বায়ুমণ্ডল
পৃথিবীর বায়ুমণ্ডলের ওজোন স্তরকে নষ্ট করে?
- ক. কার্বন ডাই-অক্সাইড
- খ. কার্বন মনোক্সাইড
- গ. নাইট্রিক অক্সাইড
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ নাইট্রিক অক্সাইড
ওজোনস্তরের ফাটলের জন্যমুখ্যতঃ দায়ী কোন গ্যাস?
- ক. ক্লোরো ফ্লোরো কার্বন
- খ. কার্বন মনোক্সাইড
- গ. কার্বন ডাই অক্সাইড
- ঘ. মিথেন
উত্তরঃ ক্লোরো ফ্লোরো কার্বন
বায়ুমণ্ডলের ওজনস্তর অবক্ষয়ে কোন গ্যাসটির ভূমিকা সর্বোচ্চ-
- ক. কার্বন ডাই অক্সাইড
- খ. জলীয় বাষ্প
- গ. নাইট্রিক অক্সাইড
- ঘ. CFC বা ক্লেরোফ্লোরো কার্বন
উত্তরঃ CFC বা ক্লেরোফ্লোরো কার্বন
পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?
- ক. আর্লিবাড হল
- খ. এস্ট্রোলার হল
- গ. ওবেরী হল
- ঘ. কসমস
উত্তরঃ আর্লিবাড হল
উল্কা ও কসমিক কণার সন্ধান পাওয়া গিয়েছে-
- ক. স্ট্র্যাটোমণ্ডলের উর্দ্ধস্তরে
- খ. আয়নোমণ্ডলের উর্ধ্বস্তরে
- গ. ট্রাপোমণ্ডলের উর্দ্ধস্তরে
- ঘ. উপরের কোনটিই নয়
উত্তরঃ আয়নোমণ্ডলের উর্ধ্বস্তরে
বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়-
- ক. স্ট্রাটোস্ফিয়ার
- খ. ট্রাপোস্ফিয়ার
- গ. আয়নোস্ফিয়ার
- ঘ. ওজোনস্তর
উত্তরঃ আয়নোস্ফিয়ার
বায়ুমণ্ডলের উচ্চতম স্তর কোনটি?
- ক. অ্যাটমস্ফিয়ার
- খ. স্ট্রাটোস্ফিয়ার
- গ. আয়নোস্ফিয়ার
- ঘ. ওজোন
উত্তরঃ আয়নোস্ফিয়ার
বায়ুমণ্ডলের যে স্তরে ওজোন স্তর রয়েছে-
- ক. ট্রপোমণ্ডল
- খ. স্ট্র্যাটোমণ্ডল
- গ. আয়নমণ্ডল
- ঘ. ট্রপোবিরতি
উত্তরঃ স্ট্র্যাটোমণ্ডল
বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটির নাম
- ক. ট্রপোমণ্ডল
- খ. আয়নোমণ্ডল
- গ. স্ট্রাটোমণ্ডল
- ঘ. এক্সোস্ফীয়ার
উত্তরঃ স্ট্রাটোমণ্ডল
ভূ-পৃষ্ঠের নিকটমত বায়ু স্তরকে কি বলা হয়?
- ক. ট্রপোস্ফিয়ার
- খ. স্ট্রাটোস্ফিয়ার
- গ. ফটোস্ফিয়ার
- ঘ. এক্সস্ফিয়ার
উত্তরঃ ট্রপোস্ফিয়ার
বায়ুর কোন উপাদান জীবন ধারণের জন্য অবশ্য প্রয়োজনীয়?
- ক. নাইট্রোজেন
- খ. অক্সিজেন
- গ. জলীয় বাষ্প
- ঘ. কার্বন ডাই অক্সাইড
উত্তরঃ অক্সিজেন
- ক. নাইট্রোজেন
- খ. অক্সিজেন
- গ. জলীয় বাষ্প
- ঘ. হাইড্রোজেন
উত্তরঃ হাইড্রোজেন
বায়ুমণ্ডলে সর্বাধিক পাওয় যায়/বায়ুতে সর্বোচ্চ আয়তনিক কোনটি-
- ক. অক্সিজেন
- খ. হাইড্রোজেন
- গ. নাইট্রোজেন
- ঘ. কার্বন ডাই অক্সাইড
উত্তরঃ নাইট্রোজেন
- ক. অক্সিজেন ও নাইট্রোজেন
- খ. অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড
- গ. অক্সিজেন ও হাইড্রোজেন
- ঘ. অক্সিজেন ও কার্বন মনোক্সাইড
উত্তরঃ অক্সিজেন ও নাইট্রোজেন