মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রদর্শক (সকল বিষয়) -২০২১ এর প্রশ্ন সমাধান
বাংলা অংশের সমাধান :
- বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? উত্তর : মিথিলা
- ‘শ্রদ্ধা’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি? উত্তর : শ্রৎ + ধা + অ+আ
- কায়কোবাদের ‘মহাশ্মশান’ কোন ধরনের রচনা? উত্তর : মহাকাব্য
- রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্য কাব্য কোনটি? উত্তর : পুনশ্চ
অগ্নিবীণা কাব্যগ্রন্থের সংকলিত প্রথম কবিতা কোনটি? উত্তর : প্রলয়োল্লাস
- মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি? উত্তর : বন্দী শিবির থেকে
- বিস্ময়াপন্ন পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি? উত্তর : বিষয়কে আপন্ন
- অন্ধিসন্ধি বাগধারাটির অর্থ কি? উত্তর : গোপন তথ্য
- বামেতর শব্দটির অর্থ কি? উত্তর : ডান
- যা সহজে অতিক্রম করা যায় না – উত্তর : দূরতিক্রম্য
ইংরেজি অংশের সমাধান :
- The meaning of ‘culminate’? Ans : to ditch
- A gerund does the work of – Ans : a verb and a noun
- Which one is correct? Ans : I was a candidate for the post
- The lady prides herselt-----her beauty. Ans : upon
- The masculine form of ‘Bee’ is ? ans : Drone
- Green eye means : ans : jealousy
- The opposition meaning of venerate – ans : Condemn
- Nota bene means – ans : make well
- Choose the correct word – ans : Adulteration
- All his pupils like him. বাক্যটির সঠিক passive form হচ্ছে – ans : He is liked by all his pupils.
গণিত অংশের সমাধান :
- কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে ১ বিয়োগ করলে বিয়োগফল ৯, ১২ ও ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? উত্তর : ১৮১
- ১ সেন্টিমিটার সমান ০.৩৯৩৭ ইঞ্চি হলে ১ কিলোমিটার সমান কত ইঞ্চি? উত্তর : ৩৯৩৭০
- ২.৫ কোন সংখ্যার ০.৫%? উত্তর : ৫০০
- x4 + x6 * x2 এর মান কত? উত্তর : 1
- 100x = 10 হলে x এর মান কত? উত্তর : ½
- x4 – x2 + 1 = 0 হলে x3 + 1/x3 = কত? উত্তর : 0
- log3 81 এর মান কত? উত্তর : 8
- তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 33 হলে তাদের গুণফল কত? উত্তর : 1320
- ২ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তঃস্থ একটি বর্গক্ষেত্রের চারটি বাহু এবং বৃত্তটি দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? উত্তর : 4 - 8
- একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনার ও তামার অনুপাত ৩ : ১ । এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ : ১ হবে? উত্তর : ৪ গ্রাম
- টাকায় ৩টি করে লেবু কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা লাভ কত হবে? উত্তর : ৫০%
- ১, ৩, ৬, ১০, ১৫, ২১……ধারাটির দশম পদ কত? উত্তর : ৫৫
- কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১০ একর। এর এক বাহুর দৈর্ঘ্য কত গজ? উত্তর : ২২০
- ৪১ থেকে ৯০ পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? উত্তর : ১২টি
সাধারণ জ্ঞান :
- বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? উত্তর : বুড়িগঙ্গা
- মুদ্রার অবমূল্যায়ন হলে কি ঘটে? উত্তর : আমদানি কমে যায়
- ইয়াল্টা কনফারেন্স কবে অনুষ্ঠিত হয়? উত্তর : ১৯৪৫
- আগরতলা ষড়যন্ত্র মামলায় কতজনকে আসামী করা হয়? উত্তর : ৩৫ জন
- Grands National Assembly কোন দেশের পার্লামেন্ট? উত্তর : তুরস্ক
- বেগম পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? উত্তর : সুফিয়া কামাল
- আন্তর্জাতিক নিরাপদ মাতৃত্ব দিবস কবে? উত্তর : ২৭ মে
- বাংলাদেশের প্রথম উপগ্রহভূকেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর : রাঙ্গামাটি
- পদ্মা সেতুতে স্প্যানের সংখ্যা কতটি? উত্তর : ৪১
- ১ ট্যারা বাইট = কত মেগা বাইট? উত্তর : ১০ লক্ষ মেগা বাইট
- বাংলাদেশের স্বাক্ষরতার হার – উত্তর : ২০২০ অনুযায়ী বাংলাদেশের স্বাক্ষরকাতর হার ৭৪.৪%।
- UNHCR এর সদর দপ্তর কোথায়? উত্তর :জেনেভা
- GCC এর সদস্য সংখ্যা কত? উত্তর : ৬
- Law of the sea convention অনুযায়ী উপকূল থেকে কত দূরত্ব পর্যন্ত Exclusive economic zone হিসেবে গণ্য? উত্তর : ২০০ নটিক্যাল মাইল
- বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম অধিনায়ক কে ছিলেন? উত্তর : গাজী আশরাফ লিপু