এক কথায় প্রকাশ

51. ‘দুহাত যার সমানে চলে’ - এর বাক্যসংকোচন কোনটি?

  • ক. দেহাতি
  • খ. সব্যসাচি
  • গ. সব্যসাচী
  • ঘ. দোহাতি

উত্তরঃ সব্যসাচী

বিস্তারিত

52. এক কথায় প্রকাশ করুন ‘যা দীপ্তি পাচ্ছে’।

  • ক. দেদীপ্যমান
  • খ. দীপ্ত
  • গ. উজ্জ্বল
  • ঘ. দীপ্তমান

উত্তরঃ দেদীপ্যমান

বিস্তারিত

53. এক কথায় প্রকাশ করুন : যা দমন করা কষ্টকর।

  • ক. দুর্দমনীয়
  • খ. অনিবার্য
  • গ. অদম্য
  • ঘ. দুর্নিবার

উত্তরঃ দুর্দমনীয়

বিস্তারিত

54. ‘করার ইচ্ছা’ এর এক কথায় প্রকাশ কি হবে?

  • ক. জিগীষা
  • খ. চিকীর্ষা
  • গ. রিরংসা
  • ঘ. অভিপ্রায়

উত্তরঃ চিকীর্ষা

বিস্তারিত

55. এক কথায় প্রকাশ করুন : ‘কর দান করে যে’।

  • ক. করদ
  • খ. প্রজা
  • গ. অধীন
  • ঘ. আশ্রিত

উত্তরঃ করদ

বিস্তারিত

56. এক কথায় প্রকাশ করুন : ‘যে ভূমিতে ফসল জম্মায় না’।

  • ক. পতিত
  • খ. অনুর্বর
  • গ. ঊষর
  • ঘ. বন্ধ্যা

উত্তরঃ ঊষর

বিস্তারিত

57. ‘শুভক্ষণে জম্ম যার’ - বাক্যটিকে এককথায় কি বলে?

  • ক. অগ্নিবীণা
  • খ. শুভজন্মা
  • গ. ক্ষণজম্মা
  • ঘ. সুভক্ষণা

উত্তরঃ শুভজন্মা

বিস্তারিত

58. এক কথায় প্রকাশ করুন : ‘অপকার করার ইচ্ছা :

  • ক. অপচিকীর্ষা
  • খ. কৃতঘ্নতা
  • গ. অকৃতদার
  • ঘ. অপারগ

উত্তরঃ অপচিকীর্ষা

বিস্তারিত

59. এক কথায় প্রকাশ করুন : ‘যে সকল অত্যাচার সয়ে যায়’ -

  • ক. সব্যসাচী
  • খ. নিগৃহীত
  • গ. অনুরক্ত
  • ঘ. সর্বংসহা

উত্তরঃ সর্বংসহা

বিস্তারিত

60. ‘নৌকা চলাচলের যোগ্য’ কে এক কথায় কী বলে?

  • ক. নাব্য
  • খ. গভীর
  • গ. নব্য
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ নাব্য

বিস্তারিত

61. এক কথায় প্রকাশ করুন : যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না’ -

  • ক. দুর্গম
  • খ. দুস্তর
  • গ. দুর্জয়
  • ঘ. দুর্লভ

উত্তরঃ দুস্তর

বিস্তারিত

62. ‘যা বিনা যত্নে উৎপন্ন হয়েছে’ এর বাক্য সংকোচন কী হবে?

  • ক. অযত্নলব্ধ
  • খ. অযত্নসম্ভূত
  • গ. অযত্নজাত
  • ঘ. অনায়াসলব্ধ

উত্তরঃ অযত্নসম্ভূত

বিস্তারিত

63. ‘সকলের জন্য প্রযোজ্য’ এক কথায় কি হবে?

  • ক. সর্বজনীন
  • খ. সর্বজন স্বীকৃত
  • গ. সার্বজনীন
  • ঘ. সর্বজনগ্রাহ্য

উত্তরঃ সর্বজনীন

বিস্তারিত

64. এক কথায় প্রকাশ করুন - ‘ যা বলা হয়নি’।

  • ক. অনুক্ত
  • খ. অব্যক্ত
  • গ. অব্য
  • ঘ. অউক্ত

উত্তরঃ অনুক্ত

বিস্তারিত

65. ’জিজীবিষা’ শব্দটি দিয়ে বুঝায় -

  • ক. জয়ের ইচ্ছা
  • খ. হত্যার ইচ্ছা
  • গ. বেঁচে থাকার ইচ্ছা
  • ঘ. শোনার ইচ্ছা

উত্তরঃ বেঁচে থাকার ইচ্ছা

বিস্তারিত

66. অন্যের রচনা থেকে চুরি করা কে বলা হয় -

  • ক. বেতসবৃত্তি
  • খ. পতঙ্গবৃত্তি
  • গ. জলৌকাবৃত্তি
  • ঘ. কুম্ভিলকবৃত্তি

উত্তরঃ কুম্ভিলকবৃত্তি

বিস্তারিত

67. অবীরা বলতে কোন নারীকে বুঝায়?

  • ক. যে স্বামীর বশীভূত
  • খ. যার পুত্র হয়নি
  • গ. যার স্বামী, পুত্র নেই
  • ঘ. যার বিয়ে হয়নি

উত্তরঃ যার স্বামী, পুত্র নেই

বিস্তারিত

68. এক কথায় প্রকাম করুন : পাঁচ সেরে সমাহার -

  • ক. পরিমেয়
  • খ. পশুরী
  • গ. চতুরঙ্গ
  • ঘ. শৌরঙ্গ

উত্তরঃ পশুরী

বিস্তারিত

69. ‘যা লাফিয়ে চলে’ এক কথায় বলে -

  • ক. উলম্ফ
  • খ. লাফবাজ
  • গ. দাড়াবাজ
  • ঘ. প্লবগ

উত্তরঃ প্লবগ

বিস্তারিত

70. ‘নষ্ট হওয়ার অভাব যার’ এক কথায় হবে -

  • ক. নিদাঘ
  • খ. নশ্বর
  • গ. নষ্টমান
  • ঘ. বিনশ্বর

উত্তরঃ নশ্বর

বিস্তারিত

71. চেটে খাওয়া যায় যা -

  • ক. চাটনি
  • খ. চোষ্য
  • গ. লেহ্য
  • ঘ. চর্ব

উত্তরঃ লেহ্য

বিস্তারিত

72. ‘কৃতঘ্ন’ শব্দের অর্থ কি?

  • ক. যে উপকারীর উপকার করে না
  • খ. যে উপকারীর অপকার করে
  • গ. যে উপকারীর উপকার স্বীকার করে না
  • ঘ. যে উপকারীর উপকার ভুরে যায়

উত্তরঃ যে উপকারীর অপকার করে

বিস্তারিত

73. এক কথায় প্রকাশ কর - ‘কম কথা বলে যে’ -

  • ক. আবাচাল
  • খ. মিতভাষী
  • গ. মিতভাষি
  • ঘ. মিতভাসী

উত্তরঃ মিতভাষী

বিস্তারিত

74. যা স্থায়ী নয় -

  • ক. অস্থায়ী
  • খ. ক্ষণস্থায়ী
  • গ. ক্ষণিক
  • ঘ. নশ্বর

উত্তরঃ অস্থায়ী

বিস্তারিত

75. বাক্য সংকোচন করুন - ‘চক্ষু দ্বারা গৃহীত’

  • ক. প্রত্যক্ষ
  • খ. সম্মুখ
  • গ. চাক্ষুষ
  • ঘ. প্রত্যক্ষদর্মী

উত্তরঃ চাক্ষুষ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects