শূণ্যস্থান পূরণ

আদার বেপারীর ---- খবর।

  • ক. বিশ্বের
  • খ. জাহাজের
  • গ. ব্যবসার
  • ঘ. দুনিয়ার

উত্তরঃ জাহাজের

বিস্তারিত

রহিম সাহেব একজন ---- মানুষ।

  • ক. কাঁদার
  • খ. নরম
  • গ. ভালো
  • ঘ. মাটির

উত্তরঃ মাটির

বিস্তারিত

ব্যবসা সূত্রে তার --- ফিরে এল।

  • ক. কপাল
  • খ. টাকা
  • গ. সম্পদ
  • ঘ. সংসার

উত্তরঃ কপাল

বিস্তারিত

উপদেশ অপেক্ষা --- ভালো।

  • ক. দৃষ্টান্ত
  • খ. পরামর্শ
  • গ. নির্দেশনা
  • ঘ. আদেশ

উত্তরঃ দৃষ্টান্ত

বিস্তারিত

পরিশ্রম সৌভাগ্যের --------

  • ক. চাবিকাঠি
  • খ. মানদণ্ড
  • গ. প্রসূতি
  • ঘ. চাবি

উত্তরঃ প্রসূতি

বিস্তারিত

গাড়িটা ----- করে চলে গেল।

  • ক. ধাঁ ধাঁ
  • খ. সাঁ সাঁ
  • গ. হঠাৎ
  • ঘ. হু হু

উত্তরঃ সাঁ সাঁ

বিস্তারিত

মরিতে চাই না আমি সুন্দর -----------

  • ক. পৃথিবীতে
  • খ. ধরনে
  • গ. ভুবনে
  • ঘ. ধরাতলে

উত্তরঃ ভুবনে

বিস্তারিত

বৈরাগ্য ---- মুক্তি সে আমার নয়।

  • ক. লাভে
  • খ. আশায়
  • গ. বাধনে
  • ঘ. সাধনে

উত্তরঃ সাধনে

বিস্তারিত

গেয়ে যায় কোন উদাসী ----- গান।

  • ক. এ মধুর
  • খ. এ সুন্দর
  • গ. বেলা শেষের
  • ঘ. এ হতাশ

উত্তরঃ বেলা শেষের

বিস্তারিত

এত কিছু দেখেও তোমার ----- হলো না।

  • ক. জ্ঞান
  • খ. আক্কেল
  • গ. সচেতনতা
  • ঘ. প্রয়োজন

উত্তরঃ আক্কেল

বিস্তারিত

আহসান হাবিবের প্রথম কাব্যগ্রন্থ্য -----

  • ক. রাত্রিশেষ
  • খ. বেলা শেষ
  • গ. আশায় বসতি
  • ঘ. সারা দুপুর

উত্তরঃ রাত্রিশেষ

বিস্তারিত

ছেলেটি কোন কর্মের নয়, কুড়ের -----

  • ক. পাত্র
  • খ. আখড়া
  • গ. আড্ডা
  • ঘ. বাদশা

উত্তরঃ বাদশা

বিস্তারিত

----- মাঝে আমি বাঁচিবার চাই।

  • ক. সকলের
  • খ. পৃথিবীর
  • গ. মানবের
  • ঘ. তোমাদের

উত্তরঃ মানবের

বিস্তারিত

যার লাঠি তার -----

  • ক. খাটি
  • খ. মাটি
  • গ. খুটি
  • ঘ. ক্ষমতা

উত্তরঃ মাটি

বিস্তারিত

বাঙালী ---- জাতী।

  • ক. অনুন্নত
  • খ. উন্নত
  • গ. ভিন্ন
  • ঘ. শংকর

উত্তরঃ শংকর

বিস্তারিত

---- হচ্ছে জ্ঞানের ফলশ্রুতি।

  • ক. শিক্ষা
  • খ. সত্য
  • গ. বিনয়
  • ঘ. অর্থ

উত্তরঃ বিনয়

বিস্তারিত

লোভের ---- পড়ে জীবনটা মাটি করো না।

  • ক. খাড়ায়
  • খ. টানে
  • গ. টোপে
  • ঘ. ছাঁচে

উত্তরঃ টোপে

বিস্তারিত

সততার ---- তোমাকে উত্তীর্ণ হতেই হবে।

  • ক. চেষ্টায়
  • খ. পরীক্ষায়
  • গ. আদলে
  • ঘ. মধ্যে

উত্তরঃ পরীক্ষায়

বিস্তারিত

মুর্খের সঙ্গে তর্ক করা----

  • ক. নিরর্থক
  • খ. অযৌক্তিক
  • গ. অন্যায়
  • ঘ. বৃথা

উত্তরঃ বৃথা

বিস্তারিত

পালের ---- ধরতে পারেনি, অন্যরা ধরা পড়েছে।

  • ক. নেতাকে
  • খ. সর্দারকে
  • গ. গোদাকে
  • ঘ. প্রধানকে

উত্তরঃ গোদাকে

বিস্তারিত

সে আমার কলমটাকে ----- করল।

  • ক. চক্ষুদান
  • খ. চক্ষুশুল
  • গ. তালকানা
  • ঘ. ছ'কড়া ন'কড়া

উত্তরঃ চক্ষুদান

বিস্তারিত

তুমি তো ---- ঘর হৈতে আঙ্গিনা বিদেশ।

  • ক. কেঁচোগণ্ডুষ
  • খ. গোঁফ খেজুরে
  • গ. কেতাদুরস্ত
  • ঘ. কূপমণ্ডুক

উত্তরঃ কূপমণ্ডুক

বিস্তারিত

এমন ----- লোকের পক্ষে উন্নতি করা সম্ভব নয়।

  • ক. আক্কেল গুড়ুম
  • খ. এলোপাতাড়ি
  • গ. উড়নচণ্ডী
  • ঘ. গনেশ উলটানো

উত্তরঃ উড়নচণ্ডী

বিস্তারিত

তোমার মনে আঘাত দেয়ার জন্য বলিনি, এটা একটা -----

  • ক. হাস্যকর কথা
  • খ. কথার কথা
  • গ. পক্ষপাতীত্ব
  • ঘ. রসিকতা

উত্তরঃ কথার কথা

বিস্তারিত

পাখির --- মত চোখ তুলে নাটরের বনলতা সেন।

  • ক. নীড়ের
  • খ. বাসার
  • গ. পাখার
  • ঘ. চোখের

উত্তরঃ নীড়ের

বিস্তারিত

এ ----- ভারি দিতে হবে পাড়ি নিতে হবে তরী পর।

  • ক. বিপদ
  • খ. পথ
  • গ. তুফান
  • ঘ. সমুদ্র

উত্তরঃ তুফান

বিস্তারিত

অধিক সন্ন্যাসীতে ------- নষ্ট।

  • ক. গাজর
  • খ. স্বভাব
  • গ. গাঁজন
  • ঘ. ধ্যান

উত্তরঃ গাঁজন

বিস্তারিত

ছলের টাকা -- যায়।

  • ক. নলে
  • খ. জলে
  • গ. অগোচরে
  • ঘ. বিফলে

উত্তরঃ জলে

বিস্তারিত

মিষ্টি কথায় ---- তুষ্ট।

  • ক. সবাই
  • খ. ভুবন
  • গ. অন্তর
  • ঘ. জগৎ

উত্তরঃ জগৎ

বিস্তারিত

বানরের গলায় ---- মালা।

  • ক. হিরের
  • খ. সোনার
  • গ. মুক্তার
  • ঘ. ফুলের

উত্তরঃ মুক্তার

বিস্তারিত

নিজের নাক কেটে পরের ---- ভঙ্গ করা।

  • ক. যাত্রা
  • খ. আশা
  • গ. উপকার
  • ঘ. আগমন

উত্তরঃ যাত্রা

বিস্তারিত

ধর্মের কল --- নড়ে।

  • ক. আপনে
  • খ. বাতাসে
  • গ. ঝড়ে
  • ঘ. বিশ্বাসে

উত্তরঃ বাতাসে

বিস্তারিত

তেলা মাথায় --- দেয়া।

  • ক. তাল
  • খ. তেল
  • গ. আদর
  • ঘ. মন

উত্তরঃ তেল

বিস্তারিত

চোখে ------ দেখা।

  • ক. আগুনের ফুলকি
  • খ. ধাঁধা
  • গ. সর্ষেফুল
  • ঘ. তাঁরা

উত্তরঃ সর্ষেফুল

বিস্তারিত

কালি কলম --- লেখে তিনজন।

  • ক. খাতা
  • খ. হাত
  • গ. ধ্যান
  • ঘ. মন

উত্তরঃ মন

বিস্তারিত

অতি দর্পে ----- লংকা।

  • ক. গজন
  • খ. মাতপ
  • গ. হত
  • ঘ. শত

উত্তরঃ হত

বিস্তারিত

'শেষের কবিতা' একটি ----

  • ক. কাব্যনাট্য
  • খ. নাটক
  • গ. কাব্যগ্রন্থ
  • ঘ. উপন্যাস

উত্তরঃ উপন্যাস

বিস্তারিত

'কৃষ্ণকুমারী' একটি ------

  • ক. উপন্যাস
  • খ. নাটক
  • গ. কাব্যগ্রন্থ
  • ঘ. কাব্যনাট্য

উত্তরঃ নাটক

বিস্তারিত

নীল নবঘনে আষাঢ়ে গগনে ---- ঠাঁই আর নাহিরে।

  • ক. তিল
  • খ. এতটুকু
  • গ. বিন্দু
  • ঘ. আমার

উত্তরঃ তিল

বিস্তারিত

কৃপনের নিকট টাকা চাওয়া ---- মাত্র।

  • ক. আক্কেল সেলামি
  • খ. অনধিকার চর্চা
  • গ. অরন্যে রোদন
  • ঘ. অগস্ত্য যাত্রা

উত্তরঃ অরন্যে রোদন

বিস্তারিত

শয়তানটাকে ------ দিয়ে বিদায় করে দাও?

  • ক. টাকা
  • খ. অর্ধচন্দ্র
  • গ. থাপ্পড়
  • ঘ. ধাক্কা

উত্তরঃ অর্ধচন্দ্র

বিস্তারিত

এই খানে তোর দাদির কবর ---- গাছের তলে।

  • ক. ডুমুর
  • খ. ডালিয়া
  • গ. ডালিম
  • ঘ. পেয়ারা

উত্তরঃ ডালিম

বিস্তারিত

---- তাহাই তুমি করে গেলে দান।

  • ক. মরণে
  • খ. কর্মে
  • গ. জীবনে
  • ঘ. ক্ষণে

উত্তরঃ মরণে

বিস্তারিত

যবে উৎপীড়িতের ক্রন্দনরো ------- বাতাসে ধ্বনিবে না।

  • ক. বাতাসে
  • খ. মাঠে
  • গ. সমাজে
  • ঘ. আকাশে

উত্তরঃ আকাশে

বিস্তারিত

নতুন ---- হবে নবান্ন।

  • ক. ধানে
  • খ. ধান্যে
  • গ. অন্নে
  • ঘ. পিঠায়

উত্তরঃ ধান্যে

বিস্তারিত

যেমন বর, তেমন কনে একেবারে----

  • ক. দহরম মহরম
  • খ. ঘাটের মড়া
  • গ. মনিকাঞ্চন যোগ
  • ঘ. চাঁদের হাট

উত্তরঃ মনিকাঞ্চন যোগ

বিস্তারিত

হে বঙ্গ ------ তব বিবিধ রতন?

  • ক. ভাণ্ডারে
  • খ. সঙ্গে
  • গ. সাথে
  • ঘ. কোষে

উত্তরঃ ভাণ্ডারে

বিস্তারিত

সকলের ------ সকলে আমরা?

  • ক. সাথে
  • খ. জন্য
  • গ. মতো
  • ঘ. তরে

উত্তরঃ তরে

বিস্তারিত

কাননে কুসুম কলি ----- ফুটিল।

  • ক. সবি
  • খ. সকলি
  • গ. সবে
  • ঘ. এক্ষুনি

উত্তরঃ সকলি

বিস্তারিত

দুঃখ বিনা সুখ লাভ হয় কি ------

  • ক. কখোন
  • খ. তব
  • গ. মহীতে
  • ঘ. ভুবনে

উত্তরঃ মহীতে

বিস্তারিত

নিমেষ ------------- ইচ্ছে করে বিরাট উল্লাসে।

  • ক. মোরে
  • খ. তরে
  • গ. একটু
  • ঘ. আমায়

উত্তরঃ তরে

বিস্তারিত

ঝিকে মেরে ----------- শেখানো।

  • ক. মাকে
  • খ. ননদকে
  • গ. বৌকে
  • ঘ. নানীকে

উত্তরঃ বৌকে

বিস্তারিত

নেড়া ----- বেল তলায় যায় না।

  • ক. একবার
  • খ. দু'বার
  • গ. তিনবার
  • ঘ. চারবার

উত্তরঃ দু'বার

বিস্তারিত

অন্নাভাবে প্রতি ------ হাহাকার।

  • ক. বাড়িতে
  • খ. বাড়ি বাড়ি
  • গ. প্রতি ঘরে
  • ঘ. ঘরে

উত্তরঃ ঘরে

বিস্তারিত

বাংলাদেশ একটি ----- দেশ।

  • ক. উন্নত
  • খ. উন্নয়নশীল
  • গ. উন্নতশীল
  • ঘ. সুন্দর

উত্তরঃ উন্নয়নশীল

বিস্তারিত

মহাজনে ----- হিসাব নিল।

  • ক. কড়ায়গণ্ডায়
  • খ. তিলপরিমাণ
  • গ. পাইপাই
  • ঘ. কাগজে-কলমে

উত্তরঃ কড়ায়গণ্ডায়

বিস্তারিত

সস্তার ------- অবস্থা।

  • ক. তিন
  • খ. চার
  • গ. পাঁচ
  • ঘ. ছয়

উত্তরঃ তিন

বিস্তারিত

আকাশে --- কেটে গেছে।

  • ক. মেঘ
  • খ. পানি
  • গ. বাতাস
  • ঘ. ঝড়

উত্তরঃ মেঘ

বিস্তারিত

অল্পবিদ্যা ভয়ংকরী, কথায় কথায় বলে----

  • ক. ইংরেজী
  • খ. ফারসি
  • গ. ডিকশনারি
  • ঘ. বাহাদুরী

উত্তরঃ ডিকশনারি

বিস্তারিত

এক চালেই ---- মাৎ।

  • ক. বাজী
  • খ. খেলায়
  • গ. সব
  • ঘ. ভালো

উত্তরঃ বাজী

বিস্তারিত

----- না শুনে ধর্মের কাহিনী।

  • ক. ডাকাত
  • খ. চোরা
  • গ. চোরাই
  • ঘ. চোরে

উত্তরঃ চোরে

বিস্তারিত

এ সমাজে -------- চেনা কঠিন।

  • ক. আসল
  • খ. চোর
  • গ. নকল
  • ঘ. আসল-নকল

উত্তরঃ আসল-নকল

বিস্তারিত

তোমার তো ---- মাসে বছর, ত্বরা করে কাজ করতে পার না।

  • ক. ষোল
  • খ. পনের
  • গ. সতের
  • ঘ. আঠারো

উত্তরঃ আঠারো

বিস্তারিত

কভু আশীবিষে ---- যারে।

  • ক. ধংসন
  • খ. দংশেনি
  • গ. মারেনি
  • ঘ. গুতোয়নি

উত্তরঃ দংশেনি

বিস্তারিত

পরের কারণে ----- দিয়া বলি।

  • ক. অর্থ
  • খ. মান
  • গ. মন
  • ঘ. স্বার্থ

উত্তরঃ স্বার্থ

বিস্তারিত

জীবন মানেই ------।

  • ক. দুঃখ
  • খ. সংগ্রাম
  • গ. কষ্ট
  • ঘ. আনন্দ

উত্তরঃ সংগ্রাম

বিস্তারিত

------ আমাদের জাতীয় ফুল।

  • ক. গোলাপ
  • খ. শাপলা
  • গ. জবা
  • ঘ. বেলী

উত্তরঃ শাপলা

বিস্তারিত

------ আমাদের জাতীয় পাখি।

  • ক. কাক
  • খ. দোয়েল
  • গ. কবুতর
  • ঘ. ঘুঘু

উত্তরঃ দোয়েল

বিস্তারিত

অভাবে ------- নষ্ট।

  • ক. চরিত্র
  • খ. বুদ্ধি
  • গ. আক্কেল
  • ঘ. স্বভাব

উত্তরঃ স্বভাব

বিস্তারিত

ময়ূরীর ----- নাচিছে ময়ূর।

  • ক. সনে
  • খ. সঙ্গে
  • গ. প্রতি
  • ঘ. সাথে

উত্তরঃ সনে

বিস্তারিত

বিশ্বম্ভর বাবু ---- কে কলকাতায় নিয়ে গেলেন।

  • ক. মাখন
  • খ. গফুর
  • গ. ফটিক
  • ঘ. কাশেম

উত্তরঃ ফটিক

বিস্তারিত

এ জন্মের ----- বিদায় নিলাম।

  • ক. কারণে
  • খ. লাগি
  • গ. তরে
  • ঘ. পর

উত্তরঃ তরে

বিস্তারিত

মণ ----- দশ টাকা লাভ দেব।

  • ক. প্রতি
  • খ. হিসেবে
  • গ. দরে
  • ঘ. বিক্রিতে

উত্তরঃ প্রতি

বিস্তারিত

গফুর ---- গল্পের প্রধান চরিত্র।

  • ক. মহেশ
  • খ. ছুটি
  • গ. বই পড়া
  • ঘ. অপূর্ব ক্ষমা

উত্তরঃ মহেশ

বিস্তারিত

ছেলের প্রত্যাগমনে মা যেন এবার হাতে ------ পেয়েছেন।

  • ক. সোনা
  • খ. স্বর্গ
  • গ. ঈদ
  • ঘ. চাঁদ

উত্তরঃ স্বর্গ

বিস্তারিত

------কথা বাসি হলে ফলে।

  • ক. আমার
  • খ. কাঙালের
  • গ. গরিবের
  • ঘ. পণ্ডিতের

উত্তরঃ কাঙালের

বিস্তারিত

অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে------

  • ক. পারদর্শী
  • খ. চমৎকার
  • গ. নিপূণ
  • ঘ. ভাল

উত্তরঃ পারদর্শী

বিস্তারিত

তার সঙ্গে ----- দেখা হয়।

  • ক. কালেভদ্রে
  • খ. সময় অসময়ে
  • গ. শীত-গ্রীষ্মে
  • ঘ. আটটা-নয়টায়

উত্তরঃ কালেভদ্রে

বিস্তারিত

গুরুজনে কর ----- ।

  • ক. শ্রদ্ধা
  • খ. নতি
  • গ. সালাম
  • ঘ. প্রণাম

উত্তরঃ নতি

বিস্তারিত

ব্যাবসা সূত্রে তার ----- ফিরে গেল।

  • ক. সম্পদ
  • খ. ধন
  • গ. কপাল
  • ঘ. সংসার

উত্তরঃ কপাল

বিস্তারিত

----- না জানলে উঠান বাঁকা।

  • ক. বানাতে
  • খ. খেলতে
  • গ. নাচতে
  • ঘ. রাঁধতে

উত্তরঃ নাচতে

বিস্তারিত

তিনি একজন ------ মানুষ।

  • ক. মাটির
  • খ. খাঁটি
  • গ. রক্তমাংসের
  • ঘ. নরম

উত্তরঃ মাটির

বিস্তারিত

তোমার ---- বুঝতে বাকি নেই।

  • ক. দিব্যি
  • খ. কর্ম
  • গ. মতলব
  • ঘ. ইচ্ছা

উত্তরঃ মতলব

বিস্তারিত

তার মুখে মধু, কিন্তু ----- বিষ।

  • ক. হৃদয়ে
  • খ. মনে
  • গ. অন্তরে
  • ঘ. গলায়

উত্তরঃ অন্তরে

বিস্তারিত

এক খুরে মাথা ------

  • ক. কামানো
  • খ. ছিলানো
  • গ. মুড়ানো
  • ঘ. ধরা

উত্তরঃ মুড়ানো

বিস্তারিত

লোকটি অত্যন্ত-পানির মাছ।

  • ক. কম
  • খ. বেশি
  • গ. লোনা
  • ঘ. গভীর

উত্তরঃ গভীর

বিস্তারিত

কানে কি ---- দিয়ে বসে আছ?

  • ক. খড়ি
  • খ. তুলো
  • গ. ডগা
  • ঘ. কার্পাস

উত্তরঃ তুলো

বিস্তারিত

কাঁটা হেরি ক্ষান্ত কেন --------- তুলিতে?

  • ক. পদ্মা
  • খ. শাপলা
  • গ. কমল
  • ঘ. ফুল

উত্তরঃ কমল

বিস্তারিত

এ হৃদয়ের চেয়ে বড় কোন-কাবা নেই।

  • ক. মসজিদ
  • খ. গির্জা
  • গ. মন্দির
  • ঘ. প্যাগোডা

উত্তরঃ মন্দির

বিস্তারিত

এ বিষয়ে তোমার বিদ্যা ক অক্ষর ----

  • ক. শূন্য
  • খ. বিহীন
  • গ. গো-মাংস
  • ঘ. মাত্র

উত্তরঃ গো-মাংস

বিস্তারিত

ঘর পোড়া ----- সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়।

  • ক. ছাগল
  • খ. গরু
  • গ. ভেড়া
  • ঘ. ঘোড়া

উত্তরঃ গরু

বিস্তারিত

ওল বলে মান কচু তুমি বড় ------

  • ক. ঝাল
  • খ. ভাল
  • গ. কাল
  • ঘ. লাগো

উত্তরঃ লাগো

বিস্তারিত

অল্প বিদ্যা ভয়ংকরী, কথায় কথায়------------

  • ক. ইংরেজি
  • খ. ফরাসি
  • গ. বাহাদুরী
  • ঘ. ডিকশনারী

উত্তরঃ ডিকশনারী

বিস্তারিত

এক -- শীত যায় না।

  • ক. কাপড়ে
  • খ. মাঘে
  • গ. কাঁথায়
  • ঘ. পৌষে

উত্তরঃ মাঘে

বিস্তারিত

আমি যদি হতাম বনহংস ------- হতে তুমি

  • ক. বনহাস
  • খ. বনের পাখি
  • গ. বনহংসী
  • ঘ. পাতিহাস

উত্তরঃ বনহংসী

বিস্তারিত

উদোর পিণ্ডি -------- ঘাড়ে।

  • ক. আমার
  • খ. অধমের
  • গ. বুদোর
  • ঘ. পড়বে

উত্তরঃ বুদোর

বিস্তারিত

‘কি আঁচল বিছায়েছ------ নদীর কূলে কূলে।” শূন্যস্থানে কোন কোন শব্দ হবে?

  • ক. শান্ত ছায়ায়
  • খ. বটের মূলে
  • গ. সাগর তলে
  • ঘ. গাছের তলে

উত্তরঃ বটের মূলে

বিস্তারিত

‘মা তোর বদন খানি মলিন হলে, আমি......ভাসি’ শূন্যস্থান পূরণ করুন।

  • ক. চোখের জলে
  • খ. নয়ন জলে
  • গ. বুকের জলে
  • ঘ. নদীর জলে

উত্তরঃ নয়ন জলে

বিস্তারিত

কপোল ভাসিয়া যায়------ জলে।

  • ক. নয়নের
  • খ. চোখের
  • গ. বৃষ্টির
  • ঘ. ঝর্ণার

উত্তরঃ নয়নের

বিস্তারিত

‘আমি ভরা তরী করি-।’ শূন্যস্থানে কোনটি বসবে?

  • ক. উদ্ধার
  • খ. নিমজ্জিত
  • গ. রক্ষা
  • ঘ. ভরাডুবি

উত্তরঃ ভরাডুবি

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects