পানিসম্পদ মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক -২০২০ এর প্রশ্ন সমাধান

বাংলা অংশের সমাধান :

১. অনুচ্ছেদ লিখুন : দেশের সার্বিক উন্নয়নে তথ্যপ্রযুক্তির ভূমিকা।

উত্তর : নিজে চেষ্টা করুন।

২. সন্ধি বিচ্ছেদ করুন :

  • পদ্ধতি - পদ + হতি
  • অন্বেষণ - অনু + এষণ
  • বর্জন - বৃজ + অন
  • মনীষা - মনস + ঈষা
  • তন্বী - তনু + ঈ

৩. অর্থসহ বাক্য রচনা করুন :

  • রাবণের চিতা - চির অশান্তি
  • সাক্ষী গোপাল - নিস্ক্রিয় দর্শক
  • হেঁড়ে-গলা - কর্কশ ও মোটা কণ্ঠ
  • তালপাতার সেপাই - অত্যন্ত কৃশ ও দুর্বল লোক
  • হাতভারী - কৃপণ

৪. এক কথায় প্রকাশ :

  • পাখির ডাক - কূজন
  • যার বংশ পরিচয় এবং স্বভাব কেউ জানে না - অজ্ঞাতকুলশীল
  • কোথাও উঁচু কোথাও নিচু - বন্ধুর
  • যে নারী প্রিয় কথা বলে - প্রিয়ংবদা
  • যে সকল অত্যাচারই সয়ে যায় - সর্বংসহা

৫. বিপরীত শব্দ লিখুন :

  • অতীন্দ্রিয় - ইন্দ্রিয়
  • ব্যষ্টি - সমষ্টি
  • অশনি - শুভ
  • ভূত - ভবিষ্যৎ
  • অপচয় - সঞ্চয়

৬. শুদ্ধ করে বাক্যটি লিখুন :

  • আমি এ ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি। উত্তর : আমি  এ ঘটনা প্রত্যক্ষ করেছি।
  • দৈন্যতা সব সময় ভাল নয়। উত্তর : দৈন্য/দীনতা সবসময় ভালো নয়।
  • সব বিষয়ে বাহুল্যতা বর্জন করিবে। উত্তর : সব বিষয়ে বাহুল্য বর্জন করিবে।
  • ভাত ছড়ালে শালিকের অভাব হয় না। উত্তর : ভাত ছড়ালে কাকের অভাব হয় না।
  • মুমূর্ষু রোগীকে সেবা করা উচিত। উত্তর : মুমূর্ষূকে সেবা করা উচিত।

ইংরেজি অংশের সমাধান :

৭. ইংরেজিতে অনুবাদ করুন :

  • সূর্য একটি ছোট তারা। ans : The sun is a small star.
  • গোলাপটি কত সুন্দর! ans : How nice the rose is !
  • তুমি কি কখনো কুয়াকাটা গিয়েছো? ans : Have you ever been to Kuakata?
  • আমার ঠাণ্ডা লেগেছে। ans : I have caught cold.
  • বালিকাটি নাচতে নাচতে তার মায়ের কাছে গেল। ans : The girl went to her mother dancing.

৮. Write a paragraph on 'International Language Day'

Ans : Try  yourself

৯. Fill in the gaps :

  • He is senior -- me. ans : to
  • He is -- one eyed man. ans : a 
  • You are -- Nazrul I see. ans : the
  • Open -- page 40. ans : at
  • He died -- over eating. ans : from

১০. Make sentences with the following phrase & idioms :

  • At a dead lock - অচল অবস্থা।
  • In a body - একযোগে।
  • Ups and downs -  উত্থান-পতন।
  • Take into accounts - বিবেচনায় আনা।
  • A man of letters -  বিদ্বান ব্যক্তি।

১১. বাংলায় অনুবাদ করুন :

  • Rome was not built in a day. ans : বৃহৎ কোনো কাজ রাতারাতি হয় না।
  • The child came to me crying. ans : শিশুটি কাঁদতে কাঁদতে আমার কাছে  আসল।
  • It is raining cats and dogs. ans : মুষলধারে বৃষ্টি হচ্ছে।
  • I don't know how to swim. ans : আমি সাঁতার কাটতে জানি না।
  • A garden is not only source of beauty. ans : একটি বাগান কেবল সৌন্দর্যের উৎস নয়।

১২. Correct the following sentences :

  • One of the books was lost. Ans : One of the books was lost.
  • Eighty miles are a long distance. Ans : Eighty miles is a long distance.
  • The thief ran out. Ans : The thief ran away
  • He was hung for murder. Ans : He was hanged for murder.
  • Though he is poor but he is honest. Ans : Though he is poor, he is honest.

গণিত অংশের সমাধান :

১৩. ২২০ মিটার ও ২৮০ মিটার দীর্ঘ দুটি ট্রেন যথাক্রমে ঘণ্টায় ৪৫ ও ৫৫ কি.মি. বেগে বিপরীত দিক থেকে পরস্পরের দিকে সমান্তরালভাবে আসতে থাকে। কত সময়ে ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করবে? উত্তর : ১৮ সেকেন্ড

১৪. উৎপাদকে বিশ্লেষণ করুন : a3 - 7a - 6 উত্তর : (a+1)(a+2)(a-3)

১৫. একটি ঘরের দৈর্ঘ্য ৪ মিটার, প্রস্থ ৩.৫ মিটার, উচ্চতা ৫ মিটার এবং এর দেওয়ালগুলো ১৫ সেন্টিমিটার পুরু হলে চার দেওয়ালের আয়তন কত? উত্তর : ১১.৭ ঘনমিটার

১৬. 

সাধারণ জ্ঞান অংশের সমাধান :

  • ১৭ এপ্রিল১৯৭১ সাল কেন বিখ্যাত? উত্তর : ১৭ এপ্রিল ১৯৭১ বাংলাদেশের অস্থায়ী তথা মুজিবনগর সরকার মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার আম্রকাননে শপথ গ্রহণ করে।
  • সর্বোচ্চ  বীরত্ব সূচক রাষ্ট্রীয় উপাধি কোনটি? উত্তর : বীরশ্রেষ্ঠ
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে? উত্তর : ১০ জানুয়ারি
  • বাংলাদেশের জাতীয় সংসদের নকশাকার কে? উত্তর : লুই আই কান।
  • স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী রাষ্ট্রের নাম লিখুন। উত্তর : ভুটান, ৬ ডিসেম্বর ১৯৭১।

১৮.

  • বাংলাদেশে জাতীয় শিশু দিবস কত তারিখে পালন করা হয়? উত্তর : ১৭ মার্চ
  • বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনের মান কি? উত্তর : সুন্দরবন
  • অর্থনৈতিক সমীক্ষা ২০১৯ অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় কত? উত্তর : ২০১৯ সালে মাথাপিছু আয় ১৯০৯ মার্কিন ডলার। ২০২০ সালে মাথাপিছু আয় ২০৬৪ মার্কিন ডলার।
  • বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সুপ্রীম কমান্ডার কে? উত্তর : বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সুপ্রীম কমান্ডার রাষ্ট্রপতি।
  • গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে? উত্তর : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে লাল রঙের বৃত্তের মাঝে হলুদ রঙ্গের বাংলাদেশের মানচিত্র আছে। বৃত্তের উপরে লেখা ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ নিচে লেখা সরকার। তাছাড়া বৃত্তের দুইপাশে দুটি করে মোট চারটি তারকা চিহ্ন আছে।

১৯.

  • United Nations Day কত তারিখে পালিত হয়? উত্তর : ২৪ অক্টোবর
  • উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকাকে বিচ্ছিন্নকারী খালের নাম কি? উত্তর : পানামা খাল
  • তথ্যের ক্ষুদ্রতম একক কোনটি? উত্তর : তথ্যের ক্ষুদ্রতম একক ডেটা।
  • গ্রিনিচমান সময়ের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য কত? উত্তর : ৬ ঘণ্টা।
  • মেক্সিকোর রাজধানীর নাম কি? উত্তর : মেক্সিকো সিটি

২০.

  • ‘অসমাপ্ত আত্মজীবনী’ এর লেখক কে? উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • CUP এর পূর্ণরূপ কী? উত্তর : Central Processing Unit
  • জাতীয় পতাকার নকশা প্রথম কে তৈরি করেন? উত্তর : কামরুল হাসান
  • বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারের নাম কি? উত্তর : স্বাধীনতা পুরস্কার
  • বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলা কোনটি? উত্তর : টেকনাফ

Exams

Subjects