পত্র ও আবেদন পত্র

কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী তথ্য দেওয়া হয় কোন পত্রে?

  • ক. চুক্তিপত্রে
  • খ. চাকরির আবেদনপত্রে
  • গ. প্রশংসাপত্রে
  • ঘ. মানপত্রে

উত্তরঃ চাকরির আবেদনপত্রে

বিস্তারিত

বেয়ারিং চিঠির ডাক মাসুল--

  • ক. প্রচলিত ডাকমাসুলের দেড়গুণ
  • খ. প্রচলিত ডাকমাসুলের দ্বিগুণ
  • গ. প্রচলিত ডাকমাসুলের পাঁচগুণ
  • ঘ. দিতে হয় না

উত্তরঃ প্রচলিত ডাকমাসুলের দ্বিগুণ

বিস্তারিত

BY AIR MAIL- খামের উপরে কখন লিখতে হয়?

  • ক. বিমান কর্তৃপক্ষের কাছে চিঠি লিখতে হলে
  • খ. ডাকটিকিট না থাকলে
  • গ. বিদেশে চিঠি পাঠাতে হলে
  • ঘ. বহু দূরে চিঠি পাঠাতে হলে

উত্তরঃ বিদেশে চিঠি পাঠাতে হলে

বিস্তারিত

পত্র শিরোনামের কয়টি অংশ?

  • ক. একটি
  • খ. তিনটি
  • গ. দুটি
  • ঘ. চারটি

উত্তরঃ দুটি

বিস্তারিত

বাংলা চিঠিপত্র রচনার পেছনে কোন ভাষার প্রভাব বিদ্যমান?

  • ক. ইংরেজি
  • খ. বৈদিক
  • গ. ফারসি
  • ঘ. সংস্কৃত

উত্তরঃ ইংরেজি

বিস্তারিত

কোন চিঠিকে 'ডেড লেটার' বলে?

  • ক. পোস্টাল কোডবিহীন
  • খ. বিষয়বস্তু বিহীন
  • গ. ঠিকানাবিহীন
  • ঘ. টিকেটবিহীন

উত্তরঃ ঠিকানাবিহীন

বিস্তারিত

কোন বিষয়টি চিঠির ক্ষেত্রে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ?

  • ক. স্বাক্ষর ও সম্বোধন
  • খ. বক্তব্যের স্পষ্টতা
  • গ. চিঠির আয়তন
  • ঘ. ভাষা সমৃদ্ধি

উত্তরঃ বক্তব্যের স্পষ্টতা

বিস্তারিত

পত্র রচনার সময় অবশ্য বর্জনীয় কোনটি?

  • ক. অলঙ্কৃত ভাষা
  • খ. সংক্ষিপ্ত ভাষা
  • গ. সর্বপ্রকার বাহুল্য
  • ঘ. সহজ ভাষা

উত্তরঃ সর্বপ্রকার বাহুল্য

বিস্তারিত

পত্রের কোন অংশ ব্যতীরেকে পত্র লেখার উদ্দেশ্য ব্যর্থ হয়?

  • ক. স্বাক্ষর
  • খ. শিরোনাম
  • গ. পত্রগর্ভ
  • ঘ. সম্বোধন

উত্তরঃ পত্রগর্ভ

বিস্তারিত

কোন বাক্যটি পত্রের জন্য প্রযোজ্য নয়?

  • ক. পত্রের প্রকাশভঙ্গী হবে আকর্ষণীয়
  • খ. পত্রের প্রকাশভঙ্গী হবে গুরুগম্ভীর
  • গ. সহজ সরল ও বিষয়ভিত্তিক
  • ঘ. বক্তব্য সুস্পষ্ট

উত্তরঃ পত্রের প্রকাশভঙ্গী হবে গুরুগম্ভীর

বিস্তারিত

সংবাদপত্রে কোন জনগুরত্বপূর্ণ বিষয়ে পত্র/প্রতিবেদন প্রকাশের জন্য সম্পাদকের কাছে লিখিত পত্রে তার পত্রিকা সম্পর্কে নিচে কোনটি লেখা যুক্তিযুক্ত?

  • ক. আপনার বহুল পরিচিত
  • খ. আপনার বহুল আলোচিত
  • গ. আপনার বহুল প্রচারিত
  • ঘ. আপনার বহুল প্রকাশিত

উত্তরঃ আপনার বহুল প্রচারিত

বিস্তারিত

স্মারকলিপিতে সবসময় কোনটি ব্যবহার করা সংগত?

  • ক. তুমি
  • খ. আপনি
  • গ. দুটোই
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ আপনি

বিস্তারিত

জমি বিক্রয় করতে গেলে অগ্রিম কিছু টাকা গ্রহণ করে যে চুক্তিপত্র স্বাক্ষরিত হয় তার নাম কী?

  • ক. জমি বিক্রয়নাম
  • খ. বায়নানামা
  • গ. অগ্রিমনামা
  • ঘ. চুক্তিবদ্ধনামা

উত্তরঃ বায়নানামা

বিস্তারিত

মানপত্রের অপর নাম কি?

  • ক. চুক্তিপত্র
  • খ. অভিনন্দন পত্র
  • গ. আবেদনপত্র
  • ঘ. ব্যক্তিগত পত্র

উত্তরঃ অভিনন্দন পত্র

বিস্তারিত

কোন ধরনের পত্রে একাধিক সম্বোন্ধন পদের ব্যবহার হয়ে থাকে?

  • ক. নিমন্ত্রণ পত্রে
  • খ. আবেদনপত্রে
  • গ. মানপত্রে/অভিনন্দনপত্রে
  • ঘ. ব্যক্তিগত পত্রে

উত্তরঃ মানপত্রে/অভিনন্দনপত্রে

বিস্তারিত

কোন জাতীয় পত্র ডাকে পাঠানো বিধান নেই?

  • ক. মানপত্র
  • খ. নিমন্ত্রণ পত্র
  • গ. ব্যক্তিগত পত্র
  • ঘ. আবেদনপত্র

উত্তরঃ মানপত্র

বিস্তারিত

কোন পত্রে ভাষাশৈলী সুন্দর ও শ্রুতিমধুর হওয়া উচিত?

  • ক. স্মারকলিপিতে
  • খ. চুক্তিপত্রে
  • গ. নিমন্ত্রণ পত্রে
  • ঘ. মানপত্রে

উত্তরঃ মানপত্রে

বিস্তারিত

কোন পত্র প্রাপকের উপস্থিতিতে পঠিত হয়?

  • ক. দাওয়াতপত্র
  • খ. মানপত্র
  • গ. আবেদনপত্র
  • ঘ. ব্যক্তিগত পত্র

উত্তরঃ মানপত্র

বিস্তারিত

"যেতে নাহি দেব হায়, তবু যেতে দিতে হয়" -এই উক্তিটি কোথায় প্রযোজ্য?

  • ক. চুক্তিপত্রে
  • খ. বিদায় অভিনন্দন পত্রে
  • গ. নিমন্ত্রণ পত্রে
  • ঘ. আবেদন পত্রে

উত্তরঃ বিদায় অভিনন্দন পত্রে

বিস্তারিত

কোন পত্র আসলে পত্র নয়?

  • ক. চুক্তিপত্র
  • খ. মানপত্র
  • গ. আবেদনপত্র
  • ঘ. ব্যক্তিগত

উত্তরঃ মানপত্র

বিস্তারিত

মানপত্রে কোনটি প্রাধান্য পায়?

  • ক. উদ্দিষ্ট ব্যক্তির নিন্দা
  • খ. উদিষ্ট ব্যক্তির আকার আকৃতি
  • গ. উদিষ্ট ব্যক্তির জীবন বৃত্তান্ত
  • ঘ. উদিষ্ট ব্যক্তির গুণাবলী ও প্রশংসা

উত্তরঃ উদিষ্ট ব্যক্তির গুণাবলী ও প্রশংসা

বিস্তারিত

প্রশংসাপত্রে শিক্ষাগত যোগ্যতা বা চরিত্রের স্বীকৃতি দিতে হলে শব্দচয়ন কেমন হবে?

  • ক. স্বীকৃতি দেওয়া যাচ্ছে যে
  • খ. প্রত্যয়ন করা যাচ্ছে যে
  • গ. সবিনয় নিবেদন এই যে
  • ঘ. সত্যায়িত করা যাচ্ছে যে

উত্তরঃ প্রত্যয়ন করা যাচ্ছে যে

বিস্তারিত

বিদায় অনুষ্ঠানে যে পত্র দিয়ে শ্রদ্ধা প্রকাশ করা হয়, তাকে কি বলে?

  • ক. মানপত্র
  • খ. বিদায়পত্র
  • গ. স্মারকপত্র
  • ঘ. সম্মামনাপত্র

উত্তরঃ মানপত্র

বিস্তারিত

নিচের কোনটি প্রশংসা পত্র?

  • ক. পরীক্ষার নম্বর পত্র
  • খ. চরিত্র বা প্রতিভার স্বীকৃতিপত্র
  • গ. পত্রিকায় প্রতিভার বিজ্ঞাপন
  • ঘ. কৃতিত্বের প্রশংসাসূচক বন্ধুকে পত্র

উত্তরঃ চরিত্র বা প্রতিভার স্বীকৃতিপত্র

বিস্তারিত

কোন ধরনের পত্রে শিক্ষাগত যোগ্যতা সত্যায়িত সনদপত্র সংযুক্ত প্রয়োজন?

  • ক. স্মারকলিপিতে
  • খ. চাকরির দরখাস্তে
  • গ. মানপত্রে
  • ঘ. নিমন্ত্রণ পত্রে

উত্তরঃ চাকরির দরখাস্তে

বিস্তারিত

কোনটি সরকারী পত্র?

  • ক. প্রধান শিক্ষকের কাছে
  • খ. জেলা প্রশাসকের কাছে
  • গ. মায়ের কাছে
  • ঘ. বন্ধুর কাছে

উত্তরঃ জেলা প্রশাসকের কাছে

বিস্তারিত

মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চাকরির জন্য কোন শিক্ষাগত যোগ্যতাটি প্রয়োজন?

  • ক. এম.এ, এম.এড
  • খ. এম. এ
  • গ. বি.এ, বি.এড ও নিবন্ধন সার্টিফিকেট
  • ঘ. বি.এ

উত্তরঃ বি.এ, বি.এড ও নিবন্ধন সার্টিফিকেট

বিস্তারিত

চাকুরির আবেদনপত্রে কোন বিষয়টি সবচেয়ে গুরত্বপূর্ণ?

  • ক. শিক্ষাগত যোগ্যতা
  • খ. বয়স
  • গ. স্থায়ী ও বর্তমান ঠিকানা
  • ঘ. অভিজ্ঞতার বিবরণ

উত্তরঃ শিক্ষাগত যোগ্যতা

বিস্তারিত

চাকরির আবেদনপত্রে কোন বিষয়টি অপরিহার্য?

  • ক. জন্ম বৃত্তান্ত, সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা, সততা
  • খ. আবেদনপত্র, জন্মবৃত্তান্ত, বয়স
  • গ. অবকাঠামো, শিক্ষাগত যোগ্যতা, বয়স
  • ঘ. অবকাঠামো, জন্ম তারিখ, অভিজ্ঞতা

উত্তরঃ আবেদনপত্র, জন্মবৃত্তান্ত, বয়স

বিস্তারিত

চাকরির জন্য যে পত্র লিখতে হয় তার নাম কি?

  • ক. অভাব-অভিযোগ সংক্রান্ত পত্র
  • খ. আবেদনপত্র
  • গ. ব্যক্তিগত পত্র
  • ঘ. সরকারি পত্র

উত্তরঃ আবেদনপত্র

বিস্তারিত

পত্রযোগে কোন দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে কিসের মাধ্যমে মূল্য পরিশোধ করতে হয়?

  • ক. পে-বিল
  • খ. মানি অর্ডার
  • গ. পে অর্ডার
  • ঘ. ভি.পি.পি.

উত্তরঃ ভি.পি.পি.

বিস্তারিত

লেনদেন ও ক্রয়-বিক্রয় সংক্রান্ত পত্রের নাম কি?

  • ক. ব্যবসায় সংক্রান্ত পত্র
  • খ. চুক্তিনামা
  • গ. চুক্তিপত্র
  • ঘ. বায়নাপত্র

উত্তরঃ ব্যবসায় সংক্রান্ত পত্র

বিস্তারিত

স্বাক্ষীর স্বাক্ষর থাকে কোন পত্রে?

  • ক. স্মারকলিপিতে
  • খ. মানপত্রে
  • গ. চুক্তিপত্রে
  • ঘ. নিমন্ত্রণ পত্রে

উত্তরঃ চুক্তিপত্রে

বিস্তারিত

কোন শ্রেনির পত্রে জীবন বৃত্তান্ত উল্লেখ করতে হয়?

  • ক. সংবাদপত্রের চিঠিতে
  • খ. চাকরির আবেদনপত্রে
  • গ. সংবর্ধনা পত্রে
  • ঘ. ব্যক্তিগত পত্রে

উত্তরঃ চাকরির আবেদনপত্রে

বিস্তারিত

মুক্তিযুদ্ধ-২৩ খণ্ড প্রকাশিত হয়েছে?

  • ক. দলিলপত্র
  • খ. স্মারকপত্র
  • গ. স্মৃতিপত্র
  • ঘ. প্রমাণপত্র

উত্তরঃ দলিলপত্র

বিস্তারিত

কোন ধরনের পত্রে সংযুক্ত আবশ্যক?

  • ক. মানপত্রে
  • খ. চাকরির দরখাস্তে
  • গ. নিমন্ত্রণ পত্রে
  • ঘ. প্রশংসা পত্রে

উত্তরঃ চাকরির দরখাস্তে

বিস্তারিত

বৈষয়িক ব্যাপারে সরকারি পৃষ্ঠপোষকতার আইনানুসারে লিখিত পত্রকে কি বলে?

  • ক. দলিলপত্র
  • খ. স্মারকলিপি
  • গ. যোগাযোগ পত্র
  • ঘ. আবেদন পত্র

উত্তরঃ দলিলপত্র

বিস্তারিত

চিঠিপত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলতে কাকে বোঝায়?

  • ক. থানা নির্বাহী কর্মকর্তা
  • খ. চেয়ারম্যান
  • গ. জেলা প্রশাসক
  • ঘ. দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

উত্তরঃ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

বিস্তারিত

"বাণিজ্যিক পত্র" কোনটি?

  • ক. আবেদনপত্র
  • খ. বিজ্ঞাপন
  • গ. নিমন্ত্রণ পত্র
  • ঘ. মানপত্র

উত্তরঃ বিজ্ঞাপন

বিস্তারিত

বাণিজ্যিক পত্রের উদাহরণ কোনটি?

  • ক. স্মারকলিপি
  • খ. চুক্তিপত্র
  • গ. নিমন্ত্রণ পত্র
  • ঘ. আবেদন পত্র

উত্তরঃ চুক্তিপত্র

বিস্তারিত

একজন স্কুল ছাত্র তার নৈমিত্তিক ছুটির প্রয়োজনে কার বরাবর দরখাস্ত করবে?

  • ক. সভাপতি, স্কুল পরিচালনা পরিষদ
  • খ. অধ্যক্ষ
  • গ. প্রধান শিক্ষক
  • ঘ. শ্রেনিশিক্ষক

উত্তরঃ প্রধান শিক্ষক

বিস্তারিত

আবেদন পত্রে নাম স্বাক্ষরের আগে কি লিখতে হয়?

  • ক. বিনয়াবত, আজ্ঞাধীন
  • খ. একান্ত অনুগত, একান্ত বিশ্বস্ত
  • গ. বিনীত, নিবেদক
  • ঘ. উপরের সবকটি

উত্তরঃ উপরের সবকটি

বিস্তারিত

কোনটি শুদ্ধ?

  • ক. একান্ত বাধ্যানুগত
  • খ. একান্ত বিনয়গত
  • গ. আকান্ত অনুগত
  • ঘ. আকান্ত বাধ্যগত

উত্তরঃ আকান্ত অনুগত

বিস্তারিত

দরখাস্তের তারিখ লিখতে হয়--

  • ক. নিচে বাম পাশে
  • খ. নিচে ডান পাশে
  • গ. উপরে বাম পাশে
  • ঘ. উপরে ডান পাশে

উত্তরঃ উপরে বাম পাশে

বিস্তারিত

প্রাপকের উদ্দেশ্যে সম্বোধনসূচক শব্দ ব্যবহারে পার্থক্য দেখা যায় কখন?

  • ক. প্রাপক-প্রেরকের বয়সভেদে
  • খ. হিন্দু ও মুসলিম রীতিতে
  • গ. প্রাপক-প্রেরকের সম্পর্কভেদে
  • ঘ. উপরের সবকটি

উত্তরঃ উপরের সবকটি

বিস্তারিত

পত্রে যে রকম সম্বোধন হওয়া উচিত--

  • ক. প্রাপক ও প্রেরকের সম্পর্ক অনুসারে
  • খ. সাধারণ
  • গ. সম্মানসূচক
  • ঘ. স্নেহপূর্ণ

উত্তরঃ প্রাপক ও প্রেরকের সম্পর্ক অনুসারে

বিস্তারিত

মাতার নিকট পুত্রের পত্রে কি সম্বোধন করতে হয়?

  • ক. শ্রদ্ধাভাজনেষু
  • খ. পাক আম্মাজান
  • গ. পাক জনাবা
  • ঘ. প্রিয় আম্মাজান

উত্তরঃ প্রিয় আম্মাজান

বিস্তারিত

প্রধান শিক্ষকের নিকট বেতন মওকুফের আবেদন করতে গেলে সম্বোধন করতে কি লিখতে হয়?

  • ক. সম্মানীয়
  • খ. শ্রদ্ধেয়
  • গ. পূজনীয়
  • ঘ. স্যার/জনাব

উত্তরঃ স্যার/জনাব

বিস্তারিত

প্রধান শিক্ষকের নিকট লিখিত আবেদনপত্রের সঠিক সম্বোধন কোনটি?

  • ক. জনাব
  • খ. মাননীয়
  • গ. পূজনীয়
  • ঘ. শ্রদ্ধেয়

উত্তরঃ জনাব

বিস্তারিত

প্রধান শিক্ষকের নিকট ছুটির জন্য আবেদন করলে একে কোন ধরনের পত্র বলব?

  • ক. সামাজিক পত্র
  • খ. সম্মানপত্র
  • গ. মানপত্র
  • ঘ. আবেদন পত্র

উত্তরঃ আবেদন পত্র

বিস্তারিত

দরখাস্তে প্রারম্ভে বেশিরভাগ ক্ষেত্রে কোনটি ব্যবহার হয়?

  • ক. পাক জনাব
  • খ. শ্রদ্ধেয়
  • গ. বরাবর
  • ঘ. মাননীয়

উত্তরঃ বরাবর

বিস্তারিত

আবেদনপত্রে প্রধানত কতটি অনুচ্ছেদ থাকে?

  • ক. যে কয়টি প্রয়োজন
  • খ. তিনটি
  • গ. দুটি
  • ঘ. একটি

উত্তরঃ দুটি

বিস্তারিত

তোমার এলাকায় বখাটে মাস্তানদের উপদ্রব থেকে রক্ষা পেতে কার কাছে আবেদন করতে হবে?

  • ক. মন্ত্রীর কাছে
  • খ. মেয়রের কাছে
  • গ. থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে
  • ঘ. সংবাদপত্রের সম্পাদকের কাছে

উত্তরঃ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে

বিস্তারিত

শহরের রাস্তাঘাট মেরামত করার উদ্দেশ্যে কার বরাবর দরখাস্ত করতে হবে?

  • ক. পৌর কর্তৃপক্ষ
  • খ. পুলিশ কমিশনার
  • গ. স্বরাষ্ট্র মন্ত্রণালয়
  • ঘ. জেলা প্রশাসক

উত্তরঃ পৌর কর্তৃপক্ষ

বিস্তারিত

কোন পত্রে নাম ও স্বাক্ষর থাকা জরুরি?

  • ক. ব্যক্তিগত পত্রে
  • খ. আবেদনপত্রে
  • গ. মানপত্রে
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ আবেদনপত্রে

বিস্তারিত

'আবেদন পত্রের' কোনটি থাকে না?

  • ক. সমাপ্তি বাক্য
  • খ. মঙ্গলোচ্চারণ
  • গ. স্থান ও তারিখ
  • ঘ. সম্বোধন

উত্তরঃ মঙ্গলোচ্চারণ

বিস্তারিত

ব্যক্তিগত পত্রে বর্তমানে কোনটির ব্যবহার অবলুপ্তির পথে?

  • ক. সম্বোধন
  • খ. মঙ্গলসূচক বাক্য
  • গ. বিদায় সম্ভাষণ
  • ঘ. পত্রের উপরের ঠিকানা

উত্তরঃ মঙ্গলসূচক বাক্য

বিস্তারিত

পত্র লেখকের স্বাক্ষরে 'আশীর্বাদক' শব্দটি ব্যবহার করা হয় কখন?

  • ক. সাধারণের কাছে পত্র লেখায়
  • খ. বন্ধুর কাছে পত্র লেখায়
  • গ. গুরুজনের কাছে পত্র লেখায়
  • ঘ. কনিষ্ঠ জনের কাছে পত্র লেখায়

উত্তরঃ কনিষ্ঠ জনের কাছে পত্র লেখায়

বিস্তারিত

প্রাপক বয়োজ্যেষ্ঠ হলে প্রেরক স্বাক্ষরের আগে শিষ্ঠাচার জ্ঞাপক কোন শব্দটি ব্যবহার করবে?

  • ক. শুভাকাঙ্ক্ষী
  • খ. আশীর্বাদক
  • গ. প্রীতিমুগ্ধ
  • ঘ. স্নেহভাজন

উত্তরঃ স্নেহভাজন

বিস্তারিত

প্রবাসী বন্ধুকে লেখা পত্রের ঠিকানা কোন ভাষায় লিখতে হবে?

  • ক. বিদেশি ভাষায়
  • খ. অবস্থানকারী দেশের ভাষায়
  • গ. বাংলা ভাষায়
  • ঘ. ইংরেজি ভাষায়

উত্তরঃ ইংরেজি ভাষায়

বিস্তারিত

ইয়ার সম্বোধন করা হয় কাকে?

  • ক. বউকে
  • খ. শিক্ষককে
  • গ. পিতাকে
  • ঘ. বন্ধুকে

উত্তরঃ বন্ধুকে

বিস্তারিত

'পত্রের প্রাপক ছোট হলে স্বাক্ষরের পূর্বে শিষ্টাচার জ্ঞাপক কোন শব্দটি ব্যবহৃত হয়?

  • ক. স্নেহভাজন
  • খ. প্রীতিমুগ্ধ
  • গ. আশীর্বাদক
  • ঘ. বিশ্বস্ত

উত্তরঃ আশীর্বাদক

বিস্তারিত

পুত্রের নিকট মাতার পত্রে সম্বোধন কোনটি হবে?

  • ক. স্নেহাস্পদ
  • খ. পাকজনাব
  • গ. শ্রদ্ধাস্পদ
  • ঘ. পাকজনাবেষ

উত্তরঃ স্নেহাস্পদ

বিস্তারিত

পত্রগর্ভের শিরঃভাগের মাঝখানে যা লেখা হয় তার নাম কী?

  • ক. প্রাপকের ঠিকানা
  • খ. ঠিকানা
  • গ. মঙ্গলোচ্চারণ
  • ঘ. শিরোনাম

উত্তরঃ মঙ্গলোচ্চারণ

বিস্তারিত

চিঠির মঙ্গলসূচক শব্দটি কিসের ভিত্তিতে ভিন্নতা পায়?

  • ক. প্রাপক ও প্রেরকের সম্পর্কের ভিত্তিতে
  • খ. সৌজন্যবোধের ভিত্তিতে
  • গ. সামাজিকতার ভিত্তিতে
  • ঘ. ধর্মের ভিত্তিতে

উত্তরঃ ধর্মের ভিত্তিতে

বিস্তারিত

মুসলমান রীতিতে ব্যক্তিগত পত্রে গুরুজনকে সম্ভাষণ করতে কী লিখা যুক্তিযুক্ত?

  • ক. জনাব
  • খ. স্নেহধন্য
  • গ. মান্যবর
  • ঘ. শ্রদ্ধাস্পদেষু/শ্রদ্ধেয়

উত্তরঃ শ্রদ্ধাস্পদেষু/শ্রদ্ধেয়

বিস্তারিত

অল্প পরিচিত বা অপরিচিত ব্যক্তির প্রতি পত্রে সম্ভাষণ কী হবে?

  • ক. পূজনীয়
  • খ. প্রিয়
  • গ. সালামবাদ/নম্স্কারপূর্বক
  • ঘ. ভাই/দাদা

উত্তরঃ সালামবাদ/নম্স্কারপূর্বক

বিস্তারিত

আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের কাছে আমরা যে পত্র লিখি তাকে কী বলে?

  • ক. মানপত্র
  • খ. সম্মানপত্র
  • গ. যোগাযোগ পত্র
  • ঘ. ব্যক্তিগত পত্র

উত্তরঃ ব্যক্তিগত পত্র

বিস্তারিত

ব্যক্তিগত পত্রে বন্ধুকে কী বলে সম্বোধন করতে হয়?

  • ক. পূজনীয়
  • খ. শ্রদ্ধেয়
  • গ. প্রিয় 'ক'/মুনির
  • ঘ. জনাব/মহাশয়

উত্তরঃ প্রিয় 'ক'/মুনির

বিস্তারিত

পত্র লেখার সম্ভাষণ ক্ষেত্রে 'তসলিমবাদ আরজ' কাদের প্রতি প্রযোজ্য?

  • ক. কনিষ্ঠের প্রতি
  • খ. গুরুজনের প্রতি
  • গ. মাতাপিতার প্রতি
  • ঘ. বন্ধুদের প্রতি

উত্তরঃ গুরুজনের প্রতি

বিস্তারিত

সমবয়স্ক প্রিয়জন ছেলে বাপুরুষের কাছে পত্র লিখতে সম্বোধনে সঠিক কোনটি ব্যবহৃত হয়?

  • ক. প্রীতিনিলয়াষু
  • খ. প্রীতিভাজকীয়াসু
  • গ. সুহৃদবরেষু
  • ঘ. সুহৃদয়াসু

উত্তরঃ সুহৃদবরেষু

বিস্তারিত

প্রাপক সমবয়সী হলে স্বাক্ষরের আগে শিষ্টাচার জ্ঞাপক কোন শব্দ ব্যবহার করা প্রয়োজন?

  • ক. বিশ্বস্ত
  • খ. প্রীতিমুগ্ধ
  • গ. আশীর্বাদক
  • ঘ. স্নেহভাজন

উত্তরঃ প্রীতিমুগ্ধ

বিস্তারিত

বন্ধুর কাছে লিখিত পত্রে কোন বিদায়সূচক শব্দটি ব্যবহার করতে হয়?

  • ক. প্রীতিধন্য
  • খ. বংশব্দ
  • গ. দোয়াগো
  • ঘ. থাকছার

উত্তরঃ প্রীতিধন্য

বিস্তারিত

পত্র লেখার সময় কোনটির গুরত্ব সর্বাধিক?

  • ক. স্থান ও তারিখ
  • খ. পত্রের আঙ্গিক
  • গ. পত্রের বক্তব্য বিষয়
  • ঘ. পত্রের ভাষা

উত্তরঃ পত্রের বক্তব্য বিষয়

বিস্তারিত

ব্যক্তিগত পত্রের প্রাপক সমবয়সী হলে উপযুক্ত সম্বোধন কোনটি হবে?

  • ক. শ্রদ্ধাভাজনেষু
  • খ. প্রীতিভাজনেষু
  • গ. দোয়াবরেষু
  • ঘ. কল্যাণীবরেষু

উত্তরঃ প্রীতিভাজনেষু

বিস্তারিত

ব্যক্তিগত পত্রের সমাপ্তিতে কোন কথাটির ব্যবহার সুপ্রচলিত?

  • ক. ইতি
  • খ. প্রীতি
  • গ. সুপ্রিয়
  • ঘ. শ্রদ্ধেয়

উত্তরঃ ইতি

বিস্তারিত

ব্যক্তিগত পত্রের শুরুতেই কোনটি প্রয়োজন?

  • ক. বিষয় বর্ণনা
  • খ. প্রাপ্তি স্বীকার
  • গ. কুশল জিজ্ঞাসা
  • ঘ. সালাম ও শুভেচ্ছা বিনিময়

উত্তরঃ সালাম ও শুভেচ্ছা বিনিময়

বিস্তারিত

অফিস সংক্রান্ত কাজে যোগাযোগের প্রধান মাধ্যম কোনটি?

  • ক. টেলিফোন
  • খ. টেলিগ্রাম
  • গ. মুঠোফোন
  • ঘ. চিঠিপত্র

উত্তরঃ চিঠিপত্র

বিস্তারিত

প্রাপকের কাছে পৌছার নিশ্চয়তা দেয় কোন ধরনের পত্র?

  • ক. রেজিস্টার্ড ডাক
  • খ. বুক পোস্ট পত্র
  • গ. বেয়ারিং পত্র
  • ঘ. ডাকমাশুলবিহীন পত্র

উত্তরঃ রেজিস্টার্ড ডাক

বিস্তারিত

Book post- কথাটির অর্থ কি?

  • ক. পার্সেল ডাক
  • খ. রেজস্টার্ড ডাক
  • গ. বইপত্রের ডাক
  • ঘ. খোলা ডাক

উত্তরঃ খোলা ডাক

বিস্তারিত

পোস্টকার্ড বা খামের ডানদিকে লিখতে হয়--

  • ক. মূল বিষয়বস্তু
  • খ. তারিখ ও ঠিকানা
  • গ. প্রাপকের নাম ও ঠিকানা
  • ঘ. প্রেরকের নাম ও ঠিকানা

উত্তরঃ প্রাপকের নাম ও ঠিকানা

বিস্তারিত

খামের উপরে শিরোনাম ছাড়া আর কী লিখতে হয়?

  • ক. পত্রগর্ভ
  • খ. প্রেরকের ঠিকানা
  • গ. সম্বোধন
  • ঘ. মঙ্গলসূচক শব্দ

উত্তরঃ প্রেরকের ঠিকানা

বিস্তারিত

পোস্টাল কোড কি নির্দেশ করে?

  • ক. প্রাপকের বাড়ির নম্বর
  • খ. চিঠি লেখার স্থান
  • গ. পোস্ট অফিসের নম্বর
  • ঘ. ডাক বিভাগের নাম

উত্তরঃ পোস্ট অফিসের নম্বর

বিস্তারিত

পত্রের ঠিকানা অংশে ধারাবাহিকতা রক্ষা করতে হলে নিচের কোনটি আগে লিখতে হয়?

  • ক. পোস্ট অফিস
  • খ. জেলা
  • গ. থানা
  • ঘ. বাড়ির নম্বর ও এলাকা

উত্তরঃ বাড়ির নম্বর ও এলাকা

বিস্তারিত

পোস্টাল কোড কি নির্দেশ করে?

  • ক. প্রাপকের এলাকা
  • খ. চিঠি লেখার স্থান
  • গ. পোস্ট অফিসের নাম
  • ঘ. ডাক বিভাগের নাম

উত্তরঃ প্রাপকের এলাকা

বিস্তারিত

পত্র লেখকে সংক্ষিপ্ত ঠিকানা কোন অংশে লিখতে হয়?

  • ক. পত্রের উপরে মাঝখানে
  • খ. পত্রের উপরে ডান পার্শ্বে
  • গ. পত্রের শেষে
  • ঘ. পত্রের শুরুতে

উত্তরঃ পত্রের উপরে ডান পার্শ্বে

বিস্তারিত

পৃথিবীর ক্ষুদ্রতম পত্রের লেখক কে?

  • ক. হোমার
  • খ. মহাকবি দান্তে
  • গ. ভিক্টর হুগো
  • ঘ. রবীন্দ্রনাথ

উত্তরঃ ভিক্টর হুগো

বিস্তারিত

সাধারণভাবে পত্র বলতে আমরা বুঝি?

  • ক. কাগজের পৃষ্ঠা
  • খ. সংবাদ
  • গ. বিনিময়
  • ঘ. ব্যক্তিগত খবরাখবর ও বৈষয়িক কাজকর্মের জন্য লিখিত কার্যবিবরণী

উত্তরঃ ব্যক্তিগত খবরাখবর ও বৈষয়িক কাজকর্মের জন্য লিখিত কার্যবিবরণী

বিস্তারিত

পত্রের বিবরণ কেমন হওয়া উচিত?

  • ক. সংক্ষিপ্ত
  • খ. স্বয়ংসম্পূর্ণ
  • গ. চাতুর্যপূর্ণ
  • ঘ. জ্ঞানগর্ভ

উত্তরঃ স্বয়ংসম্পূর্ণ

বিস্তারিত

পত্রের ভাষা হবে--

  • ক. সংক্ষিপ্ত অথচ পূর্ণার্থ
  • খ. সহজ ও সরল
  • গ. প্রাঞ্জল অথচ বলিষ্ঠ
  • ঘ. উপরের সবকটি

উত্তরঃ উপরের সবকটি

বিস্তারিত

পত্রের ভাষা কেমন হওয়া প্রয়োজন?

  • ক. সহজ, সরল ও বিষয়ভিত্তিক
  • খ. চলিত ভাষা
  • গ. সাধুভাষা
  • ঘ. সাহিত্যিক ভাষা

উত্তরঃ সহজ, সরল ও বিষয়ভিত্তিক

বিস্তারিত

চিঠির বক্তব্য কেমন হওয়া উচিত?

  • ক. বর্ণনামূলক
  • খ. ইঙ্গিতময়
  • গ. রসসমৃদ্ধ
  • ঘ. সুস্পষ্ট

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

পত্র লেখার প্রকৃত উদ্দেশ্য কী?

  • ক. মনের ব্যথা দূর করা
  • খ. মনের ভাব অপরকে জানানো
  • গ. নিজের পরিচয় প্রকাশ
  • ঘ. ভাষার শিক্ষা গ্রহণ

উত্তরঃ মনের ভাব অপরকে জানানো

বিস্তারিত

সুলিখিত চিঠি অনেক সময় উন্নত সাহিত্য হিসেবে বিবেচিত হয়- এর উদাহরণ কোনটি?

  • ক. মুনীর চৌধুরীর 'কবর' নাটক
  • খ. আবুল মনসুর আহম্মদের 'বিলেতে সাড়ে সাতশ দিন'
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুরের 'ছিন্নপত্র'
  • ঘ. প্রমথ চৌধুরীর 'সবুজ পত্র'

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরের 'ছিন্নপত্র'

বিস্তারিত

সুলিখিত পত্র অনেক সময় কোন মর্যাদা লাভ করে?

  • ক. সাহিত্যের
  • খ. ঐতিহাসিক
  • গ. সামাজিক
  • ঘ. আভিধানিক

উত্তরঃ সাহিত্যের

বিস্তারিত

কোন পত্রে কেবল দরকারী কথাবার্তা লিখতে হয়?

  • ক. বৈষয়িক পত্র
  • খ. ব্যবসায়িক
  • গ. ব্যবহারিক
  • ঘ. ব্যক্তিগত

উত্তরঃ ব্যবহারিক

বিস্তারিত

ভাবের আদান-প্রদান ও সংযোগ রক্ষা করে কোনটি?

  • ক. ভাব-সম্প্রসারণ
  • খ. প্রবন্ধ
  • গ. সারাংশ
  • ঘ. পত্র

উত্তরঃ পত্র

বিস্তারিত

পত্রের প্রধানত কয়টি অংশ থাকে?

  • ক. ৩ টি
  • খ. ৬ টি
  • গ. ২ টি
  • ঘ. ৪ টি

উত্তরঃ ২ টি

বিস্তারিত

পত্র প্রধানত দু প্রকার। যথা--

  • ক. ব্যক্তিগত পত্র ও ব্যবহারিক পত্র
  • খ. বাণিজ্যিক পত্র ও ব্যবসায়িক পত্র
  • গ. ব্যবহারিক পত্র ও দরখাস্ত
  • ঘ. আবেদনপত্র ও ব্যক্তিগত পত্র

উত্তরঃ ব্যক্তিগত পত্র ও ব্যবহারিক পত্র

বিস্তারিত

একটি পত্রের জন্য কোনগুলো অপরিহার্য?

  • ক. সম্বোধন, পত্রগর্ভ ও বিদায় সম্ভাষণ
  • খ. প্রেরকের ঠিকানা
  • গ. প্রেরকের স্বাক্ষর ও শিরোনাম
  • ঘ. উপরের সবকটি

উত্তরঃ উপরের সবকটি

বিস্তারিত

পত্রের শিরোনাম কোন অংশকে বলা হয়?

  • ক. প্রেরক ও প্রাপকের ঠিকানা
  • খ. বিষয়ের ইঙ্গিত
  • গ. মঙ্গলসূচক শব্দ
  • ঘ. সম্বোধন

উত্তরঃ প্রেরক ও প্রাপকের ঠিকানা

বিস্তারিত

সাধারণত পত্রের দুটি অংশ থাকে, এদের নাম কী? অথবা পত্রের প্রধান অংশ দুটো কি কি?

  • ক. পোস্টকার্ড ও এনভেলাপ
  • খ. শিরোনাম ও পত্রগর্ভ
  • গ. আরম্ভ ও শেষ
  • ঘ. প্রেরক ও প্রাপক

উত্তরঃ শিরোনাম ও পত্রগর্ভ

বিস্তারিত

পত্রের মূল বা আসল অংশ নিচের কোনটি?

  • ক. শিরোনাম
  • খ. ঠিকানা
  • গ. সম্ভাষণ
  • ঘ. গর্ভাংশ/ পত্রগর্ভ

উত্তরঃ গর্ভাংশ/ পত্রগর্ভ

বিস্তারিত

পত্র প্রধানত কয় প্রকার?

  • ক. পাঁচ প্রকার
  • খ. দুই প্রকার
  • গ. চার প্রকার
  • ঘ. তিন প্রকার

উত্তরঃ দুই প্রকার

বিস্তারিত

কোনটি আবিস্কারের ফলে যোগাযোগ ব্যবস্থা সবচেয়ে সহজ হয়েছে?

  • ক. মোবাইল ফোন
  • খ. ফ্যাক্স
  • গ. ই-মেইল
  • ঘ. ভাষা

উত্তরঃ মোবাইল ফোন

বিস্তারিত

কোনটি শিক্ষার একটি সাধারণ বাহন?

  • ক. টেলিফোন
  • খ. টেলিগ্রাম
  • গ. ই-মেইল
  • ঘ. চিঠি

উত্তরঃ চিঠি

বিস্তারিত

'চিঠি' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

  • ক. গুজরাটি
  • খ. তৎসম
  • গ. ফারসি
  • ঘ. হিন্দি

উত্তরঃ হিন্দি

বিস্তারিত

'পত্র' শব্দের অর্থ নয় কোনটি?

  • ক. দিঠি
  • খ. চিহ্ন
  • গ. স্মারক
  • ঘ. পাতা

উত্তরঃ দিঠি

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects