ভূগোল বাংলাদেশ ও বিশ্ব পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থপনা

76. বাংলাদেশে কালবৈশাখির ঝড় কখন হয়?

  • ক. মৌসুমী বায়ু ঋতুতে
  • খ. শীতকালে
  • গ. মৌসুমী বায়ু ঋতুর পরবর্তী সময়ে
  • ঘ. প্রাক-মৌসুমী বায়ু ঋতুতে

উত্তরঃ প্রাক-মৌসুমী বায়ু ঋতুতে

বিস্তারিত

77. পূর্ব সতর্কতা ছাড়াই কোন দুর্যোগ সংঘটিত হয়?

  • ক. বন্যা
  • খ. ভূমিকম্প
  • গ. খরা
  • ঘ. ঘূর্ণিঝড়

উত্তরঃ ভূমিকম্প

বিস্তারিত

78. নিম্নে উল্লেখিত ভূমিরূপসমূহের মধ্যে কোনটি হিমবাহের ক্ষয় কার্যের দ্বারা গঠিত?

  • ক. পার্শ্ব গ্রাবরেখা
  • খ. ভি-আকৃতির উপত্যকা
  • গ. শৈলশিরা
  • ঘ. ইউ-আকৃতির উপত্যকা

উত্তরঃ ইউ-আকৃতির উপত্যকা

বিস্তারিত

79. নিচের কোনটি আপদ (Hazard) -এর প্রত্যক্ষ প্রভাব?

  • ক. অর্থনৈতিক
  • খ. পরিবেশগত
  • গ. সামাজিক
  • ঘ. অবকাঠামোগত

উত্তরঃ অবকাঠামোগত

বিস্তারিত

80. দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন কাজকে পর্যায়ক্রম অনুযায়ী সাজাতে হলে কোন কাজটি সর্বপ্রথমে হবে?

  • ক. পুনর্বাসন
  • খ. দুর্যোগ প্রস্তুতি
  • গ. ঝুঁকি (Risk)চিহ্নিতকরণ
  • ঘ. দুর্যোগ প্রশমণ কর্মকাণ্ড

উত্তরঃ ঝুঁকি (Risk)চিহ্নিতকরণ

বিস্তারিত

81. প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে নিম্নের কোন পর্যায়ে ব্যবস্থা গ্রহণ সবচেয়ে ফলপ্রসূ হবে?

  • ক. কমিউনিটি পর্যায়ে
  • খ. উপজেলা পর্যায়ে
  • গ. জাতীয় পর্যায়ে
  • ঘ. আঞ্চলিক পর্যায়ে

উত্তরঃ কমিউনিটি পর্যায়ে

বিস্তারিত

82. কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক?

  • ক. শুক্র
  • খ. মঙ্গল
  • গ. পৃথিবী
  • ঘ. বুধ

উত্তরঃ শুক্র

বিস্তারিত

83. কীসের স্রোতে নদীখাত গভীর হয়?

  • ক. সমুদ্রস্রোত
  • খ. বানের স্রোত
  • গ. নদীস্রোত
  • ঘ. জোয়ার-ভাটার স্রোত

উত্তরঃ জোয়ার-ভাটার স্রোত

বিস্তারিত

84. Lunar eclipse occurs on -

  • ক. A new moon day
  • খ. A full moon day
  • গ. A half moon day
  • ঘ. A moonless day

উত্তরঃ A full moon day

বিস্তারিত

85. Which one of the following ecosystems covers the largest area of the earth's surface?

  • ক. Desert Ecosystem
  • খ. Moutain Ecosystem
  • গ. Fresh water Ecosystem
  • ঘ. Marine Ecosystem

উত্তরঃ Marine Ecosystem

বিস্তারিত

86. গ্রীনিচ মানমন্দির অবস্থিত -

  • ক. যুক্তরাজ্যে
  • খ. যুক্তরাষ্ট্রে
  • গ. ফ্রান্সে
  • ঘ. জার্মানিতে

উত্তরঃ যুক্তরাজ্যে

বিস্তারিত

87. পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে?

  • ক. ভারত মহাসাগরে
  • খ. আটলান্টিক মহাসাগরে
  • গ. প্রশান্ত মহাসাগরে
  • ঘ. উত্তর মহাসাগরে

উত্তরঃ প্রশান্ত মহাসাগরে

বিস্তারিত

88. যে বায়ু সর্বদাই উচ্চতাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তা হলো -

  • ক. আয়ন বায়ু
  • খ. নিয়ত বায়ু
  • গ. প্রত্যয়ন বায়ু
  • ঘ. মৌসুমী বায়ু

উত্তরঃ নিয়ত বায়ু

বিস্তারিত

89. ভূ-পৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারচ্ছন্ন অংশের সংযোগস্থলকে বলে -

  • ক. ঊষা
  • খ. গোধূলি
  • গ. গুরুবৃত্ত
  • ঘ. ছায়াবৃত্ত

উত্তরঃ ছায়াবৃত্ত

বিস্তারিত

90. ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তা হলো -

  • ক. মূল মধ্যরেখা
  • খ. কর্কটক্রান্তি রেখা
  • গ. মকরক্রান্তি রেখা
  • ঘ. আন্তর্জাতিক তারিখ রেখা

উত্তরঃ কর্কটক্রান্তি রেখা

বিস্তারিত

91. সুনামির কারণ -

  • ক. আগ্নেয়গিরির অগ্ল্যৎপাত
  • খ. ঘূর্ণীঝড়
  • গ. সূর্যগ্রহণ
  • ঘ. সমুদ্রের তলদেশে ভূমিকম্প

উত্তরঃ সমুদ্রের তলদেশে ভূমিকম্প

বিস্তারিত

92. উত্তরা গণভবন অবস্থিত কোন জেলায়?

  • ক. ঠাকুরগাঁয়ে
  • খ. সৈয়দপুর
  • গ. রাজশাহীতে
  • ঘ. নাটোরে

উত্তরঃ নাটোরে

বিস্তারিত

93. ভূমিকম্পের সাথে কি ঘটার আশঙ্কা আছে?

  • ক. বন্যা
  • খ. জলোচ্ছ্বাস
  • গ. সুনামি
  • ঘ. অগ্নুৎপাত

উত্তরঃ সুনামি

বিস্তারিত

94. জোয়ার-ভাঁটার তেজকটাল কখন হয়?

  • ক. অমাবস্যায়
  • খ. একাদশীতে
  • গ. অষ্টমীতে
  • ঘ. পঞ্চমীতে

উত্তরঃ অমাবস্যায়

বিস্তারিত

95. সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহ কোনটি?

  • ক. বুধ
  • খ. বৃহস্পতি
  • গ. পৃথিবী
  • ঘ. শনি

উত্তরঃ বৃহস্পতি

বিস্তারিত

96. নিশীথ সূর্যের দেশ কোনটি?

  • ক. সুইডেন
  • খ. ফিনল্যান্ড
  • গ. ইংল্যান্ড
  • ঘ. নরওয়ে

উত্তরঃ ফিনল্যান্ড

বিস্তারিত

97. সূর্যের নিকটতম গ্রহ কোনটি?

  • ক. পৃথিবী
  • খ. মঙ্গল
  • গ. বুধ
  • ঘ. শুক্র

উত্তরঃ বুধ

বিস্তারিত

98. আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ কি?

  • ক. বৃষ্টি
  • খ. কুয়াশা
  • গ. বায়ুপ্রবাহ
  • ঘ. মেঘ

উত্তরঃ বায়ুপ্রবাহ

বিস্তারিত

99. ইউরেনাসকে বলা হয় -

  • ক. মঙ্গলগ্রহ
  • খ. সবুজগ্রহ
  • গ. ক্ষুদ্রগ্রহ
  • ঘ. নক্ষত্র

উত্তরঃ সবুজগ্রহ

বিস্তারিত

100. ধীবরের দেশ -

  • ক. মালদ্বীপ
  • খ. থাইল্যান্ড
  • গ. ফিনল্যান্ড
  • ঘ. নরওয়ে

উত্তরঃ নরওয়ে

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects