প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পিটিআই ইন্সট্রাক্টর (সাধারণ) - ২০১৯ প্রশ্ন সমাধান

১. বাংলাদেশে নতুনধারার নাটকের পথিকৃৎ কে? – সেলিম আল দীন

২. বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কোন পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে? – দূরশিক্ষণের মাধ্যমে

৩. রক্তের গ্রুপ কয়টি? – ৪টি

৪. Andragogy বলতে কী বোঝায়? – বয়স্ক শিখন তত্ত্ব ও তার প্রয়োগ

৫. ‘ঞ্জ’ যুক্তবর্ণটি  কীভাবে গঠিত হয়েছে? – ঞ্ + জ

৬. স্কিমা কী? – পিয়াজেঁর তত্ত্বের একটি মানসিক অবস্থা

৭. কোন বাক্যটি প্রমিত চলিত রীতিতে লেখা আছে? – খেয়ে দেয়ে শুয়ে পড়লাম

৮. করণ শিখন তত্ত্বের প্রধান প্রত্যয় যূগল কোনটি? – পুরস্কার ও শাস্তি

৯. বড়পুকুরিয়া কয়লা খনি কোন জেলায় অবস্থিত? – দিনাজপুর

১০. উপজেলা রিসোর্স সেন্টার গঠনের উদ্দেশ্য কী? – প্রাথমিক শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ দেয়া

১১. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কী ? – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

১২. CEDAW ঘোষণা কী বিষয় নিয়ে? – নারীশিক্ষা ও  ক্ষমতায়ণ

১৩. জ্যঁ  পিয়াজেঁ কোন তত্ত্বের মাধ্যমে শিক্ষায় অবদান রেখেছেন? – জ্ঞানমূলক তত্ত্ব

১৪. শামসুর রহমান রচিত কাব্যগ্রন্থিটি হচ্ছে – নিরালোকে দিব্যরথ

১৫. উপানুষ্ঠানিক শিক্ষার মূল লক্ষ্যদল কারা? – ঝরে পড়া শিক্ষার্থী

১৬. The noun form of the word ‘sponteneous’ is – spontaneity

১৭. ‘ভাঁড়ু দত্ত’ চরিত্রটি পাওয়া যায় কোন গ্রন্থে? – চণ্ডীমঙ্গল কাব্যে

১৮. ব্যাপক অর্থে শিক্ষা’র ধারণা কোনটি অধিক গ্রহণযোগ্য? – মানব জীবনের বিকাশ সাধন

১৯. দক্ষিণ এশিয়ার কোন দেশটির সাক্ষরতার হার বেশি? – শ্রীলঙ্কা [অপশনগুলোর মধ্যে শ্রীলঙ্কা। কিন্তু সার্কভুক্ত দেশগুলোর মধ্যে মালদ্বীপ]

২০. রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি? – অবরোধবাসিনী

২১. Put the correct preposition in the blank. I am quite – home in Algebra. – at

২২. – the letter tonight, Rahim will post it tomorrow. – Finishing

২৩. ‘সবার জন্য শিক্ষা’ বলতে প্রকৃতপক্ষে কী বোঝায়? – একটি দেশের সমগ্র জনগোষ্ঠীর মৌলিক শিক্ষা নিশ্চিতকরণ

২৪. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস  হচ্ছে – দুর্গেশনন্দিনী

২৫. জমতিয়েন সম্মেলন ১৯৯০ এর ঘোষণা কোনটি? – সবার জন্য শিক্ষা

২৬. ব্যানবেইস (BANBELS) কোন কাজ করে? – শিক্ষা সংক্রান্ত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও প্রকাশ করে

২৭. ‘In black and white’ means – In writing

২৮. আধাঁর যুগে’র রচনা বলা হয় কোনটিকে? – প্রাকৃতপৈঙ্গল

২৯. শিক্ষা বিষয়ক ইউনেস্কোর বার্ষিক প্রতিবেদন কোনটি? – ক. Education Watch

খ. Global monitoring Report

গ. Global Assessment Report

ঘ. Global Education Report

[সঠিক উত্তর হবে Global Education Monitoring Report]

৩০. Which of the following is the correct sentence? – He is tired of the job.

৩১. শিক্ষাক্রম প্রণয়ন ও পরিমার্জনের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান কোনটি? – এনসিটিবি

৩২. “ A Brief History of Time” গ্রন্থের লেখক কে? – স্টিফেন হকিং

৩৩. শিক্ষায় সর্বাপেক্ষা নতুন ধারণা কোনটি? – ই-লার্নিং

৩৪. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? – ৬. ১৫ কি. মি.

৩৫. আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এর সদর দপ্তর কোথায় অবস্থিত? – ওয়াশিংটন ডিসি

৩৬. A person who performs tricks with hands in called – conjurer

৩৭. বাংলাদেশের উচ্চশিক্ষার মনোন্নয়নে গৃহীত প্রকল্প কোনটি? – HEQEP

৩৮. নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত শিক্ষা বিষয়ক গ্রন্থ? – ক. শিক্ষা

৩৯. বাংলাদেশে শিক্ষার আইনগত ভিত্তির প্রধান উৎস্য কোনটি? – সংবিধান

৪০. ‘অক্ষর’ হচ্ছে – শব্দের অংশ

৪১. একজন কাউন্সেলর একটি অপরাধ প্রবণ কিশোরের ধারাবাহিকভাবে তথ্য সংগ্রহ করলেন? – পর্যবেক্ষণ

৪২. নিচের কোনটি মনোপেলীজ ক্ষেত্রের শিখন উদ্দেশ্য? – গাণিতিক সমস্যা সমাধান

৪৩. বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ দেয় কোন প্রতিষ্ঠান? – NAEM

৪৪. The correct passive form of the sentence. ”I saw him fall from the tree is – He was seen to fall from the tree by  me.

৪৫. মুজিব নগর স্মৃতিসৌধ কোন জেলায় অবস্থিত? – মেহেরপুর

৪৬. উইলিয়াম কের রচিত গ্রন্থ কোনটি? – ক. ইতিহাসমালা খ. কথোপকথন গ. লিপিমালা ঘ. হিতোপদেশ [সঠিক উত্তর ক ও খ দুটোই]

৪৭. শিখন-শেখানো কার্যক্রমের কোন নির্দিষ্টি সমস্যার সমাধানকল্পে কোন ধরনের গবেষণা বেশি উপযোগী? – Applied Research

৪৮. ‘গরল’ শব্দের বিপরীত অর্থবোধক শব্দ কোনটি? – অমৃত

৪৯. SDG বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ৪নং লক্ষ্যমাত্রা ফোকাস কোনটি? – মানসম্মত শিক্ষা

৫০. জনপ্রতি দৈনিক কত কিলো ক্যালরির নিচে খাদ্য গ্রহণকে চরম দারিদ্র্য হিসেবে বিবেচনা করা হয়? – ১৮০৫

৫১. বাংলাদেশে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করে কবে আইন প্রণীত হয়? – ১৯৯০ সাল

৫২. It’s time you – your mistakes. – realized

৫৩. কোনটি ধ্বন্যাত্মক শব্দের উদাহরণ? – শন্শন্

৫৪. মধুসূদন দত্ত রচিক ঐতিহাসিক নাটক কোনটি? – ‍কৃষ্ণকুমারী

৫৫. Net enrollment ratio (NER) বলতে কী বোঝায়? নির্দিষ্ট বয়সসীমার শিক্ষার্থীদের বিদ্যালয়ে ভর্তির হার

৫৬. উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষায় একাডেমিক সুপারভিশনের কাজ করে কোন দপ্তর? – উপজেলা রির্সোস সেন্টার

৫৭. ‘গহবর’ শব্দের অর্থ কী? – বিবর

৫৮. নীচের কোন রাষ্ট্রটি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? – জাপান

৫৯. মৌলিক শিক্ষা কী? – প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন

৬০. Which of the following has the correct spelling? – jaundice

৬১. The synonym of the word ‘lunatic’ is – mad

৬২. Choose the right sentence – Gold is a precious metal

৬৩. শিখন – শেখানো প্রক্রিয়ায় কাকে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন? – শিক্ষার্থী

৬৪. Find out the correct spelling. – Bureaucracy

৬৫. He was accused – inciting others to revolt. – of

৬৬. বিজ্ঞান শিখন – শেখানোয় কোন এপ্রোচকে বর্তমানে সুপারিশ করা হয়? – Demonstration based teaching

৬৭. আহমদ শরীফ রচিত প্রবন্ধগ্রন্থটি হচ্ছে – ক. মানবতন্ত্র খ. লোক সাহিত্য গ. মীরামানস ঘ. বিচিত্রা  চিন্তা [আহমদ শরীফ রচিত প্রবন্ধগন্থ –বিচিত চিন্ত]

৬৮. কোন শিক্ষার জন্য মানুষের ইতিবাচক দৃষ্টিভঙ্গী ও মূল্যবোধ গড়ে তোলা ? – নৈতিক শিক্ষা

৬৯. কার সময়ে বঙ্গ ভঙ্গ হয়? – লর্ড কার্জন

৭০. বিশ্বের মানুষের বর্তমান গড় আয়ু কত ? ক. ৭২.৪ খ. ৭১.৪ গ. ৭০.১ ঘ. ৭১.৬ [২০১৬ সালের মানব উন্নয়ন রিপোর্ট অনুযায়ী ৭১.৬ বছর এবং ১০১৮ সালের মানব উন্নয়ন রিপোর্ট অনুযায়ী ৭২.২ বছর]

৭১. – English are industrious – The

৭২. ডিপিএড এর পূর্ণরূপ কোনটি? – ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন

৭৩. বাংলাদেশে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের জন্য মোট কয়টি ভেন্যু আছে? – ৮টি

৭৪. বহুল আলোচিত ব্যক্তি জামাল খাসোগী কে ছিলেন? – একজন সাংবাদিক

৭৫. ‘A cock and bull story’ means – a false story

৭৬. একীভূত শিক্ষার লক্ষ্যদল কারা? – সকল শিশু

৭৭. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় সংসদ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে? – ৬৫

৭৮. “সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই” এই উক্তিটি কার? – চণ্ডীদাস

৭৯. A fantacy is – an imaginary story

৮০. নিচের কোন

 শব্দটি শুদ্ধ বানানে লিখিত হয়েছে? – বিদ্বান

৮১. কোন জন ‘চর্যাপদে’র পদকর্তা? – শবরপাদ

৮২. “শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত শক্তিসমূহের পরিপূর্ণ বিকাশ সাধক” – এ উক্তিটি কার ? – পেস্তালৎসী

৮৩. A specialist in eye disease is called a/an – Ophthalmologist

৮৪. আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি? – রাশিয়া

৮৫. মুক্তিযুদ্ধ – ভিত্তিতে রচিত শওকত ওসমানের উপন্যাস কোনটি? – জলাঙ্গী

৮৬. সার্কের সচিবালয় কোথায় অবস্থিত? – কাঠমুণ্ডু

৮৭. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম কাব্যগ্রন্থ ‍কোনটি? – কবিকাহিনী

৮৮. “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি “ গানটি কার রচনা? – আবদুল গাফফার চৌধুরী

৮৯. বাংলাদেশ ও ভারতের মধ্যে মোট কয়টি অভিন্ন নদী আছে? – ৫৪

৯০. ‘অহিনকুল’ শব্দটি কোন নিয়মে গঠিত হয়েছে? – সমাস

৯১.    Alfred Tennyson is a – poet

৯২. নিচের কোন বানানটি সঠিক? – সাক্ষরতা

৯৩. The synonym of the word `beginner ‘ is -   novice

৯৪. প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কোন প্রতিষ্ঠানটি কাজ করে? NAPE

৯৫. সুয়েজ খার কোথায় অবস্থিত? – মিসর

৯৬. নব্য সাক্ষর ব্যক্তির সাক্ষরতা ধরে রাখার জন্য কোন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে? – ক. আনন্দ বিদ্যালয় খ. গ্রাম শিক্ষা কেন্দ্র গ. গণবিদ্যালয় ঘ. শিক্ষা কেন্দ্র [সঠিক উত্তর – গ্রাম শিক্ষা মিলন কেন্দ্র]

৯৭. কোন সংস্থাটি বাংলাদেশে পাঠ সমীক্ষা (Lesson study) প্রচলনে উদ্যোগ নিয়েছে? – JICA

৯৮. একীভূত শিক্ষার মূল লক্ষ্য কী? – বিশেষ চাহিদা সসম্পন্ন শিক্ষার্থীদের কার্যকর শিখন

৯৯. “প্রত্যেক শিশুই কোন না কোন বিষয়ে বুদ্ধিমান” – কথাটি কার তত্ত্বে পাওয়া যায়? – ক. জ্যঁ পিয়াজেঁ খ. প্যাভলভ গ. হাওয়ার্ড গার্ডনার ঘ. স্ক্যানার

১০০. ‘Whom do you want?’ – the correct passive form of this sentence will be – who is wanted by you?

Exams

Subjects