৩৮তম বিসিএস প্রিলি
76. ১৯৫৪ সালের পূর্ববাংলা প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ছিলেন না -
- ক. শেরে বাংলা এ কে ফজলুল হক
- খ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
- গ. মাওলানা আবদুল হামিদ খান ভাসানি
- ঘ. নবাব স্যার সলিমুল্লাহ
77. জুম চাষ হয় -
- ক. বরিশালে
- খ. ময়মনসিংহে
- গ. খাগড়াছড়িতে
- ঘ. দিনাজপুরে
78. চাকমা জনগোষ্ঠীর লোকসংখ্যা সর্বাধিক -
- ক. রাঙ্গামাটি জেলায়
- খ. খাগড়াছড়ি জেলায়
- গ. বান্দরবান জেলায়
- ঘ. সিলেট জেলায়
79. বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় -
- ক. ১৯৭৯ সালে
- খ. ১৯৭২ সালে
- গ. ১৯৭৩ সালে
- ঘ. ১৯৭৪ সালে
80. বাংলাদেশে মোট দেশজ উৎপাদনে কৃষিখাতের অবদান -
- ক. নিয়মিতভাবে বৃদ্ধি পাচ্ছে
- খ. অনিয়মিতভাবে বৃদ্ধি পাচ্ছে
- গ. ক্রমহ্রাসমান
- ঘ. অপরিবর্তিত থাকছে
81. বাংলাদেশের অন্যতম বিশেষায়িত ব্যাংক
- ক. বাংলাদেশ কৃষি ব্যাংক
- খ. সোনালী ব্যাংক
- গ. অগ্রণী ব্যাংক
- ঘ. রূপালী ব্যাংক
82. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ধারায় সকল নাগরিককে আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে?
- ক. ধারা ২৬
- খ. ধারা ২৭
- গ. ধারা ২৮
- ঘ. ধারা২৯
- ক. ৭.০০%
- খ. ৭.১২%
- গ. ৭.৩০%
- ঘ. ৭.৪০%
85. ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি ছিল -
- ক. ৫.৯২%
- খ. ৬.০%
- গ. ৬.৪১%
- ঘ. ৬.৪৩%
86. বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানী হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয় -
- ক. ফার্নেস অয়েল
- খ. কয়লা
- গ. প্রাকৃতিক গ্যাস
- ঘ. ডিজেল
87. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান মতে প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদকাল -
- ক. ৩বছর
- খ. ৪ বছর
- গ. ৫ বছর
- ঘ. ৬ বছর
88. দেশের কোন এলাকাতেই ভোটার হয়নি এমন ব্যক্তি সংসদ নির্বাচনে -
- ক. নির্বাচন কমিশনের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
- খ. আইন মন্ত্রণালয়ের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
- গ. সংশ্লিষ্ট দলীয় কর্তৃপক্ষের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
- ঘ. কোনক্রমেই প্রার্থী হতে পারবেন না
- ক. পৌরসভা
- খ. পল্লী বিদ্যুৎ
- গ. সিটি কর্পোরেশন
- ঘ. উপজেলা পরিষদ
- ক. আইন মন্ত্রণালেয়ের
- খ. রাষ্ট্রপতির
- গ. স্পীকারের
- ঘ. জাতীয় সংসদের
- ক. রাজনৈতিক দল
- খ. সুশীল সমাজ
- গ. বিচার বিভাগ
- ঘ. প্রশাসন বিভাগ
92. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার ন্যূনতম বয়স -
- ক. ৩০ বছর
- খ. ৩৫ বছর
- গ. ৪০ বছর
- ঘ. ৪৫ বছর
93. বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে ক’টি খাতে ভাগ করা হয় -
- ক. ১২
- খ. ১৩
- গ. ১৪
- ঘ. ১৫
94. টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে কে প্রথম ডাবল সেঞ্চুরী করেন?
- ক. মুশফিক
- খ. তামিম
- গ. সাব্বির
- ঘ. লিটন দাস
95. নীচের কোনটি নাগরিকের দায়িত্ব?
- ক. রাস্তায় ট্রাফিক আইন মেনে চলা
- খ. শিল্প কারখানায় অধিক শ্রমিক নিয়োগ দেয়া
- গ. দক্ষ জনশক্তি তৈরি করা
- ঘ. রাজনৈতিক সংগঠনে অন্তর্ভুক্ত হওয়া
96. মায়ানমারের সাথে বাংলাদেশের ক’টি জেলার সীমান্ত রয়েছে?
- ক. ২টি
- খ. ৩টি
- গ. ৪টি
- ঘ. ৫টি
97. পার্বত্য চট্রগ্রাম শান্তিচুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
- ক. ১৯৯৩
- খ. ১৯৯৭
- গ. ১৯৯৯
- ঘ. ২০০১
98. বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কী?
- ক. বিকন অন্বেষা
- খ. ব্র্যাক অন্বেষা
- গ. নোয়া ১৮
- ঘ. নোয়া ১৯
99. বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে সমুদ্র সীমা বিরোধ কোন সংস্থার মাধ্যমে নিষ্পত্তি হয়?
- ক. Permanent Court of Justice
- খ. International Tribunal for the Law of the Sea
- গ. International Court of Justice
- ঘ. Permanent Court of Arbitration
100. বাংলাদেশ বর্তমানে সর্বাধিক পরিমাণ অর্থের বিভিন্ন পণ্য আমদানি করে -
- ক. ভারত থেকে
- খ. চীন থেকে
- গ. জাপান থেকে
- ঘ. সিঙ্গাপুর থেকে