বাগধারা
- ক. গোপন চুক্তি
- খ. বৃহৎ ব্যাপার
- গ. অবিলম্ব
- ঘ. দীর্ঘস্থায়ী
উত্তরঃ অবিলম্ব
‘গদাই লস্করি চাল' বাগধারাটির অর্থ কী?
- ক. তুচ্ছ পদার্থ
- খ. আলসেমি
- গ. অন্ধ অনুকরণ
- ঘ. তুমুল কাণ্ড
উত্তরঃ আলসেমি
'চির অশান্তি' অর্থে কোন বাগধারাটি যথোপযুক্ত?
- ক. ভরাডুবি
- খ. রাবণের চিতা
- গ. জগদ্দল পাথর
- ঘ. ঢাকের ভায়া
উত্তরঃ রাবণের চিতা
- ক. আটকপালে-ইঁদুর কপালে
- খ. অকাল কুষ্মাণ্ড-আমড়া কাঠের ঢেঁকি
- গ. ঢাকের কাঠি-খয়ের খাঁ
- ঘ. গোঁফ খেজুরে-কাছা ঢিলা
উত্তরঃ গোঁফ খেজুরে-কাছা ঢিলা
'তামার বিষ' বাগধারাটির অর্থ কী?
- ক. ক্ষনস্থায়ী বন্ধু
- খ. অর্থের কু প্রভাব
- গ. তীব্র জ্বালা
- ঘ. অসম্ভব বস্তু
উত্তরঃ অর্থের কু প্রভাব
‘খণ্ড প্রলয়’ প্রবাদটির প্রায়োগিক অর্থ -
- ক. তুমুলকাণ্ড
- খ. কথা কাটাকাটি
- গ. ভয়ংকর ঘটনা
- ঘ. মহা ঝড় ঝাপটা
উত্তরঃ তুমুলকাণ্ড
- ক. অহংকার
- খ. বিষের কষ্ট
- গ. অর্থের কুপ্রভাব
- ঘ. বিষাক্ত তামা
উত্তরঃ অর্থের কুপ্রভাব
- ক. অমাবস্যা
- খ. গলা ধাক্কা দেওয়া
- গ. কাছে টানা
- ঘ. কাস্তে
উত্তরঃ গলা ধাক্কা দেওয়া
- ক. বচন কান্না
- খ. বনের কান্না
- গ. পাগলের প্রলাপ
- ঘ. নিস্ফল আবেদন
উত্তরঃ নিস্ফল আবেদন
‘রজ্জুতে সর্পজ্ঞান’ বাগধারাটির অর্থ কী?
- ক. আচমকা বিপদ
- খ. সাপকে দড়ি দিয়ে বাধা
- গ. যাদুকারী বিদ্যা অর্জন করা
- ঘ. বিভ্রম
উত্তরঃ বিভ্রম
‘খণ্ড প্রলয়’ বাগধারাটির অর্থ কী?
- ক. সামান্য বস্তু
- খ. কোলাহল
- গ. ভীষণ ব্যাপার
- ঘ. ভীষণ গণ্ডগোল
উত্তরঃ ভীষণ গণ্ডগোল
- ক. গালাগালি করা
- খ. প্রলাপ বকা
- গ. একধরনের গান
- ঘ. প্রশংসা করা
উত্তরঃ গালাগালি করা
‘কেঁচে গন্ডুস’ শব্দটির অর্থ কী?
- ক. নিতান্ত অলস
- খ. অসার
- গ. পুনরায় আরম্ভ
- ঘ. সামান্য
উত্তরঃ পুনরায় আরম্ভ
নিচের কোন বাগধারা দিয়ে ‘ভূমিকা’ বোঝায়?
- ক. গোবরে গণেশ
- খ. গৌরচন্দ্রিকা
- গ. জলপানি
- ঘ. পত্রপাঠ
উত্তরঃ গৌরচন্দ্রিকা
- ক. ঘাটে নামা
- খ. কাজে নামা
- গ. সর্বনাশ করা
- ঘ. প্রস্তুতি নেওয়া
উত্তরঃ প্রস্তুতি নেওয়া
‘বিধির বিড়ম্বনা’ এর বাগধারা কী?
- ক. অলক্ষ্মীর দশা
- খ. অগ্নি পরীক্ষা
- গ. অদৃষ্টের পরিহাস
- ঘ. আটক
উত্তরঃ অদৃষ্টের পরিহাস
‘সৌভাগ্যের বিষয়’ কোন বাগধারা দ্বারা প্রকাশ পায়?
- ক. একাদশে বৃহস্পতি
- খ. চাঁদের হাট
- গ. পোয়াবারো
- ঘ. রাহুর দশা
উত্তরঃ একাদশে বৃহস্পতি
‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থ কী?
- ক. কপট ব্যক্তি
- খ. ঘনিষ্ঠ সম্পর্ক
- গ. হতভাগ্য
- ঘ. মোসাহেব
উত্তরঃ মোসাহেব
নিচের কোন বাগধারাটির অর্থ ‘মোসাহেব’?
- ক. খয়ের খাঁ
- খ. কাছা ঢিলা
- গ. চিনির বলদ
- ঘ. লেফাফা দুরস্ত
উত্তরঃ খয়ের খাঁ
‘চিনির বলদ’ বাগধারাটির অর্থ কি?
- ক. নিষ্ফল পরিশ্রম
- খ. সস্তা দাম
- গ. নিষ্ক্রিয় বস্তু
- ঘ. অপদার্থ
উত্তরঃ নিষ্ফল পরিশ্রম
”ঘাটের মড়া”- বাগধারাটির অর্থ কী?
- ক. ঘৃণার বস্তু
- খ. অতি বৃদ্ধ
- গ. সদ্য মৃত
- ঘ. দুর্বল
উত্তরঃ অতি বৃদ্ধ
পটল তােলা’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
- ক. পটল গাছ থেকে পটল তােলা
- খ. পটল খাওয়া
- গ. মারা যাওয়া
- ঘ. ফেল করা
উত্তরঃ মারা যাওয়া
- ক. গণ্যমান্য ব্যক্তি
- খ. গণ্যের মান্য
- গ. মান্যবর
- ঘ. মাননীয় জনগণ
উত্তরঃ গণ্যমান্য ব্যক্তি
‘শরতের শিশির’ বাগধারাটির অর্থ কী?
- ক. সচেতন হওয়া
- খ. কাশফুলের শিশির
- গ. দুঃসময়ে বন্ধু
- ঘ. ক্ষণস্থায়ী
উত্তরঃ ক্ষণস্থায়ী
বাগধারার অর্থ নির্ণয় করুন : ‘খয়ের খাঁ’ ।
- ক. ধার্মিক
- খ. বেহায়া
- গ. ভণ্ড সাধু
- ঘ. চাটুকার
উত্তরঃ চাটুকার
‘যার কোন মূল্য নেই’ তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হয়?
- ক. ডাকাবুকা
- খ. তামার বিষ
- গ. তুলশী বনের বাঘ
- ঘ. ঢাকের বায়া
উত্তরঃ ঢাকের বায়া
‘তামার বিষ’ বাগধারার অর্থ কোনটি?
- ক. গভীর আঘাত
- খ. ধাতব পদার্থের আঘাত
- গ. অর্থের কুপ্রভাব
- ঘ. পুরানো ক্ষত
উত্তরঃ অর্থের কুপ্রভাব
‘ব্যাঙের আধুলি’ বাগধারার অর্থ -
- ক. অসম্ভব ঘটনা
- খ. সামান্য সম্পদ
- গ. দুঃসাধ্য বস্তু
- ঘ. চক্ষুশূল
উত্তরঃ সামান্য সম্পদ
- ক. নিষ্ঠুর
- খ. মিথ্যা শোক
- গ. মমত্ববোধ
- ঘ. শোকে পাথর
উত্তরঃ মিথ্যা শোক
- ক. পূর্ণিমা রাত
- খ. জ্যোৎস্না
- গ. আনন্দের প্রাচুর্য
- ঘ. কচিকাঁচার মেলা
উত্তরঃ আনন্দের প্রাচুর্য
নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক?
- ক. শরতের শিশির
- খ. দুধের মাছি
- গ. সুখের পায়রা
- ঘ. লক্ষ্মীর বরযাত্রী
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
‘অক্কা পাওয়া’ বাগধারার প্রকৃত অর্থ কোনটি?
- ক. মরে যাওয়া
- খ. নিষ্কৃতি পাওয়া
- গ. ঝরে যাওয়া
- ঘ. পড়ে যাওয়া
উত্তরঃ মরে যাওয়া
‘সর্বনাশ’ বোঝাতে কোন বাগধারাটির প্রয়োজন?
- ক. মগের মুল্লুক
- খ. পুকুরচুরি
- গ. বালির বাঁধ
- ঘ. ভরাডুবি
উত্তরঃ ভরাডুবি
- ক. পক্ষপাতদুষ্ট
- খ. স্পষ্টভাষী
- গ. মিথ্যাবাদী
- ঘ. অহংকার
উত্তরঃ স্পষ্টভাষী
‘কার্যে বিরতি’ অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য?
- ক. হাত করা
- খ. হাত গুটান
- গ. হাত থাকা
- ঘ. হাত আসা
উত্তরঃ হাত গুটান
‘জিলাপির প্যাঁচ’ - বাগধারাটির অর্থ কী?
- ক. প্যাঁচানো
- খ. জটিল
- গ. কুটিল বুদ্ধি
- ঘ. কলহপ্রিয়
উত্তরঃ কুটিল বুদ্ধি
- ক. চৈত্র সংক্রান্তি
- খ. পৌষ সংক্রান্তি
- গ. শিরে সংক্রান্তি
- ঘ. শিব-সংক্রান্তি
উত্তরঃ শিরে সংক্রান্তি
- ক. কাল্পনিক জন্তু
- খ. গোমড়ামুখো লোক
- গ. মুরগি
- ঘ. পুরাণোক্ত পাখি
উত্তরঃ গোমড়ামুখো লোক
‘নিরানব্বইয়ের ধাক্কা’ বাগধারাটির অর্থ-
- ক. তীরে পৌঁছার ঝক্কি
- খ. সঞ্চয়ের প্রবৃত্তি
- গ. মুমূর্ষু অবস্থা
- ঘ. আসন্ন বিপদ
উত্তরঃ সঞ্চয়ের প্রবৃত্তি
- ক. সাহায্যকারী
- খ. তোষামুদে
- গ. বাদক
- ঘ. স্বাস্থ্যহীন লোক
উত্তরঃ তোষামুদে
- ক. বন্ধুদের আগমন
- খ. আত্মীয় সমাগম
- গ. প্রিয়জন সমাগম
- ঘ. গণ্যমান্যদের সমাগম
উত্তরঃ প্রিয়জন সমাগম
- ক. অহংকারী
- খ. স্পষ্টবাদী
- গ. মিথ্যাবাদী
- ঘ. পক্ষপাতদুষ্ট
উত্তরঃ স্পষ্টবাদী
- ক. রোগবিশেষ
- খ. সম্ভাব্য ঘটনা
- গ. অসম্ভব ঘটনা
- ঘ. প্রতারণা
উত্তরঃ অসম্ভব ঘটনা
- ক. ষড়যন্ত্রকারী
- খ. বাকসর্বস্ব
- গ. দীর্ঘ প্রতীক্ষমাণ
- ঘ. দীর্ঘায়ু ব্যক্তি
উত্তরঃ দীর্ঘায়ু ব্যক্তি
‘কৌশলে কার্যোদ্ধার’ - কোনটির অর্থ?
- ক. গাছে তুলে মই কাড়া
- খ. এক ক্ষুরে মাথা মুড়ানো
- গ. ধরি মাছ না ছুঁই পানি
- ঘ. আকাশের চাঁদ হাতে পাওয়া
উত্তরঃ ধরি মাছ না ছুঁই পানি
কোন প্রবচনটি ‘হতভাগ্য’ অর্থে ব্যবহৃত হয়?
- ক. আট কপালে
- খ. উড়নচণ্ডী
- গ. ছা-পোষা
- ঘ. ভূষণ্ডির কাক
উত্তরঃ আট কপালে
‘রাবণের চিতা’ বাগধারাটির অর্থ কী?
- ক. অনিষ্টের ইষ্ট লাভ
- খ. চির অশান্তি
- গ. অরাজক দেশ
- ঘ. সামান্য কিছু নিয়ে ঝগড়া লাগানো
উত্তরঃ চির অশান্তি
‘যার কোন মূল্য নেই’ তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটা হয়?
- ক. ডাকাবুকা
- খ. তুলসী বনের বাঘ
- গ. তামার বিষ
- ঘ. ঢাকের বায়া
উত্তরঃ ঢাকের বায়া
‘গোঁফ-খেজুরে’ -এই বাগধারাটির অর্থ কী?
- ক. আরামপ্রিয়
- খ. উদাসীন
- গ. নিতান্ত অলস
- ঘ. পরমুখাপেক্ষী
উত্তরঃ নিতান্ত অলস
- ক. গলাধাক্কা দেয়া
- খ. অমবস্যা
- গ. দ্বিতীয়ত
- ঘ. কাস্তে
উত্তরঃ গলাধাক্কা দেয়া
‘উভয় কূল রক্ষা’ অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি?
- ক. কারো পৌষ মাস, কারও সর্বনাশ
- খ. চাল না চুলো, ঢেঁকি না কুলো
- গ. সাপও মরে, লাঠিও না ভাঙ্গে
- ঘ. বোঝার উপর শাকের আঁটি
উত্তরঃ সাপও মরে, লাঠিও না ভাঙ্গে
কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক?
- ক. যত গর্জে তত বৃষ্টি হয় না
- খ. অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
- গ. নাচতে না জানলে উঠোন বাঁকা
- ঘ. যেখানে বাঘের ভয় সেখানে সন্ধা হয়
উত্তরঃ অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
- ক. কুৎসিত মামা
- খ. সৎ মামা
- গ. কুচক্রী মামা
- ঘ. পাতানো মামা
উত্তরঃ কুচক্রী মামা
‘হাতে দুর্বা গজানো’ বাগধারার অর্থ কী?
- ক. ছন্নছাড়া
- খ. অলুক্ষণে
- গ. আলসেমির লক্ষণ
- ঘ. অতিশয় দুর্বল
উত্তরঃ আলসেমির লক্ষণ
- ক. অবিরাম কান্না
- খ. ছিঁদকাঁদুনে
- গ. বৃথা চেষ্টা
- ঘ. বারংবার চেষ্টা করা
উত্তরঃ বৃথা চেষ্টা
- ক. বিশৃঙ্খলা
- খ. এলোমেলো
- গ. তাস খেলার ঘর
- ঘ. ক্ষণস্থায়ী
উত্তরঃ ক্ষণস্থায়ী
- ক. প্রতারণা
- খ. ক্ষণমাত্র
- গ. চক্ষুশূল
- ঘ. দিশেহারা
উত্তরঃ চক্ষুশূল
‘হাত ধয়ে বসা’ বাগধারার অর্থ কি?
- ক. খেতে বসা
- খ. ভণ্ডামি করা
- গ. শুরু করা
- ঘ. সাধু সাজা
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
‘তামার বিষ’ বাগধারাটির অর্থ কি?
- ক. ক্ষণস্থায়ী বস্তু
- খ. অর্থের কুপ্রভাব
- গ. তীব্রজ্বালা
- ঘ. অসম্ভব বস্তু
উত্তরঃ অর্থের কুপ্রভাব
‘লেজে খেলানো’ বাগধারাটির অর্থ কী?
- ক. ভয়ংকর কিছু করা
- খ. সতর্কতার সাথে কাজ করা
- গ. গুরুত্বহীন কর্ম
- ঘ. বশীভূত করে রাখা
উত্তরঃ বশীভূত করে রাখা
‘গড্ডলিকা প্রবাহ’ বাগধারাটির অর্থ কী?
- ক. অপরকে অন্ধ অনুসরণ
- খ. স্বেচ্ছায় প্রবাহিত হওয়া
- গ. অতিরিক্ত ব্যয় করা
- ঘ. আশ্রয়স্থল ত্যাগ
উত্তরঃ অপরকে অন্ধ অনুসরণ
- ক. অনিষ্ট চিন্তা
- খ. কপট নিদ্রা
- গ. অগভীর সতর্ক নিদ্রা
- ঘ. অলস নিদ্রা
উত্তরঃ অগভীর সতর্ক নিদ্রা
- ক. একই স্বভাবের
- খ. নিরেট মূর্খ
- গ. একগুঁয়ে
- ঘ. সহায় সম্বলহীন
উত্তরঃ একগুঁয়ে
‘সাক্ষী গোপাল’ বাগধারাটির অর্থ কী?
- ক. অপদার্থ
- খ. মূর্খ
- গ. সক্রিয় দর্শক
- ঘ. নিষ্ক্রিয় দর্শক
উত্তরঃ নিষ্ক্রিয় দর্শক
‘তামার বিষ’ বাগধারটির অর্থ কী?
- ক. অর্থের অভাব
- খ. অর্থের প্রাচুর্য
- গ. অর্থের কু-প্রভাব
- ঘ. অর্থের অহঙ্কার
উত্তরঃ অর্থের কু-প্রভাব
- ক. পছন্দ হওয়া
- খ. অশুভ দৃষ্টিতে পড়া
- গ. মনে ধরা
- ঘ. সুদৃষ্টিতে আসা
উত্তরঃ অশুভ দৃষ্টিতে পড়া
‘অক্কা পাওয়া’ বাগধারার অর্থ হচ্ছে -
- ক. মারা যাওয়া
- খ. কঠিন পরীক্ষা
- গ. অপদার্থ
- ঘ. দুর্লভ
উত্তরঃ মারা যাওয়া
‘দহরম মহরম’ এর বিপরীত বাগধারা কোনটি?
- ক. জিলাপর প্যাঁচ
- খ. অহিনকুল
- গ. দুধের মাছি
- ঘ. বসন্তের কোকিল
উত্তরঃ অহিনকুল
‘চাঁদের হাট’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
- ক. বিরাট আয়োজন
- খ. সৌভাগ্য লাভ
- গ. সৌভাগ্যের বিষয়
- ঘ. আনন্দের প্রাচুর্য
উত্তরঃ আনন্দের প্রাচুর্য
‘ছকড়া নকড়া’ - বাগধারাটির অর্থ কী?
- ক. সস্তা দর
- খ. নষ্ট করা
- গ. দুর্লভ বস্তু
- ঘ. আশায় নৈরাশ্য
উত্তরঃ সস্তা দর
কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে?
- ক. তুলসী বনের বাঘ
- খ. বিড়াল তপস্বী
- গ. ভিজা বিড়াল
- ঘ. বকধার্মিক
উত্তরঃ ভিজা বিড়াল
‘চাঁদের হাট’ বাগধারাটির অর্থ কী?
- ক. সৌভাগ্য লাভ
- খ. বিরাট আয়োজন
- গ. আনন্দের প্রাচুর্য
- ঘ. আনন্দ আয়োজন
উত্তরঃ আনন্দের প্রাচুর্য
‘কুল কাঠের আগুন’ বাগধারার সঠিক অর্থ কোনটি?
- ক. তীব্র জ্বালা
- খ. কাঠের পুতুল
- গ. চির অশান্তি
- ঘ. রাবণের চিতা
উত্তরঃ তীব্র জ্বালা
‘চক্ষুদান করা’ বাগধারার অর্থ কি?
- ক. পক্ষপাতিত্ব করা
- খ. সৌভাগ্য লাভ
- গ. চুরি করা
- ঘ. নষ্ট করা
উত্তরঃ চুরি করা
‘মন না মতি’ - বাগধারার অর্থ কী?
- ক. চালবাজি
- খ. অস্থির মানব মন
- গ. অরাজক পরিস্থিতি
- ঘ. অমূল্য সম্পদ
উত্তরঃ অস্থির মানব মন
কোন বাগধারাটির অর্থ মারা যাওয়া?
- ক. কেউকেটা
- খ. কান পাতলা
- গ. কেতাদুরস্ত
- ঘ. অক্কা পাওয়া
উত্তরঃ অক্কা পাওয়া
- ক. উৎস খোঁজা
- খ. নির্ঘণ্ট
- গ. সার কথা
- ঘ. ব্যাখ্যা বিশ্লেষণ
উত্তরঃ ব্যাখ্যা বিশ্লেষণ
‘গোঁফ খেজুরে’ বাগধারাটির অর্থ কি?
- ক. চাটুকার
- খ. অসাবধান
- গ. পক্ষপাতিত্ত্ব
- ঘ. নিতান্ত অলস
উত্তরঃ নিতান্ত অলস
‘ঢাকের কাঠি’ কাগধারার অর্থ কী?
- ক. কপট ব্যক্তি
- খ. ঘনিষ্ঠ সম্পর্ক
- গ. হতভাগ্য
- ঘ. মোসাহেব
উত্তরঃ মোসাহেব
- ক. চৈত্র সংক্রান্তি
- খ. শিরে সংক্রান্তি
- গ. শিব সংক্রান্তি
- ঘ. পৌষ সংক্রান্তি
উত্তরঃ শিরে সংক্রান্তি
বাগধারার অর্থ নির্ণয় করুন ‘ধামাধরা’।
- ক. কপট গাম্ভীর্য
- খ. চাটুকারিতা
- গ. পরিপাটি থাকা
- ঘ. মিথ্যা বলা
উত্তরঃ চাটুকারিতা
‘পটল তোলা’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
- ক. পটল গাছ থেকে পটল তোলা
- খ. পটল খাওয়া
- গ. মারা যাওয়া
- ঘ. ফেল করা
উত্তরঃ মারা যাওয়া
‘আঠারো মাসে বছর’ এ বাগধারটির অর্থ হলো -
- ক. সময়ানুবর্তিতা
- খ. আলস্য
- গ. অকর্মণ্য
- ঘ. দীর্ঘসূত্রতা
উত্তরঃ দীর্ঘসূত্রতা
‘নিতান্ত মন্দভাগ্য’ বোঝাতে বাগধারার ব্যবহার কোনটি?
- ক. আটকপালে
- খ. ছাপোষা
- গ. ইঁদুর কপালে
- ঘ. ব্যাঙের আধুলি
উত্তরঃ ইঁদুর কপালে
‘ম্যাও ধরা’ বাগধারাটির অর্থ কি?
- ক. ভান করা
- খ. উভয় সংকট
- গ. দায়িত্ব নেয়া
- ঘ. নেশা করা
উত্তরঃ দায়িত্ব নেয়া
- ক. চালাক লোক
- খ. দীর্ঘায়ু ব্যক্তি
- গ. নিরক্ষর
- ঘ. কাণ্ডজ্ঞানহীন
উত্তরঃ কাণ্ডজ্ঞানহীন
‘ব্যাঙের সর্দি’ বাগধারাটির অর্থ কী?
- ক. রোগ বিশেষ
- খ. সর্দি - কাশি
- গ. প্রতারণা
- ঘ. অসম্ভব ঘটনা
উত্তরঃ অসম্ভব ঘটনা
বাগধারার অর্থ নির্ণয় করুন : কাঁঠালের আমসত্ত্ব
- ক. অসম্ভব বস্তু
- খ. বিপদের উপর বিপদ
- গ. কঠিন বস্তু
- ঘ. এলাহি কাণ্ড
উত্তরঃ অসম্ভব বস্তু
- ক. অলক্ষ্মীর দশা
- খ. অগ্নিপরীক্ষা
- গ. অদৃষ্টের পরিহাস
- ঘ. হতভাগ্য
উত্তরঃ হতভাগ্য
- ক. কুৎসিত মামা
- খ. সৎ মামা
- গ. পাতানো মামা
- ঘ. কুচক্রী লোক
উত্তরঃ কুচক্রী লোক
‘কলকাঠি নাড়া’ বাগধারাটির অর্থ কি?
- ক. গোপনে সু-পরামর্শ দেয়া
- খ. গোপনে কু-পরামর্শ দেয়া
- গ. গুপ্তচরবৃত্তি
- ঘ. সমস্যা সমাধান
উত্তরঃ গোপনে কু-পরামর্শ দেয়া
বাগধারাটির অর্থ নির্ণয় করুন : ‘ছ কড়া ন কড়া’
- ক. অতি গরিব
- খ. ইতস্তত করা
- গ. দেরি করা
- ঘ. সস্তা দর
উত্তরঃ সস্তা দর
বাগধারাটির অর্থ নির্ণয় করুন : ‘ধামাধরা’ :
- ক. কপট গাম্ভীর্য
- খ. চাটুকারিতা
- গ. পরিপাটি থাকা
- ঘ. মিথ্যা বলা
উত্তরঃ চাটুকারিতা
‘আকাশ-কুসুম’ বাগধারাটিতে বুঝায় -
- ক. অপদার্থ
- খ. অবিশ্বাস্য
- গ. অসম্ভব কল্পনা
- ঘ. অদর্শনীয়
উত্তরঃ অসম্ভব কল্পনা
‘শিরে সংক্রান্তি’ বাগধারার অর্থ কী?
- ক. মাথায় ব্যথা
- খ. মাথায় গণ্ডগোল
- গ. আসন্ন বিপদ
- ঘ. অকল্যাণ
উত্তরঃ আসন্ন বিপদ
- ক. চালাক
- খ. একতাই বল
- গ. বর্ষার মাছ
- ঘ. একই স্বভাবের লোক
উত্তরঃ একই স্বভাবের লোক
‘হাত ধুয়ে বসা’ বাগধারার অর্থ কি?
- ক. খেতে বসা
- খ. ভণ্ডামী করা
- গ. শুরু করা
- ঘ. সাধু সাজা
উত্তরঃ সাধু সাজা
শরতের শিশির বাগধারা শব্দটির অর্থ কি?
- ক. সুসময়ের বন্ধু
- খ. সুসময়ের সঞ্চয়
- গ. শরতের শোভা
- ঘ. শরতের শিউলি ফুল
উত্তরঃ সুসময়ের বন্ধু
শিবরাত্রির সলতে বাগধারার অর্থ কি?
- ক. শিবরাত্রির আলো
- খ. একমাত্র সঞ্চয়
- গ. একমাত্র সন্তান
- ঘ. শিবরাত্রির গুরুত্ব
উত্তরঃ একমাত্র সন্তান
“প্রোষিতভর্তৃকা” - শব্দটির অর্থ কি?
- ক. ভৎসনাপ্রাপ্ত তরুণী
- খ. যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে
- গ. ভূমিতে প্রোথিত তরুমুল
- ঘ. যে বিবাহিতা নারী পিত্রালয়ে অবস্থান করে
উত্তরঃ যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে
বাগধারা হিসেবে প্রয়োগ করা হয় না কোন শব্দটি?
- ক. চোখের জল
- খ. চোখের বালি
- গ. চোখের মনি
- ঘ. চোখের পর্দা
উত্তরঃ চোখের জল
‘জিলাপির প্যাঁচ’ বাগধারাটির অর্থ কী?
- ক. প্যাঁচানো
- খ. জটিল
- গ. কুটিল বুদ্ধি
- ঘ. কলহপ্রিয়
উত্তরঃ কুটিল বুদ্ধি
- ক. অপদার্থ
- খ. চালাক
- গ. বিরল বস্তু
- ঘ. সহজ লভ্য
উত্তরঃ সহজ লভ্য
‘আমড়াগাছি করা’ বাগধারাটির অর্থ কি?
- ক. বিপদে মেতে তাকা
- খ. তোষামোদি করা
- গ. বেশি চাতুরি করা
- ঘ. ইতস্তত করা
উত্তরঃ তোষামোদি করা
- ক. চোখের পীড়া
- খ. শক্র
- গ. চোখের দৃষ্টি ক্ষয়
- ঘ. কোনোটি নয়
উত্তরঃ শক্র
- ক. চোখের পীড়া
- খ. শক্র
- গ. চোখের দৃষ্টি ক্ষয়
- ঘ. কোনোটি নয়
উত্তরঃ শক্র
‘খোদার খাসি’ বাগধারাটির অর্থ কী?
- ক. ভাবনাচিন্তাহীন
- খ. নাদুস নদুস
- গ. গোঁয়ার
- ঘ. দানব
উত্তরঃ ভাবনাচিন্তাহীন
‘ মিছরির ছুরি’ বাগধারাটির অর্থ কী?
- ক. মুখে মধু অন্তরে বিষ
- খ. ভঙ্গুর
- গ. অবাস্তব
- ঘ. দুই দিকে ধার
উত্তরঃ মুখে মধু অন্তরে বিষ
‘ বাঘের মাসি’ বাগধারাটির অর্থ কী?
- ক. চতুর মহিলা
- খ. আরাম প্রিয় মানুষ
- গ. হিংস্র
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ কোনোটিই নয়
‘ ধর্মের ষাঁড়’ বাগধারাটির অর্থ কী?
- ক. সুযোগ সন্ধানী
- খ. স্বার্থপর
- গ. অলস
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ কোনোটিই নয়
- ক. চৈত্র সংক্রান্তি
- খ. পৌষ সংক্রান্তি
- গ. শিরে সংক্রান্তি
- ঘ. শিব সংক্রান্তি
উত্তরঃ শিরে সংক্রান্তি
অকাল কুষ্মাণ্ড ছেলেটিকে সাহায্য করতে পার। বাক্যটিতে ‘অকাল কুষ্মাণ্ড’ ব্যবহৃত হয়েছে -
- ক. যৌগিক শব্দ হিসেবে
- খ. অতিশায়ন হিসেবে
- গ. বাগধারা হিসেবে
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ বাগধারা হিসেবে
- ক. চৈত্র সংক্রান্তি
- খ. পৌষ সংক্রান্তি
- গ. শিব সংক্রান্তি
- ঘ. শিরে সংক্রান্তি
উত্তরঃ শিরে সংক্রান্তি
‘পুঁটিমাছের প্রাণ’ বাগধারাটির অর্থ কি?
- ক. অসম্ভব কিপটে
- খ. সামান্য ক্রটি
- গ. ক্ষীণজীবী
- ঘ. দীর্ঘজীবী
উত্তরঃ ক্ষীণজীবী
‘রাঘব বোয়াল’ বাগধারাটির অর্থ কি?
- ক. বড় পরিবার
- খ. সদা অশান্তি
- গ. ফুলবাবু
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ কোনোটিই নয়
‘চোখ পাকানো’ বাগধারাটির সঠিক অর্থ কি?
- ক. ইঙ্গিত করা
- খ. ক্রোধ দেখানো
- গ. সতর্ক করা
- ঘ. ফাঁকি দেয়া
উত্তরঃ ক্রোধ দেখানো
কোন বাগধারাটির অর্থ মারা যাওয়া?
- ক. অক্কা পাওয়া
- খ. কেউকেটা
- গ. কান পাতলা
- ঘ. কেতাদুরস্ত
উত্তরঃ অক্কা পাওয়া
‘চোখের বালি ‘ বাগধারাটির অর্থ কী?
- ক. চোখের বালি যার
- খ. চক্ষুশূল
- গ. খুব প্রিয়
- ঘ. চশমখোর
উত্তরঃ চক্ষুশূল
‘ইতর বিশেষ’ বাগধারাটির অর্থ কী?
- ক. চালাক লোক
- খ. পার্থক্য
- গ. একই দলের লোক
- ঘ. দুষ্টু প্রকৃতির লোক
উত্তরঃ পার্থক্য
‘উপযুক্ত মিলন’ বোঝাতে নিচের কোন বাগধারাটি ব্যবহৃত হয়?
- ক. মণিকাঞ্চন যোগ
- খ. মন না মতি
- গ. সোনার সোহাগা
- ঘ. ক ও খ উভয়ই
উত্তরঃ ক ও খ উভয়ই
‘সুখের পায়রা’ বাগধারাটির অর্থ কী?
- ক. সুসময়ের বন্ধু
- খ. আরামপ্রিয় ব্যক্তি
- গ. নিতান্ত অলস
- ঘ. সুযোগ সন্ধানী
উত্তরঃ আরামপ্রিয় ব্যক্তি
‘হাড়ে বাতাস লাগা’ বাগধারাটির অর্থ কি?
- ক. মীমাংসা
- খ. সুন্দর মিল
- গ. সুযোগ নষ্ট করা
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ কোনোটিই নয়
‘শিবরাত্রির সলতে’ বাগধারাটির অর্থ -
- ক. আট প্রহর
- খ. জ্বলন্ত প্রমাণ
- গ. একমাত্র বংশধর
- ঘ. দীপশিখা
উত্তরঃ একমাত্র বংশধর
‘খয়ের খাঁ’ বাগধারাটির অর্থ কী?
- ক. দিন মজুর
- খ. তোষামোদকারী
- গ. দীনমজুর
- ঘ. গণ্যমান্য ব্যক্তি
উত্তরঃ তোষামোদকারী
কোন বাগধারাটির অর্থ বিরাট আয়োজন?
- ক. আটকপালে
- খ. এলাহিকাণ্ড
- গ. কড়ায়গণ্ডায়
- ঘ. কপাল ফেরা
উত্তরঃ এলাহিকাণ্ড
‘পাথরে পাঁচকিল’ বাগধারাটির অর্থ কী?
- ক. বিশৃঙ্খল
- খ. প্রবলসৌভাগ্য
- গ. সর্বনাশা
- ঘ. তোষামুদে
উত্তরঃ প্রবলসৌভাগ্য
‘উজানের কৈ’ বাগধারাটির অর্থ কি?
- ক. দুরন্ত ব্যক্তি
- খ. একই স্বভাবের লোক
- গ. ক্ষণস্থায়ী
- ঘ. সহজলভ্য
উত্তরঃ সহজলভ্য
‘রাই কুড়িয়ে বেল’ বাগধারাটির অর্থ কোনটি?
- ক. ক্ষুদ্র থেকে বড়
- খ. দরিদ্র থেকে ধনী
- গ. চৌর্যবৃত্তি
- ঘ. কৃষিকাল
উত্তরঃ ক্ষুদ্র থেকে বড়
‘তুলসী বনের বাঘ’ - প্রবাদটির অর্থ কি?
- ক. ভণ্ড
- খ. বহিপীর
- গ. অতিশয় পণ্ডিত
- ঘ. সামান্য ক্রটি
উত্তরঃ ভণ্ড
- ক. যথেচ্ছাচারী
- খ. বক ধার্মিক
- গ. তোষামোদকারী
- ঘ. কদরহীন লোক
উত্তরঃ তোষামোদকারী
যারা বাইরে ঠাঁট বজায় রেখে চলে। এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি?
- ক. ব্যাঙের আধুলি
- খ. লেফাফা দুরস্ত
- গ. রাশভারি
- ঘ. ভিজে বেড়াল
উত্তরঃ লেফাফা দুরস্ত
‘তামার বিষ’ বাগধারাটির অর্থ কী?
- ক. অর্থের কুপ্রভাব
- খ. অপচয়
- গ. ক্ষণস্থায়ী
- ঘ. কৃপণের কড়ি
উত্তরঃ অর্থের কুপ্রভাব
‘শিরে-সংক্রান্তি’ বাগধারাটির অর্থ কী?
- ক. আসন্ন বিপদ
- খ. মাথা ব্যথা
- গ. মহাবিপদ
- ঘ. মাথার বোঝা
উত্তরঃ আসন্ন বিপদ
কোন বাগধারাটি দ্বারা ‘আগ্রহ’ বুঝায়?
- ক. মাথা খাওয়া
- খ. মাথা দেওয়া
- গ. মাথা ব্যথা
- ঘ. হাতে হতে
উত্তরঃ মাথা ব্যথা
‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থ কি?
- ক. কপট ব্যক্তি
- খ. ঘনিষ্ঠ সম্পর্ক
- গ. হতভাগ্য
- ঘ. মোসাহেব
উত্তরঃ মোসাহেব
‘ব্যাঙের আধুলি’ বাগধারাটির অর্থ কী?
- ক. অর্থহীন
- খ. সামান্য অর্থ
- গ. অর্থের অহংকার
- ঘ. নিমর্থ
উত্তরঃ সামান্য অর্থ
‘সপ্তকাণ্ড রামায়ণ’ বাগধারাটির অর্থ কী?
- ক. বৃহৎ বিষয়
- খ. গ্রন্থ
- গ. ছোটগল্প
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ বৃহৎ বিষয়
‘অরণ্যে রোদন’ বাগধারাটির অর্থ কী?
- ক. বনে কান্না
- খ. বনের কান্না
- গ. পাগলের প্রলাপ
- ঘ. নিষ্ফল আবেদন
উত্তরঃ নিষ্ফল আবেদন
‘হাত ধুয়ে বসা’ বাগধারার অর্থ কী?
- ক. খেতে বসা
- খ. শুরু করা
- গ. ভণ্ডামী করা
- ঘ. সাধু সাজা
উত্তরঃ সাধু সাজা
- ক. আশার কথা
- খ. সৌভাগ্যের বিষয়
- গ. মজা পাওয়া
- ঘ. আনন্দের বিষয়
উত্তরঃ সৌভাগ্যের বিষয়