উপসর্গ

26. বাংলা উপসর্গ কয়টি?

  • ক. ঊনিশটি
  • খ. কুড়িটি
  • গ. একুশটি
  • ঘ. বাইশটি

উত্তরঃ একুশটি

বিস্তারিত

27. কোন সারির সব শব্দ বিদেশি উপসর্গ যোগ করে গঠিত?

  • ক. আচার, বিচার, নাচার
  • খ. সরব, নীরব, কুরব
  • গ. বজ্জাত, বেহায়া, সজোর
  • ঘ. নাচার, বনাম, নারাজ

উত্তরঃ আচার, বিচার, নাচার

বিস্তারিত

28. কোন শব্দটি খাঁটি বাংলা উপসর্গযোগে গঠিত?

  • ক. প্রবাহ
  • খ. খয়ের খাঁ
  • গ. অজ পাড়াগাঁ
  • ঘ. বেআদব

উত্তরঃ অজ পাড়াগাঁ

বিস্তারিত

29. বাংলা ভাষায় কত প্রকারের উপসর্গ পাওয়া যায়?

  • ক. ২ প্রকার
  • খ. ৩ প্রকার
  • গ. ৪ প্রকার
  • ঘ. ৫ প্রকার

উত্তরঃ ৩ প্রকার

বিস্তারিত

30. কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত?

  • ক. উপনেতা
  • খ. উপভোগ
  • গ. উপগ্রহ
  • ঘ. উপসাগর

উত্তরঃ উপভোগ

বিস্তারিত

31. কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত হয়েছে?

  • ক. আনন
  • খ. আষাঢ়
  • গ. আঘাটা
  • ঘ. আয়না

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

32. ‘নিদাখ’ শব্দে ‘নি’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

  • ক. বিশেষ
  • খ. নিশ্চয়
  • গ. আতিশষ্য
  • ঘ. সম্যক

উত্তরঃ আতিশষ্য

বিস্তারিত

33. বাংলা ভাষার সংস্কৃত উপসর্গ কয়টি?

  • ক. আঠারটি
  • খ. ঊনিশটি
  • গ. বিশটি
  • ঘ. একুশটি

উত্তরঃ বিশটি

বিস্তারিত

34. ‘আড়চোখে’ শব্দে ‘আড়’ উপসর্গটি কি অর্থ প্রকাশ করছে?

  • ক. খারাপ
  • খ. হিংসা
  • গ. উৎসাহ
  • ঘ. বক্র

উত্তরঃ বক্র

বিস্তারিত

35. নিচের কোন শব্দটিতে ইংরেজি উপসর্গ ব্যবহৃত হয়েছে?

  • ক. অপমৃত্যু
  • খ. রামদা
  • গ. বাজেখরচ
  • ঘ. ফুলবাবু

উত্তরঃ ফুলবাবু

বিস্তারিত

36. ‘পরাভব’ শব্দে ‘পরা’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

  • ক. অভাব
  • খ. আধিক্য
  • গ. বিপরীত
  • ঘ. বিকৃত

উত্তরঃ বিপরীত

বিস্তারিত

37. ‘অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে’ - কার?

  • ক. উপসর্গ
  • খ. সন্ধি
  • গ. সমাস
  • ঘ. কারক

উত্তরঃ উপসর্গ

বিস্তারিত

38. প্র, পরা, অপ কোন শ্রেণির উপসর্গ?

  • ক. বাংলা উপসর্গ
  • খ. সংসৃত উপসর্গ
  • গ. উপসর্গ স্থানীয় ভাষার
  • ঘ. বিদেশি উপসর্গ

উত্তরঃ সংসৃত উপসর্গ

বিস্তারিত

39. নিচের কোনটি ফারসি উপসর্গ?

  • ক. বাজে
  • খ. আম
  • গ. হাফ
  • ঘ. কম

উত্তরঃ কম

বিস্তারিত

40. কোনটি সংস্কৃত উপসর্গ?

  • ক. অঘা
  • খ. আব
  • গ. পরা
  • ঘ. অনা

উত্তরঃ পরা

বিস্তারিত

41. ‘উপসর্গ’ বাসে -

  • ক. শব্দের পরে
  • খ. বাক্যের পূর্বে
  • গ. বাক্যের মধ্যে
  • ঘ. শব্দের পূর্বে

উত্তরঃ শব্দের পূর্বে

বিস্তারিত

42. বাংলা ভাষায় তৎসম উপসর্গ কতটি?

  • ক. ২০টি
  • খ. ২১টি
  • গ. ১৯টি
  • ঘ. ২৩টি

উত্তরঃ ২০টি

বিস্তারিত

43. বিদেশী উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি?

  • ক. অঘারাম
  • খ. কদাকার
  • গ. প্রস্ফুটিত
  • ঘ. খাসমহল

উত্তরঃ খাসমহল

বিস্তারিত

44. বাংলা ভাষার শব্দের আগে বসে কোনটি?

  • ক. অনুসর্গ
  • খ. উপসর্গ
  • গ. প্রত্যয়
  • ঘ. বিভক্তি

উত্তরঃ উপসর্গ

বিস্তারিত

45. ‘অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে’ কার?

  • ক. উপসর্গ
  • খ. সন্ধি
  • গ. সমাস
  • ঘ. কারক

উত্তরঃ উপসর্গ

বিস্তারিত

46. বিপরীতার্থে ‘পরা’ উপসর্গ যুক্ত শব্দ কোনটি?

  • ক. পরাকাষ্ঠা
  • খ. পরাক্লান্ত
  • গ. পরায়ণ
  • ঘ. পরাভব

উত্তরঃ পরাভব

বিস্তারিত

47. ‘নিখুঁত’ শব্দের নি উপসর্গ কোন প্রকারের -

  • ক. অর্ধতৎসম
  • খ. বিদেশী
  • গ. তৎসম
  • ঘ. খাঁটি বাংলা

উত্তরঃ খাঁটি বাংলা

বিস্তারিত

48. ‘অবেলায় আমি দিলেম পাড়ি, অথৈ সাগরে, এখানে কয়টি উপসর্গ রয়েছে?

  • ক. একটি
  • খ. দুইটি
  • গ. তিনটি
  • ঘ. চারটি

উত্তরঃ দুইটি

বিস্তারিত

49. ‘পরাজয়ের’ -এ শব্দটিতে কোনটি উপসর্গ?

  • ক. জয়
  • খ. পরা
  • গ. এর
  • ঘ. জয়ের

উত্তরঃ পরা

বিস্তারিত

50. কোনটি খাঁটি বাংলা উপসর্গ?

  • ক. অজ
  • খ. অপ
  • গ. প্র
  • ঘ. পরা

উত্তরঃ অজ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects