শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী পুর
76. Linearly distributed load এর ক্ষেত্রে beam এর shear force diagram এর shape কেমন হবে?
- ক. Linear
- খ. Parabolic
- গ. Cubic
- ঘ. কোনোটিই নয়
77. বাংলা একাডেমী রবীন্দ্র পুরস্কার প্রবর্তন করে -
- ক. ২০১৫ সালে
- খ. ১৯৭১ সালে
- গ. ২০১০ সালে
- ঘ. ১৯৬০ সালে
78. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্যের কথা বলা হয়েছে?
- ক. অনুচ্ছেদ ২২
- খ. অনুচ্ছেদ ২১
- গ. অনুচ্ছেদ ২০
- ঘ. অনুচ্ছেদ ৩৩
79. একটি Channel section কিসের সমন্বয়ে গঠিত?
- ক. one flange, two webs
- খ. two webs
- গ. two flanges, one web
- ঘ. two flanges
80. Cement এর consistency কোন apparatus দিয়ে নির্ণয় করা যায়?
- ক. Vicat
- খ. Casagrande
- গ. Proctor
- ঘ. কোনোটিই নয়
81. Very soft clay এর unconfined compressive strength কত হয়?
- ক. 10-25 kpa
- খ. 25-150 kpa
- গ. 150-400 kpa
- ঘ. >400 kpa
82. বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য সর্বোচ্চ খেতাব কোনটি?
- ক. বীরপ্রতীক
- খ. বীরশ্রেষ্ঠ
- গ. বীরউত্তম
- ঘ. বীরবিক্রম
83. Point এবং crossing এ যে ballast ব্যবহার করা হয় তার nominal size কত?
- ক. 40 mm
- খ. 25 mm
- গ. 50 mm
- ঘ. 15 mm
84. বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্যাসটি বেশি দায়ী?
- ক. কার্বন ডাই অক্সাইড
- খ. মিথেন
- গ. ওজোন
- ঘ. কার্বন মনো অক্সাইড
85. একটি square column এর longitudinal bar dia = 16 mm হলে tie bar এর dia কমপক্ষে কত হতে হবে?
- ক. 4 mm
- খ. 5 mm
- গ. 6 mm
- ঘ. 8 mm
86. Uniformity coefficient = ?
- ক. D60 / D30
- খ. D30 / D10
- গ. D60 / D10
- ঘ. D30 / D60
87. নিরাপদ পানযোগ্য পানির BOD কত হতে হবে?
- ক. 0
- খ. 5
- গ. 10
- ঘ. 15
88. বাংলাদেশের ‘ট্রেজারি বিল’ ইস্যু করার এখতিয়ার কার?
- ক. সোনালী ব্যাংক
- খ. বাংলাদেশ ব্যাংক
- গ. ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ
- ঘ. অর্থ মন্ত্রণালয়
89. একটি soil এর volume of voids = volume of solids হলে void ratio =?
- ক. 0.5
- খ. 1.0
- গ. 0
- ঘ. 2.0
90. The boy wants to go home. Identify the phrase 'to go home'.
- ক. noun phrase
- খ. adjective phrase
- গ. adverb phrase
- ঘ. prepositional phrase
91. কোনটি পানির Disinfection এ ব্যবহৃত হয়?
- ক. CI2
- খ. O2
- গ. CIO2
- ঘ. সবগুলো
92. ‘বেগম’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
- ক. বেগম রোকেয়া
- খ. মালেকা বেগম
- গ. সুফিয়া কামাল
- ঘ. নূরজাহান বেগম
94. Slump test করা হয় কোন Meterial এর?
- ক. Cement
- খ. Aggregate
- গ. Bitumen
- ঘ. Concrete
95. What is the passive voice of the sentence? 'His conduct annoyed me'.
- ক. I was being annoyed by his conduct.
- খ. I was annoyed by his conduct.
- গ. I was annoyed at his conduct.
- ঘ. I had been annoyed on his conduct.
96. Uniformly distributed load এর ক্ষেত্রে Beam এর bending mement diagram এর shape কেমন হবে?
- ক. Linear
- খ. Parabolic
- গ. Cubic
- ঘ. কোনোটি নয়
97. ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
- ক. ১৮২১
- খ. ১৭৫৮
- গ. ১৮০০
- ঘ. ১৯২১
98. COP 24 কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
- ক. মাদ্রিদ (স্পেন)
- খ. কেটুইয়েস (পোল্যান্ড)
- গ. রোম(ইতালি)
- ঘ. ভিয়েনা(অস্ট্রিয়া)
99. কোন Factor টি per capita water demand affects করে?
- ক. Climate
- খ. Cost of water
- গ. মানুষের দৈহিক গড়ন
- ঘ. সবগুলো
100. Soil এর Degree of saturation (s) এর জন্য কোন range প্রযোজ্য?
- ক. s > 0
- খ. s < 0
- গ. 0 < s < 100
- ঘ. 0 <= s<=100