শব্দ

176. ‘জিন্দাবাদ’ কোন ভাষার শব্দ?

  • ক. ফারসী
  • খ. উর্দু
  • গ. সংস্কৃত
  • ঘ. হিন্দি

উত্তরঃ ফারসী

বিস্তারিত

177. ‘নামাষ’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

  • ক. আরবী
  • খ. ফারসি
  • গ. তুর্কী
  • ঘ. সিন্ধী

উত্তরঃ ফারসি

বিস্তারিত

178. ফরাসী শব্দ কোনটি?

  • ক. চিনি
  • খ. আনারস
  • গ. হরতন
  • ঘ. রেস্তোঁরা

উত্তরঃ রেস্তোঁরা

বিস্তারিত

179. নিচের কোন শব্দটি ফরাসি ভাষা থেকে বাংলা ভাষায় গৃহীত হয়েছে?

  • ক. সাথী
  • খ. লাইব্রেরী
  • গ. প্রোগ্রাম
  • ঘ. নিলাম

উত্তরঃ প্রোগ্রাম

বিস্তারিত

181. ‘আনারস’ এবং ‘চাবি’ শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে

  • ক. পর্তুগিজ ভাষা হতে
  • খ. আরবী ভাষা হতে
  • গ. দেশী ভাষা হতে
  • ঘ. ওলন্দাজ ভাষা হতে

উত্তরঃ পর্তুগিজ ভাষা হতে

বিস্তারিত

182. বাংলা ভাষায় ব্যবহৃত ‘টুপি’ শব্দটি কোন দেশীয়?

  • ক. ফরাসি
  • খ. ফারসি
  • গ. পর্তুগিজ
  • ঘ. হিন্দি

উত্তরঃ পর্তুগিজ

বিস্তারিত

183. আনারস, আলকাতরা, কেরানী, আলমারী, চাবি এই শব্দগুলি কোন ভাষা থেকে এসেছে?

  • ক. ওলন্দাজ
  • খ. পর্তুগিজ
  • গ. তুর্কি
  • ঘ. ফরাসি

উত্তরঃ পর্তুগিজ

বিস্তারিত

184. ‘পেয়ারা’ কোন ভাষা থেকে আগত শব্দ

  • ক. হিন্দি
  • খ. উর্দু
  • গ. পর্তুগিজ
  • ঘ. গ্রিস

উত্তরঃ পর্তুগিজ

বিস্তারিত

185. ‘জানালা’ শব্দটি-

  • ক. ফারসি
  • খ. পর্তুগিজ
  • গ. হিব্রু
  • ঘ. তুর্কি

উত্তরঃ পর্তুগিজ

বিস্তারিত

186. পর্তুগিজ শব্দ কোনটি?

  • ক. ঢেঁকি
  • খ. কাগজ
  • গ. আনারস
  • ঘ. চিনি

উত্তরঃ আনারস

বিস্তারিত

187. ‘বাবুর্চি’ কোন ভাষার শব্দ?

  • ক. আরবি
  • খ. ফারসি
  • গ. তুর্কি
  • ঘ. উর্দু

উত্তরঃ তুর্কি

বিস্তারিত

188. ‘কাঁচি’ কোন ধরনের শব্দ?

  • ক. আরবি
  • খ. ফারসি
  • গ. হিন্দি
  • ঘ. তুর্কি

উত্তরঃ তুর্কি

বিস্তারিত

189. ‘দারোগা’ কোন ধরনের শব্দ?

  • ক. পর্তুগীজ
  • খ. ফারসি
  • গ. ইংরেজি
  • ঘ. তুর্কি

উত্তরঃ তুর্কি

বিস্তারিত

190. ‘জঙ্গল’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

  • ক. হিন্দি
  • খ. পার্সী
  • গ. তুর্কি
  • ঘ. ফরাসি

উত্তরঃ তুর্কি

বিস্তারিত

191. বাংলা ভাষা এই শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে-

  • ক. চাকু, চাকর
  • খ. খদ্দর, হরতাল
  • গ. চা, চিনি
  • ঘ. রিক্সা, রেস্তোঁরা

উত্তরঃ চা, চিনি

বিস্তারিত

192. নিচের শব্দগুলোর মধ্যে কোনটি জাপানি শব্দ?

  • ক. চা
  • খ. চিনি
  • গ. রিক্সা
  • ঘ. আলমারী

উত্তরঃ রিক্সা

বিস্তারিত

193. রিকশা শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

  • ক. পর্তুগিজ
  • খ. ওলন্দাজ
  • গ. জাপানি
  • ঘ. ফরাসি

উত্তরঃ জাপানি

বিস্তারিত

194. ‘চকোলেট’ কোন দেশের ভাষার শব্দ?

  • ক. অষ্ট্রেলিয়া
  • খ. ইটালী
  • গ. জার্মানি
  • ঘ. মেক্সিকো

উত্তরঃ মেক্সিকো

বিস্তারিত

195. ‘হরতাল’ শব্দটি কোন ভাষার?

  • ক. ওলন্দাজ
  • খ. তুর্কি
  • গ. হিন্দি
  • ঘ. গুজরাটি

উত্তরঃ গুজরাটি

বিস্তারিত

196. ‘রুইতন’ শব্দটি কোন ভাষা থেকে আগত?

  • ক. ইংরেজি
  • খ. তুর্কি
  • গ. চৈনিক
  • ঘ. ওলন্দাজ

উত্তরঃ ওলন্দাজ

বিস্তারিত

197. ‘কিন্ডার গার্ডেন’ শব্দটি কোন ভাষা থেকে ইংরেজি ভাষায় এসেছে?

  • ক. জার্মান
  • খ. জাপানী
  • গ. পর্তুগিজ
  • ঘ. সংস্কৃত

উত্তরঃ জার্মান

বিস্তারিত

198. গ্রিক শব্দ কোনটি?

  • ক. তুফান
  • খ. লুঙ্গী
  • গ. কুপন
  • ঘ. দাম

উত্তরঃ দাম

বিস্তারিত

199. ‘জানাযা শব্দটি---

  • ক. তৎসম
  • খ. তদ্ভব
  • গ. দেশী
  • ঘ. বিদেশী

উত্তরঃ বিদেশী

বিস্তারিত

200. ‘পানি’ শব্দটি কোন ভাষা থেকো বাংলায় এসেছে?

  • ক. সংস্কৃত
  • খ. ফারসী
  • গ. হিন্দি
  • ঘ. আরবী

উত্তরঃ হিন্দি

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects