বাংলা বিবিধ

'হুলিয়া' কবিতা কার রচনা?

  • ক. আবুল হাসান
  • খ. আবুল হোসেন
  • গ. মহাদেব সাহা
  • ঘ. নির্মলেন্দু গুণ

উত্তরঃ নির্মলেন্দু গুণ

বিস্তারিত

'মাটির ময়না' চলচ্চিত্রের নির্মাতা কে?

  • ক. আলমগীর কবির
  • খ. তারেক মাসুদ
  • গ. হুমায়ূন আহমেদ
  • ঘ. শেক নিয়ামত আলী

উত্তরঃ তারেক মাসুদ

বিস্তারিত

"প্রানের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে।"--গানটির গীতিকার কে?

  • ক. শাহ আবদুল করিম
  • খ. শেখ ওয়াহিদ
  • গ. রাধারমন
  • ঘ. কুদ্দুস বয়াতি

উত্তরঃ শেখ ওয়াহিদ

বিস্তারিত

'টা' 'টি' 'টো' 'টুকুন' ইত্যাদি শব্দাংশকে বলা হয়---

  • ক. অব্যয়
  • খ. নির্দেশক সর্বনাম
  • গ. পদাশ্রিত নির্দেশক
  • ঘ. সংখ্যাবাচক বিশেষণ

উত্তরঃ পদাশ্রিত নির্দেশক

বিস্তারিত

যে কাব্যে অমিত্রাক্ষর ছন্দ পূর্ণতা লাভ করে--

  • ক. মেঘনাদবধ
  • খ. বীরাঙ্গনা
  • গ. রৈবতক
  • ঘ. প্রভাস

উত্তরঃ বীরাঙ্গনা

বিস্তারিত

ভাব-সম্প্রসারণ কথাটির অর্থ কি?

  • ক. ভাবের বিয়োজন
  • খ. ভাবের-সম্প্রসারণ
  • গ. ভাবের সংকোচন
  • ঘ. ভাবের সংযোজন

উত্তরঃ ভাবের-সম্প্রসারণ

বিস্তারিত

কোনটি ভাব-সম্প্রসারণে হুবহু ব্যবহৃত হওয়া উচিৎ নয়?

  • ক. মূলছত্র/লেখকের উদ্ধৃতি
  • খ. অলঙ্কার
  • গ. উপমা
  • ঘ. তথ্য

উত্তরঃ মূলছত্র/লেখকের উদ্ধৃতি

বিস্তারিত

ভাব-সম্প্রসারণের বিষয়বস্তু কি হবে?

  • ক. অযৌক্তিক
  • খ. প্রাসঙ্গিক
  • গ. যৌক্তিক
  • ঘ. অপ্রাসঙ্গিক

উত্তরঃ প্রাসঙ্গিক

বিস্তারিত

ভাব-প্রসারণকালে কয়টি বিষয়ের দিকে বিশদভাবে খেয়াল রাখতে হয়?

  • ক. পাঁচটি
  • খ. চারটি
  • গ. তিনটি
  • ঘ. দুটি

উত্তরঃ তিনটি

বিস্তারিত

'মানুষের জীবন ফুলের মত'- এই উক্তিটির মূল ভাব কোনটি?

  • ক. মানবজীবন ফুলের মতো সৌন্দর্যমণ্ডিত পরোপকারে নিয়োজিত
  • খ. মানুষের জীবনে ফুলের প্রয়োজনীয়তা অপরিসীম
  • গ. মানুষের জীবন ও ফুলের জীবন একই রকম
  • ঘ. মানুষ ও ফুলের মধ্যে যথেষ্ট মিল আছে

উত্তরঃ মানবজীবন ফুলের মতো সৌন্দর্যমণ্ডিত পরোপকারে নিয়োজিত

বিস্তারিত

ভাব-সম্প্রাসারণ দ্বারা মূল ভাবকে কি করা হয়?

  • ক. স্বল্প আলোচনা
  • খ. সারমর্ম লিখন
  • গ. বিষয় বহির্ভূত আলোচনা
  • ঘ. বিশদ আলোচনা

উত্তরঃ বিশদ আলোচনা

বিস্তারিত

ভাব-সম্প্রসারণে কোনটির নির্দিষ্ট কোন ধরাবাঁধা নিয়ম নেই?

  • ক. আয়তন
  • খ. ছন্দ
  • গ. অলঙ্কার
  • ঘ. খ এবং গ

উত্তরঃ আয়তন

বিস্তারিত

কোন দুটির ব্যবহারে ভাব-সম্প্রসারণে আগাগোড়া সংযত হওয়া উচিৎ?

  • ক. উপমা ও অলঙ্কার
  • খ. জটিল বাক্য ও সরল বাক্য
  • গ. ক্রিয়াপদ ও জটিল বাক্য
  • ঘ. খ এবং গ

উত্তরঃ ক্রিয়াপদ ও জটিল বাক্য

বিস্তারিত

"তরুলতা সহজেই তরুলতা, পশুপাখি সহজেই পশুপাখি, কিন্তু মানুষ প্রাণপণ চেষ্টায় তবে মানুষ হয়।"- এই কথার মূলভাব কোনটি?

  • ক. তরুলতা ও পশুপাখির জীবনধারা আবহমানকাল ধরে একই রূপ
  • খ. প্রতিহিংসা, কদর্যতা, বিবেকহীনতা একইভাবে সক্রিয়
  • গ. মানুষের সবকিছুই নির্ভর করে নিজের ভাগ্যের উপর
  • ঘ. প্রকৃত মনুষ্যত্ব অর্জনের জন্য যথেষ্ট সাধনার দরকার

উত্তরঃ প্রকৃত মনুষ্যত্ব অর্জনের জন্য যথেষ্ট সাধনার দরকার

বিস্তারিত

প্রদত্ত অংশে রূপক, উপমা ইত্যাদি থাকলে ভাব-সম্প্রসারণকালে সেগুলো কী করতে হয়?

  • ক. বর্জন করতে হয়
  • খ. সার্থকতা দেখাতে হয়
  • গ. অবিকল দেখাতে হয়
  • ঘ. গ্রহণ করতে হয়

উত্তরঃ সার্থকতা দেখাতে হয়

বিস্তারিত

ভাব সম্প্রসারণের ভাষা কেমন হওয়া উচিৎ?

  • ক. অপ্রাসঙ্গিক
  • খ. প্রাসঙ্গিক
  • গ. অযৌক্তিক
  • ঘ. যৌক্তিক

উত্তরঃ প্রাসঙ্গিক

বিস্তারিত

ভাব-সম্প্রসারণ বলতে কি বোঝায়?

  • ক. বক্তব্যের অন্তর্নিহিত ভাবকে বিশদভাবে বিবৃত করা
  • খ. কোন বক্তব্য বিষয়কে ক্ষুদ্র পরিসরে ব্যক্ত করা
  • গ. মোটামুটিভাবে কোন কাহিনী সহভাবে নেয়া
  • ঘ. কোন বক্তব্যের সপক্ষে যুক্তির অবতারণা করা

উত্তরঃ বক্তব্যের অন্তর্নিহিত ভাবকে বিশদভাবে বিবৃত করা

বিস্তারিত

ভাব-সম্প্রসারণের উদ্দেশ্য কি?

  • ক. ভাষার উৎকর্ষতা সাধন
  • খ. অর্থ প্রকাশ করা
  • গ. বক্তব্য বুঝিয়ে দেয়া
  • ঘ. সাহিত্য সৃষ্টি করা

উত্তরঃ বক্তব্য বুঝিয়ে দেয়া

বিস্তারিত

ভাব-সম্প্রসারণে কোনটি আশা করা যায়?

  • ক. অযৌক্তিক উপমা
  • খ. অনাবশ্যক স্বল্পতা
  • গ. আবশ্যকীয় দৈর্ঘ্য
  • ঘ. বাহুল্য কথা

উত্তরঃ আবশ্যকীয় দৈর্ঘ্য

বিস্তারিত

দৃষ্টান্ত দেওয়া যায় না কোথায়?

  • ক. সারাংশে
  • খ. চিঠিতে
  • গ. রচনায়
  • ঘ. ভাব সম্প্রসারণে

উত্তরঃ সারাংশে

বিস্তারিত

ভালোভাবে সারমর্ম বা সারাংশ লেখার জন্য সর্বাধিক কোনটির প্রয়োজন?

  • ক. অনুশীলন
  • খ. বিষয়ের উপলদ্ধি
  • গ. পরিমিত জ্ঞান
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ অনুশীলন

বিস্তারিত

সারমর্ম আকারে কতটুকু হবে?

  • ক. এক-চতুর্থাংশ
  • খ. সুনির্দিষ্ট নিয়ম নেই
  • গ. এক-তৃতীয়াংশ
  • ঘ. মূল অংশের চেয়ে ছোট হবে

উত্তরঃ সুনির্দিষ্ট নিয়ম নেই

বিস্তারিত

সারমর্ম বা সারাংশ কত বড় বা ছোট হবে তা কিসের ওপর নির্ভর করে?

  • ক. বিষয়ের গুরত্ব ও গভীরতা
  • খ. উপমার ব্যবহার
  • গ. বিষয়বস্তুর পরিমাণ
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ বিষয়ের গুরত্ব ও গভীরতা

বিস্তারিত

সারমর্ম বা সারাংশ লেখার সময় সর্বাগ্রে কোন বিষয়টি উপলদ্ধি করতে হয়?

  • ক. বিষয়ের পরিমাণ
  • খ. অলঙ্কারের উপলদ্ধি
  • গ. মূল বক্তব্য
  • ঘ. ক ও খ

উত্তরঃ মূল বক্তব্য

বিস্তারিত

আধুনিককালে সারাংশ লেখার ক্ষেত্রে কোন ভাষারীতি অধিকতর প্রযোজ্য?

  • ক. সাধুরীতি
  • খ. চলিত রীতি
  • গ. আঞ্চলিক রীতি
  • ঘ. উভয় রীতি

উত্তরঃ চলিত রীতি

বিস্তারিত

সারমর্ম বা সারাংশ কয়টি অনুচ্ছেদে লেখা বাঞ্ছনীয়?

  • ক. দুটি
  • খ. একটি
  • গ. চারটি
  • ঘ. তিনটি

উত্তরঃ একটি

বিস্তারিত

সারাংশ লিখতে গেলে কোন বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে?

  • ক. বক্তব্য বিষয় বুঝতে হবে
  • খ. বার বার পড়তে হবে
  • গ. বক্তব্য বৃদ্ধি করতে হবে
  • ঘ. বক্তব্য বিশ্লেষণ করতে হবে

উত্তরঃ বক্তব্য বিষয় বুঝতে হবে

বিস্তারিত

সারাংশ লিখনে প্রদত্ত রচনার উপমা, দৃষ্টান্ত, রূপক, অলঙ্কার বা অন্য কোন ব্যাখ্যা থাকলে সেগুলোকে কি করতে হবে?

  • ক. উল্লেখ করতে হবে
  • খ. বর্জন করতে হবে
  • গ. বিন্যাস করতে হবে
  • ঘ. ব্যাখ্যা করতে হবে

উত্তরঃ বর্জন করতে হবে

বিস্তারিত

প্রদত্ত রচনার সমুদয় সহযোগী ভাব সম্পর্কে কি রীতি অনুসরণীয়?

  • ক. সমুদয় ভাব বর্জন করতে হবে
  • খ. সমুদয় ভাবের তাৎপর্য তুলে ধরতে হবে
  • গ. সমুদয় ভাবই অক্ষুণ্ন রাখতে হবে
  • ঘ. সমুদয় ভাব বিশ্লেষণ করতে হবে

উত্তরঃ সমুদয় ভাবই অক্ষুণ্ন রাখতে হবে

বিস্তারিত

সারাংশে কোনটির প্রয়োজন নেই?

  • ক. সংক্ষেপণ
  • খ. সরলতা
  • গ. প্রাঞ্জলতা
  • ঘ. অলঙ্কার

উত্তরঃ অলঙ্কার

বিস্তারিত

কোন গদ্যাংশের বক্তব্য সংক্ষেপ করাকে বলে--

  • ক. সার বক্তব্য
  • খ. সারাংশ লিখন
  • গ. সংক্ষেপণ
  • ঘ. সারমর্ম লিখন

উত্তরঃ সারাংশ লিখন

বিস্তারিত

সারাংশ বলতে কি বোঝায়?

  • ক. রচনা বা রচনা অংশের মূল বক্তব্যটি সংক্ষেপে প্রকাশ করা
  • খ. রচনার মূলভাব এবং আনুষঙ্গিক ভাব বিশ্লেষণ করা
  • গ. রচনার উপমা উৎপ্রেক্ষা ও অলঙ্কার সমৃদ্ধ করা
  • ঘ. রচনার মানমর্যদা রক্ষা করা

উত্তরঃ রচনা বা রচনা অংশের মূল বক্তব্যটি সংক্ষেপে প্রকাশ করা

বিস্তারিত

Executive- এর পরিভাষা---

  • ক. ঊর্ধতন কর্মকর্তা
  • খ. নির্বাহী
  • গ. সহযোগী
  • ঘ. ব্যবস্থাপক

উত্তরঃ নির্বাহী

বিস্তারিত

কমা অপেক্ষা বেশী বিরতির প্রয়োজন কোন চিহ্নের?

  • ক. সেমিকোলন
  • খ. কোলন
  • গ. কোলন ড্যাস
  • ঘ. হাইফেন

উত্তরঃ সেমিকোলন

বিস্তারিত

বাড়ি বা রাস্তার নম্বরের পর কোন চিহ্ন বসে?

  • ক. দাঁড়ি
  • খ. সেমিকোলন
  • গ. কোলন
  • ঘ. কমা

উত্তরঃ কমা

বিস্তারিত

জিজ্ঞাসা চিহ্নের বিরতিকাল কতক্ষণ?

  • ক. ১ বলার দ্বিগণ সময়
  • খ. ১ উচ্চারণে যে সময় লাগে
  • গ. ১ মিনিট
  • ঘ. ১ সেকেন্ড

উত্তরঃ ১ সেকেন্ড

বিস্তারিত

যতি বা ছেদ চিহ্ন কতটি?

  • ক. ১১টি
  • খ. ১০টি
  • গ. ১৩টি
  • ঘ. ৮টি

উত্তরঃ ১১টি

বিস্তারিত

বাংলা ভাষায় বিরাম চিহ্নের প্রবর্তন করেন কে?

  • ক. প্রমথ চৌধুরী
  • খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

বিস্তারিত

যে বাচ্যে কর্মপদই কর্তৃস্থানীয় হয়ে বাক্য গঠন করে তাকে কি বলে?

  • ক. কর্তৃবাচ্য
  • খ. কর্মবাচ্য
  • গ. ভাববাচ্য
  • ঘ. কর্মকর্তৃবাচ্য

উত্তরঃ কর্মকর্তৃবাচ্য

বিস্তারিত

এবার একটি গান হোক- এটি কোন বাচ্যের উদাহরণ?

  • ক. কর্তৃবাচ্যের
  • খ. কর্মবাচ্যের
  • গ. ভাববাচ্যের
  • ঘ. কর্ম-কর্তৃবাচ্যের

উত্তরঃ ভাববাচ্যের

বিস্তারিত

বাঁশি বাজে ঐ মধুর লগনে- এটা কোন বাচ্যের উদাহরণ?

  • ক. কর্ম-কর্তৃবাচ্য
  • খ. কর্মবাচ্য
  • গ. কর্তৃবাচ্য
  • ঘ. ভাববাচ্য

উত্তরঃ কর্ম-কর্তৃবাচ্য

বিস্তারিত

বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে কি বলা হয়?

  • ক. বাগধারা
  • খ. বাচ্য
  • গ. উক্তি
  • ঘ. প্রবাদ

উত্তরঃ বাচ্য

বিস্তারিত

'অঙ্ক' কোন ধাতুর উদাহরণ?

  • ক. মৌলিক ধাতু
  • খ. সংস্কৃত ধাতু
  • গ. যৌগিক ধাতু
  • ঘ. বিদেশী ধাতু

উত্তরঃ সংস্কৃত ধাতু

বিস্তারিত

গঠনরীতি ও অর্থের দিক থেকে সাধিত ধাতু কয় প্রকার?

  • ক. ৪ প্রকার
  • খ. ২ প্রকার
  • গ. ৩ প্রকার
  • ঘ. ৫ প্রকার

উত্তরঃ ৩ প্রকার

বিস্তারিত

ধাতু ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

  • ক. বাক্যতত্ত্বে
  • খ. রূপতত্ত্বে
  • গ. অর্থতত্ত্ব
  • ঘ. ধ্বনিতত্ত্বে

উত্তরঃ রূপতত্ত্বে

বিস্তারিত

'পাঠক' শব্দটি কোন শ্রেণীর ধাতু থেকে গঠিত?

  • ক. দেশী
  • খ. সংস্কৃত
  • গ. বিদেশী
  • ঘ. খাঁটি বাংলা

উত্তরঃ সংস্কৃত

বিস্তারিত

খাঁটি বাংলা ধাতু কোনটি?

  • ক. আঁক
  • খ. অঙ্ক
  • গ. ডর
  • ঘ. বধূ

উত্তরঃ আঁক

বিস্তারিত

ধাতু কয় প্রকার?

  • ক. ২ প্রকার
  • খ. ৩ প্রকার
  • গ. ৪ প্রকার
  • ঘ. ৫ প্রকার

উত্তরঃ ৩ প্রকার

বিস্তারিত

'কোথায় থাকা হয়' এটি কোন বাচ্যের উদাহরণ?

  • ক. কর্তৃবাচ্যের
  • খ. কর্মবাচ্যের
  • গ. ভাববাচ্যের
  • ঘ. প্রত্যক্ষ

উত্তরঃ ভাববাচ্যের

বিস্তারিত

'প্রদীপ নিভে গেল' বাক্যটি কোন অতীত কালের?

  • ক. পুরাঘটিত
  • খ. ঘটমান
  • গ. সাধারণ
  • ঘ. নিত্যবৃত্ত

উত্তরঃ সাধারণ

বিস্তারিত

'কে জানে দেশে আবার সুদিন আসবে কিনা' এ বাক্যেটি কী প্রকাশ করে?

  • ক. হতাশা
  • খ. সন্দেহ
  • গ. সম্ভাবনা
  • ঘ. অনিশ্চয়তা

উত্তরঃ অনিশ্চয়তা

বিস্তারিত

কোন অংশকে পত্রের গর্ভাংশ বলা হয়?

  • ক. সম্বোধন অংশকে
  • খ. ঠিকানা অংশকে
  • গ. মূল বিষয় অংশকে
  • ঘ. খামের উপরি অংশকে

উত্তরঃ মূল বিষয় অংশকে

বিস্তারিত

ধাতু কয় প্রকার?

  • ক. দুই প্রকার
  • খ. তিন প্রকার
  • গ. চার প্রকার
  • ঘ. পাঁচ প্রকার

উত্তরঃ তিন প্রকার

বিস্তারিত

'কুঁচবর কন্যা' বন্দে আলী মিয়া রচিত-

  • ক. উপন্যাস
  • খ. নাটক
  • গ. শিশুতোষ গ্রন্থ
  • ঘ. কাব্যগ্রন্থ

উত্তরঃ শিশুতোষ গ্রন্থ

বিস্তারিত

সত্যেন সেনের জীবনী সাহিত্য কোনটি?

  • ক. মনোরমা মাসীমা
  • খ. মানব সভ্যতার উষালগ্নে
  • গ. অভিশপ্ত নগরী
  • ঘ. সাত নম্বর ওয়ার্ড

উত্তরঃ মনোরমা মাসীমা

বিস্তারিত

উপজাতীয় জীবন কাহিনী নিয়ে রচিত উপন্যাস কোনটি?

  • ক. কর্ণফুলী
  • খ. যাপিত জীবন
  • গ. সংসপ্তক
  • ঘ. খোয়াবনামা

উত্তরঃ কর্ণফুলী

বিস্তারিত

রাবেয়া খাতুন বাংলা একাডেমী পুরস্কার পান?

  • ক. ১৯৭২
  • খ. ১৯৭৩
  • গ. ১৯৭৪
  • ঘ. ১৯৭৫

উত্তরঃ ১৯৭৩

বিস্তারিত

'জনতার সংগ্রাম চলবেই' গানটির গীতিকার কে?

  • ক. সিকান্দার আবু জাফর
  • খ. গোবিন্দ হালদার
  • গ. আপেল মাহমুদ
  • ঘ. আনিসুল হক চৌধুরী

উত্তরঃ সিকান্দার আবু জাফর

বিস্তারিত

'এক নদী রক্ত পেরিয়ে' গানটির গীতিকার কে?

  • ক. আপেল মাহমুদ
  • খ. মোঃ মনিরুজ্জামান
  • গ. খান আতাউর রহমান
  • ঘ. নজরুল ইসলাম বাবু

উত্তরঃ মোঃ মনিরুজ্জামান

বিস্তারিত

'কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, গানটির শিল্পী কে?

  • ক. মান্না দে
  • খ. মোহাম্মদ রফি
  • গ. ভুপেন হাজারিকা
  • ঘ. কিশোর কুমার

উত্তরঃ মান্না দে

বিস্তারিত

গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের গান?

  • ক. চট্টগ্রাম
  • খ. ঢাকা
  • গ. রাজশাহী
  • ঘ. সিলেট

উত্তরঃ রাজশাহী

বিস্তারিত

ইউনেস্কো বাংলার কোন গানকে বিমূর্ত ঐতিহ্য ঘোষণা করে?

  • ক. বাউল
  • খ. ভাটিয়ালী
  • গ. ভাওয়াইয়া
  • ঘ. গম্ভীরা

উত্তরঃ বাউল

বিস্তারিত

'এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনল যারা'- এর গীতিকার কে?

  • ক. আবদুল গাফফার চৌধুরী
  • খ. নজরুল ইসলাম বাবু
  • গ. আলতাফ মাহমুদ
  • ঘ. গাজীউল হক

উত্তরঃ নজরুল ইসলাম বাবু

বিস্তারিত

'আমাদের সংগ্রাম চলবেই' গানটির রচয়িতা কে?

  • ক. নজরুল ইসলাম বাবু
  • খ. চাষী নজরুল ইসলাম
  • গ. আবদুল গাফফার চৌধুরী
  • ঘ. সিকান্দার আবু জাফর

উত্তরঃ সিকান্দার আবু জাফর

বিস্তারিত

ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা- গানটির রচয়িতা কে? কোন নাটকে এর ব্যবহার হয়েছে?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর, সাজাহান
  • খ. কাজী নজরুল ইসলাম, স্বদেশ
  • গ. ডি এল রায়, সাজাহান
  • ঘ. অতুলপ্রসাদ সেন, বসুন্ধরা

উত্তরঃ ডি এল রায়, সাজাহান

বিস্তারিত

রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ-এই গানটির রচয়িতা কে?

  • ক. হাছন রাজা
  • খ. গোলাম মোস্তফা
  • গ. কাজী নজরুল ইসলাম
  • ঘ. সৈয়দ আলী আহসান

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

ক্লান্তি আমায় ক্ষমা কর প্রভু- গানটির রচয়িতা কে?

  • ক. কাজী নজরুল
  • খ. রবীন্দ্রনাথ
  • গ. হাছন রাজা
  • ঘ. লালন শাহ

উত্তরঃ রবীন্দ্রনাথ

বিস্তারিত

লোকে বলে হে বলে রে ঘরবাড়ি ভালা না আমার- গানটির রচয়িতা কে?

  • ক. লালন শাহ
  • খ. রবীন্দ্রনাথ
  • গ. হাছন রাজা
  • ঘ. আবদুল করিম

উত্তরঃ হাছন রাজা

বিস্তারিত

উনিশ শতকের সর্বাপেক্ষা খ্যাতনামা বাউল কে?

  • ক. পাগলা কানাই
  • খ. হাসন রাজা
  • গ. আব্বাস উদ্দীন
  • ঘ. লালন শাহ

উত্তরঃ লালন শাহ

বিস্তারিত

ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে ভাটিয়ালী ও মরফতী গান এখন ভাষার গান বলে বিবেচিত হওয়ার কারণ কি?

  • ক. শহুরে গানের প্রভাব
  • খ. রবীন্দ্র সঙ্গীতের প্রভাব
  • গ. নজরুল সঙ্গীতের প্রভাব
  • ঘ. বিদেশী গানের আবেদন

উত্তরঃ শহুরে গানের প্রভাব

বিস্তারিত

"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী" রচনাটি?

  • ক. আবুল হাসানের একটি কবিতা ও গান
  • খ. আবদুল গাফফার রচিত একটি কবিতা পরে গান
  • গ. আল মাহমুদের একটি কবিতা
  • ঘ. আলতাফ মাহমুদ রচিত কবিতা ও গান

উত্তরঃ আবদুল গাফফার রচিত একটি কবিতা পরে গান

বিস্তারিত

উৎসব ও অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয়?

  • ক. ৯ চরণ
  • খ. ৬ চরণ
  • গ. ৮ চরণ
  • ঘ. ৪ চরণ

উত্তরঃ ৪ চরণ

বিস্তারিত

বাংলাদেশের জাতীয় সঙ্গীতটি মূল কবিতার কোন অংশ?

  • ক. প্রথম ১০টি চরণ
  • খ. শেষ ১২টি চরণ
  • গ. প্রথম ১২টি চরণ
  • ঘ. শেষ ১০টি চরণ

উত্তরঃ প্রথম ১০টি চরণ

বিস্তারিত

লালনশাহের আখড়া কোথায় অবস্থিত?

  • ক. সিলেট
  • খ. চট্টগ্রাম
  • গ. রাজশাহী
  • ঘ. কুষ্টিয়া

উত্তরঃ কুষ্টিয়া

বিস্তারিত

'আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি'- আমাদের জাতীয় সংগীতের রচয়ীতা কে?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. জসীমউদ্দীন
  • ঘ. মাহবুব-উল-আলম চোধুরী

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

'তুমি সুন্দর, তাই চেয়ে থাকি' -গানটির রচয়িতা কে?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. ডি এল রায়
  • ঘ. জসীমউদ্দীন

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

'আমাদের সংগ্রাম চলবেই, জনতার সংগ্রাম চলবেই' -গানটির গীতিকার কে?

  • ক. ডি এল রায়
  • খ. সেলিনা হোসেন
  • গ. আলতাফ মাহমুদ
  • ঘ. সিকান্দার আবু জাফর

উত্তরঃ সিকান্দার আবু জাফর

বিস্তারিত

'সময় গেলে সাধন হবে না' -গানটির রচয়িতা কে?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. লালন শাহ
  • ঘ. ডি এল রায়

উত্তরঃ লালন শাহ

বিস্তারিত

বাংলা একাডেমী চরিতাভিধান -এর সম্পাদনা করেছেন কে?

  • ক. হায়াৎ মামুদ
  • খ. শিবপ্রসন্ন লাহিড়ী
  • গ. ডক্টর মুহম্মদ এনামুল হক
  • ঘ. সেলিনা হোসেন

উত্তরঃ সেলিনা হোসেন

বিস্তারিত

'অরণ্য জনপদে' কার লেখা?

  • ক. আশরাফ সিদ্দিকী
  • খ. কাজী আবদুল মান্নান
  • গ. আবদুস সাত্তার
  • ঘ. মোফাজ্জল হায়দার

উত্তরঃ আবদুস সাত্তার

বিস্তারিত

বাংলা অভিধানে কোন শব্দটি আগে বসবে?

  • ক. উন্মত
  • খ. উন্নয়ন
  • গ. উন্নদ্ধ
  • ঘ. উন্নস

উত্তরঃ উন্নদ্ধ

বিস্তারিত

'সমকালীন বাংলা ভাষার অভিধান' -এর সম্পাদনা করেছেন কে?

  • ক. জামিলুর রেজা চৌধুরী
  • খ. জামিল চৌধুরী
  • গ. মনজুরুর রহমান
  • ঘ. আবু ইসহাক

উত্তরঃ আবু ইসহাক

বিস্তারিত

'সংসদ বাঙ্গালা অভিধান' -এর সংকলক কে?

  • ক. সুনীতি কুমার চট্টোপাধ্যায়
  • খ. অসিতকুমার বন্দোপাধ্যায়
  • গ. শৈলেন্দ্র বিশ্বাস
  • ঘ. প্রমথনাথ বিশী

উত্তরঃ শৈলেন্দ্র বিশ্বাস

বিস্তারিত

'বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান' কোন প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়?

  • ক. বাংলাদেশ গণগ্রন্থাগার
  • খ. এশিয়াটিক সোসাইটি
  • গ. বাংলা একাডেমী
  • ঘ. সাহিত্য সংসদ

উত্তরঃ বাংলা একাডেমী

বিস্তারিত

'বাংলা উচ্চারণ অভিধান' -এর সম্পাদক কে ছিলেন?

  • ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ
  • খ. নরেন বিশ্বাস
  • গ. জামিল চৌধুরী
  • ঘ. সেলিনা হোসেন

উত্তরঃ নরেন বিশ্বাস

বিস্তারিত

'ঐতিহাসিক অভিধান' বাংলাদেশের কোন প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়?

  • ক. গণগ্রন্থাগার অধিদপ্তর
  • খ. বাংলাদেশ বই সমিতি
  • গ. বাংলা একাডেমী
  • ঘ. বাংলাদেশ ইতিহাস পরিষদ

উত্তরঃ বাংলা একাডেমী

বিস্তারিত

উইলিয়াম কেরী সম্পাদনা করেছেন কোন গ্রন্থটি?

  • ক. Vocubulary
  • খ. বাংলা ভাষার অভিধান
  • গ. বাঙলা-পর্তুগীজ অভিধান
  • ঘ. থিরসাস

উত্তরঃ বাংলা ভাষার অভিধান

বিস্তারিত

'শব্দমঞ্জুরী' (বাঙ্গালা অভিধান) -এর সম্পাদক কে ছিলেন?

  • ক. প্রমথ চৌধুরী
  • খ. বঙ্কিমচন্দ্র
  • গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

বিস্তারিত

'প্রমিত বাংলা বানান অভিধান' -এর সম্পাদক কে ছিলেন?

  • ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ
  • খ. ওয়াকিল আহমেদ
  • গ. জামিল চৌধুরী
  • ঘ. আবু ইসহাক

উত্তরঃ জামিল চৌধুরী

বিস্তারিত

বাংলাপিডিয়া'র প্রধান সম্পাদক কে?

  • ক. আব্দুল মুনীর চৌধুরী
  • খ. ওয়াকিল আহমেদ
  • গ. আব্দুল মান্নান
  • ঘ. সিরাজুল ইসলাম

উত্তরঃ সিরাজুল ইসলাম

বিস্তারিত

'বাংলা দেশের আঞ্চলিক ভাষার অভিধান' কার সম্পাদনায় বাংলা একাডেমী থেকে প্রকাশিত হয়?

  • ক. মুহম্মদ শহীদুল্লাহ
  • খ. মুহাম্মদ এনামুল হক
  • গ. আবুল ফজল
  • ঘ. মুহম্মদ আবদুল হাই

উত্তরঃ মুহম্মদ শহীদুল্লাহ

বিস্তারিত

'চলিষ্ণু অভিধান' কাকে বলা হত?

  • ক. রামনারায়ণ তর্করত্ন
  • খ. হরপ্রসাদ শাস্ত্রী
  • গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • ঘ. মুহম্মদ শহীদুল্লাহ

উত্তরঃ মুহম্মদ শহীদুল্লাহ

বিস্তারিত

বাংলা একাডেমী কতটি অভিধান জাতীয় গ্রন্থ রচনা করেছে?

  • ক. ২০ -এর উপরে
  • খ. ৩০ -এর উপরে
  • গ. ৫০ -এর উপরে
  • ঘ. ৬০ -এর উপরে

উত্তরঃ ৬০ -এর উপরে

বিস্তারিত

"বঙ্গীয় শব্দকোষ" কয় খণ্ডে রচিত হয়েছে?

  • ক. ১ খণ্ডে
  • খ. ২ খণ্ডে
  • গ. ৩ খণ্ডে
  • ঘ. ৪ খণ্ডে

উত্তরঃ ২ খণ্ডে

বিস্তারিত

বাংলা ভাষার প্রথম অভিধান প্রকাশিত হয় কত সালে?

  • ক. ১৯৪৩
  • খ. ১৮৪৩
  • গ. ১৭৪৩
  • ঘ. ১৭৩৪

উত্তরঃ ১৭৪৩

বিস্তারিত

'জন্ম যদি তব বঙ্গে' কোন ধরনের সাহিত্যকর্ম?

  • ক. নাটক
  • খ. কাব্য
  • গ. গল্প
  • ঘ. উপন্যাস

উত্তরঃ গল্প

বিস্তারিত

১৯৫২ সালের ভাষা আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছেন কোন সাহিত্যিক?

  • ক. শওকত ওসমান
  • খ. সৈয়দ ওয়ালীউল্লাহ
  • গ. হুমায়ন আহমেদ
  • ঘ. জহির রায়হান

উত্তরঃ জহির রায়হান

বিস্তারিত

'তৃণাঙ্কুর' কার আত্নজীবনীমূলক গ্রন্থ?

  • ক. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  • খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  • গ. মানিক বন্দ্যোপাধ্যায়
  • ঘ. বুদ্ধদেব বসু

উত্তরঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

বিস্তারিত

প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায় কার পিতৃদত্ত নাম?

  • ক. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  • খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  • গ. মানিক বন্দ্যোপাধ্যায়
  • ঘ. ভূদেব চৌধুরী

উত্তরঃ মানিক বন্দ্যোপাধ্যায়

বিস্তারিত

রবীন্দ্র-পরবর্তী আধুনিক কবিদের সম্পৃক্ত কোন পত্রিকাটি?

  • ক. বঙ্গদর্শন
  • খ. লোকায়ত
  • গ. প্রগতি
  • ঘ. আধুনিক কবিতা

উত্তরঃ প্রগতি

বিস্তারিত

আধুনিকদের মধ্যে সবচেয়ে শান্ত, স্নিগ্ধ, ধ্যানী বলে মনে করা হয় কারে?

  • ক. জীবনানন্দ দাশ
  • খ. সুধীন্দ্রনাথ দত্ত
  • গ. অমিয় চক্রবর্তী
  • ঘ. বুদ্ধদেব বসু

উত্তরঃ অমিয় চক্রবর্তী

বিস্তারিত

আধুনিকদের মধ্যে সবচেয়ে দুরূহ কবি?

  • ক. জীবনানন্দ দাশ
  • খ. সুধীন্দ্রনাথ দত্ত
  • গ. অমিয় চক্রবর্তী
  • ঘ. বুদ্ধদেব বসু

উত্তরঃ সুধীন্দ্রনাথ দত্ত

বিস্তারিত

কোন খ্যাতিমান লেখক যুগ সন্ধিক্ষনের কবি হিসেবে পরিচিত?

  • ক. ভারতচন্দ্র রায়
  • খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • গ. মধুসূদন দত্ত
  • ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত

বিস্তারিত

'বৃত্তসংহার' মহাকাব্যের রচয়িতা কে?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  • গ. নবীনচন্দ্র সেন
  • ঘ. যোগীন্দ্রনাথ বসু

উত্তরঃ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

বিস্তারিত

বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ 'ব্রাহ্মণ-রোমান-ক্যাথলিক সংবাদ' এর রচয়িতা কে?

  • ক. মৃত্যুঞ্জয় বিদ্যালংকার
  • খ. দোম অ্যান্তোনিও
  • গ. হেনরী লুই ভিভিয়ান ডিরোজিও
  • ঘ. হেনরী পিটস ফরস্টার

উত্তরঃ দোম অ্যান্তোনিও

বিস্তারিত

জনপ্রিয় পাঠ্যপুস্তক 'চারুপাঠ' এর রচয়িতা কে?

  • ক. রামমোহন রায়
  • খ. উইলিয়াম কেরি
  • গ. অক্ষয়কুমার দত্ত
  • ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

উত্তরঃ অক্ষয়কুমার দত্ত

বিস্তারিত

অক্ষয়কুমার দত্তের জীবনকাল কোনটি?

  • ক. ১৮০৭-১৮৮৫
  • খ. ১৮২০-১৮৮৬
  • গ. ১৮০১-১৮৮০
  • ঘ. ১৮২০-১৮৮৯

উত্তরঃ ১৮২০-১৮৮৬

বিস্তারিত

নিচের কোনটি অনুবাদ কাব্য?

  • ক. বুলবুলিস্তান
  • খ. মহাপৃথিবী
  • গ. রাখালী
  • ঘ. স্পেনবিজয়

উত্তরঃ মহাপৃথিবী

বিস্তারিত

'নকশী কাঁথার মাঠ' কি ধরনের কাব্য?

  • ক. মহাকাব্য
  • খ. গীতিকাব্য
  • গ. পত্রকাব্য
  • ঘ. কাহিনীকাব্য

উত্তরঃ গীতিকাব্য

বিস্তারিত

সুকুমার রায় রচিত শিশুসাহিত্য কোনটি?

  • ক. আবোল তাবোল
  • খ. হ য ব র ল
  • গ. পাগলা দাশু
  • ঘ. তিনটিই

উত্তরঃ তিনটিই

বিস্তারিত

কোনটি সমর সেনের রচনা?

  • ক. কয়েকটি কবিতা
  • খ. নানাকথা
  • গ. খোলাচিঠি
  • ঘ. তিনটিই

উত্তরঃ তিনটিই

বিস্তারিত

'জাপান ঘুরে এলাম' ভ্রমণকাহিনীটি কার লেখা?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. মোহাম্মদ মোদাব্বের
  • গ. মোজাম্মেল হক
  • ঘ. সৈয়দ মুজতবা আলী

উত্তরঃ মোহাম্মদ মোদাব্বের

বিস্তারিত

আবুল হুসেন রুশ বিপ্লবের প্রেরণায় অনুপ্রাণিত হয়ে কোন প্রবন্ধটি রচনা করেন?

  • ক. কৃষকের আর্তনাদ
  • খ. কৃষকের দুর্দশা
  • গ. কৃষি বিপ্লবের সূচনা
  • ঘ. তিনটিই

উত্তরঃ তিনটিই

বিস্তারিত

অক্ষয় কুমার দত্তের 'চারুপাঠ' কোন শ্রেণীর রচনা?

  • ক. ভক্তিবাদ
  • খ. অনুবাদ সাহিত্য
  • গ. শিশুপাঠ্য
  • ঘ. ছোটগল্প

উত্তরঃ শিশুপাঠ্য

বিস্তারিত

'যুগস্রষ্টা নজরুল' গ্রন্থটি কার লেখা?

  • ক. কবি আতাউর রহমান
  • খ. কবি বেনজীর আহমেদ
  • গ. মাহমুদ নূরুল হুদা
  • ঘ. খান মুহাম্মদ মঈন উদ্দীন

উত্তরঃ খান মুহাম্মদ মঈন উদ্দীন

বিস্তারিত

'বায়ান্ন গলির এক গলি' কার রচনা?

  • ক. সুফিয়া কামাল
  • খ. রাজিয়া খান
  • গ. রাবেয়া খাতুন
  • ঘ. সেলিনা হোসেন

উত্তরঃ রাবেয়া খাতুন

বিস্তারিত

মোজাম্মেল হকের রোমান্টিক উপন্যাস-

  • ক. জোহরা
  • খ. টিপু সুলতান
  • গ. তাপস কাহিনী
  • ঘ. কুসুমাঞ্জলী

উত্তরঃ জোহরা

বিস্তারিত

কোনটি ব্যঙ্গ রচনা?

  • ক. ব্রজবিলাস
  • খ. বোধোদয়
  • গ. নীতিবোধ
  • ঘ. বেতাল পঞ্চবিংশতি

উত্তরঃ ব্রজবিলাস

বিস্তারিত

'অবাঞ্ছিত' কার রচনা?

  • ক. আনোয়ার পাশা
  • খ. আকবর হোসেন
  • গ. আবু জাফর শামসুদ্দীন
  • ঘ. রাবেয়া খাতুন

উত্তরঃ আকবর হোসেন

বিস্তারিত

বিমল মিত্রে'র রচিত উপন্যাস কোনটি?

  • ক. কড়ি দিয়ে কিনলাম
  • খ. সাহেব বিবি গোলাম
  • গ. একক দশক শতক
  • ঘ. তিনটিই

উত্তরঃ তিনটিই

বিস্তারিত

'সিঁথির সিঁদুর' উপন্যাসটির রচয়িতা কে?

  • ক. ইন্দিরা দেবী
  • খ. সীতা দেবী
  • গ. শান্তা দেবী
  • ঘ. স্বর্ণকুমারী দেবী

উত্তরঃ শান্তা দেবী

বিস্তারিত

হ্যানা ক্যাথারিনের ‘ফুলমণি ও করুণার বিবরণ’ গ্রন্থে কোন ধর্মের মাহাত্ম্য করা হয়েছে?

  • ক. হিন্দু ধর্মের
  • খ. ব্রাক্ষ ধর্মের
  • গ. খ্রিস্টান ধর্মের
  • ঘ. বৌদ্ধ ধর্মের

উত্তরঃ খ্রিস্টান ধর্মের

বিস্তারিত

নিচের কোনটি ভ্রমনকাহিনী?

  • ক. রাশিয়ার চিঠি
  • খ. জাপানযাত্রী
  • গ. য়ুরোপ প্রবাসীর পত্র
  • ঘ. সবগুলো

উত্তরঃ সবগুলো

বিস্তারিত

'পুরুষ পরীক্ষা' কার রচনা?

  • ক. চণ্ডীচরণ মুনশী
  • খ. তারিনীচরণ মিত্র
  • গ. গোলকনাথ শর্মা
  • ঘ. হরপ্রসাদ রায়

উত্তরঃ হরপ্রসাদ রায়

বিস্তারিত

ড. সুকুমার সেনের লেখা গ্রন্থ কোনটি?

  • ক. বাঙালীর ইতিহাস
  • খ. বঙ্গসাহিত্য উপন্যাসের ধারা
  • গ. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত
  • ঘ. বাঙ্গালা সাহিত্যের ইতিহাস

উত্তরঃ বাঙ্গালা সাহিত্যের ইতিহাস

বিস্তারিত

বিষ্ণু দে'র প্রথম কাব্যগ্রন্থ কোনটি?

  • ক. চোরাবালি
  • খ. উর্বশী ও আর্টেমিস
  • গ. দিবানিশি
  • ঘ. সাত ভাই চম্পা

উত্তরঃ উর্বশী ও আর্টেমিস

বিস্তারিত

অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত গ্রন্থ কোনটি?

  • ক. ক্ষীরের পুতুল
  • খ. শকুন্তলা
  • গ. খাতাঞ্জির খাতা
  • ঘ. সবগুলো

উত্তরঃ সবগুলো

বিস্তারিত

সত্যেন্দ্রনাথ দত্তের লেখা কাব্য কোনটি?

  • ক. কুহু ও কেকা
  • খ. হসন্তিকা
  • গ. অভ্র ও আবীর
  • ঘ. সবগুলো

উত্তরঃ সবগুলো

বিস্তারিত

কোন কাব্যটি দেবেন্দ্রনাথ সেন রচিত?

  • ক. নির্ঝরিণী
  • খ. শঙ্খ
  • গ. এষা
  • ঘ. ভুল

উত্তরঃ নির্ঝরিণী

বিস্তারিত

'সারদামঙ্গল' কার লেখা?

  • ক. বিহারীলাল
  • খ. হেমচন্দ্র
  • গ. জয়দেব
  • ঘ. নবীনচন্দ্র

উত্তরঃ বিহারীলাল

বিস্তারিত

কোনটি হেমচন্দ্রের কাব্য?

  • ক. মহিলা কাব্য
  • খ. রৈবতক
  • গ. বৃত্তসংহার
  • ঘ. ললিতা তথা মানস

উত্তরঃ বৃত্তসংহার

বিস্তারিত

'নববাবু বিলাস' কার রচনা?

  • ক. রামমোহন রায়
  • খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • গ. উইলিয়াম কেরি
  • ঘ. ভবানীচরণ

উত্তরঃ ভবানীচরণ

বিস্তারিত

প্যারীচাঁদ মিত্র লিখিত গ্রন্থ কোনটি?

  • ক. আলালের ঘরের দুলাল
  • খ. মদ খাওয়া বড় দায়
  • গ. অভেদী
  • ঘ. তিনটিই

উত্তরঃ তিনটিই

বিস্তারিত

বাক্যে অন্তর্ভুক্ত পদগুলো উপযুক্ত স্থানে বসানোকে কি বলে?

  • ক. পদক্রম
  • খ. পদ সংযোজন
  • গ. পদ বিন্যাস
  • ঘ. পদ পরিবর্তন

উত্তরঃ পদক্রম

বিস্তারিত

অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক কি?

  • ক. ঈগল
  • খ. গোলাপ
  • গ. পদ্মফুল
  • ঘ. ক্যাঙ্গারু

উত্তরঃ ক্যাঙ্গারু

বিস্তারিত

জাপানের জাতীয় প্রতীক কি?

  • ক. শ্বেতপদ্ম
  • খ. গোলাপ
  • গ. ক্রিসানথিয়াম
  • ঘ. শাপলা

উত্তরঃ ক্রিসানথিয়াম

বিস্তারিত

সাউথ কমিশনের চেয়ারম্যান--

  • ক. জেনারেল সুহার্তো
  • খ. রবার্ট মুগাবে
  • গ. জুলিয়াস নায়ারে
  • ঘ. ফিডেল ক্যাস্ট্রো

উত্তরঃ জুলিয়াস নায়ারে

বিস্তারিত

'৫০০ দিনের প্ল্যান' বলতে যে এ সময়ের মধ্যে--

  • ক. 'ওয়ারশ' জোট ভেঙ্গে দেয়ার প্রকল্প সম্পন্ন করা
  • খ. রুমানিয়াতে গনতান্ত্রিক প্রথা প্রচলন সম্পন্ন করা
  • গ. সোভিয়েত ইউনিয়নে প্রস্তাবিত বাজার অর্থনীতি প্রচলন সম্পন্ন করা
  • ঘ. পূর্ব জার্মানীতে সোভিয়েত সৈন্য প্রত্যাহার সম্পন্ন করা

উত্তরঃ সোভিয়েত ইউনিয়নে প্রস্তাবিত বাজার অর্থনীতি প্রচলন সম্পন্ন করা

বিস্তারিত

১৯৮৮ সালের সমীক্ষায় জনপ্রতি বিদ্যুৎ খরচ সবচেয়ে বেশি কোন দেশে?

  • ক. ভারতে
  • খ. পাকিস্তানে
  • গ. শ্রীলংকায়
  • ঘ. বাংলাদেশে

উত্তরঃ পাকিস্তানে

বিস্তারিত

কোন দেশের নারীরা পুরুষের চেয়ে কম বাচেঁ?

  • ক. বাংলাদেশ
  • খ. জাপান
  • গ. সুইডেন
  • ঘ. সিঙ্গাপুর

উত্তরঃ বাংলাদেশ

বিস্তারিত

বাবেল মান্দেব কি শব্দ?

  • ক. ফরাসি
  • খ. উর্দু
  • গ. আরবি
  • ঘ. ইংরেজি

উত্তরঃ ফরাসি

বিস্তারিত

ইন্দোনেশিয়ার পর্যটন কেন্দ্র বালি দ্বীপে কোন তারিখে বোমা হামলায় ব্যাপক প্রাণহানীসহ একটি নাইট ক্লাব ধ্বংস হয়ে গেছে?

  • ক. ১০ অক্টোবর, ২০০২
  • খ. ১২ অক্টোবর, ২০০২
  • গ. ১০ নভেম্বর, ২০০২
  • ঘ. ১২ নভেম্বর, ২০০২

উত্তরঃ ১২ অক্টোবর, ২০০২

বিস্তারিত

প্রথম ক্লোন শিশু 'ইভা' এর জন্ম তারিখ কি?

  • ক. নভেম্বর ২০, ২০০২
  • খ. ডিসেম্বর ২৬, ২০০২
  • গ. জানুয়ারি ৭, ২০০৩
  • ঘ. মার্চ ২৩, ২০০৩

উত্তরঃ ডিসেম্বর ২৬, ২০০২

বিস্তারিত

কঙ্গোকে বিদেশী শাসন থেকে মুক্ত করার লড়াইয়েচিরস্মরণীয় নাম-

  • ক. কাশাভুবু
  • খ. প্যাট্টিস লুমুম্বা
  • গ. শোম্বে
  • ঘ. মবুতু

উত্তরঃ প্যাট্টিস লুমুম্বা

বিস্তারিত

পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি এইডস রোগী রযেছে?

  • ক. দক্ষিণ আফ্রিকা
  • খ. বোৎসওনা
  • গ. জিম্বাবুয়ে
  • ঘ. সোয়াজিল্যান্ড

উত্তরঃ দক্ষিণ আফ্রিকা

বিস্তারিত

কবে এবং কোথায় প্রথম এইডস রোগী চিহ্নিত হয়?

  • ক. ১৯৮০ সালে যুক্তরাজ্যে
  • খ. ১৯৮১ সালে যুক্তরাজ্যে
  • গ. ১৯৮০ সালে যুক্তরাষ্ট্রে
  • ঘ. ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে

উত্তরঃ ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে

বিস্তারিত

Fifth Columnকি অর্থে ব্যবহৃত হয়?

  • ক. পঞ্চম কলাম হিসেবে
  • খ. পঞ্চম ব্যক্তি হিসেবে
  • গ. বিশ্বাসভাজন হিসেবে
  • ঘ. বিশ্বাসঘাতক হিসেবে

উত্তরঃ বিশ্বাসঘাতক হিসেবে

বিস্তারিত

নতুন সপ্তাশ্চর্য ‘মাচুপিচ্চু’ কোন সভ্যতার নিদর্শন?

  • ক. ইনকা
  • খ. আজটেক
  • গ. মায়া
  • ঘ. ব্যবিলন

উত্তরঃ ইনকা

বিস্তারিত

মায়া সভ্যতার নিদর্শন পাওয়া যায় কোথায়?

  • ক. জাপান
  • খ. মেক্সিকো
  • গ. জার্মানি
  • ঘ. ইতালি

উত্তরঃ মেক্সিকো

বিস্তারিত

কোনটি নতুন সপ্তাচর্য নয়?

  • ক. পেত্রা, জর্ডান
  • খ. মহাপ্রাচীর, চীন
  • গ. আল হামরা, স্পেন
  • ঘ. তাজমহল, ভারত

উত্তরঃ আল হামরা, স্পেন

বিস্তারিত

রিকশার জন্ম হয়-

  • ক. বাংলাদেশে
  • খ. চীনে
  • গ. জাপানে
  • ঘ. ভারতে

উত্তরঃ জাপানে

বিস্তারিত

বিশ্বগ্রাম (Global Village) ধারণার প্রবক্তা কে?

  • ক. রবার্ট ম্যাকরামারা
  • খ. ম্যাকলুহান
  • গ. টনি বেয়ার
  • ঘ. অলব্রাইট

উত্তরঃ ম্যাকলুহান

বিস্তারিত

আইরিশ রিপাবলিকান আর্মির রাজনৈতিক শাখা

  • ক. ইনকাথা
  • খ. সিন ফেইন
  • গ. আল-ফারান
  • ঘ. কারেন

উত্তরঃ সিন ফেইন

বিস্তারিত

ডায়নোসারদের বংশ নিধন হবার পেছনে সম্ভাব্য মতবাদ কি?

  • ক. আণবিক তেজস্ক্রিয়তা
  • খ. অন্য কোন উপগ্রহ দ্বারা আক্রান্ত হবার ফলে প্রকৃতির নিধন
  • গ. কোনো ধূমকেতু পৃথিবীর নিজস্ব কক্ষপথে প্রবেশ করে আকর্ষণ
  • ঘ. বরয়যুগ বা দীর্ঘকাল হিমায়িতকরণ

উত্তরঃ বরয়যুগ বা দীর্ঘকাল হিমায়িতকরণ

বিস্তারিত

ডায়নোসোর কোন মহাযুগের অধিবাসী ছিল?

  • ক. সিনোজোয়িক
  • খ. মেসোজোয়িক
  • গ. পেলিওজোয়িক
  • ঘ. আকৃতজোয়িক

উত্তরঃ পেলিওজোয়িক

বিস্তারিত

তৃতীয় বিশ্ব বলতে বোঝায়

  • ক. উন্নত দেশসমূহ
  • খ. উন্নয়নশীল দেশসমূহ
  • গ. তেলপ্রধান দেশসমূহ
  • ঘ. এশিয়ার দেশসমূহ

উত্তরঃ উন্নয়নশীল দেশসমূহ

বিস্তারিত

বায়োমিট্রিক ভিসা অর্থ

  • ক. বায়োডাটা সংযোজিত ভিসা
  • খ. DNA টেস্ট সংযোজিত ভিসা
  • গ. সম্পত্তিরহ বিবরণী সংযোজিত ভিাস
  • ঘ. ফিঙ্গার প্রিন্ট সংযোজিতক ভিসা

উত্তরঃ ফিঙ্গার প্রিন্ট সংযোজিতক ভিসা

বিস্তারিত

Tom Cruise is---

  • ক. Singer
  • খ. Writer
  • গ. Actor
  • ঘ. Politician

উত্তরঃ Actor

বিস্তারিত

ব্যাটলশিপ পটেমকিন

  • ক. একটি রুশ চলচ্চিত্র
  • খ. একটি জার্মান চলচ্চিত্র
  • গ. একটি চেক চলচ্চিত্র
  • ঘ. একটি হাঙ্গেরীয় চলচ্চিত্র

উত্তরঃ একটি রুশ চলচ্চিত্র

বিস্তারিত

‘থাইল্যাণ্ড’ শব্দের অর্থ কি?

  • ক. উচ্চভূমি
  • খ. নিম্নভূমি
  • গ. যুক্তভূমি
  • ঘ. মুক্তভূমি

উত্তরঃ মুক্তভূমি

বিস্তারিত

‘সুশি’ ও ‘সাশিমী’ কী?

  • ক. দুই বোনের নাম
  • খ. এক ধরনের পাখি
  • গ. এ ধরনের উদ্ভিদ
  • ঘ. এক ধরনের খাবার

উত্তরঃ এক ধরনের খাবার

বিস্তারিত

বাতাসের নাইট্রোজেন কিভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে?

  • ক. সরাসরি মাটিতে মিশ্রিত হয়ে জৈব বস্তু প্রস্তুত করে
  • খ. ব্যাকটেরিয়ার সাহায্যে উদ্ভিদের গ্রহণ উপযোগী বস্তু প্রস্তুত করে
  • গ. পানিতে মিশে মাটিতে শোষিত হওয়ার ফলে
  • ঘ. মাটির অজৈব লবণকে পরিবর্তিত করে

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

ধুমকেতু শুমেকার লেভী-৯ এর প্রথম ভাঙা টুকরাটি কবে বৃহস্পতি গ্রহে আঘাত হানে?

  • ক. ১৫ জুলাই, ১৯৯৪
  • খ. ১৬ জুলাই, ১৯৯৪
  • গ. ১৭ জুলাই, ১৯৯৪
  • ঘ. ১৮ জুলাই, ১৯৯৪

উত্তরঃ ১৬ জুলাই, ১৯৯৪

বিস্তারিত

মুক্তা হলো ঝিনুকের--

  • ক. খোলসের টুকরা
  • খ. চোখের মণি
  • গ. প্রদাহের ফল
  • ঘ. জমাট হরমোন

উত্তরঃ প্রদাহের ফল

বিস্তারিত

আকাশে উজ্জ্বলতম নক্ষত্র কোনটি?

  • ক. ধ্রুবতারা
  • খ. প্রক্সিমা সেন্টারাই
  • গ. লুব্ধক
  • ঘ. পুলহ

উত্তরঃ লুব্ধক

বিস্তারিত

ভূ-পৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগ স্থলকে কি বলে?

  • ক. ছায়াবৃত্ত
  • খ. গুরুবৃত্ত
  • গ. ঊষা
  • ঘ. গোধূলি

উত্তরঃ ছায়াবৃত্ত

বিস্তারিত

‘গ্যালিলিও’ কি?

  • ক. মঙ্গলগ্রহের একটি উপগ্রহ
  • খ. বৃহস্পতি গ্রহের একটি উপগ্রহ
  • গ. শনি গ্রহের একটি উপগ্রহ
  • ঘ. পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ

উত্তরঃ পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ

বিস্তারিত

কোথায় দিন রাত্রি সর্বত্র সমান?

  • ক. মেরু অঞ্চলে
  • খ. নিরক্ষরেখায়
  • গ. উত্তর গোলার্ধে
  • ঘ. দক্ষিণ গোলার্ধে

উত্তরঃ নিরক্ষরেখায়

বিস্তারিত

ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে আসতে যে সময় লাগে তাকে কি বলে?

  • ক. সৌর বছর
  • খ. কসমিক ইয়ার
  • গ. আলোক বর্ষ
  • ঘ. পলিসার

উত্তরঃ কসমিক ইয়ার

বিস্তারিত

provoke

  • ক. উস্কানি দেওয়া
  • খ. নিন্দা করা
  • গ. বিরত রাখা
  • ঘ. ঘৃণা করা

উত্তরঃ উস্কানি দেওয়া

বিস্তারিত

Divulage

  • ক. ইঙ্গিত দেওয়া
  • খ. ছড়াইয়া দেওয়া
  • গ. অল্প পরিমাণ
  • ঘ. প্রকাশ করা

উত্তরঃ প্রকাশ করা

বিস্তারিত

বাংলাদেশের সংবিদান রচনা কমিটির সদস্য কত জন ছিলেন?

  • ক. ২৪ জন
  • খ. ৪ জন
  • গ. ৩৪ জন
  • ঘ. কোনটিই না

উত্তরঃ ৩৪ জন

বিস্তারিত

‘Subjudice’-এর সঠিক অর্থ বাংলায় নিচের কোনটি?

  • ক. বিচারকের বেঞ্চ
  • খ. বিশেষ আদালত
  • গ. বিচারাধীন
  • ঘ. কোনটিই না

উত্তরঃ বিচারাধীন

বিস্তারিত

সংবাদপত্রে একটি আবেদন প্রকাশের জন্য কার বরাবর পাঠাতে হবে?

  • ক. মালিকের বরাবর
  • খ. সাংবাদিকের বরাবর
  • গ. প্রকাশকের বরাবর
  • ঘ. সম্পাদকের বরাবর

উত্তরঃ সম্পাদকের বরাবর

বিস্তারিত

সারাংশে প্রত্যক্ষ উক্তির ক্ষেত্রে কী করতে হয়?

  • ক. গ্রহণ করতে হয়
  • খ. পরিবর্তন করতে হয়
  • গ. অবিকল লিখতে হয়
  • ঘ. বর্জন করতে হয়

উত্তরঃ বর্জন করতে হয়

বিস্তারিত

বাক্যে সেমিকোলন(;) থাকলে কতক্ষন থামতে হয়?

  • ক. ১ বলতে যে সময় লাগে
  • খ. এক সেকেন্ড
  • গ. ১ বলার দ্বিগুণ সময়
  • ঘ. কোনটিই না

উত্তরঃ ১ বলার দ্বিগুণ সময়

বিস্তারিত

হৃদয়াবেগ প্রকাশ করতে হলে কোন চিহ্ন বসে?

  • ক. বিস্ময়
  • খ. দাঁড়ি
  • গ. কমা
  • ঘ. হাইফেন

উত্তরঃ বিস্ময়

বিস্তারিত

সারাংশের মূল উদ্দেশ্য কী?

  • ক. অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা
  • খ. ভাবের অংশ প্রকাশ করা
  • গ. বাইরের ভাব বিশ্লেষন করা
  • ঘ. অন্যভাব ফুটিয়ে তোলা

উত্তরঃ অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা

বিস্তারিত

নিচের কোনটি পারিভাষিক শব্দ?

  • ক. সচিবালয়
  • খ. হিমালয়
  • গ. মেঘালয়
  • ঘ. বিচারালয়

উত্তরঃ সচিবালয়

বিস্তারিত

বাংলা নববর্ষ প্রথম কে চালু করেছিলেন?

  • ক. ইলিয়াস শাহ
  • খ. শের শাহ
  • গ. সম্রাট আকবর
  • ঘ. সম্রাট সাজাহান

উত্তরঃ সম্রাট আকবর

বিস্তারিত

যুগসন্ধিক্ষণের কবি কে?

  • ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • গ. ঈশ্বর প্রসাদ
  • ঘ. সহদেব চক্রবর্তী

উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত

বিস্তারিত

সম্বোধন পদে কোন যতিচিহ্ন বসে?

  • ক. কমা
  • খ. ড্যাশ
  • গ. সেমিকোলন
  • ঘ. হাইফেন

উত্তরঃ কমা

বিস্তারিত

কোনটির অভাবে চিঠি লেখার উদ্দেশ্য ব্যর্থ হয়?

  • ক. প্রেরকের ঠিকানা
  • খ. প্রাপকের ঠিকানা
  • গ. পত্রগর্ভ
  • ঘ. স্বাক্ষর ও তারিখ

উত্তরঃ প্রাপকের ঠিকানা

বিস্তারিত

সংবাদপত্রে প্রকাশের জন্য নিখোঁজ সংবাদ কোন ধরনের পত্র?

  • ক. বিজ্ঞপ্তি
  • খ. অভিযোগপত্র
  • গ. চুক্তিপত্র
  • ঘ. প্রতিবেদন

উত্তরঃ বিজ্ঞপ্তি

বিস্তারিত

নিচের কোনটি পারিভাষিক শব্দ?

  • ক. ডাব
  • খ. সচিব
  • গ. কুচ্ছিত
  • ঘ. বালতি

উত্তরঃ সচিব

বিস্তারিত

বাড়ি বা রাস্তার নামের পরে কোন যতি চিহ্ন বসে?

  • ক. দাঁড়ি
  • খ. কোলন
  • গ. কমা
  • ঘ. ড্যাস

উত্তরঃ কমা

বিস্তারিত

এপিকালচার বলতে বোঝায়?

  • ক. রেশমের চাষ
  • খ. মৌমাছির চাষ
  • গ. মৎস চাষ
  • ঘ. পাখী পালন

উত্তরঃ মৌমাছির চাষ

বিস্তারিত

একটি পত্রের প্রধান অংশ কয়টি?

  • ক. দুইটি
  • খ. তিনটি
  • গ. চারটি
  • ঘ. পাঁচটি

উত্তরঃ দুইটি

বিস্তারিত

বিরাম চিহ্ন ব্যবহৃত হয় না?

  • ক. বাক্যের অর্থ সহজভাবে বোঝাতে
  • খ. শ্বাস বিরতির জায়গা দেখাতে
  • গ. বাক্যকে অলংকৃত করতে
  • ঘ. বক্তার মেজাজকে স্পষ্ট করতে

উত্তরঃ বক্তার মেজাজকে স্পষ্ট করতে

বিস্তারিত

ভাব-সম্প্রসারণের তিনটি লক্ষণীয় অংশ কি কি

  • ক. বাচ্যার্থ, লক্ষ্যার্থ ও দৃষ্টান্ত
  • খ. বাচ্যার্থ, লক্ষ্যার্থ ও ভাবার্থ
  • গ. আভিধানিক অর্থ, ব্যবহৃত অর্থ ও উপমা
  • ঘ. মূলভাব, আনুষঙ্গিক ভাব ও সহযোগী ভাব

উত্তরঃ মূলভাব, আনুষঙ্গিক ভাব ও সহযোগী ভাব

বিস্তারিত

‘রৈবতক’, ‘কুরুক্ষেত্র’, ‘প্রভাস’-এই ত্রয়ী মহাকাব্য কার রচনা?

  • ক. মধুসূদন দত্ত
  • খ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  • গ. নবীনচন্দ্র সেন
  • ঘ. মোঃ কাজেম আল কোরেশী

উত্তরঃ নবীনচন্দ্র সেন

বিস্তারিত

ভাবের সার্থক ও সুসঙ্গত প্রসারণই-

  • ক. গবেষনা পত্র
  • খ. প্রতিবেদন
  • গ. সার সংক্ষেপ
  • ঘ. ভাব সম্প্রসারণ

উত্তরঃ ভাব সম্প্রসারণ

বিস্তারিত

একটি পত্রের বাইরের অংশের উপর যেটা থাকে তাকে বলা হয়-

  • ক. পত্রগর্ভ
  • খ. শিরোনাম
  • গ. সম্ভাষণ
  • ঘ. মূলবক্তব্য

উত্তরঃ শিরোনাম

বিস্তারিত

বাংলা ভাষার শব্দ সম্ভারকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?

  • ক. দুইটি
  • খ. তিনটি
  • গ. চারটি
  • ঘ. পাঁচটি

উত্তরঃ পাঁচটি

বিস্তারিত

প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি?

  • ক. কমা
  • খ. ড্যাশ
  • গ. সেমিকোলন
  • ঘ. প্রশ্নচিহ্ন

উত্তরঃ প্রশ্নচিহ্ন

বিস্তারিত

‘দৃষ্টিপাত’-এর লেখক ‘যাযাবর’-এর প্রকৃত নাম কি?

  • ক. ভূদেব মুখোপাধ্যায়
  • খ. বিনয় মুখোপাধ্যায়
  • গ. আশুতোষ মুখোপাধ্যায়
  • ঘ. নারায়ণ গঙ্গোপাধ্যায়

উত্তরঃ বিনয় মুখোপাধ্যায়

বিস্তারিত

‘পাণিগ্রহণ’ কথাটি যা গ্রহণ থেকে এসেছে-

  • ক. মালা
  • খ. ফুল
  • গ. বীণা
  • ঘ. হাত

উত্তরঃ হাত

বিস্তারিত

‘ধনধান্যে পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা’-গানটির গীতিকার কে?

  • ক. অতুল প্রসাদ সেন
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. কাজী নজরুল ইসলাম
  • ঘ. ডি এল রায়

উত্তরঃ ডি এল রায়

বিস্তারিত

'আনোয়ারা' গ্রন্থটি কার রচনা?

  • ক. কাজী এমদাদুল হক
  • খ. মীর মশাররফ হোসেন
  • গ. মোহাম্মদ নজিবর রহমান
  • ঘ. ইসমাইল হোসেন সিরাজী

উত্তরঃ মোহাম্মদ নজিবর রহমান

বিস্তারিত

'পালামৌ' ভ্রমণকাহিনীটি কার রচনা?

  • ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  • খ. সুনীল গঙ্গোপাধ্যায়
  • গ. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
  • ঘ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

উত্তরঃ সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়

বিস্তারিত

কোনটি 'কোলন'?

  • ক. ;
  • খ. :
  • গ. =
  • ঘ. " "

উত্তরঃ :

বিস্তারিত

“খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়”- পঙ্ক্তিটি কার রচনা?

  • ক. হাছন রাজা
  • খ. লালন শাহ
  • গ. পাগলা কানাই
  • ঘ. কাঙ্গাল হরিনাথ

উত্তরঃ লালন শাহ

বিস্তারিত

Transparent

  • ক. উপনীত
  • খ. প্রাণবন্ত
  • গ. স্বচ্ছ
  • ঘ. ঘোলাটে

উত্তরঃ স্বচ্ছ

বিস্তারিত

Curtail

  • ক. সংক্ষিপ্ত করা
  • খ. শুরু
  • গ. চোখ বুলানো
  • ঘ. প্রচুর

উত্তরঃ সংক্ষিপ্ত করা

বিস্তারিত

Scarctity

  • ক. স্থূল
  • খ. প্রাচুর্য
  • গ. স্বল্পতা
  • ঘ. কর্কশ

উত্তরঃ স্বল্পতা

বিস্তারিত

‘সোননাভান’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?

  • ক. সৈয়দ হামজা
  • খ. আলাওল
  • গ. শাহ মুহাম্মদ গরীবুল্লাহ
  • ঘ. মীর মোহাম্মদ সফী

উত্তরঃ শাহ মুহাম্মদ গরীবুল্লাহ

বিস্তারিত

Civil society-এর পরিভাষা নিম্নের কোনটি?

  • ক. সভ্য সমাজ
  • খ. সুশীল সমাজ
  • গ. বেসামরিক সমাজ
  • ঘ. কোনটিই না

উত্তরঃ সুশীল সমাজ

বিস্তারিত

Amplitude- শব্দের বাংলা পরিভাষা নিম্নের কোনটি?

  • ক. বিস্তৃত
  • খ. বিস্তার
  • গ. প্রসারিত
  • ঘ. কোনটিই না

উত্তরঃ বিস্তার

বিস্তারিত

“On the question I must part company with you”-বাক্যটির বঙ্গানুবাদ নিম্নের কোনটি সঠিক?

  • ক. ঐ প্রশ্নে আমি অবশ্যই তোমার সঙ্গে ভিন্নমত পোষণ করব
  • খ. ঐ বিবেচনায় আমি অবশ্যই তোমার সঙ্গে কোম্পানিটি ভাগ করে দেব
  • গ. ঐ কারণে আমি অবশ্যই তোমার সঙ্গ ত্যাগ করব
  • ঘ. কোনটিই না

উত্তরঃ ঐ কারণে আমি অবশ্যই তোমার সঙ্গ ত্যাগ করব

বিস্তারিত

‘He is out for your blood’-বাক্যটির যথাযথ বাংলা অনুবাদ নিম্নের কোনটি?

  • ক. সে তোমার জন্যা রক্ত খুঁজছে
  • খ. সে তোমার রক্তের জন্য বেরিয়েছে
  • গ. তোমাকে আক্রমণ করতে কৃতসংকল্প
  • ঘ. কোনটিই না

উত্তরঃ তোমাকে আক্রমণ করতে কৃতসংকল্প

বিস্তারিত

‘Anonymous’ -এর সঠিক বাংলা নিম্নের কোনটি?

  • ক. অনামা
  • খ. অজ্ঞাত
  • গ. এলোমেলো
  • ঘ. কোনটিই না

উত্তরঃ অজ্ঞাত

বিস্তারিত

Microbiology-এর পরিভাষা নিম্নের কোনটি?

  • ক. অনুপ্রাণ বিজ্ঞান
  • খ. অণুজীব বিজ্ঞান
  • গ. জীবাণু বিজ্ঞান
  • ঘ. কোনটিই না

উত্তরঃ অণুজীব বিজ্ঞান

বিস্তারিত

‘The anti-socials are still at large’-এর বঙ্গানুবাদ নিম্নের কোনটি সঠিক?

  • ক. সমাজ বিরোধীরা এখনো ধরা ছোঁয়ার বাইরে
  • খ. সমাজ বিরোধী দল এখানে বেশ বড়
  • গ. সমাজ বিরোধীরা এখন বেশ দূরে
  • ঘ. কোনটিই না

উত্তরঃ সমাজ বিরোধীরা এখনো ধরা ছোঁয়ার বাইরে

বিস্তারিত

এত ধন দৌলত বিলাচ্ছ কেন? তুমি কি দানবীর মোহসীন হলে নাকি? -এ বাক্যে কোন মোহসীন এর কথা বলা হয়েছে?

  • ক. মোহসীন-উল মূলক
  • খ. হাজী মুহম্মদ মোহসীন
  • গ. কে. এম. মোহসীন
  • ঘ. মোহসীন শাস্ত্রপাণি

উত্তরঃ হাজী মুহম্মদ মোহসীন

বিস্তারিত

‘হাইকু’ কোন দেশের কবিতা?

  • ক. চীন
  • খ. কোরিয়া
  • গ. ইতালি
  • ঘ. জাপান

উত্তরঃ জাপান

বিস্তারিত

ম্যাক্সিম গোর্কীর ‘মা’ উপন্যাস কোন্ ভাষায় রচিত?

  • ক. ইংরেজি
  • খ. রুশ
  • গ. ফরাসি
  • ঘ. তুর্কি

উত্তরঃ রুশ

বিস্তারিত

‘ডগলাস স্টুয়ার্ট’ কোন দেশের নাট্যকার?

  • ক. কানাডা
  • খ. ইটালি
  • গ. অস্ট্রেলিয়া
  • ঘ. জার্মানি

উত্তরঃ ইটালি

বিস্তারিত

পাঁচের দশকে পূর্ববাংলার সাহিত্যিকদের মধ্যে কাকে বিষয়ভিত্তিক কবি বলা যায়?

  • ক. আবু জাফর ওবায়দুল্লাহ
  • খ. সৈয়দ শামসুল হক
  • গ. হাসান হাফিজুর রহমান
  • ঘ. শামসুর রাহমান

উত্তরঃ হাসান হাফিজুর রহমান

বিস্তারিত

গাড়ি চলে না, চলে না, নারে............ গানের গীতিকার কে?

  • ক. সঞ্জীব চৌধুরী
  • খ. বাপ্পা মজুমদার
  • গ. শাহ আব্দুল করিম
  • ঘ. দাশরথি রায়

উত্তরঃ শাহ আব্দুল করিম

বিস্তারিত

‘সালাম সালাম হাজার সালাম’-গানটির গীতিকার কে?

  • ক. গোবিন্দ হালদার
  • খ. আবু জাফর শামসুদ্দীন
  • গ. আবুদল গাফফার চৌধুরীর
  • ঘ. গাজী মাজহারুল ইসলাম

উত্তরঃ গোবিন্দ হালদার

বিস্তারিত

‘আবিষ্কারের নেশায়’ গ্রন্থটির রচয়িতা কে?

  • ক. মোহাম্মদ জাফর ইকবাল
  • খ. ইব্রাহীম খলিল
  • গ. ড. আবদুল্লাহ আল মুতী
  • ঘ. ড. মুহম্মদ এনামূল হক

উত্তরঃ ড. আবদুল্লাহ আল মুতী

বিস্তারিত

‘রূপালী বাতাস সোনলী আকাশ’ গ্রন্থটির রচয়িতা কে?

  • ক. ড. আশরাফ সিদ্দিকী
  • খ. জাহানারা ইমাম
  • গ. এম.আর.আখতার মুকুল
  • ঘ. সানাউল হক

উত্তরঃ এম.আর.আখতার মুকুল

বিস্তারিত

সানাউল হকের ‘বন্দর থেকে বন্দরে’ কোন ধরনের গ্রন্থ?

  • ক. আত্মজীবনীমূলক
  • খ. রম্য রচনা
  • গ. ভ্রমণকাহিনী
  • ঘ. উপন্যাস

উত্তরঃ ভ্রমণকাহিনী

বিস্তারিত

ড. এনামূল হকের ‘বুলগেরিয়া ভ্রমণ’ কোন জাতীয় গ্রন্থ?

  • ক. ভ্রমণবিষয়ক
  • খ. আত্মজীবনীমূলক
  • গ. উপন্যাস
  • ঘ. কাব্য

উত্তরঃ ভ্রমণবিষয়ক

বিস্তারিত

ড. আবদুল্লাহ আল মুতী শরফুদ্দীন মূলত কোন ধরনের প্রন্থ রচনা করেছেন?

  • ক. সমাজবিষয়ক
  • খ. বিজ্ঞানবিষয়ক
  • গ. রাজনীতিবিষয়ক
  • ঘ. ধর্মবিষয়ক

উত্তরঃ বিজ্ঞানবিষয়ক

বিস্তারিত

বাংলাদেশের অন্যতম বিজ্ঞান বিষয়ক লেখক কে?

  • ক. হুমায়ুন আহমেদ
  • খ. রশীদ করিম
  • গ. হুমায়ুন আজাদ
  • ঘ. আবদুল্লাহ আল-মুতি

উত্তরঃ আবদুল্লাহ আল-মুতি

বিস্তারিত

‘সীমান্তের চিঠি’ নামক ভ্রমণকাহিনীর লেখক কে?

  • ক. নূরুল মোমেন
  • খ. সানাউল হক
  • গ. ইব্রাহিম খলিল
  • ঘ. মোহাম্মদ জাফর ইকবাল

উত্তরঃ ইব্রাহিম খলিল

বিস্তারিত

‘হাসির গল্পকার’ কাকে বলা হয়?

  • ক. শিবরাম চক্রবর্তী
  • খ. রাজশেখর বসু
  • গ. ভানু সিংহ
  • ঘ. গোপাল ভাড়

উত্তরঃ রাজশেখর বসু

বিস্তারিত

আমার ভায়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারীর রচয়িতা-

  • ক. শামসুর রাহমান
  • খ. আলতাফ মাহমুদ
  • গ. হাসান হাফিজুর রহমান
  • ঘ. আবদুল গাফফার চৌধুরী

উত্তরঃ আবদুল গাফফার চৌধুরী

বিস্তারিত

কামিনী রায়ের জন্মস্থান কোথায়?

  • ক. সিলেট
  • খ. বাকেরগঞ্জ
  • গ. ফরিদপুর
  • ঘ. চাঁদপুর

উত্তরঃ বাকেরগঞ্জ

বিস্তারিত

‘ছন্দ চতুর্দশী’ কার সনেট সংকলন?

  • ক. সত্যেন্দ্রনাথ দত্ত
  • খ. প্রমথ চৌধুরী
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. মোহিতলাল মজুমদার

উত্তরঃ মোহিতলাল মজুমদার

বিস্তারিত

‘মণিমঞ্জুষা’ কাব্যগ্রন্থটি কার রচনা?

  • ক. যতীন্দ্রনাথ সেনগুপ্ত
  • খ. যতীন্দ্রমোহন বাগচী
  • গ. সত্যেন্দ্রনাথ দত্ত
  • ঘ. কামিনী রায়

উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত

বিস্তারিত

‘কুহু ও কেকা’, ‘বেনু ও বীণা’ প্রভৃতি কাব্যগ্রন্থের রচয়িতা কে?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. মোহিতলাল মজুমদার
  • গ. দ্বিজেন্দ্রলাল রায়
  • ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত

উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত

বিস্তারিত

‘স্বপনপশারী, বিস্মরণী, স্বরগরল,’ -কার রচনা?

  • ক. মোহিতলাল মজুমদার
  • খ. সুকান্ত ভট্টাচার্য
  • গ. সত্যেন্দ্রনাথ দত্ত
  • ঘ. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী

উত্তরঃ মোহিতলাল মজুমদার

বিস্তারিত

বাংলা সাহিত্যের ‘দুঃখবাদী কবি’ কে?

  • ক. গোবিন্দচন্দ্র দাস
  • খ. যতীন্দ্রনাথ সেনগুপ্ত
  • গ. সুকান্ত ভট্টাচার্য
  • ঘ. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী

উত্তরঃ যতীন্দ্রনাথ সেনগুপ্ত

বিস্তারিত

বাংলা সাহিত্যের প্রখ্যাত মহিলা সাহিত্যিক কামিনি রায়ের প্রথম কাব্যগ্রন্থের নাম কি?

  • ক. আলো ও ছায়া
  • খ. মাল্য ও নির্মাল্য
  • গ. অশোক সঙ্গীত
  • ঘ. কুসুমাঞ্জলী

উত্তরঃ আলো ও ছায়া

বিস্তারিত

‘মরীচিকা’, ‘মরুশিখা’, ‘মরুমায়া’ -কার রচনা?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. দ্বিজেন্দ্রলাল রায়
  • গ. যতীন্দ্রনাথ সেনগুপ্ত
  • ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত

উত্তরঃ যতীন্দ্রনাথ সেনগুপ্ত

বিস্তারিত

বাংলা কবিতায় ছন্দ রচনায় এবং ছন্দ উদ্ভাবনে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন-

  • ক. সত্যেন্দ্রনাথ দত্ত
  • খ. আবদুল কাদির
  • গ. ফররুখ আহমদ
  • ঘ. তালিম হোসেন

উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত

বিস্তারিত

‘জীবনের মূল্য’ উপন্যাসটির রচয়িতা কে?

  • ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  • খ. ড. লুৎফুর রহমান
  • গ. প্রভাতকুমার মুখোপাধ্যায়
  • ঘ. প্রমথ চৌধুরী

উত্তরঃ প্রভাতকুমার মুখোপাধ্যায়

বিস্তারিত

‘টোনাটুনির বই’ গল্পগ্রন্থের রচয়িতা কে?

  • ক. সত্যেন্দ্রনাথ দত্ত
  • খ. সুকুমার রায়
  • গ. দক্ষিণারঞ্জন মিত্র
  • ঘ. উপেন্দ্রকিশোর রায়

উত্তরঃ উপেন্দ্রকিশোর রায়

বিস্তারিত

‘গহনার বাক্স’ নামক গল্পগ্রন্থটির রচয়িতা কে?

  • ক. প্রমথ চৌধুরী
  • খ. প্রভাতকুমার মুখোপাধ্যায়
  • গ. বেগম রোকেয়া
  • ঘ. মোজাম্মেল হক

উত্তরঃ প্রভাতকুমার মুখোপাধ্যায়

বিস্তারিত

‘কাসেম বধ কাব্য’ কার রচনা?

  • ক. মুনীর চৌধুরী
  • খ. কায়কোবাদ
  • গ. হামিদ আলী
  • ঘ. ফররুখ আহমদ

উত্তরঃ হামিদ আলী

বিস্তারিত

কোন সাহিত্যিক মহাকাব্য ‘ইনীড’ এর রচয়িতা কে?

  • ক. হোমার
  • খ. ভার্জিল
  • গ. হেক্টর
  • ঘ. ফেরদৌসী

উত্তরঃ ভার্জিল

বিস্তারিত

কোন চরণটি সঠিক?

  • ক. ধন ধান্যে পুষ্পে ভরা
  • খ. ধন্য ধান্যে পুষ্পে ভরা
  • গ. ধণ্যে ধান্যে পুষ্পে ভরা
  • ঘ. ধন্যে ধান্যে পুষ্পে ভরা

উত্তরঃ ধন ধান্যে পুষ্পে ভরা

বিস্তারিত

বাংলা সাহিত্যে প্যারডি রচনার পথিকৃৎ কে?

  • ক. দ্বিজেন্দ্রলাল রায়
  • খ. রজনীকান্ত সেন
  • গ. কৃষ্ণচন্দ্র মজুমদার
  • ঘ. গোবিন্দ চন্দ্র দাস

উত্তরঃ দ্বিজেন্দ্রলাল রায়

বিস্তারিত

‘আর্যগাথা’, ‘আষাঢ়ে’ -গ্রন্থদ্বয়ের রচয়িতা কে?

  • ক. বিহারীলাল চক্রবর্তী
  • খ. দ্বিজেন্দ্রলাল রায়
  • গ. সুরেন্দ্রনাথ মজুমদার
  • ঘ. গোবিন্দচন্দ্র দাস

উত্তরঃ দ্বিজেন্দ্রলাল রায়

বিস্তারিত

দ্বিজেন্দ্রলাল রায় প্রধানত-

  • ক. কবি
  • খ. নাট্যকার
  • গ. গীতিকার
  • ঘ. উপন্যাসিক

উত্তরঃ কবি

বিস্তারিত

আধুনিক বাংলা গীতিকবিতার প্রথম কবি কে?

  • ক. বিহারীলাল চক্রবর্তী
  • খ. গোবিন্দচন্দ্র দাস
  • গ. মোজাম্মেল হক
  • ঘ. সুরেন্দ্রনাথ মজুমদার

উত্তরঃ বিহারীলাল চক্রবর্তী

বিস্তারিত

‘সারদামঙ্গল’ কাব্যে কবি বিহারীলাল কল্পিত ‘সারদা’ কে?

  • ক. লক্ষ্মী
  • খ. সরস্বতী
  • গ. চণ্ডী
  • ঘ. কালী

উত্তরঃ সরস্বতী

বিস্তারিত

নবীনচন্দ্র সেন রচিত কাব্য কোনটি?

  • ক. পদ্মিনী উপাখ্যান
  • খ. চিন্তা তরঙ্গিনী
  • গ. বৃত্রসংহার
  • ঘ. পলাশীর যুদ্ধ

উত্তরঃ পলাশীর যুদ্ধ

বিস্তারিত

‘পদ্মিনী উপাখ্যান’ কাব্য কে রচনা করেন?

  • ক. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  • খ. নবীনচন্দ্র সেন
  • গ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
  • ঘ. কায়কোবাদ

উত্তরঃ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

বিস্তারিত

মহাকাব্য জাতীয় রচনা ‘বৃত্রসংহার’ এর রচয়িতা কে?

  • ক. কায়কোবাদ
  • খ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
  • গ. মধুসূদন দত্ত
  • ঘ. হেমচন্দ্র বন্দ্যোপাধায়

উত্তরঃ হেমচন্দ্র বন্দ্যোপাধায়

বিস্তারিত

‘আলালী ভাষা’ বলতে নিচের কোনটিকে বুঝায়?

  • ক. ভাবগাম্ভীর্যপূর্ণ ভাষা
  • খ. হালকা চটুল ভাষা
  • গ. গুরুচণ্ডালী ভাষা
  • ঘ. কলকাতা অঞ্চলের কথ্য ভাষা

উত্তরঃ কলকাতা অঞ্চলের কথ্য ভাষা

বিস্তারিত

‘ফুলমণি ও করুণার বিবরণ’ রচনা করেন কে?

  • ক. ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়
  • খ. কালী প্রসন্ন সিংহ
  • গ. হ্যানা ক্যাথারিন ম্যালেন্স
  • ঘ. উইলিয়াম কেরি

উত্তরঃ হ্যানা ক্যাথারিন ম্যালেন্স

বিস্তারিত

‘কলিকাতা কমলালয়’, ‘নববাবু বিলাস’ গ্রন্থ দু’টির রচয়িতা কে?

  • ক. তারাচরণ শিকদার
  • খ. ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়
  • গ. কালী প্রসন্ন সিংহ
  • ঘ. কালী প্রসন্ন ঘোষ

উত্তরঃ ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়

বিস্তারিত

বিজ্ঞান বিষয়ক প্রথম বাঙালি লেখক কে?

  • ক. অক্ষয়কুমার দত্ত
  • খ. এস এন বোস
  • গ. জগদীশ চন্দ্র বসু
  • ঘ. রামমোহন রায়

উত্তরঃ অক্ষয়কুমার দত্ত

বিস্তারিত

বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা কোনটি?

  • ক. বঙ্গদর্শন
  • খ. সমাচার দর্পণ
  • গ. সবুজপত্র
  • ঘ. সংবাদ প্রভাকর

উত্তরঃ সংবাদ প্রভাকর

বিস্তারিত

‘তপসে মাছ’ কবিতাটি কার রচনা?

  • ক. মদনমোহন তর্কালংকার
  • খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • গ. রামমোহন রায়
  • ঘ. জীবনানন্দ দাস

উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত

বিস্তারিত

কবি ঈশ্বরচন্দ্র গুপ্তকে ‘খাঁটি বাঙালি কবি’ হিসেবে অভিহিত করেছেন কে?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. মধুসূদন দত্ত
  • গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • ঘ. অক্ষয় কুমার দত্ত

উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

বিস্তারিত

রোহিনী-বিনোদিনী-কিরণময়ী কোন গ্রন্থগুচ্ছের চরিত্র?

  • ক. বিষবৃক্ষ-চতুরঙ্গ-চরিত্রহীন
  • খ. কৃষ্ণকান্তের উইল-যোগাযোগ-পথের দাবি
  • গ. দুর্গেশনন্দিনী-চোখের বালি-গৃহদাহ
  • ঘ. কৃষ্ণকান্তের উইল-চোখের বালি-চরিত্রহীন

উত্তরঃ কৃষ্ণকান্তের উইল-চোখের বালি-চরিত্রহীন

বিস্তারিত

অধ্যাপক আহমদ শরীফের মৃত্যুসন কোনটি ?

  • ক. ১৯৯৭
  • খ. ১৯৯৮
  • গ. ১৯৯৯
  • ঘ. ২০০০

উত্তরঃ ১৯৯৯

বিস্তারিত

‘Quarterly’ শব্দের অর্থ কী?

  • ক. সাপ্তাহিক
  • খ. পাক্ষিক
  • গ. ষান্মাসিক
  • ঘ. ত্রৈমাসিক

উত্তরঃ ত্রৈমাসিক

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects