বঙ্গানুবাদ

Charity beings at home' উক্তিটির অর্থ কী?

  • ক. আগে ঘর পরে তাস
  • খ. আপন ঘর প্রিয় ঘর (আগে ঘর পরে পর)
  • গ. ইচ্ছা থাকলে উপায় হয়
  • ঘ. ঘর থেকে যাত্রা কর

উত্তরঃ আপন ঘর প্রিয় ঘর (আগে ঘর পরে পর)

বিস্তারিত

'I'll teach you a lesson'- বাক্যটির যথার্থ বঙ্গানুবাদ--

  • ক. আমি তোমাকে শিখিয়ে দেব
  • খ. আমি তোমাকে শিক্ষা দিয়ে ছাড়ব
  • গ. আমি তোমাকে এমন শিক্ষা দেব
  • ঘ. আমি তোমাকে একটি শিক্ষা দেব

উত্তরঃ আমি তোমাকে শিক্ষা দিয়ে ছাড়ব

বিস্তারিত

'He is out of luck'- সঠিক অনুবাদ কোনটি?

  • ক. সে ভাগ্যবান
  • খ. তার পোড়া কপাল
  • গ. সে ভাগ্য মানে
  • ঘ. ভাগ্যহারা সে

উত্তরঃ তার পোড়া কপাল

বিস্তারিত

'A beggar must not be a chooser'- এ বাক্যের যথার্থ অনুবাদ--

  • ক. ভিক্ষার চাল কাঁড়া আর আকাঁড়া
  • খ. ভিক্ষার চাল মোটা আর সরু
  • গ. ভিক্ষার চাল সরু
  • ঘ. ভিক্ষার চাল মোটা

উত্তরঃ ভিক্ষার চাল কাঁড়া আর আকাঁড়া

বিস্তারিত

'The man is off his head'- বাক্যটির যথাযথ বঙ্গানুবাদ--

  • ক. লোকটির মাথা কাটা গিয়াছে
  • খ. লোকটির মাথায় কিছু নাই
  • গ. লোকটির মাথা খারাপ হইয়াছে
  • ঘ. লোকটির সম্মান নষ্ট হয়েছে

উত্তরঃ লোকটির মাথা খারাপ হইয়াছে

বিস্তারিত

'Daimonds cuts Dimonds'- এর অনুবাদ কোনোটি?

  • ক. মানিকে মানিক চেনে
  • খ. সঙ্গ দেখে লোক চেনা যায়
  • গ. সৎসঙ্গে স্বর্গবাস
  • ঘ. সঙ্গদোষে নষ্ট

উত্তরঃ মানিকে মানিক চেনে

বিস্তারিত

'A bad workman quarrels with his tools'- এর সঠিক অনুবাদ কোনটি?

  • ক. যেমন কর্ম তেমন ফল
  • খ. আপনি ভালো তো জগৎ ভালো
  • গ. নাচতে না জানলে উঠান বাঁকা
  • ঘ. যত গর্জে তত বর্ষে না

উত্তরঃ নাচতে না জানলে উঠান বাঁকা

বিস্তারিত

'Books are a man's best companion's in life'- এর সঠিক অনুবাদ কোনটি?

  • ক. পুস্তক মানুষের জীবনের সর্বোত্তম সঙ্গী
  • খ. পুস্তক মানুষের সবচেয়ে বড় বন্ধু
  • গ. পুস্তক মানুষের বিশ্বস্ত সঙ্গী
  • ঘ. পুস্তক মানুষের অপরিহার্য সঙ্গী

উত্তরঃ পুস্তক মানুষের জীবনের সর্বোত্তম সঙ্গী

বিস্তারিত

'He earns that much money which is necessary to keep body and soul togather'- এর সঠিক অনুবাদ কোনটি?

  • ক. জীবন যাপনের জন্য যে পর্যাপ্ত অর্থ প্রয়োজন সেই পরিমাণ অর্থ সে রোজগার করে।
  • খ. জীবন ধারনের জন্য যতটুকু অর্থ প্রয়োজন সেই পরিমাণ অর্থ সে রোজগার করে।
  • গ. প্রাণ ধারনের জন্য যতটুকু অর্থ প্রয়োজন শুধুমাত্র সেই পরিমাণ অর্থ সে রোজগার করে।
  • ঘ. শুধু জীবনে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অর্থ সে রোজগার করে।

উত্তরঃ জীবন ধারনের জন্য যতটুকু অর্থ প্রয়োজন সেই পরিমাণ অর্থ সে রোজগার করে।

বিস্তারিত

We mean busuness- বাক্যটির যথার্থ অনুবাদ--

  • ক. আমরা কাজ নিয়ে থাকি
  • খ. আমরা আসলেই কাজ করি
  • গ. আমরা ব্যবসা বুঝিয়ে থাকি
  • ঘ. আমরা ব্যবসা বুঝি

উত্তরঃ আমরা কাজ নিয়ে থাকি

বিস্তারিত

'Rome was burning while niru was playing on flute' এর সঠিক অনুবাদ কোনটি?

  • ক. রোম ধংসের পথে নিরু তখন বাঁশি বাজায়
  • খ. কারো পৌষ মাস কারো সর্বনাশ
  • গ. রোম যখন পুড়ে যাচ্ছে নিরু তখন বাঁশি বাজায়
  • ঘ. রোমে আগুন জ্বলছে নিরু তখন বাঁশি বাজাচ্ছে

উত্তরঃ কারো পৌষ মাস কারো সর্বনাশ

বিস্তারিত

There is no rose but thron- এর যথার্থ বাংলা ভাবানুবাদ হচ্ছে--

  • ক. দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?
  • খ. গোলাপের কাঁটা থাকে না
  • গ. কাঁটা আছে গোলাপ নেই
  • ঘ. সেখানে কোন গোলাপ নেই কিন্তু কাঁটা আছে

উত্তরঃ দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?

বিস্তারিত

কোন বিষয়টি অনুবাদের ক্ষেত্রে পরিবর্তন করা যাবে না?

  • ক. পদক্রম
  • খ. বাক্যের দৈর্ঘ্য
  • গ. ভাষার অলংকার
  • ঘ. ক্রিয়ার কাল

উত্তরঃ ক্রিয়ার কাল

বিস্তারিত

'A bull in a Chain Shop' বাক্যটির বঙ্গানুবাদ--

  • ক. পদ্মবনে মত্তহস্তী
  • খ. গোবরে পদ্মফুল
  • গ. বন্যেরা বনে সুন্দর
  • ঘ. চীনা দোকানে ষাঁড়

উত্তরঃ গোবরে পদ্মফুল

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects