বর্ণ
‘তীক্ষ্ম’ শব্দের যুক্তব্যঞ্জনের সঠিক বিশ্লেষণ কোনটি?
- ক. ক + ষ + ম
- খ. ক + ষ + ন
- গ. খ + হ + ম
- ঘ. ক + ষ + ণ
উত্তরঃ ক + ষ + ম
‘ধ্বনি দিয়ে আঁট বাধা শব্দই ভাষার ইট।’ এ ‘ইট’কে বাংলা ভাষায় কী বলে?
- ক. কথা
- খ. ব্যাকরণ
- গ. বর্ণ
- ঘ. বাক্য
উত্তরঃ বর্ণ
‘কাক থেকে কাগ’ কোন প্রকার পরিবর্তন?
- ক. অভিশ্রুতি
- খ. সমীভবন
- গ. ঘোষিতভবন
- ঘ. দ্বন্দীভবন
উত্তরঃ ঘোষিতভবন
উচ্চারণ স্থানের দিক দিয়ে স্পর্শধ্বনিকে কয়টি গুচ্ছে বা বর্গে ভাগ করা হয় ?
- ক. ৬ টি
- খ. ৮ টি
- গ. ৫ টি
- ঘ. ৩ টি
উত্তরঃ ৫ টি
বাংলাভাষায় ব্যবহৃত অর্ধমাত্রার বর্ণগুলোর মধ্যে কতটি স্বরবর্ণের ?
- ক. ৩ টি
- খ. ১ টি
- গ. ২ টি
- ঘ. ৪ টি
উত্তরঃ ১ টি
- ক. ঞ এর মতো
- খ. ঙ এর মতো
- গ. ক্ষ এর মতো
- ঘ. ষ এর মতো
উত্তরঃ ঙ এর মতো
স্বরবর্ণ সংক্ষিপ্ত আকারে ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে কি বলা হয় ?
- ক. ফলা
- খ. কার
- গ. যুক্তবর্ণ
- ঘ. মাত্রা
উত্তরঃ কার
‘ক্ষ’ যুক্তাক্ষরটি কোন কোন অক্ষরের যুক্তরূপ?
- ক. ক + খ
- খ. খ + স + ম
- গ. ক + খ + ম
- ঘ. ক + ষ
উত্তরঃ ক + ষ
বাংলা ব্যাকরণ অনুযায়ী ‘বর্ণ’ কয় প্রকার ও কি কি?
- ক. স্বর বর্ণ ও ব্যঞ্জন বর্ণ
- খ. প্রতীকী বর্ণ ও সাংকেতিক বর্ণ
- গ. ব্যঞ্জন বর্ণ ও অসংযুক্ত বর্ণ
- ঘ. পূর্ববর্তী বর্ণ ও উত্তর বর্ণ
উত্তরঃ স্বর বর্ণ ও ব্যঞ্জন বর্ণ
- ক. খ, উ, ম, ল
- খ. ব, ড়, ঢ়, ভ
- গ. স, ও, ঘ. ত
- ঘ. ই, জ, ঞ, য়
উত্তরঃ ই, জ, ঞ, য়
জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিগুলোকে কী বলে?
- ক. নিম্ন-স্বরধ্বনি
- খ. অগ্র - স্বরধ্বনি
- গ. জিত - স্বরধ্বনি
- ঘ. সম্মুখ - স্বরধ্বনি
উত্তরঃ সম্মুখ - স্বরধ্বনি
- ক. ধ্বনির শ্রুতিগ্রাহ্য রূপ
- খ. ধ্বনি নির্দেশক প্রতীক
- গ. একই সঙ্গে উচ্চারিত ধ্বনি গুচ্ছ
- ঘ. শব্দের ক্ষুদ্রতম অংশ
উত্তরঃ ধ্বনি নির্দেশক প্রতীক
- ক. শব্দের ক্ষুদ্রতম অংশ
- খ. একসঙ্গে উচ্চারিত ধ্বনিগুচ্ছ
- গ. ধ্বনি নির্দেশক প্রতীক
- ঘ. ধ্বনির শ্রুতিগ্রাহ্য রূপ
উত্তরঃ ধ্বনি নির্দেশক প্রতীক
- ক. ষ্ণ = ষ + ণ
- খ. ষ্ণ = ষ + ঞ
- গ. ষ্ণ = ষ + ন
- ঘ. ষ্ণ = ষ + ঙ
উত্তরঃ ষ্ণ = ষ + ণ
বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে -
- ক. ৩২, ৮, ১০
- খ. ৩২, ৭, ১১
- গ. ৩০, ৮, ১২
- ঘ. ৩২, ৭, ৯
উত্তরঃ ৩২, ৮, ১০
‘উষ্ণ’ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
- ক. ষ + ঞ
- খ. ষ + ণ
- গ. ষ + ন
- ঘ. ষ + ঙ
উত্তরঃ ষ + ণ
‘বন্ধন’ শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি?
- ক. ব + ন্ + ধ + ন
- খ. ব + ন্ধ + ন
- গ. বান্ + ধন
- ঘ. বন্ + ধন্
উত্তরঃ বন্ + ধন্
‘ক্ষ’ যুক্তক্ষরটি কোন কোন অক্ষরের যুক্তরূপ?
- ক. ক + খ
- খ. ক + খ + ম
- গ. ক + ষ
- ঘ. ক + স + ম
উত্তরঃ ক + ষ
বর্ণমালায় ব্যবহৃত মাত্রাহীন বর্ণগুলোর মধ্যে কতটি ব্যঞ্জনবর্ণ?
- ক. ৫টি
- খ. ৮টি
- গ. ৭টি
- ঘ. ৬টি
উত্তরঃ ৬টি
উচ্চারণ স্থানের নামানুসারে প-বর্গের বর্ণগুলো কী নামে পরিচিত?
- ক. কণ্ঠবর্ণ
- খ. তালব্যবর্ণ
- গ. দন্ত্যবর্ণ
- ঘ. ওষ্ঠ্যবর্ণ
উত্তরঃ ওষ্ঠ্যবর্ণ
সাহচর্য শব্দের শুদ্ধ গঠন কোনটি?
- ক. সাহ + চর + র্য
- খ. সহচর + ্যফলা
- গ. সহচর + য
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ সহচর + য
ক বর্গের ক থেকে ঘ পর্যন্ত ধ্বনি গুলি -
- ক. কণ্ঠমূলীয়
- খ. দন্তমূলীয়
- গ. ওষ্ঠবর্ণ
- ঘ. স্পর্শবর্ণ
উত্তরঃ কণ্ঠমূলীয়
‘কুজ্ঝটিকা’ শব্দের যুক্তবর্ণটি কোন দুটি বর্ণের সংযোগে গঠিত হয়েছে?
- ক. জ + ঝ
- খ. ঝ + ঝ
- গ. ঝ + জ
- ঘ. ঝ + ব
উত্তরঃ জ + ঝ
‘ত্ম্য’ কোন কোন ধ্বনির যুক্ত রূপ?
- ক. ত + ণ + য
- খ. ত + য + ম
- গ. ত + ম + য
- ঘ. ত + য + ন
উত্তরঃ ত + ম + য
‘উষ্ণ’ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
- ক. ষ + ন
- খ. ষ + ণ
- গ. ষ + ঞ
- ঘ. ষ + ঙ
উত্তরঃ ষ + ণ