ভাষারীতি ও যতি বা ছেদ চিহ্ন

76. 'পানি' শব্দটি কোন ভাষা থেকে আগত?

  • ক. আরবি
  • খ. সংস্কৃত
  • গ. হিন্দি
  • ঘ. উর্দু

উত্তরঃ হিন্দি

বিস্তারিত

77. রোযা কোন ভাষার শব্দ?

  • ক. তুর্কি
  • খ. উর্দু
  • গ. ফারসি
  • ঘ. আরবি

উত্তরঃ ফারসি

বিস্তারিত

78. 'ইংরেজি' কোন ভাষার শব্দ?

  • ক. জার্মান
  • খ. ইতালীয়
  • গ. ইংরেজি
  • ঘ. পর্তুগিজ

উত্তরঃ পর্তুগিজ

বিস্তারিত

79. 'হারিকিরি' কোন ভাষার শব্দ?

  • ক. চৈনিক
  • খ. বাংলা
  • গ. বর্মি
  • ঘ. জাপানি

উত্তরঃ জাপানি

বিস্তারিত

80. 'বালতি' শব্দটি কোন ভাষা থেকে আগত?

  • ক. উর্দু
  • খ. পর্তুগিজ
  • গ. আরবি
  • ঘ. ইংরেজি

উত্তরঃ পর্তুগিজ

বিস্তারিত

81. কোন দুটি শব্দ যৌগিক শব্দ?

  • ক. ঢাকা, গোলাপ
  • খ. রাজপুত, সহযাত্রা
  • গ. গায়ক, বাবুয়ানা
  • ঘ. হস্তী, বাঁশি

উত্তরঃ গায়ক, বাবুয়ানা

বিস্তারিত

82. বাংলা ভাষায় অর্ধ-তৎসম শব্দগুলো এসেছে কোন ভাষার শব্দযোগে গঠিত?

  • ক. ল্যাটিন
  • খ. পর্তুগিজ
  • গ. ফারসি
  • ঘ. সংস্কৃত

উত্তরঃ সংস্কৃত

বিস্তারিত

83. 'হেডমৌলভী' কোন কোন ভাষার শব্দযোগে গঠিত?

  • ক. ইংরেজি + পর্তুগিজ
  • খ. তুর্কি + আরবি
  • গ. ইংরেজি + আরবি
  • ঘ. ইংরেজি + ফার্সি

উত্তরঃ ইংরেজি + ফার্সি

বিস্তারিত

84. 'জান্নাত ও বেহেশত' শব্দ দুটি কোন ভাষা থেকে এসেছে?

  • ক. ফারসি
  • খ. জাপানি
  • গ. ওলন্দাজ
  • ঘ. পর্তুগিজ

উত্তরঃ ফারসি

বিস্তারিত

85. 'হাঙ্গামা' কোন ভাষার শব্দ?

  • ক. পাঞ্জাবি
  • খ. সংস্কৃত
  • গ. ফারসি
  • ঘ. আরবি

উত্তরঃ ফারসি

বিস্তারিত

86. 'আলমারি' 'চাবি' শব্দ দুটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?

  • ক. আরবি
  • খ. ফারসি
  • গ. পর্তুগিজ
  • ঘ. গুজরাটি

উত্তরঃ পর্তুগিজ

বিস্তারিত

87. 'পঙ্কজ' কোন ধরনের শব্দ?

  • ক. যোগরূঢ়
  • খ. খাঁটি বাংলা
  • গ. যৌগিক
  • ঘ. মিশ্র

উত্তরঃ যোগরূঢ়

বিস্তারিত

88. 'পুলিশ' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

  • ক. পর্তুগিজ
  • খ. ইংরেজি
  • গ. ফারসি
  • ঘ. ওলন্দাজ

উত্তরঃ ইংরেজি

বিস্তারিত

89. নিচের কোনটি তুর্কি ভাষা থেকে আগত?

  • ক. সাবান
  • খ. ক্রোক
  • গ. পেরেক
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ কোনটিই নয়

বিস্তারিত

90. শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রাংশকে বলা হয়?

  • ক. অর্থ
  • খ. শব্দাংশ
  • গ. বাক্য
  • ঘ. রূপ

উত্তরঃ রূপ

বিস্তারিত

91. করেছে, করেছেন, করেছো- একই শব্দের এ তিনটি রূপ কি কারণে ব্যবহৃত হয়?

  • ক. সমাস
  • খ. কারক বিভক্তি
  • গ. মর্যাদাভেদে
  • ঘ. লিঙ্গভেদে

উত্তরঃ মর্যাদাভেদে

বিস্তারিত

92. কোনগুলো দেশী শব্দ?

  • ক. টেবিল, চেয়ার
  • খ. লুঙ্গি, ফুঙ্গি
  • গ. চাল, চুলা
  • ঘ. চা, চিনি

উত্তরঃ চাল, চুলা

বিস্তারিত

93. ক্যারাটে, জুতো, বিকশা কোন দেশী শব্দ?

  • ক. অস্ট্রেলিয়ান
  • খ. চীনা
  • গ. জাপানি
  • ঘ. জার্মানি

উত্তরঃ জাপানি

বিস্তারিত

94. কবুল, কলম, তুফান কোন দেশী শব্দ?

  • ক. পর্তুগিজ
  • খ. তুর্কি
  • গ. আরবি
  • ঘ. ফারসি

উত্তরঃ আরবি

বিস্তারিত

95. 'মা' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

  • ক. তদ্ভব
  • খ. হিন্দি
  • গ. আরবি
  • ঘ. ল্যাটিন

উত্তরঃ হিন্দি

বিস্তারিত

96. কোনটি হিন্দি শব্দ?

  • ক. মৌসুম
  • খ. পানি
  • গ. কলম
  • ঘ. আব্বু

উত্তরঃ পানি

বিস্তারিত

97. 'আঁতাত' শব্দটি কোন ভাষা থেকে আগত?

  • ক. স্প্যানিশ
  • খ. ফরাসি
  • গ. ফারসি
  • ঘ. ইংরেজি

উত্তরঃ ফরাসি

বিস্তারিত

98. যথাক্রমে আরবি, ফারসি ও ইংরেজি থেকে আগত শব্দ--

  • ক. কসাই, জাঁদরেল, মশাল
  • খ. আস্তাবল, গেরো, কৈফিয়ৎ
  • গ. সরঞ্জাম, হালুয়া, প্যান্ডেল
  • ঘ. রোয়াক, মশক, কেতলি

উত্তরঃ রোয়াক, মশক, কেতলি

বিস্তারিত

99. পর্তুগিজ 'আনানস' বাংলায় হয়েছে 'আনারস'। এটি কোন ধরনের পরিবর্তন?

  • ক. ধ্বনিতাত্ত্বিক
  • খ. অর্থগত
  • গ. বৈসাদৃশ্য
  • ঘ. সাদৃশ্যগত

উত্তরঃ ধ্বনিতাত্ত্বিক

বিস্তারিত

100. 'আইলা' ও 'কিরিচ' কোন ভাষার শব্দ?

  • ক. ইতালীয়
  • খ. ফরাসি
  • গ. মালয়
  • ঘ. মেক্সিকান

উত্তরঃ মালয়

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects