শূণ্যস্থান পূরণ
- ক. এ মধুর
- খ. এ সুন্দর
- গ. বেলা শেষের
- ঘ. এ হতাশ
উত্তরঃ বেলা শেষের
আহসান হাবিবের প্রথম কাব্যগ্রন্থ্য -----
- ক. রাত্রিশেষ
- খ. বেলা শেষ
- গ. আশায় বসতি
- ঘ. সারা দুপুর
উত্তরঃ রাত্রিশেষ
- ক. চক্ষুদান
- খ. চক্ষুশুল
- গ. তালকানা
- ঘ. ছ'কড়া ন'কড়া
উত্তরঃ চক্ষুদান
তুমি তো ---- ঘর হৈতে আঙ্গিনা বিদেশ।
- ক. কেঁচোগণ্ডুষ
- খ. গোঁফ খেজুরে
- গ. কেতাদুরস্ত
- ঘ. কূপমণ্ডুক
উত্তরঃ কূপমণ্ডুক
এমন ----- লোকের পক্ষে উন্নতি করা সম্ভব নয়।
- ক. আক্কেল গুড়ুম
- খ. এলোপাতাড়ি
- গ. উড়নচণ্ডী
- ঘ. গনেশ উলটানো
উত্তরঃ উড়নচণ্ডী
তোমার মনে আঘাত দেয়ার জন্য বলিনি, এটা একটা -----
- ক. হাস্যকর কথা
- খ. কথার কথা
- গ. পক্ষপাতীত্ব
- ঘ. রসিকতা
উত্তরঃ কথার কথা
কৃপনের নিকট টাকা চাওয়া ---- মাত্র।
- ক. আক্কেল সেলামি
- খ. অনধিকার চর্চা
- গ. অরন্যে রোদন
- ঘ. অগস্ত্য যাত্রা
উত্তরঃ অরন্যে রোদন
- ক. দহরম মহরম
- খ. ঘাটের মড়া
- গ. মনিকাঞ্চন যোগ
- ঘ. চাঁদের হাট
উত্তরঃ মনিকাঞ্চন যোগ
- ক. কড়ায়গণ্ডায়
- খ. তিলপরিমাণ
- গ. পাইপাই
- ঘ. কাগজে-কলমে
উত্তরঃ কড়ায়গণ্ডায়
- ক. কালেভদ্রে
- খ. সময় অসময়ে
- গ. শীত-গ্রীষ্মে
- ঘ. আটটা-নয়টায়
উত্তরঃ কালেভদ্রে
অল্প বিদ্যা ভয়ংকরী, কথায় কথায়------------
- ক. ইংরেজি
- খ. ফরাসি
- গ. বাহাদুরী
- ঘ. ডিকশনারী
উত্তরঃ ডিকশনারী
‘কি আঁচল বিছায়েছ------ নদীর কূলে কূলে।” শূন্যস্থানে কোন কোন শব্দ হবে?
- ক. শান্ত ছায়ায়
- খ. বটের মূলে
- গ. সাগর তলে
- ঘ. গাছের তলে
উত্তরঃ বটের মূলে
‘মা তোর বদন খানি মলিন হলে, আমি......ভাসি’ শূন্যস্থান পূরণ করুন।
- ক. চোখের জলে
- খ. নয়ন জলে
- গ. বুকের জলে
- ঘ. নদীর জলে
উত্তরঃ নয়ন জলে
‘আমি ভরা তরী করি-।’ শূন্যস্থানে কোনটি বসবে?
- ক. উদ্ধার
- খ. নিমজ্জিত
- গ. রক্ষা
- ঘ. ভরাডুবি
উত্তরঃ ভরাডুবি
There are no comments yet.