বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তরের ব্যক্তিগত কর্মকর্তা
26. বাংলাদেশের রণসংগীতের রচয়িতা কে?
- ক. কবি জসীমউদ্দীন
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. মোহিতলাল মজুমদার
- ঘ. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর
27. Choose the correct spelling :
- ক. Itenerary
- খ. Etinerary
- গ. Itinarary
- ঘ. Itinerary
28. (-2, 3) বিন্দুটি নিচের কোন সরল রেখার উপর অবস্থিত?
- ক. 2x + y = 1
- খ. 2x - y + 1 = 0
- গ. 4x - 3y = 23
- ঘ. 4x + 3y = 5
29. বাংলা বিরাম চিহ্নের স্রষ্টা কে?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. প্যারীচাদ মিত্র
- গ. দেবেন্দ্রনাথ ঠাকুর
- ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
30. What is the synonym of 'look'?
- ক. gaze
- খ. glean
- গ. gloss
- ঘ. glimpse
- ক. একটি বই এর নাম
- খ. মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী ভাস্কর্য
- গ. একটি সড়কের নাম
- ঘ. একটি ছায়াছবির নাম
32. কবি আলাওল কোন রাজ দরবারের কবি ছিলেন?
- ক. ত্রিপুরা
- খ. দিল্লী
- গ. রোসাঙ্গ
- ঘ. মুর্শিদাবাদ
33. মনপুরা - ৭০ কি?
- ক. একটি উপন্যাসের নাম
- খ. একটি চলচ্চিত্রের নাম
- গ. একটি চিত্রশিল্প
- ঘ. একটি উপজেলা
34. 'Let me do the sum'. Passive voice of it is -
- ক. Let the sum is to be done by me
- খ. Let the sum done by me
- গ. Let the sum being done by me
- ঘ. Let the sum be done by me
35. নাসিরাবাদ কোন জেলার পূর্ব নাম?
- ক. ময়মনসিংহ
- খ. নরসিংদী
- গ. ঢাকা
- ঘ. বরিশাল
36. কোনটি উপন্যাস?
- ক. নতুন চাঁদ
- খ. কন্যা কুমারী
- গ. গড্ডালিকা
- ঘ. নেমেসিস
37. বাংলাদেশের সবচেয়ে বড় নদী বন্দর কোনটি?
- ক. নারায়ণগঞ্জ
- খ. খুলনা
- গ. বরিশাল
- ঘ. চাঁদপুর
38. ‘অসমাপ্ত আত্মজীবনী’ কার রচনা?
- ক. শেখ হাসিনা
- খ. শেখ মুজিবুর রহমান
- গ. হুমায়ূন আহমেদ
- ঘ. আসাদ চৌধুরী
- ক. কুমিল্লা
- খ. নারায়ণগঞ্জ
- গ. বগুড়া
- ঘ. দিনাজপুর
- ক. চারুচন্দ্র চক্রবর্তী
- খ. আখতারুজ্জামান ইলিয়াস
- গ. নীহাররঞ্জন রায়
- ঘ. সমরেশ বসু
41. কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে কয়টি অংশ আছে?
- ক. ৩টি
- খ. ৪টি
- গ. ৫টি
- ঘ. ৬টি
- ক. হাত
- খ. জিহ্বা
- গ. দাঁত
- ঘ. ঠোঁট
43. কোন ক্ষুদ্রতম সংখ্যা ১২, ১৬ ও ১৮ দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ৭ ভাগশেষ থাকবে?
- ক. ১৪৪
- খ. ১৫১
- গ. ১৩৭
- ঘ. ১৫৮
- ক. ১২০ মিটার
- খ. ১৮০ মিটার
- গ. ৩০০ মিটার
- ঘ. ৩৬০ মিটার
45. ‘মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি’ কে লিখেছেন?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. আসাদ চৌধুরী
- গ. রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. মোহাম্মদ মনির ছামাদ
46. ‘একখানি ছোট ক্ষেত আমি একলা’ - রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার রচনা?
- ক. সোনারতরী
- খ. চিত্রা
- গ. বলাকা
- ঘ. মানসী
47. Choose the correct sentence -
- ক. I care not a straw for him
- খ. I do not care a straw for him
- গ. I not care a straw for him
- ঘ. I care a straw for him
48. The party was - when arrived.
- ক. do the full
- খ. in full swing
- গ. in full
- ঘ. fully going
49. বাংলা ভাষায় কত প্রকারের উপসর্গ পাওয়া যায়?
- ক. ২ প্রকার
- খ. ৩ প্রকার
- গ. ৪ প্রকার
- ঘ. ৫ প্রকার
50. বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় কোনটি?
- ক. ১৯৮০ - ১৯৮৫
- খ. ১৯৯৭ - ২০০২
- গ. ১৯৭৩ - ১৯৭৮
- ঘ. ১৯৯০ - ১৯৯৫