Criminal Investigation Department এর অফিস সহায়ক পরীক্ষা ২০২১ এর প্রশ্ন সমাধান

Criminal Investigation Department Exam Question Full Solution 2021

পদের নামঃ অফিস সহায়ক 

বাংলা অংশ সমাধানঃ 

১. রচনা লিখুন। 

বঙ্গবন্ধু বাংলাদেশ

উত্তর : নিজে চেষ্টা করুন।

২. অর্থসহ বাক্য রচনা করুন: 

·        অনুরোধে ঢেঁকি গেলা  -  অনুরোধে অসম্ভব কার্য সাধন করা।

·        আষাঢ়ে গল্প = আজগুবি গল্প।

·        উলুবনে মুক্তা ছড়ানো= বৃথা চেষ্টা।

·        কেউকেটা = নিন্দার্থে গন্যমান্য লোক।

·        খয়ের খাঁ  = চাটুকার

 

৩. সন্ধি বিচ্ছেদ করুন :

 

·        দিগন্ত -  দিক্+অন্ত

·        কথাচ্ছলে -  কথা + ছলে

·        পদ্ধতি  পদ + হতি

·        কৃষ্টি - কৃষ্ + তি

·        সংবাদ -  সম্ + বাদ

৪. এক কথায় প্রকাশ করুন :

 

·        অনেকের মধ্যে একজন = অন্যতম 

·        আপনাকে কেন্দ্র করে তার চিন্তা = আত্মকেন্দ্রিক

·        যা দমন করা কষ্টকর = দুর্দমনীয়

·        যার উপস্থিত বুদ্ধি আছে = প্রত্যুৎপন্নমতি

 

ইংরেজি অংশ সমাধানঃ 

 

৫. Make sentence with meaning. 

·        At daggers drawn -  সাপে নেউলে।

·        Beggar description  - বর্ণনাতীত।

·        Capital punishment -  মৃত্যুদণ্ড।

·        Dead letter – অকার্যকর। 

·        Laughing Stock - হাস্যোদ্রেককর ব্যক্তি।

 

৬. Fill in the blank with suitable word. 

 

·        There was a barricade——the road. উত্তরঃ in 

·        He was accused—-negligence. উত্তরঃ of 

·        He is eager——- the post. উত্তরঃ for 

·        Poverty is—-obstacle to progress. উত্তরঃ an 

·        He prohibited me—going out. উত্তরঃ on  

 

৭. Correct the sentences. 

 

·        I, you and he is friend. উত্তরঃ You, he and I are friends. 

·        Myself did the work. উত্তরঃ I did the work. 

·        We had good breakfast yesterday. উত্তরঃ We had a good breakfast yesterday.

·        Let I go. উত্তরঃ Let us go. 

·        He is very wise and most intelligent boy in the class. উত্তরঃ He is wisest and most intelligent boy in the class. 

 

৮. Write a paragraph on “ The independence day of Bangladesh”  

উত্তর : নিজে চেষ্টা করুন।

 

গণিত অংশ সমাধানঃ  

 

৯. ২১ মিটার দীর্ঘ এবং ১৫ মিটার প্রস্থ একটি বাগানের বাইরে চারদিকেমিটার প্রশস্ত একটি রাস্তা আছে প্রতি বর্গমিটার ২.৭৫ টাকা দরে রাস্তাটিতে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে?  

উত্তরঃ ঘাস লাগানোর মোট খরচ ৪৪০ টাকা 

১০. ২ জন পুরুষ  ৩ জন বালকের সমান কাজ করতে পারে।জন পুরুষ ১০ জন বালক একটি কাজ ২১ দিনে করতে পারে। কাজটিজন পুরুষ ১৫ জন বালক কত দিনে করতে পারবে?  

উত্তরঃ ১৪ দিনে 

১১. উৎপাদকে বিশ্লেষণ করুন। 

) ‍a2-1+2b-b2

উত্তরঃ (a + b-1) (a-b+1) 

) x3+6x2y+11xy2+6y3

উত্তরঃ (x+y) (x+2y) (x+3y) 

১২. যদি a4+a2b2+b4=3 এবং a2+ab+b. = 3 হয়, তবে a2+b2 এর মান কত

উত্তরঃ √3 

১৩. সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ 

 

·        স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় কবেউত্তরঃ  ১০ এপ্রিল, ১৯৭১

·        মুজিববর্ষে সময়কাল কখনউত্তরঃ ১৭ মার্চ ২০২০—১৬ ডিসেম্বর ২০২১ 

·        জাতীয় স্মৃতিসৌধের অবস্থান কোথায়উত্তরঃ ঢাকার সাভারে। 

·        বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারের নাম কিউত্তরঃ স্বাধীনতা পুরস্কার

·        বাংলাদেশ  কবে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করেউত্তরঃ ২৬ জুন ২০০০ সালে 

·        বাংলাদেশ কবে কমনওয়েলথ এর সদস্যপদ লাভ করেউত্তরঃ ১৯৭২ সালে। 

·        নোবেল বিজয়ী প্রথম বাঙালি কেউত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর, ১৯১৩ সালে, সাহিত্যে নোবেল পুরষ্কার পান। 

·        ইন্টারনেটের মাধ্যমে চিকিৎসা পদ্ধতিকে কি বলেউত্তরঃ টেলিমেডিসিন

·        পরবর্তী বিশ্বকাপ ফুটবল কোন দেশে কত সালে অনুষ্ঠিত হবেউত্তরঃ কাতার, ২০২২ সালে। 

·        UNESCO পূর্ণরূপ কিউত্তরঃ  United Nations Educational, Scientific and Cultural Organization

Exams

Subjects