৩৮তম বিসিএস প্রিলি
126. নিচের কোন ভৌগোলিক এলাকাটি ‘রামসার সাইট’ হিসেবে স্বীকৃত?
- ক. রামসাগর
- খ. বগা লেইক (Lake)
- গ. টাঙ্গুয়ার হাওড়
- ঘ. কাপ্তাই হ্রদ
127. ‘পলল পাখা’ জাতীয় ভূমিরূপ গড়ে ওঠে -
- ক. পাহাড়ের পাদদেশে
- খ. নদীর নিম্ন অববাহিকায়
- গ. নদীর উৎপত্তিস্থলে
- ঘ. নদী মোহনায়
128. ‘সেন্দাই ফ্রেমওয়ার্ক’ ২০১৫-৩০’ হচ্ছে একটি -
- ক. জাপানের উন্নয়ন কৌশল
- খ. সুনামী দুর্যোগরে ঝুঁকি হ্রাস কৌশল
- গ. দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল
- ঘ. ভূমিকম্পের ঝুঁকি হ্রাস কৌশল
129. কোনটি জলজ আবহাওয়াজনিত (hydro-meteorological) দুর্যোগ নয়?
- ক. ভূমিকম্প
- খ. ভূমিধস
- গ. নদীভাঙ্গন
- ঘ. ঘূর্ণিঝড়
130. কোন গ্যাসটি ‘ড্রাই আইস’ তৈরিতে ব্যবহার করা হয়?
- ক. অক্সিজেন
- খ. কার্বন ডাই-অক্সাইড
- গ. সালফার ডাই অক্সাইড
- ঘ. নাইট্রোজেন ডাই-অক্সাইড
131. বর্তমানে পরিবেশ-বান্ধব কোন গ্যাসটি রেফ্রিজারেটরের কম্প্রেসরে ব্যবহার করা হয়।
- ক. টাইক্লোরোটাইফ্লুরো ইথেন
- খ. টেট্রাফ্লুরো ইথেন
- গ. ডাইক্লোরো ডাইফ্লুরো ইথেন
- ঘ. আর্গন
132. ক্যান্সার চিকিৎসায় যে বিকিরণ ব্যবহার করা হয় তাহা হলো -
- ক. আলফা রেস (Alpha rays)
- খ. বিটা বেস (Beta rays)
- গ. গামা রেস (Gama rays)
- ঘ. অক্স রেস (X-rays)
133. ব্যাকটেরিয়ার কোষে নিচের কোনটি উপস্থিত?
- ক. প্লাসটিড
- খ. মাইটোকন্ড্রিয়া
- গ. নিউক্লিওলাস
- ঘ. ক্রোমাটিন বস্তু
134. মস্তিষ্কের ডোপামিন তৈরির কোষগুলো নষ্ট হলে কি রোগ হয়?
- ক. এপিলেসপি
- খ. পারকিনসন
- গ. প্যারালাইসিস
- ঘ. থ্রমবোসিন
135. নিচের কোন উদ্ভিদ কেবল ম্যানগ্রোভ বনাহঞ্চলে দেখা যায়?
- ক. খেজুর পাম
- খ. সাগু পাম
- গ. নিপা পাম
- ঘ. তাল পাম
136. বায়ুমণ্ডলের কোন স্তরে বজ্রপাত ঘটে?
- ক. ট্রপোমন্ডল (Troposphere)
- খ. স্ট্রাটোমন্ডল (Stratosphere)
- গ. মেসোমন্ডল (Mesosphere)
- ঘ. তাপমন্ডল (Troposphere)
137. পৃথিবীর বারিমন্ডলের জলরাশির শতকরা কতভাগ জল ভূগর্ভ ধারণ করে?
- ক. ২.০৫%
- খ. ০.৬৮%
- গ. ০.০১%
- ঘ. ০.০০১%
138. বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে বলা হয় -
- ক. পিসিকালচার
- খ. এপিকালচার
- গ. মেরিকালচার
- ঘ. সেরিকালচার
- ক. ৩০ দিনের মধ্যে ভ্যাকসিন দিতে হবে
- খ. ৭ দিন ইনকিউবেটরে রাখতে হবে
- গ. জম্মের ১২ ঘণ্টার মধ্যে ভ্যাকসিন ও এইচ বি আই জি (HBIG) শট দিতে হবে।
- ঘ. জম্মের ১ মাস পর কেবলমাত্র (HBIG) শট দিতে হবে
140. ডেঙ্গু রোগ ছড়ায় -
- ক. Aedes aegypti মশা
- খ. House files
- গ. Anophilies মশা
- ঘ. ইঁদুর ও কাঠবেড়ালী
141. বায়ুমন্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় -
- ক. স্ট্রাটোস্ফিয়ার
- খ. ট্রপোস্ফিয়ার
- গ. আয়োনোস্ফিয়ার
- ঘ. ওজোনস্তর
- ক. দার্শনিক
- খ. পদার্থবিদ
- গ. রসায়নবিদ
- ঘ. কবি
143. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো -
- ক. নাইট্রোজেন গ্যাস
- খ. মিথেন গ্যাস
- গ. হাইড্রোজেন গ্যাস
- ঘ. কার্বন মনোক্সাইড
144. কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস্য?
- ক. তেল
- খ. সমুদ্রের ঢেউ
- গ. গ্যাস
- ঘ. কয়লা
145. 10101111 -এর 1's complement কোনটি?
- ক. 11111111
- খ. 00000000
- গ. 01010000
- ঘ. 11000011
146. কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়?
- ক. তামার তার
- খ. কো-এক্সিয়াল ক্যাবল
- গ. অপটিক্যাল ফাইবার
- ঘ. ওয়্যারলেস মিডিয়া
147. ই-মেইল গ্রহণ করার ব্যবহৃত প্রোটকল কোনটি?
- ক. POP3
- খ. POP9
- গ. HTML
- ঘ. SMTP
148. কোনটি সঠিক নয়?
- ক. A + O = A
- খ. A . 1 = A
- গ. A + A` = 1
- ঘ. A . A` = 1
149. এক word কত বিট বিশিষ্ট হয়?
- ক. 8
- খ. 16
- গ. 4
- ঘ. 2
150. কোন ধরনের bus ব্যবহৃত হয় না?
- ক. address bus
- খ. input-reader bus
- গ. dat bus
- ঘ. control bus