সমাজসেবা অধিদপ্তরের শিক্ষক -২০২১ এর সমাধান
১. এক কথায় প্রকাশ করুন:
- যা সাধারণের মধ্যে দেখা যায় না - অসাধারণ।
- যে ব্যক্তির দুই হাত সমান চলে - সব্যসাচী।
- যে বিষয়ে কোনো বিতর্ক নেই - অবিসংবাদী।
- যা বলা হয়নি - অনুক্ত।
২. বাগধারা
- গোবরে পদ্ম ফুল - অস্থানে মূল্যবান জিনিস।
- আট কপালে - হতভাগ্য।
- তামার বিষ- অর্থের কুপ্রভাব।
- গৌরচন্দ্রিকা - ভূমিকা।
- ঘোড়ারোগ - সাধ্যের অতিরিক্ত সাধ
৩. সন্ধি বিচ্ছেদ
- বিদ্যালয় = বিদ্যা + আলয়।
- গোষ্পদ = গো + পদ।
- পুনরায় = পুনঃআয়।
- শঙ্কা = শম + কা।
- যাচ্ছেতাই = যা + ইচ্ছা + তাই।
৪. বানান শুদ্ধি
- বিধানবলী
- বুদ্ধিমতী
- নিঃশব্দ
- কান্ডারী
৫ ইংরেজি অনুবাদ
- নাচতে না জানলে উঠান বাঁকা - A bad workman quarrels with his tools
- সে কি আসবে না? - Will he not come?
- সকাল থেকে বৃষ্টি হচ্ছে - It has been raining since morning.
- ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল -The patient had died before the doctor came.
৬. Phrasee & Idioms
- At all - সম্পূর্ণরূপে
- Get rid of - পরিত্রাণ পাওয়া
- At sixes and sevens - এলোমেলো
- Blue Blood - আভিজাত্য
- By hook or by crook - যেভাবেই হোক
৭. Fill in the gaps
- He called - a doctor. - in(call in -ডেকে আনা)
- She lives - the USA. - in
- He is - one eyed man. - a
- She is very good - mathematics. - at(good at দক্ষ)
- We should not deviate - the right path. - from
৮. Right form of verbs in the following sentence
- The man (come) home yesterday. - came
- It is many years since I (come) to Dhaka. - came
- I saw him (go). - going
- He will not go out if it (rain). - rains
- He (leave) last night. - left
৯. একজন দোকান দার একটি দিয়াশলাই বক্স ১.৫০ টাকায় ক্রয় করে, ২.০০ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? - ৩৩.৩৩ টাকা।
১০. p - 1/p = 8 হলে প্রমাণ করুন যে, p^2+1/p^2 = 66। -
১১. উৎপাদকে বিশ্লেষণ করুন : x2 + 7x + 12
১২. নিচের প্রশ্নগুলোর উত্তর দিন
- সমদ্বিবাহু ত্রিভুজের তিন কোণের সমষ্টি - ১৮০ ডিগ্রি।
- আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র - দৈর্ঘ্য * প্রস্থ।
- ০.২২ * ০.২২ - ০.০৪৪
- ১২০ ডিগ্রি এর সম্পূরক কোণের মান- ৬০ ডিগ্রী।
- সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে কী বলে -অতিভুজ।
১৩. নিচের প্রশ্নগুলোর উত্তর দিন
- বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম - গণভবন।
- বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলার নাম - ভোলা।
- রেসকোর্স ময়দানের বর্তমান নাম - সোহরাওয়ার্দী উদ্যান।
- বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলিত হয় কোন তারিখে - ২ মার্চ ।
- সোয়াচ অব নো গ্রাউন্ড কোথায় - বঙ্গোপসাগরে।
- সার্কের সদর দপ্তর কোথায় - কাঠমুন্ডু, নেপাল।ৎৎ
- মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির নাম - জো বাইডেন।
- WHO এর পূর্ণরূপ - World Health Organization
- অস্থায়ী মুজিব নগর সরকার কোন তারিখে শপথ গ্রহণ করেন - ১৭ এপ্রিল ১৯৭১।
- ঐতিহাসিক ছয় দফা কত সালে ঘোষিত হয় - ২৩ ফেব্রুয়ারি ১৯৬৬ সালে।
- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন - ১০ জানুয়ারি ১৯৭২সালে।
- শহীদ বুদ্ধিজীবী দিবস - ১৪ ডিসেম্বর।
- জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয় - ১৯৪৫ সালে।
- বাঁশের কেল্লা কে নিমার্ণ করেন - তিতুমীর।