বানান ও বাক্য শুদ্ধি
- ক. আদ্যাবধি তার শারিরীক অবস্থার উন্নতি হয়নি
- খ. আদ্যবধি তার শারিরিক অবস্থার উন্নতি হয়নি
- গ. অদ্যবধি তার শারিরিক অবস্থার উন্নতি হয়নি
- ঘ. অদ্যাবধি তার শারীরিক অবস্থার উন্নত হয়নি
উত্তরঃ অদ্যাবধি তার শারীরিক অবস্থার উন্নত হয়নি
- ক. দৈন্যতা প্রশংসনীয় নয়
- খ. দীনতা প্রশংসনীয় নয়
- গ. দৈন্যতা অপ্রসংসনীয়
- ঘ. দৈন্যতা নিন্দনীয়
উত্তরঃ দীনতা প্রশংসনীয় নয়
- ক. স্বায়ত্ত্বশাসন
- খ. শ্ৰদ্ধাঞ্জলী
- গ. দারিদ্রতা
- ঘ. উপর্যুক্ত
উত্তরঃ উপর্যুক্ত
- ক. ইহার আবশ্যকতা নাই
- খ. সমৃদ্ধশালী বাংলাদেশ আমাদের একান্ত কাম্য
- গ. আপনি সপরিবার আমন্ত্রিত
- ঘ. সমুদয় পক্ষীই নীড় বাঁধে
উত্তরঃ সমৃদ্ধশালী বাংলাদেশ আমাদের একান্ত কাম্য
নিচের কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ?
- ক. আমি কারও সাতেও নেই, সরেরোতেও নেই।
- খ. আপনি স্বপরিবারে আমন্ত্রিত
- গ. তার দু’চোখ অশ্রুতে ভেসে গেল।
- ঘ. সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম।
উত্তরঃ তার দু’চোখ অশ্রুতে ভেসে গেল।
- ক. বিকেন্দ্রীকরণ
- খ. বিকেন্দ্রিকরণ
- গ. বীকেন্দ্রিকরণ
- ঘ. বীকেন্দ্রীকরণ
উত্তরঃ বিকেন্দ্রীকরণ
- ক. তিনি সস্ত্রীক শহরে থাকেন।
- খ. তিনি ও স্ত্রী শহরে থাকেন।
- গ. তিনি স্ব-স্ত্রীসহ শহরে থাকেন।
- ঘ. তিনি স্বস্ত্রীক শহরে থাকেন।
উত্তরঃ তিনি স্ব-স্ত্রীসহ শহরে থাকেন।
- ক. সূর্য পূর্বদিকে উদয়মান হয়।
- খ. সূর্য পূর্বদিকে উদিয়ামান হয়।
- গ. সূর্য পূর্বদিকে উদয় হয়।
- ঘ. সূর্য পূর্বদিকে উদিত হয়।
উত্তরঃ সূর্য পূর্বদিকে উদিত হয়।
- ক. আপনি সপরিবারে আমন্ত্রিত।
- খ. গতকালের সভায় সকল শিক্ষক ও অভিভাবক উপস্থিত ছিলেন।
- গ. লোকটি নিরপরাধী
- ঘ. অন্ধজনে দেহ আলো
উত্তরঃ লোকটি নিরপরাধী
- ক. আনুস্বাঙ্গিক
- খ. আনুষঙ্গিক
- গ. আনুষাঙ্গিক
- ঘ. আনুসাঙ্গিক
উত্তরঃ আনুষঙ্গিক
- ক. মূহুর্মুহু, ব্যাতয়, মৃতুত্তীর্ণ
- খ. মুহুর্মূহ, ব্যাত্যয়, মৃত্যুত্তীর্ণ
- গ. মুহুর্মুহু, ব্যত্যয়, মৃত্যুত্তীর্ণ
- ঘ. মুহুর্মুহ, ব্যত্যয়, মৃত্যুত্তীর্ণ
উত্তরঃ মুহুর্মুহু, ব্যত্যয়, মৃত্যুত্তীর্ণ
- ক. আপনি স্বপরিবারে আমন্ত্রিত
- খ. তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম
- গ. তোমার পরশ্রীকাতরতায় আমি মুগ্ধ নই
- ঘ. সেদিন থেকে তিনি সেখানে আর যায় না
উত্তরঃ তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম
- ক. প্রসন্ন - বিষণ্ণ
- খ. নিষ্পাপ - পাপিনী
- গ. অহিংস - সহিংস
- ঘ. দোষী - নির্দোষী
উত্তরঃ দোষী - নির্দোষী
- ক. চুর্ণবিচুর্ণ
- খ. চুর্ণবিচূর্ণ
- গ. চুর্নবিচুর্ণ
- ঘ. চূর্ণবিচূর্ণ
উত্তরঃ চূর্ণবিচূর্ণ
- ক. স্বায়ত্তশাসন
- খ. স্বায়ত্বশাসন
- গ. স্বায়ত্ত্বশাসন
- ঘ. সবগুলো
উত্তরঃ স্বায়ত্তশাসন
- ক. রুগ্ন, শিহরণ, বাল্মীকি
- খ. অদ্যবধি, তিরস্কার, ধরণ
- গ. দারুন, দৈন্যতা, বৈচিত্র
- ঘ. জাত্যাভিমান, ব্রহ্মপুত্র, প্রবেশক
উত্তরঃ রুগ্ন, শিহরণ, বাল্মীকি
- ক. সায়ত্ত্বশাসন
- খ. সর্বস্বান্ত
- গ. মুমূর্ষু
- ঘ. শুশ্রুষা
উত্তরঃ সায়ত্ত্বশাসন
- ক. পরিস্কার, পুরষ্কার
- খ. বিকৃত, বিক্রীত
- গ. স্বিকার, শীকার
- ঘ. ধরণ, ধারণা
উত্তরঃ বিকৃত, বিক্রীত
- ক. আমার কথাই প্রমান্য হলো
- খ. আমার কথাই প্রমাণ হলো
- গ. আমার কথাই প্রমানীত হলো
- ঘ. আমার কথাই প্রমাণিত হলো
উত্তরঃ আমার কথাই প্রমাণিত হলো
- ক. সে সংকট অবস্থায় পড়েছে
- খ. সে সংকট অবস্থায় পড়েছে
- গ. সে সংকটে পড়েছে
- ঘ. সে সংকটে পরেছে
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
- ক. পুনঃরুজ্জীবন
- খ. পুনরুজ্জীবণ
- গ. পুনরুজ্জীবন
- ঘ. পূনরুজ্জীবন
উত্তরঃ পুনরুজ্জীবন
- ক. আমার বড় দুরাবস্থা
- খ. আমার বড় দুরবস্থা
- গ. আমার বড় দূরবস্থা
- ঘ. আমার বড় দূরাবস্থা
উত্তরঃ আমার বড় দুরবস্থা
- ক. প্রত্যুদগমন
- খ. প্রত্যুতগমন
- গ. প্রত্যুগমন
- ঘ. প্রত্যুদগমণ
উত্তরঃ প্রত্যুদগমন
- ক. দীনতা সব সময় ভাল নয়
- খ. দেশের দারিদ্র্য দূর করতে হবে
- গ. সময় বড় সংক্ষিপ্ত
- ঘ. এখানে প্রবেশ নিষিদ্ধ
উত্তরঃ দীনতা সব সময় ভাল নয়
- ক. বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রের স্বীকার হন।
- খ. বিদ্বান ব্যক্তিগণ দারিদ্রের শিকার হন।
- গ. বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রতার শিকার হন।
- ঘ. বিদ্বান ব্যক্তিগণ দরিদ্রতার স্বীকার হন।
উত্তরঃ বিদ্বান ব্যক্তিগণ দরিদ্রতার স্বীকার হন।
- ক. মুর্হমুহু
- খ. মুর্হুমুহু
- গ. মুহুর্মুহু
- ঘ. মুর্হুমুহ
উত্তরঃ মুহুর্মুহু
বাংলা বানানরীতি অনুযায়ী কোন দুটি বানান শুদ্ধ?
- ক. জাতী/জাতি
- খ. নারী/নারি
- গ. হাতি/পাখি
- ঘ. নামী/দামি
উত্তরঃ নারী/নারি
- ক. তাহার জীবন সংশয়ময়
- খ. তাহার জীবন সংশয়পূর্ণ
- গ. তাহার জীবন সংশয়াপূর্ণ
- ঘ. তাহার জীবন সংশয়ভরা
উত্তরঃ তাহার জীবন সংশয়াপূর্ণ
- ক. তার সৌজন্যতায় আমি সুযোগটি পেয়েছি।
- খ. তাহার সৌজন্যতায় আমি সুযোগটি পেয়েছি।
- গ. তার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি।
- ঘ. তাহার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি।
উত্তরঃ তার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি।
- ক. গণনা, গনিকা, শোনিত
- খ. গণনা, গণিকা, শোণিত
- গ. গনণা, গনিকা, শোনিত
- ঘ. গননা, গণিকা, শোনিত
উত্তরঃ গণনা, গণিকা, শোণিত
‘সকল শিক্ষকগণ আজ উপস্থিত’ - বাক্যটি কোন দোষে দুষ্ট?
- ক. গুরুচণ্ডালী দোষ
- খ. বিদেশি শব্দ দোষ
- গ. দুর্বোধ্যতা দোষ
- ঘ. বাহুল্য দোষ
উত্তরঃ বাহুল্য দোষ
- ক. অনুষঙ্গিক
- খ. আনুসঙ্গিক
- গ. আনুষঙ্গিক
- ঘ. আনুসাংগিক
উত্তরঃ আনুষঙ্গিক
- ক. বিভুতিভূষন
- খ. বিভূতিভূষণ
- গ. বিভূতিভুষণ
- ঘ. বিভূতিভূষণ
উত্তরঃ বিভূতিভূষণ
- ক. অভ্যন্তরীণ
- খ. অভ্যন্তরিন
- গ. আভ্যন্তরীন
- ঘ. আভ্যন্তরিন
উত্তরঃ অভ্যন্তরীণ
- ক. তাহারা বাড়ী যাচ্ছে
- খ. মাদকাসক্তি ভালো নয়
- গ. বাংলাদেশ উন্নয়নশীল দেশ
- ঘ. তোমার দ্বারা সে অপমানিত হয়েছে
উত্তরঃ তাহারা বাড়ী যাচ্ছে
- ক. স্বায়ত্ত্বশাসন
- খ. সায়ত্তশাসন
- গ. সায়ত্ত্বশাসন
- ঘ. স্বায়ত্বশাসন
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
নিচের কোন বানারগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ?
- ক. নিক্কণ, সূচগ্র, অনুধ্র্ব
- খ. অনূর্বর, ঊর্ধ্বগামী, শুদ্ধশুদ্ধি
- গ. ভূরিভূরি, ভূঁড়িওয়ালা, মাতৃষ্বসা
- ঘ. রানি, বিকিরণ, দুরতিক্রম্য
উত্তরঃ নিক্কণ, সূচগ্র, অনুধ্র্ব
- ক. অহিংস-সহিংস
- খ. প্রসন্ন-বিষণ্ণ
- গ. দোষী-নির্দোষী
- ঘ. নিষ্পাপ-পাপিনী
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
- ক. অহিংস-সহিংস
- খ. প্রসন্ন-বিষণ্ণ
- গ. দোষী-নির্দোষী
- ঘ. নিষ্পাপ-পাপিনী
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
- ক. আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
- খ. তার কথা শুনে আমি আশ্চর্যাম্বিত হলাম।
- গ. তোমার পরশ্যীকাতরতায় আমি মুগ্ধ।
- ঘ. সেদিন থেকে তিনি সেখানে আর যায় না।
উত্তরঃ তার কথা শুনে আমি আশ্চর্যাম্বিত হলাম।
- ক. দৈন্যতা সর্বদা মহত্বের পরিচায়ক নয়
- খ. দৈনতা সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
- গ. দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
- ঘ. দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
উত্তরঃ দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
- ক. তোমার গোপন কথা শোনা আমার পক্ষে সম্ভব নয়
- খ. দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা
- গ. সলজ্জিত হাসি হেসে মেয়েটি উত্তর দিল
- ঘ. সর্ব বিষয়ে বাহুল্যর্তা বর্জন করা উচিত
উত্তরঃ দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা
- ক. তাহার জীবন সংশয়পূর্ণ
- খ. তাহার জীবন সংশয়ময়
- গ. তাহার জীবন সংশয়াপন্ন
- ঘ. তাহার জীবন সংশয়ভরা
উত্তরঃ তাহার জীবন সংশয়াপন্ন
শুদ্ধ বানানের শব্দগুচ্ছ সনাক্ত করুন-
- ক. ভবিষ্যৎ, ভৌগলিক, যক্ষা
- খ. যশলাভ, সদ্যোজাত, সংবর্ধনা
- গ. স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জম্মবার্ষিক
- ঘ. ঐক্যতান, কেবলমাত্র, উপরোক্ত
উত্তরঃ যশলাভ, সদ্যোজাত, সংবর্ধনা
- ক. সূচিম্মিতা
- খ. সূচিম্মীতা
- গ. সুচীম্মিতা
- ঘ. সুচিম্মিতা
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
- ক. মুহুর্মহু
- খ. মূহুর্মহু
- গ. মুর্হুমূর্হু
- ঘ. মুর্হুমুহু
উত্তরঃ মুহুর্মহু
বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি বানানই শুদ্ধ?
- ক. হাতি/হাতী
- খ. নারি/নারী
- গ. জাতি/জাতী
- ঘ. দাদি/দদী
উত্তরঃ দাদি/দদী
- ক. বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রের শিকার হন
- খ. বিদ্যান ব্যক্তিগণ দারিদ্রতার শিকার হন
- গ. বিদ্বান ব্যক্তিগণ দারিদ্রেযের শিকার হন
- ঘ. বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রতার শিকার হন
উত্তরঃ বিদ্বান ব্যক্তিগণ দারিদ্রেযের শিকার হন
- ক. একটা গোপনীয় কথা বলি
- খ. একটি গোপন কথা বলি
- গ. একটা গোপন কথা বলি
- ঘ. একটি গুপ্ত কথা বলি
উত্তরঃ একটা গোপনীয় কথা বলি
- ক. দুর্বলবশতঃ অনাথিনী বসে পড়ল
- খ. দুর্বলবশত অনাথিনী বসে পড়ল
- গ. দুর্বলবশত অনাথা বসে পড়ল
- ঘ. দুর্বলবশতঃ অনাথা বসে পড়ল
উত্তরঃ দুর্বলবশত অনাথা বসে পড়ল
‘বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর’- বাক্যটির শুদ্ধরূপ কোনটি?
- ক. বিদ্যান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
- খ. বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
- গ. বিদ্বান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর
- ঘ. বিদ্বান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
উত্তরঃ বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
- ক. তোমার গোপন কথা শোনা আমার পক্ষে সম্ভব নয়
- খ. দারিদ্রতা আমাদের প্রধান সমস্যা
- গ. সলজ্জিত হাসি হেসে মেয়েটি উত্তর দিল
- ঘ. সর্ববিষয়ে বাহুল্যতা বর্জন করা উচিত
উত্তরঃ সলজ্জিত হাসি হেসে মেয়েটি উত্তর দিল
বাংলা বানান রীতি অনুযায়ী কোন দুটি বানান শুদ্ধ?
- ক. হাতি/হাতী
- খ. নারি/নারী
- গ. জাতি/জাতী
- ঘ. দাদি/দাদী
উত্তরঃ নারি/নারী
- ক. দরিদ্রতা অভিশাপ
- খ. ফুল দেখতে সৌন্দর্য
- গ. ভুল লিখতে ভূল করো না
- ঘ. শনিতে অশনি দেখতে পাইলাম
উত্তরঃ দরিদ্রতা অভিশাপ
প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে নিচের কোন শব্দজোড়ের বানান শুদ্ধ?
- ক. পিপীলিকা, নির্নিমেষ
- খ. পিপিলিকা, নির্নিমেস
- গ. পিপীলিকা, নির্ণিমেষ
- ঘ. পিপিলিকা, নির্নিমেশ
উত্তরঃ পিপীলিকা, নির্নিমেষ
- ক. অভ্যন্তরীন
- খ. অভ্যন্তরীণ
- গ. আভ্যন্তরীণ
- ঘ. আভ্যন্তরীন
উত্তরঃ অভ্যন্তরীণ
- ক. দুষ্কৃতকারি
- খ. দুষ্কৃতকারী
- গ. দুস্কৃতিকারী
- ঘ. দুষ্কৃতিকারি
উত্তরঃ দুষ্কৃতকারী
- ক. সহযোগীতা
- খ. প্রতিযোগিতা
- গ. বৈশিষ্ট্যতা
- ঘ. শ্রদ্ধঞ্জলী
উত্তরঃ প্রতিযোগিতা
- ক. অহিংস - সহিংস
- খ. প্রসন্ন - বিষণ্ণ
- গ. দোষী - নির্দোষী
- ঘ. নিষ্পাপ - পাপিন
উত্তরঃ দোষী - নির্দোষী
- ক. অনেক সন্ন্যাসিতে গাজন নষ্ট
- খ. অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
- গ. অনেক সন্ন্যাসীতে গাজন নষ্ট
- ঘ. অধিক সন্ন্যাসীতে গান নষ্ট
উত্তরঃ অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
- ক. কেবল মাত্র তুমি যাবে
- খ. এতে আশ্চার্য হলাম
- গ. বিবিধ জিনিস কিনলাম
- ঘ. এ সংবাদে সন্তোষ হলাম
উত্তরঃ বিবিধ জিনিস কিনলাম
কোন বাক্যটির শুদ্ধ প্রয়োগ হয়েছে?
- ক. অন্যায়ের ফল অনিবার্য
- খ. অন্যায়ের ফল দুর্নিবার্য
- গ. অন্যায়ের ফল ভয়াবহ
- ঘ. অন্যায়ের শাস্তি মৃত্যু
উত্তরঃ অন্যায়ের ফল অনিবার্য
- ক. অগ্নবিনা
- খ. অগ্নিবীণা
- গ. অগ্নিবিণা
- ঘ. অগ্নিবীনা
উত্তরঃ অগ্নিবীণা
- ক. অভ্যন্তরীণ
- খ. আভ্যন্তরীণ
- গ. অভ্যন্তরীন
- ঘ. আভ্যন্তরীণ
উত্তরঃ অভ্যন্তরীণ
- ক. সুচিস্মিতা
- খ. সুচিষ্মিতা
- গ. সুচীস্মিতা
- ঘ. সুচশ্মতা
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
- ক. আমি সাক্ষী দিব না।
- খ. একথা প্রমানিত হয়েছে।
- গ. বিধি লঙ্ঘন হয়েছে।
- ঘ. দৈন্যতা প্রশংসনীয় নয়।
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
- ক. অহিংস - সহিংস
- খ. প্রসন্ন - বিষণ্ণ
- গ. দোষী - নির্দোষ
- ঘ. নিষ্পাপ - পাপিনী
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
- ক. আমার কথাই প্রমাণ হলো
- খ. আমার কথাই প্রমাণিত হলো
- গ. আমার কথা প্রমাণ হলো
- ঘ. আমার কথাই প্রমাণিত হলো
উত্তরঃ আমার কথাই প্রমাণিত হলো
- ক. সাবধান পূর্বক চলবে
- খ. একটি গোপন কথা বলি
- গ. সূর্য উদয় হয়েছে
- ঘ. গণিত খুব জটিল
উত্তরঃ গণিত খুব জটিল
- ক. অত্যাধিক
- খ. আদ্যাক্ষর
- গ. আবিষ্কার
- ঘ. অদ্যপি
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
- ক. তুমি নির্দোষী নও
- খ. সব মাছগুলোর দাম কত?
- গ. আমি সন্তোষ হলাম
- ঘ. দৈন্যতা সব সময় ভাল না
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
- ক. দুরাবস্থা
- খ. দূরাবস্থা
- গ. দুরবস্থা
- ঘ. দূরবস্থা
উত্তরঃ দুরবস্থা
- ক. প্রাণিজগৎ
- খ. প্রাণীজগৎ
- গ. মন্ত্রীসভা
- ঘ. স্থায়ীত্ব
উত্তরঃ প্রাণিজগৎ
- ক. আভ্যন্তরীন
- খ. অভ্যন্তরীণ
- গ. আভ্যন্তরীণ
- ঘ. অভ্যন্তরীন
উত্তরঃ অভ্যন্তরীণ
- ক. দ্ব্যার্থ
- খ. দ্ব্যর্থ্য
- গ. দ্ব্যর্থ
- ঘ. দ্ব্যার্থ্য
উত্তরঃ দ্ব্যর্থ
- ক. অধ্যাবসায়
- খ. অধ্যাবসর
- গ. অধ্যাবসায়
- ঘ. অধ্যবাসায়
উত্তরঃ অধ্যাবসায়
- ক. বয়োপ্রাপ্ত
- খ. বয়ঃপ্রাপ্ত
- গ. বয়োঃপ্রাপ্ত
- ঘ. বয়প্রাপ্ত
উত্তরঃ বয়ঃপ্রাপ্ত
- ক. সেদিন থেকে তিনি আর সেখানে যায় না
- খ. তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম
- গ. আপনি স্বপরিবারে আমন্ত্রিত
- ঘ. তোমার পরশ্রীকাতরতায় আমি মুগ্ধ
উত্তরঃ তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম
বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর কোন জেলায় অবস্থিত?
- ক. কক্সবাজার
- খ. চট্রগ্রাম
- গ. খুলনা
- ঘ. পটুয়াখালী
উত্তরঃ পটুয়াখালী
- ক. এখানে সে ফিরে আসেনি
- খ. সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না
- গ. তিনি মূর্ছিত হয়ে পড়েছেন
- ঘ. তুমি তার কথা বিশ্বাস করো না
উত্তরঃ সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না
- ক. গণনা, গণিকা, শোণিত
- খ. গনণা, গনিকা, শোনিত
- গ. গননা, গণিকা, শোনিত
- ঘ. গণনা, গনিকা, শোসিত
উত্তরঃ গণনা, গণিকা, শোণিত
- ক. মিঠুর কোনো ভৌগোলিক জ্ঞান নেই
- খ. হিমালয় পর্বত দুর্লঙ্ঘনীয়
- গ. গড্ডািকা প্রবাহে গা ভাসিয়ো না
- ঘ. স্বাক্ষর লোক মাত্রই শিক্ষিত নয়
উত্তরঃ মিঠুর কোনো ভৌগোলিক জ্ঞান নেই
- ক. প্রতিযোগিতা
- খ. প্রতিযোগীতা
- গ. পতিযোগিতা
- ঘ. প্রতীযোগীতা
উত্তরঃ প্রতিযোগিতা
- ক. আয়ত্তাধীন, অহোরাত্রি, অদ্যপি
- খ. গড্ডালিকা, চিন্ময়, কল্যান
- গ. গৃহন্ত, গণনা, ইদানিং
- ঘ. আবশ্যক, মিথষ্ক্রিয়া, গীতালি
উত্তরঃ আবশ্যক, মিথষ্ক্রিয়া, গীতালি
- ক. প্রত্যুদগমন
- খ. প্রত্যুগমন
- গ. প্রত্যুতগমন
- ঘ. প্রত্যুদগমণ
উত্তরঃ প্রত্যুদগমন
- ক. স্বায়ত্তশাসন
- খ. স্বায়ত্বশাসন
- গ. সায়ত্বশাসন
- ঘ. সায়ত্ত্বশাসন
উত্তরঃ স্বায়ত্তশাসন
- ক. নির্মীলিত
- খ. নির্মীিত
- গ. মির্মিলিত
- ঘ. নীর্মিলিত
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
- ক. অভ্যন্তরীন
- খ. আভ্যন্তরীন
- গ. অভ্যন্তরীণ
- ঘ. আভ্যন্তরীণ
উত্তরঃ অভ্যন্তরীণ
- ক. ধ্যাণধারণা
- খ. ধ্যানধারণা
- গ. ধ্যানধারনা
- ঘ. ধ্যাণধারনা
উত্তরঃ ধ্যানধারণা
- ক. ভ্রাতূষ্পুত্র
- খ. ভ্রাতুস্পুত্র
- গ. ভ্রাতুষ্পুত্র
- ঘ. ভ্রাতুষ্পুত্র
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ?
- ক. নিক্কণ, সূচগ্র, অনুধ্র্ব
- খ. অনূর্বর, ঊধ্র্বগামী, শুদ্ধ্যশুদ্ধি
- গ. ভূরিভূরি, ভূঁড়িওয়ালা, মাতৃষ্বসা
- ঘ. রানি, বিকিরণ, দুরতিক্রম্য
উত্তরঃ নিক্কণ, সূচগ্র, অনুধ্র্ব
- ক. কারো ফাগুন মাস, কারো সর্বনাশ।
- খ. সে প্রাণিবিদ্যায় দুর্বল।
- গ. আগত শনিবার কলেজ বন্ধ থাকবে।
- ঘ. বিধি লঙ্ঘিত হয়েছে।
উত্তরঃ বিধি লঙ্ঘিত হয়েছে।
- ক. দারিদ্রতাই প্রধান সমস্যা
- খ. দারিদ্রতাই আমাদের মূল সমস্যা
- গ. দারিদ্র্য আমাদের প্রধান সমস্যা
- ঘ. দারিদ্রতাই আমাদের প্রধান সমস্যা
উত্তরঃ দারিদ্র্য আমাদের প্রধান সমস্যা
- ক. তোমার গোপন কথা শোনা আমার পক্ষে সম্ভব নয়
- খ. দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা
- গ. সলজ্জিত হাসি হেসে মেয়েটি উত্তর দিল
- ঘ. সর্ব বিষয়ে বাহুল্যর্তা বর্জন করা উচিত
উত্তরঃ দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা
-
Anonymous - 1 year ago
ধন্যবাদ