বাগধারা

101. ‘কাছা ঢিলা’ বাগধারাটির অর্থ কী?

  • ক. দুর্বল ব্যক্তি
  • খ. অসাবধান
  • গ. অলস
  • ঘ. মজার বিষয়

উত্তরঃ অসাবধান

বিস্তারিত

102. ‘সুখের পায়রা’ বাগধারাটির অর্থ কী?

  • ক. সুসময়ের বন্ধু
  • খ. আরামপ্রিয় ব্যক্তি
  • গ. নিতান্ত অলস
  • ঘ. সুযোগ সন্ধানী

উত্তরঃ আরামপ্রিয় ব্যক্তি

বিস্তারিত

103. ‘হাড়ে বাতাস লাগা’ বাগধারাটির অর্থ কি?

  • ক. মীমাংসা
  • খ. সুন্দর মিল
  • গ. সুযোগ নষ্ট করা
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ কোনোটিই নয়

বিস্তারিত

104. ‘শিবরাত্রির সলতে’ বাগধারাটির অর্থ -

  • ক. আট প্রহর
  • খ. জ্বলন্ত প্রমাণ
  • গ. একমাত্র বংশধর
  • ঘ. দীপশিখা

উত্তরঃ একমাত্র বংশধর

বিস্তারিত

105. ‘খয়ের খাঁ’ বাগধারাটির অর্থ কী?

  • ক. দিন মজুর
  • খ. তোষামোদকারী
  • গ. দীনমজুর
  • ঘ. গণ্যমান্য ব্যক্তি

উত্তরঃ তোষামোদকারী

বিস্তারিত

106. কোন বাগধারাটির অর্থ বিরাট আয়োজন?

  • ক. আটকপালে
  • খ. এলাহিকাণ্ড
  • গ. কড়ায়গণ্ডায়
  • ঘ. কপাল ফেরা

উত্তরঃ এলাহিকাণ্ড

বিস্তারিত

107. ‘পাথরে পাঁচকিল’ বাগধারাটির অর্থ কী?

  • ক. বিশৃঙ্খল
  • খ. প্রবলসৌভাগ্য
  • গ. সর্বনাশা
  • ঘ. তোষামুদে

উত্তরঃ প্রবলসৌভাগ্য

বিস্তারিত

108. ‘উজানের কৈ’ বাগধারাটির অর্থ কি?

  • ক. দুরন্ত ব্যক্তি
  • খ. একই স্বভাবের লোক
  • গ. ক্ষণস্থায়ী
  • ঘ. সহজলভ্য

উত্তরঃ সহজলভ্য

বিস্তারিত

109. ‘মাছের মা’ বাগধারাটির অর্থ কী?

  • ক. নির্মম
  • খ. কুচক্রি
  • গ. সাহসী
  • ঘ. ভীতু

উত্তরঃ নির্মম

বিস্তারিত

110. ‘রাই কুড়িয়ে বেল’ বাগধারাটির অর্থ কোনটি?

  • ক. ক্ষুদ্র থেকে বড়
  • খ. দরিদ্র থেকে ধনী
  • গ. চৌর্যবৃত্তি
  • ঘ. কৃষিকাল

উত্তরঃ ক্ষুদ্র থেকে বড়

বিস্তারিত

111. ‘তুলসী বনের বাঘ’ - প্রবাদটির অর্থ কি?

  • ক. ভণ্ড
  • খ. বহিপীর
  • গ. অতিশয় পণ্ডিত
  • ঘ. সামান্য ক্রটি

উত্তরঃ ভণ্ড

বিস্তারিত

112. ‘গোয়ার গোবিন্দ’ বাগধারাটির অর্থ কি?

  • ক. নিতান্ত অলস
  • খ. চাটুকার
  • গ. নির্বোধ
  • ঘ. চতুর

উত্তরঃ নির্বোধ

বিস্তারিত

113. ‘ধামাধরা’ বাগধারাটির অর্থ কি?

  • ক. যথেচ্ছাচারী
  • খ. বক ধার্মিক
  • গ. তোষামোদকারী
  • ঘ. কদরহীন লোক

উত্তরঃ তোষামোদকারী

বিস্তারিত

114. যারা বাইরে ঠাঁট বজায় রেখে চলে। এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি?

  • ক. ব্যাঙের আধুলি
  • খ. লেফাফা দুরস্ত
  • গ. রাশভারি
  • ঘ. ভিজে বেড়াল

উত্তরঃ লেফাফা দুরস্ত

বিস্তারিত

115. ‘তামার বিষ’ বাগধারাটির অর্থ কী?

  • ক. অর্থের কুপ্রভাব
  • খ. অপচয়
  • গ. ক্ষণস্থায়ী
  • ঘ. কৃপণের কড়ি

উত্তরঃ অর্থের কুপ্রভাব

বিস্তারিত

116. ‘শিরে-সংক্রান্তি’ বাগধারাটির অর্থ কী?

  • ক. আসন্ন বিপদ
  • খ. মাথা ব্যথা
  • গ. মহাবিপদ
  • ঘ. মাথার বোঝা

উত্তরঃ আসন্ন বিপদ

বিস্তারিত

117. ‘খয়ের খাঁ’ বাগধারাটির অর্থ কী?

  • ক. মন্দভাগ্য
  • খ. তুচ্ছ পদার্থ
  • গ. চাটুকার
  • ঘ. নির্বোধ

উত্তরঃ চাটুকার

বিস্তারিত

118. সিদুঁরে মেঘ’ বাগধারাটির অর্থ কী?

  • ক. বড় বিপদ
  • খ. অল্পে ভয়
  • গ. বিপদর আশঙ্কা
  • ঘ. আকাশ লাল

উত্তরঃ অল্পে ভয়

বিস্তারিত

119. কোন বাগধারাটি দ্বারা ‘আগ্রহ’ বুঝায়?

  • ক. মাথা খাওয়া
  • খ. মাথা দেওয়া
  • গ. মাথা ব্যথা
  • ঘ. হাতে হতে

উত্তরঃ মাথা ব্যথা

বিস্তারিত

120. ‘জিলাপির প্যাঁচ’ - বাগধারাটির অর্থ কী?

  • ক. প্যাঁচানো
  • খ. জটিল
  • গ. কুটিল বুদ্ধি
  • ঘ. কলহপ্রিয়

উত্তরঃ কুটিল বুদ্ধি

বিস্তারিত

121. ‘ঠোঁট কাটা’ বলতে বোঝায় -

  • ক. পক্ষপাতদুষ্ট
  • খ. স্পষ্টভাষী
  • গ. মিথ্যাবাদী
  • ঘ. অহংকার

উত্তরঃ স্পষ্টভাষী

বিস্তারিত

122. ‘সর্বনাশ’ বোঝাতে কোন বাগধারাটির প্রয়োজন?

  • ক. মগের মুল্লুক
  • খ. পুকুরচুরি
  • গ. বালির বাঁধ
  • ঘ. ভরাডুবি

উত্তরঃ ভরাডুবি

বিস্তারিত

123. ‘অক্কা পাওয়া’ বাগধারার প্রকৃত অর্থ কোনটি?

  • ক. মরে যাওয়া
  • খ. নিষ্কৃতি পাওয়া
  • গ. ঝরে যাওয়া
  • ঘ. পড়ে যাওয়া

উত্তরঃ মরে যাওয়া

বিস্তারিত

124. নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক?

  • ক. শরতের শিশির
  • খ. দুধের মাছি
  • গ. সুখের পায়রা
  • ঘ. লক্ষ্মীর বরযাত্রী

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

125. ‘চাঁদের হাট’ কথাটির অর্থ কি?

  • ক. পূর্ণিমা রাত
  • খ. জ্যোৎস্না
  • গ. আনন্দের প্রাচুর্য
  • ঘ. কচিকাঁচার মেলা

উত্তরঃ আনন্দের প্রাচুর্য

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects