ভূগোল বাংলাদেশ ও বিশ্ব পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থপনা
কোন দেশ কত উন্নত, তা বোঝা যায় কোনটি বিবেচনা করে?
- ক. দেশের ভৌগোলিক অবস্থান
- খ. দেশের আয়তন
- গ. মাথাপিছু বিদ্যুৎশক্তির ব্যবহার
- ঘ. দেশের প্রাকৃতিক সম্পদ
উত্তরঃ দেশের প্রাকৃতিক সম্পদ
কত বছরের গড় আবহাওয়াকে কোনো অঞ্চলের জলবায়ু বলে?
- ক. ৩০ - ৪০
- খ. ২০ - ৩৫
- গ. ১০ - ২০
- ঘ. ২০ - ৩০
উত্তরঃ ৩০ - ৪০
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কোন দুর্যোগটির ঝুঁকি বৃদ্ধি পেয়েছে?
- ক. ভূমিকম্প
- খ. ভূমিধস
- গ. টর্নেডো
- ঘ. খরা
উত্তরঃ ভূমিকম্প
বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে খ্যাত?
- ক. নিঝুম দ্বীপ
- খ. সেন্টমার্টিন
- গ. হাতিয়া
- ঘ. কুতুবদিয়া
উত্তরঃ সেন্টমার্টিন
কোন বনাঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয়?
- ক. পার্বত্য বন
- খ. শালবন
- গ. মধুপুর বন
- ঘ. ম্যানগ্রোভ বন
উত্তরঃ ম্যানগ্রোভ বন
নিম্নের কোন উপজেলাটি সবচেয়ে নদী ভাঙ্গন - প্রবণ?
- ক. বোয়ালমারী
- খ. নড়িয়া
- গ. আলমডাঙ্গা
- ঘ. নিকলি
উত্তরঃ নড়িয়া
- ক. একটি দেশের নাম
- খ. ম্যানগ্রোভ বন
- গ. একটি দ্বীপ
- ঘ. সাবমেরিন ক্যানিয়ন
উত্তরঃ সাবমেরিন ক্যানিয়ন
বাংলাদেশের কোন অঞ্চলে আকস্মিক বন্যা হয়?
- ক. দক্ষিণ - পশ্চিমাঞ্চলে
- খ. পশ্চিমাঞ্চলে
- গ. উত্তর - পশ্চিমাঞ্চলে
- ঘ. উত্তর - পূর্বাঞ্চলে
উত্তরঃ উত্তর - পূর্বাঞ্চলে
নিম্নের কোন দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে?
- ক. চীন
- খ. পাকিস্তান
- গ. থাইল্যান্ড
- ঘ. মায়ানমার
উত্তরঃ মায়ানমার
বাংলাদেশের কোথায় প্লাইস্টোসিন কালের সোপান দেখা যায়?
- ক. বান্দরবান
- খ. কুষ্টিয়া
- গ. কুমিল্লা
- ঘ. বরিশাল
উত্তরঃ কুমিল্লা
নিম্নের কোন দুর্যোগ 'Hydro-meteorological' দুর্যোগ হিসেবে পরিচিত?
- ক. বন্যা
- খ. খরা
- গ. ঘূর্ণিঝড়
- ঘ. ভূমিধস
উত্তরঃ ভূমিধস
পক প্রণালি কোন দুটি দেশকে আলাদা করেছে?
- ক. ভারত ও বাংলাদেশ
- খ. ভারত ও শ্রীলংকা
- গ. মালয়েশিয়া ও সিঙ্গাপুর
- ঘ. মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকো
উত্তরঃ ভারত ও শ্রীলংকা
বঙ্গোপসাগর ও জাভা সাগর কে যুক্ত করেছে -
- ক. বেরিং প্রণালী
- খ. সুন্দা প্রণালী
- গ. মালাক্কা প্রণালী
- ঘ. মেসিনা প্রণালী
উত্তরঃ মালাক্কা প্রণালী
- ক. বিপর্যয় পূর্ব ঘটনা
- খ. বিপর্যয় কালীন ঘটনা
- গ. বিপর্যয়ের কারণে বন্যা
- ঘ. বিপর্যয় পরবর্তী ঘটনা
উত্তরঃ বিপর্যয় পরবর্তী ঘটনা
বাংলাদেশে দুর্যোগ এর অন্যতম কারণ কি?
- ক. প্রাকৃতিক
- খ. অর্থনৈতিক
- গ. ভৌগোলিক অবস্থান
- ঘ. গঠনগত
উত্তরঃ ভৌগোলিক অবস্থান
উত্তর গোলার্ধে সাইক্লোনের বায়ু কোন দিকে প্রবাহিত হয়?
- ক. সরলরেখার উত্তর দিকে
- খ. ঘড়ির কাঁটার বিপরীত দিকে
- গ. সরলরেখার দক্ষিণ দিকে
- ঘ. ঘড়ির কাটার দিকে ঘূর্ণায়মান গতিতে
উত্তরঃ ঘড়ির কাঁটার বিপরীত দিকে
বর্ষাকালে কোন বায়ুর কারণে ঘূর্ণিঝড় হয়?
- ক. উত্তর পশ্চিম মৌসুমি বায়ু
- খ. দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু
- গ. দক্ষিণ পূর্ব মৌসুমি বায়ু
- ঘ. উত্তর পশ্চিম মৌসুমি বায়ু
উত্তরঃ উত্তর পশ্চিম মৌসুমি বায়ু
ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে আসতে যে সময় লাগে তাকে কি বলে?
- ক. সৌর বছর
- খ. আলোকবর্ষ
- গ. কসমিক ইয়ার
- ঘ. পলিসার
উত্তরঃ কসমিক ইয়ার
পাহাড়ি এলাকায় কোন ধরনের বন্যা হয়?
- ক. মৌসুমী বন্যা
- খ. জোয়ার ভাটাজনিত বন্যা
- গ. প্রবল বর্ষাজনিত বন্যা
- ঘ. আকস্মিক বন্যা
উত্তরঃ প্রবল বর্ষাজনিত বন্যা
সূর্যের নিকটতম নক্ষত্রের নাম -
- ক. ভেগা
- খ. প্রক্সিমা সেন্টাউরি
- গ. আলফা সেন্টািউরি A
- ঘ. আলফা সেন্টািউরি B
উত্তরঃ প্রক্সিমা সেন্টাউরি
২০১৫ সালের প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত বিষয়বস্তু হলো :
- ক. আপদ ঝুঁকি হ্রাস
- খ. জলবায়ু পরিবর্তন হ্রাস
- গ. জনসংখ্যা বৃদ্ধি হ্রাস
- ঘ. সমুদ্র পরিবহন ব্যবস্থাপনা
উত্তরঃ জলবায়ু পরিবর্তন হ্রাস
‘বেঙ্গল ফ্যান’ - ভূমিরূপটি কোথায় অবস্থিত?
- ক. মধুপুর গড়ে
- খ. বঙ্গোপসাগরে
- গ. হাওর অঞ্চলে
- ঘ. টারশিয়ারি পাহাড়ে
উত্তরঃ বঙ্গোপসাগরে
- ক. United Disaster Management Center
- খ. Union Disaster Management Committee
- গ. Union Disaster Management Center
- ঘ. None of them
উত্তরঃ Union Disaster Management Committee
- ক. সিরাস
- খ. নিম্বাস
- গ. কিউম্যালাস
- ঘ. স্ট্রেটাস
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
- ক. রূপান্তরিত শিলা
- খ. আগ্নেয় শিলা
- গ. পাললিক শিলা
- ঘ. মিশ্র শিলা
উত্তরঃ রূপান্তরিত শিলা
- ক. ইরাবতী মায়ানমারের একটি নদী
- খ. গোবী মরুভূমি ভারতে অবস্থিত
- গ. থর মরুভূমি ভারতের পশ্চিমাংশে অবস্থিত
- ঘ. সাজেক ভ্যালি বাংলাদেশে অবস্থিত
উত্তরঃ গোবী মরুভূমি ভারতে অবস্থিত
একই পরিমাণ বৃষ্টিপাত অঞ্চলসমূহকে যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানো হয় তার নাম -
- ক. আইসোপ্লিথ
- খ. আইসোহাইট
- গ. আইসোহ্যালাইন
- ঘ. আইসোথার্ম
উত্তরঃ আইসোহাইট
এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী?
- ক. জিব্রাল্টার প্রণালী
- খ. বসফরাস প্রণালী
- গ. বাবেল মান্দের প্রণালী
- ঘ. বেরিং প্রণালী
উত্তরঃ বাবেল মান্দের প্রণালী
- ক. ২৩ মার্চ
- খ. ২১ জুন
- গ. ২৩ সেপ্টেম্বর
- ঘ. ২৩ ডিসেম্বর
উত্তরঃ ২১ জুন
ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে আসতে যে সময় লাগে তাকে কী বলে?
- ক. সৌর বছর
- খ. কসমিক ইয়ার
- গ. আলোক বর্ষ
- ঘ. পালসার
উত্তরঃ কসমিক ইয়ার
গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন কত?
- ক. ৯১ বর্গ কিলোমিটার
- খ. ৯ বর্গ কিলোমিটার
- গ. ৭ বর্গ কিলোমিটার
- ঘ. ৮ বর্গ কিলোমিটার
উত্তরঃ ৯ বর্গ কিলোমিটার
- ক. সমুদ্রস্রোত
- খ. নদী স্রোত
- গ. বানের স্রোত
- ঘ. জোয়ার-ভাটার স্রোত
উত্তরঃ জোয়ার-ভাটার স্রোত
বছরের কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান?
- ক. ২১ সেপ্টেম্বর
- খ. ২৩ সেপ্টেম্বর
- গ. ২৩ মার্চ
- ঘ. ২১ মার্চ
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
সূর্য থেকে পৃথিবীতে আলো পৌছাতে সাধারণত কত সময় লাগে?
- ক. ২০০ সে.
- খ. ৩০০ সে.
- গ. ৪০০সে.
- ঘ. ৫০০ সে.
উত্তরঃ ৫০০ সে.
কোন স্থানের সময় ৩ টা হলে ১ ডিগ্রি পূর্বের সময় হবে -
- ক. ২ টা ৫৬ মিনিটি
- খ. ৩ টা ৪ মিনিটি
- গ. ৩ টা ৪ সেকেন্ড
- ঘ. ৩ টা ৮ মিনিট
উত্তরঃ ৩ টা ৪ মিনিটি
সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর কত সময়ের প্রয়োজন হয়?
- ক. ৩৬৫ দিন ৪ ঘণ্টা ৫ মিনিট
- খ. ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট
- গ. ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৭ মিনিট ৪৩ সেকেন্ড
- ঘ. ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড
উত্তরঃ ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড
ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হয়েছে হিমালয়ের কোন শৃঙ্গ থেকে?
- ক. মানস
- খ. কৈলাস
- গ. রবাইল
- ঘ. কাঞ্চনজংঘা
উত্তরঃ কৈলাস
- ক. বন্যা নিয়ন্ত্রণ
- খ. নদীর পাড়ে বাঁধ নির্মাণ
- গ. নদীর গতিপথ নিয়ন্ত্রণ
- ঘ. নদী খনন
উত্তরঃ নদীর গতিপথ নিয়ন্ত্রণ
কোন প্রণালী আফ্রিকা মহাদেশকে ইউরোপ হতে পৃথক করেছে?
- ক. ফ্লোরিডা
- খ. হরমুজ
- গ. জিব্রাল্টার
- ঘ. মালাক্কা
উত্তরঃ জিব্রাল্টার
বন্যা নিয়ন্ত্রণের সর্বোত্তম পন্থা কোনটি?
- ক. দুই পাড়ে বাধ নির্মাণ
- খ. ড্যাম নির্মাণ
- গ. নদীশাসন
- ঘ. নদী খনন
উত্তরঃ নদী খনন
- ক. দক্ষিণ মহাসাগর
- খ. উত্তর মহাসাগর
- গ. ভারত মহাসাগর
- ঘ. প্রশান্ত মহাসাগর
উত্তরঃ প্রশান্ত মহাসাগর
আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি?
- ক. পক প্রণালী
- খ. সুয়েজ খাল
- গ. পানামা খাল
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ পানামা খাল
- ক. আগ্নেয়গিরির অগ্ল্যুৎপাত
- খ. ঘূণীঝড়
- গ. চন্দ্র ও সূর্যের আকর্ষণ
- ঘ. সমুদ্রের তলদেশে ভূমিকম্প
উত্তরঃ সমুদ্রের তলদেশে ভূমিকম্প
- ক. আইনস্টাইন
- খ. জি. ল্যামেটার
- গ. স্টিফেন হকিং
- ঘ. গ্যালিলিও
উত্তরঃ জি. ল্যামেটার
- ক. ১৯৫৬ সালে
- খ. ১৯৬১ সালে
- গ. ১৯৬৪ সালে
- ঘ. ১৯৬৯ সালে
উত্তরঃ ১৯৬১ সালে
- ক. যুক্তরাজ্যে
- খ. যুক্তরাষ্ট্রে
- গ. ফ্রান্সে
- ঘ. জার্মানিতে
উত্তরঃ যুক্তরাজ্যে
যে বায়ু সর্বদাই উচ্চতাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তা হলো-
- ক. আয়ন বায়ু
- খ. নিয়ত বায়ু
- গ. প্রত্যয়ন বায়ু
- ঘ. মৌসুমী বায়ু
উত্তরঃ নিয়ত বায়ু
ভূ-পৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে বলে-
- ক. ঊষা
- খ. গোধূলি
- গ. গুরুবৃত্ত
- ঘ. ছায়াবৃত্ত
উত্তরঃ ছায়াবৃত্ত
- ক. সূর্য ও চন্দ্র পৃথিবীর সঙ্গে সমকোণে অবস্থান করে
- খ. চন্দ্র প্রথিবীর সবচেয়ে কাছে অবস্থান করে
- গ. পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে
- ঘ. সুর্য, চন্দ্র ও পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় অবস্থান করে
উত্তরঃ সুর্য, চন্দ্র ও পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় অবস্থান করে
- ক. আগ্নেয়গিরির অগ্ল্যুৎপাত
- খ. ঘূর্ণিঝড়
- গ. চন্দ্র ও সূর্যের আকর্ষণ
- ঘ. সমুদ্রের তলদেশে ভূমিকম্প
উত্তরঃ সমুদ্রের তলদেশে ভূমিকম্প
চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় কেন?
- ক. বায়ুমণ্ডলীয় প্রতিসরণে
- খ. আলোর বিচ্ছুরণে
- গ. অপবর্তনে
- ঘ. দৃষ্টিভ্রমে
উত্তরঃ বায়ুমণ্ডলীয় প্রতিসরণে
জোয়ারের কত সময় পর ভাটার সৃষ্টি হয়?
- ক. ৬ ঘণ্টা ১৩ মিনিট
- খ. ৮ ঘণ্টা
- গ. ১২ ঘণ্টা
- ঘ. ১৩ ঘণ্টা ১৫ মিনিট
উত্তরঃ ৬ ঘণ্টা ১৩ মিনিট
- ক. ট্রন্সফর্মার
- খ. মোটর
- গ. জেনারেটর
- ঘ. ডায়নামো
উত্তরঃ ট্রন্সফর্মার
কোথায় দিন রাত্রি সর্বত্র সমান?
- ক. মেরু অঞ্চলে
- খ. নিরক্ষরেখায়
- গ. উত্তর অঞ্চলে
- ঘ. দক্ষিণ অঞ্চলে
উত্তরঃ নিরক্ষরেখায়
ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে আসতে যে সময় লাগে তাকে কী বলে?
- ক. সৌর বছর
- খ. কসমিক ইয়ার
- গ. আলোক বর্ষ
- ঘ. পলিসার
উত্তরঃ কসমিক ইয়ার
- ক. খনির ভিতর
- খ. পাহাড়ের উপর
- গ. মেরু অঞ্চলে
- ঘ. বিষুব অঞ্চলে
উত্তরঃ মেরু অঞ্চলে
জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমন্ডলে যে গ্রিন হাউজ গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে-
- ক. জ্বালানি বাষ্প
- খ. ক্লোরোফ্লোরো কার্বন
- গ. কার্বনডাই-অক্সাইড
- ঘ. মিথেন
উত্তরঃ কার্বনডাই-অক্সাইড
সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সে.মি. এ -
- ক. ৫ কি.মি.
- খ. ১০ কি.মি.
- গ. ২৭ কি.গ্রাম
- ঘ. ১০ নিউটন
উত্তরঃ ১০ নিউটন
গ্রিনিচ মান সময়ের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য কত ঘণ্টা?
- ক. ৬ ঘণ্টা
- খ. ৮ ঘণ্টা
- গ. ১০ ঘণ্টা
- ঘ. ৫ ঘণ্টা
উত্তরঃ ৬ ঘণ্টা
সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযোজিত করে-
- ক. লোহিত সাগর ও ভূমধ্যসাগর
- খ. ভূমধ্যসাগর ও আরব সাগর
- গ. লোহিত সাগর ও আরব সাগর
- ঘ. ভূমধ্যসাগর ও কাম্পিয়ান সাগর
উত্তরঃ লোহিত সাগর ও ভূমধ্যসাগর
কোন বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?
- ক. খনির ভিতর
- খ. পাহাড়ের উপর
- গ. মেরু অঞ্চলে
- ঘ. বিষুব অঞ্চলে
উত্তরঃ মেরু অঞ্চলে
কোনটি ‘নিশীথ সূর্যের দেশ’ নামে পরিচিত?
- ক. হেমারফেস্ট
- খ. কুইবেক
- গ. তিব্বত
- ঘ. এগুলোর কোনটিই নয়
উত্তরঃ হেমারফেস্ট
নিম্নলিখিত কোনটির ওপর বাংলাদেশ অবস্থিত?
- ক. ট্রপিক অব ক্যাপ্রিকন
- খ. ট্রপিক অব ক্যানসার
- গ. ইকুয়েটর
- ঘ. আর্কটিক সার্কেল
উত্তরঃ ট্রপিক অব ক্যানসার
এই শতাব্দীর সবচেয়ে উজ্জ্বল ধূমকেতু কোনটি?
- ক. হ্যালির ধূমকেতু
- খ. হেলবপ ধূমকেতু
- গ. শুমেকার -লেভী ধূমকেতু
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ হেলবপ ধূমকেতু
- ক. মঙ্গলগ্রহের একটি উপগ্রহ
- খ. বৃহস্পতি গ্রহের একটি উপগ্রহ
- গ. শনি গ্রহের একটি উপগ্রহ
- ঘ. পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ
উত্তরঃ পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ
ভূ-পৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে কী বলে?
- ক. ছায়াবৃত্ত
- খ. গুরুতবৃত্ত
- গ. উষা
- ঘ. গোধূলি
উত্তরঃ ছায়াবৃত্ত
সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত?
- ক. ৭.৬ সে.মি
- খ. ৭৬ সে.মি.
- গ. ৭২ সে.মি.
- ঘ. ৭৭ সে.মি.
উত্তরঃ ৭৬ সে.মি.
ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালির অবস্থান?
- ক. হরমুজ
- খ. জিব্রাল্টার
- গ. বসফরাস
- ঘ. দার্দানেলিস
উত্তরঃ জিব্রাল্টার
- ক. অমাবস্যায়
- খ. একাদশীতে
- গ. অষ্টমীতে
- ঘ. পঞ্চমীতে
উত্তরঃ অমাবস্যায়
বাংলাদেশের পাহাড় শ্রেণির ভূ-তাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে -
- ক. প্লাইস্টোসিন যুগের
- খ. টারশিয়ারী যুগের
- গ. মায়োসিন যুগের
- ঘ. ডেবোনিয়ান যুগের
উত্তরঃ টারশিয়ারী যুগের
‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ এর মানে -
- ক. একটি খেলার মাঠ
- খ. একটি প্লাবন ভূমির নাম
- গ. বঙ্গোপসাগরের একটি খাদের নাম
- ঘ. ঢাকা সেনানিবাসের পোলো গ্রাউন্ডের নাম
উত্তরঃ বঙ্গোপসাগরের একটি খাদের নাম
কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্রগ্রামের উপত্যকা এলাকা -
- ক. মারিস্যা ভ্যালি
- খ. খাগড়া ভ্যালি
- গ. জাবরী ভ্যালি
- ঘ. ভেঙ্গী ভ্যালি
উত্তরঃ ভেঙ্গী ভ্যালি
- ক. বাংলাদেশের উত্তর সীমান্ত দিয়ে গেছে
- খ. বাংলাদেশের দক্ষিণ সীমান্ত দিয়ে গেছে
- গ. বাংলাদেশের মধ্যখান দিয়ে গেছে
- ঘ. বাংলাদেশ হতে অনেক দূরে অবস্থিত?
উত্তরঃ বাংলাদেশের মধ্যখান দিয়ে গেছে
Hubble Telescope -এর ক্রটি সংশোধনের জন্য নভোচারীগণকে মহাশূন্যে কোন নভোযানে প্রেরণ করা হয়েছিল?
- ক. Endeavour
- খ. Challanger
- গ. Pathfinder
- ঘ. Apollo
উত্তরঃ Endeavour
ধুমকেতু সুমেকার লেভী -৯ এর প্রথম ভাঙ্গা টুকরাটি কবে বৃহস্পতি গ্রহে আঘাত হানে?
- ক. ১৫ জুলাই, ১৯৯৪
- খ. ১৬ জুলাই, ১৯৯৪
- গ. ১৭ জুলাই, ১৯৯৪
- ঘ. ১৮ জুলাই, ১৯৯৪
উত্তরঃ ১৬ জুলাই, ১৯৯৪
উপকূলে কোন একটি স্থানে পর পর দুটি জোয়ারের মধ্যে ব্যবধান হলো -
- ক. প্রায় ৬ ঘণ্টা
- খ. প্রায় ১২ ঘণ্টা
- গ. প্রায় ২৪ ঘণ্টা
- ঘ. চাঁদের তিথি অনুসারে ভিন্ন
উত্তরঃ প্রায় ১২ ঘণ্টা
গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘণ্টা আগে?
- ক. ৬ ঘণ্টা
- খ. ৫ ১/২ ঘণ্টা
- গ. ৬ ১/২ ঘণ্টা
- ঘ. ৫ ঘণ্টা
উত্তরঃ ৬ ঘণ্টা
যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় -
- ক. আয়ন বায়ু
- খ. প্রত্যয়ন বায়ু
- গ. মৌসুমী বায়ু
- ঘ. নিয়ত বায়ু
উত্তরঃ নিয়ত বায়ু
- ক. সূর্য ও চন্দ্র পৃথিবীর সঙ্গে সমকোণ করে থাকে
- খ. চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে থাকে
- গ. পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে
- ঘ. সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরল রেখায় থাকে
উত্তরঃ সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরল রেখায় থাকে
ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে, সেটি হচ্ছে -
- ক. মূল মধ্যরেখা
- খ. কর্কট ক্রান্তি রেখা
- গ. মকর ক্রান্তি রেখা
- ঘ. আন্তর্জাতিক তারিখ রেখা
উত্তরঃ কর্কট ক্রান্তি রেখা
- ক. ১০১০ মিটার
- খ. ১৫৩০ মিটার
- গ. ১২৩০ মিটার
- ঘ. ১৩৬৪ মিটার
উত্তরঃ ১২৩০ মিটার
সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে -
- ক. ১০ কি.মি
- খ. ১০ নিউটন
- গ. ২৭ কি.মি
- ঘ. ৫ কি.মি
উত্তরঃ ১০ নিউটন
- ক. বায়ুপ্রবাহের প্রভাব
- খ. সমুদ্রের পানিতে তাপের পরিচালনা
- গ. সমুদ্রের পানিতে ঘনত্বের তারতম্য
- ঘ. সমুদ্রের ঘূর্ণিঝড়
উত্তরঃ বায়ুপ্রবাহের প্রভাব
- ক. প্যালেস্টাইন
- খ. জেরুজালেম
- গ. জেদ্দা
- ঘ. তাইফ
উত্তরঃ জেরুজালেম
যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তাকে বলা হয় -
- ক. অয়ন বায়ু
- খ. প্রত্যয় বায়ু
- গ. মৌসুমী বায়ু
- ঘ. নিয়ত বায়ু
উত্তরঃ নিয়ত বায়ু
ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের ওপর দিয়ে গেছে তা হলো -
- ক. মূল মধ্যরেখা
- খ. কর্কট ক্রান্তি রেখা
- গ. মকর ক্রান্তি রেখা
- ঘ. আন্তর্জাতিক তারিখ রেখা
উত্তরঃ কর্কট ক্রান্তি রেখা
‘অগ্নিশ্বর’ ‘কানাইবাসী’,‘মোহনবাসী’ ও ‘বীজজবা’ কী জাতীয় ফলের নাম?
- ক. পেয়ারা
- খ. কলা
- গ. পেঁপে
- ঘ. জামরুল
উত্তরঃ কলা
ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ গঠিত হয়?
- ক. টারশিয়ারী যুগে
- খ. প্লাইস্টোসিন যুগে
- গ. কোয়াটারনারী যুগে
- ঘ. সাম্প্রতিককালে
উত্তরঃ টারশিয়ারী যুগে
‘পলল পাখা’ জাতীয় ভূমিরূপ গড়ে ওঠে -
- ক. পাহাড়ের পাদদেশে
- খ. নদীর নিম্ন অববাহিকায়
- গ. নদীর উৎপত্তিস্থলে
- ঘ. নদী মোহনায়
উত্তরঃ পাহাড়ের পাদদেশে
‘সেন্দাই ফ্রেমওয়ার্ক’ ২০১৫-৩০’ হচ্ছে একটি -
- ক. জাপানের উন্নয়ন কৌশল
- খ. সুনামী দুর্যোগরে ঝুঁকি হ্রাস কৌশল
- গ. দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল
- ঘ. ভূমিকম্পের ঝুঁকি হ্রাস কৌশল
উত্তরঃ দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল
কোনটি জলজ আবহাওয়াজনিত (hydro-meteorological) দুর্যোগ নয়?
- ক. ভূমিকম্প
- খ. ভূমিধস
- গ. নদীভাঙ্গন
- ঘ. ঘূর্ণিঝড়
উত্তরঃ ভূমিকম্প
নিম্নের কোন নিয়ামকটি একটি অঞ্চলের বা দেশের জলবায়ু নির্ধারণ করে না?
- ক. অক্ষরেখা
- খ. দ্রাঘিমারেখা
- গ. উচ্চতা
- ঘ. সমুদ্রস্রোত
উত্তরঃ দ্রাঘিমারেখা
নিম্নের কোন আপদটি (Hazard) পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ?
- ক. সড়ক দুর্ঘটনা
- খ. তামাক ও মাদকদ্রব্য গ্রহণ
- গ. বায়ু দূষণ
- ঘ. ক্যান্সার
উত্তরঃ বায়ু দূষণ
কোন পর্যায়ে দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয়?
- ক. উদ্ধার পর্যায়ে
- খ. প্রভাব পর্যায়ে
- গ. সতর্কতা পর্যায়ে
- ঘ. পুনর্বাসন পর্যায়ে
উত্তরঃ পুনর্বাসন পর্যায়ে
নিম্নের কোন দুর্যোগটি বাংলাদেশের জনগণের জীবিকা পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে?
- ক. ভূমিকম্প
- খ. সমুদ্রের জলস্তরের বৃদ্ধি (Sea level rise)
- গ. ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস
- ঘ. খরা বা বন্যা
উত্তরঃ সমুদ্রের জলস্তরের বৃদ্ধি (Sea level rise)
চন্দ্রে কোন বস্তুর ওজন পৃথিবীর ওজনের -
- ক. দশ ভাগের একভাগ
- খ. ছয় ভাগের একভাগ
- গ. তিন ভাগের একভাগ
- ঘ. চার ভাগের একভাগ
উত্তরঃ ছয় ভাগের একভাগ
- ক. মেরু অঞ্চলে
- খ. বিষুব অঞ্চলে
- গ. পাহাড়ের ওপর
- ঘ. পৃথিবীর কেন্দ্রে
উত্তরঃ মেরু অঞ্চলে
ভারতের কতটি ‘ছিটমহল’ বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে?
- ক. ১৬২টি
- খ. ১১১টি
- গ. ৫১টি
- ঘ. ১০১টি
উত্তরঃ ১১১টি
২০০৪ সালের ভয়ংকর সুনামি ঢেউয়ের গতি ছিল ঘণ্টায় -
- ক. ১০০-২০০ কি.মি.
- খ. ৩০০-৪০০ কি.মি.
- গ. ৭০০-৮০০ কি.মি.
- ঘ. ৯০০-১০০০ কি.মি.
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
সমুদ্রপৃষ্ঠ ৪৫cm বৃদ্ধি পেলে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে climate refugec হবে?
- ক. ৩ কোটি
- খ. ৩.৫ কোটি
- গ. ৪ কোটি
- ঘ. ৪.৫ কোটি
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
দূর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা ২০১৫ কবে জারি হয়েছে?
- ক. ১ জানুয়ারি
- খ. ১১ জানুয়ারি
- গ. ১৯ জানুয়ারি
- ঘ. ২১ মার্চ
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
- ক. ঘূর্ণীঝড়
- খ. চন্দ্র ও সূর্যের আকর্ষণ
- গ. সমুদ্রের তলদেশে ভূমি কম্পন
- ঘ. আগ্নেয়াগিরির অগ্লুৎপাত
উত্তরঃ সমুদ্রের তলদেশে ভূমি কম্পন
বাংলাদেশে কালবৈশাখির ঝড় কখন হয়?
- ক. মৌসুমী বায়ু ঋতুতে
- খ. শীতকালে
- গ. মৌসুমী বায়ু ঋতুর পরবর্তী সময়ে
- ঘ. প্রাক-মৌসুমী বায়ু ঋতুতে
উত্তরঃ প্রাক-মৌসুমী বায়ু ঋতুতে
নিম্নে উল্লেখিত ভূমিরূপসমূহের মধ্যে কোনটি হিমবাহের ক্ষয় কার্যের দ্বারা গঠিত?
- ক. পার্শ্ব গ্রাবরেখা
- খ. ভি-আকৃতির উপত্যকা
- গ. শৈলশিরা
- ঘ. ইউ-আকৃতির উপত্যকা
উত্তরঃ ইউ-আকৃতির উপত্যকা
নিচের কোনটি আপদ (Hazard) -এর প্রত্যক্ষ প্রভাব?
- ক. অর্থনৈতিক
- খ. পরিবেশগত
- গ. সামাজিক
- ঘ. অবকাঠামোগত
উত্তরঃ অবকাঠামোগত
দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন কাজকে পর্যায়ক্রম অনুযায়ী সাজাতে হলে কোন কাজটি সর্বপ্রথমে হবে?
- ক. পুনর্বাসন
- খ. দুর্যোগ প্রস্তুতি
- গ. ঝুঁকি (Risk)চিহ্নিতকরণ
- ঘ. দুর্যোগ প্রশমণ কর্মকাণ্ড
উত্তরঃ ঝুঁকি (Risk)চিহ্নিতকরণ
প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে নিম্নের কোন পর্যায়ে ব্যবস্থা গ্রহণ সবচেয়ে ফলপ্রসূ হবে?
- ক. কমিউনিটি পর্যায়ে
- খ. উপজেলা পর্যায়ে
- গ. জাতীয় পর্যায়ে
- ঘ. আঞ্চলিক পর্যায়ে
উত্তরঃ কমিউনিটি পর্যায়ে
- ক. সমুদ্রস্রোত
- খ. বানের স্রোত
- গ. নদীস্রোত
- ঘ. জোয়ার-ভাটার স্রোত
উত্তরঃ জোয়ার-ভাটার স্রোত
- ক. A new moon day
- খ. A full moon day
- গ. A half moon day
- ঘ. A moonless day
উত্তরঃ A full moon day
Which one of the following ecosystems covers the largest area of the earth's surface?
- ক. Desert Ecosystem
- খ. Moutain Ecosystem
- গ. Fresh water Ecosystem
- ঘ. Marine Ecosystem
উত্তরঃ Marine Ecosystem
- ক. যুক্তরাজ্যে
- খ. যুক্তরাষ্ট্রে
- গ. ফ্রান্সে
- ঘ. জার্মানিতে
উত্তরঃ যুক্তরাজ্যে
পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে?
- ক. ভারত মহাসাগরে
- খ. আটলান্টিক মহাসাগরে
- গ. প্রশান্ত মহাসাগরে
- ঘ. উত্তর মহাসাগরে
উত্তরঃ প্রশান্ত মহাসাগরে
যে বায়ু সর্বদাই উচ্চতাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তা হলো -
- ক. আয়ন বায়ু
- খ. নিয়ত বায়ু
- গ. প্রত্যয়ন বায়ু
- ঘ. মৌসুমী বায়ু
উত্তরঃ নিয়ত বায়ু
ভূ-পৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারচ্ছন্ন অংশের সংযোগস্থলকে বলে -
- ক. ঊষা
- খ. গোধূলি
- গ. গুরুবৃত্ত
- ঘ. ছায়াবৃত্ত
উত্তরঃ ছায়াবৃত্ত
ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তা হলো -
- ক. মূল মধ্যরেখা
- খ. কর্কটক্রান্তি রেখা
- গ. মকরক্রান্তি রেখা
- ঘ. আন্তর্জাতিক তারিখ রেখা
উত্তরঃ কর্কটক্রান্তি রেখা
- ক. আগ্নেয়গিরির অগ্ল্যৎপাত
- খ. ঘূর্ণীঝড়
- গ. সূর্যগ্রহণ
- ঘ. সমুদ্রের তলদেশে ভূমিকম্প
উত্তরঃ সমুদ্রের তলদেশে ভূমিকম্প
- ক. অমাবস্যায়
- খ. একাদশীতে
- গ. অষ্টমীতে
- ঘ. পঞ্চমীতে
উত্তরঃ অমাবস্যায়
সামগ্রিকভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপ কি নামে পরিচিত?
- ক. ওশেনিয়া
- খ. ইউরেশিয়া
- গ. বলশেভিয়া
- ঘ. পলিনেশিয়া
উত্তরঃ ওশেনিয়া
- ক. ৫ বছর পর
- খ. ৮ বছর পর
- গ. ১০ বছর পর
- ঘ. ১২ বছর পর
উত্তরঃ ১০ বছর পর
- ক. মঙ্গল গ্রহ
- খ. বুধ গ্রহ
- গ. বৃহস্পতি গ্রহ
- ঘ. শনি গ্রহ
উত্তরঃ মঙ্গল গ্রহ
বাংলাদেশের উপর দিয়ে মৌসুমী-বায়ু প্রবাহিত হয় কোন মাসে?
- ক. আগস্ট-সেপ্টেম্বর
- খ. মে-জুন
- গ. নভেম্বর-ডিসেম্বর
- ঘ. ফেব্রুয়ারি-মার্চ
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
- ক. ২২ ডিসেম্বর
- খ. ২১ মার্চ
- গ. ২৩ সেপ্টেম্বর
- ঘ. ২১ জুন
উত্তরঃ ২২ ডিসেম্বর
বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত?
- ক. ২০৩ সে.মি.
- খ. ২০৫ সে.মি.
- গ. ২০৭ সে.মি.
- ঘ. ২০৯ সে.মি.
উত্তরঃ ২০৩ সে.মি.
- ক. বৃষ্টিপাতের সম্ভাবনা ৯০%
- খ. ১০০ ভাগ বাতাসে ৯০ ভাগ জলীয় বাষ্প
- গ. বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় ৯০%
- ঘ. বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃষ্টিপাতের সময়ের ৯০%
উত্তরঃ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় ৯০%
বাংলাদেশের সমুদ্রাঞ্চলে আবিস্কৃত প্রথম গ্যাসক্ষেত্র
- ক. জাফোর্ড পয়েন্ট
- খ. হাতিয়া প্রণালী
- গ. সাঙ্গু
- ঘ. হিরণ পয়েন্ট
উত্তরঃ সাঙ্গু
দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি ব্যয়বহুল?
- ক. পূর্ব প্রস্তুতি
- খ. দীর্ঘস্থায়ী দুর্যোগ প্রশমন
- গ. সাড়াদান
- ঘ. পুনরুদ্ধার
উত্তরঃ দীর্ঘস্থায়ী দুর্যোগ প্রশমন
বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কী?
- ক. দ্রাঘিমা রেখা
- খ. বিষুব রেখা
- গ. কর্কটক্রান্তি রেখা
- ঘ. মকরক্রান্তি রেখা
উত্তরঃ কর্কটক্রান্তি রেখা
'The Land of the Thunder Dragon' (বজ্র ড্রাগনের দেশ) হিসেবে পরিচিত কোন দেশটি?
- ক. ভুটান
- খ. হংকং
- গ. চীন
- ঘ. নেপাল
উত্তরঃ ভুটান
রাত ১১.৫৯ মিনিটে তুমুল ঝড় বৃষ্টি হলে, ঠিক ৭২ ঘণ্টা পর রৌদ্রজ্জ্বল আবহাওয়ার সম্ভাবনা কত?
- ক. ২৫%
- খ. ১০০%
- গ. ০%
- ঘ. ৫০%
উত্তরঃ ০%
পৃথিবীর কোন শহর দুই মহাদেশে অবস্থিত?
- ক. আংকারা
- খ. কাজাখস্তান
- গ. ইস্তাম্বুল
- ঘ. লিসবন
উত্তরঃ ইস্তাম্বুল
What are the full forms of the a.m. and p.m?
- ক. ante merideam and pre meridieam
- খ. after meridieim and post meridieam
- গ. ante meridiem and post meridiem
- ঘ. ante midaight and post midnightm
উত্তরঃ ante meridiem and post meridiem
গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘণ্টা আগে?
- ক. ৫ ঘণ্টা
- খ. ৬ ঘণ্টা
- গ. ৭ ঘণ্টা
- ঘ. ৮ ঘণ্টা
উত্তরঃ ৬ ঘণ্টা
Which of the following countries is not a land-locked country?
- ক. Nepal
- খ. Vatican city
- গ. Swizerland
- ঘ. Vietnam
উত্তরঃ Vietnam
‘পক প্রণালি’ কোন দুটি দেশকে পৃথক করেছে?
- ক. ভারত ও পাকিস্তান
- খ. মরোক্ক ও স্পেন
- গ. ইরাক ও ওমান
- ঘ. ভারত ও শ্রীলংকা
উত্তরঃ ভারত ও শ্রীলংকা
বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত?
- ক. ২৩০০ মিমি
- খ. ২৪০০ মিমি
- গ. ১৭০০ মিমি
- ঘ. ২১০০ মিমি
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
আলোকজান্দ্রিয়া শহরটি কোন সমুদ্রের তটে অবস্থিত?
- ক. লোহিত সাগর
- খ. ভূ-মধ্যসাগর
- গ. কৃষ্ণ সাগর
- ঘ. ইজিয়ান সাগর
উত্তরঃ ভূ-মধ্যসাগর
গ্রিনিচ মান সময়ের সঙ্গে আমাদের সময়ের পার্থক্য :
- ক. ৬ ঘণ্টা
- খ. ৮ ঘণ্টা
- গ. ১০ ঘণ্টা
- ঘ. ১২ ঘণ্টা
উত্তরঃ ৬ ঘণ্টা
গ্রিনিচ মীন টাইমের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য কত?
- ক. ৩ ঘণ্টা
- খ. ৪ ঘণ্টা
- গ. ৬ ঘণ্টা
- ঘ. ৮ ঘণ্টা
উত্তরঃ ৬ ঘণ্টা
‘বেরিং প্রণালি’ কোন দুটি মহাদেশকে পৃথক করেছে?
- ক. উত্তর আমেরিকা ও এশিয়া
- খ. এশিয়া ও ইউরোপ
- গ. আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা
- ঘ. আফ্রিকা ও ইউরোপ
উত্তরঃ উত্তর আমেরিকা ও এশিয়া
পূর্ব সতর্কতা ছাড়াই যে দূর্যোগ সংঘটিত হয় তা হলো -
- ক. ঘূর্ণিঝড়
- খ. বন্যা
- গ. খরা
- ঘ. ভূমিকম্প
উত্তরঃ ভূমিকম্প
প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে কোন প্রণালী?
- ক. পক প্রণালী
- খ. জিব্রাল্টার প্রণালী
- গ. পানামা প্রণালী
- ঘ. মালাক্কা প্রণালী
উত্তরঃ পানামা প্রণালী
বাংলাদেশে সংঘটিত বন্যার রেকর্ড অনুযায়ী (১৯৭১ - ২০০৭) কোন সালের বন্যায় সবচেয়ে বেশি এলাকা প্লাবিত হয়?
- ক. ১৯৭৪
- খ. ১৯৮৮
- গ. ১৯৯৮
- ঘ. ২০০৭
উত্তরঃ ১৯৮৮
সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?
- ক. নয়া দিল্লি
- খ. কলম্বো
- গ. ঢাকা
- ঘ. কাঠমুণ্ডু
উত্তরঃ নয়া দিল্লি
বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে কোন খাতে বেশি কর্মসংস্থান হয়?
- ক. নির্মাণ খাত
- খ. কৃষি খাত
- গ. সেবা খাত
- ঘ. শিল্প কারখানা খাত
উত্তরঃ কৃষি খাত
বাংলাদেশের উপকূলীয় সমভূমিতে বসবাসকারী জনগোষ্ঠী যে ধরনের বন্যা কবলীত হয় তার নাম -
- ক. নদীজ বন্যা
- খ. আকস্মিক বন্যা
- গ. বৃষ্টিজনিত বন্যা
- ঘ. জলোচ্ছ্বাসজনিত বন্যা
উত্তরঃ জলোচ্ছ্বাসজনিত বন্যা
নিম্নের কোনটি বৃহৎ স্কেল মানচিত্র?
- ক. ১ : ১০,০০০
- খ. ১ : ১০০,০০০
- গ. ১ : ১০০০,০০০
- ঘ. ১ : ২৫০০,০০০
উত্তরঃ ১ : ১০,০০০
সমবৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহকে যোগকারী রেখাকে বলা হয় -
- ক. আইসোথার্ম
- খ. আইসোবার
- গ. আইসোহাইট
- ঘ. আইসোহেলাইন
উত্তরঃ আইসোহাইট
বাংলাদেশ ভূ-খণ্ড সৃষ্টির পূর্বে এখানে কি ছিল?
- ক. ডেল্টা বেসিন
- খ. বঙ্গ বেসিন
- গ. ভারত মহাসাগর বেসিন
- ঘ. সাগর
উত্তরঃ সাগর
এশিয়া ও ইউরোপকে নিচের কোন প্রণালি পৃথক করেছে?
- ক. পক
- খ. জিব্রাল্টার
- গ. বেরিং
- ঘ. দার্দানেলিস
উত্তরঃ দার্দানেলিস
নিচের কোন ভৌগোলিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে?
- ক. কর্কটক্রান্তি রেখা
- খ. মকরক্রান্তি রেখা
- গ. বিষুবরেখা
- ঘ. আর্কটিক সার্কেল
উত্তরঃ কর্কটক্রান্তি রেখা
ব্রহ্মপুত্র নদের উৎপত্তিস্থল কোথায়?
- ক. গঙ্গোত্রী হিমবাহ
- খ. হিমালয়ের উত্তর খণ্ডে
- গ. তিব্বত
- ঘ. কাঞ্চনজংগা পর্বত
উত্তরঃ তিব্বত
গ্রিনিচ মান সময়ের সাথে আমাদের পার্থক্য কত?
- ক. ৮ ঘণ্টা
- খ. ১০ ঘণ্টা
- গ. ১২ ঘণ্টা
- ঘ. ৬ ঘণ্টা
উত্তরঃ ৬ ঘণ্টা
নীচের কোনটি মানবসৃষ্ট আপদ (hazard) নয়?
- ক. বায়ু দষণ
- খ. দুর্ভিক্ষ
- গ. মহামারী
- ঘ. কালবৈশাখী (Norwester)
উত্তরঃ বায়ু দষণ