পদ
- ক. অবস্থাবাচক
- খ. গুণবাচক
- গ. রূপবাচক
- ঘ. অংশবাচক
উত্তরঃ অবস্থাবাচক
‘রাশি রাশি ভরা ভরা ধান কাটা হলো সারা’ - এখানে ‘রাশি রাশি’ -
- ক. অনুকার অব্যয়
- খ. সমষ্টিবাচক বিশেষ্য
- গ. নির্ধারক বিশেষণ
- ঘ. সাপেক্ষ সর্বনাম
উত্তরঃ নির্ধারক বিশেষণ
সভয়ে লোকটি বলল, বাঘ আসছে। এখানে ‘সভয়ে’ পদটি কোন বিশেষণের উদাহরণ?
- ক. বিশেষ্যের বিশেষণ
- খ. ক্রিয়া বিশেষণ
- গ. বিশেষণের বিশেষণ
- ঘ. নাম বিশেষণ
উত্তরঃ বিশেষণের বিশেষণ
কল কল রবে নদী বইছে। এখানে কল কল কোন অব্যয়?
- ক. সমুচ্চয়ী
- খ. অনুসর্গ
- গ. অনন্বয়ী
- ঘ. অনুকার
উত্তরঃ অনুকার
‘হাঁড়ি হাঁড়ি সন্দেশ’ - এখানে কোন কোন পদযোগে বহুবচন হয়েছে?
- ক. বিশেষ্য ও বিশেষণ
- খ. বিশেষণ ও ক্রিয়া
- গ. বিশেষ্য ও বিশেষ্য
- ঘ. বিশেষণ ও বিশেষণ
উত্তরঃ বিশেষ্য ও বিশেষ্য
সে এখন যাবে না। - এই বাক্যে ‘না’ কোন পদ?
- ক. বিশেষণ
- খ. অব্যয়
- গ. ক্রিয়াবিশেষণ
- ঘ. অনুসর্গ
উত্তরঃ ক্রিয়াবিশেষণ
- ক. বিশেষ্যের বিশেষণ
- খ. বিশেষ্য
- গ. বিশেষণ
- ঘ. ক্রিয়া বিশেষণ
উত্তরঃ বিশেষ্য
‘আমি এসেছি, কারণ তোমাকে নিয়ে যাব’ বাক্যটি কোন ধরনের বাক্য?
- ক. সরল বাক্য
- খ. যৌগিক বাক্য
- গ. জটিল বাক্য
- ঘ. নির্দেশাত্মক বাক্য
উত্তরঃ জটিল বাক্য
‘এ মাটি সোনার বাড়া’ - এ উদ্ধৃতিতে ‘সোনা’ কোন অর্থে ব্যবহার করা হয়েছে?
- ক. বিশেষণের অতিশায়ন
- খ. রূপবাচক বিশেষণ
- গ. উপাদানবাচক বিশেষণ
- ঘ. বিধেয় বিশেষণ
উত্তরঃ বিশেষণের অতিশায়ন
‘এ যে আমাদের চেনা লোক’ - বাক্যে ‘চেনা’ কোন পদ?
- ক. বিশেষ্য
- খ. অব্যয়
- গ. ক্রিয়া
- ঘ. বিশেষণ
উত্তরঃ বিশেষণ
‘সে সকাল থেকেই খাই খাই করছে।’ এ বাক্যে ‘খাই খাই’ কোন ধরনের পদ?
- ক. ক্রিয়াপদ
- খ. ক্রিয়া বিশেষ্য
- গ. দ্বিত্ব বিশেষণ
- ঘ. ক্রিয়া বিশেষণ
উত্তরঃ দ্বিত্ব বিশেষণ
- ক. বিশেষ্য
- খ. বিশেষণ
- গ. বিশেষ্যের বিশেষণ
- ঘ. ক্রিয়া বিশেষণ
উত্তরঃ বিশেষণ
‘সুন্দর মাত্রই একটা আকর্ষণ শক্তি আছে।’ বাক্যে সুন্দর শব্দটি কোন পদ?
- ক. বিশেষ্য
- খ. বিশেষণ
- গ. সর্বনাম
- ঘ. অব্যয়
উত্তরঃ বিশেষ্য
কোন বাক্যে বিশেষণের বিশেষণ রয়েছে?
- ক. ধীরে চল
- খ. ঘোড়া খুব দ্রুত চলে
- গ. সে পুণ্যবান
- ঘ. মেটে কলসি
উত্তরঃ ঘোড়া খুব দ্রুত চলে
“এ যে আমাদের চেনা লোক” - বাক্যে ‘চেনা’ কোন পদ?
- ক. বিশেষ্য
- খ. অব্যয়
- গ. ক্রিয়া
- ঘ. বিশেষণ
উত্তরঃ বিশেষণ
- ক. বিশেষ্য
- খ. বিশেষণ
- গ. ক্রিয়া-বিশেষণ
- ঘ. বিশেষ্যের বিশেষণ
উত্তরঃ বিশেষ্য
যে পদে বাক্যের ক্রিয়াপদটির গুণ, প্রকৃতি, তীব্রতা ইত্যাদি প্রকৃতিগত অবস্থা বুঝায়, তাকে বলা হয়-
- ক. ক্রিয়াবাচক বিশেষ্য
- খ. ক্রিয়া-বিশেষণ
- গ. ক্রিয়াবিশেষ্যজাত বিশেষণ
- ঘ. ক্রিয়াবিভক্তি
উত্তরঃ ক্রিয়া-বিশেষণ
কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে?
- ক. ধন অপেক্ষা মান বড়
- খ. তোমাকে দিয়ে কিছু হবে না
- গ. ঢং ঢং ঘণ্টা বাজে
- ঘ. লেখাপড়া করো, নতুবা ফেল করবে
উত্তরঃ লেখাপড়া করো, নতুবা ফেল করবে
বাংলা ব্যাকরণ কোন পদে সংস্কৃতের লিঙ্গের নিয়ম মানে না?
- ক. বিশেষণ
- খ. অব্যয়
- গ. সর্বনাম
- ঘ. বিশেষ্য
উত্তরঃ অব্যয়
বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে বলে -
- ক. সর্বনাম পদ
- খ. ভাব বিশেষণ
- গ. ক্রিয়া বিশেষণ
- ঘ. নাম বিশেষণ
উত্তরঃ নাম বিশেষণ
বাংলা ভাষায় সাধুরীতির বৈশিষ্ট্য কোনটি?
- ক. সর্বনাম ও বিশেষণ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
- খ. বিশেষ্য ও সর্বনাম এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
- গ. সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
- ঘ. বিশেষ্য ও বিশেষণ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
উত্তরঃ সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
‘সে নাকি আসবে না’ - বাক্যে ‘না’ অব্যয়টি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
- ক. প্রশ্ন
- খ. সংশয়
- গ. বিস্ময়
- ঘ. অনুমান
উত্তরঃ অনুমান
‘মা শিশুকে খাওয়াচ্ছেন’ বাক্যটিতে খাওয়াচ্ছেন কোন ক্রিয়া পদের উদাহরণ?
- ক. ধ্বনাত্মক
- খ. দ্বিকর্মক
- গ. যৌগিক
- ঘ. ণিজন্ত
উত্তরঃ ণিজন্ত
সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়?
- ক. বিশেষ্য ও ক্রিয়া
- খ. বিশেষণ ও ক্রিয়া
- গ. বিশেষ্য ও বিশেষণ পদে
- ঘ. ক্রিয়া ও সর্বনাম
উত্তরঃ ক্রিয়া ও সর্বনাম
‘যত্ন করিলে রত্ন মিলিবে’ এখানে ‘করিলে’ কোন ক্রিয়ার উদাহরণ?
- ক. অনুক্ত
- খ. দ্বিকর্মক
- গ. সমাপিকা
- ঘ. অসমাপিকা
উত্তরঃ অসমাপিকা
‘এ এক বিরাট সত্য’ - এ বাক্যে ‘সত্য’ কোনপদ?
- ক. বিশেষণ
- খ. বিশেষ্য
- গ. ভাববিশেষণ
- ঘ. ক্রিয়া
উত্তরঃ বিশেষ্য
‘সোনার তরী’ বিষের বাশি’ নকশীকাঁথার মাঠ’ এ গুলো কোন শ্রেণির বিশেষ্য?
- ক. সংজ্ঞাবাচক
- খ. গুণবাচক
- গ. বস্তুবাচক
- ঘ. ভাববাচক
উত্তরঃ সংজ্ঞাবাচক
সাধু ও চলিত ভাষার পার্থক্য হয় -
- ক. বিশেষ্য ও বিশেষণে
- খ. ক্রিয়াপদ ও সর্বনাম
- গ. সন্ধি ও উপসর্গে
- ঘ. প্রকৃতি ও প্রত্যয়ে
উত্তরঃ ক্রিয়াপদ ও সর্বনাম
- ক. জাতিবাচক
- খ. গুণবাচক
- গ. সমষ্টিবাচক
- ঘ. নেতিবাচক
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
- ক. প্রবল
- খ. প্রাচুর্য
- গ. প্রাচ্য
- ঘ. প্রাচী
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
এখানে দেখনি তুমি? এখানে ‘নি’ কী হিসেবে ব্যবহৃত হয়েছে?
- ক. ক্রিয়া বিশেষণ
- খ. না বাচক ক্রিয়া বিশেষণ
- গ. বিশেষণ
- ঘ. সর্বনাম
উত্তরঃ ক্রিয়া বিশেষণ
সর্বনাম পদ ব্যবহৃত হয়েছে কোন বাক্যে?
- ক. যদি ডাক পাই, নিশ্চয়ই যাব।
- খ. কে আমারে লহিবে ডাকিয়া কাছে?
- গ. ওরে. আজ যাসনে ঘরের বাইরে
- ঘ. ডাক দিয়েছ ভোর-সকালে, শুনিনি তো!
উত্তরঃ কে আমারে লহিবে ডাকিয়া কাছে?
‘সে নাকি আসবে না’ এ বাক্যে না অব্যয়ের প্রয়োগ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
- ক. অনুমান অর্থে
- খ. বিস্ময় অর্থে
- গ. সম্ভাবনা অর্থে
- ঘ. বিরক্তি অর্থে
উত্তরঃ সম্ভাবনা অর্থে
‘সুষ্ঠু’ এ শব্দের বিশেষণ রূপটি হলো -
- ক. সৌষ্ঠব
- খ. সুষ্ঠুতা
- গ. সুষ্ঠ
- ঘ. সুষ্ঠব
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি বেশি দেখা যায়?
- ক. বিশেষ্য ও ক্রিয়া
- খ. বিশেষণ ও ক্রিয়া
- গ. বিশেষ্য ও বিশেষণ পদে
- ঘ. ক্রিয়া ও সর্বনাম
উত্তরঃ ক্রিয়া ও সর্বনাম
‘এক এক বিরাট সত্য‘ এখানে ‘সত্য’ কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে?
- ক. বিশেষ্য
- খ. বিশেষণ
- গ. অব্যয়
- ঘ. বিশেষণের বিশেষণ
উত্তরঃ বিশেষ্য
তোমার এ পুণ্য প্রচেষ্টা সফল হোক। বাক্যটিতে ‘পুণ্য’ শব্দটি হলো -
- ক. বিশেষ্য
- খ. বিশেষণ
- গ. অব্যয়
- ঘ. ক্রিয়া
উত্তরঃ বিশেষণ
সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন কোন পদে বেশি?
- ক. বিশেষ্য ও বিশেষণ পদ
- খ. ক্রিয়া ও সর্বনাম পদে
- গ. বিশেষ্য ও ক্রিয়া পদে
- ঘ. বিশেষণ ও ক্রিয়া পদে
উত্তরঃ ক্রিয়া ও সর্বনাম পদে
‘বীণাপাণি’ সমস্ত পদটি কোন সমাস?
- ক. ব্যধিকরণ বহুব্রীহি
- খ. ব্যতিহার বহুব্রীহি
- গ. মধ্যপদলোপী বহুব্রীহি
- ঘ. অলুক বহুব্রীহি
উত্তরঃ ব্যধিকরণ বহুব্রীহি
‘মরি! মরি ! কী সুন্দর প্রভাতের রূপ’ - এখানে অনন্বয়ী অব্যয় কিভাবে প্রকাশ পেয়েছে?
- ক. যন্ত্রণা
- খ. বিরক্তি
- গ. সম্মতি
- ঘ. উচ্ছ্বাস
উত্তরঃ উচ্ছ্বাস
‘গভীর নিশীথে প্রকৃতি সুপ্ত’ - এখানে ‘নিশীথে’ কোন পদ?
- ক. বিশেষ্য
- খ. নাম বিশেষণ
- গ. ভাব বিশেষণ
- ঘ. ক্রিয়া
উত্তরঃ বিশেষ্য
‘পরাগ, বইটি দিয়ে যাও’ বাক্যে ‘পরাগ’ কোন পদ?
- ক. সম্বোধন পদ
- খ. সম্বন্ধ পদ
- গ. বিশেষ্য পদ
- ঘ. সর্বনাম পদ
উত্তরঃ সম্বোধন পদ