকোচন-

  • ক. বশীভূত
  • খ. অধীন
  • গ. স্ত্রৈণ
  • ঘ. পরাহত

উত্তরঃ স্ত্রৈণ

বিস্তারিত

যে ভরণপোষণ করে- এর বাক্য সংকোচন-

  • ক. ভর্তা
  • খ. পোষক
  • গ. ভর্ণা
  • ঘ. ভোরণ

উত্তরঃ ভর্তা

বিস্তারিত

যা বলা হয়েছে- এর বাক্য সংকোচন--

  • ক. উপ্ত
  • খ. উক্ত
  • গ. বক্তব্য
  • ঘ. কথ্য

উত্তরঃ উক্ত

বিস্তারিত

যিনি বিদ্যা লাভ করিয়াছেন- এর সংক্ষিপ্ত রূপ কি?

  • ক. বিদ্বান
  • খ. বিদ্যাপতি
  • গ. লদ্ধজ্ঞান
  • ঘ. কৃতবিদ্য

উত্তরঃ কৃতবিদ্য

বিস্তারিত

যাহা উচ্চারণ করিতে কষ্ট হয়--

  • ক. কষ্টাচার্য
  • খ. দূলঘ্ন
  • গ. অনুচ্চার্য
  • ঘ. অপঠিত

উত্তরঃ অনুচ্চার্য

বিস্তারিত

যাহা অধ্যয়ন করা হয়েছে- এক কথায় প্রকাশ কি?

  • ক. অধ্যয়ন
  • খ. পঠিত
  • গ. অধিয়ন
  • ঘ. অধীত

উত্তরঃ অধীত

বিস্তারিত

মনে যাহার জন্ম--

  • ক. মৃন্ময়
  • খ. মনসিজ
  • গ. মসলিজ
  • ঘ. মনাহুত

উত্তরঃ মনসিজ

বিস্তারিত

মর্মকে পীড়া দেয় যাহা--

  • ক. মর্মন্তুদ
  • খ. মর্মদন্ত
  • গ. মর্মন্ত্য
  • ঘ. মর্মাহত

উত্তরঃ মর্মন্তুদ

বিস্তারিত

বাহুতে ভর করে চলে যে--

  • ক. সব্যসাচী
  • খ. বুভুক্ষা
  • গ. ভুজঙ্গ
  • ঘ. বাহুঙ্গ

উত্তরঃ ভুজঙ্গ

বিস্তারিত

প্রতিকার করিবার ইচ্ছা--

  • ক. প্রতিচিকীর্ষু
  • খ. প্রতিচিকীর্ষা
  • গ. অপচিকীর্ষা
  • ঘ. প্রতিহিংসা

উত্তরঃ প্রতিচিকীর্ষা

বিস্তারিত

বমন করিবার ইচ্ছা---

  • ক. বিবমিষা
  • খ. জিগীষা
  • গ. জিজীবিষা
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ বিবমিষা

বিস্তারিত

পায়ে হেঁটে গমন করে না যে--

  • ক. অপ্রেয়
  • খ. অসাদ্য
  • গ. অনগ্রজ
  • ঘ. পন্নগ

উত্তরঃ পন্নগ

বিস্তারিত

দিনের পর দিন--

  • ক. দিন দিন
  • খ. অনুদিন
  • গ. অনেকদিন
  • ঘ. প্রতিদিন

উত্তরঃ অনুদিন

বিস্তারিত

দেখিবার ইচ্ছা---

  • ক. দিদৃক্ষা
  • খ. দিদিক্ষা
  • গ. দীক্ষা
  • ঘ. দৌবারিক

উত্তরঃ দিদৃক্ষা

বিস্তারিত

জল পানের জন্য দেয় অর্থ- এর বাক্য সংকোচন--

  • ক. জুলার্থ
  • খ. জলসাহায্য
  • গ. জলপানি
  • ঘ. জলযান

উত্তরঃ জলপানি

বিস্তারিত

জয় করিবার ইচ্ছা---

  • ক. জিঘাংসা
  • খ. বিজিগীষা
  • গ. জিতেন্দ্রিয়
  • ঘ. জিগীষা

উত্তরঃ জিগীষা

বিস্তারিত

চোখের নিমেষ না ফেলিয়া--

  • ক. অনিমেষ
  • খ. নিমেষে
  • গ. তাৎক্ষণিক
  • ঘ. প্রত্যক্ষীভূত

উত্তরঃ অনিমেষ

বিস্তারিত

ঘৃণার যোগ্য- এর বাক্য সংকোচন--

  • ক. ঘৃণা
  • খ. ঘৃণাপ্রার্থী
  • গ. ঘৃণার্হ
  • ঘ. ঘৃনার্থ

উত্তরঃ ঘৃণার্হ

বিস্তারিত

গম্ভীর ধ্বনি- এর বাক্য সংক্ষেপ কি?

  • ক. বন্দনা
  • খ. গাম্ভীর্য
  • গ. সুপ্ত
  • ঘ. মন্দ্র

উত্তরঃ মন্দ্র

বিস্তারিত

গোপন করিবার ইচ্ছা--

  • ক. জুগুপ্সা
  • খ. জিগীর্ষা
  • গ. জিঘাংসা
  • ঘ. বিজিগীষা

উত্তরঃ জুগুপ্সা

বিস্তারিত

কথায় যাহা বর্ণনা করা যায় না---

  • ক. অবর্ণনীয়
  • খ. অর্বিচনীয়
  • গ. অকথ্য
  • ঘ. অনির্বচনীয়

উত্তরঃ অনির্বচনীয়

বিস্তারিত

এ পর্যন্ত যাহার শত্রু জন্মে নাই--

  • ক. অজাতোশত্রু
  • খ. অজাতশ্মত্রু
  • গ. অজাতশত্রু
  • ঘ. অলোকসামান্য

উত্তরঃ অজাতশত্রু

বিস্তারিত

একই সময়ে- এর বাক্য সংকোচন কি?

  • ক. সমসাময়িক
  • খ. যুগপৎ
  • গ. যুগৎপত
  • ঘ. বর্তমান

উত্তরঃ যুগপৎ

বিস্তারিত

উপকারীর অপকার করা--

  • ক. কৃতঘ্ন
  • খ. অকৃতজ্ঞ
  • গ. কৃতজ্ঞতা
  • ঘ. কৃতঘ্নতা

উত্তরঃ কৃতঘ্নতা

বিস্তারিত

ঈষৎ আমিষ্য গন্ধবিশিষ্ট- এর বাক্য সংকোচন-

  • ক. আমিষা
  • খ. আঁষটে
  • গ. ঈষদূন
  • ঘ. আমিষা গন্ধা

উত্তরঃ আঁষটে

বিস্তারিত

ইহার তুল্য- এর এক কথায় প্রকাশ-

  • ক. ঈদৃশ
  • খ. সাদৃশ
  • গ. তুলনীয়
  • ঘ. ঈতুল্য

উত্তরঃ ঈদৃশ

বিস্তারিত

আমার তুল্য- এর বাক্য সংকোচন-

  • ক. সাদৃশ
  • খ. মাদৃশ
  • গ. মাতৃশ
  • ঘ. সতীর্থ

উত্তরঃ মাদৃশ

বিস্তারিত

আপনাকে কৃতার্থ মনে করেন যিনি--

  • ক. কৃতার্থন্মন্য
  • খ. কৃতঘ্ন
  • গ. কৃতার্থ
  • ঘ. কৃতঘ্নতা

উত্তরঃ কৃতার্থন্মন্য

বিস্তারিত

আপনার রঙ যে লুকায়- এর বাক্য সংকোচন-

  • ক. আধ্যাত্মিক
  • খ. লুকায়ু
  • গ. বর্ণচোরা
  • ঘ. বর্ণালী

উত্তরঃ বর্ণচোরা

বিস্তারিত

আত্ম সম্বন্ধে অতি চেতনার ভাব--

  • ক. অহংকারী
  • খ. অহমিকা
  • গ. অভ্রংলেহি
  • ঘ. অনন্যমনা

উত্তরঃ অহমিকা

বিস্তারিত

'অব্যক্ত মধুর ধ্বনি' -এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ--

  • ক. অরিন্দম
  • খ. শিঞ্চন
  • গ. কলতান
  • ঘ. রিদম

উত্তরঃ কলতান

বিস্তারিত

'অন্যবার' এর এক কথায় প্রকাশ কি?

  • ক. বারবার
  • খ. বারান্তর
  • গ. বারেক
  • ঘ. অনুবার

উত্তরঃ বারান্তর

বিস্তারিত

অনুসন্ধান করিবার ইচ্ছা--

  • ক. অনুসন্ধিৎসু
  • খ. অনুচিকির্ষা
  • গ. অনুসন্ধিৎসা
  • ঘ. জিঘীষা

উত্তরঃ অনুসন্ধিৎসা

বিস্তারিত

'অকালে যে বোধন' -এর সঠিক বাক্য সংকোচন কোনটি?

  • ক. অকালোধন
  • খ. অকাল পক্ব
  • গ. অকাল বোধন
  • ঘ. অকাল রোধন

উত্তরঃ অকাল বোধন

বিস্তারিত

বাক্য সংকোচন ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়?

  • ক. ধ্বনিতত্ত্বে
  • খ. রূপতত্ত্বে
  • গ. বাক্যতত্ত্বে
  • ঘ. অর্থতত্ত্বে

উত্তরঃ বাক্যতত্ত্বে

বিস্তারিত

বাঘের চামড়া-

  • ক. ডোরাকাটা
  • খ. চিত্তি
  • গ. কৃত্তি
  • ঘ. লেদার

উত্তরঃ কৃত্তি

বিস্তারিত

বীণার ঝঙ্কার-

  • ক. শন্শন্
  • খ. শোঁ শোঁ
  • গ. মরমর
  • ঘ. নিক্কন

উত্তরঃ নিক্কন

বিস্তারিত

‘ফিটফাট গোছের তরুণ যুবক’-এ বাক্যটির বাক্য সংকোচন কি?

  • ক. স্মার্ট
  • খ. ফটিকচাঁদ
  • গ. বালসুলভ
  • ঘ. ধন্যম্মন্য

উত্তরঃ ফটিকচাঁদ

বিস্তারিত

‘ধূলার মত রঙ যার’র সংক্ষেপ হল-

  • ক. পাংশুল
  • খ. পীত
  • গ. ধূসর
  • ঘ. আরক্ত

উত্তরঃ পাংশুল

বিস্তারিত

“যা পূর্বে শ্রুত (শোনা) হয়নি।”- এর এক শব্দ কোনটি?

  • ক. অশ্রুতপূর্ব
  • খ. শ্রুতপূর্ব
  • গ. অভূতপূর্র্ব
  • ঘ. ভূতপূর্ব

উত্তরঃ অশ্রুতপূর্ব

বিস্তারিত

“যে পুরুষ দ্বিতীয় বিবাহ করেছে”-তাকে এক শব্দে কি বলে?

  • ক. দ্বিজ
  • খ. দ্বিবর
  • গ. দ্বোবর
  • ঘ. দোজবর

উত্তরঃ দোজবর

বিস্তারিত

সিংহের ডাক-

  • ক. নাদ
  • খ. হুট
  • গ. হুংকার
  • ঘ. হালুম

উত্তরঃ হুংকার

বিস্তারিত

“সকলের দ্বারা অনুষ্ঠিত।”-এক কথায় কোনটি?

  • ক. সর্বজনীন
  • খ. সার্বজনীন
  • গ. সর্বহিত
  • ঘ. সর্বমহিতম

উত্তরঃ সর্বজনীন

বিস্তারিত

যে নারীর হাসি সুন্দর-

  • ক. অনূঢ়া
  • খ. সাধনা
  • গ. সুস্মিতা
  • ঘ. সুমিতা

উত্তরঃ সুস্মিতা

বিস্তারিত

চৈত্র মাসের ফসল-

  • ক. চিত্রী
  • খ. চৈতা
  • গ. চৈতালি
  • ঘ. চৈত্র ফসলী

উত্তরঃ চৈতালি

বিস্তারিত

“নুপুরের ধ্বনি”-এক কথায় কি হবে?

  • ক. রুনুঝুনু
  • খ. শিঞ্জন
  • গ. নিক্কন
  • ঘ. ক, খ ও গ তিনটিই

উত্তরঃ নিক্কন

বিস্তারিত

যার বসন আলগা-

  • ক. বিবেকহীন
  • খ. একমনা
  • গ. অসংবৃত
  • ঘ. লজ্জাহীন

উত্তরঃ অসংবৃত

বিস্তারিত

উপকারীর প্রতি উপকার করেন যিনি-

  • ক. উপকারী
  • খ. প্রত্যুপকারী
  • গ. নবকুমার
  • ঘ. দানবীর

উত্তরঃ প্রত্যুপকারী

বিস্তারিত

যে গাছ কোন কাজে লাগে না- এক কথায় কি হবে?

  • ক. পরগাছা
  • খ. সতীর্থ
  • গ. আগাছা
  • ঘ. দুর্বা

উত্তরঃ আগাছা

বিস্তারিত

ভোজন করার ইচ্ছ-

  • ক. পিপাসা
  • খ. পেটুক
  • গ. বুভুক্ষা
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ বুভুক্ষা

বিস্তারিত

“যে বাস্তু থেকে উৎখাত হয়েছে”-এর এক কথায় প্রকাশ কোনটি?

  • ক. উদ্বাস্তু
  • খ. সর্বহারা
  • গ. বাস্তুহারা
  • ঘ. বস্তুহারা

উত্তরঃ উদ্বাস্তু

বিস্তারিত

লাভ করার ইচ্ছা-

  • ক. লাভবান
  • খ. অনুচিকির্ষা
  • গ. লিপ্সা
  • ঘ. জিগীসা

উত্তরঃ লিপ্সা

বিস্তারিত

যার পরলোকে বিশ্বাস আছে- তাকে সংক্ষেপে কি বলে?

  • ক. আস্তিক
  • খ. নাস্তিক
  • গ. বস্তিক
  • ঘ. অস্তিকা

উত্তরঃ আস্তিক

বিস্তারিত

যিনি শোনামাত্র স্মরণ করতে পারেন।-তাকো এক কথায় কি বলে?

  • ক. জাতিস্মর
  • খ. স্মার্ত
  • গ. শ্রুতিধর
  • ঘ. স্মরণ

উত্তরঃ শ্রুতিধর

বিস্তারিত

সেতারের ঝঙ্কার-

  • ক. রুনুঝুনু
  • খ. শিঞ্জন
  • গ. কিঙ্কিনি
  • ঘ. নিক্কন

উত্তরঃ কিঙ্কিনি

বিস্তারিত

হরিণের চামড়া-

  • ক. কৃত্তি
  • খ. অজিন
  • গ. অর্জিত
  • ঘ. অধীত

উত্তরঃ অজিন

বিস্তারিত

যা মাটি ভেদ করে উঠে-এক কথায় কি হবে?

  • ক. উপ্ত
  • খ. উদ্ভিদ
  • গ. মাটিভেদী
  • ঘ. গাছ

উত্তরঃ উদ্ভিদ

বিস্তারিত

“যে জীবিত থেকেও মৃত”-বাক্য সংকোচন কোনটি?

  • ক. জীবমৃত
  • খ. জীবন্মৃত
  • গ. জীবনন্যাস
  • ঘ. জীবন মুক্ত

উত্তরঃ জীবন্মৃত

বিস্তারিত

“নারী (বারি) দান করে যে।”-এর এক কথায় প্রকাশ কোনটি?

  • ক. নীরেন
  • খ. নীরব
  • গ. নীরদ
  • ঘ. নীরন্ধ

উত্তরঃ নীরদ

বিস্তারিত

যা লাফিয়ে চলে-

  • ক. লাফুরে
  • খ. প্লেবগ
  • গ. প্লবগ
  • ঘ. উপরের কোনটিই না

উত্তরঃ প্লবগ

বিস্তারিত

শুভক্ষণে জন্ম যার-

  • ক. শুভজন্মমা
  • খ. ক্ষণজন্মা
  • গ. জন্মাধার
  • ঘ. শুভ জন্মকার

উত্তরঃ ক্ষণজন্মা

বিস্তারিত

যিনি আপনাকে পণ্ডিত মনে করেন-

  • ক. পণ্ডিতষ্মন্য
  • খ. পণ্ডিতন্মন্য
  • গ. কর্মঠ
  • ঘ. কর্মকুশল

উত্তরঃ পণ্ডিতন্মন্য

বিস্তারিত

যে ব্যক্তি বিদেশে থাকে-

  • ক. প্রোষিতভর্তৃকা
  • খ. নিবাসী
  • গ. বিদেশী
  • ঘ. প্রবাসী

উত্তরঃ প্রবাসী

বিস্তারিত

আটমাস মাতৃগর্ভে থেকে যে সন্তান ভূমিষ্ঠ হয়-

  • ক. আটাশে
  • খ. আটমাসী
  • গ. আটাশী
  • ঘ. অকাল্য

উত্তরঃ আটাশে

বিস্তারিত

ইতিহাস রচনা করেন যিনি-

  • ক. ইতিহাস লেখক
  • খ. ঐতিহাসিক
  • গ. ইতিহাসবেত্তা
  • ঘ. ঐতিহাসিকতা

উত্তরঃ ঐতিহাসিক

বিস্তারিত

‘সতীর্থ’ এর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?

  • ক. একই উদরে জন্ম
  • খ. একই গুরুর শিষ্য
  • গ. একই পরিবারের সদস্য
  • ঘ. একই শহরের অধিবাসী

উত্তরঃ একই গুরুর শিষ্য

বিস্তারিত

অক্ষির সম্মুখে বর্তমান-এর সংক্ষেপণ হল-

  • ক. সম্মুখে
  • খ. প্রত্যক্ষ
  • গ. পরোক্ষ
  • ঘ. চাক্ষুষ

উত্তরঃ প্রত্যক্ষ

বিস্তারিত

‘শত্রুকে হনন করে যে’-

  • ক. শত্রুহনক
  • খ. বীর
  • গ. শত্রুঘ্ন
  • ঘ. শত্রুতা

উত্তরঃ শত্রুঘ্ন

বিস্তারিত

‘বংশ পরিচয় বা স্বভাব চরিত জানা নাই’-

  • ক. অজ্ঞাতকুলশীল
  • খ. অজ্ঞাতনামা
  • গ. আগন্তুক
  • ঘ. অতিথি

উত্তরঃ অজ্ঞাতকুলশীল

বিস্তারিত

‘দুই পর্বতের মধ্যবর্তী সমতল ভূমি’-

  • ক. গিরিখাত
  • খ. উপত্যকা
  • গ. মালভূমি
  • ঘ. উপকূল

উত্তরঃ উপত্যকা

বিস্তারিত

‘অপকার করার ইচ্ছা’-

  • ক. অপকারী
  • খ. খারাপ কাজ
  • গ. অপচিকীর্ষা
  • ঘ. শঠতা

উত্তরঃ অপচিকীর্ষা

বিস্তারিত

যার প্রকৃত বর্ণ ধরা যায় না-

  • ক. বর্ণহীন
  • খ. বিবর্ণ
  • গ. বর্ণচোরা
  • ঘ. অপ্রকৃতবর্ণা

উত্তরঃ বর্ণচোরা

বিস্তারিত

যিনি স্মৃতিশাস্ত্র জানেন-

  • ক. স্বয়ুক
  • খ. উপ্ত
  • গ. স্মার্ত
  • ঘ. নৈয়ায়িক

উত্তরঃ স্মার্ত

বিস্তারিত

বাঘের ডাক-

  • ক. নাদ
  • খ. গর্জন
  • গ. বৃংহতি
  • ঘ. অজিন

উত্তরঃ গর্জন

বিস্তারিত

যে ব্যক্তি একঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায়-

  • ক. মধুকরী
  • খ. অর্বাচীন
  • গ. অবিমৃষ্যকারী
  • ঘ. মাধুকর

উত্তরঃ মাধুকর

বিস্তারিত

যে ব্যক্তি পূর্বজন্মের কথা স্মরণ করতে পারে-

  • ক. লব্দপ্রতিষ্ঠ
  • খ. জাতিস্মর
  • গ. ভজঙ্গম
  • ঘ. প্রত্যুৎপন্নমতি

উত্তরঃ জাতিস্মর

বিস্তারিত

যে নারী পূর্বে অপরের ‘বাগদত্তা’ ছিল-

  • ক. অন্যপূর্বা
  • খ. প্রোষিতভর্তৃকা
  • গ. অভিসারিণী
  • ঘ. মনসিজ

উত্তরঃ অন্যপূর্বা

বিস্তারিত

দিবসের শেষ ভাগ-এর সংক্ষেপণ কি হবে?

  • ক. পূর্বাহ্ন
  • খ. মধ্যাহ্ন
  • গ. অপরাহ্ন
  • ঘ. সায়াহ্ন

উত্তরঃ অপরাহ্ন

বিস্তারিত

যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ-এর বাক্য সংকোচন কোনটি?

  • ক. শ্বাপদসঙ্কুল
  • খ. জান্তব
  • গ. জন্তুসর্বস্ব
  • ঘ. হিংসজন্তু

উত্তরঃ শ্বাপদসঙ্কুল

বিস্তারিত

যার আগমনের কোন তিথি নেই-তাকে কি বলা হয়?

  • ক. ভিখারী
  • খ. মুসাফির
  • গ. শরণার্থী
  • ঘ. অতিথি

উত্তরঃ অতিথি

বিস্তারিত

ইন্দ্রিয়কে জয় করিয়াছে যে-এর সংক্ষেপণ কি হবে?

  • ক. জিতেন্দ্রিয়
  • খ. ইন্দ্রজিৎ
  • গ. ইন্দ্রিয় রাজ
  • ঘ. নাস্তিক

উত্তরঃ জিতেন্দ্রিয়

বিস্তারিত

‘মিলের অভাব’ শব্দ দুটির এক কথায় প্রকাশ

  • ক. শামিল
  • খ. মিল
  • গ. নির্মল
  • ঘ. গরমিল

উত্তরঃ গরমিল

বিস্তারিত

যার দুই হাত সমান চলে, তাকে কি বলে?

  • ক. দু’হাতি
  • খ. সমান তালী
  • গ. সব্যসাচী
  • ঘ. তবলা বাদক

উত্তরঃ সব্যসাচী

বিস্তারিত

কৃতঘ্ন অর্থ কি?

  • ক. যে উপকারীর অপকার করে
  • খ. যে উপকারীর উপকার করে না
  • গ. যে উপকারীর উপকার স্বীকার করে না
  • ঘ. যে উপকারীর অপকার করে না

উত্তরঃ যে উপকারীর অপকার করে

বিস্তারিত

অকালে যাকে জাগরণ করা হয় তাকে এক কথায় কি বলে?

  • ক. সব্যসাচী
  • খ. প্রত্যুদগমণ
  • গ. অকালবোধন
  • ঘ. অবিমৃষ্যকারী

উত্তরঃ অকালবোধন

বিস্তারিত

দিন ও রাত্রির সন্ধিক্ষণ-

  • ক. গোধূলি
  • খ. সুবহে সাদেক
  • গ. সন্ধ্যাকাল
  • ঘ. ক ও খ উভয়ই

উত্তরঃ গোধূলি

বিস্তারিত

“অনুকরণ করার ইচ্ছা”- এক কথায় একে কি বলা হয়?

  • ক. অনুচিকীর্ষা
  • খ. অনুসন্ধিৎসা
  • গ. অনুগামী
  • ঘ. অনুসরণ

উত্তরঃ অনুচিকীর্ষা

বিস্তারিত

‘জানবার ইচ্ছা’-এ বাক্যটির বাক্য সংকোচনা কি?

  • ক. জিগীষা
  • খ. জিজ্ঞাসা
  • গ. জিঘাংসা
  • ঘ. জুগুপ্সা

উত্তরঃ জিজ্ঞাসা

বিস্তারিত

যা অনায়াসে লাভ করা যায় তা হ’ল-

  • ক. সহজলভ্য
  • খ. অনায়াসলভ্য
  • গ. সুলভ
  • ঘ. অদুর্লভ

উত্তরঃ সহজলভ্য

বিস্তারিত

যা চেটে খেতে হয়’ তা হ’ল-

  • ক. চর্ব
  • খ. চুষ্য
  • গ. লেহ্য
  • ঘ. পেয়

উত্তরঃ লেহ্য

বিস্তারিত

“নিজের দ্বারা অর্জিত” এ কথায় কি হবে?

  • ক. স্বকীয়
  • খ. স্বর্জিত
  • গ. স্বোপার্জিত
  • ঘ. আত্মোর্জিত

উত্তরঃ স্বোপার্জিত

বিস্তারিত

‘যা নিন্দার যোগ্য নয়’-

  • ক. নিন্দনীয়
  • খ. প্রশংসনীয়
  • গ. প্রশংসাযোগ্য
  • ঘ. অনিন্দ্য

উত্তরঃ অনিন্দ্য

বিস্তারিত

কর্মসম্পাদনে পরিশ্রমী। বাক্যের সংক্ষিপ্ত রূপ-

  • ক. কর্মী
  • খ. কর্মনিষ্ঠ
  • গ. কর্মোদ্যমী
  • ঘ. কর্মঠ

উত্তরঃ কর্মঠ

বিস্তারিত

‘যা দেখা যায় না’ এক কথায় হবে-

  • ক. দৃশ্যমান
  • খ. অদৃষ্ট
  • গ. অদেয়
  • ঘ. অদৃশ্য

উত্তরঃ অদৃশ্য

বিস্তারিত

‘যা ভবিষ্যতে ঘটবে’ অভিব্যক্তিটি এক কথায়-

  • ক. ভবিষ্য
  • খ. ভবিষ্যৎ
  • গ. ভবিতব্য
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ ভবিতব্য

বিস্তারিত

সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা -এক কথায় প্রকাশ :

  • ক. স্বাগতম
  • খ. অভিনন্দন
  • গ. প্রত্যুদগমন
  • ঘ. শুভেচ্ছা

উত্তরঃ প্রত্যুদগমন

বিস্তারিত

ময়ূরের ডাক-

  • ক. কুহু
  • খ. কেকা
  • গ. কৃত্তি
  • ঘ. কীর্তি

উত্তরঃ কেকা

বিস্তারিত

উপকারীর উপকার স্বীকার করে যে তাকে এক কথায় কি বলে?

  • ক. অকৃতজ্ঞ
  • খ. কৃতজ্ঞ
  • গ. কৃতঘ্ন
  • ঘ. উপরের কোনটিই নয়

উত্তরঃ কৃতজ্ঞ

বিস্তারিত

যে পুরুষের এ যাবৎ দাড়ি গোঁফ গজায়নি তাকে কি বলে?

  • ক. অজাতশত্রু
  • খ. অজাতমিত্র
  • গ. অজাতশ্মশ্রু
  • ঘ. বর্ণচোরা

উত্তরঃ অজাতশ্মশ্রু

বিস্তারিত

‘যাহারা এক মাতার গর্ভে জন্মিয়াছে’ কথাটি সংকোচন করা হলে কি হবে?

  • ক. ভাইবোন
  • খ. আপনভাই
  • গ. মাতৃসন্তান
  • ঘ. সহোদর

উত্তরঃ সহোদর

বিস্তারিত

‘হিমালয় হতে সমুদ্র পর্যন্ত’ -এর বাক্য সংকোচন হবে-

  • ক. আসমুদ্রহিমালয়
  • খ. আসমুদ্রহিমাচল
  • গ. হিমসমুদ্র
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ আসমুদ্রহিমাচল

বিস্তারিত

‘যা আঘাত পায়নি’ -বাক্যের এক শব্দে প্রকাশ রূপ কি?

  • ক. অনাঘাত
  • খ. অনঘাত
  • গ. অনাহত
  • ঘ. অনিরুদ্ধ

উত্তরঃ অনাহত

বিস্তারিত

‘যার কোন উপায় নেই’- এক কথায় কি হয়?

  • ক. অন্যোপায়
  • খ. অনুপায়
  • গ. নিরূপায়
  • ঘ. অনন্যোপায়

উত্তরঃ অনন্যোপায়

বিস্তারিত

‘যে ব্যয় করতে কুণ্ঠাবোধ করে’- এক কথায় প্রকাশ করলে হবে-

  • ক. কৃপণ
  • খ. মিতব্যয়ী
  • গ. ব্যয়কুণ্ঠ
  • ঘ. হিসেবী

উত্তরঃ কৃপণ

বিস্তারিত

জয় সুচনা করে এরূপ তিথি-

  • ক. শুভ তিথি
  • খ. জয়োৎসব
  • গ. জয়তিথি
  • ঘ. জয়ন্তী

উত্তরঃ শুভ তিথি

বিস্তারিত

‘যে অনবরত কাঁদছে’ সংকোচিত রূপ হল-

  • ক. বাষ্পায়মান
  • খ. রোরুদ্যমান
  • গ. স্যাসয়মান
  • ঘ. দূমায়মান

উত্তরঃ রোরুদ্যমান

বিস্তারিত

‘কুলের সমীপে’-এর সংক্ষেপ কি?

  • ক. অনুকূল
  • খ. প্রতিকূল
  • গ. সমকূল
  • ঘ. উপকূল

উত্তরঃ উপকূল

বিস্তারিত

কোনটি অশ্বের ডাক?

  • ক. বৃংহতি
  • খ. হ্রেষা
  • গ. ক্রেকার
  • ঘ. বুক্কন

উত্তরঃ হ্রেষা

বিস্তারিত

যা কষ্টে নিবারণ করা যায়

  • ক. অনিবার্য
  • খ. দুর্নিবার
  • গ. অনির্বান
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ দুর্নিবার

বিস্তারিত

‘যে সকল অত্যাচারই সয়ে যায়’- এক কথায় কী হবে?

  • ক. সর্বংসহা
  • খ. সর্বসহ্যকারী
  • গ. সহ্যকারী
  • ঘ. অত্যাচারী

উত্তরঃ সর্বংসহা

বিস্তারিত

বাক্য সংকোচন কি?

  • ক. অসম্পূর্ণ বাক্য
  • খ. একটি মাত্র শব্দে ভাবকে প্রকাশ করা
  • গ. ক্ষুদ্রতম বাক্য
  • ঘ. ইঙ্গিতময় শব্দ ব্যবহার করে বাক্য তৈরি

উত্তরঃ একটি মাত্র শব্দে ভাবকে প্রকাশ করা

বিস্তারিত

বাক্য সংকোচন করুন-চক্ষুর সম্মুখে সংঘটিত

  • ক. প্রত্যক্ষ
  • খ. চাক্ষুষ
  • গ. চর্ব্য
  • ঘ. সম্মখে

উত্তরঃ চাক্ষুষ

বিস্তারিত

আপনাকে পন্ডিত মনে করে যে-- এক কথায় হবে

  • ক. অতিপন্ডিত
  • খ. মহাপন্ডিত
  • গ. পন্ডিত নেতা
  • ঘ. পন্ডিতস্মন্য

উত্তরঃ পন্ডিতস্মন্য

বিস্তারিত

ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি--

  • ক. ইতিহাস বেত্তা
  • খ. ঐতিহাসিক
  • গ. ইতিহাস বিদ
  • ঘ. কোনটিই না

উত্তরঃ ইতিহাস বেত্তা

বিস্তারিত

এক বিষয়ে যার চিত্ত নিবিষ্ট-- এক কথায়

  • ক. একাগ্রচিত্ত
  • খ. একমনা
  • গ. অন্যমনা
  • ঘ. মনোযোগী

উত্তরঃ একাগ্রচিত্ত

বিস্তারিত

কর দান করে যে- এক কথায়

  • ক. অধীন
  • খ. আশ্রিত
  • গ. করদ
  • ঘ. প্রজা

উত্তরঃ করদ

বিস্তারিত

কোথাও উন্নত কোথাও অবনত--

  • ক. অনুন্নত
  • খ. বন্ধুর
  • গ. উন্নত-অবনত
  • ঘ. উবনত

উত্তরঃ বন্ধুর

বিস্তারিত

দ্বারে থাকে যে--

  • ক. দ্বাররক্ষী
  • খ. দৌবারিক
  • গ. দ্বারিকা
  • ঘ. দারোয়ান

উত্তরঃ দৌবারিক

বিস্তারিত

পঙ্কে জন্মে যা--

  • ক. পঙ্কজ
  • খ. পাঙ্ক
  • গ. পঙ্কিল
  • ঘ. পাক্ষ

উত্তরঃ পঙ্কজ

বিস্তারিত

পানের অযোগ্য- এক কথায়

  • ক. দুষ্পাচ্য
  • খ. অপেয়
  • গ. পানীয়
  • ঘ. সুপাচ্য

উত্তরঃ অপেয়

বিস্তারিত

মৃত্তিকা দিয়ে তৈরি--

  • ক. মৃন্ময়
  • খ. মেটেল
  • গ. চিন্ময়
  • ঘ. মন্ময়

উত্তরঃ মৃন্ময়

বিস্তারিত

যার স্ত্রী মারা গিয়েছে--

  • ক. বিধবা
  • খ. বিপত্নীক
  • গ. সপত্নীক
  • ঘ. বিপদাত্নক

উত্তরঃ বিপত্নীক

বিস্তারিত

যা কষ্টে লাভ করা যায়--

  • ক. অলভ্য
  • খ. দুর্লভ
  • গ. দুর্জয়
  • ঘ. কষ্ট সাধ্য

উত্তরঃ দুর্লভ

বিস্তারিত

যার বাসস্থান নেই-- এক কথায়

  • ক. অনিকেত
  • খ. উদ্বাস্তু
  • গ. অনুজ
  • ঘ. একাহারী

উত্তরঃ অনিকেত

বিস্তারিত

যা দমন করা যায় না-- এক কথায় হবে

  • ক. দুর্দমনীয়
  • খ. দুর্দন
  • গ. অদম্য
  • ঘ. অসম্ভব

উত্তরঃ অদম্য

বিস্তারিত

যা দীপ্তি পাচ্ছে-- এককথায়

  • ক. দীপ্তিমান
  • খ. আলোকিত
  • গ. দেদীপ্যমান
  • ঘ. উজ্জ্বল

উত্তরঃ দেদীপ্যমান

বিস্তারিত

যা অবশ্যই ঘটবে--

  • ক. সম্ভবনাময়
  • খ. দুর্নিবার
  • গ. অবশ্যম্ভাবী
  • ঘ. সাম্ভাব্য

উত্তরঃ অবশ্যম্ভাবী

বিস্তারিত

যার চক্ষুলজ্জা নেই--

  • ক. চশমখোর
  • খ. নির্লজ্জ
  • গ. চাক্ষুষ
  • ঘ. চোষ্য

উত্তরঃ চশমখোর

বিস্তারিত

যা পূর্বে শোনা যায়নি---

  • ক. অশ্রুতপূর্ব
  • খ. শ্রুতিধর
  • গ. শ্রোতৃগণ
  • ঘ. শ্রুতিময়

উত্তরঃ অশ্রুতপূর্ব

বিস্তারিত

সঠিক বাক্য সংকোচন 'বাচাল' এর পুরো বাক্য কোনটি?

  • ক. যেখানে বেশি বলা হয়েছে
  • খ. যে বেশি কথা বলে
  • গ. বেশি গল্প বলে
  • ঘ. যেখানে বেশি লোক আছেন

উত্তরঃ যে বেশি কথা বলে

বিস্তারিত

হাতির বাসস্থান--

  • ক. গজ গৃহ
  • খ. হস্তিগৃহ
  • গ. পিলখানা
  • ঘ. গজনীড়

উত্তরঃ গজ গৃহ

বিস্তারিত

‘গবাদি পশুর পাল’র সংক্ষেপ হল-

  • ক. বাথান
  • খ. গোশালা
  • গ. কস্তা
  • ঘ. পশুপাল

উত্তরঃ বাথান

বিস্তারিত

‘কনুই থেকে কব্জি পর্যন্ত’র সংক্ষেপ হল-

  • ক. রত্নি
  • খ. টিবিয়া ফিবুলা
  • গ. হাতাংশ
  • ঘ. গিরিজা

উত্তরঃ রত্নি

বিস্তারিত

জয় করা কঠিন-এক কথায় কি হবে?

  • ক. অজেয়
  • খ. দুর্নিবার
  • গ. অলঙ্ঘ্য
  • ঘ. দুর্জয়

উত্তরঃ দুর্জয়

বিস্তারিত

‘আয়নায় প্রতিফলিত রূপ’ এক কথায় হবে-

  • ক. দৃশ্যমান
  • খ. প্রতিবিম্ব
  • গ. প্রতিসৃয়মান
  • ঘ. অলীক

উত্তরঃ প্রতিবিম্ব

বিস্তারিত

এক কথায় প্রকাশ করুন। ‘আকাশে গমন করে যা’-

  • ক. আকাশী
  • খ. বিহগ
  • গ. ভুজঙ্গ
  • ঘ. বঙ্কিম

উত্তরঃ বিহগ

বিস্তারিত

ঈষৎ পাংশুবর্ণ-এর বাক্য সংকোচন-

  • ক. কয়রা
  • খ. ধূসর
  • গ. আরক্ত
  • ঘ. পীত

উত্তরঃ কয়রা

বিস্তারিত

সুযোগ-সুবিধা প্রার্থনা করে কর্তৃপক্ষের নিকট লিখিত পত্রের নাম-

  • ক. চুক্তিপত্র
  • খ. মানপত্র
  • গ. ব্যক্তিগত পত্র
  • ঘ. আবেদনপত্র

উত্তরঃ আবেদনপত্র

বিস্তারিত

‘প্রাপক’ অর্থ-

  • ক. যিনি পত্র লেখেন
  • খ. যার উদ্দেশ্যে পত্রটি রচিত
  • গ. পত্রের মঙ্গলাচরণ
  • ঘ. বক্তব্য বিষয়

উত্তরঃ যার উদ্দেশ্যে পত্রটি রচিত

বিস্তারিত

‘শহীদ’ শব্দের অর্থ কি?

  • ক. বলি
  • খ. খুন
  • গ. মৃত
  • ঘ. আল্লাহ প্রদত্ত দ্বীন তথা ইসলাম কায়েম এবং রক্ষার জন্য যিদি যুদ্ধে নিহত হন

উত্তরঃ আল্লাহ প্রদত্ত দ্বীন তথা ইসলাম কায়েম এবং রক্ষার জন্য যিদি যুদ্ধে নিহত হন

বিস্তারিত

মৃতের মত অবস্থা যার তাকে এক কথায় কি বল হয়?

  • ক. মুমুর্ষূ
  • খ. মুমূর্ষু
  • গ. মুমুর্ষু
  • ঘ. মূমুর্ষূ

উত্তরঃ মুমূর্ষু

বিস্তারিত

‘পা ধুইবার জল’ সংকোচন করলে কি হয়?

  • ক. পঙ্কজ
  • খ. প্রিয়ংবদা
  • গ. পাদপ
  • ঘ. পাদ্য

উত্তরঃ পাদ্য

বিস্তারিত

যার তুলনা নাই-

  • ক. অতুল্য
  • খ. অতুলনীয়
  • গ. তুলাহীন
  • ঘ. বৈতুল্য

উত্তরঃ অতুলনীয়

বিস্তারিত

যে বিষয়ে কোন বিতর্ক নেই-

  • ক. অবিমৃষ্যকারী
  • খ. অবিতর্ক
  • গ. অবিমিশ্রকারী
  • ঘ. অবিসংবাদী

উত্তরঃ অবিসংবাদী

বিস্তারিত

‘একই সময়ে বর্তমান’ এর বাক্যের এক কথায় প্রকাশ হল-

  • ক. সমসাময়িক
  • খ. যুগপৎ
  • গ. সতীর্থ
  • ঘ. যুগল

উত্তরঃ সমসাময়িক

বিস্তারিত

‘জয়ের জন্য যে উৎসব’- এক কথায় কি হবে?

  • ক. বিজয়জয়ন্তী
  • খ. জয়ন্তী
  • গ. জয়ান্তী
  • ঘ. বিজয় উৎসব

উত্তরঃ জয়ন্তী

বিস্তারিত

‘পাখির ডাক’, এক কথায় প্রকাশ কর।

  • ক. কেকা
  • খ. হ্রেষা
  • গ. কুজন
  • ঘ. অজিন

উত্তরঃ কুজন

বিস্তারিত

‘কূজন’ শব্দের অর্থ কি?

  • ক. খারাপ লোক
  • খ. ছোট লোক
  • গ. পাখির ডাক
  • ঘ. ইতর বিশেষ

উত্তরঃ পাখির ডাক

বিস্তারিত

উপস্থিত বুদ্ধি আছে যার-

  • ক. বুদ্ধিমান
  • খ. বুদ্ধিমতী
  • গ. বিচক্ষণ
  • ঘ. প্রত্যুৎপন্নমতি

উত্তরঃ প্রত্যুৎপন্নমতি

বিস্তারিত

যে ব্যক্তি কেবল নিজের বিষয়েই চিন্তা করে তাকে বলা হয়-

  • ক. আত্মভোলা
  • খ. আত্মকেন্দ্রিক
  • গ. আস্তিক
  • ঘ. আত্মসর্বস্ব

উত্তরঃ আত্মকেন্দ্রিক

বিস্তারিত

‘স্থায়ী ঠিকানা নেই যার’ এক কথায় প্রকাশ কোনটি শুদ্ধ?

  • ক. বস্তিবাসী
  • খ. টোকাই
  • গ. ঠিকানাবিহীন
  • ঘ. উদ্বাস্তু

উত্তরঃ উদ্বাস্তু

বিস্তারিত

‘জঙ্গম’-এর শব্দার্থ কোনটি?

  • ক. প্রচণ্ড যুদ্ধ
  • খ. গতিশীল
  • গ. নিবিড় বন
  • ঘ. সম্মিলন

উত্তরঃ গতিশীল

বিস্তারিত

অগ্র পশ্চাৎ বিবেচনা করে কাজ করে না যে-

  • ক. অদ্যন্ত
  • খ. মুর্খ্য
  • গ. অনভিজ্ঞ
  • ঘ. অবিমৃষ্যকারী

উত্তরঃ অবিমৃষ্যকারী

বিস্তারিত

‘যে ভবিষ্যত না ভেবেই কাজ করে’- একে এক পদে পরিণত করলে কোনটি হবে?

  • ক. অপরিণামদর্শী
  • খ. অবিবেচক
  • গ. অবিমৃষ্যকারী
  • ঘ. অকালজ্ঞানী

উত্তরঃ অবিমৃষ্যকারী

বিস্তারিত

‘যিনি ভালো ব্যাকরণ জানেন’- এক কথায় কি হয়?

  • ক. ব্যাকরণ বিশেষজ্ঞ
  • খ. ব্যাকরণবিদ
  • গ. বৈয়াকরণ
  • ঘ. বৈয়াকরণিক

উত্তরঃ বৈয়াকরণ

বিস্তারিত

যে নারীর সন্তান বাঁচে না, এক কথায় কি বলে?

  • ক. মৃতমা
  • খ. মৃত জননী
  • গ. মৃতবৎসা
  • ঘ. কাক বন্ধ্যা

উত্তরঃ মৃতবৎসা

বিস্তারিত

সূর্যও যে নারীর মুখ দেখতে পারে না, তাকে এক কথায় কি বলে?

  • ক. অদৃষ্টসূর্য
  • খ. অসূর্যস্পশ্যা
  • গ. অসূর্যদ্রষ্টা
  • ঘ. অসূর্যপ্রেক্ষা

উত্তরঃ অসূর্যস্পশ্যা

বিস্তারিত

যে স্ত্রীলোক প্রিয় কথা বলে, তাকে বলা হয় / প্রিয় কথা বলে যে নারী-

  • ক. প্রিয়ংবদা
  • খ. অবীরা
  • গ. মাধুকর
  • ঘ. কেকা

উত্তরঃ প্রিয়ংবদা

বিস্তারিত

যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না, তাকে এক কথায় কি বলে?

  • ক. পরগাছা
  • খ. আগাছা
  • গ. বর্ণচোরা
  • ঘ. বনস্পতি

উত্তরঃ বনস্পতি

বিস্তারিত

একবার ফল দিয়ে যে গাছ মারা যায়-

  • ক. ঔষধি
  • খ. ওষধি
  • গ. ওষধী
  • ঘ. ঔষধী

উত্তরঃ ওষধি

বিস্তারিত

যা চুষে খাওয়া হয়-

  • ক. লেহ্য
  • খ. চুষ্য
  • গ. চর্ব্য
  • ঘ. পেয়

উত্তরঃ চুষ্য

বিস্তারিত

যিনি বক্তৃতা দানে পটু

  • ক. বাকপটু
  • খ. সুবক্তা
  • গ. বাগ্মী
  • ঘ. অনলবর্ষী

উত্তরঃ বাগ্মী

বিস্তারিত

‘যা বলা উচিত নয়’- কোন শব্দে বিধৃত?

  • ক. কুকথ্য
  • খ. অকথ্য
  • গ. অসত্য
  • ঘ. অযোগ্য

উত্তরঃ অকথ্য

বিস্তারিত

যা বলা হবে- এর বাক্য সংকোচন কোনটি?

  • ক. উক্ত
  • খ. বক্তব্য
  • গ. ভবিতব্য
  • ঘ. অনুমিত

উত্তরঃ বক্তব্য

বিস্তারিত

এক কথায় প্রকাশ করুন ‘যা বলা হয়নি’?

  • ক. অউক্ত
  • খ. অব্যক্ত
  • গ. অনুক্ত
  • ঘ. অব্যাক্ত

উত্তরঃ অনুক্ত

বিস্তারিত

যে ভূমিতে ফসল জন্মায় না-

  • ক. পতিত
  • খ. অনুর্বর
  • গ. ঊষর
  • ঘ. বন্ধ্যা

উত্তরঃ ঊষর

বিস্তারিত

‘যা কষ্টে জয় করা যায়’ বাক্যেটি এক কথায় কি হবে?

  • ক. দুর্জয়
  • খ. অদম্য
  • গ. কষ্টার্জিত
  • ঘ. পরিশ্রমলব্ধ

উত্তরঃ দুর্জয়

বিস্তারিত

‘যা সহজে অতিক্রম করা যায় না’- এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি?

  • ক. অনতিক্রম্য
  • খ. অলঙ্ঘ্য
  • গ. দুরতিক্রম্য
  • ঘ. দুর্গম

উত্তরঃ দুরতিক্রম্য

বিস্তারিত

‘অক্ষির সমীপে’ এর সংক্ষেপণ হল-

  • ক. সমক্ষ
  • খ. পরোক্ষ
  • গ. প্রত্যক্ষ
  • ঘ. নিরপেক্ষ

উত্তরঃ সমক্ষ

বিস্তারিত

‘নষ্ট হওয়ার স্বভাব যার’ এক কথায় হবে?

  • ক. নিদাঘ
  • খ. নশ্বর
  • গ. নষ্টমান
  • ঘ. বিনশ্বর

উত্তরঃ নশ্বর

বিস্তারিত

  • avatar
    MD.SABBIR HOSAIN - 1 year ago
    love you

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects