বাক্য ও বাক্য পরিবর্তন

বাক্যের ক্ষুদ্রতম অংশ কোনটি?

  • ক. বর্ণ
  • খ. ধ্বনি
  • গ. শব্দ
  • ঘ. চিহ্ন

উত্তরঃ শব্দ

বিস্তারিত

"সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি"- কোন শ্রেণির বাক্য?

  • ক. সরল
  • খ. জটিল
  • গ. মিশ্র
  • ঘ. যৌগিক

উত্তরঃ যৌগিক

বিস্তারিত

কোন বাক্যে যদি উপমার ভুল থাকে তবে উক্ত বাক্যে কোন গুণের অভাব দেখা দেয়?

  • ক. মাধুর্য
  • খ. আসত্তি
  • গ. যোগ্যতা
  • ঘ. আকাঙ্ক্ষা

উত্তরঃ যোগ্যতা

বিস্তারিত

'ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে' -এই সরল বাক্যটির মিশ্রবাক্যের রূপান্তর কোনটি?

  • ক. যারা ভালো ছেলে, তারা শিক্ষকের আদেশ পালন করে
  • খ. ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে
  • গ. ভালো ছেলেদের দ্বারা শিক্ষকদের আদেশ পালন করে
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ যারা ভালো ছেলে, তারা শিক্ষকের আদেশ পালন করে

বিস্তারিত

'মেঘ গর্জন করে এবং ময়ূর নৃত্য করে'- এই সরল বাক্যটির যৌগিক বাক্যের রূপান্তর কোনটি?

  • ক. যখন মেঘ গর্জন কর তখন ময়ূর নৃত্য করে
  • খ. মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে
  • গ. মেঘ গর্জন কর তাই ময়ূর নৃত্য করে
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে

বিস্তারিত

নিচের কোনটি মিশ্র বাক্যের উদাহরণ?

  • ক. যে ভালো ছেলে তাকে সবাই শ্রদ্ধা করে
  • খ. ভালো ছেলেকে সবাই ভালো বাসে
  • গ. তিনি গেলেন এবং আমরা গ্রামে ফিরলাম
  • ঘ. তুমি এলে আমি যাব

উত্তরঃ যে ভালো ছেলে তাকে সবাই শ্রদ্ধা করে

বিস্তারিত

নিচের কোন বাক্যে বিশেষণ দ্বারা উদ্দেশ্যকে সম্প্রসারণ করা হয়েছে?

  • ক. "সুফিয়ার পিতা" কোথায় থাকেন?
  • খ. "সাদা" ফুল ফুটেছে
  • গ. "মামা!" আপনি আমাকে রক্ষা করুন
  • ঘ. "সে গাছ থেকে" আনারস এনে আমাকে দিল

উত্তরঃ "সাদা" ফুল ফুটেছে

বিস্তারিত

'আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হলো' বাক্যটি কোন প্রকার দোষে দুষ্ট?

  • ক. দুর্বোধ্যতা
  • খ. উপমার ভুল প্রয়োগজনিত দোষ
  • গ. বাহুল্য দোষ
  • ঘ. বাগধারার রদলবদল দোষ

উত্তরঃ উপমার ভুল প্রয়োগজনিত দোষ

বিস্তারিত

তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়োগের ফলে বাক্যে নিচের কোন দোষ ঘটে?

  • ক. গুরুচণ্ডালী দোষ
  • খ. বাহুল্য দোষ
  • গ. উপমার ভুল
  • ঘ. বাগধারার রদলবদল দোষ

উত্তরঃ গুরুচণ্ডালী দোষ

বিস্তারিত

'যদিও তিনি অত্যন্ত দরিদ্র, তথাপি তিনি দানশীল'- এটি কোন ধরনের বাক্য?

  • ক. জটিল বাক্য
  • খ. সরল বাক্য
  • গ. যৌগিক বাক্য
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ জটিল বাক্য

বিস্তারিত

'গরু আকাশে উড়ছে' বাক্যটিতে কিসের অভাব রয়েছে?

  • ক. যোগ্যতা
  • খ. আকাঙ্ক্ষা
  • গ. আসত্তি
  • ঘ. ক ও খ দুটিই

উত্তরঃ যোগ্যতা

বিস্তারিত

সরল বাক্যকে যৌগিক বাক্যে পরিণত করতে হলে সরল বাক্যের কোন অংশকে কি করতে হয়?

  • ক. নিরপেক্ষ বাক্যে রূপান্তর করতে হয়
  • খ. একটি বাক্যে রূপান্তর করতে হয়
  • গ. একটি বাক্যাংশে রূপান্তর করতে হয়
  • ঘ. একটি পদে রূপান্তর করতে হয়

উত্তরঃ নিরপেক্ষ বাক্যে রূপান্তর করতে হয়

বিস্তারিত

তৎসম শব্দের সাথে দেশীয় শব্দের প্রয়োগ কোন দোষ সৃষ্টি করে?

  • ক. গুরুচণ্ডালী দোষ
  • খ. বাহুল্য দোষ
  • গ. উপমার ভুল
  • ঘ. দুর্বোধ্যতা

উত্তরঃ গুরুচণ্ডালী দোষ

বিস্তারিত

দেশের সকল আলেমগণই এ ব্যাপারে আমাদের সমর্থন দান করেন- এ বাক্যটি কোন দোষে দুষ্ট?

  • ক. গুরুচণ্ডালী দোষে
  • খ. বাহুল্য দোষে
  • গ. উপমার ভুল
  • ঘ. দুর্বোধ্যতা

উত্তরঃ বাহুল্য দোষে

বিস্তারিত

একটি সার্থক বাক্যের কোন তিনটি গুণ থাকা দরকার?

  • ক. বর্ণ, বিধান ও অক্ষর
  • খ. উদ্দেশ্য, বিধেয় ও কর্ম
  • গ. কর্তা, কর্ম ও ক্রিয়া
  • ঘ. আকাঙ্ক্ষা, যোগ্যতা ও আসত্তি

উত্তরঃ আকাঙ্ক্ষা, যোগ্যতা ও আসত্তি

বিস্তারিত

হয় রওনা হও, নতুবা গাড়িতে ওঠ- কোন বাক্যের উদাহরণ?

  • ক. সরল বাক্য
  • খ. জটিল বাক্য
  • গ. সন্দেহবাচক বাক্য
  • ঘ. যৌগিক বাক্য

উত্তরঃ জটিল বাক্য

বিস্তারিত

বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে কি বলে?

  • ক. আকুতি
  • খ. মিনতি
  • গ. আসত্তি
  • ঘ. স্পৃহা

উত্তরঃ আসত্তি

বিস্তারিত

শব্দ প্রয়োগ কালে যদি তার যোগ্যতা হারায়, তবে তাকে কোন দোষে দুষ্ট বলা হয়?

  • ক. গুরুচণ্ডালী
  • খ. বাগধারার রদবদল
  • গ. উপমার ভুল
  • ঘ. শব্দগঠনের ভুল

উত্তরঃ গুরুচণ্ডালী

বিস্তারিত

যে বাক্যে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে কি বলে?

  • ক. সরল বাক্য
  • খ. জটিল বাক্য
  • গ. যৌগিক বাক্য
  • ঘ. মৌলিক বাক্য

উত্তরঃ সরল বাক্য

বিস্তারিত

কোনটি জটিল বাক্য?

  • ক. যে বালকটি পরীক্ষায় প্রথম হয়েছে, সে পুরস্কার পাবে
  • খ. পরীক্ষায় পাস না করলে চাকরি পাবে না
  • গ. বৃষ্টি পড়ছে
  • ঘ. তোমার পাশ করার কথা শুনেছি

উত্তরঃ যে বালকটি পরীক্ষায় প্রথম হয়েছে, সে পুরস্কার পাবে

বিস্তারিত

তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি- এটা কোন ধরনের বাক্য?

  • ক. যৌগিক বাক্য
  • খ. সাধারণ বাক্য
  • গ. মিশ্র বাক্য
  • ঘ. সরল বাক্য

উত্তরঃ যৌগিক বাক্য

বিস্তারিত

যৌগিক বাক্যের অন্যতম গুণ কি?

  • ক. একটি জটিল ও একটি সরল বাক্যের সাথে বাক্য গঠন
  • খ. একটি সংযুক্ত ও একটি বিযুক্ত বাক্যের সাহায্যে বাক্য গঠন
  • গ. দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
  • ঘ. দুটি মিশ্র বাক্যের সাহায্যে বাক্য গঠন

উত্তরঃ দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন

বিস্তারিত

মিশ্র বাক্যের অপর নাম কি?

  • ক. জটিল বাক্য
  • খ. খণ্ড বাক্য
  • গ. সরল বাক্য
  • ঘ. যৌগিক বাক্য

উত্তরঃ জটিল বাক্য

বিস্তারিত

বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি?

  • ক. শব্দ
  • খ. বর্ণ
  • গ. ধ্বনি
  • ঘ. চিহ্ন

উত্তরঃ শব্দ

বিস্তারিত

আপনি যাকে ঘৃণা করেছেন সে গরিব বটে, কিন্তু লোভী নয়' এটা কোন জাতীয় বাক্যঃ

  • ক. যৌগিক বাক্য
  • খ. মৌলিক বাক্য
  • গ. জটিল বাক্য
  • ঘ. সরল বাক্য

উত্তরঃ জটিল বাক্য

বিস্তারিত

সরল বাক্যে রূপান্তর কর- 'যদি আমার কথা না শুন, ভবিষ্যতে অনুতাপ করবে'।

  • ক. আমার কথা না শুনলে অনুতাপ করবে।
  • খ. আমার কথা শুনলে অনুতাপ করবে
  • গ. আমার কথা না শুনলে ভবিষ্যতে অনুতাপ করবে।
  • ঘ. ভবিষ্যতে আমার কথা না শুনলে অনুতাপ করবে

উত্তরঃ আমার কথা না শুনলে ভবিষ্যতে অনুতাপ করবে।

বিস্তারিত

প্রতিটি বাক্যে প্রধান কয়টি অংশ থাকে?

  • ক. দুটি
  • খ. তিনটি
  • গ. চারটি
  • ঘ. পাঁচটি

উত্তরঃ দুটি

বিস্তারিত

'তার ধন আছে কিন্তু বিদ্যা নেই' বাক্যটি কোন শ্রেণীর?

  • ক. সরল
  • খ. মিশ্র
  • গ. জটিল
  • ঘ. যৌগিক

উত্তরঃ যৌগিক

বিস্তারিত

সরল বাক্যে রূপান্তর কর- 'যে সত্য কথা বলে, তাকে সকলে বিশ্বাস করে।'

  • ক. যিনি সত্যবাদী হন, তাকে সকলে বিশ্বাস করে
  • খ. যিনি সত্যবাদী, তাকে সকলে বিশ্বাস করে
  • গ. যখন মানুষ সত্যবাদী হয়, তখন তাকে সকলে বিশ্বাস করে
  • ঘ. যিনি সত্যবাদী হন, তিনি বিশ্বাসযোগ্য হন

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects