কারিগরি শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী/অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর – ২০২১ এর প্রশ্ন সমাধান
বাংলা অংশের সমাধান :
১. ‘রাবণের চিতা’ বাগধারাটির অর্থ কী?
উত্তর : চির অশান্তি
২. ৪.‘কর্মে যার ক্লান্তি নাই’ – এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি?
উত্তর : অক্লান্তকর্মী
৩. ‘ধূমকেতু’ ছদ্মনামটি কোন লেখকের?
উত্তর : কাজী নজরুল ইসলাম
৪. সংশয় এর বিপরীতার্থক শব্দ কোনটি?
উত্তর : প্রত্যয়
৫. ৭. দেশের জন্য সেবা কর – ‘দেশের’ কোন কারকে কোন বিভক্তি?
উত্তর : সম্প্রদানে ষষ্ঠী
৬. ‘পরিচ্ছেদ’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তর : পরি + ছেদ
৭. কোন বানানটি শুদ্ধ?
উত্তর : গৃহিণী
৮. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাডেজি নাটক কোনটি?
উত্তর : কৃষ্ণকুমারী
৯. নিচের কোনটি নিত্য পুরুষবাচক শব্দ?
উত্তর : ঢাকী
১০. ‘সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই’ – কার লেখা?
উত্তর : চণ্ডীদাস
১১. যা ভাষায় প্রকাশ করা যায় না – তাকে এক কথায় বলে –
উত্তর : অনির্বচনীয়
১২. ঐহিক শব্দের বিপরীত শব্দ হলো –
উত্তর : পারত্রিক
১৩. দুইয়ের মধ্যে একটি – এর এক কথায় প্রকাশ কি হবে?
উত্তর : অন্যতর
১৪. ভবিষ্যতের বাঙালি গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : এস ওয়াজেদ আলি
১৫. যে নারীর স্বামী ও পুত্র নেই – এক কথায় কি হবে?
উত্তর : অবীরা
১৬. ‘জমিদার’ শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি?
উত্তর : জমিদারনি
১৭. নীল লোহিত কার ছদ্মনাম?
উত্তর : সুনীল গঙ্গোপাধ্যায়
১৮. ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ – এখানে ‘টাপুর টুপুর’ কোন ধরনের শব্দ?
উত্তর : ধ্বন্যাত্মক শব্দ
১৯. কোন দুটি রচনা একই শ্রেণির?
উত্তর : গীতাঞ্জলি ও অগ্নিবীণা
২০. ‘মা আমার ছুটি হয়েছে, আামি বাড়ি যাচ্ছি’ – কোন গল্পের উদ্ধৃতি?
উত্তর : ছুটি
২১. ‘হাট-বাজার’ কোন অর্থে দ্বন্দ্ব সমাস?
উত্তর : সমার্থে
২২. পাণিনি ছিলেন –
উত্তর : ব্যাকরণবিদ
২৩. ‘কিরণ’ এর সমার্থক শব্দ নয় –
উত্তর : রবি
২৪. ‘সর্বাঙ্গীন’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় –
উত্তর : সর্বাঙ্গ + ঈন
২৫. ‘উজানের কৈ’ বাগধারাটির অর্থ কি?
উত্তর : সহজলভ্য
২৬. ‘স্বাধীনতা তুমি’ কবিতার রচয়িতা কে?
উত্তর : শামসুর রাহমান
২৭. ‘সংবিধান’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তর : সম + বিধান
২৮. ‘ঊর্ণনাভ’ শব্দটি দিয়ে বুঝায় –
উত্তর : মাকড়সা
২৯. ‘সর্বজন’ এর বিশেষণ কী?
উত্তর : সর্বজনীন
৩০. বাংলা উপসর্গ কয়টি?
উত্তর : ২১টি
ইংরেজি অংশের সমাধান :
1. Noun of the word ‘poor’ is –
Ans : poverty
2. The boy read a book. What kind of verb ‘reads’ in the sentence is?
Ans : Transitive verb
3. He seems to be happy with his achivement, ----?
Ans : doesn’t he
4. Would you mind – a cup of coffee with me?
Ans : having
5. What is the plural form of the word ‘deer’?
Ans : deer
6. What is the synonym of ‘Alliance’?
Ans : association
7. What is the verb form of the word ‘Beauty’?
Ans : Beaufity
8. Which of the following is correct?
Ans : ক, খ, গ তিনটিই সঠিক
9. The arrived here after you (Left).
Ans : had left
10. Choose the correct meaning of the word ‘Adverse’ –
Ans : প্রতিকূল
11. Which of the following word is in singular form?
Ans : radius
12. Education is enlightening. Here ‘enlightening’ is –
Ans : a participle
13. Use the appropriate article ‘I saw – one eyed man when I was walking on the road.
Ans : a
14. Choose the correct sentence.
Ans : Yesterday, he went home.
15. What is the masculine gender of ‘mare’?
Ans : horse
16. What is the noun form of ‘propose’?
Ans : proposal
17. Choose the word which never has a plural.
Ans : information
18. He gave me five books in this sentence which is the adjective?
Ans : Five
19. What is the meaning of the idiom ‘smell a rat’ –
Ans : suspect something
20. What is the correct spelling ?
Ans : Acknowledgement
21. He can make you do this – এর সঠিক বঙ্গানুবাদ –
Ans : সে তোমাকে দিয়ে এটি করাতে পারবে।
22. What will be the correct preposition in ‘My friend always goes home – feet.
Ans : on
23. What is the meaning of ‘balck sheep’?
Ans : Disgraceful person
24. He is popular – all--- his goodness.
Ans : with, for
25. None but the brave deserves the fair. In this sentence ‘but’ is –
Ans : conjunction
26. ‘We must not be late, else we will miss the train’. This is a –
Ans : Compound sentence
27. Identify the correct passive form of the sentence below?
Ans : Are they known to you?
28. ‘Once in a ablue moon’ means –
Ans : very rarely
29. Choose the appropriate preposition in the blank of the following sentence. Eight men were concerned – the plot/
Ans : in
30. ‘Mutton’ is a/an –
Ans : material noun
গণিত অংশের সমাধান :
১. ৩০ লিটার মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে কী পরিমাণ পানি মেশালে এসিড ও পানির অনুপাত ৩ : ৭ হবে?
উত্তর : ৪০ লিটার
২. ১ থেকে ২০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে?
উত্তর : ৮
৩. নিচের কোনটি মৌলিক সংখ্যা?
উত্তর : ৪৩
৪. বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে?
উত্তর : ৯ গুণ
৫. ময়ূর ও হরিণ একত্রে ৮০টি। কিন্তু তাদের মোট পায়ের সংখ্যা ২০০। কয়টি ময়ূর আছে?
উত্তর : ৬০
৬. এক-দশমাংশ, এক-শতাংশ এবং এক-সহস্রাংশ এর গড় হবে –
উত্তর : ০.০৩৭
৭. ১ + ৫ + ৯ +…..+ ১৬১ = ?
উত্তর : ৩৩২১
৮. অর্নি ও তার জমজ দুইবোনের বয়সের সমষ্টি ২৩ বছর। জমজ বোনদের প্রত্যেকের বয়স ৬ বছর হলে অর্নির বয়স কত?
উত্তর : ১১
৯. ০.১% কে দশমিকে প্রকাশ করুন।
উত্তর : ০.০০১
১০. a + b = 6, a- b = 4 হলে ab এর মান কত?
উত্তর : 5
১১. x + 2y = 8, 2x + y = 7 সমীকরণের সমাধান কোনটি?
উত্তর: 2, 3
১২. একজন দোকানদার ১৬টি কলা বিক্রি করে যে লোকসান করলো তা ৪টি কলার বিক্রয়মূল্যের সমান। ঐ দোকানদার শতকরা কত লোকসান হলো?
উত্তর : ২০%
১৩. ১৫.৬ এর ৮% কত?
উত্তর : ১.২৪৮
১৪. একটি রাস্তার ১০০ মিটার অন্তর গাছ লাগানো হলো। প্রথম গাছ ও শেষ গাছের মধ্যে দূরত্ব ২ কি.মি. হলে রাস্তায় মোট কতটি গাছ লাগানো হলো?
উত্তর : ২১
১৫. X2 – 7x + 6 = 0 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ নিচের কোনটি?
উত্তর : (x – 1) (x – 6)
১৬. কোন ভগ্নাংশের লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয় এবং হর থেকে 2 বাদ দিলে ভগ্নাংশটির মান 1 হয়। ভগ্নাংশটি কত?
উত্তর : 3/5
১৭. (৭ + ক) * = ৩০ হলে ক এর মান কত?
উত্তর : ৩
১৮. পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১০ : ৩ পুত্রের বয়স ১৮ হলে , পিতার বয়স কত?
উত্তর : ৬০ বছর
১৯. যদি x4 – 2x2 + 1 = 0 হয় তবে x এর মান কত?
উত্তর : 1
২০. x + y + z = 16, x – y = z হলে x =?
উত্তর : 8
সাধারণ জ্ঞান অংশের সমাধান :
১. ‘Line of Control’ যে দুটি দেশের সীমান্তে অবস্থিত –
উত্তর : ভারত – পাকিস্তান
২. ছয় দফা কর্মসূচী ঘোষিত হয় –
উত্তর : ১৯৬৬ সালে
৩. পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত?
উত্তর : ৬.১৫ কিমি. ও ১৯.১০ মি.
৪. স্ট্যাচু অব পিস’ কোথায় অবস্থিত?
উত্তর: সিউল
৫. অপারেশন সার্চলাইট যে সালে সংঘটিত হয় –
উত্তর : ১৯৭১
৬. কাইজার কোন দেশের প্রাচীন রাজাদের বলা হয়?
উত্তর : জার্মানি
৭. বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ –
উত্তর : মহেশখালী
৮. মুজিববর্ষ উদযাপন কাল হলো –
উত্তর: ১৭ মার্চ ২০২০- ১৬ ডিসেম্বর ২০২১
৯. ২০২২ সালে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে –
উত্তর : কাতার
১০. কোন দেশ বৃটিশ উপনিবেশ ছিল না ?
উত্তর : চীন
১১. বর্তমানে বিশ্বে শান্তির সংবিধান বলা হয় কোন দেশের সংবিধানকে?
উত্তর : জাপান
১২. বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ কোনটি?
উত্তর : চীন
১৩. ঐতিহাসিক ট্রয় নগরী কোন দেশের অন্তর্গত?
উত্তর : তুরস্ক
১৪. ৭. নিচের কোন স্থানটি বিশ্ব ঐতিত্য হিসেবে এখনও স্থান পায়নি?
উত্তর : মহাস্থানগড়
১৫. মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র –
উত্তর : জয়যাত্রা
১৬. বঙ্গবন্ধু স্যাটেলাইট কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয়?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্র
১৭. I have a dream শীর্ষক বিখ্যাত ভাষণ কে প্রদান করেন?
উত্তর : মার্টিন লুথার কিং
১৮. বিখ্যাত চিত্রকর্ম ‘ম্যাডোনা-৪৩’ এর চিত্রকর কে?
উত্তর : জয়নুল আবেদীন
১৯. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের কাল –
উত্তর : ২০১৬-২০৩০
২০. বাংলাদেশ প্রথম বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করে কোন সালে?
উত্তর : ১৯৯৯