বাগধারা ও প্রবাদ প্রবচন
1. 'ইঁদুর কপালে' বাগধারাটির অর্থ--
- ক. মন্দভাগ্য
 - খ. ছোট কপাল
 - গ. সৌভাগ্যবান
 - ঘ. কিম্ভুত
 
উত্তরঃ মন্দভাগ্য
3. 'কপাল গুতো গোপাল ঠাকুর' -প্রবাদটির অর্থ--
- ক. অসুন্দরকে বেমানানভাবে সাজ্জিত করা
 - খ. অযোগ্যর ভাগ্যগুণে বড় হওয়া
 - গ. ভালো কথার খারাপ ব্যাখ্যা
 - ঘ. মূর্খ জ্ঞানীর কদর বোঝে না
 
উত্তরঃ অযোগ্যর ভাগ্যগুণে বড় হওয়া
- ক. কুৎসিৎ মামা
 - খ. কুচক্রী লোক
 - গ. অসৎ আত্মীয়
 - ঘ. পাতানো মামা
 
উত্তরঃ কুচক্রী লোক
5. অনিষ্ট করতে গিয়ে ভালো হওয়াকে কি বলে?
- ক. শাপেবর
 - খ. বাঘেমহিষে
 - গ. তামার বিষ
 - ঘ. একাদশে বৃহস্পতি
 
উত্তরঃ শাপেবর
- ক. মণিকাঞ্চন যোগ
 - খ. আদায় কাঁচকলায়
 - গ. সোনায় সোহাগা
 - ঘ. আমদুধে
 
উত্তরঃ আদায় কাঁচকলায়
- ক. সাহায্য করা
 - খ. চুরি করা
 - গ. চোখের চিকিৎসা করা
 - ঘ. মৃত্যুর পর চক্ষু দান করা
 
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
- ক. কুৎসিৎ মামা
 - খ. সৎ মামা
 - গ. কুচক্রী লোক
 - ঘ. পাতানো মামা
 
উত্তরঃ কুচক্রী লোক
10. 'খাস তালুকের প্রজা' প্রবাদটির অর্থ হলো--
- ক. নিস্ব ব্যাক্তি
 - খ. সৎ ব্যাক্তি
 - গ. তোষামোদকারী
 - ঘ. খুব অনুগত লোক
 
উত্তরঃ খুব অনুগত লোক
- ক. জ্ঞান দান করা
 - খ. অন্যায় আবদার করা
 - গ. ক্ষমতার বাহাদুরী
 - ঘ. অনাহুত ব্যক্তির মাতব্বরী
 
উত্তরঃ অনাহুত ব্যক্তির মাতব্বরী
- ক. ভয়ংকর বস্তু
 - খ. দুদিকেই বিপদ
 - গ. আসন্ন বিপদ
 - ঘ. শুভ সংবাদ
 
উত্তরঃ দুদিকেই বিপদ
- ক. জ্ঞানী ব্যাক্তি
 - খ. নিরর্থক কথা
 - গ. অশিক্ষিত ব্যাক্তি
 - ঘ. অনাবশ্যক বাগাড়ম্বর
 
উত্তরঃ অশিক্ষিত ব্যাক্তি
14. 'সাপে নেউলে' কথাটির অর্থ কি?
- ক. শত্রুতা
 - খ. বন্ধুত্ব
 - গ. অতিশয় ভালো সম্পর্ক
 - ঘ. মহাবিপদ
 
উত্তরঃ শত্রুতা
15. 'তাল পাতার সেপাই' কথাটির অর্থ কি?
- ক. অতিশয় দুর্বল
 - খ. পক্ষপাতদুষ্ট
 - গ. খুব চালাক
 - ঘ. অত্যন্ত আদুরে
 
উত্তরঃ অতিশয় দুর্বল
- ক. নিকটজন
 - খ. শেষ সম্বল
 - গ. পরমাত্বীয়
 - ঘ. অধিক সম্পদ
 
উত্তরঃ শেষ সম্বল
17. 'চাঁদের হাট'
- ক. আনন্দ উৎসব
 - খ. বন্ধুদের সমাগম
 - গ. আত্মীয় সমাগম
 - ঘ. প্রিয়জন সমাগম
 
উত্তরঃ প্রিয়জন সমাগম
18. 'কাক নিদ্রা'
- ক. কাকের ন্যায় অল্প নিদ্রা
 - খ. কপট চিন্তা
 - গ. অগভীর নিদ্রা
 - ঘ. পরের অনিষ্ট চিন্তা
 
উত্তরঃ অগভীর নিদ্রা
- ক. মহাবিপদ
 - খ. আসন্ন বিপদ
 - গ. মাথা যন্ত্রণা
 - ঘ. মাথার বোঝা
 
উত্তরঃ আসন্ন বিপদ
21. স্বাক্ষী গোপাল এর অর্থ কি?
- ক. নিষ্ক্রিয় দর্শক
 - খ. রাজ সাক্ষী
 - গ. কর্তব্য বিমুখ
 - ঘ. সক্রিয় দর্শক
 
উত্তরঃ নিষ্ক্রিয় দর্শক
22. 'সুসময়ের বন্ধু' কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হয়?
- ক. সুখের পায়রা
 - খ. দহরম মহরম
 - গ. লেফাফা দুরস্থ
 - ঘ. কংস মামা
 
উত্তরঃ সুখের পায়রা
23. 'বাপের ঠাকুর' বাগধারাটির অর্থ কি?
- ক. খুব পড়ুয়া
 - খ. শ্রদ্ধেয় ব্যক্তি
 - গ. অসম্ভব কিছু
 - ঘ. উচ্ছন্নে যাওয়া
 
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
24. 'জুতো সেলাই থেকে চণ্ডিপাঠ' কথাটি কি অর্থে ব্যবহৃত হয়?
- ক. ছোট বড় যাবতীয় কাজ করা
 - খ. সুযগের সদ্ব্যবহার করা
 - গ. কারও সুসময়, কারও দুঃসময়
 - ঘ. ভাগ্য চিরসংঙ্গী
 
উত্তরঃ ছোট বড় যাবতীয় কাজ করা
25. 'রাজঘটক' বাগধারাটি ব্যবহৃত হয় কোন অর্থে?
- ক. অন্তঃসারশূন্য
 - খ. পণ্ডশ্রম
 - গ. চমৎকার মিল
 - ঘ. বড়লোক
 
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন