লিঙ্গ ও বচন

”তরঙ্গ” শব্দের বহুবচন কী?

  • ক. তরঙ্গমালা
  • খ. তরঙ্গস্বর
  • গ. তরঙ্গরাশি
  • ঘ. তরঙ্গল

উত্তরঃ তরঙ্গমালা

বিস্তারিত

নিচের কোন বহুবচনটি সঠিক?

  • ক. মনুস্যকল
  • খ. মনুষ্যসমূহ
  • গ. পাখসব
  • ঘ. ক, খ, গ সবগুলোই

উত্তরঃ ক, খ, গ সবগুলোই

বিস্তারিত

'নাটিকা' কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?

  • ক. মমার্থে
  • খ. ক্ষুদ্রার্থে
  • গ. বৃহদার্থে
  • ঘ. বিপরীতার্থে

উত্তরঃ ক্ষুদ্রার্থে

বিস্তারিত

কোনটির দুটি পুরুষবাচক শব্দ আছে?

  • ক. ননদ
  • খ. আয়া
  • গ. নানা
  • ঘ. কোকিল

উত্তরঃ ননদ

বিস্তারিত

কোনটি নিত্য পুংলিঙ্গ?

  • ক. গুরু
  • খ. বন্ধু
  • গ. ঢাকী
  • ঘ. পাখি

উত্তরঃ ঢাকী

বিস্তারিত

কোনটির স্ত্রীলিঙ্গ ভিন্ন শব্দ?

  • ক. সধবা
  • খ. বিদ্বান
  • গ. সতীন
  • ঘ. সৎমা

উত্তরঃ বিদ্বান

বিস্তারিত

কোনটি 'পত্নী' অর্থে স্ত্রীবাচক শব্দ?

  • ক. ছাত্রী
  • খ. দাদী
  • গ. আয়া
  • ঘ. সৎমা

উত্তরঃ দাদী

বিস্তারিত

কোনটি 'ঈ' প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ?

  • ক. বেঙ্গমী
  • খ. কাঙাল
  • গ. ঠাকুর
  • ঘ. মজুর

উত্তরঃ বেঙ্গমী

বিস্তারিত

যে শব্দ দ্বারা স্ত্রী ও পুরুষ কিছুই বোঝায় না তাকে কোন লিঙ্গ বলে?

  • ক. পুংলিঙ্গ
  • খ. স্ত্রীলিঙ্গ
  • গ. ক্লীবলিঙ্গ
  • ঘ. উভয়লিঙ্গ

উত্তরঃ ক্লীবলিঙ্গ

বিস্তারিত

'অরণ্য' এর লিঙ্গান্তর কি?

  • ক. অরণ্য
  • খ. অরণী
  • গ. অরণ্যা
  • ঘ. অরণ্যানী

উত্তরঃ অরণ্যানী

বিস্তারিত

সেবক শব্দের শুদ্ধ স্ত্রীবাচক শব্দ কোনটি?

  • ক. সেবকা
  • খ. সেবোকি
  • গ. সেবিকি
  • ঘ. সেবিকা

উত্তরঃ সেবিকা

বিস্তারিত

নিচের কোন শব্দটি ক্লীবলিঙ্গ?

  • ক. ফুল
  • খ. মানুষ
  • গ. মৃগী
  • ঘ. পিতা

উত্তরঃ ফুল

বিস্তারিত

লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?

  • ক. সাহেব
  • খ. বেয়াই
  • গ. সঙ্গী
  • ঘ. কবিরাজ

উত্তরঃ কবিরাজ

বিস্তারিত

কোনটি ভিন্নার্থক স্ত্রীবাচক শব্দ?

  • ক. নাটিকা
  • খ. অরণ্যানী
  • গ. বনানী
  • ঘ. সুন্দরী

উত্তরঃ নাটিকা

বিস্তারিত

সাধারণত কোন কোন পদে লিঙ্গ হয় না?

  • ক. বিশেষণ ও ক্রিয়া
  • খ. বিশেষণ ও অব্যয়
  • গ. সর্বনাম ও অব্যয়
  • ঘ. বিশেষ্য ও সর্বনাম

উত্তরঃ বিশেষ্য ও সর্বনাম

বিস্তারিত

লিঙ্গ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

  • ক. শব্দতত্ত্ব
  • খ. ধ্বনিতত্ত্ব
  • গ. অর্থতত্ত্ব
  • ঘ. বাক্যতত্ত্ব

উত্তরঃ শব্দতত্ত্ব

বিস্তারিত

ইতর প্রাণী ও অপ্রাণিবাচক শব্দের বহুবচনে যুক্ত হয়--

  • ক. টা, টি
  • খ. কুল
  • গ. খানা, খানি
  • ঘ. বাচ্য

উত্তরঃ কুল

বিস্তারিত

কোন দুটি পদের বচন ভেদে পার্থক্য হয়?

  • ক. বিশেষ্য ও সর্বনাম
  • খ. বিশেষ্য ও বিশেষণ
  • গ. সর্বনাম ও অব্যয়
  • ঘ. ক্রিয়া ও অব্যয়

উত্তরঃ বিশেষ্য ও সর্বনাম

বিস্তারিত

কোনটি ক্রমবাচক সংখ্যা?

  • ক. পাঁচই
  • খ. সপ্তম
  • গ. এগারে
  • ঘ. একুশে

উত্তরঃ সপ্তম

বিস্তারিত

নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত বহুবচনের উদাহরণ?

  • ক. সিংহ বনে থাকে
  • খ. বাগানে ফুল ফুটেছে
  • গ. মানুষ মরণশীল
  • ঘ. এটাই করিমনের বাড়ি

উত্তরঃ এটাই করিমনের বাড়ি

বিস্তারিত

কোনটি অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?

  • ক. বৃন্দ
  • খ. কুল
  • গ. বর্গ
  • ঘ. গ্রাম

উত্তরঃ গ্রাম

বিস্তারিত

দুটি পুরুষবাচক শব্দ রয়েছে কোনটির?

  • ক. ননদ
  • খ. প্রিয়া
  • গ. শিষ্যা
  • ঘ. আয়া

উত্তরঃ ননদ

বিস্তারিত

'বন্ধু' শব্দের বহুবচন কোনটি?

  • ক. বন্ধুগণ
  • খ. বন্ধুরা
  • গ. বন্ধুবর্গ
  • ঘ. সবগুলোই

উত্তরঃ সবগুলোই

বিস্তারিত

অপ্রণিবাচক শব্দে ব্যবহৃত হয়?

  • ক. কুল, সকল, সব, সমূহ
  • খ. আবলী, গুচ্ছ, দাম, নিকর
  • গ. পুঞ্জ, মনো, বাজি, রাশি
  • ঘ. গণ, বৃন্দ, মণ্ডলী

উত্তরঃ কুল, সকল, সব, সমূহ

বিস্তারিত

নিচের কোনটি একবচনের উদাহরণ?

  • ক. বনে সিংহ থাকে
  • খ. মানুষ মরণশীল
  • গ. লোকে বলে
  • ঘ. শিক্ষক ছাত্র পড়াচ্ছেন

উত্তরঃ শিক্ষক ছাত্র পড়াচ্ছেন

বিস্তারিত

কেবল উন্নত প্রাণিবাচক শব্দের বহুবচনে কি ব্যবহৃত হয়?

  • ক. গণ, বৃন্দ, রা, গুলো
  • খ. নিচয়, বৃন্দ, রাশি, গণ
  • গ. দাম, কুল, নিচয়
  • ঘ. গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ

উত্তরঃ গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ

বিস্তারিত

ইতর প্রানী ও অপ্রানিবাচক শব্দের শেষে কোন বহুবাচনবোধক শব্দ যোগ হয়?

  • ক. রা, এরা
  • খ. গুলা, গুলো
  • গ. গণ, বৃন্দ
  • ঘ. বৃন্দ, বর্গ

উত্তরঃ গুলা, গুলো

বিস্তারিত

বচন ব্যাকরণে কিরূপ শব্দ?

  • ক. অব্যয়সূচক শব্দ
  • খ. প্রাতিপাদিক শব্দ
  • গ. পারিভাষিক শব্দ
  • ঘ. কারকসূচক শব্দ

উত্তরঃ প্রাতিপাদিক শব্দ

বিস্তারিত

বচন কয় প্রকার?

  • ক. দু'প্রকার
  • খ. তিন প্রকার
  • গ. চার প্রকার
  • ঘ. পাঁচ প্রকার

উত্তরঃ দু'প্রকার

বিস্তারিত

বচন ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

  • ক. বাক্যতত্ত্ব
  • খ. ধ্বনিতত্ত্ব
  • গ. পদক্রম
  • ঘ. রূপতত্ত্ব

উত্তরঃ রূপতত্ত্ব

বিস্তারিত

বচন অর্থ কি?

  • ক. সংখ্যার ধারণা
  • খ. গগনার ধারণা
  • গ. ক্রমের ধারণা
  • ঘ. পরিমাপের ধারণা

উত্তরঃ সংখ্যার ধারণা

বিস্তারিত

কোনটির লিঙ্গান্তর হয় না?

  • ক. সাহেব
  • খ. সঙ্গী
  • গ. বেয়াই
  • ঘ. কবিরাজ

উত্তরঃ কবিরাজ

বিস্তারিত

কোনটির লিঙ্গান্তর হয় না?

  • ক. বেয়াই
  • খ. সাহেব
  • গ. কবিরাজ
  • ঘ. সংগী

উত্তরঃ কবিরাজ

বিস্তারিত

'বৃক্ষ' শব্দের সঠিক বহুবচন কোনটি?

  • ক. বৃক্ষকুল
  • খ. বৃক্ষমালা
  • গ. বৃক্ষরাজি
  • ঘ. বৃক্ষবলী

উত্তরঃ বৃক্ষকুল

বিস্তারিত

কোনটি নিত্য স্ত্রী-বাচক শব্দ?

  • ক. বিধাতা
  • খ. বিপত্নী
  • গ. সপত্নী
  • ঘ. সতীন

উত্তরঃ সতীন

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects