উপসর্গ
নিচের কোনটি উপসর্গের বৈশিষ্ট্য নয়?
- ক. নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি
- খ. শব্দের অর্থের পরিবর্তন
- গ. বিভক্তি বা প্রত্যয় যুক্তকরণ
- ঘ. শব্দের অর্থ সম্প্রসারণ
উত্তরঃ বিভক্তি বা প্রত্যয় যুক্তকরণ
- ক. ভাষায় ব্যবহৃত সর্বনাম
- খ. ভাষায় ব্যবহৃত অব্যয়
- গ. ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ
- ঘ. ভাষায় ব্যবহৃত ক্রিয়া বাচক শব্দাংশ
উত্তরঃ ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ
- ক. বর্ণ সংস্করণ
- খ. যতি সংস্থাপন
- গ. নতুন শব্দ গঠন
- ঘ. ভাবের পার্থক্য নিরূপণ
উত্তরঃ নতুন শব্দ গঠন
‘অতিশয়’ দ্যোতনা সৃষ্টি করে নিচের কোন উপসর্গ?
- ক. পরাজয়-পরা
- খ. প্রকোণ-প্র
- গ. পরাবাস্তবে-পরা
- ঘ. প্রগতি-প্র
উত্তরঃ পরাবাস্তবে-পরা
অবেলায় আমি দিলাম পাড়ি, অথৈ সাগরে" এখানে কয়টি উপসর্গ রয়েছে?
- ক. একটি
- খ. দুটি
- গ. তিনটি
- ঘ. চারটি
উত্তরঃ দুটি
'বিনির্মাণ' শব্দ 'বি' উপসর্গটি কী অর্থে প্রযুক্ত হয়েছে?
- ক. প্রসারণ
- খ. সংকোচন
- গ. নেতিবাচক
- ঘ. ইতিবাচক
উত্তরঃ ইতিবাচক
কারখানা, কারসাজি, কারচুপি প্রভৃতি শব্দের 'কার' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
- ক. স্থান
- খ. অধীন
- গ. সহিত
- ঘ. কাজ
উত্তরঃ কাজ
পাতিহাঁস, পাতিশিয়াল প্রভৃতি শব্দের 'পাতি' উপসর্গটি কোন অর্থ প্রকাশ করছে?
- ক. বৃহত্তর
- খ. ক্ষুদ্র
- গ. নিকৃষ্ট
- ঘ. কুৎসিত
উত্তরঃ ক্ষুদ্র
উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য কি?
- ক. শব্দ গঠনে
- খ. অব্যয় ও শব্দাংশে
- গ. অর্থগত পার্থক্যে
- ঘ. উপসর্গ থাকে সামনে আর প্রত্যয় থাকে পেছনে
উত্তরঃ উপসর্গ থাকে সামনে আর প্রত্যয় থাকে পেছনে
হররোজ, হরকিসিম, হরহামেশা- এর হর কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
- ক. পূর্ণ অর্থে
- খ. আধা অর্থে
- গ. প্রত্যেক অর্থে
- ঘ. মধ্যস্থ অর্থে
উত্তরঃ প্রত্যেক অর্থে
ভিক্ষার চাল কাঁড়া আর আকাঁড়া - এই বাক্যে আঁকাড়াশব্দের 'আ' কোন উপসর্গ?
- ক. বিদেশী
- খ. সংস্কৃত
- গ. তৎসম
- ঘ. খাঁটি বাংলা
উত্তরঃ খাঁটি বাংলা
সুনজর, সুখবর, সুদিন এ শব্দগুলোতে 'সু' কোন উপসর্গ?
- ক. তৎসম উপসর্গ
- খ. সংস্কৃত
- গ. খাঁটি বাংলা
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ খাঁটি বাংলা
কোন উপসর্গগুলো খাঁটি বাংলা ও তৎসম উভয় শব্দে পাওয়া যায়?
- ক. কা, বি, নি, সি
- খ. নি, সি তা, আ
- গ. আ, সু, বি, নি
- ঘ. তা, আ
উত্তরঃ আ, সু, বি, নি
- ক. অব্যয়সূচক শব্দাংশ
- খ. সর্বনামসূচক শব্দাংশ
- গ. বিশেষণসূচক শব্দাংশ
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ অব্যয়সূচক শব্দাংশ
উপসর্গ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
- ক. বাক্যতত্ত্বে
- খ. অর্থতত্ত্বে
- গ. রূপতত্ত্বে
- ঘ. ধ্বনিতত্ত্বে
উত্তরঃ রূপতত্ত্বে
'দুর্ভাগা' শব্দটি দুর উপসর্গ যোগে গঠিত কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
- ক. ভাল
- খ. মন্দ
- গ. সুখ
- ঘ. কষ্ট
উত্তরঃ মন্দ
অজপুকুর, অজপাড়াগাঁ- এ শব্দগুলোতে নিচের কোন উপসর্গটির প্রয়োগ আছে?
- ক. আজ উপসর্গ
- খ. অষা উপসর্গ
- গ. অজ উপসর্গ
- ঘ. আন উপসর্গ
উত্তরঃ অজ উপসর্গ
এতদিন কোথায় নিখোঁজ ছিলেন? এ বাক্যে নিখোঁজ উপসর্গটি কোন জাতীয়?
- ক. তৎসম
- খ. বিদেশী
- গ. খাঁটি বাংলা
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ খাঁটি বাংলা
অধিকার শব্দে অধি উপসর্গটি হচ্ছে---
- ক. খাঁটি বাংলা উপসর্গ
- খ. তৎসম উপসর্গ
- গ. ইংরেজি উপসর্গ
- ঘ. হিন্দি উপসর্গ
উত্তরঃ তৎসম উপসর্গ
'পৃথিবীর একটি উপগ্রহ আছে' - এখানে 'উপ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
- ক. ক্ষুদ্র
- খ. সদৃশ
- গ. সামীপ্য
- ঘ. বিশেষ
উত্তরঃ ক্ষুদ্র
কার অর্থবাচকতা আছে, কিন্তু অর্থদ্যোতকতা নেই?
- ক. কারকের
- খ. অনুসর্গের
- গ. উপসর্গের
- ঘ. সমাসের
উত্তরঃ উপসর্গের
'অপ' উপসর্গটি 'অপকর্ম' শব্দে কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
- ক. নিকৃষ্ট
- খ. বিকৃত
- গ. বিপরীত
- ঘ. দুর্নাম
উত্তরঃ নিকৃষ্ট
'দুর্নাম' শব্দটিতে কোন শ্রেণীর উপসর্গ যুক্ত হয়েছে?
- ক. তৎসম
- খ. বিদেশী
- গ. খাঁটি বাংলা
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ তৎসম
'বিজ্ঞান' শব্দের 'বি' উপসর্গ কি শ্রেণীর অর্থ ব্যবহার হয়েছে?
- ক. বিশেষ
- খ. অভাব
- গ. গতি
- ঘ. সাধারণ
উত্তরঃ বিশেষ
- ক. তিন প্রকার
- খ. চার প্রকার
- গ. পাঁচ প্রকার
- ঘ. ছয় প্রকার
উত্তরঃ তিন প্রকার
- ক. ভাবের পার্থক্য নিরূপণ
- খ. নতুন শব্দ গঠন
- গ. সংস্করণ
- ঘ. যতি সংস্করণ
উত্তরঃ নতুন শব্দ গঠন
'এ জন্মের তরে বিদায় নিলাম’ এ বাক্যে ‘তরে’ অনুসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
- ক. পক্ষে অর্থে
- খ. তরে অর্থে
- গ. মত অর্থে
- ঘ. পানে অর্থে
উত্তরঃ মত অর্থে
'শরতের পর আসে বসন্ত' -এখানে 'পর' অনুসর্গটি কি অর্থ প্রকাশ করেছে ?
- ক. স্বল্পবিরতি অর্থে
- খ. দীর্ঘবিরতি অর্থে
- গ. পর্যন্ত অর্থে
- ঘ. পানে অর্থে
উত্তরঃ দীর্ঘবিরতি অর্থে
- ক. প্রাতিপদিকের পরে
- খ. কে বা র বিভক্তিযুক্ত শব্দের পরে
- গ. ধাতুর আগে
- ঘ. ক ও খ সঠিক
উত্তরঃ ক ও খ সঠিক
শব্দ বিভক্তির মতো বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে কোনটি ?
- ক. প্রকৃতি
- খ. অনুসর্গ
- গ. প্রত্যয়
- ঘ. বিভক্তি
উত্তরঃ অনুসর্গ
'শত্রুর সহিত সন্ধি চাইনা' এ বাক্যে 'সহিত' অনুসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে ?
- ক. সমসূত্রে অর্থে
- খ. সনে অর্থে
- গ. সঙ্গে অর্থে
- ঘ. সহ অর্থে
উত্তরঃ সমসূত্রে অর্থে
- ক. বিভক্তিরূপে বসে পদের অর্থ সুস্পষ্ট করা
- খ. স্বতন্ত্রভাবে ব্যবহৃত হয়ে বিশেষ অর্থ প্রকাশ করা
- গ. পদের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করা
- ঘ. ক ও খ
উত্তরঃ বিভক্তিরূপে বসে পদের অর্থ সুস্পষ্ট করা
কোন কোন শব্দ বিভক্তি অনুসর্গ ?
- ক. প্রথমা ও দ্বিতীয়া
- খ. দ্বিতীয়া ও চতুর্থী
- গ. তৃতীয়া ও পঞ্চমী
- ঘ. ষষ্ঠী ও সপ্তমী
উত্তরঃ তৃতীয়া ও পঞ্চমী
দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে ? এ বাক্যে কোনটি অনুসর্গ ?
- ক. দুঃখ
- খ. বিনা
- গ. সুখ লাভ
- ঘ. মহীতে
উত্তরঃ বিনা
'সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু' - এ বাক্যে কোনটি অনুসর্গবাচক শব্দ ?
- ক. সুখের
- খ. লাগিয়া
- গ. ঘর
- ঘ. বাঁধিনু
উত্তরঃ লাগিয়া
- ক. বিভক্তির কাজ করে
- খ. শব্দের অর্থের পরিবর্তন করে
- গ. শব্দের অর্থ স্পষ্ট করে
- ঘ. বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে
উত্তরঃ বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে
'আছ তুমি প্রভু জগৎ মাঝারে' এখানে 'মাঝারে' শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে ?
- ক. বাইরে
- খ. মধ্যে
- গ. ব্যাপ্তি
- ঘ. সঙ্গে
উত্তরঃ ব্যাপ্তি
'বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা' এখানে 'বিনে' কি অর্থ প্রকাশ করছে ?
- ক. সঙ্গে
- খ. প্রয়োজনে
- গ. ব্যতিরেকে
- ঘ. আবশ্যিকতা
উত্তরঃ ব্যতিরেকে
'দংশনক্ষত শোন বিহঙ্গ বুঝে ভুজঙ্গ সনে' এখানে 'সনে' অনুসর্গটি কি অর্থ প্রকাশ করছে ?
- ক. বিরুদ্ধগামিতা
- খ. প্রতি
- গ. সঙ্গে
- ঘ. হেতু
উত্তরঃ বিরুদ্ধগামিতা
'তোমার তরে এনেছি মালা গাঁথিয়া' এখানে 'তরে' অনুসর্গটি কি অর্থ প্রকাশ করছে ?
- ক. মত
- খ. নিকট
- গ. হেতু
- ঘ. নিমিত্ত
উত্তরঃ নিমিত্ত
'এ দেশের মাঝে একদিন সব ছিল' এখানে 'মাঝে' অনুসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে ?
- ক. সর্বত্র
- খ. একদেশিক
- গ. মধ্যে
- ঘ. ব্যাপ্তি
উত্তরঃ একদেশিক
'কি হেতু এসেছে কহ বিস্তারিয়া' এখানে 'হেতু' অনুসর্গটি কি অর্থ প্রকাশ করেছে ?
- ক. ব্যাপার
- খ. প্রার্থনা
- গ. নিমিত্ত
- ঘ. প্রসঙ্গ
উত্তরঃ নিমিত্ত
'শরতের পর আসে বসন্ত' -এখানে 'পর' অনুসর্গটি কি অর্থ প্রকাশ করেছে ?
- ক. দীর্ঘবিরতি
- খ. বিরতি
- গ. অল্পবিরতি
- ঘ. প্রসঙ্গ
উত্তরঃ দীর্ঘবিরতি
- ক. শব্দের পূর্বে
- খ. শব্দের মধ্যে
- গ. শব্দের পরে
- ঘ. বাক্যের শেষে
উত্তরঃ শব্দের পরে
'ইতিকথা' এর 'ইতি' উপসর্গটি কি অর্থে ব্যবহৃত ?
- ক. পূর্ব
- খ. বিশিষ্ট
- গ. অস্পষ্ট
- ঘ. নিন্দা
উত্তরঃ বিশিষ্ট
'অনু' উপসর্গযুক্ত 'অনুগামী' শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
- ক. বাহির
- খ. পশ্চাৎ
- গ. সাদৃশ্য
- ঘ. সাথে
উত্তরঃ পশ্চাৎ
খাসমহল, লাপাত্তা, বাজে কথা প্রভৃতি শব্দগুলো কোন উপসর্গ যোগে গঠিত ?
- ক. ফারসি উপসর্গ
- খ. খাঁটি বাংলা উপসর্গ
- গ. তৎসম উপসর্গ
- ঘ. আরবি উপসর্গ
উত্তরঃ আরবি উপসর্গ
অনাচার ও অনাদর শব্দ দুটি কোন উপসর্গযোগে গঠিত ?
- ক. বিদেশী উপসর্গ
- খ. খাঁটি বাংলা উপসর্গ
- গ. তৎসম উপসর্গ
- ঘ. ফারসি উপসর্গ
উত্তরঃ খাঁটি বাংলা উপসর্গ
বর, বদ ও বাজে কোন শ্রেণীর উপসর্গ ব্যবহৃত হয়েছে ?
- ক. বিদেশী
- খ. খাঁটি বাংলা
- গ. তৎসম
- ঘ. আরবি
উত্তরঃ বিদেশী
নিমরাজি, ফিরোজ শব্দ দুটির নিম ও ফি উপসর্গ দুটি বাংলা ভাষায় এসেছে কোন ভাষা থেকে ?
- ক. ফারসি
- খ. আরবি
- গ. উর্দু
- ঘ. হিন্দি
উত্তরঃ ফারসি
কারখানা, কারসাজি, কারচুপি প্রভৃতি শব্দের 'কার' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
- ক. স্থান
- খ. অধীন
- গ. সহিত
- ঘ. কাজ
উত্তরঃ কাজ
পাতিহাস, পাতিশিয়াল প্রভৃতি শব্দের 'পাতি' উপসর্গটি কোন অর্থ প্রকাশ করেছে ?
- ক. বৃহওর
- খ. ক্ষুদ্র
- গ. নিকৃষ্ট
- ঘ. কুৎসিত
উত্তরঃ ক্ষুদ্র
নিখুঁত, নিখোঁজ প্রভৃতি শব্দের 'নি' উপসর্গটি কি অর্থে ব্যবহৃত ?
- ক. উওম
- খ. পূর্ণতা
- গ. নাই
- ঘ. উৎকৃষ্ট
উত্তরঃ নাই
কু-অভ্যাস, কু-কথা, প্রভৃতি শব্দের 'কু' উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে ?
- ক. কুৎসিত
- খ. নিন্দিত
- গ. অশুভ
- ঘ. নিকৃষ্ট
উত্তরঃ কুৎসিত
অকেজো, অচেনা, প্রভৃতি শব্দের 'অ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
- ক. নিতান্ত (মন্দ)
- খ. নিন্দিত
- গ. অশুভ
- ঘ. ক্রমাগত
উত্তরঃ নিন্দিত
অপমান ও অপবাদ শব্দ দুটি 'অপ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত ?
- ক. নিকৃষ্ট
- খ. বিপরীত
- গ. নিশ্চয়
- ঘ. প্রতিকূল
উত্তরঃ বিপরীত
অবজ্ঞা ও অবমাননা শব্দ দুটি 'অব' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত ?
- ক. বিপরীত
- খ. নিম্নে
- গ. হীনতা
- ঘ. নিষেধ
উত্তরঃ হীনতা
গর, দর, হর, প্রভৃতি কোন ধরনের উপসর্গ ?
- ক. সংস্কৃত উপসর্গ
- খ. খাঁটি বাংলা উপসর্গ
- গ. তৎসম উপসর্গ
- ঘ. বিদেশী উপসর্গ
উত্তরঃ বিদেশী উপসর্গ
পরি, প্রতি, প্র প্রভৃতি কোন প্রকার উপসর্গের উদাহরণ ?
- ক. খাঁটি বাংলা উপসর্গ
- খ. তৎসম উপসর্গ
- গ. বিদেশী
- ঘ. অনুসর্গ
উত্তরঃ তৎসম উপসর্গ
উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য কি ?
- ক. শব্দ গঠনে
- খ. অব্যয় ও শব্দাংশে
- গ. অর্থগত পার্থক্যে
- ঘ. উপসর্গ থাকে সামনে এবং প্রত্যয় থাকে পেছনে
উত্তরঃ উপসর্গ থাকে সামনে এবং প্রত্যয় থাকে পেছনে
নিচের কোন উপসর্গগুলো খাঁটি বাংলা ও তৎসম উভয় উপসর্গ পাওয়া যায় ?
- ক. সু বি নি
- খ. সু সম অপ
- গ. সু সা আন
- ঘ. সু কু অ
উত্তরঃ সু বি নি
উপসর্গ সবসময় শব্দের কোথায় বসে ?
- ক. শব্দের মাঝে
- খ. শব্দের আগে
- গ. শব্দের শেষে
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ শব্দের আগে
নিখুঁত শব্দটির 'নি' উপসর্গটি কোন প্রকার ?
- ক. অর্ধতৎসম
- খ. বিদেশী
- গ. সংস্কৃত
- ঘ. খাঁটি বাংলা
উত্তরঃ অর্ধতৎসম
সুনিপুণ শব্দে 'সু' উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে ?
- ক. আতিশয্য
- খ. বিশেষ্য
- গ. অতিশয়
- ঘ. নিশ্চয়
উত্তরঃ অতিশয়
সুকাজ শব্দটির 'সু' উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে ?
- ক. হিন্দি
- খ. তৎসম
- গ. আরবি
- ঘ. খাঁটি বাংলা
উত্তরঃ তৎসম
উনা ভাতে দুলা বল, বাক্যের উনা উপসর্গের অর্থ দ্যোতকতা কি ?
- ক. বেশী
- খ. কম
- গ. দ্বিগুণ
- ঘ. অর্ধেক
উত্তরঃ কম
হররোজ, হরকিসিম, হরহামেশা - এর হর কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
- ক. পূর্ণ অর্থে
- খ. আধা অর্থে
- গ. প্রত্যেক অর্থে
- ঘ. মধ্যস্থ অর্থে
উত্তরঃ প্রত্যেক অর্থে
ভিক্ষার চাল কাঁড়া আর আঁকড়া - এই বাক্যে আঁকড়া শব্দের 'আ' কোন উপসর্গ ?
- ক. বিদেশী
- খ. সংস্কৃত
- গ. তৎসম
- ঘ. খাঁটি বাংলা
উত্তরঃ খাঁটি বাংলা
আমি অবেলাতে দিলাম পাড়ি অথৈ সায়রে বাক্যে অবেলা শব্দের কোন উপসর্গ ?
- ক. খাঁটি বাংলা
- খ. বিদেশী
- গ. সংস্কৃত
- ঘ. তৎসম
উত্তরঃ খাঁটি বাংলা
বে, নিম, ফি, বদ, বর, -ইত্যাদী কোন ভাষার উপসর্গ ?
- ক. আরবি
- খ. স্প্যানিশ
- গ. ফারসি
- ঘ. ল্যাটিন
উত্তরঃ ফারসি
পরীক্ষা শব্দে 'পরি' উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে ?
- ক. সম্যকরূপে
- খ. বিশেষ রূপে
- গ. শেষ অর্থে
- ঘ. পৌনঃপুন্য
উত্তরঃ সম্যকরূপে
সুনজর, সুখবর, সুদিন এ শব্দগুলোতে 'সু' কোন উপসর্গ ?
- ক. তৎসম উপসর্গ
- খ. খাঁটি বাংলা
- গ. সংস্কৃত
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ খাঁটি বাংলা
কোন উপসর্গগুলো খাঁটি বাংলা ও তৎসম উভয় শব্দে পাওয়া যায় ?
- ক. কা, বি, নি, সি
- খ. নি, সি, তা, আ
- গ. আ, সু, বি, নি
- ঘ. তা, আ
উত্তরঃ আ, সু, বি, নি
- ক. অব্যয়সূচক শব্দাংশ
- খ. সর্বনামসূচক শব্দাংশ
- গ. বিশেষণমূলক শব্দাংশ
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ অব্যয়সূচক শব্দাংশ
উপসর্গ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ?
- ক. বাক্যতত্ত্বে
- খ. অর্থতত্ত্ব
- গ. রূপাতত্ত্ব
- ঘ. ধ্বনিতত্ত্ব
উত্তরঃ রূপাতত্ত্ব
'দুর্ভাগা' শব্দটি দুর উপসর্গ যোগে গঠিত কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
- ক. ভালো
- খ. মন্দ
- গ. সুখ
- ঘ. কষ্ট
উত্তরঃ মন্দ
অজপুকুর, অজপাড়াগাঁ, এ শব্দগুলোতে নিচের কোন উপসর্গটির প্রয়োগ রয়েছে ?
- ক. আজ উপসর্গ
- খ. অযা উপসর্গ
- গ. অজ উপসর্গ
- ঘ. আন উপসর্গ
উত্তরঃ অজ উপসর্গ
এতদিন কোথায় নিখোঁজ ছিলেন ? এ বাক্যে নিখোঁজ উপসর্গটি কোন জাতীয় ?
- ক. তৎসম
- খ. খাঁটি বাংলা
- গ. বিদেশী
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ খাঁটি বাংলা
অধিকার শব্দে অধি উপসর্গটি হচ্ছে -
- ক. খাঁটি বাংলা উপসর্গ
- খ. তৎসম উপসর্গ
- গ. ইংরেজি উপসর্গ
- ঘ. হিন্দি উপসর্গ
উত্তরঃ তৎসম উপসর্গ
'পৃথিবীর একটি উপগ্রহ আছে ' - এখানে 'উপ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
- ক. ক্ষুদ্র
- খ. সদৃশ
- গ. সামীপ্য
- ঘ. বিশেষ
উত্তরঃ ক্ষুদ্র
কার অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে?
- ক. কারকের
- খ. অনুসর্গের
- গ. উপসর্গের
- ঘ. সমাসের
উত্তরঃ উপসর্গের
'অপ' উপসর্গটি 'অপকর্ম' শব্দে কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
- ক. নিকৃষ্ট
- খ. বিকৃত
- গ. বিপরীত
- ঘ. দূর্নাম
উত্তরঃ নিকৃষ্ট
'দূর্নাম' শব্দটিতে কোন শ্রেণীর উপসর্গ যুক্ত হয়েছে ?
- ক. তৎসম
- খ. খাঁটি বাংলা
- গ. বিদেশী
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ তৎসম
- ক. তিন প্রকার
- খ. চার প্রকার
- গ. পাঁচ প্রকার
- ঘ. ছয় প্রকার
উত্তরঃ তিন প্রকার
"নিজস্ব কোন অর্থবাচকতা না থাকলেও, নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে" --কোনটির?
- ক. অনুসর্গের
- খ. বিভক্তির
- গ. উপসর্গের
- ঘ. পদাশ্রি অব্যয়ের
উত্তরঃ উপসর্গের
কোন শব্দ গঠনে উপসর্গ ব্যবহৃত হয়েছে?
- ক. পরাকাষ্ঠা
- খ. অভিব্যক্তি
- গ. পরিশ্রান্ত
- ঘ. অনাবৃষ্টি
উত্তরঃ অনাবৃষ্টি
‘অনু’ উপসর্গযুক্ত ‘অনুগামী’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
- ক. বাহির
- খ. পশ্চাৎ
- গ. সাদৃশ্য
- ঘ. সাথে
উত্তরঃ পশ্চাৎ
‘সুনজর’ শব্দটির ‘সু’ কোন প্রকার উপসর্গ?
- ক. পর্তুগীজ উপসর্গ
- খ. আরবি উপসর্গ
- গ. তৎসম উপসর্গ
- ঘ. বাংলা উপসর্গ
উত্তরঃ বাংলা উপসর্গ
‘আনচান’, ‘আনমনা’ শব্দগুলোতে কোন উপসর্গ ব্যবহৃত হয়েছে?
- ক. আন উপসর্গ
- খ. অনা উপসর্গ
- গ. অ উপসর্গ
- ঘ. আ উপসর্গ
উত্তরঃ আন উপসর্গ
‘সুতীক্ষ্ম’ শব্দের ‘সু’ কোন প্রকার উপসর্গ?
- ক. ফারসি উপসর্গ
- খ. আরবি উপসর্গ
- গ. তৎসম উপসর্গ
- ঘ. অর্ধ-তৎসম উপসর্গ
উত্তরঃ তৎসম উপসর্গ
‘সলাজ’, ‘সঠিক’, ‘সবার’-এ শব্দগুলোতে কোন উপসর্গের প্রয়োগ রয়েছে?
- ক. সা উপসর্গ
- খ. সু উপসর্গ
- গ. স উপসর্গ
- ঘ. সলা উপসর্গ
উত্তরঃ স উপসর্গ
কোন উপসর্গগুলো বাংলা ও সংস্কৃত উপসর্গে বিদ্যমান?
- ক. প্র, পরা, নি
- খ. আ, নি, অব
- গ. অগ, অজ, বি
- ঘ. সু, বি, নি
উত্তরঃ সু, বি, নি
‘আবছায়া’, ‘আবডাল’-এ শব্দগুলোতে নিচের কোন উপসর্গটির প্রয়োগ ঘটেছে?
- ক. আ উপসর্গ
- খ. আব উপসর্গ
- গ. অ উপসর্গ
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ আব উপসর্গ
‘অপ’ উপসর্গটি ‘অপকর্ম’ শব্দে কোন্ অর্থে ব্যবহৃত হয়েছে?
- ক. নিকৃষ্ট
- খ. বিকৃত
- গ. বিপরীত
- ঘ. দুর্নাম
উত্তরঃ নিকৃষ্ট
বিভুঁই, বিফল, বিপথ-এ শব্দগুলোতে নিচের কোন উপসর্গটির প্রয়োগ ঘটেছে?
- ক. অ উপসর্গ
- খ. বি উপসর্গ
- গ. ব উপসর্গ
- ঘ. বে উপসর্গ
উত্তরঃ বি উপসর্গ
নিচের কোনটিতে খাঁটি বাংলা উপসর্গ আছে?
- ক. অনু, নির, দুর
- খ. আন, আব, ইতি
- গ. পরা,সু, হা
- ঘ. অপি, অতি, আ
উত্তরঃ আন, আব, ইতি
‘বাজে কথা’-এর ‘বাজে’ উপসর্গটি কি অর্থ দেয়?
- ক. তুচ্ছার্থ
- খ. সীমার অতিরিক্ত
- গ. প্রত্যেক
- ঘ. নিন্দার্থে
উত্তরঃ তুচ্ছার্থ
‘পরি’ উপসর্গ যোগে গঠিত ‘পরিসীমা’ শব্দের অর্থ নিচের কোনটি সঠিক নয়?
- ক. চতুর্দিক
- খ. গণ্ডিবদ্ধ
- গ. সম্যকরূপে
- ঘ. শেষ
উত্তরঃ শেষ
- ক. বর্ণ সংস্করণ
- খ. যদি সংস্থাপন
- গ. নতুন শব্দ গঠন
- ঘ. ভাবের পার্থক্য নিরূপণ
উত্তরঃ নতুন শব্দ গঠন
- ক. নি, অব, দুর, অপি
- খ. অপ, নির, সু, আ
- গ. আব, স, না, কার
- ঘ. উৎ, বি, অভি, পরা
উত্তরঃ আব, স, না, কার
উপসর্গ দ্বারা নিষ্পন্ন শব্দকে কি বলে?
- ক. উপসর্গ নিষ্পন্ন শব্দ
- খ. সমস্তপদ
- গ. অনুসর্গ নিষ্পন্ন শব্দ
- ঘ. প্রাতিপাদিক
উত্তরঃ উপসর্গ নিষ্পন্ন শব্দ
‘ইতিকথা’-এর ‘ইতি’ উপসর্গটি কি অর্থে ব্যবহৃত?
- ক. পূর্ব
- খ. বিশিষ্ট
- গ. অস্পষ্ট
- ঘ. নিন্দা
উত্তরঃ বিশিষ্ট
‘অন্তঃপুর’-এর ‘অন্তঃ’ কোন উপসর্গ?
- ক. সংস্কৃত উপসর্গ
- খ. বাংলা উপসর্গ
- গ. তুর্কী উপসর্গ
- ঘ. ফারসি উপসর্গ
উত্তরঃ সংস্কৃত উপসর্গ
‘পাতি, বি, ভর, রাম’-এগুলো কোন ধরনের উপসর্গ?
- ক. খাঁটি বাংলা উপসর্গ
- খ. তৎসম উপসর্গ
- গ. বিদেশী উপসর্গ
- ঘ. কোনটিই না
উত্তরঃ খাঁটি বাংলা উপসর্গ
আরবি শব্দ ‘মালুম’ -এর পূর্বে ‘বে’ যুক্ত হয়ে নতুন শব্দ হল ‘বেমালুম’ -এখানে ‘বে’ কোন প্রকার উপসর্গ?
- ক. আরবি
- খ. ফারসি
- গ. গুজরাটি
- ঘ. হিন্দি
উত্তরঃ ফারসি
‘প্রতিবাদ’-এর ‘প্রতি’ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত?
- ক. প্রত্যার্পণ
- খ. সাদৃশ্য
- গ. বিরোধ
- ঘ. বিপ্সা
উত্তরঃ বিরোধ
‘অবমূল্যায়ন’ ও ‘অবদান’ শব্দ দুটিতে ‘অব’ উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি ঠিক?
- ক. শব্দ দুটিতে উপসর্গটি মোটামোটি একই অর্তে ব্যবহৃত হয়েছে
- খ. শব্দ দুটিতে উপসগয়টি একই অর্থে ব্যবহৃত হয়েছে
- গ. দুটি শব্দে উপসর্গটির অর্থ দুই রকম
- ঘ. দুটি শব্দে উপসর্গটির অর্থ আপাতবিচারে ভিন্ন হলেও আসলে এক
উত্তরঃ দুটি শব্দে উপসর্গটির অর্থ দুই রকম
‘অবশেষে’ শব্দটির ‘অব’ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত?
- ক. নিম্নে
- খ. অল্পতা
- গ. প্রতিকুল
- ঘ. সম্যকভাবে
উত্তরঃ অল্পতা
- ক. বাংলা উপসর্গ
- খ. সংস্কৃত উপসর্গ
- গ. বিদেশী উপসর্গ
- ঘ. উপসর্গ স্থানীয় অব্যয়
উত্তরঃ সংস্কৃত উপসর্গ
‘অচিন’ শব্দের ‘অ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
- ক. নেতিবাচক
- খ. বিয়োগান্তক
- গ. নঞর্তক
- ঘ. অজানা
উত্তরঃ নঞর্তক
নিম্নের কোন শব্দটিতে বাংলা উপসর্গের প্রয়োগ ঘটেছে?
- ক. পরিহার
- খ. হাভাতে
- গ. উৎকর্ষ
- ঘ. বেশরম
উত্তরঃ হাভাতে
উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য ---
- ক. অব্যয় ও শব্দাংশ
- খ. নতুন শব্দ গঠন
- গ. ভিন্ন অর্থ প্রকাশ
- ঘ. উপসর্গ সামনে, প্রত্যয় থাকে পিছনে
উত্তরঃ উপসর্গ সামনে, প্রত্যয় থাকে পিছনে
যেসব অব্যয় ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন নতুন অর্থের সৃষ্টি করে, তাদের বলে-
- ক. উপসর্গ
- খ. কারক
- গ. অনুসর্গ
- ঘ. প্রত্যয়
উত্তরঃ উপসর্গ
- ক. বাংলা উপসর্গ
- খ. সংস্কৃত উপসর্গ
- গ. বিদেশি উপসর্গ
- ঘ. উপসর্গ স্থানীয় অব্যয়
উত্তরঃ সংস্কৃত উপসর্গ
‘লাপাত্তা’ শব্দের ‘লা’ উপসর্গটি বাংলা ভাষায় এসেছে-
- ক. আরবি ভাষা থেকে
- খ. ফরাসি ভাষা থেকে
- গ. হিন্দি ভাষা থেকে
- ঘ. উর্দু ভাষা থেকে
উত্তরঃ আরবি ভাষা থেকে
‘অবমূল্যায়ন’ ও ‘অবদান’ শব্দ দুটিতে ‘অব’ উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি ঠিক?
- ক. শব্দ দুটিতে উপসর্গটি মোটামুটি একই অর্থে ব্যবহৃত হয়েছে
- খ. শব্দ দুটিতে উপসর্গটি একই অর্থে ব্যবহৃত হয়েছে
- গ. দুটি শব্দে উপসর্গটির অর্থ দুই রকম
- ঘ. দুটি শব্দে উপসর্গটির অর্থ আপাতবিচারে ভিন্ন হলেও আসলে এক
উত্তরঃ দুটি শব্দে উপসর্গটির অর্থ দুই রকম
‘অচিন শব্দের ‘অ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
- ক. নেতিবাচক
- খ. বিয়োগান্তক
- গ. নঞর্থক
- ঘ. অজানা
উত্তরঃ নঞর্থক
‘অপলাপ’ শব্দের ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
- ক. বিপরীত
- খ. নিকৃষ্ট
- গ. বিকৃত
- ঘ. অভাব
উত্তরঃ বিপরীত
- ক. সংস্কৃত উপসর্গ
- খ. বাংলা উপসর্গ
- গ. বিদেশী উপসর্গ
- ঘ. খাঁটি বাংলা উপসর্গ
উত্তরঃ সংস্কৃত উপসর্গ
‘নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে’ কোনটির?
- ক. অনুসর্গের
- খ. উপসর্গের
- গ. বিভক্তির
- ঘ. পদাশ্রিত অব্যয়ের
উত্তরঃ উপসর্গের
কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে?
- ক. পরাকাষ্ঠা
- খ. অভিব্যক্তি
- গ. পরিশ্রান্ত
- ঘ. অনাবৃষ্টি
উত্তরঃ অনাবৃষ্টি
নিদাঘ শব্দে ‘নি’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
- ক. আতিশয্য
- খ. বিশেষ
- গ. নিশ্চয়
- ঘ. সম্যক
উত্তরঃ আতিশয্য
- ক. বাক্যের মধ্যে
- খ. শব্দের পরে
- গ. বাক্যের পূর্বে
- ঘ. শব্দের পূর্বে
উত্তরঃ শব্দের পূর্বে
কোন সারির সব শব্দ বিদেশি উপসর্গ যোগ করে গঠিত?
- ক. আচার, বিচার, নাচার
- খ. সরব, নীরব, কুরব
- গ. বজ্জাত, বেহায়া, সজোর
- ঘ. নাচার, বনাম, নারাজ
উত্তরঃ আচার, বিচার, নাচার
কোন শব্দটি খাঁটি বাংলা উপসর্গযোগে গঠিত?
- ক. প্রবাহ
- খ. খয়ের খাঁ
- গ. অজ পাড়াগাঁ
- ঘ. বেআদব
উত্তরঃ অজ পাড়াগাঁ
বাংলা ভাষায় কত প্রকারের উপসর্গ পাওয়া যায়?
- ক. ২ প্রকার
- খ. ৩ প্রকার
- গ. ৪ প্রকার
- ঘ. ৫ প্রকার
উত্তরঃ ৩ প্রকার
‘নিদাখ’ শব্দে ‘নি’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
- ক. বিশেষ
- খ. নিশ্চয়
- গ. আতিশষ্য
- ঘ. সম্যক
উত্তরঃ আতিশষ্য
নিচের কোন শব্দটিতে ইংরেজি উপসর্গ ব্যবহৃত হয়েছে?
- ক. অপমৃত্যু
- খ. রামদা
- গ. বাজেখরচ
- ঘ. ফুলবাবু
উত্তরঃ ফুলবাবু
‘পরাভব’ শব্দে ‘পরা’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
- ক. অভাব
- খ. আধিক্য
- গ. বিপরীত
- ঘ. বিকৃত
উত্তরঃ বিপরীত
প্র, পরা, অপ কোন শ্রেণির উপসর্গ?
- ক. বাংলা উপসর্গ
- খ. সংসৃত উপসর্গ
- গ. উপসর্গ স্থানীয় ভাষার
- ঘ. বিদেশি উপসর্গ
উত্তরঃ সংসৃত উপসর্গ
- ক. শব্দের পরে
- খ. বাক্যের পূর্বে
- গ. বাক্যের মধ্যে
- ঘ. শব্দের পূর্বে
উত্তরঃ শব্দের পূর্বে
বিপরীতার্থে ‘পরা’ উপসর্গ যুক্ত শব্দ কোনটি?
- ক. পরাকাষ্ঠা
- খ. পরাক্লান্ত
- গ. পরায়ণ
- ঘ. পরাভব
উত্তরঃ পরাভব
‘নিখুঁত’ শব্দের নি উপসর্গ কোন প্রকারের -
- ক. অর্ধতৎসম
- খ. বিদেশী
- গ. তৎসম
- ঘ. খাঁটি বাংলা
উত্তরঃ খাঁটি বাংলা
‘অবেলায় আমি দিলেম পাড়ি, অথৈ সাগরে, এখানে কয়টি উপসর্গ রয়েছে?
- ক. একটি
- খ. দুইটি
- গ. তিনটি
- ঘ. চারটি
উত্তরঃ দুইটি
‘অপমান’ শব্দের ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়?
- ক. বিপরীত
- খ. নিকৃষ্ট
- গ. নিকৃত
- ঘ. অভাব
উত্তরঃ বিপরীত