বাগধারা ও প্রবাদ প্রবচন

'কুল কাঠের আগুন'- বাগধারাটির অর্থ--

  • ক. ঈষদুষ্ণ তাপ
  • খ. তীব্রজ্বালা
  • গ. শীতলতা
  • ঘ. নির্বাপিত দীপ

উত্তরঃ তীব্রজ্বালা

বিস্তারিত

'টো টো কোম্পানির ম্যানেজার' প্রবচনের অর্থ--

  • ক. ভুইফোঁড় প্রতিষ্ঠানের কর্তা
  • খ. গোপন ব্যবসার হোতা
  • গ. ভবঘুরে
  • ঘ. বহুজাতিক সংস্থার ব্যবস্থাপক

উত্তরঃ ভবঘুরে

বিস্তারিত

'কাঁচা পয়সা' বাগধারাটি যে অর্থ প্রকাশ করে--

  • ক. কালো পয়সা
  • খ. ধাতব মুদ্রা
  • গ. নগদ উপার্জন
  • ঘ. বিত্তের অহঙ্কার

উত্তরঃ নগদ উপার্জন

বিস্তারিত

নিচের কোনটিতে দ্রুততা'র বিশিষ্টার্থক প্রয়োগ ঘটেছে?

  • ক. নাকে খত
  • খ. নাক গলাতে
  • গ. নাকে-মুখে
  • ঘ. নাক কেটে

উত্তরঃ নাকে-মুখে

বিস্তারিত

'শিরে সংক্রান্তি'-এর সঠিক অর্থ কোনটি?

  • ক. মহাবিপদ
  • খ. আসন্ন বিপদ
  • গ. মাথা যন্ত্রণা
  • ঘ. মাথায় বোঝা

উত্তরঃ আসন্ন বিপদ

বিস্তারিত

'তামার বিষ' বাগধারার অর্থ কি?

  • ক. গভীর আঘাত
  • খ. ধাতব পদার্থের আঘাত
  • গ. পুরনো ক্ষত
  • ঘ. অর্থের কুপ্রভাব

উত্তরঃ অর্থের কুপ্রভাব

বিস্তারিত

'ধর্মের কল বাতাসে নড়ে' অর্থ বৈশিষ্ট্যের দিক থেকে কোন ধরনের প্রবাদ?

  • ক. সাধারণ অভিজ্ঞতা বাচক
  • খ. নীতিকথামূলক
  • গ. ইতিকথামূলক
  • ঘ. মানবচরিত্র সমালোচনামূলক

উত্তরঃ নীতিকথামূলক

বিস্তারিত

'যদি হয় সুজন, তেঁতুল পাতায় ন জন'- প্রবচনটির অর্থ কি?

  • ক. সুজনেরা তেঁতুল পছন্দ করে
  • খ. সামান্য কিছু নিয়ে ঝগড়া করা
  • গ. মিলে মিশে কাজ করলে অসম্ভবকে সম্ভব করা যায়
  • ঘ. সজনে ডাটায় নুন জোটেনা, মশুর ডালে ঘি

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

কোন প্রবচনটি উভয়কূল রক্ষা অর্থে ব্যবহৃত?

  • ক. কারো পৌষমাস, কারো সর্বনাশ
  • খ. চাল না চুলো, ঢেঁকী না কুলো
  • গ. সাপও মরে লাঠিও না ভাঙ্গে
  • ঘ. বোঝার উপর শাকের আঁটি

উত্তরঃ সাপও মরে লাঠিও না ভাঙ্গে

বিস্তারিত

'পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে এক সাথে' প্রবচনটির অর্থ কি?

  • ক. বিপদে পড়ে কাজ করা
  • খ. উচ্চশ্রেণির ব্যক্তির সাথে বসে খাওয়া
  • গ. সুদিন ফিরে আসা
  • ঘ. মোগলের সাথে বসে খাদ্য খাওয়া

উত্তরঃ বিপদে পড়ে কাজ করা

বিস্তারিত

'চির অশান্তি' বাগধারাটি কোন অর্থে যথোপযুক্ত?

  • ক. রাবণের চিতা
  • খ. তামার বিষ
  • গ. ভরাডুবি
  • ঘ. আকাশ ভেঙ্গে পড়া

উত্তরঃ রাবণের চিতা

বিস্তারিত

'কচ্ছপের কামড়' বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে--

  • ক. কঠিন কামড়
  • খ. অলসতা
  • গ. সফলতা
  • ঘ. কঠিন কাজে সফল হওয়া

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

'গোঁফ খেজুরে' অর্থ কি?

  • ক. গোঁফের বিশেষ আকৃতি
  • খ. পেটুক
  • গ. অলস
  • ঘ. চটপটে

উত্তরঃ অলস

বিস্তারিত

বাক্যের ব্যবহার দুই প্রকার। যথা--

  • ক. আকাঙ্ক্ষা, আসত্তি
  • খ. বাচ্যার্থ, লক্ষ্যার্থ
  • গ. ক্রিয়া, কর্ম
  • ঘ. যোগ্যতা, অভিব্যাক্তি

উত্তরঃ বাচ্যার্থ, লক্ষ্যার্থ

বিস্তারিত

কুল কাঠের আগুন -এর প্রকৃত অর্থ কি?

  • ক. কাঠের পুতুল
  • খ. তীব্র জ্বালা
  • গ. কুপমণ্ডুক
  • ঘ. কেতাদুরস্ত

উত্তরঃ তীব্র জ্বালা

বিস্তারিত

সৌভাগ্যের বিষয় কথাটিকে কোন বাগধারা দিয়ে বোঝানো হয়?

  • ক. কেউকাটা
  • খ. একাদশে বৃহস্পতি
  • গ. এলাহী কাণ্ড
  • ঘ. গোঁফ খেজুরে

উত্তরঃ একাদশে বৃহস্পতি

বিস্তারিত

যারা বাইরের ঠাট বজায় রেখে চলে- এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি?

  • ক. ব্যাঙের আধুলি
  • খ. রাশভারী
  • গ. লেফাফা দুরস্থ
  • ঘ. ভিজে বিড়াল

উত্তরঃ লেফাফা দুরস্থ

বিস্তারিত

নিরানব্বইয়ের ধাক্কা বাগধারাটির অর্থ কি?

  • ক. তীরে পৌছার ঝক্কি
  • খ. সঞ্চয়ের প্রবৃত্তি
  • গ. মুমূর্ষু অবস্থা
  • ঘ. আসন্ন বিপদ

উত্তরঃ সঞ্চয়ের প্রবৃত্তি

বিস্তারিত

বামেতর কথাটির অর্থ কি?

  • ক. বাম চোখ
  • খ. ডান
  • গ. ইতর
  • ঘ. বামদিকে

উত্তরঃ ডান

বিস্তারিত

'রামগরুড়ের ছানা' কথাটির অর্থ কি?

  • ক. কাল্পনিক জন্তু
  • খ. গোমড়ামুখো লোক
  • গ. মুরগী
  • ঘ. পুরানোক্ত পাখি

উত্তরঃ গোমড়ামুখো লোক

বিস্তারিত

চাঁদের হাট অর্থ কি?

  • ক. বন্ধুদের সমাগম
  • খ. পানীয় সমাগম
  • গ. প্রিয়জনদের সমাগম
  • ঘ. গণ্যমান্যদের সমাগম

উত্তরঃ প্রিয়জনদের সমাগম

বিস্তারিত

ঠোঁটকাটা বলতে কি বোঝায়?

  • ক. অহংকারী
  • খ. স্পষ্টভাষী
  • গ. মিথ্যাবাদী
  • ঘ. পক্ষপাতদুষ্ট

উত্তরঃ স্পষ্টভাষী

বিস্তারিত

ভূষণ্ডীর কাক অর্থ কি?

  • ক. ষড়যন্ত্রকারী
  • খ. বাকসর্বস্ব
  • গ. দীর্ঘ প্রতিক্ষমান
  • ঘ. দীর্ঘায়ু ব্যক্তি

উত্তরঃ দীর্ঘায়ু ব্যক্তি

বিস্তারিত

ব্যাঙের সর্দির অর্থ কি?

  • ক. রোগ বিশেষ
  • খ. সম্ভাব্য ঘটনা
  • গ. অসম্ভব ঘটনা
  • ঘ. প্রতারণা

উত্তরঃ অসম্ভব ঘটনা

বিস্তারিত

একাদশে বৃহস্পতি- এর অর্থ কি?

  • ক. আশার কথা
  • খ. সৌভাগ্যের বিষয়
  • গ. মজা পাওয়া
  • ঘ. আনন্দের বিষয়

উত্তরঃ সৌভাগ্যের বিষয়

বিস্তারিত

বাকধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থবাচক?

  • ক. অমাবস্যার চাঁদ, আকাশ কুসুম
  • খ. বকধার্মিক, বিড়াল তপস্বী
  • গ. রুই কাতলা, কেউকাটা
  • ঘ. বকধার্মিক, ভিজা বিড়াল

উত্তরঃ বকধার্মিক, বিড়াল তপস্বী

বিস্তারিত

যে ব্যক্তি উভয় কুল রক্ষা করে চলে - প্রবাদ বাক্যে তাকে কি বলে?

  • ক. কচুবনের কালাচাঁদ
  • খ. যেমন বুনো ওল তেমনি বাঘা তেঁতুল
  • গ. বরের ঘরের পিসি, কনের ঘরের মাসি
  • ঘ. বাইরে ফিটফাট ভেতরে সদরঘাট

উত্তরঃ বরের ঘরের পিসি, কনের ঘরের মাসি

বিস্তারিত

অর্ধচন্দ্র- এর অর্থ কি?

  • ক. অমাবস্যা
  • খ. গলাধাক্কা দেয়া
  • গ. কাস্তে
  • ঘ. দ্বিতীয়

উত্তরঃ গলাধাক্কা দেয়া

বিস্তারিত

পড়েছি মোঘলের হাতে খানা খেতে হবে এক সাথে - প্রবচনটির অর্থ কি?

  • ক. ভদ্র ব্যক্তির সাথে খাদ্য খাওয়া
  • খ. সুদিন হঠাৎ করে ফিরে আসা
  • গ. মোঘলের সাথে খানা খাওয়া
  • ঘ. বিপদে পড়ে কাজ করা

উত্তরঃ বিপদে পড়ে কাজ করা

বিস্তারিত

'হায়রে আমড়া কেবল আঁঠি আর চামড়া' প্রবাদটির অর্থ কি?

  • ক. অন্তসারশূন্য অবস্থা
  • খ. সামান্য ব্যাপারে বৃহৎ অবস্থা
  • গ. বরের ঘরের পিসি, কনের ঘরের মাসি
  • ঘ. বাইরে ফিটফাট ভেতরে সদরঘাট

উত্তরঃ অন্তসারশূন্য অবস্থা

বিস্তারিত

ঝিকে মেরে বৌকে শেখানো- বাক্যটির অর্থ কি?

  • ক. বৌ ও ঝিকে একই সাথে মারা
  • খ. কাজের মেয়েকে শাস্তি দিয়ে স্ত্রীকে শেখানো
  • গ. একজনকে বকা দিয়ে অন্যজনকে শেখানো
  • ঘ. স্ত্রীকে কিছু না বলে মেয়েকে মারা

উত্তরঃ একজনকে বকা দিয়ে অন্যজনকে শেখানো

বিস্তারিত

বিষ নাই তার কুলোপনা চক্কর -এর অর্থ কি?

  • ক. অক্ষম ব্যক্তির আস্ফালন
  • খ. অক্ষমতাশালীর দম্ভ প্রকাশ
  • গ. যার কোন প্রকাশ ক্ষমতা নেই
  • ঘ. বিষ আছে কিন্তু কুলো নেই

উত্তরঃ অক্ষম ব্যক্তির আস্ফালন

বিস্তারিত

দীর্ঘস্থায়ী দুঃখকে কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হয়?

  • ক. ভাসুর ভাদ্রবৌ সম্পর্ক
  • খ. ঢেঁকির কচকচি
  • গ. মাছের মার পুত্রশোক
  • ঘ. রাবণের চিতা

উত্তরঃ রাবণের চিতা

বিস্তারিত

'শকুনি মামা'র অর্থ কি?

  • ক. কুৎসিত মামা
  • খ. কুচক্রী লোক
  • গ. সৎমামা
  • ঘ. পাতানো মামা

উত্তরঃ কুচক্রী লোক

বিস্তারিত

কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশক?

  • ক. আদায় কাঁচকলায়
  • খ. সাপে-নেউলে
  • গ. সাতেও না পাঁচেও না
  • ঘ. দা-কুমড়া

উত্তরঃ সাতেও না পাঁচেও না

বিস্তারিত

যার কোন মূল্য নেই তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হয়?

  • ক. ভাবাবুকা
  • খ. তুলশী বনের বাঘ
  • গ. তামার বিষ
  • ঘ. ঢাকের বাঁয়া

উত্তরঃ ঢাকের বাঁয়া

বিস্তারিত

কোন বাক্যটির অর্থ ভিন্ন?

  • ক. মণিকাঞ্চন যোগ
  • খ. সোনায় সোহাগা
  • গ. আদায়-কাঁচকলায়
  • ঘ. আম-দুধে মেশা

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

গোঁফ খেজুরে কোন অর্থে প্রয়োগ করা হয়?

  • ক. খুব চৌকস অর্থে
  • খ. নিতান্ত অলস অর্থে
  • গ. যার বড় গোঁফ আছে
  • ঘ. চাটুকার অর্থে

উত্তরঃ নিতান্ত অলস অর্থে

বিস্তারিত

অনিষ্ট করতে গিয়ে ভালো হওয়াকে কি বলে?

  • ক. শাপেবর
  • খ. উড়ো খৈ, গোবিন্দ নমঃ
  • গ. তামার বিষ
  • ঘ. একাদশে বৃহস্পতি

উত্তরঃ শাপেবর

বিস্তারিত

যার অনেক বুদ্ধি আছে তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কি দাঁড়ায়?

  • ক. বুদ্ধির ঢেঁকি
  • খ. বিড়াল তপস্বী
  • গ. গভীর জলের মাছ
  • ঘ. ভূষণ্ডীর কাক

উত্তরঃ গভীর জলের মাছ

বিস্তারিত

'আটকপালে' বাগধারাটির অর্থ কি?

  • ক. ভাগ্যবান
  • খ. কপালপোড়া
  • গ. ভাগ্যের নিষ্ঠুরতা
  • ঘ. ভাগ্যের নির্মম পরাহাস

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

'সাপে নেউলে'

  • ক. শত্রুতা
  • খ. বন্ধুত্ব
  • গ. অতিশয় ভালো সম্পর্ক
  • ঘ. মহাবিপদ

উত্তরঃ শত্রুতা

বিস্তারিত

'ফফরদালালী'

  • ক. জ্ঞান দান করা
  • খ. অন্যায় আবদার করা
  • গ. ক্ষমতার বাহাদুরী
  • ঘ. অনাহুত ব্যক্তির মাতব্বরী

উত্তরঃ অনাহুত ব্যক্তির মাতব্বরী

বিস্তারিত

'শাখের করাত'

  • ক. ভয়ংকর বস্তু
  • খ. দুদিকেই বিপদ
  • গ. আসন্ন বিপদ
  • ঘ. শুভ সংবাদ

উত্তরঃ দুদিকেই বিপদ

বিস্তারিত

'ক-অক্ষর গোমাংস'

  • ক. জ্ঞানী ব্যাক্তি
  • খ. নিরর্থক কথা
  • গ. অশিক্ষিত ব্যাক্তি
  • ঘ. অনাবশ্যক বাগাড়ম্বর

উত্তরঃ অশিক্ষিত ব্যাক্তি

বিস্তারিত

'তাল পাতার সেপাই'

  • ক. অত্যন্ত ভদ্র
  • খ. পক্ষপাতদুষ্ট
  • গ. খুব চালাক
  • ঘ. অত্যন্ত আদুরে

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

'রাবণের চিতা' বাগধারাটির অর্থ কি?

  • ক. অরাজক দেশ
  • খ. অনিষ্টে ইষ্ট লাভ
  • গ. চির অশান্তি
  • ঘ. শেষ যাত্রা

উত্তরঃ চির অশান্তি

বিস্তারিত

'হাড়ির হাল' -এর সঠিক অর্থ কোনটি?

  • ক. বিত্তবান হওয়া
  • খ. উত্তপ্ত হওয়া
  • গ. মলিন হওয়া
  • ঘ. লুকানো

উত্তরঃ লুকানো

বিস্তারিত

'গোকূলের ষাঁড়' অর্থ--

  • ক. স্বেচ্ছাচারী
  • খ. কাণ্ডজ্ঞানহীন
  • গ. অন্ধুঅনুকরণ
  • ঘ. বাতিকগ্রস্ত

উত্তরঃ স্বেচ্ছাচারী

বিস্তারিত

'অরণ্যে রোদন' -অর্থাৎ--

  • ক. নিষ্ফল আর্জি
  • খ. ঘোড়ার ডিম
  • গ. ডুমুরের ফুল
  • ঘ. সোনার পাথর বাটি

উত্তরঃ নিষ্ফল আর্জি

বিস্তারিত

সাপের পাঁচ পা দেখা- কোন অর্থে ব্যবহৃত হয়?

  • ক. দর্প
  • খ. আশ্চর্য
  • গ. আনন্দ
  • ঘ. অভিমান

উত্তরঃ দর্প

বিস্তারিত

'রাজঘটক' বাগধারাটি ব্যবহৃত হয় কোন অর্থে?

  • ক. অন্তঃসারশূন্য
  • খ. পণ্ডশ্রম
  • গ. চমৎকার মিল
  • ঘ. বড়লোক

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

'জুতো সেলাই থেকে চণ্ডিপাঠ' কথাটি কি অর্থে ব্যবহৃত হয়?

  • ক. ছোট বড় যাবতীয় কাজ করা
  • খ. সুযগের সদ্ব্যবহার করা
  • গ. কারও সুসময়, কারও দুঃসময়
  • ঘ. ভাগ্য চিরসংঙ্গী

উত্তরঃ ছোট বড় যাবতীয় কাজ করা

বিস্তারিত

'বাপের ঠাকুর' বাগধারাটির অর্থ কি?

  • ক. খুব পড়ুয়া
  • খ. শ্রদ্ধেয় ব্যক্তি
  • গ. অসম্ভব কিছু
  • ঘ. উচ্ছন্নে যাওয়া

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

'সুসময়ের বন্ধু' কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হয়?

  • ক. সুখের পায়রা
  • খ. দহরম মহরম
  • গ. লেফাফা দুরস্থ
  • ঘ. কংস মামা

উত্তরঃ সুখের পায়রা

বিস্তারিত

স্বাক্ষী গোপাল এর অর্থ কি?

  • ক. নিষ্ক্রিয় দর্শক
  • খ. রাজ সাক্ষী
  • গ. কর্তব্য বিমুখ
  • ঘ. সক্রিয় দর্শক

উত্তরঃ নিষ্ক্রিয় দর্শক

বিস্তারিত

'এক চোখা'

  • ক. এক চোখ বিশিষ্ট লোক
  • খ. পক্ষপাত হীন
  • গ. পক্ষপাতদুষ্ট
  • ঘ. এক চোখ কানা যার

উত্তরঃ পক্ষপাতদুষ্ট

বিস্তারিত

'শিরে-সংক্রান্তি'

  • ক. মহাবিপদ
  • খ. আসন্ন বিপদ
  • গ. মাথা যন্ত্রণা
  • ঘ. মাথার বোঝা

উত্তরঃ আসন্ন বিপদ

বিস্তারিত

'কাক নিদ্রা'

  • ক. কাকের ন্যায় অল্প নিদ্রা
  • খ. কপট চিন্তা
  • গ. অগভীর নিদ্রা
  • ঘ. পরের অনিষ্ট চিন্তা

উত্তরঃ অগভীর নিদ্রা

বিস্তারিত

'চাঁদের হাট'

  • ক. আনন্দ উৎসব
  • খ. বন্ধুদের সমাগম
  • গ. আত্মীয় সমাগম
  • ঘ. প্রিয়জন সমাগম

উত্তরঃ প্রিয়জন সমাগম

বিস্তারিত

'হাতের পাঁচ' অর্থ কি?

  • ক. নিকটজন
  • খ. শেষ সম্বল
  • গ. পরমাত্বীয়
  • ঘ. অধিক সম্পদ

উত্তরঃ শেষ সম্বল

বিস্তারিত

'তাল পাতার সেপাই' কথাটির অর্থ কি?

  • ক. অতিশয় দুর্বল
  • খ. পক্ষপাতদুষ্ট
  • গ. খুব চালাক
  • ঘ. অত্যন্ত আদুরে

উত্তরঃ অতিশয় দুর্বল

বিস্তারিত

'সাপে নেউলে' কথাটির অর্থ কি?

  • ক. শত্রুতা
  • খ. বন্ধুত্ব
  • গ. অতিশয় ভালো সম্পর্ক
  • ঘ. মহাবিপদ

উত্তরঃ শত্রুতা

বিস্তারিত

'ক-অক্ষর গোমাংস' এর অর্থ?

  • ক. জ্ঞানী ব্যাক্তি
  • খ. নিরর্থক কথা
  • গ. অশিক্ষিত ব্যাক্তি
  • ঘ. অনাবশ্যক বাগাড়ম্বর

উত্তরঃ অশিক্ষিত ব্যাক্তি

বিস্তারিত

'শাখের করাত' এর অর্থ কি?

  • ক. ভয়ংকর বস্তু
  • খ. দুদিকেই বিপদ
  • গ. আসন্ন বিপদ
  • ঘ. শুভ সংবাদ

উত্তরঃ দুদিকেই বিপদ

বিস্তারিত

'ফফরদালালী' এর অর্থ কি?

  • ক. জ্ঞান দান করা
  • খ. অন্যায় আবদার করা
  • গ. ক্ষমতার বাহাদুরী
  • ঘ. অনাহুত ব্যক্তির মাতব্বরী

উত্তরঃ অনাহুত ব্যক্তির মাতব্বরী

বিস্তারিত

'খাস তালুকের প্রজা' প্রবাদটির অর্থ হলো--

  • ক. নিস্ব ব্যাক্তি
  • খ. সৎ ব্যাক্তি
  • গ. তোষামোদকারী
  • ঘ. খুব অনুগত লোক

উত্তরঃ খুব অনুগত লোক

বিস্তারিত

'শকুনি মাম' -এর অর্থ--

  • ক. কুৎসিৎ মামা
  • খ. সৎ মামা
  • গ. কুচক্রী লোক
  • ঘ. পাতানো মামা

উত্তরঃ কুচক্রী লোক

বিস্তারিত

'বর্ণচোরা' বাগধারাটির অর্থ কি?

  • ক. পাকা আম
  • খ. কপটচারী
  • গ. কপটহীন লোক
  • ঘ. ভণ্ডসাধু

উত্তরঃ কপটচারী

বিস্তারিত

চক্ষু দান করা অর্থ--

  • ক. সাহায্য করা
  • খ. চুরি করা
  • গ. চোখের চিকিৎসা করা
  • ঘ. মৃত্যুর পর চক্ষু দান করা

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

কোনটির অর্থ ভিন্ন?

  • ক. মণিকাঞ্চন যোগ
  • খ. আদায় কাঁচকলায়
  • গ. সোনায় সোহাগা
  • ঘ. আমদুধে

উত্তরঃ আদায় কাঁচকলায়

বিস্তারিত

অনিষ্ট করতে গিয়ে ভালো হওয়াকে কি বলে?

  • ক. শাপেবর
  • খ. বাঘেমহিষে
  • গ. তামার বিষ
  • ঘ. একাদশে বৃহস্পতি

উত্তরঃ শাপেবর

বিস্তারিত

'শকুনি মাম' অর্থ কি?

  • ক. কুৎসিৎ মামা
  • খ. কুচক্রী লোক
  • গ. অসৎ আত্মীয়
  • ঘ. পাতানো মামা

উত্তরঃ কুচক্রী লোক

বিস্তারিত

'কপাল গুতো গোপাল ঠাকুর' -প্রবাদটির অর্থ--

  • ক. অসুন্দরকে বেমানানভাবে সাজ্জিত করা
  • খ. অযোগ্যর ভাগ্যগুণে বড় হওয়া
  • গ. ভালো কথার খারাপ ব্যাখ্যা
  • ঘ. মূর্খ জ্ঞানীর কদর বোঝে না

উত্তরঃ অযোগ্যর ভাগ্যগুণে বড় হওয়া

বিস্তারিত

'ঘাটের মরা' বাগধারাটির অর্থ--

  • ক. দুর্বল
  • খ. অতি বৃদ্ধ
  • গ. সদ্য মৃত
  • ঘ. ফেলনা

উত্তরঃ অতি বৃদ্ধ

বিস্তারিত

'ইঁদুর কপালে' বাগধারাটির অর্থ--

  • ক. মন্দভাগ্য
  • খ. ছোট কপাল
  • গ. সৌভাগ্যবান
  • ঘ. কিম্ভুত

উত্তরঃ মন্দভাগ্য

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects