আদি যুগ

ড. মুহাম্মদ শহীদুল্লাহ্র মতে প্রাচীনতম চর্যাকার কে?

  • ক. ভূসুকুপা
  • খ. সরহপা
  • গ. শবরপা
  • ঘ. কাহ্নপা

উত্তরঃ শবরপা

বিস্তারিত

চর্যাপদ প্রথম প্রকাশিত হয়--

  • ক. নেপাল থেকে
  • খ. মোহামেডান লিটালারি সোসাইটি থেকে
  • গ. বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে
  • ঘ. ওপরের কোনটিই নয়

উত্তরঃ বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে

বিস্তারিত

চর্যার ধর্ম নিয়ে প্রথম আলোচনা করেন--

  • ক. ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  • খ. ডক্টর সুকুমার সেন
  • গ. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
  • ঘ. হরপ্রাসাদ শাস্ত্রী

উত্তরঃ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ

বিস্তারিত

চর্যা শব্দের অর্থ কি?

  • ক. আচরণ
  • খ. প্রকৃত
  • গ. শুদ্ধ
  • ঘ. আচার

উত্তরঃ আচরণ

বিস্তারিত

গদ্য-পদ্য মিলিয়ে 'সেক শুভোদয়া' গ্রন্থে অধ্যায় আছে--

  • ক. ১২ টি
  • খ. ১৪ টি
  • গ. ১৭ টি
  • ঘ. ১৫ টি

উত্তরঃ ১৫ টি

বিস্তারিত

অশুদ্ধ বাংলা ও সংস্কৃত ভাষার মিশ্রণে রচিত একটি গ্রন্থ--

  • ক. ডাকার্ণব
  • খ. চর্যাপদ
  • গ. দোঁহাকোষ
  • ঘ. সেক শুভোদয়া

উত্তরঃ সেক শুভোদয়া

বিস্তারিত

ড. হরপ্রসাদ শাস্ত্রী উদ্ধার করেন--

  • ক. চর্যাপদ
  • খ. ডাকার্ণব
  • গ. দোঁহাকোষ
  • ঘ. খ ও গ উভয়ই

উত্তরঃ খ ও গ উভয়ই

বিস্তারিত

চর্যাপদের রচনার উদ্দেশ্য--

  • ক. সাহিত্য চর্চা
  • খ. ধর্মচর্চা
  • গ. সঙ্গীত চর্চা
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ ধর্মচর্চা

বিস্তারিত

ড. মুহম্মদ শহীদুল্লাহ্র মতে চর্যাপদের রচনাকালঃ

  • ক. ৬০০ - ৮০০ খ্রিস্টাব্দ
  • খ. ৬০০ - ১০০০ খ্রিস্টাব্দ
  • গ. ৮০০ - ১২০০ খ্রিস্টাব্দ
  • ঘ. ৬০০ - ১২০০ খ্রিস্টাব্দ

উত্তরঃ ৬০০ - ১২০০ খ্রিস্টাব্দ

বিস্তারিত

চর্যাপদের পদগুলো রচিত--

  • ক. অক্ষরবৃত্ত ছন্দে
  • খ. মাত্রাবৃত্ত ছন্দে
  • গ. স্বরবৃত্ত ছন্দে
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ মাত্রাবৃত্ত ছন্দে

বিস্তারিত

প্রাচীন যুগের সাহিত্যের উপকরণ হিসেবে পাওয়া যায়ঃ

  • ক. উপকথা
  • খ. রূপকথা
  • গ. পুঁথি
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ রূপকথা

বিস্তারিত

প্রাচীন যুগে সমাজ জীবনে প্রভাব ছিলঃ

  • ক. ধর্মীয় চেতনার
  • খ. রূপকথার
  • গ. উপকথার
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ ধর্মীয় চেতনার

বিস্তারিত

বাংলা সাহিত্যে আধুনিক যুগের সুত্রপাত--

  • ক. ১৩৫১ সাল থেকে
  • খ. ১৬০১ সাল থেকে
  • গ. ১৭০১ সাল থেকে
  • ঘ. ১৮০১ সাল থেকে

উত্তরঃ ১৮০১ সাল থেকে

বিস্তারিত

চর্যাপদ আবিস্কৃত হয়--

  • ক. নেপালের রাজ-দরবার থেকে
  • খ. কলকাতার পার্শ্ববর্তী এলাকা থেকে
  • গ. ভুটানের রাজ-দরবার থেকে
  • ঘ. মুর্শিদাবাদ থেকে

উত্তরঃ নেপালের রাজ-দরবার থেকে

বিস্তারিত

বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন--

  • ক. চর্যাপদ
  • খ. বৈষ্ণব পদাবলী
  • গ. ঐতরেয় আরণ্যক
  • ঘ. দোহা কোষ

উত্তরঃ চর্যাপদ

বিস্তারিত

বাংলা ভাষার প্রাচীন নিদর্শন-

  • ক. পুঁথি সাহিত্য
  • খ. খনার বচন
  • গ. নাথ সাহিত্য
  • ঘ. চর্যাপদ

উত্তরঃ চর্যাপদ

বিস্তারিত

'আপনা মাংসে হরিণা বৈরী'- লাইনটি কোন সাহিত্যের অন্তর্ভুক্ত?

  • ক. লোক সাহিত্য
  • খ. ব্রজবুলি
  • গ. চর্যাপদ
  • ঘ. বৈষ্ণব গীতিকা

উত্তরঃ চর্যাপদ

বিস্তারিত

বাংলা সাহিত্যের আদি নিদর্শন-

  • ক. শূণ্য পুরাণ
  • খ. নিরঞ্জনের রুষ্মা
  • গ. সেক শুভোদয়া
  • ঘ. চর্যাপদ

উত্তরঃ চর্যাপদ

বিস্তারিত

চর্যাপদ কোথা থেকে আবিস্কৃত হয়েছে?

  • ক. তিব্বত
  • খ. বাংলাদেশ
  • গ. নেপাল
  • ঘ. চীন

উত্তরঃ নেপাল

বিস্তারিত

চর্যাপদের ধর্মমত সম্পর্কে প্রথম আলোচনা করেন কে? কত সালে?

  • ক. সুনীতি কুমার,১৯২৭
  • খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ,১৯২৭
  • গ. হরপ্রসাদ শাস্ত্রী,১৮২৭
  • ঘ. মুনিদত্ত,১৯১৭

উত্তরঃ ড. মুহম্মদ শহীদুল্লাহ,১৯২৭

বিস্তারিত

বাংলা সাহিত্যের আদি নিদর্শন পাওয়া যায় কোথায়?

  • ক. আসামে
  • খ. সোনারগাঁয়ে
  • গ. পশ্চিমবঙ্গে
  • ঘ. নেপালে

উত্তরঃ নেপালে

বিস্তারিত

চর্যাপদের ভাষায় কোন ভাষাটির প্রভাব দেখা যায়?

  • ক. অসমীয়া
  • খ. উড়িয়া
  • গ. মৈথিলী
  • ঘ. কোল ভাষা

উত্তরঃ কোল ভাষা

বিস্তারিত

চর্যাপদের উল্লেখযোগ্য সংস্কৃত টিকাকার কে?

  • ক. হরপ্রসাদ শাস্ত্রী
  • খ. মুনিদত্ত
  • গ. সুনীতিকুমার
  • ঘ. ড. শহীদুল্লাহ

উত্তরঃ মুনিদত্ত

বিস্তারিত

চর্যাপদের কোন পদটি আংশিক পাওয়া গেছে?

  • ক. ২৪ সংখ্যক
  • খ. ২৫ সংখ্যক
  • গ. ৪৮ সংখ্যক
  • ঘ. ২৩ সংখ্যক

উত্তরঃ ২৩ সংখ্যক

বিস্তারিত

চর্যাপদের বেশির ভাগ পদ কত চরণে রচিত?

  • ক. আট
  • খ. চৌদ্দ
  • গ. বারো
  • ঘ. দশ

উত্তরঃ দশ

বিস্তারিত

চর্যাপদের মূল বিষয়বস্তু কোনটি?

  • ক. বৌদ্ধোধর্ম প্রচার
  • খ. কাহিনী বর্ণনা
  • গ. দেহতত্ত্ব
  • ঘ. বৌদ্ধোধর্মের গূঢ় তত্ত্বকথা

উত্তরঃ বৌদ্ধোধর্মের গূঢ় তত্ত্বকথা

বিস্তারিত

বাংলা সাহিত্যের ইতিহাসে যুগবিভাগ কয়টি?

  • ক. ৪টি
  • খ. ৩টি
  • গ. ৫টি
  • ঘ. ৬টি

উত্তরঃ ৩টি

বিস্তারিত

বাংলা সাহিত্যের প্রথম জীবনীকাব্য কাকে অবলম্বন করে লেখা হয়?

  • ক. চন্দ্রাবতীকে
  • খ. লুইপাকে
  • গ. শ্রীচৈতন্যদেবকে
  • ঘ. শ্রীকৃষ্ণকে

উত্তরঃ শ্রীচৈতন্যদেবকে

বিস্তারিত

কোন শাসনামলে 'চর্যাপদ' রচিত হয়েছে বলে জানা যায়?

  • ক. পাল আমলে
  • খ. সেন আমলে
  • গ. খিলজী আমলে
  • ঘ. মুঘল আমলে

উত্তরঃ পাল আমলে

বিস্তারিত

চর্যাপদে মোট কতটি পদ পাওয়া গেছে?

  • ক. একান্নটি
  • খ. ছেচল্লিশটি
  • গ. সাড়ে ছেচল্লিশটি
  • ঘ. পঞ্চাশটি

উত্তরঃ সাড়ে ছেচল্লিশটি

বিস্তারিত

মধ্যযুগকে কয়টি উপবিভাগে ভাগ করা যায়?

  • ক. দুটি
  • খ. তিনটি
  • গ. চারটি
  • ঘ. পাঁচটি

উত্তরঃ তিনটি

বিস্তারিত

আধুনিক যুগের সূত্রপাত কোন সময় থেকে?

  • ক. ১৯০১ সাল থেকে
  • খ. ১৮০১ সাল থেকে
  • গ. ১২০১ সাল থেকে
  • ঘ. ১৬০১ সাল থেকে

উত্তরঃ ১৮০১ সাল থেকে

বিস্তারিত

বাংলা সাহিত্যের ইতিহাস কত বছরের পুরনো বলে মনে করা হয়?

  • ক. এক হাজার
  • খ. দু হাজার
  • গ. তিন হাজার
  • ঘ. চার হাজার

উত্তরঃ এক হাজার

বিস্তারিত

বাংলা সাহিত্যের মধ্যযুগ সময়কে বলা হয়?

  • ক. ১২০১-১৮০০
  • খ. ১৩৫০-১৮০০
  • গ. ১২০১-১৯০০
  • ঘ. ১০০১-১৬০০

উত্তরঃ ১২০১-১৮০০

বিস্তারিত

রবীন্দ্র যুগ কোন সময়কে বলা হয়?

  • ক. ১৯১০ - ১৯৫০
  • খ. ১৯০১ - ১৯২১
  • গ. ১৯০১ - ১৯৪০
  • ঘ. ১৯০১ - ১৯৩০

উত্তরঃ ১৯০১ - ১৯৪০

বিস্তারিত

বাংলা সাহিত্যের যুগকে কয় ভাগে ভাগ করা যায়?

  • ক. দু'ভাগে
  • খ. তিন ভাগে
  • গ. চার ভাগে
  • ঘ. পাঁচ ভাগে

উত্তরঃ তিন ভাগে

বিস্তারিত

ড. মুহম্মদ শহীদুল্লাহর মতানুযায়ী মধ্যযুগের ভাগ দুটি কি কি?

  • ক. সুলতানী আমল ও মোঘল আমল
  • খ. পাঠান আমল ও সুলতানী আমল
  • গ. পাঠান আমল ও মোঘল আমল
  • ঘ. তুর্কি আমল ও মোঘল আমল

উত্তরঃ পাঠান আমল ও সুলতানী আমল

বিস্তারিত

ড. মুহম্মদ এনামূল হক মধ্যযুগকে কয়টি ভাগে ভাগ করেছেন?

  • ক. দুটি
  • খ. তিনটি
  • গ. চারটি
  • ঘ. পাঁচটি

উত্তরঃ তিনটি

বিস্তারিত

বাংলা লিপির উৎপত্তি কোন লিপি থাকে?

  • ক. খরোষ্ঠী লিপি
  • খ. ব্রাহ্মী লিপি
  • গ. অশোক লিপি
  • ঘ. প্রকৃত লিপি

উত্তরঃ ব্রাহ্মী লিপি

বিস্তারিত

বাংলা সাহিত্যের আদি গ্রন্থ কোনটি?

  • ক. শ্রীকৃষ্ণ বিজয়
  • খ. শ্রীকৃষ্ণ কীর্তন
  • গ. শূন্যপূরাণ
  • ঘ. চর্যাপদ

উত্তরঃ চর্যাপদ

বিস্তারিত

চর্যাপদ আবিষ্কার হয় কোন দেশ থেকে?

  • ক. চীন
  • খ. নেপাল
  • গ. মিয়ানমার
  • ঘ. ভারত

উত্তরঃ নেপাল

বিস্তারিত

বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন গ্রন্থ কোনটি?

  • ক. মহাভারত
  • খ. রামায়ণ
  • গ. বঙ্গনামা
  • ঘ. চর্যাপদ

উত্তরঃ চর্যাপদ

বিস্তারিত

হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্যার আদি কবি মনে করেন?

  • ক. লুই পা
  • খ. কাহ্ন পা
  • গ. ভুসুক পা
  • ঘ. টেন্টন পা

উত্তরঃ লুই পা

বিস্তারিত

বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম গ্রন্থ কোনটি?

  • ক. বেদ
  • খ. শূন্যপূরাণ
  • গ. মঙ্গল কাব্য
  • ঘ. চর্যাপদ

উত্তরঃ চর্যাপদ

বিস্তারিত

বাংলা সাহিত্যের প্রাচীতন কবি কে? চর্যাপদের আদি কবি কে/

  • ক. কাহৃপা
  • খ. লুইপা
  • গ. সরহপা
  • ঘ. শবরপা

উত্তরঃ শবরপা

বিস্তারিত

বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?

  • ক. পথের পাচালী
  • খ. বৈষ্ণব পদাবলী
  • গ. চর্যাপদ
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ চর্যাপদ

বিস্তারিত

বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন ‘চর্যাপদ’ এর আবিষ্কারক--

  • ক. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
  • খ. ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  • গ. হরপ্রসাদ শাস্ত্রী
  • ঘ. ডক্টর সুকুমার সেন

উত্তরঃ হরপ্রসাদ শাস্ত্রী

বিস্তারিত

কোন পন্ডিত চর্যাপদের পদগুলো টীকার মাধ্যমে ব্যাখ্যা করেন ?

  • ক. কাহ্ন পা
  • খ. লুই পা
  • গ. ডাকার্ণব
  • ঘ. মুনিদত্ত

উত্তরঃ মুনিদত্ত

বিস্তারিত

চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন ?

  • ক. হরপ্রসাদ শাস্ত্রী
  • খ. সুকুমার সেন
  • গ. মুহম্মদ শহীদুল্লাহ
  • ঘ. ড. সুনীতিকুমার চট্রোপাধ্যায়

উত্তরঃ ড. সুনীতিকুমার চট্রোপাধ্যায়

বিস্তারিত

চর্যাপদ হলো মূলত-

  • ক. গানের সংকলন
  • খ. কবিতার সংকলন
  • গ. প্রবন্ধের সংকলন
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ গানের সংকলন

বিস্তারিত

চর্যাপদ কোন ছন্দে লেখা ?

  • ক. অক্ষরবৃত্ত
  • খ. মাত্রাবৃত্ত
  • গ. স্বরবৃত্ত
  • ঘ. অমিত্রাক্ষর

উত্তরঃ মাত্রাবৃত্ত

বিস্তারিত

কতজন কবি চর্যাপদ রচনা করেছেন?

  • ক. ২২ জন
  • খ. ২৪ জন
  • গ. ২০ জন
  • ঘ. ১৬ জন

উত্তরঃ ২৪ জন

বিস্তারিত

বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের পদসংখ্যা-

  • ক. ৪৬ টি
  • খ. সাড়ে ৪৬টি
  • গ. ৪৯টি
  • ঘ. ৫০টি

উত্তরঃ সাড়ে ৪৬টি

বিস্তারিত

বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চার্যপদে’র রচনাকাল-

  • ক. সপ্তম থেকে দ্বাদশ
  • খ. অষ্টম থেকে চতুর্দশ শতক
  • গ. নবম থেকে চতুর্দশ শতক
  • ঘ. দশম থেকে চতুর্দশ শতক

উত্তরঃ সপ্তম থেকে দ্বাদশ

বিস্তারিত

কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়?

  • ক. পাল
  • খ. সেন
  • গ. মুঘল
  • ঘ. তুর্কী

উত্তরঃ পাল

বিস্তারিত

বাংলা সাহিত্যের ইতিহাস ও ইংরেজি সাহিত্যের ইতিহাস- এ দু;টির মধ্যে কোনটি বেশি পুরাতন?

  • ক. বাংলা সাহিত্যের ইতিহাস
  • খ. ইংরেজি সাহিত্যের ইতিহাস
  • গ. দু’টিই সমসাময়িক
  • ঘ. বিষয়টি বিতর্কিত ও অমিমাংসিত

উত্তরঃ ইংরেজি সাহিত্যের ইতিহাস

বিস্তারিত

‘খনার বচন’ কি সংক্রান্ত?

  • ক. কৃষি
  • খ. ব্যবসা
  • গ. শিল্প
  • ঘ. রাজনীতি

উত্তরঃ কৃষি

বিস্তারিত

'Origin and Development of Bengali Language' গ্রন্থটির লেখক কে?

  • ক. ড. দীনেশ চন্দ্র সেন
  • খ. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  • গ. মুহম্মদ শহীদুল্লাহ
  • ঘ. ড. সুকুমার সেন

উত্তরঃ ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়

বিস্তারিত

নিচের কোনটি সহোদর ভাষাগোষ্ঠী?

  • ক. বাংলা ও উর্দু
  • খ. বাংলা ও অসমিয়া
  • গ. বাংলা ও হিন্দি
  • ঘ. বাংলা ও সংস্কৃত

উত্তরঃ বাংলা ও অসমিয়া

বিস্তারিত

শবর পা কে ছিলেন?

  • ক. আদি সিদ্ধাচার্য
  • খ. চর্যাকর
  • গ. শবরীর পতি
  • ঘ. হস্তীবিশারদ

উত্তরঃ চর্যাকর

বিস্তারিত

বাংলা সাহিত্যের আদি কবি কে? অথবা, চর্যাপদের আদি কবি কে?

  • ক. কাহ্নপা
  • খ. চেগুনপা
  • গ. লুইপা
  • ঘ. ভূসুকুপা

উত্তরঃ লুইপা

বিস্তারিত

চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়?

  • ক. ১০ নং পদ
  • খ. ১৬ নং পদ
  • গ. ১৮ নং পদ
  • ঘ. ২৩ নং পদ

উত্তরঃ ২৩ নং পদ

বিস্তারিত

প্রাপ্ত চর্যাপদের পদকর্তা কয়জন?

  • ক. ১৯
  • খ. ২৩
  • গ. ২৫
  • ঘ. ২৭

উত্তরঃ ২৩

বিস্তারিত

চর্যাপদের বয়স আনুমানিক কত বছর?

  • ক. ৮০০ বছর
  • খ. ১০০০ বছর
  • গ. ১১০০ বছর
  • ঘ. ১২০০ বছর

উত্তরঃ ১০০০ বছর

বিস্তারিত

কোন সাহিত্যকর্মে সান্ধ্যভাষার প্রয়োগ আছে?

  • ক. চর্যাপদ
  • খ. গীতগোবিন্দ
  • গ. পদার্বলী
  • ঘ. চৈতন্যজীবনী

উত্তরঃ চর্যাপদ

বিস্তারিত

‘চর্যাপদ ’কোন ধর্মাবলম্বীদের সাহিত্য?

  • ক. সনাতন হিন্দু
  • খ. সহজিয়া বৌদ্ধ
  • গ. জৈন
  • ঘ. হরিজন

উত্তরঃ সহজিয়া বৌদ্ধ

বিস্তারিত

হরপ্রসাদ শাস্ত্রী ‘চর্যাপদ’ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম হল-

  • ক. চর্যাপদাবলি
  • খ. হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা
  • গ. চর্যাচর্যবিনিশ্চয়
  • ঘ. চর্যাগীতিকা

উত্তরঃ হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা

বিস্তারিত

বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে?

  • ক. ২০০৭ সালে
  • খ. ১৯০৭ সালে
  • গ. ১৯১৬ সালে
  • ঘ. ১৯০৯ সালে

উত্তরঃ ১৯০৭ সালে

বিস্তারিত

চর্যাপদ আবিস্কৃত হয় কোথা থেকে?

  • ক. আরকান রাজগ্রন্থাগার থেকে
  • খ. বাঁকুড়ার এক গ্রহস্থের গোয়াল ঘর থেকে
  • গ. নেপালের রাজগ্রন্থশালা
  • ঘ. সুদূর চীন দেশ থেকে

উত্তরঃ নেপালের রাজগ্রন্থশালা

বিস্তারিত

চর্যাগীতি আবিষ্কার করেন-

  • ক. দীনেশচন্দ্র সেন
  • খ. মহাকবি বাল্মিকী
  • গ. ড. মুহাম্মদ শহীদুল্লাহ
  • ঘ. হরপ্রসাদ শাস্ত্রী

উত্তরঃ হরপ্রসাদ শাস্ত্রী

বিস্তারিত

বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদ এর আবিষ্কারক?

  • ক. ডক্টর মুহম্মদ শহীদুললাহ
  • খ. ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  • গ. হরপ্রাসাদ শাস্ত্রী
  • ঘ. ডক্টর সুকুমার সেন

উত্তরঃ হরপ্রাসাদ শাস্ত্রী

বিস্তারিত

বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন-

  • ক. চর্যাপদ
  • খ. বৈষ্ণব পদাবলী
  • গ. ঐতরেয় আরণ্যক
  • ঘ. দোহা কোষ

উত্তরঃ চর্যাপদ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects