NCTB 2021 এর প্রশ্ন সমাধান

সাধারণ জ্ঞান

  • দক্ষিণের রানী বলা হয় বিশ্বের কোন শহরকে - সিডনি।
  • রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত লাইন বাজানো হয় - প্রথম ৪ চরণ।
  • থাইল্যান্ডের পুরাতন নাম - শ্যামদেশ।
  • NCTB - National Curriculum and Textbook Board
  • GIS -Geographic Information System
  • গিবারিশ কি - কম্পিউটারে দেয়া অপ্রয়োজনীয় তথ্যকে বলে গিবারিশ।
  • Ubuntu কি - উবুন্টু একটি অপেন সোর্স অপারেটিং সিস্টেম।
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট প্রথম কবে অনুষ্ঠিত হয় - ২০০৭ সালে।
  • বাংলাদেশের কোন উপজাতির ধর্ম ইসলাম - পাঙন।
  • জাতীয় সংসদের অধিবেশন আহ্বন করেন - রাষ্ট্রপতি।
  • রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য শিরোনামের মিথ্যা মামলা কবে প্রত্যাহার করা হয় - ২২ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে।
  • কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয় - যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেন।
  • সুইডেনের মুদ্রার নাম - ক্রোনা।
  • বাংলাদেশের রাজধানী ঢাকা সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে - ৫(ক)।
  • অলিম্পিক মিউজিয়াম কোথায় অবস্থিত  - সুইজারল্যান্ডে।

বাংলা অংশ

১. রচনা লিখুন।

  • স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং উন্নয়নের সুবর্ণরেখা।

২. সমার্থক শব্দ

  • ঈশ্বর - আল্লাহ, সৃষ্টিকর্তা, বিধাতা, স্রষ্টা, জগৎপতি, পরমাত্মা, খোদা।
  • গঙ্গা - ভাগীরথী, গোমতী, শিবপত্নী।
  • তপন - সূর্য, ভানু, রবি, আফতাব, মিহির, দিবাকর, আদিত্য।
  • বিদ্যুৎ - বিজলি, তড়িৎ, ক্ষণপ্রভা, সৌদামিনী, চপলা, চঞ্চলা, অচির প্রভা, শম্পা।
  • স্বদেশ - মাতৃভূমি, স্বভূমি ,বাসভূমি।

৩. ব্যাসবাক্যসহ সমাস

  • কুশীলব - দ্বন্দ্ব- কুল ও লব।
  • জয়ন্তী - ৪থী  তৎপুরুষ- জন্ম।
  • বদ্বীপ - উপমিত কর্মধারয় - ব এর মত দ্বীপ।
  • অনতিবৃহৎ - নঞ তৎপুুরুষ - নয় অতি বৃহৎ ।
  • যৌবনসূর্য - রূপক কর্মধারয় - যৌবন রূপ সূর্য।

৪. প্রকৃতি ও প্রত্যয় 

  • জ্যান্ত = জী + অন্ত।
  • দিব্য - দিব + য।
  • পন্ডিত - পন্ডা + ইত
  • বার্ষিক - বর্ষ + ষ্ণিক।
  • দ্রাঘিমা - দীর্ঘ + ইমন।

English Part

৫. Anatomy

  • Flimsy (চঞ্চল) - Sturdy
  • Heed (সাবধান) - Disregard
  • Literacy (সাবধান) - illiteracy
  • Patriot (দেশপ্রেমিক) - Traitor
  • Succumb (মারা যাওয়া) - Resist

৬. অনুবাদ

সময় অত্যন্ত মূল্যবান । একে অবজ্ঞা করা সঠিক নয়। যে মানুষ সময়ের সদ্ব্যবহার করে তার সফলতা অনিবার্য। পৃথিবীর সকল বিখ্যাত ব্যক্তিই সময়ের সঠিক ব্যবহার করেছেন। আমাদের ‍উচিত তাদের অনুসরণ করা। - Time is extremely precious. It is not right to ignore it. The success of a person who takes advantage of time is inevitable. All the famous people of the world have made the right use of time. We should follow them.

7. Write a short essay on "Bangabandhu and Bangladesh"

গণিত

  • কোনো আসল ৩ বছরে মুনাফা-আসলে ৫৫০০ টাকা হয়। মুনাফা আসলের ৩/৮ অংশ হলে , আসল ও মুনাফার হার নির্ণয় করুন।

Exams

Subjects