জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) স্টোর গার্ড ২০২১ চাকরির পরীক্ষার সমাধান
১. বাগধারা
- অষ্টবজ্র সম্মিলন - প্রতিভাবান ব্যক্তিদের সম্মেলন।
- আসরে নামা - আবির্ভূত হওয়া
- ঊনপঞ্চাম বায়ু - পাগলামী
- কাজির বিচার - যুক্তিহীন / গুজামিল বিচার
- চোখের চামড়া - লজ্জা
২. এক কথায় প্রকাশ
- ঐতিহাসিক কালের পূর্ববর্তী - প্রাগৈতিহাসিক
- ঘাম ঝড়ে পড়ছে এমন - গলদঘর্ম
- ঝনঝন শব্দ - ঝঙ্কার।
- রাজনৈতিক চুক্তি - সন্ধি।
- লিখিত খসড়া - পাণ্ডুলিপি
৩. সন্ধি বিচ্ছেদ
- মনীষা - মনস + ঈষা
- প্রৌঢ় - প্র + উঢ়
- অন্যান্য - অন্য + অন্য
- ইতস্তত - ইতঃ + তত
- কিন্নর - কিম + নর
৪. অনুচ্ছেদ লিখুন: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
৫. Correction
- He did a sin - He committed a sin.
- He went to college on his foot - he went to college on foot.
- I know the true fact - I know the fact.
- One thirds of the workers are present - One third of the workers are present.
- Babu is competing to me for the post - Babu is competing with me for the post.
৬. Fill in the blanks
- I wish I - a king. - were
- Would you - having a cup of tea. - mind
- I fancy I - a trifle pale. - turned.
- No one can - that he is clever. - deny
- I have such a friend - you. - like
৭. Idioms and phrases
- A fool’s paradise - বোকার স্বর্গ।
- Bone of content – বিবাদের বিষয়।
White elephant – কাজে আসে না অথচ দামী ও অসুবিধাজনক।
Out and out – সম্পূর্ণরূপে।
In the long run – অবশেষে।
৮.
Translation into English
যে দেশকে ভালোবাসে সে একজন দেশ প্রেমিক। দেশ প্রেমিক নিজেদের জীবনের চেয়ে দেশকে বেশি ভালবাসে। দেশের মঙ্গলের জন্য তারা নিজেদের জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত। প্রত্যেকে তাদেরকে সম্মান করে। মুত্যুর পরও তারা বেঁচে থাকে।
ans : He who loves the country is a patriot.. Patriots love the country more than their own lives. They are ready to sacrifice their lives for the welfare of the country. Everyone respects them. They survive even after death.
৯. পাড়সহ একটি পুকুরের দৈর্ঘ্য ৮০ মিটার ও প্রস্থ ৫০ মিটার। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার ৪ মিটার হয়, তবে পুকুর পাড়ের ক্ষেত্রফল কত? – ৯৭৬ বর্গ মিটার।
১০. ৬৪ কিলোগ্রামের বালু ও পাথরের টুকরোর মিশ্রণে বালির পরিমাণ ২৫%। কত কিলোগ্রাম বালি মেশালে নুতন মিশ্রণে পাথরের টুকরোর পরিমাণ ৪০% হবে? – ৫৬ কিলোগ্রাম।
১১. দুটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল ১৬ হলে সংখ্যা দুটি নির্ণয় করুন? – ৭, ৯
১২. 54x4 + 27x3a – 16 x – 8a কে উৎপাদকে বিশ্লেষণ করুন।
- (2x + a) (3x – 2) (9x2 + 6x + 4)
১৩. প্রশ্নগুলোর উত্তর দিন।
- বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত? – আগারগাঁও, ঢাকা।
বাংলাদেশের রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের কয়টি চরণ বাজানো হয়? – প্রথম ৪ চরণ।
শওকত ওসমানের প্রকৃত নাম কী? – শেখ আজিজুর রহমান।
ছয়দফা কোথায় কত সালে ঘোষণা করে হয়? – লাহোরে, ১৯৬৬ সালে।
শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কী পদক পেয়েছিলেন? – জুলিওকুরি।
Stop Genocide প্রামাণ্য চলচ্চিত্রটির পরিচালক কে? – জহির রায়হান।
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কবে উৎক্ষেপণ করা হয়? – ১২ মে, ২০১৮।
মুক্তিযুদ্ধে বীরত্বসূচক রাষ্ট্রীয় উপাধি কয়টি ও কিকি? – ৪টি। বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতিক।
বাংলাদেশর সংবিধানের কতটি অনুচ্ছেদ ? – ১৫৩টি।
কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? – হামিদুর রহমান।