ক্রিয়ার কাল

ভিক্ষে মেগে খায় -এ বাক্যের 'মাগ' ধাতুটি কোন ভাষা থেকে আগত ?

  • ক. ফারসি
  • খ. বাংলা
  • গ. হিন্দি
  • ঘ. ইংরেজি

উত্তরঃ হিন্দি

বিস্তারিত

গঠনরীতি ও অর্থের দিক থেকে সাধিত ধাতু কয় প্রকার ?

  • ক. ৪ প্রকার
  • খ. ২ প্রকার
  • গ. ৩ প্রকার
  • ঘ. ৫ প্রকার

উত্তরঃ ৩ প্রকার

বিস্তারিত

ধাতু বা ক্রিয়ামূল চেনার অন্যতম উপায় কোনটি ?

  • ক. বর্তমান কালের অনুজ্ঞায় তুচ্ছার্থক মধ্যমপুরুষের ক্রিয়ার রূপ লক্ষ্য করা যায়
  • খ. বর্তমান কালের অনুজ্ঞায় তুচ্ছার্থক উত্তম পুরুষের ক্রিয়ার রূপ লক্ষ্য করা যায়
  • গ. ক্রিয়ার মূল দেখে
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ বর্তমান কালের অনুজ্ঞায় তুচ্ছার্থক মধ্যমপুরুষের ক্রিয়ার রূপ লক্ষ্য করা যায়

বিস্তারিত

ধাতু ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ?

  • ক. বাক্যতত্ত্বে
  • খ. রূপতত্ত্ব
  • গ. অর্থতত্ত্ব
  • ঘ. ধ্বনিতত্ত্ব

উত্তরঃ রূপতত্ত্ব

বিস্তারিত

'ফির' বিদেশী ধাতুটি কি অর্থে ব্যবহৃত হয় ?

  • ক. গমন
  • খ. আগমন
  • গ. পুনরাগমন
  • ঘ. প্রত্যাগমন

উত্তরঃ পুনরাগমন

বিস্তারিত

খাঁটি বাংলা ধাতু কোনটি ?

  • ক. আঁক
  • খ. অঙ্ক
  • গ. ডর
  • ঘ. বধূ

উত্তরঃ আঁক

বিস্তারিত

আমার কাজটা অবশ্যই করিও - এই বাক্যের অনুজ্ঞা কোন অর্থ প্রকাশক ?

  • ক. প্রার্থনা
  • খ. আদেশ
  • গ. অনুরোধ
  • ঘ. উপদেশ

উত্তরঃ অনুরোধ

বিস্তারিত

সদা সত্য কথা বলবো - এটি কোন অনুজ্ঞার উদাহরণ ?

  • ক. বর্তমান কালের অনুজ্ঞা
  • খ. অতীয় কালের অনুজ্ঞা
  • গ. ভবিষ্যৎ কালের অনুজ্ঞা
  • ঘ. অতীত - বর্তমান কালের অনুজ্ঞা

উত্তরঃ ভবিষ্যৎ কালের অনুজ্ঞা

বিস্তারিত

নাম পুরুষের অনুজ্ঞা পদ হতে পারে না, কারন -

  • ক. প্রত্যক্ষ বলে
  • খ. অপ্রত্যক্ষ বলে
  • গ. নিজেকে আদেশ করতে পারে না বলে
  • ঘ. তুচ্ছার্থক বলে

উত্তরঃ অপ্রত্যক্ষ বলে

বিস্তারিত

অনুজ্ঞা পদ কোন পদের রূপ ?

  • ক. নাম পুরুষের
  • খ. বিশেষণ
  • গ. অব্যয়
  • ঘ. ক্রিয়া

উত্তরঃ ক্রিয়া

বিস্তারিত

কোন ক্রিয়াটি ভবিষ্যৎকালের অনুজ্ঞায় সম্ভাবনা বুঝাচ্ছে ?

  • ক. রোগ হলে ওষুধ খাবে
  • খ. সদা সত্য কথা বলবে
  • গ. চেষ্টা কর, বুঝতে পারবে
  • ঘ. কাল এসো

উত্তরঃ চেষ্টা কর, বুঝতে পারবে

বিস্তারিত

রোগ হলে ওষুধ খাবে - এই বাক্যে অনুজ্ঞা কি অর্থ প্রকাশ করে ?

  • ক. আদেশ
  • খ. নির্দেশ
  • গ. বিধান
  • ঘ. উপদেশ

উত্তরঃ বিধান

বিস্তারিত

আমার দরখাস্তটা পড়ুন - এই বাক্যে অনুজ্ঞা কি অর্থ প্রকাশ করে ?

  • ক. প্রার্থনা
  • খ. অনুরোধ
  • গ. নির্দেশ
  • ঘ. উপদেশ

উত্তরঃ প্রার্থনা

বিস্তারিত

ভবিষ্যৎ কালের অনুজ্ঞায় কোন পুরুষ ব্যবহৃত হয় না ?

  • ক. মধ্যম
  • খ. উত্তম
  • গ. নাম
  • ঘ. নাম ও উত্তম

উত্তরঃ উত্তম

বিস্তারিত

অনুজ্ঞা কোন কোন কালে ব্যবহৃত হয় ?

  • ক. বর্তমান ও ভবিষ্যৎ কালে
  • খ. ভবিষ্যৎ ও অতীতকালে
  • গ. অতীত ও বর্তমান কালে
  • ঘ. ভবিষ্যৎ কালে

উত্তরঃ বর্তমান ও ভবিষ্যৎ কালে

বিস্তারিত

উত্তম পুরুষে অনুজ্ঞা পদ হতে পারে না, কারণ ?

  • ক. প্রত্যক্ষ বলে
  • খ. পরোক্ষ বলে
  • গ. কেউ নিজেকে আদেশ করতে পারে না
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ কেউ নিজেকে আদেশ করতে পারে না

বিস্তারিত

কোন পুরুষে অনুজ্ঞা হয় না ?

  • ক. মধ্যম পুরুষে
  • খ. উত্তম পুরুষ
  • গ. নাম পুরুষ
  • ঘ. খ + গ

উত্তরঃ উত্তম পুরুষ

বিস্তারিত

কোন পুরুশের তুচ্ছার্থক বা ঘনিষ্ঠার্থক সর্বনামের অনুজ্ঞায় কোনো বিভক্তি যুক্ত হয় না ?

  • ক. উত্তম পুরুষে
  • খ. নাম পুরুষে
  • গ. মধ্যম পুরুষে
  • ঘ. সবগুলো

উত্তরঃ মধ্যম পুরুষে

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects