১৬তম শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা স্কুল পর্যায় ২
- ক. অর্থনৈতিক
- খ. পরিবেশগত
- গ. রাজনৈতিক
- ঘ. সামরিক
77. ভারত ও আফগানিস্তানের মধ্যকার সীমানা চিহ্নিত লাইন -
- ক. ডুরান্ড লাইন
- খ. র্যাডক্লিফ লাইন
- গ. এলওসি
- ঘ. ম্যাজিনো লাইন
78. ‘বাংলাদেশ স্কয়ার’ কোথায় অবস্থিত?
- ক. লাইবেরিয়া
- খ. কঙ্গো
- গ. সোমালিয়া
- ঘ. সুদান
79. বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় -
- ক. ১০ জুলাই
- খ. ৫ জুন
- গ. ২৪ সেপ্টেম্বর
- ঘ. ১২ এপ্রিল
80. সংবিধানের ১৫ অনুচ্ছেদের বিষয়বস্তু কী?
- ক. জনস্বাস্থ্য ও নৈতিকতা
- খ. সুযোগের সমতা
- গ. জাতীয় সংস্কৃতি
- ঘ. মৌলিক প্রয়োজনের ব্যবস্থা
81. বাংলাদেশে বয়স্ক ভাতা কার্যক্রম কবে প্রথম শুরু হয়?
- ক. ১৯৯৮ সালে
- খ. ১৯৯৯ সালে
- গ. ২০০০ সালে
- ঘ. ২০০১ সালে
82. বাংলাদেশের জাতীয় স্বাস্থ্য নীতিমালা কবে প্রণীত হয়েছে?
- ক. ২০১০ সালে
- খ. ২০১১ সালে
- গ. ২০১২ সালে
- ঘ. ২০১৩ সালে
83. 'Seven Sister' কোন দেশে অবস্থিত?
- ক. ভারত
- খ. পাকিস্তান
- গ. মিয়ানমার
- ঘ. ভুটান
84. আগরতলা মামলা প্রত্যাহার করা হয় -
- ক. ২২ ফেব্রুয়ারি ১৯৬৯
- খ. ২০ মার্চ ১৯৬৯
- গ. ১৮ ফেব্রুয়ারি ১৯৭০
- ঘ. ৫ ডিসেম্বর ১৯৬৮
85. বাংলাদেশে সরকারি EPZ মোট কতটি?
- ক. ৭টি
- খ. ৮টি
- গ. ৯টি
- ঘ. ১০টি
86. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?
- ক. ক্যাপ্টেন এম. মনসুর আলী
- খ. তাজউদ্দীন আহমদ
- গ. সৈয়দ নজরুল ইসলাম
- ঘ. খন্দকার মোশতাক আহমেদ
87. সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে?
- ক. ১৩০
- খ. ১৩১
- গ. ১৩৭
- ঘ. ১৪০
- ক. তেল
- খ. গ্যাস
- গ. কয়লা
- ঘ. সমুদ্রের পানি
89. ইতিহাসের জনক কে?
- ক. হেরোডোটাস
- খ. এরিস্টটল
- গ. ওয়াশিংটন
- ঘ. নিউইয়র্ক
90. টেকসই উন্নয়ন অভীষ্ট কবে গৃহীত হয়?
- ক. ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর
- খ. ২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর
- গ. ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর
- ঘ. ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর
91. ‘ওয়াটার লু’ যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত?
- ক. বেলজিয়াম
- খ. জাপান
- গ. জার্মানি
- ঘ. ইংল্যান্ড
92. হাসপাতাল সমাজসেবা কার্যক্রম কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়?
- ক. সমাজকল্যাণ মন্ত্রণালয়
- খ. মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়
- গ. স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়
- ঘ. শিক্ষা মন্ত্রণালয়
93. স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য ‘বীরপ্রতীক’ উপাধি লাভ করেন কত জন?
- ক. ৭ জন
- খ. ৬৮ জন
- গ. ১৭৫ জন
- ঘ. ৪২৬ জন