কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পদ (কর্মচারী) – ২০২১ এর প্রশ্ন সমাধান

বাংলা অংশের সমাধান:

১. খনার বচন কী সংক্রান্ত?

উত্তর : কৃষি

২. নিচের কোনটি গুণবাচক বিশেষণের উদাহরণ?

উত্তর : চৌকষ লোক

৩. ‘প্রমাদ’ শব্দের অর্থ কি?

উত্তর: ভুলভ্রান্তি

৪. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?

উত্তর : হাঙ্গর নদী গ্রেনেড

৫. ‘বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে’ – বাক্যটি –

উত্তর: যৌগিক

৬. ঘিলু শব্দের অর্থ কী?

উত্তর : সব কয়টি

৭. চালাকের বিশেষ্য পদ কোনটি?

উত্তর : চাতুর্য, চালাকি

৮. কোনটি ঘর শব্দের সমার্থক শব্দ নয়?

উত্তর : বিপনী

৯. বাংলা ভাষার মূল উৎস কোনটি?

উত্তর : প্রাকৃত

১০. কোন বাক্যটি শুদ্ধ?

উত্তর : তুমিকি ঢাকা যাবে?

১১. শোক শব্দের বিপরীত শব্দ কোনটি?

উত্তর : হর্ষ

১২. কোন বানানটি শুদ্ধ নয়?

উত্তর : উর্দ্ধ

১৩. বাংলা বর্ণমালায় মোট বর্ণ কয়টি?

উত্তর : ৫০টি

১৪. বিনয় এর বিপরীতার্থক শব্দ কোনটি?

উত্তর : ঔদ্ধত্য

১৫. যা চিরস্থায়ী নয় এর এক কথায় প্রকাশ কোনটি?

উত্তর : নশ্বর

১৬. ভাষা আন্দোলনভিত্তিক ‘কবর’ নাটকের রচয়িতা কে?

উত্তর : মুনীর চৌধুরী

১৭. কোনটি শুদ্ধ বানান?

উত্তর : ন্যূনতম

১৮. বাংলা সাহিত্যের সবচেয়ে পুরাতন গ্রন্থ কোনটি?

উত্তর : চর্যাপদ

১৯. ভূত শব্দের বিপরীত শব্দ –

উত্তর : ভবিষ্যৎ

২০. Wisdom শব্দের বাংলা প্রতিশব্দ?

উত্তর : প্রজ্ঞা


ইংরেজি অংশের সমাধান :

1. ‘As it were’ এর অর্থ কি?

Ans: যেন

2. Plural of ‘Ox’ is –

Ans: oxen

3. Dhaka is becoming one of the ---cities in Asia.

Ans : busiest

4. Fortun ---the brave.

Ans : favours

5. My father arrived while I ---the book.

Ans : was reading

6. Had I known her, I ---her.

Ans: would have met

7. Choose the right preposition for the sentence – ‘I count ---your help.

Ans : upon

8. We should have testy and ---meals.

Ans : nutritious

9. We waited until the plane---

Ans : took off

10. লেফটেন্যান্ট শব্দের  সঠিক ইংরেজি বানান কোনটি?

Ans : Lieutenant

11. Choose the correctly spelt word.

Ans : Leisure

12. Students should attend --- their lessons.

Ans : to

13. They arrived here after you….

Ans : had left

14. Fill in  the gap ‘Slow and steady---the race.

Ans : wins

15. Choose the correct sentence.

Ans : Yesterday, I went home

16. Teacher said, ‘The earth---round the sun’.

Ans : moves

17. What is the verb form of ‘power’?

Ans : empower

18. Recognise শব্দটির noun কোনটি?

Ans : Recognition

19. Which is the correct  spelling ?

Ans : Restaurant

20. I wish I----a king.

Ans : were

 

গণিত অংশের সমাধান :

১. ৩০ কে ২/৩ দ্বারা ভাগ করে ১০ যোগ করলে কত হবে?

উত্তর : ৫৫

২. ৪৩ থেকে ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?

উত্তর : ৪

৩. যে ত্রিভুজের তিন কোণ সমান তাকে কোন ধরনের ত্রিভুজ বলে?

উত্তর: সমবাহু

৪. ১২৮,৬৪,৩২….ধারাটির ৮ম পদ কোনটি?

উত্তর : ১

৫. ৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাশের হার কত?

উত্তর : ৩০%

৬. x + y = 12 এবং x – y = 2 হলে xy এর মান কত?

উত্তর : ৩৫

৭. কোন সংখ্যাটি অন্য রকম?

উত্তর: ১৬ (৪৩, ২৩, ১৯ এই তিনটি মৌলিক সংখ্যা)

৮. একটি চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত?

উত্তর : ৩৬০

৯. বৃত্তের কেন্দ্র থেকে পরিধির যে কোনো বিন্দুর সংযোজক সরলরেখাকে কি বলে?

উত্তর : ব্যাসার্ধ

১০. একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য a মিটার হলে, এর ক্ষেত্রফল কত?

উত্তর : ‍a2 বর্গমিটার

১১. করিমের জন্মদিন ২৯ ফেব্রুয়ারি। তার জন্মগ্রহণের সালটি কত হতে পারে?

উত্তর : ২০০৪

১২. ৪ বর্গফুট একটি বর্গাকার জায়গা ঢাকতে ৪ বর্গফুট ক্ষেত্রবিশিষ্ট কয়টি পাথর লাগবে?

উত্তর : ১টি

১৩. কোন দুটি সংখ্যার যোগফল ১০ এবং গুণফল ২৪?

উত্তর : ৪, ৬

১৪. কোনটি বৃহত্তম?

উত্তর : ২/৩

১৫. ০.৪ * ০.০২ * ০.৮ = ?

উত্তর : ০.০০৬৪

১৬. রহিম একটি কাজের ১/৫ অংশ করে ১ দিনে। সে ২০ দিনে কত অংশ কাজ করবে?

উত্তর : ৪ অংশ

১৭. ০.০০০৯ = কত?

উত্তর: ০.০৩

১৮. ৪০০ এর ৪৯% = কত?

উত্তর : ১৯৬

১৯. পিতা, মাতা, কন্যার বয়সের গড় ৩০ বছর। মাতা ও কন্যার বয়সের গড় ২৫ বছর হলে, পিতার বয়স কত?

উত্তর : ৪০

২০. একটি ট্রেন ৬০ কি.মি. বেগে চলে। ২৪০ কি.মি. যেতে কত সময় লাগবে?

উত্তর: ৪ ঘণ্টা


সাধারণ জ্ঞান অংশের সমাধান :

১. বাংলাদেশের সর্বোচ্চ বীরত্বসূচক উপাধি কী?

উত্তর : বীরশ্রেষ্ঠ

২. ‍উত্তরা গণভবন অবস্থিত কোন জেলায়?

উত্তর : নাটোর

৩. ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ কবে পালন করা হয়?

উত্তর : ১৪ ডিসেম্বর

৪. বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন –

উত্তর : তাজউদ্দীন আহমেদ

৫. বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল –

উত্তর : মেহেরপুরে

৬. সর্বশেষ অলিম্পিক ক্রীড়া কোন দেশে অনুষ্ঠিত হয়েছে?

উত্তর : জাপান

৭. ‘বন্দর আব্বাস’ কোন দেশের সমুদ্র বন্দর?

উত্তর : ইরাক

৮. এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়?

উত্তর : ম্যানিলা

৯. ‘নেলসন ম্যান্ডেলা’ নামটির সাথে জড়িত দেশ হলো –

উত্তর : দক্ষিণ আফ্রিকা

১০. বাংলাদেশ নিচের কোন আন্তর্জাতিক/আঞ্চলিক সংস্থার সদস্য নয়?

উত্তর : আসিয়ান

Exams

Subjects