কারিগরি শিক্ষা অধিদপ্তরের ক্যাশ সরকার/অফিস সহায়ক -২০২১ এর প্রশ্ন সমাধান
গণিত অংশের সমাধান :
১. জনি ও তার জমজ দুইবোনের বয়সের সমষ্টি ২৩ বছর। জমজ বোনদের
প্রত্যেকের বয়স ৬ বছর হলে জনির বয়স কত?
উত্তর : ১১
২. ০.১% কে দশমিকে প্রকাশ করুন।
উত্তর : ০.০০১
৩. a + b = 6, a- b
= 4 হলে ab এর মান কত?
উত্তর : 5
৪. x + 2y = 8, 2x + y = 7 সমীকরণের সমাধান কোনটি?
উত্তর: 2, 3
৫. ১৫.৬ এর ৮% কত?
উত্তর : ১.২৪৮
৬. ময়ূর ও হরিণ একত্রে ৮০টি। কিন্তু তাদের মোট পায়ের সংখ্যা
২০০। কয়টি ময়ূর আছে?
উত্তর : ৬০
৭. এক-দশমাংশ, এক-শতাংশ এবং এক-সহস্রাংশ এর গড় হবে –
উত্তর : ০.০৩৭
৮. ১ + ৫ + ৯ +…..+ ১৬১ = ?
উত্তর : ৩৩২১
৯. (৭ + ক) * = ৩০ হলে ক এর মান কত?
উত্তর : ৩
১০. বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ
বৃদ্ধি পাবে?
উত্তর : ৯ গুণ
১১. পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১০ : ৩ পুত্রের বয়স ১৮
হলে , পিতার বয়স কত?
উত্তর : ৬০ বছর
১২. যদি x4 – 2x2 + 1 = 0 হয় তবে x এর মান কত?
উত্তর : 1
১৩. ৩০ লিটার মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে কী পরিমাণ
পানি মেশালে এসিড ও পানির অনুপাত ৩ : ৭ হবে?
উত্তর : ৪০ লিটার
১৪. ১ থেকে ২০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে?
উত্তর : ৮
১৫. নিচের কোনটি মৌলিক সংখ্যা?
উত্তর : ৪৩
ইংরেজি অংশের সমাধান :
1.Choose the correct sentence.
Ans : The train is running on time.
2. If I ……rich, I would travel around the world.
Ans : were
3. You said to me, ‘you are right’. Indirect form is
–
Ans : You told me that was right.
4. Verb of the word ‘false’ is -
Ans : falsify
5. The correct translation of ’সে অংকে কাঁচা’ is –
Ans : He is weak in mathematics.
6. He leads ----most unhappy life.
Ans : the
7. ‘Do or die’ is –
Ans : Compound Sentence
8. Would you mind----?
Ans : opening the door.
9. Which pair is the similar meaning of ‘Distort :
Twist’?
Ans : Hamonize : Balance
10. The passive form of ‘He pleases us’ –
Ans : We are pleased with him
11. Find out the plural form of ‘Oasis’.
Ans : Oases
12. আমার যদি পাখির মত ডানা থাকতে! এর ইংরেজি কী?
Ans : Had I the wings of bird !
13. The sysonym of ‘shun’ is
Ans : avoid
14. Which one is correct ?
Ans : I was a candidate for the post.
15. I am looking forward ----you.
Ans : to seeing
16. At least one of the students ----full marks
every time.
Ans : gets
17. What does the idiom ‘Tooth and nail’ mean?
Ans : with utmost effort
18. What is the comparative form of ‘Alam is the
bedt boy in the class’?
Ans : Alam is better than any other boy in the
class.
19. What is the single word for ‘A hatero manking’ –
Ans : Misanthropist
20. The word ‘precedence’ means –
Ans : priority
সাধারণ জ্ঞান:
১. ২০২২ সালে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে –
উত্তর : কাতার
২. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের কাল –
উত্তর : ২০১৬-২০৩০
৩. মুজিববর্ষ উদযাপন কাল হলো –
উত্তর: ১৭ মার্চ ২০২০- ১৬ ডিসেম্বর ২০২১
৪. কোন দেশ বৃটিশ উপনিবেশ ছিল না ?
উত্তর : চীন
৫. বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ
কোনটি?
উত্তর : চীন
৬. অপারেশন সার্চলাইট যে সালে সংঘটিত হয় –
উত্তর : ১৯৭১
৭. নিচের কোন স্থানটি বিশ্ব ঐতিত্য হিসেবে এখনও স্থান পায়নি?
উত্তর : মহাস্থানগড়
৮. বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ –
উত্তর : মহেশখালী
৯. পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত?
উত্তর : ৬.১৫ কিমি. ও ১৯.১০ মি.
১০. ‘Line of Control’ যে দুটি দেশের সীমান্তে অবস্থিত
–
উত্তর : ভারত – পাকিস্তান
১১. স্ট্যাচু অব পিস’ কোথায় অবস্থিত?
উত্তর: সিউল
১২. বর্তমানে বিশ্বে শান্তির সংবিধান বলা হয় কোন দেশের
সংবিধানকে?
উত্তর : জাপান
১৩. বিখ্যাত চিত্রকর্ম ‘ম্যাডোনা-৪৩’ এর চিত্রকর কে?
উত্তর : জয়নুল আবেদীন
১৪. ঐতিহাসিক ট্রয় নগরী কোন দেশের অন্তর্গত?
উত্তর : তুরস্ক
১৫. কাইজার কোন দেশের প্রাচীন রাজাদের বলা হয়?
উত্তর : জার্মানি
বাংলা অংশের সমাধান :
১. কোন বানানটি শুদ্ধ?
উত্তর : গৃহিণী
২. বেগম রোকেয়া
কখন এবং কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : ১৮৮০ সালে রংপুর জেলায়
৩. ‘রাবণের চিতা’ বাগধারাটির অর্থ কী?
উত্তর : চির অশান্তি
৪.‘কর্মে যার ক্লান্তি নাই’ – এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ
কি?
উত্তর : অক্লান্তকর্মী
৫. কোনটি উভয়লিঙ্গ বাচক শব্দ?
উত্তর : মানুষ
৬. সংশয় এর বিপরীতার্থক শব্দ কোনটি?
উত্তর : প্রত্যয়
৭. দেশের জন্য সেবা কর – ‘দেশের’ কোন কারকে কোন বিভক্তি?
উত্তর : সম্প্রদানে ষষ্ঠী
৮. বহুব্রীহি সমাস কয় প্রকার?
উত্তর : আট প্রকার
৯. নীল লোহিত কার ছদ্মনাম?
উত্তর : সুনীল গঙ্গোপাধ্যায়
১০. কোন দুটি রচনা একই শ্রেণির?
উত্তর : গীতাঞ্জলি ও অগ্নিবীণা
১১. যা ভাষায় প্রকাশ করা যায় না – তাকে এক কথায় বলে –
উত্তর : অনির্বচনীয়
১২. ঐহিক শব্দের বিপরীত শব্দ হলো –
উত্তর : পারত্রিক
১৩. দুইয়ের মধ্যে একটি – এর এক কথায় প্রকাশ কি হবে?
উত্তর : অন্যতর
১৪. ভবিষ্যতের বাঙালি গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : এস ওয়াজেদ আলি
১৫. যে নারীর স্বামী ও পুত্র নেই – এক কথায় কি হবে?
উত্তর : অবীরা
১৬. পাণিনি ছিলেন –
উত্তর : ব্যাকরণবিদ
১৭. ‘শরতের শিশির’ বাগধারার অর্থ কি?
উত্তর : সুসময়ের বন্ধু
১৮. ‘উজানের কৈ’ বাগধারাটির অর্থ কি?
উত্তর : সহজলভ্য
১৯. ‘স্বাধীনতা তুমি’ কবিতার রচয়িতা কে?
উত্তর : শামসুর রাহমান
২০. ‘তিমির হননের কবি’ উপাধিটি কার?
উত্তর : জীবনানন্দ দা