Criminal Investigation Department এর অফিস সহায়ক পরীক্ষা ২০২১ এর প্রশ্ন সমাধান
Criminal Investigation Department
Exam Question Full Solution 2021
পদের নামঃ অফিস সহায়ক
বাংলা অংশ সমাধানঃ
১. রচনা লিখুন।
বঙ্গবন্ধু ও বাংলাদেশ
উত্তর : নিজে চেষ্টা করুন।
২. অর্থসহ বাক্য রচনা করুন:
· অনুরোধে ঢেঁকি গেলা - অনুরোধে অসম্ভব কার্য সাধন করা।
· আষাঢ়ে গল্প = আজগুবি গল্প।
· উলুবনে মুক্তা ছড়ানো= বৃথা চেষ্টা।
· কেউকেটা = নিন্দার্থে গন্যমান্য লোক।
· খয়ের খাঁ = চাটুকার
৩. সন্ধি বিচ্ছেদ করুন :
· দিগন্ত - দিক্+অন্ত
· কথাচ্ছলে - কথা + ছলে
· পদ্ধতি পদ + হতি
· কৃষ্টি - কৃষ্ + তি
· সংবাদ - সম্ + বাদ
৪. এক কথায় প্রকাশ করুন :
· অনেকের মধ্যে একজন = অন্যতম
· আপনাকে কেন্দ্র করে তার চিন্তা = আত্মকেন্দ্রিক
· যা দমন করা কষ্টকর = দুর্দমনীয়
· যার উপস্থিত বুদ্ধি আছে = প্রত্যুৎপন্নমতি
ইংরেজি অংশ সমাধানঃ
৫. Make sentence with
meaning.
· At
daggers drawn - সাপে নেউলে।
· Beggar
description - বর্ণনাতীত।
· Capital
punishment - মৃত্যুদণ্ড।
· Dead
letter – অকার্যকর।
· Laughing
Stock - হাস্যোদ্রেককর ব্যক্তি।
৬. Fill in the blank with
suitable word.
· There
was a barricade——the road. উত্তরঃ in
· He
was accused—-negligence. উত্তরঃ of
· He
is eager——- the post. উত্তরঃ for
· Poverty
is—-obstacle to progress. উত্তরঃ an
· He
prohibited me—going out. উত্তরঃ on
৭. Correct the sentences.
· I,
you and he is friend. উত্তরঃ You, he and I are friends.
· Myself
did the work. উত্তরঃ I did the work.
· We
had good breakfast yesterday. উত্তরঃ We had a good
breakfast yesterday.
· Let
I go. উত্তরঃ Let us go.
· He
is very wise and most intelligent boy in the class. উত্তরঃ He is wisest and
most intelligent boy in the class.
৮. Write a paragraph on “ The
independence day of Bangladesh”
উত্তর : নিজে চেষ্টা করুন।
গণিত অংশ সমাধানঃ
৯. ২১ মিটার দীর্ঘ এবং ১৫ মিটার প্রস্থ একটি বাগানের বাইরে চারদিকে ২ মিটার প্রশস্ত একটি রাস্তা আছে । প্রতি বর্গমিটার ২.৭৫ টাকা দরে রাস্তাটিতে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে?
উত্তরঃ ঘাস লাগানোর মোট খরচ ৪৪০ টাকা
১০. ২ জন পুরুষ ৩ জন বালকের সমান কাজ করতে পারে। ৪ জন পুরুষ ও ১০ জন বালক একটি কাজ ২১ দিনে করতে পারে। ঐ কাজটি ৬ জন পুরুষ ও ১৫ জন বালক কত দিনে করতে পারবে?
উত্তরঃ ১৪ দিনে
১১. উৎপাদকে বিশ্লেষণ করুন।
ক) a2-1+2b-b2
উত্তরঃ (a + b-1) (a-b+1)
খ) x3+6x2y+11xy2+6y3
উত্তরঃ (x+y) (x+2y) (x+3y)
১২. যদি a4+a2b2+b4=3 এবং a2+ab+b. = 3 হয়, তবে a2+b2 এর মান কত
উত্তরঃ √3
১৩. সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ
· স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় কবে? উত্তরঃ ১০ এপ্রিল, ১৯৭১
· মুজিববর্ষে সময়কাল কখন? উত্তরঃ ১৭ মার্চ ২০২০—১৬ ডিসেম্বর ২০২১
· জাতীয় স্মৃতিসৌধের অবস্থান কোথায়? উত্তরঃ ঢাকার সাভারে।
· বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারের নাম কি? উত্তরঃ স্বাধীনতা পুরস্কার
· বাংলাদেশ কবে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে? উত্তরঃ ২৬ জুন ২০০০ সালে
· বাংলাদেশ কবে কমনওয়েলথ এর সদস্যপদ লাভ করে? উত্তরঃ ১৯৭২ সালে।
· নোবেল বিজয়ী প্রথম বাঙালি কে? উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর, ১৯১৩ সালে, সাহিত্যে নোবেল পুরষ্কার পান।
· ইন্টারনেটের মাধ্যমে চিকিৎসা পদ্ধতিকে কি বলে? উত্তরঃ টেলিমেডিসিন
· পরবর্তী বিশ্বকাপ ফুটবল কোন দেশে কত সালে অনুষ্ঠিত হবে? উত্তরঃ কাতার, ২০২২ সালে।
· UNESCO পূর্ণরূপ কি? উত্তরঃ United Nations Educational, Scientific and Cultural
Organization