৩৮তম বিসিএস প্রিলি

76. ১৯৫৪ সালের পূর্ববাংলা প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ছিলেন না -

  • ক. শেরে বাংলা এ কে ফজলুল হক
  • খ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • গ. মাওলানা আবদুল হামিদ খান ভাসানি
  • ঘ. নবাব স্যার সলিমুল্লাহ

77. জুম চাষ হয় -

  • ক. বরিশালে
  • খ. ময়মনসিংহে
  • গ. খাগড়াছড়িতে
  • ঘ. দিনাজপুরে

78. চাকমা জনগোষ্ঠীর লোকসংখ্যা সর্বাধিক -

  • ক. রাঙ্গামাটি জেলায়
  • খ. খাগড়াছড়ি জেলায়
  • গ. বান্দরবান জেলায়
  • ঘ. সিলেট জেলায়

80. বাংলাদেশে মোট দেশজ উৎপাদনে কৃষিখাতের অবদান -

  • ক. নিয়মিতভাবে বৃদ্ধি পাচ্ছে
  • খ. অনিয়মিতভাবে বৃদ্ধি পাচ্ছে
  • গ. ক্রমহ্রাসমান
  • ঘ. অপরিবর্তিত থাকছে

81. বাংলাদেশের অন্যতম বিশেষায়িত ব্যাংক

  • ক. বাংলাদেশ কৃষি ব্যাংক
  • খ. সোনালী ব্যাংক
  • গ. অগ্রণী ব্যাংক
  • ঘ. রূপালী ব্যাংক

88. দেশের কোন এলাকাতেই ভোটার হয়নি এমন ব্যক্তি সংসদ নির্বাচনে -

  • ক. নির্বাচন কমিশনের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
  • খ. আইন মন্ত্রণালয়ের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
  • গ. সংশ্লিষ্ট দলীয় কর্তৃপক্ষের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
  • ঘ. কোনক্রমেই প্রার্থী হতে পারবেন না

89. কোনটি স্থানীয় সরকার নয়?

  • ক. পৌরসভা
  • খ. পল্লী বিদ্যুৎ
  • গ. সিটি কর্পোরেশন
  • ঘ. উপজেলা পরিষদ

90. আইন প্রণয়নের ক্ষমতা --

  • ক. আইন মন্ত্রণালেয়ের
  • খ. রাষ্ট্রপতির
  • গ. স্পীকারের
  • ঘ. জাতীয় সংসদের

95. নীচের কোনটি নাগরিকের দায়িত্ব?

  • ক. রাস্তায় ট্রাফিক আইন মেনে চলা
  • খ. শিল্প কারখানায় অধিক শ্রমিক নিয়োগ দেয়া
  • গ. দক্ষ জনশক্তি তৈরি করা
  • ঘ. রাজনৈতিক সংগঠনে অন্তর্ভুক্ত হওয়া


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics