জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর ওয়াচার কনস্টেবল (ফিল্ড স্টাফ) -২০২১ এর প্রশ্ন সমাধান
বাংলা অংশের সমাধান :
- ‘ঢাকেশ্বরী’ শব্দের প্রকৃত সন্ধি বিচ্ছেদ হলো - উত্তর : ঢাকা + ঈশ্বরী
- নিচের কোন ক্ষেত্রে সন্ধি করা অনুচিত? উত্তর : [বাংলা শব্দের সঙ্গে সংস্কৃত শব্দের সন্ধি করা অনুচিত, সমাসবদ্ধ পদে সন্ধি করা অনুচিত, ধাতুর সঙ্গে প্রযুক্ত উপসর্গে সন্ধি করা অনুচিত, উপরের কোনোটিই নয়] সঠিক উত্তর হবে উপরের কোনোটিই নিয়।
- সমাসবদ্ধ পদের প্রথম অংশকে কি বলা হয়? উত্তর : পূর্বপদ
- নিচের কোন বাগধারা দিয়ে ‘ভূমিকা’ বোঝায়? উত্তর : গৌরচন্দ্রিকা
- কারক ও বিভক্তি নির্ণয় কর। পাপে বিরত হও? উত্তর : অপাদানে ৭মী
- আকাশে চাঁদ উঠেছে- কোন কারক? উত্তর : অধিকরণ কারক
- 'Edition' শব্দটির সঠিক পরিভাষা কোনটি? উত্তর : সম্পাদক
- 'Misfortune never comes alone' এর বঙ্গানুবাদ কী? উত্তর : বিপদ কখনও একা আসে না।
- কোনটি শুদ্ধ বানান? উত্তর : দ্বন্দ্ব
- নিচের কোনটি অশুদ্ধ বানান? উত্তর : দারিদ্র
- অলংকারের ঝংকার’ এর বাক্য সংকোচন কি? উত্তর : শিঞ্জন
- ‘চক্ষুর সম্মুখে সংঘটিত’ এর বাক্য সংকোচন কী? উত্তর : চাক্ষুস
- আরবি থেকে আগত বাংলা শব্দগুচ্ছ কোনটি? উত্তর : কলম, হাকিম, দখল
- স্বরধ্বনি নয় কোনটি? উত্তর : ঋ
- ‘তাকে আসতে বললাম, তবু এলো না’ - কিসের উদাহরণ? উত্তর : যোজক
- বাংলা ভাষায় মৌলিক ধ্বনির সংখ্যা কত? উত্তর : ৩৭
- অনুকার দ্বিত্বের উদাহরণ কোনটি? উত্তর : চুপচাপ
- ‘অটবী’এর সমার্থক শব্দ কোনটি? উত্তর : কুঞ্জ
- ‘ঝরা পালক’ কাব্যগ্রন্থের রচয়িতা কে? উত্তর : জীবনানন্দ দাশ
ইংরেজি অংশের সমাধান:
- Choose the appropriate preposition: Abdullah has no appetite--- food. ans : for
- Choose the appropriate preposition: I condole---my friend---his sister's death. Ans : with, on
- Choose the correct passive form of : My son bought a new Motor Bike, ans : A new motor bike was bought by my son
- Choose the appropriate preposition: He hinted me---the matter. Ans : at
- Fill in the gap : How long is it since you---him last? Ans : saw
- Fil in the gap : We are friends, we ----each other for years. Ans : have know
- Fill in the gap : At 11 am tomorrow, they ---in the factory. Ans : will be working
- Fill in the gap : We--- dinner when the phone rang. Ans : were having
- Choose the correct sentence. Ans : Who is that man waiting outside?
- Choose the correct sentence. Ans : The news has made us very happy.
- Fill in the gap : He had three eggs for---breakfast. Ans : no article
- Fill in the gap : I have to go to ---bank now. ans : the
- Which of the following is a noun? ans : mention
- Which of the following is a verb? ans : man
- Which of the following is an antonym for the word 'Courageous'? ans: cowardly
- Which of the following is a synonym for the word 'Irritate'? ans: vex
- Find out the correct translation : চিন্তাশিল ও সৎ মানুষ তৈরি করা যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ্য হওয়া উচিত। ans : The goal of any educational institution should produce thinking and honest human beings.
- Choose the correct spelling. Ans : Accommodation
- Choose the correct spelling. Ans : Acquiescence
- He is the black sheep in the family. here 'black sheep' means - Ans : an unworthy person
গণিত অংশের সমাধান:
- ১০ জন শ্রমিক যে কাজ ২৫ দিনে করতে পারে, সেই কাজ ১০ দিনে সম্পন্ন করতে কতজন শ্রমিক লাগবে? উত্তর : ২৫জন
- তিনটি সংখ্যার গড় ১০। একটি সংখ্যা ১২ হলে , নিচের কোনটি একমাত্র প্রচুরক হতে পারে? উত্তর : ৯
- একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৪ ও ১৬ হলে, মধ্য সমানুপাতী কত হবে? উত্তর : ৮
- ৫:৭, ৪:৯, ৩:২ এর মিশ্র অনুপাত কত হবে? উত্তর : ১০:২১
- একবার স্ট্রবেরি ২৭৫০ টাকায় বিক্রয় করায় ৪৫০ টাকা ক্ষতি হলো। ঐ স্ট্রবেরি ৩৬০০ টাকায় বিক্রয় করলে কত টাকা লাভ বা ক্ষতি হবে? উত্তর : লাভ = ৪০০ টাকা
- একজন মাছ বিক্রেতা প্রতি হালি রুই মাছ ২৪০০ টাকায় কিনে প্রতিটি মাছ ৫৫০ টাকা করে বিক্রয় করলেন। তার শতকরা কত লাভ/ক্ষতি হলো? উত্তর : ৮(১/৩) ক্ষতি
- কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ১০ যোগ করলে যোগফল ১৬, ২৪, ৩২ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? উত্তর : ৮৬
- দুইটি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং গ.সা.গু ১৩। সংখ্যা দুইটির ল.সা.গু নির্ণয় কর? উত্তর : ২৬০
- তমা শাড়ির দোকানে গিয়ে ১২০০ টাকায় একটি সিল্কের শাড়ি ও ১৮০০ টাকায় একটি থ্রিপিস ক্রয় করল। ভ্যাটের হার ৪ টাকা হলে, সে দোকানদারতে কত টাকা দেবে? উত্তর : ৩১২০ টাকা
- x+y = 4 এবং x-y = 3 হলে, 8xy এর মান কত? উত্তর : 14
- যদি f(x) =x2 হয়, f(a+b) + (a-b) এর মান কত? উত্তর : 2a2 + 2b2
- যদি xy = 64 হয়, যেখানে x, y পূর্ণমান নিচের কোনটি x+y এর মান হবে? উত্তর : 7
- একটি আয়তক্ষেতে দৈর্ঘ্য ৯ একক ও ক্ষেত্রফল ৫৪ বর্গ একক হলে, তার পরিধি কত হবে? উত্তর : ৩০ একর
- যদি p ও Q জোড় সংখ্যা এবং R বিজোড় সংখ্যা হয়, নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারবে না? উত্তর : R/P
- নিচের কোনটি x3 + 6x2 + 11 + 6 এর উৎপাদক হবে না? উত্তর : x+4
- একটি শ্রেনিকক্ষের ২৫ জন ছাত্রছাত্রীর গণিতের প্রাপ্ত নম্বর নিচের ছকে দেয়া আছে। গণিতে প্রাপ্ত নম্বরের গড়, মধ্যক ও প্রচুরক কত হবে? উত্তর : ১০, ১০, ১৫
প্রাপ্ত নম্বর | ০ | ৫ | ১০ | ১৫ | ২০ |
ছাত্রছাত্রীর সংখ্যা | ১ | ৬ | ৫ | ৮ | ৫ |
সাধারণ জ্ঞান অংশের সামধান :
- বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহণ করেছিল? উত্তর : ১৭ এপ্রিল, ১৯৭১
- বাংলাদেশের বর্তমান এটর্নি জেনারেলের নাম কী? উত্তর : এ এম আমিন উদ্দিন
- বাংলাদেশের সংবিধান গৃহীত হয় - উত্তর : ৪ নভেম্বর ১৯৭২
- মুক্তিযুদ্ধে অবদানের জন্য খেতাবপ্রাপ্ত দু’জন নারী মুক্তিযোদ্ধা হলেন - উত্তর : ক্যাপ্টেন সিতারা বেগম ও তারামন বিবি
- ‘আগুন ও বরফের ভুমি’ বলা হয় কোন দেশকে? উত্তর : আইসল্যান্ড
- বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? উত্তর : ৫ জুন
- অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ ২০২০ এর ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে ছিলেন? উত্তর : ভারত
- কয়লা উৎপাদনে বিশ্বে প্রথম - উত্তর : চীন
- আমার দেখা নয়াচীন’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা কততম প্রকাশিত গ্রন্থ - উত্তর : তৃতীয়
- বিমান বাংলাদেশ এয়ারলাইনসে যুক্ত হওয়া সর্বশেষ দুটি বিমানের নাম হলো - উত্তর : আকাশ তরী ও শ্বেত বলাকা
- ২৭ মার্চ ২০২১ সাল কোন দুটি দেশ ২৫ বছর মেয়াদি কৌশলগত অংশীদায়িত্ব চুক্তিতে স্বাক্ষর করে? উত্তর : ইরান ও চীন
- সেভেন সিস্টার্স বলা হয় কোন অঞ্চলকে? উত্তর : উত্তর-পূর্ব ভারতের ৭টি রাজ্যকে।
- কোভিড-১৯ এর অক্সফোর্ড অ্যাস্ট্রজেনিক টিকা সর্বপ্রথম কোন দেশ ব্যবহারের অনুমতি প্রদান করে? উত্তর : ইংল্যান্ড
- ভারতের কোন অঞ্চলের সাথে বাংলাদেশের দীর্ঘতম সীমানা বিদ্যমান? উত্তর : পশ্চিমবঙ্গ
- কি বোর্ডের কোন দুটি কি’র সমন্বয়ে সেন্টার এলাইনমেন্ট করা যাবে? উত্তর : Ctrl + e
- ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে? উত্তর : অগ্নাশয়
- ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্যোক্তা কে? উত্তর : স্যার অ্যালান অক্টাভিয়ান হিউম
- ‘বরেন্দ্র রিসার্চ সোসাইটি’ কোথায় এবং কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর : রাজশাহী জেলায় ১৯১০ সালে
- বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিরেন? উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- বোর্ডের ওপর তেলরঙে ‘চর দখল’ ছবিটি কার আঁকা? উত্তর : এস.এম. সুলতান
- কৃষক প্রজা পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর : ১৯৩৬ সাল
- Long walk to freedom গ্রন্থটির লেখক কে? উত্তর : নেলসন ম্যান্ডেলা
- A brief history of seven killings বইটির লেখক কে? উত্তর : মারসল জেমস
- নাগাসাকি নগরীতে বিস্ফোরিত পারমাণবিক বোমার নাম কী? উত্তর : Fat man