বাংলা বিবিধ

251. সারাংশ লিখনে প্রদত্ত রচনার উপমা, দৃষ্টান্ত, রূপক, অলঙ্কার বা অন্য কোন ব্যাখ্যা থাকলে সেগুলোকে কি করতে হবে?

  • ক. উল্লেখ করতে হবে
  • খ. বর্জন করতে হবে
  • গ. বিন্যাস করতে হবে
  • ঘ. ব্যাখ্যা করতে হবে

উত্তরঃ বর্জন করতে হবে

বিস্তারিত

252. সারাংশ লিখতে গেলে কোন বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে?

  • ক. বক্তব্য বিষয় বুঝতে হবে
  • খ. বার বার পড়তে হবে
  • গ. বক্তব্য বৃদ্ধি করতে হবে
  • ঘ. বক্তব্য বিশ্লেষণ করতে হবে

উত্তরঃ বক্তব্য বিষয় বুঝতে হবে

বিস্তারিত

253. সারমর্ম বা সারাংশ কয়টি অনুচ্ছেদে লেখা বাঞ্ছনীয়?

  • ক. দুটি
  • খ. একটি
  • গ. চারটি
  • ঘ. তিনটি

উত্তরঃ একটি

বিস্তারিত

254. আধুনিককালে সারাংশ লেখার ক্ষেত্রে কোন ভাষারীতি অধিকতর প্রযোজ্য?

  • ক. সাধুরীতি
  • খ. চলিত রীতি
  • গ. আঞ্চলিক রীতি
  • ঘ. উভয় রীতি

উত্তরঃ চলিত রীতি

বিস্তারিত

255. সারমর্ম বা সারাংশ লেখার সময় সর্বাগ্রে কোন বিষয়টি উপলদ্ধি করতে হয়?

  • ক. বিষয়ের পরিমাণ
  • খ. অলঙ্কারের উপলদ্ধি
  • গ. মূল বক্তব্য
  • ঘ. ক ও খ

উত্তরঃ মূল বক্তব্য

বিস্তারিত

256. সারমর্ম বা সারাংশ কত বড় বা ছোট হবে তা কিসের ওপর নির্ভর করে?

  • ক. বিষয়ের গুরত্ব ও গভীরতা
  • খ. উপমার ব্যবহার
  • গ. বিষয়বস্তুর পরিমাণ
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ বিষয়ের গুরত্ব ও গভীরতা

বিস্তারিত

257. সারমর্ম আকারে কতটুকু হবে?

  • ক. এক-চতুর্থাংশ
  • খ. সুনির্দিষ্ট নিয়ম নেই
  • গ. এক-তৃতীয়াংশ
  • ঘ. মূল অংশের চেয়ে ছোট হবে

উত্তরঃ সুনির্দিষ্ট নিয়ম নেই

বিস্তারিত

258. ভালোভাবে সারমর্ম বা সারাংশ লেখার জন্য সর্বাধিক কোনটির প্রয়োজন?

  • ক. অনুশীলন
  • খ. বিষয়ের উপলদ্ধি
  • গ. পরিমিত জ্ঞান
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ অনুশীলন

বিস্তারিত

259. দৃষ্টান্ত দেওয়া যায় না কোথায়?

  • ক. সারাংশে
  • খ. চিঠিতে
  • গ. রচনায়
  • ঘ. ভাব সম্প্রসারণে

উত্তরঃ সারাংশে

বিস্তারিত

260. ভাব-সম্প্রসারণে কোনটি আশা করা যায়?

  • ক. অযৌক্তিক উপমা
  • খ. অনাবশ্যক স্বল্পতা
  • গ. আবশ্যকীয় দৈর্ঘ্য
  • ঘ. বাহুল্য কথা

উত্তরঃ আবশ্যকীয় দৈর্ঘ্য

বিস্তারিত

261. ভাব-সম্প্রসারণের উদ্দেশ্য কি?

  • ক. ভাষার উৎকর্ষতা সাধন
  • খ. অর্থ প্রকাশ করা
  • গ. বক্তব্য বুঝিয়ে দেয়া
  • ঘ. সাহিত্য সৃষ্টি করা

উত্তরঃ বক্তব্য বুঝিয়ে দেয়া

বিস্তারিত

262. ভাব-সম্প্রসারণ বলতে কি বোঝায়?

  • ক. বক্তব্যের অন্তর্নিহিত ভাবকে বিশদভাবে বিবৃত করা
  • খ. কোন বক্তব্য বিষয়কে ক্ষুদ্র পরিসরে ব্যক্ত করা
  • গ. মোটামুটিভাবে কোন কাহিনী সহভাবে নেয়া
  • ঘ. কোন বক্তব্যের সপক্ষে যুক্তির অবতারণা করা

উত্তরঃ বক্তব্যের অন্তর্নিহিত ভাবকে বিশদভাবে বিবৃত করা

বিস্তারিত

263. ভাব সম্প্রসারণের ভাষা কেমন হওয়া উচিৎ?

  • ক. অপ্রাসঙ্গিক
  • খ. প্রাসঙ্গিক
  • গ. অযৌক্তিক
  • ঘ. যৌক্তিক

উত্তরঃ প্রাসঙ্গিক

বিস্তারিত

264. প্রদত্ত অংশে রূপক, উপমা ইত্যাদি থাকলে ভাব-সম্প্রসারণকালে সেগুলো কী করতে হয়?

  • ক. বর্জন করতে হয়
  • খ. সার্থকতা দেখাতে হয়
  • গ. অবিকল দেখাতে হয়
  • ঘ. গ্রহণ করতে হয়

উত্তরঃ সার্থকতা দেখাতে হয়

বিস্তারিত

265. "তরুলতা সহজেই তরুলতা, পশুপাখি সহজেই পশুপাখি, কিন্তু মানুষ প্রাণপণ চেষ্টায় তবে মানুষ হয়।"- এই কথার মূলভাব কোনটি?

  • ক. তরুলতা ও পশুপাখির জীবনধারা আবহমানকাল ধরে একই রূপ
  • খ. প্রতিহিংসা, কদর্যতা, বিবেকহীনতা একইভাবে সক্রিয়
  • গ. মানুষের সবকিছুই নির্ভর করে নিজের ভাগ্যের উপর
  • ঘ. প্রকৃত মনুষ্যত্ব অর্জনের জন্য যথেষ্ট সাধনার দরকার

উত্তরঃ প্রকৃত মনুষ্যত্ব অর্জনের জন্য যথেষ্ট সাধনার দরকার

বিস্তারিত

266. কোন দুটির ব্যবহারে ভাব-সম্প্রসারণে আগাগোড়া সংযত হওয়া উচিৎ?

  • ক. উপমা ও অলঙ্কার
  • খ. জটিল বাক্য ও সরল বাক্য
  • গ. ক্রিয়াপদ ও জটিল বাক্য
  • ঘ. খ এবং গ

উত্তরঃ ক্রিয়াপদ ও জটিল বাক্য

বিস্তারিত

267. ভাব-সম্প্রসারণে কোনটির নির্দিষ্ট কোন ধরাবাঁধা নিয়ম নেই?

  • ক. আয়তন
  • খ. ছন্দ
  • গ. অলঙ্কার
  • ঘ. খ এবং গ

উত্তরঃ আয়তন

বিস্তারিত

268. ভাব-সম্প্রাসারণ দ্বারা মূল ভাবকে কি করা হয়?

  • ক. স্বল্প আলোচনা
  • খ. সারমর্ম লিখন
  • গ. বিষয় বহির্ভূত আলোচনা
  • ঘ. বিশদ আলোচনা

উত্তরঃ বিশদ আলোচনা

বিস্তারিত

269. 'মানুষের জীবন ফুলের মত'- এই উক্তিটির মূল ভাব কোনটি?

  • ক. মানবজীবন ফুলের মতো সৌন্দর্যমণ্ডিত পরোপকারে নিয়োজিত
  • খ. মানুষের জীবনে ফুলের প্রয়োজনীয়তা অপরিসীম
  • গ. মানুষের জীবন ও ফুলের জীবন একই রকম
  • ঘ. মানুষ ও ফুলের মধ্যে যথেষ্ট মিল আছে

উত্তরঃ মানবজীবন ফুলের মতো সৌন্দর্যমণ্ডিত পরোপকারে নিয়োজিত

বিস্তারিত

270. ভাব-প্রসারণকালে কয়টি বিষয়ের দিকে বিশদভাবে খেয়াল রাখতে হয়?

  • ক. পাঁচটি
  • খ. চারটি
  • গ. তিনটি
  • ঘ. দুটি

উত্তরঃ তিনটি

বিস্তারিত

271. ভাব-সম্প্রসারণের বিষয়বস্তু কি হবে?

  • ক. অযৌক্তিক
  • খ. প্রাসঙ্গিক
  • গ. যৌক্তিক
  • ঘ. অপ্রাসঙ্গিক

উত্তরঃ প্রাসঙ্গিক

বিস্তারিত

272. কোনটি ভাব-সম্প্রসারণে হুবহু ব্যবহৃত হওয়া উচিৎ নয়?

  • ক. মূলছত্র/লেখকের উদ্ধৃতি
  • খ. অলঙ্কার
  • গ. উপমা
  • ঘ. তথ্য

উত্তরঃ মূলছত্র/লেখকের উদ্ধৃতি

বিস্তারিত

273. ভাব-সম্প্রসারণ কথাটির অর্থ কি?

  • ক. ভাবের বিয়োজন
  • খ. ভাবের-সম্প্রসারণ
  • গ. ভাবের সংকোচন
  • ঘ. ভাবের সংযোজন

উত্তরঃ ভাবের-সম্প্রসারণ

বিস্তারিত

274. যে কাব্যে অমিত্রাক্ষর ছন্দ পূর্ণতা লাভ করে--

  • ক. মেঘনাদবধ
  • খ. বীরাঙ্গনা
  • গ. রৈবতক
  • ঘ. প্রভাস

উত্তরঃ বীরাঙ্গনা

বিস্তারিত

275. 'টা' 'টি' 'টো' 'টুকুন' ইত্যাদি শব্দাংশকে বলা হয়---

  • ক. অব্যয়
  • খ. নির্দেশক সর্বনাম
  • গ. পদাশ্রিত নির্দেশক
  • ঘ. সংখ্যাবাচক বিশেষণ

উত্তরঃ পদাশ্রিত নির্দেশক

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects