অন্যান্য

651. একীভূত শিক্ষা সম্পর্কে কোন ব্যক্তব্যটি সর্বাপেক্ষা পূর্ণাঙ্গ?

  • ক. একীভূত শিক্ষা বিদ্যালয়ে ভর্তি এবং প্রবেশগম্যতা নিশ্চিত করে ও মানসম্মত শিক্ষায় সক্রিয় অংশগ্রহণ শিখন ফল অর্জন
  • খ. ভিন্নতা কোন দুর্বলতা নয়; রবং বৈচিত্র্যই মানবজাতির সফলতা
  • গ. একীভূত শিক্ষা বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী শিশুদের শিক্ষা নিশ্চিত করে
  • ঘ. একীভূত শিক্ষা সকল শিক্ষার্থীর বিদ্যালয়ে ভর্তি এবং প্রবেশগম্যতা নিশ্চিত করে

উত্তরঃ একীভূত শিক্ষা বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী শিশুদের শিক্ষা নিশ্চিত করে

বিস্তারিত

652. প্রাথমিক শিক্ষার উন্নয়নে কাজ করা কোন প্রতিষ্ঠানের মূল দায়িত্ব?

  • ক. প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE)
  • খ. এনসিঢিবি (NCTB)
  • গ. নেপ (NAPE)
  • ঘ. শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (IER(

উত্তরঃ নেপ (NAPE)

বিস্তারিত

654. শিক্ষার্থীর পূর্বজ্ঞানের ওপর ভিত্তি করে তার নতুন ধারণ নির্মাণে সহায়তা দেয়া কোন মতবাদের প্রয়োগ?

  • ক. সামাজিক-সাংস্কৃতিক তত্ত্ব
  • খ. চিন্তনবাদ
  • গ. গঠনবাদ
  • ঘ. আচরণবাদ

উত্তরঃ গঠনবাদ

বিস্তারিত

655. প্রাথমিক শিক্ষা স্তরকে একটি স্বয়ংসম্পূর্ণ স্তর ধরা হলে এই স্তর শেষে শিক্ষার্থীগণ যে জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ অর্জন করে তার সমষ্টি হলো -

  • ক. অর্জন উপযোগী প্রান্তিক যোগ্যতা
  • খ. বিষয়ভিত্তিক প্রান্তিক যোগ্যতা
  • গ. শিখন ফল
  • ঘ. প্রান্তিক যোগ্যতা

উত্তরঃ প্রান্তিক যোগ্যতা

বিস্তারিত

656. শ্রেণি কার্যক্রম পরিকল্পনার ক্ষেত্রে শিক্ষক কোনটির ওপর সবচেয়ে বেশি খেয়াল রাখবেন?

  • ক. বিষয়বস্তু
  • খ. প্রযুক্তির লভ্যতা
  • গ. নির্ধারিত শিখন ফল
  • ঘ. পরীক্ষার প্রস্তুতি ও প্রশ্ন

উত্তরঃ নির্ধারিত শিখন ফল

বিস্তারিত

657. একজন শিক্ষার্থী একটি সাইকেল চালানো শিখলো - এটি তার কী ধরনের শিখন হয়েছে?

  • ক. মনোপেশীজ
  • খ. প্রয়োগমূলক
  • গ. জ্ঞানমূলক
  • ঘ. আদেগিক

উত্তরঃ প্রয়োগমূলক

বিস্তারিত

658. SLIP এর পূর্ণরূপ কী?

  • ক. School Learning Improvement Plan
  • খ. School Learning Improvement Program
  • গ. School Level Improvement Plan
  • ঘ. School Level Induction Plan

উত্তরঃ School Learning Improvement Plan

বিস্তারিত

659. একজন শিক্ষার্থী ছন্দ ও ছড়ার মাধ্যমে শিখতে পছন্দ করে এবং ভালোভাবে শেখে। এ বিষয়টি কোন শিখন তত্ত্বে গুরুত্ব সহকারে নেয়া হয়েছে?

  • ক. গঠনবাদ
  • খ. বহুমুখী বুদ্ধিমত্তা তত্ত্ব
  • গ. করন শিখন
  • ঘ. চিরায়ত সাপেক্ষণ তত্ত্ব

উত্তরঃ চিরায়ত সাপেক্ষণ তত্ত্ব

বিস্তারিত

660. প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর জন্য ‘পরিবেশ পরিচিত সমাজ ও বিজ্ঞান (সমন্বিত)’ বিষয়টির পাঠ পরিচালনার জন্য কোনটি রয়েছে?

  • ক. শিক্ষক সংস্করণ
  • খ. শিক্ষক শিক্ষাক্রম গাইড
  • গ. পাঠ্যপুস্তক
  • ঘ. শিক্ষক সহায়িকা

উত্তরঃ শিক্ষক সহায়িকা

বিস্তারিত

662. শ্রেণিতে শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহারের মূল বিবেচ্য বিষয় কী?

  • ক. আকর্ষনীয় কিনা
  • খ. শিক্ষার্থীদের বয়স উপযোগী কিনা
  • গ. উপকরণটি সহজলভ্য কিনা
  • ঘ. শিখনফল অর্জনে সহায়ক কিনা

উত্তরঃ শিখনফল অর্জনে সহায়ক কিনা

বিস্তারিত

663. ডিপিএড উত্তীর্ণ শিক্ষার্থীদের কোন প্রতিষ্ঠান সনদ প্রদান করে?

  • ক. এনসিঢিবি
  • খ. ঢাকা বিশ্ববিদ্যালয়
  • গ. পিটিআই
  • ঘ. নেপ

উত্তরঃ নেপ

বিস্তারিত

664. শিক্ষাক্রম বলা যায় কোনটিকে?

  • ক. সমাপনী পরীক্ষায় কোন বিষয়বস্তুর অন্তর্ভুক্ত থাকবে তার বিস্তারিত বর্ণনা
  • খ. বিদ্যালয়ে শিক্ষার্থী কী শিখবে, কেন শিখবে, কীভাবে শিখবে তারা পরিকল্পনা
  • গ. আগামী দশ বছর শিক্ষা কীভাবে পরিচালিত হবে তার কর্মকৌশল
  • ঘ. শিক্ষা কীভাবে পরিচালিত হবে তার নীতিমালা

উত্তরঃ বিদ্যালয়ে শিক্ষার্থী কী শিখবে, কেন শিখবে, কীভাবে শিখবে তারা পরিকল্পনা

বিস্তারিত

665. লেভ ভিগস্কির সামাজিক-সাংস্কৃতিক তত্ত্বের (Socio cultural theory) মূল্য বক্তব্য কী?

  • ক. মানুষের বুদ্ধি বহুমাত্রিক
  • খ. অধিক জানা কারো সাথে মিথস্ক্রিয়ায় শিখন বাড়ে
  • গ. চেষ্টা করতে ভুল কমে আসে, ফলে শিখন বাড়ে
  • ঘ. শিখন বৃদ্ধিতে প্রেষণা গুরুত্বপূর্ণ

উত্তরঃ অধিক জানা কারো সাথে মিথস্ক্রিয়ায় শিখন বাড়ে

বিস্তারিত

666. শিশুর সুষম আবেগিক বিকাশে পিতামাতার ভূমিকা কী?

  • ক. শিশুর প্রয়োজনীয় চাহিদা পূরণের ব্যবস্থা
  • খ. খেলাধুলার ব্যবস্থা
  • গ. শিশুর পুষ্টির ব্যবস্থা
  • ঘ. শিশুর শিক্ষার ব্যবস্থা

উত্তরঃ শিশুর শিক্ষার ব্যবস্থা

বিস্তারিত

667. ‘টেলস্টার’ কিসের নাম?

  • ক. টেনিসবল
  • খ. বাস্কেটবল
  • গ. ফুটবল
  • ঘ. ভলিবল

উত্তরঃ ফুটবল

বিস্তারিত

669. বাংলাদেশের প্রাথমিক বিজ্ঞান শিক্ষা শেখানোর ক্ষেত্রে কোন এপ্রোচ বা পদ্ধতি অনুসরণ করতে বলা হয়েছে?

  • ক. প্রশ্নোত্তরের মাধ্যমে শিক্ষা
  • খ. অনুসন্ধানমূলক শিক্ষা
  • গ. আলোচনার মাধ্যমে শিক্ষা
  • ঘ. প্রদর্শন পদ্ধতি

উত্তরঃ প্রদর্শন পদ্ধতি

বিস্তারিত

670. কোন প্রতিষ্ঠান বাংলাদেশের শিক্ষাক্রম প্রণয়ন করে?

  • ক. এনসিঢিবি (NCTB)
  • খ. প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE)
  • গ. পিটিআই (PTI)
  • ঘ. নেপ (NAPE)

উত্তরঃ এনসিঢিবি (NCTB)

বিস্তারিত

671. কোন ধরনের অভীক্ষায় শিক্ষক ও শিক্ষার্থীর ব্যক্তিগত প্রভাব আসার সম্ভাবনা কম?

  • ক. নৈর্ব্যক্তিক অভিক্ষা
  • খ. ব্যবহারিক অভিক্ষা
  • গ. মৌলিক অভিক্ষা
  • ঘ. রচনামূলক অভিক্ষা

উত্তরঃ নৈর্ব্যক্তিক অভিক্ষা

বিস্তারিত

672. জ্যাঁ পিয়াজের অনুসারে শিশুর বয়স বাস্তব প্রায়োগিক স্তর (Concrete operational period) কোনটি?

  • ক. ৭ - ১১ বছর
  • খ. ১১ - ১৫ বছর
  • গ. ০ - ২ বছর
  • ঘ. ২ - ৭ বছর

উত্তরঃ ৭ - ১১ বছর

বিস্তারিত

673. ‘ওভাল’ কোন খেলার জন্য বিখ্যাত?

  • ক. টেনিস
  • খ. ফুটবল
  • গ. ক্রিকেট
  • ঘ. হকি

উত্তরঃ ক্রিকেট

বিস্তারিত

674. কোন শিখন-শেখানো কৌশলে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের সবচেয়ে বেশি সুযোগ থাকে?

  • ক. প্রশ্নোত্তর পদ্ধতি
  • খ. প্রজেক্ট পদ্ধতি
  • গ. বক্তৃতা পদ্ধতি
  • ঘ. প্রদর্শন পদ্ধতি

উত্তরঃ প্রশ্নোত্তর পদ্ধতি

বিস্তারিত

675. নিজের আবেগ অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারা শিশুর কোন ধরনের বিকাশ?

  • ক. ভাষাগত ও যোগাযোগ দক্ষতার বিকাশ
  • খ. সামাজিক ও আবেগিক বিকাশ
  • গ. শারীরিক বিকাশ
  • ঘ. বুদ্ধিবৃত্তিক বিকাশ

উত্তরঃ সামাজিক ও আবেগিক বিকাশ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects