ভাষারীতি ও যতি বা ছেদ চিহ্ন
যতি বা ছেদ চিহ্নের ব্যবহার ব্যাকরণেরঃ
- ক. অর্থতত্ত্বে
- খ. বাক্যতত্ত্বে
- গ. শব্দতত্ত্বে
- ঘ. ধ্বনিতত্ত্বে
উত্তরঃ বাক্যতত্ত্বে
'যত্ন করে লাগাতো মৌসুমি ফুল গন্ধরাজ বকুল হাসনাহেনা দুচারটে গোলাপও' বাক্যটিতে বিরামচিহ্ন বসবে--
- ক. ৫ টি
- খ. ৪ টি
- গ. ৬ টি
- ঘ. ২ টি
উত্তরঃ ৫ টি
নিচের কোন কবিতায় মাত্র দুটি বিরামচিহ্ন ব্যবহৃত হয়েছে?
- ক. আমার পূর্ব বাংলা
- খ. তাহারেই পড়ে মনে
- গ. বাংলাদেশ
- ঘ. সোনার তরী
উত্তরঃ আমার পূর্ব বাংলা
- ক. কথার বিস্তারে
- খ. নাটকের সংলাপের আগে
- গ. সম্বোধন বোঝাতে
- ঘ. অসম্পূর্ণ বাক্যের শেষে
উত্তরঃ সম্বোধন বোঝাতে
- ক. ন্যূনতম বিরাম
- খ. অর্ধচ্ছেদ
- গ. আংশিক ছেদ
- ঘ. পূর্ণচ্ছেদ
উত্তরঃ অর্ধচ্ছেদ
সমার্থক ও বিপরীতার্থক শব্দের মধ্যে কোন চিহ্ন বসে?
- ক. হাইফেন
- খ. কোলন
- গ. কোলন ড্যাশ
- ঘ. ড্যাশ
উত্তরঃ কোলন
বিস্ময় চিহ্নের বিরতিকাল কতটুকু?
- ক. থামার প্রয়োজন নেই
- খ. এক বলার দ্বিগুণ সময়
- গ. এক বলতে যে সময় লাগে
- ঘ. এক সেকেন্ড
উত্তরঃ এক সেকেন্ড
- ক. সেমিকোলন
- খ. কোলন
- গ. ড্যাশ
- ঘ. হাইফেন
উত্তরঃ ড্যাশ
কোথায় যাচ্ছ- এটি কি ধরনের বাক্য?
- ক. বিস্ময়সূচক বাক্য
- খ. আদেশসূচক বাক্য
- গ. প্রশ্নসূচক বাক্য
- ঘ. আবেগসূচক বাক্য
উত্তরঃ প্রশ্নসূচক বাক্য
বাক্যে (,) থাকলে কতক্ষণ থামতে হয়?
- ক. ৩ মিনিট
- খ. ২ মিনিট
- গ. ৪ মিনিট
- ঘ. 'এক' বলতে যে সময় লাগে
উত্তরঃ 'এক' বলতে যে সময় লাগে
উদাহরণ প্রয়োগের ক্ষেত্রে সাধারণত যে বিরামচিহ্ন ব্যবহৃত হয়--
- ক. ড্যাশ
- খ. সেমিকোলন
- গ. কোলন
- ঘ. কোলন ড্যাশ
উত্তরঃ কোলন
- ক. ৫ টি
- খ. ৪ টি
- গ. ৩ টি
- ঘ. ২ টি
উত্তরঃ ৪ টি
লেখার সময় বিশ্রামের জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে কি বলে?
- ক. সাংস্কৃতিকচিহ্ন
- খ. বিভাজনচিহ্ন
- গ. বিরামচিহ্ন
- ঘ. বিশ্রামচিহ্ন
উত্তরঃ বিরামচিহ্ন
দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসবে?
- ক. কমা
- খ. হাইফেন
- গ. কোলন
- ঘ. সেমিকোলন
উত্তরঃ সেমিকোলন
ইলেক বা লোপচিহ্ন-এর ক্ষেত্রে বিরতিকালের পরিমাণ কোনটি হবে?
- ক. এক সেকেন্ড
- খ. থামার প্রয়োজন নেই
- গ. এক উচ্চারণে যে সময় লাগে
- ঘ. এক বলার দ্বিগুণ সময়
উত্তরঃ থামার প্রয়োজন নেই
কোন ছেদ চিহ্নে থামার প্রয়োজন আছে?
- ক. ইলেক
- খ. কমা চিহ্ন
- গ. বিস্ময় চিহ্ন
- ঘ. উদ্ধরণ চিহ্ন
উত্তরঃ কমা চিহ্ন
- ক. বিলুপ্ত বর্ণের জন্য
- খ. প্রত্যক্ষ উক্তির জন্য
- গ. উদ্ধরণ চিহ্নের জন্য
- ঘ. সমাসবদ্ধ পদের জন্য
উত্তরঃ বিলুপ্ত বর্ণের জন্য
- ক. দুই প্রকার
- খ. তিন প্রকার
- গ. চার প্রকার
- ঘ. পাঁচ প্রকার
উত্তরঃ দুই প্রকার
যে সকল শব্দ ব্যুৎপত্তি দ্বারা অথবা সমাস দ্বারা গঠিত হয় তাকে বলে--
- ক. রূঢ়ি শব্দ
- খ. সাধিত শব্দ
- গ. যৌগিক শব্দ
- ঘ. মৌলিক শব্দ
উত্তরঃ যৌগিক শব্দ
- ক. রাঙ্গামাটি
- খ. খাগড়াছড়ি
- গ. কক্সবাজার
- ঘ. চট্টগ্রাম
উত্তরঃ কক্সবাজার
পর্তুগিজ 'আনানস' বাংলায় হয়েছে 'আনারস'। এটি কোন ধরনের পরিবর্তন?
- ক. ধ্বনিতাত্ত্বিক
- খ. অর্থগত
- গ. বৈসাদৃশ্য
- ঘ. সাদৃশ্যগত
উত্তরঃ ধ্বনিতাত্ত্বিক
যথাক্রমে আরবি, ফারসি ও ইংরেজি থেকে আগত শব্দ--
- ক. কসাই, জাঁদরেল, মশাল
- খ. আস্তাবল, গেরো, কৈফিয়ৎ
- গ. সরঞ্জাম, হালুয়া, প্যান্ডেল
- ঘ. রোয়াক, মশক, কেতলি
উত্তরঃ রোয়াক, মশক, কেতলি
- ক. টেবিল, চেয়ার
- খ. লুঙ্গি, ফুঙ্গি
- গ. চাল, চুলা
- ঘ. চা, চিনি
উত্তরঃ চাল, চুলা
করেছে, করেছেন, করেছো- একই শব্দের এ তিনটি রূপ কি কারণে ব্যবহৃত হয়?
- ক. সমাস
- খ. কারক বিভক্তি
- গ. মর্যাদাভেদে
- ঘ. লিঙ্গভেদে
উত্তরঃ মর্যাদাভেদে
'আলমারি' 'চাবি' শব্দ দুটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
- ক. আরবি
- খ. ফারসি
- গ. পর্তুগিজ
- ঘ. গুজরাটি
উত্তরঃ পর্তুগিজ
'জান্নাত ও বেহেশত' শব্দ দুটি কোন ভাষা থেকে এসেছে?
- ক. ফারসি
- খ. জাপানি
- গ. ওলন্দাজ
- ঘ. পর্তুগিজ
উত্তরঃ ফারসি
'হেডমৌলভী' কোন কোন ভাষার শব্দযোগে গঠিত?
- ক. ইংরেজি + পর্তুগিজ
- খ. তুর্কি + আরবি
- গ. ইংরেজি + আরবি
- ঘ. ইংরেজি + ফার্সি
উত্তরঃ ইংরেজি + ফার্সি
বাংলা ভাষায় অর্ধ-তৎসম শব্দগুলো এসেছে কোন ভাষার শব্দযোগে গঠিত?
- ক. ল্যাটিন
- খ. পর্তুগিজ
- গ. ফারসি
- ঘ. সংস্কৃত
উত্তরঃ সংস্কৃত
- ক. ঢাকা, গোলাপ
- খ. রাজপুত, সহযাত্রা
- গ. গায়ক, বাবুয়ানা
- ঘ. হস্তী, বাঁশি
উত্তরঃ গায়ক, বাবুয়ানা
বাংলা ভাষায় শব্দের শ্রেণীবিভাগ কয় প্রকার?
- ক. ২ প্রকার
- খ. ৩ প্রকার
- গ. ৪ প্রকার
- ঘ. ৫ প্রকার
উত্তরঃ ৩ প্রকার
- ক. ৫ প্রকার
- খ. ৪ প্রকার
- গ. ৩ প্রকার
- ঘ. ২ প্রকার
উত্তরঃ ২ প্রকার
দেশী ও তৎসম শব্দের মিশ্রণকে কি বলে?
- ক. বাহুল্য দোষ
- খ. গুরুচণ্ডালী দোষ
- গ. দুর্বোধ্যতা
- ঘ. উপমার ভুল প্রয়োগ
উত্তরঃ গুরুচণ্ডালী দোষ
গুরুচণ্ডালী দোষ কিসের সাথে সম্পর্কিত?
- ক. রূপতত্ত্বের সঙ্গে
- খ. ভাষারীতির সঙ্গে
- গ. উচ্চারণের সঙ্গে
- ঘ. বানানের সঙ্গে
উত্তরঃ ভাষারীতির সঙ্গে
সাধু ও চলিত রীতির মিশ্রণে বাক্য কোন দোষে দুষ্ট হয়?
- ক. উৎপ্রেক্ষা দোষে
- খ. বাহুল্য দোষে
- গ. গুরুচণ্ডালী দোষে
- ঘ. আঞ্চলিক দোষে
উত্তরঃ গুরুচণ্ডালী দোষে
বাংলা গদ্যের প্রথম যুগে কোন রীতির প্রচলন ছিল?
- ক. সাধুরীতি
- খ. চলিতরীতি
- গ. কথ্যরীতি
- ঘ. মিশ্ররীতি
উত্তরঃ সাধুরীতি
প্রমথ চৌধুরী কোন বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রভাবিত করেছিলেন?
- ক. চলিত ভাষার ব্যবহারে
- খ. গদ্য কবিতা রচনায়
- গ. সাহিত্যে মুসলিম চরিত্র সৃষ্টিতে
- ঘ. উপন্যাসে ইতিহাস বর্জনে
উত্তরঃ চলিত ভাষার ব্যবহারে
- ক. নাটক রচনার ভাষা
- খ. কবিতা রচনার ভাষা
- গ. তৎসম শব্দবহুল ভাষার রীতি
- ঘ. সাধু পুরুষদের ব্যবহৃত ভাষা
উত্তরঃ তৎসম শব্দবহুল ভাষার রীতি
ভাষার কোন রীতি নাটকের সংলাপে ও বক্তৃতার উপযোগী?
- ক. আঞ্চলিক রীতি
- খ. সাধু রীতি
- গ. চলিত রীতি
- ঘ. লেখ্য রীতি
উত্তরঃ চলিত রীতি
বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?
- ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- খ. প্যারীচাঁদ মিত্র
- গ. প্রমথ চৌধুরী
- ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ প্রমথ চৌধুরী
- ক. তখন গভীর ছায়া নেমে আসে সর্বত্র
- খ. তখন গভীর ছায়া নামিয়া আসিল সবখানে
- গ. তখন গভীর ছায়া নামিয়া আসে সর্বত্র
- ঘ. তখন গভীর ছায়ায় সর্বত্র ঢেকে গিয়াছে
উত্তরঃ তখন গভীর ছায়া নামিয়া আসিল সবখানে
- ক. সাধু ভাষা
- খ. কথ্য ভাষা
- গ. আঞ্চলিক ভাষা
- ঘ. চলিত ভাষা
উত্তরঃ চলিত ভাষা
কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে?
- ক. সংস্কৃত
- খ. বঙ্গ-কামরূপী
- গ. হিন্দি
- ঘ. অসমিয়া
উত্তরঃ বঙ্গ-কামরূপী
- ক. মহারাষ্ট্রী প্রাকৃত
- খ. শৌরসেনী প্রাকৃত
- গ. মাগধী প্রাকৃত
- ঘ. পৈশাচী প্রাকৃত
উত্তরঃ মাগধী প্রাকৃত
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পৃথিবীতে বাংলাভাষী জনসংখ্যা প্রায়--
- ক. ২৮ কোটি
- খ. ২৩ কোটি
- গ. ২৫ কোটি
- ঘ. ১৮ কোটি
উত্তরঃ ২৩ কোটি
সর্বস্তরে বাংলা ভাষা চালু করার লক্ষ্যে 'বাংলা ভাষা প্রচলন আইন' জারি হয়--
- ক. ১৯৯০ সালে
- খ. ১৯৮৭ সালে
- গ. ১৯৮৫ সালে
- ঘ. ১৯৭৫ সালে
উত্তরঃ ১৯৮৭ সালে
'বাংলা' কোন ভাষা পরিবারের অন্তর্ভুক্ত?
- ক. ইন্দো-আর্য
- খ. তিব্বতী-বার্মিজ
- গ. দ্রাবিড়
- ঘ. অস্ট্রো এশিয়াটিক
উত্তরঃ ইন্দো-আর্য
উনিশ শতকে বাংলা ভাষার শ্রীবৃদ্ধি ঘটান কারা?
- ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত, উইলিয়াম কেরি
- খ. রাজা রামমোহন রায়, মধুসূদন দত্ত
- গ. আবদুল হাকিম, আলাওল
- ঘ. প্রমথ চৌধুরী, রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ রাজা রামমোহন রায়, মধুসূদন দত্ত
"বঙ্গ-কামরূপী" থেকে সৃষ্ট একটি ভাষা বাংলা, অপর ভাষা কোনটি?
- ক. ব্রজবুলি
- খ. উড়িয়া
- গ. অসমিয়া
- ঘ. হিন্দি
উত্তরঃ অসমিয়া
বাংলা ভাষা ও সাহিত্য কার কাছে প্রত্যক্ষভাবে ঋনী?
- ক. সংস্কৃত
- খ. অবহট্ট
- গ. অপভ্রংশ
- ঘ. পালি
উত্তরঃ অপভ্রংশ
ভারতীয় উপমহাদেশের আঞ্চলিক ভাষাগুলোর আদিম উৎস কি?
- ক. সংস্কৃত ভাষা
- খ. অনার্য ভাষা
- গ. বৈদিক ভাষা
- ঘ. মূল আর্যভাষা
উত্তরঃ অনার্য ভাষা
জাতীয় সংসদে বাংলা ভাষাকে জীবনের সর্বস্তরে ব্যবহারের জন্য আইন পাস হয়েছে কোন সালে?
- ক. ১৯৯২
- খ. ১৯৯৪
- গ. ১৯৮৭
- ঘ. ১৯৮৫
উত্তরঃ ১৯৮৭
ভাষার কোন রীতি কেবলমাত্র লেখ্যরূপে ব্যবহৃত হয়?
- ক. কথ্য রীতি
- খ. চলিত রীতি
- গ. আঞ্চলিক রীত
- ঘ. সাধু রীতি
উত্তরঃ সাধু রীতি
কোন শাসনামলে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু হয়?
- ক. পাল আমলে
- খ. পাঠান আমলে
- গ. গুপ্ত আমলে
- ঘ. সেন আমলে
উত্তরঃ পাঠান আমলে
বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম কি?
- ক. বৈদিক ভাষা
- খ. প্রাকৃত
- গ. প্রত্ন-উড়িয়া
- ঘ. প্রত্ন-বাঙ্গালা
উত্তরঃ প্রাকৃত
- ক. লেখা ও বলার রীতি
- খ. কথা বলার রীতি
- গ. লেখার রীতি
- ঘ. বক্তৃতার রীতি
উত্তরঃ লেখার রীতি
- ক. উদ্ধলিপি
- খ. আরবীলিপি
- গ. খরোষ্ঠীলিপি
- ঘ. ব্রাক্ষী লিপি
উত্তরঃ খরোষ্ঠীলিপি
বাংলা ভাষায় চলিত রীতি প্রবর্তনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন কে?
- ক. রাম রাম বসু
- খ. প্রমথ চৌধুরী
- গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ঘ. রাজা রামমোহন রায়
উত্তরঃ প্রমথ চৌধুরী
বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি?
- ক. ত্রয়োদশ থেকে সপ্তদশ শতাব্দী
- খ. দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী
- গ. একাদশ থেকে পঞ্চদশ শতাব্দী
- ঘ. দ্বশম থেকে চতুর্দশ শতাব্দী
উত্তরঃ দ্বশম থেকে চতুর্দশ শতাব্দী
বাংলাভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?
- ক. বৈষ্ণবপদাবলী
- খ. শ্রীকৃষ্ণকীর্তন
- গ. চর্যাপদ
- ঘ. রামায়ণ
উত্তরঃ চর্যাপদ
- ক. কানাড়ি ভাষা
- খ. বৈদিক ভাষা
- গ. হিন্দি ভাষা
- ঘ. প্রাকৃত ভাষা
উত্তরঃ প্রাকৃত ভাষা
কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে?
- ক. ভারতীয় আর্য
- খ. সংস্কৃত
- গ. ইন্দো-ইউরোপীয়
- ঘ. বঙ্গ-কামরূপী
উত্তরঃ বঙ্গ-কামরূপী
দাড়ি (পূর্ণচ্ছেদ) এ কত সময় থামতে হয়?
- ক. এক মিনিট
- খ. এক উচ্চারণে যে সময় লাগে
- গ. থামার প্রয়োজন নেই
- ঘ. এক সেকেন্ড
উত্তরঃ এক সেকেন্ড
- ক. এক বলার দ্বিগুণ
- খ. এক মিনিট
- গ. থামার প্রয়োজন নেই
- ঘ. এক সেকেন্ড
উত্তরঃ থামার প্রয়োজন নেই
পরবর্তী রূপবোধক চিহ্নে কত সময় বিরতির প্রয়োজন?
- ক. ১ বলার দ্বিগুণ সময়
- খ. থামার প্রয়োজন নেই
- গ. ১ সেকেন্ড
- ঘ. ১ বলতে যে সময় লাগে
উত্তরঃ থামার প্রয়োজন নেই
কারো উক্তি যথাযথ বর্ণনা করতে ব্যবহৃত হয় কোন চিহ্ন?
- ক. কোলন
- খ. বন্ধনী
- গ. কমা
- ঘ. উদ্ধৃতি চিহ্ন
উত্তরঃ উদ্ধৃতি চিহ্ন
- ক. সেমিকোলন বসে
- খ. হাইফেন বসে
- গ. কোলন বসে
- ঘ. প্রশ্নবোধক চিহ্ন বসে
উত্তরঃ কোলন বসে
চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য?
- ক. তৎসম শব্দবহুল
- খ. পরিবর্তনশীল
- গ. কৃতিম
- ঘ. গুরুগম্ভীর
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
যে ইংরেজ ব্যাক্তির কাছে বাংলা ভাষা চিরঋণী অয়ে আছে তার নাম---
- ক. লর্ড উইলিয়াম বেন্টিংক
- খ. উইলিয়াম কেরি
- গ. লর্ড ক্লাইভ
- ঘ. লর্ড ডালহৌসি
উত্তরঃ উইলিয়াম কেরি
সাধুভাষার কোন কোন পদ বিশেষ রীতি মেনে চলে?
- ক. বিশেষ্য ও সর্বনাম
- খ. বিশেষ্য ও ক্রিয়া
- গ. সর্বনাম ও ক্রিয়া
- ঘ. ক্রিয়া ও বিশেষন
উত্তরঃ সর্বনাম ও ক্রিয়া
কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য নয়?
- ক. ক্রিয়াপদ সংকুচিত রূপ ব্যবহৃত হয়
- খ. তদ্ভব, অর্ধতৎসম, দেশি ও বিদেশী শব্দের ব্যবহার অপেক্ষাকৃত বেশি
- গ. তৎসম শব্দের প্রয়োগ বেশি
- ঘ. সর্বনামের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়
উত্তরঃ তৎসম শব্দের প্রয়োগ বেশি
বাংলা ব্যাকরণের কোন অংশে বর্ণের বিন্যাস আলোচিত হয়?
- ক. শব্দতত্ত্বে
- খ. রূপতত্ত্বে
- গ. ধ্বনিতত্ত্বে
- ঘ. বাক্যতত্ত্বে
উত্তরঃ ধ্বনিতত্ত্বে
ধ্বনি পরিবর্তন ও লোপ ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়?
- ক. রূপতত্ত্বে
- খ. ধ্বনিতত্ত্বে
- গ. অর্থতত্ত্বে
- ঘ. বাক্যতত্ত্বে
উত্তরঃ ধ্বনিতত্ত্বে
- ক. A Grammar of the Bengali Language
- খ. মাতৃভাষা ও রচনা সওগাত
- গ. সরল ভাষা ও ব্যাকরণ রচনা
- ঘ. বাংলা ব্যাকরণ
উত্তরঃ A Grammar of the Bengali Language
কি কারনে ব্যাকরণ পাঠের প্রয়োজন?
- ক. ভাষা বিষয়ে জ্ঞান দানের জন্য
- খ. ভাষার শুদ্ধাশুদ্ধি নির্নয়ের জন্য
- গ. ভাষার বিকাশের জন্য
- ঘ. ভাষা শিক্ষার জন্য
উত্তরঃ ভাষার শুদ্ধাশুদ্ধি নির্নয়ের জন্য
বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কে লেখেন?
- ক. ডেবিট হেয়ার
- খ. উইলিয়াম কেরি
- গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ঘ. মদনমোহন তর্কালঙ্কার
উত্তরঃ উইলিয়াম কেরি