কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

51. Mobile Pone এর কোনটি input device নয়?

  • ক. Keypad
  • খ. Touch Screen
  • গ. Camera
  • ঘ. Power Supply

উত্তরঃ Power Supply

বিস্তারিত

52. LinkedIn এর ক্ষেত্রে কোনটি সঠিক?

  • ক. এটি একটি বিজনেস অরিয়েন্টেড সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস
  • খ. এটি ২০০২ সালে প্রতিষ্ঠিত
  • গ. ২০০৬ সালে এটির সদস্যসংখ্যা ২০ মিলিয়নের অধিক হয়
  • ঘ. উপরের সবগুলোই

উত্তরঃ উপরের সবগুলোই

বিস্তারিত

53. নিচের কোনটি কম্পিউটারের প্রাইমারী মেমোরী?

  • ক. RAN
  • খ. Hard Disk
  • গ. Pen Drive
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ RAN

বিস্তারিত

54. Plotter কোন ধরনের ডিভাইস?

  • ক. ইনপুট
  • খ. আউটপুট
  • গ. মেমোরী
  • ঘ. উপরের কোনটিই নয়

উত্তরঃ আউটপুট

বিস্তারিত

55. কম্পিউটারের সিস্টেম এ Scanner একটি কোন ধরনের যন্ত্র?

  • ক. Input
  • খ. উভয়েই
  • গ. Output
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ Input

বিস্তারিত

56. কম্পিউটারের মূল মেমোরী তৈরি হয় কি দিয়ে?

  • ক. এ্যালুমিনিয়াম
  • খ. সিলিকন
  • গ. প্লাসটিক
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ সিলিকন

বিস্তারিত

57. Back up প্রোগ্রাম বলতে কী বোঝানো হয়?

  • ক. নির্ধারিত ফাইল কপি করা
  • খ. আগের প্রোগ্রামে ফিরে যাওয়া
  • গ. সর্বশেষ পরিবর্তন Undo করা
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ নির্ধারিত ফাইল কপি করা

বিস্তারিত

58. একটি প্রতিষ্ঠানে ডিভাইস ভাগাভাগি করে নেয়ার সুবিধা হলো-

  • ক. অর্থ সাশ্রয়
  • খ. স্থানের সাশ্রয়
  • গ. সময় সাশ্রয়
  • ঘ. উপরের সবকটি

উত্তরঃ উপরের সবকটি

বিস্তারিত

59. নিচের কোন সাইটটি কেনা-বেচার জন্য নয়?

  • ক. ekhanei.com
  • খ. google.com
  • গ. olx.com
  • ঘ. amazon.com

উত্তরঃ google.com

বিস্তারিত

60. নিচের কোনটি ছাড়া Internet-এ প্রবেশ করা করা সহজ নয়?

  • ক. Task bar
  • খ. Menu bar
  • গ. Notification area
  • ঘ. Web browser

উত্তরঃ Web browser

বিস্তারিত

62. নিচের কোনটি ডাটাবেজ ল্যাংগুয়েজ?

  • ক. Data Definition Language
  • খ. Query Language
  • গ. Data Manipulation Language
  • ঘ. উপরের সবগুলোই

উত্তরঃ উপরের সবগুলোই

বিস্তারিত

63. সোশ্যাল নেটওয়ার্কিং টুইটার কত সালে তৈরি হয়?

  • ক. ২০০৪
  • খ. ২০০৩
  • গ. ২০০৬
  • ঘ. ২০০৮

উত্তরঃ ২০০৬

বিস্তারিত

65. মোবাইল কমিউনিকেশনে 4G এর ক্ষেত্রে 3G এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কি?

  • ক. ভয়েস টেলিফোনি
  • খ. মোবাইল টিভি
  • গ. ভিডিও কল
  • ঘ. ব্রডবেন্ড ইন্টারনেট সেবা

উত্তরঃ ব্রডবেন্ড ইন্টারনেট সেবা

বিস্তারিত

66. Oracle Corporation এর প্রতিষ্ঠাতা কে?

  • ক. Bill Gates
  • খ. Andrew S Grove
  • গ. Tim Cook
  • ঘ. Lawrence J. Ellison

উত্তরঃ Lawrence J. Ellison

বিস্তারিত

67. প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে?

  • ক. RAM
  • খ. Terninal
  • গ. Clipboard
  • ঘ. Hard Disk

উত্তরঃ Clipboard

বিস্তারিত

69. The term PC means -

  • ক. Private Computer
  • খ. Prime Computer
  • গ. Personal Computer
  • ঘ. Professional Computer

উত্তরঃ Personal Computer

বিস্তারিত

70. ইন্টারনেট চালুর বছর -

  • ক. ১৯৫৯
  • খ. ১৯৬৫
  • গ. ১৯৬৯
  • ঘ. ১৯৮১

উত্তরঃ ১৯৬৯

বিস্তারিত

71. মডেম এর মধ্যে যা থাকে তা হলো-

  • ক. একটি মডুলেটর
  • খ. একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর
  • গ. একটি কোডেক
  • ঘ. একটি এনকোডাব

উত্তরঃ একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর

বিস্তারিত

72. ডায়োড সবচেয়ে বেশি ব্যবহৃত হয় -

  • ক. ক্যাপাসিটর হিসেবে
  • খ. ট্রান্সফরমার হিসেবেঙ
  • গ. রেজিস্টর হিসেবে
  • ঘ. রেক্টিফায়ার হিসেবে

উত্তরঃ রেক্টিফায়ার হিসেবে

বিস্তারিত

73. বাসা বাড়ীতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি হলো -

  • ক. ৫০ হার্জ
  • খ. ২২০ হার্জ
  • গ. ২০০ হার্জ
  • ঘ. ১০০ হার্জ

উত্তরঃ ৫০ হার্জ

বিস্তারিত

74. কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী?

  • ক. ওয়াইম্যাক্স
  • খ. সি-মস
  • গ. ব্লু-টুথ
  • ঘ. ব্রডব্রান্ড

উত্তরঃ ওয়াইম্যাক্স

বিস্তারিত

75. Wi MAX এর পূর্ণরূপ কি?

  • ক. Worldwide Interoperability for Microwave Access
  • খ. Worldwide Internet for Microwave Access
  • গ. Worldwide Interconnection for Microvwave Access
  • ঘ. কোনটি নয়

উত্তরঃ Worldwide Interoperability for Microwave Access

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects