বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান সহকারী ২০২০ এর সমাধান
1. দ্বিপ অর্থ - হাতি।
2. সামাজিক নাটক কোনটি - সধবার একাদশী।
3. ‘রেস্তোরাঁ’ কোন ভাষার শব্দ - ফরাসি।
4. বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার
বর্ণ – ৩২টি।
5. মোতাহার হোসেন রচিত গ্রন্থ –
সংস্কৃতির কথা।
6. লবলম্বনে ‘অব’ উপসর্গটি কি
অর্থে ব্যবহৃত – নিম্নে।
7. ‘শাহনামা’ মৌলিক গ্রন্থটি
কার – ফেরদৌসী।
8. কোনটি শুদ্ধ বানান –
প্রোজ্জ্বল।
9. বাংলা সাহিত্যের প্রথম
উপন্যাস ‘আলালের ঘরের দুলাল’ কবে প্রকাশিত হয় – ১৮৫৮ সালে।
10. মুক্তিযুদ্ধ বিষয়ক নাট –
পায়ের আওয়াজ পাওয়া যায়।
11. বিশেষ্য পদ নয় কোনটি –
স্বয়ং।
12. সব কটা জানাল খুলে দাও না
এর গীতিকার – নজরুল ইসলাম বাবু।
13. নান্দী শব্দের অর্থ –
স্তুতি।
14. চলচ্চিত্র এর সঠিক সন্ধি
বিচ্ছেদ – চলৎ + চিত্র।
15. কোন দুটি অঘোষ ধ্বনি – চ ছ।
16. সন্ধি ব্যাকরণের কোন অংশের
আলোচ্য বিষয় – ধ্বনিতত্ত্ব।
17. কিরণ শব্দের সমার্থক শব্দ –
ময়ূখ।
18. যার বসন আলগা এর বাক্য
সংকোচন – অসংবৃত।
19. শ্রী চৈতন্যদেবের
জীবনভিত্তিক প্রথম কাহিনী কাব্য রচনা করেন – বৃন্দাবন দাস।
20. মৈনাক ছদ্মনামে লিখতেন –
শামসুর রাহমনা।
21. BIMSTEC ভুক্ত দেশ নয় –
পাকিস্তান।
22. ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান কয় দফা দাবি পেশ করেন – ৪ দফা।
23. মহাকাশে স্যাটেলাইট
প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান – ৫৭।
24. স্বাধীনতা যুদ্ধে অবদান
রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধি দেয়া হয় – ২ জন।
25. ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর
কোথায় – ব্রাসেলস, বেলজিয়াম।
26. সতীদাহ প্রথা কে বিলুপ্ত
করেন – লর্ড বেন্টিঙ্ক।
27. ময়নামতিতে কোন সভ্যতার নিদর্শন
পাওয়া যায় – বৌদ্ধ সভ্যতা।
28. কোন তারিখে আনুষ্ঠানিকভাবে
স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ঘোষণা দেয়া হয়েছিল – ১০ এপ্রিল, ১৯৭১।
29. নিচের কোনটি ইনপুট ডিভাইস –
কিবোর্ড।
30. ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের
‘Big One’ বলতে বোঝায় – চূড়ান্ত ভূমিকম্প।
31. বুজুমবুরা কোন দেশের
রাজধানী – বুরুন্ডি। [বুরুন্ডির পূর্ব রাজধানীর নাম বুজুমবুরা এবং বর্তমান রাজধানী
জিতেগা।]
32. ২০২২ সালে ফিফা বিশ্বকাপ
কোথায় হবে – দোহা।
33. পানামা খাল কোন মহাসাগরকে
যুক্ত করেছে – আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর।
34. চীন আবিষ্কার করেন – মার্কোপোলো।
35. মাননীয় প্রধানমন্ত্রী শেখ
হাসিনা এর বিশেষ উদ্যোগ কয়টি – ১০।
36. পিতা ও পুত্রের বয়সের
অনুপাত ৭ : ২ এবং ৫ বছর পরে তাদের বয়সের অনুপাত ৮ : ৩ হবে। তাদের বর্তমান বয় কত? -
৩৫১০।
37. পরপর ১০টি সংখ্যার প্রথম
৫টির যোগফল ৫৬০ হলে, শেষ ৫টির যোগফল কত? – ৫৮৫
38. A + b = 9m এবং ab = 18m2 হলে a – b এর মান কত? –
3m
39. যদি x3 – hx + 10 = 0 এর
একটি ২ সমাধান হয় তবে h এর মান কত? – 9
40. X2 – 11x + 30 এবং x3 – 4x2
– 2x – 15 এর গ.সা.গু কত? – x – 5
41. X + 1/x = হলে
x3 + /x3 এর মান কত? – 0
42. 3.2n – 4.2n-2
কত? – 2n+1
43. একটি সামন্তরিকের দুইটি
সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৭ সেন্টিমিটার এবং ৫ সেন্টিমিটার হলে, এরপরিসীমা
কত? – ২৪।
44. সমদ্বিবাহু ত্রিভুজের সমান
বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় কী হবে – স্থুলকোণ।
45. একটি সামন্তরিকের বিপরীত দুটি
কোণের সমষ্টি ৬০ হলে অপর একটি কোণের মান কত? – ১৫০
46. PQRS রম্বসের বাহুর দৈর্ঘ্য
৩ ইঞ্চি । PR এবং QS কর্ণ দুটি O বিন্দুতে ছেদ করলে PO2 + QO2 = কত? – ৯।
47. একটি সমবাহু ত্রিভুজের একটি
বাহু ১৬ মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? - ৬৪।
48. ৩০ লিটার মিশ্রণে এসিড ও
পানির অনুপাত ৭:৩। ঐ মিশ্রণে কি পরিমাণ পানি মেশালে এসিড ও পানির অনুপাত ৩:৭ হবে? –
৪০ লিটার।
49. একজন দোকানদার কিছু পন্য
ক্রয় করলেন। পরিবহণের সময় ১৩% পণ্য নষ্ট হয়ে গেল এবং ৭% পণ্য চুরি হয়ে গেল। মোটের
উপর ২০% লাভ করতে হলে তাকে অবশিষ্ট পণ্য শতকরা কত লাভে বিক্রয় করতে হবে? – ৫০%।
50. বার্ষিক শতকরা ৫ টাকা হারে
৫০০ টাকার ৩ বছরের সরল মুনাফা কত হবে ? – ৭৫ টাকা।
51. Would you mind ………? –
opening the door
52. Which of the word is wrong
in spelling – cholera
53. Which pair is the similar
meaning of Distort : Twist – Harmonize : Balance
54. The Passive form of ‘He
pleases us’ – We are pleased with him
55. He parted – his friends in
tears. – from
56. Find out the plural form
of Oasis – Oases
57. Devil copperfield is a/an –
novel. – Victorian
58. আমার যদি পাখির মত ডানা
থাকতো। এর ইংরেজি – Had I the wings of bird
59. The phrase ‘nouveau riche’
means – new rich
60. The Headmaster and
security – present at the last meeting. – was
61. The synonym of shun is –
avoid
62. Which of the following is
not an adjective – humor
63. His speech was articulate
and I ask him to – his ideas – expand on
64. Who wrote the book ‘The
waste Land’ – T.S Eliot
65. Karim was angry – his conduct.
– at
66. Choose the correct one –
Misspell
67. Which correct meaning of
the word deliberate is – intentional
68. Which one is common noun –
infant
69. What is the appropriate
meaning of the word ‘flout’ – Disoby
70. I am desperate. All need
really is someone to – give me a hand.